কুসুম সরোবর কিভাবে নির্মাণ হলো ? ft.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • রাধে রাধে 🙏🏻
    শ্রী বৃন্দাবন ধাম কি জয়
    রাধে শ্যাম
    আমি গোবিন্দের দাস পার্থ দাস আজকে চলে এসছি কুসুম সরোবরে 😍
    Welcome to Kusum Sarovar 🙏🏻
    শ্রী বৃন্দাবনের heart beat হলো এই কুসুম সরোবোর
    শ্রী বৃন্দাবনের জংশন ও হলো এই কুসুম সোরোবোর
    কেনো জংশন?
    কারণ শ্রী রাধারাণী দুপুর 12tar সময় বারসানা থেকে এই পবিত্র সুন্দর কুসুম সরোবরে আসেন
    এবং শ্রী কৃষ্ণ আসেন কোথা থেকে? গোকুল থেকে আসেন এখানে রাধা রানীর সাথে দেখা করতে ।
    এটা হলো রাধা রানীর আর কৃষ্ণের মিলন স্থল 🙏🏻
    নারদ মুনি নিজে গোপী হয়েছিলেন এই কুন্ডে এই সরোবরে স্নান করে , তাই যারা গোপী হতে চান তাদের অবশ্যই চলে আস্তে হবে এই পবিত্র সুন্দর কুসুম সরোবরে ✨✨
    স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ ওনার বাঁশি দিয়ে এই কুসুম সরোবরের এই কুন্ডের নির্মাণ করেন 💖
    তো রাধে রাধে লিখুন আর কোথা থেকে দেখছেন এই ভিডিও টা কমেন্ট করুন 👇🏻 চলুন জেনে নিই এই কুসুম সরোবরের ইতিহাস কি , কি করে তৈরি হলো এই সরোবরে
    যখন আপনারা বৃন্দাবনে আসবেন এই কুসুম সরোবরের দর্শন করতে অবশ্যই আসবেন । স্নান করবেন যদি স্নান নাও করতে পারেন আচমন অবশ্যই করবেন ।
    আপনি যদি এই সরোবরে স্নান করেন তাহলে গোপী হয়ে যাবেন গোপী ।
    গোপী মানে বুঝলেন?
    গোপী জন বল্লভো গিরি বড় ধারি
    আমাদের আরাধ্য শ্রী কৃষ্ণ গোপীদের ছাড়া কাওকে চেনেন না কাওকে বোঝেন না । গোপীরা শ্রী কৃষ্ণের হৃদস্পন্দন
    গোপিরা শ্রী কৃষ্ণ কে ছাড়া কাওকে চেনেন না জানেন না আর শ্রী কৃষ্ণ গোপীদের ছাড়া আর কাওকে চেনেন না
    স্বয়ং দেবাধি দেব মহাদেব গোপীর বেশ ধারণ করেছিলেন । কারণ রাশ লীলাতে সবার প্রবেশ নিষেধ । বৃন্দা দেবি মহাদেব কে বলেছিলেন যদি রাশ লীলার দর্শন করতে চান তাহলে আপনাকে গোপী হতে হবে । তাই মহাদেব কিন্তু গোপী হয়ে গেছিলেন । গোপেশ্বর মহাদেব হয়েছিলেন ।
    নারদ মুনি চেয়েছিলেন এই গোবর্ধন রাশ লীলার দর্শন করতে তখন তিনিও এই কুসুম সরোবরে স্নান করে গোপীর স্বরূপ পেয়েছিলেন ।
    রাধা কৃষ্ণের অষ্টপ্রহর লীলা ষ্টলের মধ্যে একটি হলো এই কুসুম সরোবর ।
    রাধাকুন্ড এবং মানসী গঙ্গার মাঝে পড়বে এই কুসুম সরোবর। আপনারা যখন রাধা কুন্ড থেকে মানসী গঙ্গা যাবেন বা মানসী গঙ্গা থেকে রাধা কুন্ডে যাবেন রাস্তাতেই পড়বে এই কুসুম সরোবর।
    শ্রী রাধা রানী ওনার অস্টসখী দের নিয়ে ফুল তুলতে কুসুম বণে আসতেন শ্রী কৃষ্ণের সাথে সাক্ষাত করতে। এরোমি একদিন রাধারাণী ওনার অস্টোসখী দের গোবর্ধন এ নিয়ে আসলেন ফুল তুলতে । ফুল তুলতে তুলতে হঠাৎ ই রাধা পথ হারিয়ে ফেলেন । সখী দের খুজতে লাগলেন । এমন সময় রাধারানীর শাড়ির আঁচল ফুল গাছের কাটা তে আটকে যায় ।
    এদিকে কৃষ্ণ জানতে পারলেন যে রাধা তার অষ্ট সখী দের নিয়ে ফুল তুলতে এসছেন । তখন শ্রী কৃষ্ণ মহণমালির বেশ ধারণ করলেন ।
    শ্রী কৃষ্ণ রাধার শাড়ির আঁচল কাটা গাছ থেকে সরিয়ে বলেন তিনি এই বনের মালি ।
    এমন সময় রাধার সখীরা খুজতে খুজতে এই স্থানে এসে রাধার কাছে পৌঁছান ।
    তখন মালি রুপ ধারণ করা কৃষ্ণ রাধা এবং তার সখী দের জিজ্ঞেস করেন কার অনুমতিতে তারা এই বনে ফুল তুলেছে । মালির অনুপস্থিতিতে প্রতিদিন ওরা সব ফুল চুরি করে বন উজাড় করে দিয়েছে । আজ চোর হাতে নাতে ধরা পড়েছে । আজ তাদের শাস্তি হবে ।
    এমন সময় রাধারাণীর নজর পড়ে মালির হাতে থাকা শ্রী কৃষ্ণের বাঁশির দিকে । তখন রাধা জিজ্ঞেস করেন উনি কে ? উনি তো এই বনের একটা ফুল গাছ ও লাগান নি। এসব কথা বলতে বলতে রাধার হাত থেকে সব ফুল মাটিতে পড়ে যায় এবং ফুলগুলোতে মাটি লেগে যায় । তখন রাধারাণী বলেন যে তুমি আমার সব ফুল মাটিতে ফেলেদিলে শ্যাম ?
    তখন শ্রী কৃষ্ণ তার নিজের রূপে ফিরে আসেন এবং ফুল গুলো হাতে তুলে নিয়ে রাধা কে বলেন যে মন খারাপ না করতে । এবং উনি এখনই যমুনা তে গিয়ে ফুল গুলো ধুয়ে আনবেন ।
    কিন্তু রাধা বলেন যে তাতে অনেক সময় লাগবে , ওনাকে বর্ষণা তে ফিরতে হবে দেরি হয়ে যাবে।
    তখন শ্রী কৃষ্ণ ওনার বাঁশি দিয়ে খুঁড়ে একটি সরোবরের তৈরী করেন যার নাম হয় কুসুম সরোবর । আর তখন এই কুসুম সরোবর এর জলে ফুল গুলো ধুয়ে কৃষ্ণ রাধা কে ফুল গুলো ফেরত দেন ।
    তো এই ছিল শ্রী কৃষ্ণের হাতে কুসুম সরোবরের তৈরীর কাহিনী ।
    আজ থেকে আমি আপনি একটি নতুন কাজ শুরু করবো । একটি গাছ একটি প্রাণ ।
    যেভাবে আমাদের শহরে এবং দেশে গরম বাড়ছে তার কিন্তু প্রধান একটি কারণ হলো গাছ কাটা । তাই চলুন আজ থেকে আমরা রোজ একটি করে গাছ লাগায় যাতে আমাদের ভবিষ্যৎ অনেকটা সুন্দর হয় । আপনার যদি সম্ভব না হয় তাহলে আপনি আমাকে সাহায্য করতে পারেন । আমি আপনার হয়ে গাছ লাগাবো । আমার টার্গেট 100000 গাছ । আর আপনাদের 1টি subscribe মানে একটি গাছ । যেটা আমাকে motivate করবে গাছ লাগানোর জন্য ।
    ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন । যারা এখনো আমার চ্যানেল টিকে Subscribe করেন নি তারা subscribe করুন এরম ভিডিও আরো দেখার জন্য ।
    ভালো থাকবেন । রাধে রাধে ✨
    #বাংলা
    #love
    #radhakund #hindudeity #sanatandharma
    #vlog #minivlog #hindumantra #minivlog
    #কুসুমদোলা #রাধা
    #কৃষ্ণ #গীতাপাঠ #বৃন্দাবন
    #kusumsarovar #vrindavan
    #radhakund #manasi #ganga
    #mohon #mali #heartbeat
    #jamuna
    #srianirudhacharyajimaharajbhajan #aniruddhacharyaji #aniruddhacharyajimaharaj #premanandjimaharaj #premanand
    #gobinda #shyam #mathura #live #bangla #tree #plantation #challenge
    #100000 #subscribe #hindu #temple #tour

ความคิดเห็น • 3

  • @juwelchowdhuryjuk461
    @juwelchowdhuryjuk461 3 วันที่ผ่านมา +1

    রাধেশ্যাম❤❤

  • @juwelchowdhuryjuk461
    @juwelchowdhuryjuk461 3 วันที่ผ่านมา +1

    রাধে কৃষ্ণ ❤❤

  • @juwelchowdhuryjuk461
    @juwelchowdhuryjuk461 3 วันที่ผ่านมา +1

    হরে কৃষ্ণ মুভমেন্ট এর পাশাপাশি গাছ লাগান,,
    ভাল উদ্যোগ