আপনার ভিডিও দেখে ড্রাগন ফলের গাছ এর যত্ন করে ছিলাম তাই এখন আমার গাছেও ফল থাকা অবস্থায় ও অনেক নতুন ফুল আসছে,গত ৬ তারিখে আপনার মতো করে গাছে মিশ্র সার প্রয়োগ করেছিলাম ।এখন আবার কখন সার দিতে হবে দয়া করে জানাবেন।
গাছ যদি বড়ো হয়ে থাকে তাহলে অবশ্যই আসবে,, PGR আমি দিতে বলিনি কখনো,, আমি বলি ফুল না আসলে সমস্ত খাবার বন্ধ রেখে শুধু পটাশ (SOP 0-0-50 ) দিন, এক চামুচ করে প্রতি টবে, অথবা স্প্রে করে ৩-৪ গ্রাম প্রতি লিটার জলে গুলে,,
Dragon gacha full aschna
Dada please reply diben amar ga6e kurir moto ase6ilo tarpor dhire dhire patar moto hoye ja66e keno ar ei dal kete dile abar ful asbe
ওই গুলো কুড়ি নয় পাতাই ছিল,, ছোট অবস্থায় কুড়ির মতোই দেখতে
Amr dragon ar ful eseche boro hoyeche kintu ful ar রং সবুজ আর সাদা তো ওটা কি ড্রাগন বলবেন প্লিজ
Lal dragon hote pare,, na dekhe bola muskil
7 ta করি ar moddy 5 ta হলুদ হয়ে গেছে সেটা থেকে কি ফল হবে
Vaiya amra matite gach lagaichi, ki ki sar proyok korle gache beshi ful asbe??
গোবর সার, পটাশ জাতীয় সার, ফস্পেট সার
Acha dada black amrut ki kono onu khaddo?
Onekta onukhader motoi
Anukhadyo spray kore debo naki mati te mesabo?
অনুখাদ্দো দুই ধরনেরই হয় আপনি স্প্রে করার জন্য নিন,, স্প্রে করলে দ্রুত কাজ করে
আপনার ভিডিও দেখে ড্রাগন ফলের গাছ এর যত্ন করে ছিলাম তাই এখন আমার গাছেও ফল থাকা অবস্থায় ও অনেক নতুন ফুল আসছে,গত ৬ তারিখে আপনার মতো করে গাছে মিশ্র সার প্রয়োগ করেছিলাম ।এখন আবার কখন সার দিতে হবে দয়া করে জানাবেন।
এক মাস পর পর দিবেন,, এক সাথে বেশি দিবেন না,, এক মাস পর পর দিবেন
@@RupaliGarden অনেক ধন্যবাদ
আমার এক বছরের গাছে এখন পর্যন্ত ফুল আসছেনা😢
১০মাসের ড্রাগন গাছে ফুল আনা কী সম্ভব। আমার ড্রাগন গাছে মাত্র একটি ঝুলন্ত ডাল।তাছাড়াও গাছের ডালটা মাত্র ১ফুট লমবা। Please bolben
সম্ভব,, তবে ড্রাগণ গাছে এপ্রিল মাসের প্রথমের দিকে ফুল আসে
দাদা আমার ড্রাগন গাছের ফুলগুলি . আকারে অনেক ছোটি এখন আমি কী করব
একবার fungised স্প্রে করুন, আর একবার অনুখাদ্য,,
❤❤❤
Vaiya amar dragon gas a onak din por full ascelo ,but full gula more gace ,ki korte hobe jode bolten
গাছের বয়স কম হলে, ফুলে খুব পিপড়ে ধরলে, ফাঙ্গাস আক্রমণ করলে, খাবার এর অভাবে , গাছের গোড়ায় নিয়মিত জল না দিলে ইত্যাদির কারণে ফুল ঝরে যায়।
ফুল আসার পর অনুখদ্য স্প্রে করতে হয়, গাছের গোড়ায় কিছু সার দিতে হয় বিশেষ করে পটাশ সার
@@RupaliGarden ki ousod esprea kore dibo
@@Sahad-studiosযে কোনো ভালো অনুখাদ্দ যেমন Agroming gold অথবা mobomin
Tipping kore por j ousod laga no hoy oii tar name ki vaiya??
S,o,p কতদিন পর পর দিবো
২০ দিন পর পর
ভাই, আমি আজকে পটাশ সার কিনতে গেলাম, ওরা আমাকে একটা মিক্স সার দিলো। ওটা দিলে কি হবে?
@@amirulalammiraz কি নাম সার টির,, তাতে কি পটাশ আছে
@@RupaliGarden দাদা নাম তো বলেনাই। বলচে এখানে সব সার মিক্স আছে। খোলা সার। ওটা কি ব্যবহার করবো?
লালা কালারের সার। ইউরিয়া সারের মতো, দানা দানা
আমার গাছে ও ফুল আসে নি
গাছের বয়স কত, আর কত বড় হয়েছে গাছ ?
Krishna dada apnar number ta darkar,
Valo video ❤
7001551033
দাদা আমার গাছে এখনও ফুল আসেনি আপনার ভিডিও দেখে গাছে সব ধরনের সার খাবার পিজিআর দিয়েছি। তাও ফুল আসেনি
গাছ যদি বড়ো হয়ে থাকে তাহলে অবশ্যই আসবে,, PGR আমি দিতে বলিনি কখনো,, আমি বলি ফুল না আসলে সমস্ত খাবার বন্ধ রেখে শুধু পটাশ (SOP 0-0-50 ) দিন, এক চামুচ করে প্রতি টবে, অথবা স্প্রে করে ৩-৪ গ্রাম প্রতি লিটার জলে গুলে,,