অরুণাচল বাইক রাইড |TAWANG TO BUMLA PASS | ARUNACHAL BIKE RIDE | BUMLA PASS | 4K VDO | PENGATANG TSO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Besically I am a bike rider, love to go close to nature, I love mountain
    অরুণাচল প্রদেশ উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর-পূর্বে গণচীন, এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন ৮৩,৭৪৩ বর্গকিলোমিটার। এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের ১১২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে।
    অরুণাচল প্রদেশের ভূপ্রকৃতি দক্ষিণে পাহাড়ের পাদদেশীয় এলাকা দিয়ে শুরু হয়ে ক্ষুদ্রতর হিমালয় পর্বতমালায় উপনীত হয়েছে এবং সেখান থেকে উত্তরে তিব্বতের সাথে সীমান্তের কাছে বৃহত্তর হিমালয় পর্বতমালায় মিশেছে। ব্রহ্মপুত্র নদ (এখানে সিয়াং (Dihang)নামে পরিচিত) ও তার বিভিন্ন উপনদী তিরাপ, লোহিত, সুবর্ণসিড়ি ও ভারেলি এখানকার প্রধান নদনদী। দক্ষিণের পাহাড়ের পাদদেশীয় এলাকার জলবায়ু উপক্রান্তীয় প্রকৃতির। পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। বার্ষিক ২০০০ থেকে ৪০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।[২] অঙ্গরাজ্যটির উদ্ভিজ্জ ও প্রাণীজীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়। এখানে ৫০০-রও বেশি প্রজাতির অর্কিড গাছ আছে। বিস্তৃত অরণ্য উপক্রান্তীয় থেকে শুরু করে আল্পীয় ধরনের হতে পার। প্রাণীর মধ্যে বাঘ, চিতাবাঘ, তুষার চিতা, হাতি, লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য। ২০০০ সালে প্রায় ৬৩,০৯৩ কিমি২ (২৪,৩৬০ মা২)বনাঞ্চাল ছিল।
    অরুণাচল প্রদেশে ১০ লক্ষেরও বেশি লোক বাস করেন। অরুণাচল প্রদেশের ২০টির মত প্রধান তিব্বতি-বর্মী জাতির লোক বাস করেন এবং এরা প্রায় ৫০টিরও বেশি ভাষাতে কথা বলেন। এদের মধ্যে অসমীয়া ভাষা, হিন্দি ভাষা (প্রধানত বিহারী), বাংলা ভাষা (বাঙালী হিন্দু, চাকমা ও হাজং) ও ইংরেজি ভাষা সার্বজনীন ভাষা হিসেবে সর্বত্র ব্যবহার করা হয়। সর্বপ্রাণবাদ এখানকার প্রধান ধর্ম, তবে বৌদ্ধ ধর্মের বিশেষ প্রভাব আছে। ১৭ শতকে নির্মিত বৌদ্ধ বিহার তাওয়াং মঠ ভারতের বৃহত্তম বৌদ্ধ মন্দিরগুলির একটি। এই মন্দিরেই তিব্বতি বৌদ্ধধর্মের ষষ্ঠ দালাই লামা জন্মগ্রহণ করেন।
    হিন্দু পুরাণে অঞ্চলটির উল্লেখ পাওয়া গেলেও এর প্রাচীন ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। ১৬শ শতকে অসমের রাজারা এর কিছু অংশ দখলে নিয়েছিলেন। ১৮২৬ সালে অসম ব্রিটিশ ভারতের অংশে পরিণত হয়, কিন্তু ১৮৮০-র দশকের আগ পর্যন্ত অরুণাচল প্রদেশকে ব্রিটিশ শাসনের অধীনে আনার কোন প্রচেষ্টা নেওয়া হয়নি। ১৯১২ সালে অঞ্চলটি আসামের একটি প্রশাসনিক অঞ্চলে পরিণত হয় এবং এর নাম দেয়া হয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্র‌্যাক্ট (North Eastern Frontier Tract সংক্ষেপে NEFT)। ১৯৫৪ সালে এটির নাম বদলে North East Frontier Agency রাখা হয়। ১৯১৩ সাল থেকেই উত্তরে তিব্বতের এর সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে। ব্রিটিশেরা হিমালয়ের শীর্ষরেখাকে সীমান্ত হিসেবে প্রস্তাব করেছিল, কিন্তু চীনারা তা প্রত্যাখান করে। এই প্রস্তাবিত রেখাটি ম্যাকমাহন রেখা (McMahon line) নামে পরিচিত এবং বর্তমানে এটিই কার্যত ভারত চীন সীমান্ত হিসেবে স্বীকৃত।[৬] ১৯৪৭ সালে চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের উপর কর্তৃত্ব দাবী করে। ১৯৫৯ ও ১৯৬২ সালের মধ্যবর্তী সময়ে চীনা সেনারা বেশ কয়েকবার ম্যাকমাহন রেখা অতিক্রম করে ও সাময়িকভাবে ভারতের সীমান্ত ঘাঁটিগুলি দখল করে। ১৯৬২ সালে চীন অরুণাচল প্রদেশ থেকে পশ্চাদপসরণ করে। এরপর বহুবার সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করা হলেও আজও কোন সমঝোতা হয়নি। ১৯৭২ সালে অঞ্চলটি অরুণাচল প্রদেশ ইউনিয়ন অঞ্চলে পরিণত হয় এবং ১৯৮৬ সালের ডিসেম্বরে একে পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়।
    হোটেলের সন্ধান
    দিরাং হোটেল
    ১। দিরঙ্গে মনেস্ট্রি গেস্টহাউসে - ৮০১৮৮৩৭১৮৭ (১৩০০/) আমরা ছিলাম, অসাধারন ভিউ
    ২। দিরাং বুটিক কটেজ ৯৮৬২২৯০৯৫২, নদীর ধারেই, আসম্ভব ভিউ , তাই রেটটা এক্তু বেশি
    ৩। দিরাং গ্রীন ভ্যালী লজ ৮৪১৪৯৮৫৬৫৬ বাজেট হোটেল ১০০০/ টাকা মতো।
    ৪। দিরাং থেংগ মংপা হোমস্টেঃ ৮৭২৯৯৩০২২২
    সাঙ্গতি ভ্যালী
    ১। লেট্রো হোমস্টেঃ ৮২৫৮৯৭১৯৬৮,একদম ভালীতেই,হেব্বি লকেশান(তিন হাজার টাকা ২জনের টেন্ট পিছু; খাওায়া বাদে।
    ২। ভিন্টেজ হোমস্টেঃ ৬০৩৩৯৭৯৬০৭ ( আড়াই হাজার টাকা ২জনের টেন্ট পিছু; খাওায়া বাদে)
    বোমডিলা
    ১, বোমডিলা মনেস্ট্রী গেস্ট হাউস ৩৭৮২২২৩২৩২ (আসল নাম -Doe Gu Khil Guest House)
    ২,হোটেল গ্রীন ভিউ - ৮৩৭২০০২৮৭৯
    ৩, হোটেল তাশি ডেন ০১২৪৬২০১৩২২
    তাওাং
    ১,তাওাং কালাংপো হোটেল ৮৭৩১৯৫৬৫৯৯ একদম মনেস্ট্রীর সামনেই ১৫০০/১২০০
    ২, হোটেল উরগেলিং ৮২৫৬৯৭৩৮৫২ তাওাঙ্গের বিগ বুদ্ধা স্ট্যাচুর কাছে
    ৩। হোটেল টাকস্টাং ৮৭৯৪৬৩৪২৩৩
    ৪। দি ওক হোটেল ৯৪৩৬২৯০৬৩৭
    ৫, দন্দ্রুব হোমস্টেঃ ৯৪৩৬৬৭০১০১
    ৬, অরুণাচল টুরিস্ট লজ ৭০৫৫৫৬৭২৫০
    ভালুকপং
    ১, হোটেল দুরুক- ৭৬২৮৯৩৬৮৮৩
    ২, হোটেল শিগুল ভালুকপং ৮৭২৯৯৪৫১১০
    ৩, ওয়াই ইন্টারনেশানাল ৮০১১৯৪৩৯৪৩
    #arunachalpradesh
    #arunachal
    #bengalimotovlog
    #kolkatatosiliguribikeride
    #northeastindia
    #mountainbiking
    #jangobiker
    #royalenfieldclassic350bs6
    #motovlog
    #kolkatatoarunachal
    #bikeride
    #rangia
    #assam
    #bomdila
    #rangia
    #assamtoarunachal
    #arunachalborder
    #ilp
    #4kvideo
    #arunachaltourism
    #selapass
    #tawang
    #arunachalpradesh
    #bumlapass
    #dirang
    #bhalukpong
    #jang
    #bikeride
    #youtube
    #pengatangtso

ความคิดเห็น • 18