প্রথমেই অত্যন্ত আনন্দের সাথে জানাই যে ALTER ORIGIN BANGLA ইউটুব চ্যানেলকে এই মুহূর্তে ৫০,০০০ এরও বেশি মানুষ সাবস্ক্রাইব করেছেন... অসংখ ধন্যবাদ, আপনাদের এইভাবেই যেন চিরকাল পাশে পাই | আমাদের পথচলার শক্তি আপনারা, তাই আরো একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই | আরো জানাতে চাই যে - মাত্র কিছুদিন এর মধ্যেই অরিন ও অনির্বান এর নতুন মিউসিক ভিডিও প্রকাশিত হতে চলেছে | একটি নতুন মুখরার সাথে, ভিন্ন স্বাদের উপস্থাপনায় আপনাদের কাছে আসছে, পল্লীকবি জসিম উদ্দিন এর 'আমায় ভাসাইলি রে' আরো জানতে Follow করুন আমাদের instagram profile instagram.com/alterorigin/ আপনাদের শুভকামনা একান্ত কাম্য | 😊
হয়তো কবিগুরু ঠিকই বলেছেন। যখন তুমি প্রেমে পড়বে, তখন তুমি সাহিত্য লিখতে শিখবে। আর যখন বিচ্ছেদ ঘটবে , তখন তুমি সাহিত্য বুঝতে শিখবে। সেই কারণেই আজ রবীন্দ্র সঙ্গীতের প্রতিটি শব্দ অনুভব করতে পারি, 🙂🖤
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! হাবিব + মৌশী 😍 ভালোবাসি প্রিয় তোমাকে।
হাজার হাজার মানুষের অনুভূতি জড়িয়ে আছে গানের প্রতিটা লাইনের মধ্যে.......❤ "তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইলো না..... "- বাস্তবের সাথে ওতপ্রোতভাবে মিশে থাকা একটি লাইন.... 💔😊
গানটি প্রথম আমার মনের মানুষ আমাকে প্রথম শুনিয়েছিল আজ সেই মনের মানুষ আমায় ছেড়ে তার মনের মানুষের সাথে চলে গিয়েছে 🙂 যাইহোক গানটা খুব সুন্দর। Lots of love from India ❤️
@@the.rakibtarafdar এটা ঠিক,কিন্তু মনে করে দেখো,সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তোমার কথা ভাবেইনি,একটুও মনে করেনি যে,ছেড়ে গেলে কি অসুবিধা হতে পারে,তাহলে সেইরকম কোনো স্বার্থপর এর কথা মনে রাখতে যেও না,তুমি যদি ভালোবেসে থাকো তাকে,তবে তোমার কিন্তু আরো খুশি হওয়া উচিত,কারণ তোমার সেইজন এখন হয়তো খুব সুখী আছে, এটা কি ভালো খবর নয় ?
এখন রাত তিনটে.....আমার তো মনে হয়,যত রাত বাড়ে যত নিস্তব্ধতা বাড়ে.....তখন নির্জনতার কাঁধে হাত দিয়ে কিছু কিছু গান অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে.....এই গানটা তার মধ্যে অন্যতম❤
মানুষ কি প্রকৃতির বাইরে? যার মনুষত্বের উদ্ভোদন হয়না সে কি মানুষ নাকি জীব? এই গানে মনের মানুষের কথা বলা হয়েছে। যিনি মানুষ, যার সংস্পর্শে আসলে লোহা সোনা হয়ে ওঠে।
"একবার ধরতে পেলে মনের মানুষ ছেরে যেতে আর দিও না,, কিন্তু কোথায় 😅ছেরে চলে গেলো সে। পারিনি তাকে আটকাটে 😊জীবনে থাকুক আর না থাকুক , মনের মানুষ মনেই থাকুক🤍 অনেক ভালোবাসি প্রিয় ❣️❣️
সুখে থাকুক প্রতিটা প্রেম 🙂❤ বিরহের যন্ত্রনা সহ্য করার ক্ষমতা সবার নেই I 27.01.2021 28.12.2021 - সময়ের স্রোতে আমরা এগোতে বাধ্য কিন্তু কিছু স্মৃতি আমাদের মনে বিঁধে রক্তাক্ত হয়ে থেকে যায় শেষ নিঃশ্বাস পর্যন্ত , তেমন ই কিছু কিছু মানুষের অপূর্ণতা বয়ে যেতে হয় সারাজীবন । আজ তার পাশে আছে তার মনের মানুষ , তাকে নিয়ে যেনো সারাজীবন খুশিতে কাটিয়ে দিতে পারে এই কামনা করি । 🙂❤️
মন ভালো করার জন্য আর কিছু লাগে নাহ, এক কাপ চা আর এই গানখানা! চোখ বন্ধ করে শুধুমাত্র অনুভব করা। আহা কি যে আনন্দ। হয়তো একদিন থাকবো নাহ। আমার ভবিষ্যৎ প্রজন্মও ঠিক এই মতামত দেখে বুঝতে পারবে কতটা আসক্ত ছিলেম আমি এই গানের। তারাও হয়তো হাতে চায়ের কাপ নিয়ে গানটা অনুভব করবে৷😍🥰
গান টা অনেক আগেই শুনেছি. কিন্তু কখনো ইউটিউবে এসে এভাবে কানে হ্যাড ফোন লাগিয়ে একা ঘরে শুনি নি. আহা কি প্রান ছোঁয়ার মত গান টা। আজকে হঠাৎ করে টিভিতে "কড়িখেলা" সিরিয়ালে গান টা দিচ্ছিল. কি ভালো লেগেছে। তাই শুনতে চলে আসলাম। বাকিটা ইতিহাস 💖
First of all, sobaike jeta bujhte hobe seta holo ei prithibitey keu onno karur hote parey, no person in this world belongs to someone else, Ar secondly kauke nijer kore newar chesta eta ekta objectification er ekta example, and people who try to do this act should fail and they should suffer
প্রতিদিন নিয়মিত কথা হয় , হাসি হয় ...কত কত ভাব হয় ..সে জানে আমি ভালোবাসি তাকে কিন্তু সে কিছুই বলেনি আজও। আমার ভালোবাসা পূর্ণতা পাবে না জেনেও তাকে ভালোবাসি । সব ভালোবাসা পূর্ণতা পায় না ☺️
সে কষ্ট দিয়ে চলে গেলেও তার প্রতি আমার একবিন্দুও ঘৃনা নেই আছে শুধু একরাশ অভিমান আর সমুদ্রসমান ভালোবাসা🤍 এই গানটির প্রতিটি লাইন বুকের মধ্যে ঠাণ্ডা হাওয়ার স্রোতের দোলা দিচ্ছে😌
আমি রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান থেকে অভিনন্দন জানাচ্ছি । আমি গর্বিত মনে করি যে আমি শান্তিনিকেতনের মেয়ে..... এত সুন্দর ভুবন পেয়েছি মোরা দেখিলেই প্রাণ হারায়া যায় 😍😍😍😍
সব ভালোবাসা গুলা যদি পূর্নতা পেত তাহলে হয়তো পৃথিবীর সব ভালোবাসার মানুষ গুলাই ভালো থাকতো।🙂 আমরা সবাইই সমাজ,পরিবার অথবা কেউ টাকার পেছনে ছুটে ভালোবাসার মর্ম ভুলে যাই, জিবনের জন্য ছুটতে ছুটতে নিজের আনন্দকে বিসর্জন দিয়ে ফেলি 🙃 আর এটাই আমাদের দৈনন্দিন জীবন 😊
My fav. Song.....& ufff! The music is mind-blowing....এই গানের মধ্যে সৃষ্টিকর্তার সাথে মানুষের প্রেম কে বোঝানো হয়েছে ; এখানে "মনের মানুষ " অর্থ সেই ultimate power, যাকে তুমি বিশ্বাস কর। এই গানটা একটা spiritual aspect-কে denote করে; "video "- টাতে প্রেম দেখানো হয়েছে মানেই যে গানটা "প্রেমের" সেটা নই।।
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
ছ্যাঁকা বলে কিছু নেই। ভালোবাসা মানুষকে সুন্দর করে। পরিবর্তন দুনিয়ায় নিয়ম। আর এই নিয়মের জন্য বৈচিত্র্য আসে বার বার। আর তার মাঝেই সুন্দরকে খুঁজে পাওয়া যায়।
ভালবাসা অনন্য সত্য। মনে হয়েছে মনের মানুষ দূরে চলে গেলে ভালবাসা দ্বিগুণ হয়। সেই কাল থেকে এই কাল এবং পরবর্তী কালেও কিছু মানুষ সত্যি ভালবাসবে। তাদের জন্য বলছি ভালবাসা সবসময় বিয়ে পর্যন্ত পৌঁছায় না কিন্তু ভালোবাসা ফুরিয়ে যায় না।
আপনার কণ্ঠে গানটা সত্যিই এক অন্য মাত্রা যোগ করেছে । এতদিন গানটা শুনে বড় হয়েছি কিন্তু আপনার কণ্ঠে গানের ফিল্ টা এতটাই মন ছুঁয়ে গেছে যে ভাষায় প্রকাশ করতে পারছিনা সত্যি অসাধারণ ♥️♥️♥️♥️🙏🏼
সেই নেই আজ 🌚 এক সময় এই গান টা দুজনে একসাথে হেডফোনে শুনতাম । আজ শুধু তার সাথে কাটানো সময় গুলো রয়ে গেছে ❤️।যত বার গান টা শুনি ততবার এই তার প্রতি আরো অনেক ভালোবাসা বেড়ে যায়❤️❤️❤️
2019 theke gann ta sune aschi 🧡 Konodin ekgheyemi lage ni .. কাল কলেজে পরীক্ষা 6th sem এর, শেষ পরীক্ষা , সাথে হয়তো কলেজ জীবনেরও শেষ পরীক্ষা, অনেক কিছু মনে পড়ছে , ভিতর থেকে কান্না পাচ্ছে, না কোনো প্রীয়তমার জন্য না , তবে বন্ধুগুলোর জন্য, কমনরুমে আড্ডা দেওয়াগুলো যে কোনো দিন ফিরে পাবোনা , ফিরে পাবোনা কলেজ যাওয়ার আগে স্কোয়ারে বসে আমাদের স্বপ্নগুলো নিয়ে পুনরায় ভাবার , ফিরে পাবোনা সেই কচুরি কিনে খাওয়ার দিন গুলো, ফিরে পাবোনা টিউশন শেষে স্যার চলে যাওয়ার পর গোটা দশেক বন্ধু নিয়ে খেলা-রাজনীতি- আর সুন্দরী মেয়েদের নিয়ে ততখন পর্যন্ত আলোচনা করতে যতখন না কলেজ যাওয়ার সময় হয়ে যায় , হয়তো ফিরে পাবোনা ইউনিভার্সিটি টপার আমার সেই নিস্বার্থ বন্ধুটির সিলেবাসের ও পড়ার ওপর অগুনতি জোকস্, ফিরে পাওয়া যাবেনা টিউশন ম্যামের অসম্ভব কেয়ার ও ভালবাসা, হয়তো কলেজ যাওয়ার আগে সিগারেট খাওয়ার সেই মজা টা কোনো দিন আর পাবো না 😢😭!!!
২০২১ এর শেষ সময়ে নিজের কমেন্ট রেখে গেলাম,, পরবর্তী প্রজন্মের অনেকেই এসব গান ভালোবাসবে,,,বার বার শুনতে ইচ্ছা করে,,প্রেমে পড়ে যাই এই গান গুলোর,,,এই গান গুলাই বাংলার ঐতিহ্য।
গানটা শুনছি ও তার কথা মনে পড়ছে, তার রূপ ভেসে আসছে আমার মনে, সত্যি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা ,ধরতে পেরেছিলাম কিন্তূ কেমন ভাবে ফস্কে গেলো আজ ও ভাবাই 😢 সেই মুহুর্ত গুলো এখন ভাবলে বুকের ভেতর টা কেপে ওঠে তার চোখ দুটি এতো সুন্দর কল্পনা করা যায়না ,গায়ের রং পদ্য ফুলের পাপড়ির মতো , সৃষ্টি কর্তা মনে হয় নিজের হাতে গড়েছিল,তার চুলের গন্ধ উফফফ এখনও আমার নাকের গোড়ায় এখন ও ভুলতে পারিনি , কিন্তূ তারে ধরি ধরি মনে করি আর পেলাম না। 😢
No matter how much Bollywood try.....no song can be as much as soul soother as bengali songs ❤️❤️❤️they are ❤️.... ahhh pran ta bhore gelo..... proud to be a Bengali ❤️❤️
এমন এক সম্পর্কে আছি না পারি সহ্য করতে আর না পারি বলতে। তার জন্য কান্না করার অধিকার টুকু ও নেই । শিব চতুর্দশীতেও উপবাস রেখে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে ও শুধু তার মঙ্গল চেয়েছি 🖤 গায়ের রং কালো তাই হয়তো অবহেলিত 🌸🖤
আপু তোমার কাছে কেনো জাদু মনে হলো,,,,আমি তো এই জাদুর মধ্যেই আছি..... তাকে ভুলতেই পারছি না....... আমি না চাইলেও মনটা ঠিকি তার সাথে যোগাযোগ করেই বসে,,,,!!!!
কিছু জিনিস কখনো পুরোনো হয় না, তেমনি কিছু মানুষও কখনো পুরোনো হয় না.. প্রতিদিন নতুন করে ভালোলাগা ও ভালোবাসা জন্মায় তাদের প্রতি... "আমার আমার মনে করি, আমার হয়ে, আর হইলো না"..
অনেক ধন্যবাদ এই গানটিকে ভালোবাসার জন্য... গানটি SHARE করুন আপনার প্রিয়জনদের সাথে, ও CHANNEL টি সাবস্ক্রাইব করুন | আমাদের চ্যানেল এর বাকি গানগুলি শোনার জন্য এই playlist link ব্যবহার করুন - rb.gy/hdjjj4
🙂🙂🙂 গানটা যতবার শুনি ততোই হৃদয়ের ভেতর টা নাড়া দিয়ে ওঠে। সত্যিই মনের মানুষ ছাড়া পৃথিবীতে বেচে থাকা কত কষ্টের শুধু সেই বুঝতে পারে।।। যেমন - একতরফা ভালোবাসা 🥀😓 🙂🙂🙂🙂
Seating by a riverside and a light breeze is blowing against my face listening to this song and complimented it by the sound of an ektara would be a surreal experience.
হয়তো আমি খুব কম বয়সে রবীন্দ্র অনুভূতির জাগরন করে ফেলেছি । আমার বয়সীরা সবাই এর অর্থই বোঝতে চাই না, কিন্তু আমার হৃদয়ে ছোঁয়া লাগে প্রত্যেকটি শব্দ , প্রত্যেকটা লাইন 😔🤗 মানুষের মন আসলেই অনেক জটিল , এতটাই জটিল তাতে সে নিজে আবদ্ধ হয়ে যায় 🤗😔
আচ্ছা গানটি কী আসলেই কেবল প্রেমকে বুঝিয়েছে??গানটিতে মনের মানুষ বলতে স্বয়ং সৃষ্টিকর্তাকে বুঝানো হয়েছে।যারা গানটি বুঝে শুনবেন তাদের চোখে পানি আসতে বাধ্য।এর জন্য মানব মানবীর প্রেমে করার প্রয়োজন নেই।
হয়তো কবিগুরু ঠিকই বলেছেন। যখন তুমি প্রেমে পড়বে, তখন তুমি সাহিত্য লিখতে শিখবে। আর যখন বিচ্ছেদ ঘটবে , তখন তুমি সাহিত্য বুঝতে শিখবে। সেই কারণেই আজ রবীন্দ্র সঙ্গীতের প্রতিটি শব্দ অনুভব করতে পারি, HASAN///
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয়না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয়না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নেভে না সে যে আমার আমার আমার বলে আমার হয়ে আর হলো না সে যে আমার আমার আমার বলে আমার হয়ে আর হলো না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে সুজনের সঙ্গে হলো দেখাশোনা এখন বলে বলুক লোকে মন্দ বিরহে প্রাণ আর বাঁচে না এখন বলে বলুক লোকে মন্দ
প্রথমেই অত্যন্ত আনন্দের সাথে জানাই যে ALTER ORIGIN BANGLA ইউটুব চ্যানেলকে এই মুহূর্তে ৫০,০০০ এরও বেশি মানুষ সাবস্ক্রাইব করেছেন... অসংখ ধন্যবাদ, আপনাদের এইভাবেই যেন চিরকাল পাশে পাই | আমাদের পথচলার শক্তি আপনারা, তাই আরো একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই |
আরো জানাতে চাই যে - মাত্র কিছুদিন এর মধ্যেই অরিন ও অনির্বান এর নতুন মিউসিক ভিডিও প্রকাশিত হতে চলেছে | একটি নতুন মুখরার সাথে, ভিন্ন স্বাদের উপস্থাপনায় আপনাদের কাছে আসছে, পল্লীকবি জসিম উদ্দিন এর 'আমায় ভাসাইলি রে'
আরো জানতে Follow করুন আমাদের instagram profile
instagram.com/alterorigin/
আপনাদের শুভকামনা একান্ত কাম্য | 😊
2022 ase sunlam
Ami ase vai
Pppppppp
Me🥰🥰
Yes ami asi amar favourite 🥰🥰🥰🥰
জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ,নয়তো নিষিদ্ধ,হয়তো খুব দামি, নয়তো অন্য কারো ।।🙂🙂
Hoeto etai sotti
Line ta to darun ❤️
আমি আপনার সাথে সহমত!! আসলে বাস্তবতা বড়ই নির্মম!!
@@ankitamitra3085 hoyto sotti na.... Atai bastobota..... 😊
এজন্যই ইসলামে প্রেম হারাম।
হয়তো কবিগুরু ঠিকই বলেছেন।
যখন তুমি প্রেমে পড়বে, তখন তুমি সাহিত্য লিখতে শিখবে।
আর যখন বিচ্ছেদ ঘটবে , তখন তুমি সাহিত্য বুঝতে শিখবে।
সেই কারণেই আজ রবীন্দ্র সঙ্গীতের প্রতিটি শব্দ অনুভব করতে পারি, 🙂🖤
Nice Said 🥀🧿
Its Right
তারে ধরি ধরি মনে করি ...ধরতে গেলে আর পেলাম না ❤️😄
🥀💔🙂🥺
@@fathmajuthi1005 🙂💔🥀
পেয়ে হারানোর যন্ত্রণা টা কত কঠিন তা কেবল যে হারায় সেই বুঝতে পারে😭😭😭
সব সম্পর্ক গুলো ভালো থাকুক
yes
Yes you are right 😭😭😭🥺🥺🥺
Bhai thik bolechen.
Jiiiiii....
😭😭
বয়স বাড়ার সাথে সাথে রুচির ও পরিবর্তন হয়।আগে অভিভাবকরা এই গান গুলো সুনলে ভাবতাম এ গুলো কি শোনে।আর এখন এই গান গুলোই আমার প্রিয় গান❤️❤️
akdom right
same
Ekdom😍
Ekdom tick
*অভিভাবক
I am from Bihar. Thankgod in 4 year of my engineering I learned Bangla. I am so addicted to this song i listen to it regularly.
Woww❤
Proud
😍😍😇😇
Q
Bangla vasar moto eto onuvuti somponno vasa r ey jogot e nei
সত্যি!!!বয়স বাড়লে বোঝা যায়... এই Lyrics-এর মাহাত্ম কতটা...❤️
Actually true😌
Ekdom
Ekdom ❤❤
HMMM
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও
পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের
ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে,
ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
হাবিব + মৌশী 😍
ভালোবাসি প্রিয় তোমাকে।
Ohhoo darun bolle।।Ami just sandhe belai ei song ta suni majhe majhe।।fresh hoye jai
Nyc comment
Great comment 😇
Tomar comment ta mone chhute gelo
Darun bolechen...
একটি সুখ
মানুষকে বার বার হাসাতে
পারেনা
কিন্তু একটি দুঃখ
মানুষকে আজীবন কাঁদাতে
পারে ৷৷
Sotti 😭
গুরুত্ব পূর্ণ,কথা, একদম, সটিক,
প্রেম না করে এবং ছ্যাকা না খেয়ে,কে কে আছেন?যাদের কাছে এই গানটা প্রিয়
Ami🙋
Ami achi
আছি আমি ☺
Ami
Amio
প্রচন্ডরকমের ভালোবাসা থাকা সত্ত্বেও কখনো কখনো দুরে সরে আসার খারাপ লাগাটা যে কতটা ভয়াবহ।কতোটা কাঁদায় 🙂😅ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসা 😇
Akdom 😔😔
akdom 👍🏼
👍
😭😭😭😭
"স্ত্রীর মৃত্যুর চেয়ে প্রেমিকার মৃত্যু বেশি ভয়ানক। স্ত্রীর লাশে অধিকার থাকে, প্রেমিকার লাশে অধিকার থাকে না।"
Facebook bhai ya🙄
True lines...🙂💔💔
@@abirgope6937 haaa
From FB...👍
thanks
হাজার হাজার মানুষের অনুভূতি জড়িয়ে আছে গানের প্রতিটা লাইনের মধ্যে.......❤
"তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইলো না..... "- বাস্তবের সাথে ওতপ্রোতভাবে মিশে থাকা একটি লাইন.... 💔😊
গানটি প্রথম আমার মনের মানুষ আমাকে প্রথম শুনিয়েছিল আজ সেই মনের মানুষ আমায় ছেড়ে তার মনের মানুষের সাথে চলে গিয়েছে 🙂
যাইহোক গানটা খুব সুন্দর। Lots of love from India ❤️
এটা স্বাভাবিক,হবেই,মনে করার কিছু নেই,বরং past কে ভুলে গিয়ে প্রেসেন্ট কে enjoy করাই দরকার।
@@lakimahanta7676 3 বছরের সম্পর্ক দাদা ভুলতে একটু সময় লাগছে 💔😔🥺
@@the.rakibtarafdar এটা ঠিক,কিন্তু মনে করে দেখো,সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তোমার কথা ভাবেইনি,একটুও মনে করেনি যে,ছেড়ে গেলে কি অসুবিধা হতে পারে,তাহলে সেইরকম কোনো স্বার্থপর এর কথা মনে রাখতে যেও না,তুমি যদি ভালোবেসে থাকো তাকে,তবে তোমার কিন্তু আরো খুশি হওয়া উচিত,কারণ তোমার সেইজন এখন হয়তো খুব সুখী আছে, এটা কি ভালো খবর নয় ?
@@lakimahanta7676 ❤️❤️
Same amar o. But se obossho amk gan synay ni . Insallallah Allah apnar jonno kauk rakche
এখন রাত তিনটে.....আমার তো মনে হয়,যত রাত বাড়ে যত নিস্তব্ধতা বাড়ে.....তখন নির্জনতার কাঁধে হাত দিয়ে কিছু কিছু গান অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে.....এই গানটা তার মধ্যে অন্যতম❤
Thik..... 12.52 👍
মানুষের প্রেমে না পড়ে, প্রকৃতির প্রেমে পড়ো প্রকৃতি তোমাকে ঠকাবে না!💖
🙃
Ekdom thik :)
Xustin Sharif, human being are parts of nature.
Prakritik biporjoi (natural disaster) o ase sob sesh kore dai........🙃🙃
মানুষ কি প্রকৃতির বাইরে? যার মনুষত্বের উদ্ভোদন হয়না সে কি মানুষ নাকি জীব?
এই গানে মনের মানুষের কথা বলা হয়েছে। যিনি মানুষ, যার সংস্পর্শে আসলে লোহা সোনা হয়ে ওঠে।
প্রেম নেই .....বিচ্ছেদ নেই.... এমন সন্ধ্যাও নেই! তাহলে দীর্ঘশ্বাস কেন আসলো শুনতে শুনতে? মানুষ সম্ভবত প্রকৃতিগত ভাবেই বিরহে সুখ খুজে পায়!
Thik bolsen, sometimes kisu lyrics sunle chokh diye automatic 😢 r kmn jani feel hoy.
ঠিক হয়তো।
আমার ও এমনকি হলো 🤔🤔
`আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রান বাঁচে না'..... hits differently ❤️
প্রতিদিন যেহেতু গানটি শুনি, কমেন্টটি রেখে গেলাম,
এরপর লাইক দেখে বুঝে নিবো...কতজন গান শুনতে এসে কমেন্টটি পড়ে গেল...
Amio suni....
Amer khub valo lage....
😄🤗
আপনার অনেক বিরহ,,,
❤️❤️❤️❤️
"একবার ধরতে পেলে মনের মানুষ ছেরে যেতে আর দিও না,, কিন্তু কোথায় 😅ছেরে চলে গেলো সে। পারিনি তাকে আটকাটে 😊জীবনে থাকুক আর না থাকুক , মনের মানুষ মনেই থাকুক🤍
অনেক ভালোবাসি প্রিয় ❣️❣️
Alone
মনের মানুষ মনেই থাকুক💙
মনের মানুষ কাচা সোনা 🙂❤
স্ত্রী মৃত্যু থেকে প্রেমিকার মৃত্যু বেশি ভয়ানক কারন স্ত্রীর মৃত্যুে অধিকার থাকে কিন্তু প্রেমিকার মৃত্যুে অধিকার থাকেনা।
ছোটবেলায় রবীন্দ্রসংগীত কে avoid করতাম! কিন্তু ধীরে ধীরে যতো mature হচ্ছি গানের প্রতিটা লাইনের মানে বুঝতে পারছি 😌🥀
এটা রবীন্দ্রসংগীত নয় মশাই!😌
রবীন্দ্র সংগীত ক্যামনে রে ব্রো।
সুখে থাকুক প্রতিটা প্রেম 🙂❤ বিরহের যন্ত্রনা সহ্য করার ক্ষমতা সবার নেই I 27.01.2021
28.12.2021 - সময়ের স্রোতে আমরা এগোতে বাধ্য কিন্তু কিছু স্মৃতি আমাদের মনে বিঁধে রক্তাক্ত হয়ে থেকে যায় শেষ নিঃশ্বাস পর্যন্ত , তেমন ই কিছু কিছু মানুষের অপূর্ণতা বয়ে যেতে হয় সারাজীবন । আজ তার পাশে আছে তার মনের মানুষ , তাকে নিয়ে যেনো সারাজীবন খুশিতে কাটিয়ে দিতে পারে এই কামনা করি । 🙂❤️
Exactly.... I agree with you 👍🏻🙂
Ameen
You are right 😂😂
Stty e tai...sobar capacity hoyna set sojjho korar😌
আয় ভাই কোলাকুলি করি......
এই genaration এ এসেও যে এই গানটার প্রেম এ পরে তার গানের স্বাদ সত্যি অতুলনীয়...❤️
একদম সঠিক কথা।।❤️❤️
মন ভালো করার জন্য আর কিছু লাগে নাহ,
এক কাপ চা আর এই গানখানা!
চোখ বন্ধ করে শুধুমাত্র অনুভব করা।
আহা কি যে আনন্দ।
হয়তো একদিন থাকবো নাহ।
আমার ভবিষ্যৎ প্রজন্মও ঠিক এই মতামত দেখে বুঝতে পারবে কতটা আসক্ত ছিলেম আমি এই গানের।
তারাও হয়তো হাতে চায়ের কাপ নিয়ে গানটা অনুভব করবে৷😍🥰
My mother language is Sindhi I don't understand the lyrics but the voice of this guy touches my heart...
Love from Pakistan 🇵🇰
I also listened some sindhi music, i didn’t understand any single word but the vibe attract me like magnet.
ARE YOU UNDERSTANT MEANIN OF THAT SONG
❤❤❤
This is a boul song
Which was written by lalan fakir
আহা,
কি কথা! কি সুর!! কি গায়কী!!!
কতবার যে শুনেছি তার হিসেব নেই। প্রতিবারই যেন নতুনরূপে ধরা দেয়।।
গান টা অনেক আগেই শুনেছি. কিন্তু কখনো ইউটিউবে এসে এভাবে কানে হ্যাড ফোন লাগিয়ে একা ঘরে শুনি নি. আহা কি প্রান ছোঁয়ার মত গান টা।
আজকে হঠাৎ করে টিভিতে "কড়িখেলা" সিরিয়ালে গান টা দিচ্ছিল. কি ভালো লেগেছে।
তাই শুনতে চলে আসলাম।
বাকিটা ইতিহাস 💖
প্রিয় মানুষটাকে নিজের করে সারাজীবনের জন্য না পাওয়াটা যে কী প্রচন্ড রকমের ব্যর্থতা সে অনুভূতি,যে পায়নি সে ছাড়া আর কেউ স্পর্শ করতে পারবে না 🙂
Sotti tai 😭😭😭😭
Aami pai ni aamar priyo manus ta k... Just bcoz aami aalda cast & o bengali.
First of all, sobaike jeta bujhte hobe seta holo ei prithibitey keu onno karur hote parey, no person in this world belongs to someone else,
Ar secondly kauke nijer kore newar chesta eta ekta objectification er ekta example, and people who try to do this act should fail and they should suffer
Nijekei pawatai ashol pawa. Nijekei dekhte pabe kancha shonar besh e.
Khub koster
প্রতিদিন নিয়মিত কথা হয় , হাসি হয় ...কত কত ভাব হয় ..সে জানে আমি ভালোবাসি তাকে কিন্তু সে কিছুই বলেনি আজও। আমার ভালোবাসা পূর্ণতা পাবে না জেনেও তাকে ভালোবাসি ।
সব ভালোবাসা পূর্ণতা পায় না ☺️
😢😢amar valobashar o kono purnota nei!!!🙂
jani amader biscched nishchit tobuo valobashi
@@upomadasmonty2526 same amr oo bicched hobe nicchit, tobo vlovashi
Ami o same....apnar moto.....🙂se buje o buje na......
জানিনা আবার কবে ফিরে দেখবো বাংলার জল,হাওয়া,মানুষ।ঘর ছাড়া মানুষের কাছে এ যেন এক ঘরে ফেরার ডাক।
সে কষ্ট দিয়ে চলে গেলেও তার প্রতি আমার একবিন্দুও ঘৃনা নেই আছে শুধু একরাশ অভিমান আর সমুদ্রসমান ভালোবাসা🤍
এই গানটির প্রতিটি লাইন বুকের মধ্যে ঠাণ্ডা হাওয়ার স্রোতের দোলা দিচ্ছে😌
আমি রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান থেকে অভিনন্দন জানাচ্ছি ।
আমি গর্বিত মনে করি যে আমি শান্তিনিকেতনের মেয়ে.....
এত সুন্দর ভুবন পেয়েছি মোরা দেখিলেই প্রাণ হারায়া যায় 😍😍😍😍
Same😌
Same brown
এটা শিলাইদহের গগন হরকরার রচিত গান। এটা থেকে রবীন্দ্রনাথ বানিয়েছেন ভেঙ্গে মোর ঘরের চাবি।
বিচ্ছেদের তীব্র জ্বালা শোষণ করে যে মানুষ একবার উঠে দাঁড়াতে শিখে গেছে, তাকে তুমি আর যাই হোক কাঁদাতে পারবেনা,,,,,।
Ekadom Theek 🙂
সব ভালোবাসা গুলা যদি পূর্নতা পেত তাহলে হয়তো পৃথিবীর সব ভালোবাসার মানুষ গুলাই ভালো থাকতো।🙂
আমরা সবাইই সমাজ,পরিবার অথবা কেউ টাকার পেছনে ছুটে ভালোবাসার মর্ম ভুলে যাই, জিবনের জন্য ছুটতে ছুটতে নিজের আনন্দকে বিসর্জন দিয়ে ফেলি 🙃 আর এটাই আমাদের দৈনন্দিন জীবন 😊
রাইট বলছেন..???
এতো লোকের মহা ভীড়,
মহা উৎসব, যত আয়োজন,
চাকচিক্য বিচ্ছেদ হয়ে যায়
হৃদয়ে হয় রক্তক্ষরণ!
আজ কোথাও কেউ নেই,
সবার মাঝে আমি একা,
আজ চারিদিকে যত আঁধার গভীর
মরিচীকা দেওয়ালে অবেহলার
মিথ্যা ছবি আঁকা.!!🙂
My fav. Song.....& ufff! The music is mind-blowing....এই গানের মধ্যে সৃষ্টিকর্তার সাথে মানুষের প্রেম কে বোঝানো হয়েছে ; এখানে "মনের মানুষ " অর্থ সেই ultimate power, যাকে তুমি বিশ্বাস কর। এই গানটা একটা spiritual aspect-কে denote করে; "video "- টাতে প্রেম দেখানো হয়েছে মানেই যে গানটা "প্রেমের" সেটা নই।।
ভালোবেসে তাকে হয়তো পাই নাই,তাই বলে তো জীবন থেমে নাই😞 হয়তো অনেক কিছু কষ্ট নিয়ে বেঁচে আছি।সত্যি বলতে ভালবাসা খুব নিষ্ঠুর।
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
Conscious mind (চেতন মন): কখনো যেনো তারে না দেখি এজীবনে আর ।
Subconscious mind (অবচেতন মন): অনেক বছর তো হলো, একটিবার দেখা হওয়া কি পাপ?
😅😅😅
Prem in a psychological outlook🔥
Same 🤣 (brain 🧠 vs heart ❤️)
@@hridimaliha811 and also sometimes, egoistic me vs soft me. 😀
যারা এক তরফা ভালবাসায় মগ্ন তাদের কাছে এই গানটা অন্যরকম নিশ্চয়ই...
ছ্যাঁকা বলে কিছু নেই। ভালোবাসা মানুষকে সুন্দর করে। পরিবর্তন দুনিয়ায় নিয়ম। আর এই নিয়মের জন্য বৈচিত্র্য আসে বার বার। আর তার মাঝেই সুন্দরকে খুঁজে পাওয়া যায়।
আমি খুব Lucky যে আর কদিন পর মনের মানুষটার সাথে আমার বিয়ে 🥰🥰🥰🥰🥰🥰
সত্যি তুমি সত্যি খুব Lucky। সবার vagge থাকে না।কোন জর্মে কি যে পাপ করেছি।তাকে পেয়েও পাবো না।
Congratulations
congratulations.hope you spend a very very happy life.
Hotat comment ta dakhe apnar biye holo ki na saita jante khub icc korteche🥴🥴
@@SadiaSultana-jg7rr hmm go hoye geche 🥰🥴
গানটা শোনার সময় মনের মাঝে এক অদ্ভুত অনুভুতির সৃষ্টি হয়, সত্যিই অসম্ভব সুন্দর কন্ঠস্বর আপনার।
পেয়ে হারানোর যন্ত্রণা মৃত্যুর চাইতে ভয়ংকর, যার কাছে যার শান্তি মিলে তার কাছে যেন ঠায় টাও মিলে।
সূচনা সবার অতিরঞ্জিত টানে
হাজারো গল্প কেদেছে কত
উপসংহার ই জানে❤❤❤😔
Absolutely fantastic quote
@@hasanhasan-pf2bs Thanks for your comment
@@lsratjahan8240 কপি করলাম। সুন্দর একটা উক্তি।
ব্লক খেয়ে আসলাম😊
একবার ধরতে পালে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না।
তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না।
তারে পাওয়াই যে সারাজীবনের সাধনা।
জয় গুরু রবি ঠাকুরের জয়।
o
ভালবাসা অনন্য সত্য। মনে হয়েছে মনের মানুষ দূরে চলে গেলে ভালবাসা দ্বিগুণ হয়। সেই কাল থেকে এই কাল এবং পরবর্তী কালেও কিছু মানুষ সত্যি ভালবাসবে। তাদের জন্য বলছি ভালবাসা সবসময় বিয়ে পর্যন্ত পৌঁছায় না কিন্তু ভালোবাসা ফুরিয়ে যায় না।
হাজার বার শুনলেও শোনার ইচ্ছে কমেনা। অসাধারন।
Sotti e tai. Eto tai sundor gan ta 😍🥰
😇😇😇😇🥰🥰🥰
প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দূর্বল থাকে ।যেখানে কিছু অবুঝ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জিবন কে স্বার্থহীন ভাবে কাঁদায়.।যা কেউ দেখে না….🙂
হ্যাঁ সত্যিই
বাংলা গানে একটা অনুভূতি থাকে
একটা কষ্ট থাকে
একটা ভালবাসা থাকে
একটা গল্প থাকে
একটা ভেঙে যাওয়া মনের ওষুধ থাকে
আপনার কণ্ঠে গানটা সত্যিই এক অন্য মাত্রা যোগ করেছে । এতদিন গানটা শুনে বড় হয়েছি কিন্তু আপনার কণ্ঠে গানের ফিল্ টা এতটাই মন ছুঁয়ে গেছে যে ভাষায় প্রকাশ করতে পারছিনা সত্যি অসাধারণ ♥️♥️♥️♥️🙏🏼
সত্যিই 🥺 রুপসাগর এর মানুষ খাটি সোনা যা সবাই ধরতে পারেনা❤️💖✨🥀
সেই নেই আজ 🌚 এক সময় এই গান টা দুজনে একসাথে হেডফোনে শুনতাম । আজ শুধু তার সাথে কাটানো সময় গুলো রয়ে গেছে ❤️।যত বার গান টা শুনি ততবার এই তার প্রতি আরো অনেক ভালোবাসা বেড়ে যায়❤️❤️❤️
গানটার লিরিক্সটা শুনলেই যেন একটা আলাদা অনুভূতি পাওয়া যায়...আমার ক্লান্তিও দূর হয়ে যায় এই গানটা শুনলে..... গায়ে কাঁটা দিয়ে ওঠে...😌😌😌🖤😌😌😌
আমি গর্বিত যে আমি বাঙালি
এবং
আমি এই গান টা শুনেছি।
Osm
খুব ভালো লাগলো দারুণ
Love you both ❤️❤️❤️
হৃদয়স্পর্শী গলা খানা 👌
এই গান টা যতো গুলো version এ available আছে এবং শুনেছি তার মধ্যে এটিই সবথেকে বেস্ট
2019 theke gann ta sune aschi 🧡
Konodin ekgheyemi lage ni ..
কাল কলেজে পরীক্ষা 6th sem এর, শেষ পরীক্ষা , সাথে হয়তো কলেজ জীবনেরও শেষ পরীক্ষা, অনেক কিছু মনে পড়ছে , ভিতর থেকে কান্না পাচ্ছে, না কোনো প্রীয়তমার জন্য না , তবে বন্ধুগুলোর জন্য, কমনরুমে আড্ডা দেওয়াগুলো যে কোনো দিন ফিরে পাবোনা , ফিরে পাবোনা কলেজ যাওয়ার আগে স্কোয়ারে বসে আমাদের স্বপ্নগুলো নিয়ে পুনরায় ভাবার , ফিরে পাবোনা সেই কচুরি কিনে খাওয়ার দিন গুলো, ফিরে পাবোনা টিউশন শেষে স্যার চলে যাওয়ার পর গোটা দশেক বন্ধু নিয়ে খেলা-রাজনীতি- আর সুন্দরী মেয়েদের নিয়ে ততখন পর্যন্ত আলোচনা করতে যতখন না কলেজ যাওয়ার সময় হয়ে যায় , হয়তো ফিরে পাবোনা ইউনিভার্সিটি টপার আমার সেই নিস্বার্থ বন্ধুটির সিলেবাসের ও পড়ার ওপর অগুনতি জোকস্, ফিরে পাওয়া যাবেনা টিউশন ম্যামের অসম্ভব কেয়ার ও ভালবাসা, হয়তো কলেজ যাওয়ার আগে সিগারেট খাওয়ার সেই মজা টা কোনো দিন আর পাবো না 😢😭!!!
গানটি শুনলেই মনে একটা অদ্ভুত শান্তি আসে।💙 সত্যিই যদি প্রাত্যহিক জীবনের প্রতিযোগিতা কে সরিয়ে রেখে নিভৃতে রূপসাগরে ডুবে যেতে পারতাম ।।❤
ঠিক বলেছেন।
২০২১ এর শেষ সময়ে নিজের কমেন্ট রেখে গেলাম,, পরবর্তী প্রজন্মের অনেকেই এসব গান ভালোবাসবে,,,বার বার শুনতে ইচ্ছা করে,,প্রেমে পড়ে যাই এই গান গুলোর,,,এই গান গুলাই বাংলার ঐতিহ্য।
"একবার ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না"❣️
তার হাত দুটো ধরে জীবনের শেষ পথ পর্যন্ত
হেটে যাও তবে ছেড়ে দিয়োনা🌻
গানটা শুনছি ও তার কথা মনে পড়ছে, তার রূপ ভেসে আসছে আমার মনে, সত্যি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা ,ধরতে পেরেছিলাম কিন্তূ কেমন ভাবে ফস্কে গেলো আজ ও ভাবাই 😢
সেই মুহুর্ত গুলো এখন ভাবলে বুকের ভেতর টা কেপে ওঠে তার চোখ দুটি এতো সুন্দর কল্পনা করা যায়না ,গায়ের রং পদ্য ফুলের পাপড়ির মতো , সৃষ্টি কর্তা মনে হয় নিজের হাতে গড়েছিল,তার চুলের গন্ধ উফফফ এখনও আমার নাকের গোড়ায় এখন ও ভুলতে পারিনি , কিন্তূ তারে ধরি ধরি মনে করি আর পেলাম না। 😢
Sotii dada tumi akdhom thik bolecho... ❤❤.
Ai ganta joto bar suni take amar mone pore jai..
তারে ধরি ধরি মনে করি..
ধরতে গেলাম আর পেলাম না ❤️❤️❤️...
Felt these line 🙃❤️💔
No matter how much Bollywood try.....no song can be as much as soul soother as bengali songs ❤️❤️❤️they are ❤️.... ahhh pran ta bhore gelo..... proud to be a Bengali ❤️❤️
I agree on that
গানটা এত্ত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না 😍😍 অসাধারণ একটা গান 💘💘💖💖 Love from Bangladesh 🇧🇩🇧🇩💟💟
Thanks a lot.
@@ALTERORIGINBANGLA Welcome 🙂🙂
- এক সমুদ্র ঘৃণার পরেও
- এক আকাশ সমান তোমার প্রতি আমার ভালোবাসাটা রয়ে গেছে 🙂
Amaro same tai keu jano nirobe moner vitor theke gacche
এককথায় অসাধারণ গানটি !! অপ্রাপ্তিগুলো যেন ভাষা খুঁজে পেলো আপনার গলায়!!!❣️
হাজারো মানুষের অনুভূতি মিশে আছে ৪মিনিটের গানটাতে😌
পরআত্মার প্রতি আত্মার প্রবল ব্যকুলতা ও তীব্র বিরহের বহিঃপ্রকাশ করেছিলেন কবিগুরু 🙏🙏🙏🙏.
যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এবং হারানোর ভয় পাই তারাই সবার আগে হারিয়ে যায়। শুধু স্মৃতি গুলো রয়ে যায় আর সেগুলো নিয়েই আমাদের বাচতে হয়।।💌🥀
এমন এক সম্পর্কে আছি না পারি সহ্য করতে আর না পারি বলতে। তার জন্য কান্না করার অধিকার টুকু ও নেই । শিব চতুর্দশীতেও উপবাস রেখে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে ও শুধু তার মঙ্গল চেয়েছি 🖤 গায়ের রং কালো তাই হয়তো অবহেলিত 🌸🖤
🖤🖤
আহা!!! জাদু
কঠিন জাদু আপু.......!!!
আপু তোমার কাছে কেনো জাদু মনে হলো,,,,আমি তো এই জাদুর মধ্যেই আছি..... তাকে ভুলতেই পারছি না....... আমি না চাইলেও মনটা ঠিকি তার সাথে যোগাযোগ করেই বসে,,,,!!!!
এমন কোন দিনোও আসবে না যেদিন এই গানটি মানুষের কাছে পুরোন হয়ে যাবে।
কিছু জিনিস কখনো পুরোনো হয় না, তেমনি কিছু মানুষও কখনো পুরোনো হয় না.. প্রতিদিন নতুন করে ভালোলাগা ও ভালোবাসা জন্মায় তাদের প্রতি...
"আমার আমার মনে করি, আমার হয়ে, আর হইলো না"..
Outstanding '' bengali vasa te ja onuvuti ache ja vlobasa ache '' prithibir kono vasai arokom vlobasa r nai '' proud to be a bengali ''
অনেক ধন্যবাদ এই গানটিকে ভালোবাসার জন্য...
গানটি SHARE করুন আপনার প্রিয়জনদের সাথে, ও CHANNEL টি সাবস্ক্রাইব করুন |
আমাদের চ্যানেল এর বাকি গানগুলি শোনার জন্য এই playlist link ব্যবহার করুন -
rb.gy/hdjjj4
গানটি ভীষণ সুন্দর, একটা ভিডিওর জন্য ব্যবহার করতে চাই যদি অনুমতি থাকে, কিভাবে যোগাযোগ করতে পারি
গানটা কি সত্যি নবনী দাস বাউলের লেখা.
...একজন বলেছে এটা গগন হরকরার লেখা
Add songs translation also, please!
২০২১ সালে কে কে শুনেছেন, সাড়া দিলে খুশি হবো!❣️
ami
Bhi ami❤️❤️❤️🔥🙏
Ami
ami
Ami
প্রত্যেক ভালোবাসায় গোলাপ ফুটুক, অভিমান ভেঙে সম্পর্ক গুলো টিকে থাকুক।🖤🌼
যতবার এই গানটা শুনি মনটা ভেসে ওঠে।। কখনও ভোলা যাবে না এই সমস্ত গান❤❤❤
🙂🙂🙂
গানটা যতবার শুনি ততোই হৃদয়ের ভেতর টা নাড়া দিয়ে ওঠে।
সত্যিই মনের মানুষ ছাড়া পৃথিবীতে বেচে থাকা কত কষ্টের শুধু সেই বুঝতে পারে।।।
যেমন - একতরফা ভালোবাসা 🥀😓
🙂🙂🙂🙂
Seating by a riverside and a light breeze is blowing against my face listening to this song and complimented it by the sound of an ektara would be a surreal experience.
হয়তো আমি খুব কম বয়সে রবীন্দ্র অনুভূতির জাগরন করে ফেলেছি । আমার বয়সীরা সবাই এর অর্থই বোঝতে চাই না, কিন্তু আমার হৃদয়ে ছোঁয়া লাগে প্রত্যেকটি শব্দ , প্রত্যেকটা লাইন 😔🤗 মানুষের মন আসলেই অনেক জটিল , এতটাই জটিল তাতে সে নিজে আবদ্ধ হয়ে যায় 🤗😔
এটা সত্যি যে আজকের প্রজন্ম যতই ভিন ভাষী গান শুনুক না কেন বাংলা গানে ফিরে আসতেই হয়...
২০২১ শে আজ গানটা আবার শুনলাম।
আমার মতো কে কে শুনতেছ হিট 👍
আমি
অসাধারণ, বার বার শুনতে মন চায়
amr tar nam o ashik
আচ্ছা গানটি কী আসলেই কেবল প্রেমকে বুঝিয়েছে??গানটিতে মনের মানুষ বলতে স্বয়ং সৃষ্টিকর্তাকে বুঝানো হয়েছে।যারা গানটি বুঝে শুনবেন তাদের চোখে পানি আসতে বাধ্য।এর জন্য মানব মানবীর প্রেমে করার প্রয়োজন নেই।
👍👍👍👍👍
আপনি গানটির আক্ষরিক অর্থ বুঝেছেন
@@brototirthikanay3172 hmm
Yes you are wright
সৃষ্টিকর্তা কে ? উনি কি সাংস্কৃত, ইহুদি, রোমান, মিশরীয়, গ্রিক, আরবি ?
হয়তো কবিগুরু ঠিকই বলেছেন।
যখন তুমি প্রেমে পড়বে, তখন তুমি সাহিত্য লিখতে শিখবে।
আর যখন বিচ্ছেদ ঘটবে , তখন তুমি সাহিত্য বুঝতে শিখবে।
সেই কারণেই আজ রবীন্দ্র সঙ্গীতের প্রতিটি শব্দ অনুভব করতে পারি, HASAN///
এই গানটির প্রতি এক আলাদাই ভালোবাসা হয়ে গেছে রোজ সময় পেলেই এই গানটাই শুনছি আমি❤️
জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ,নয়তো নিষিদ্ধ,হয়তো খুব দামি, নয়তো অন্য কারো
ক
Hmm
আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, দেখেছি রুপবসাগরে মনের মানুষ কাঁচা সোনা 💙💥
রবি ঠাকুর এর গান এর আসল অর্থ বুঝতে গেলে হয় প্রেমে পড়তে হবে , নয়তো প্রেমে ছাকা খেতে হবে নয়তো আপনি এই গানের আসল মর্ম কোনো দিন ও বুঝতে পারবেন না 💔🙃
কেন চাইলি?এমন কি মানুষ চাইলি?
ওরে কাঁচা সোনার কদর নেই
কথাটা বাসি হলেও খাঁটি সত্যি
ভেবে দেখিস একবার🤷♀️🤷♀️💞💞
প্রিয় একটি গান😌❤ কমেন্ট রেখে গেলাম.... সত্যি ভালো বাসা অপূর্ব সেটি যদি পূর্ণতা পায়
♥️♥️
এগুলো কখনোই পুরনো হবে না। আগেও যেমন ছিলো এখনোও তেমনি আর ভবিষ্যতেও এমনি নতুনত্ব থাকবে।
কী অসাধারণ মায়া রয়েছে গানটিতে!🎵 হৃদয়স্পর্শী শব্দে ভরপুর💙
রবীন্দ্রসঙ্গীত এর সাথে বাঙালির সম্পর্ক চিরন্তন❤️
এই পৃথিবী যত দিন থাকবে
রবীন্দ্রসঙ্গীত থাকবে💝💝💝
তারে যতই আমার মনে করিনা কেনো সে কখনোই আমার হবেনা😊💔
তবুও সে সবসময় ভালো থাকুক🖤🌻
শূন্যতা ঘিরে ছিল আমার চারপাশ, তার আশাতে পূর্ণতা পেল, সে যখন ছেড়ে গেল, এক পৃথিবীর শূন্যতা উপহার দিয়ে গেল।
২০২১ এ কেউ শুনলে লাইক দেন!🥰🥰
হুম কেন ভাই
Sunlam to vai
এক কথায়,, 😍😍
@@dipikanandi6399 1
বারবার শুনি :)
Ami khub addicted ai gaan ta te..jokhon oi ai gaan ta shuni..amar priyo manush tar kotha khub mone pore..jake ami hariye felechi ..ar pabo na😭😭....
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলে ধরা দেয়না
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলে ধরা দেয়না
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে
সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভে না
সে যে আমার আমার আমার বলে
আমার হয়ে আর হলো না
সে যে আমার আমার আমার বলে
আমার হয়ে আর হলো না
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
বহুদিন ভাবতরঙ্গে
ভেসেছি কতই রঙ্গে
বহুদিন ভাবতরঙ্গে
ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হলো দেখাশোনা
এখন বলে বলুক লোকে মন্দ
বিরহে প্রাণ আর বাঁচে না
এখন বলে বলুক লোকে মন্দ
Is this the meaning of the song?
@@Hbb_625 yeap
Nice
Rabindra Sangeet ke akhan kar dine ata sundar banano jay kau bhabte pare na ❤️❤️❤️❤️❤️. Love from Kolkata.