ভাই জাফলং জিরো পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণা এবং খাসিয়া পল্লিতে কি হেটে যাওয়ার রাস্তা আছে? আমার এক বন্ধুরা গত সপ্তাহে গিয়েছে। ওদের নাকি ২ বার নৌকা ভাড়া করা লাগছে কিন্তু একবার হাঁটার রাস্তা নাকি ছিল। একটু বিস্তারিত জানলে ভালো হত
মায়াবী ঝর্ণা এবং খাসিয়া পল্লীতে হেটে যাওয়ার রাস্তা নেই। নৌকা দিয়ে পার হয়ে যেতে হবে। নৌকা ভাড়া জনপ্রতি গেলেও একবারই লাগে। পুরো নৌকা রিজার্ভ ৬০০ থেকে ৮০০ টাকা। আর জনপ্রতি জিরো পয়েন্ট নৌকা ঘাট থেকে যদি যান তবে মায়াবী ঝর্ণা এবং খাসিয়া পল্লীর ঘাটে যাওয়া আসা ১০০টাকা নিবে । মাঝীর সাথে এবিষয়ে কথা বলে নিবেন আগে থেকে। ধন্যবাদ।
@@UrCristianoth6 দুইদিনে সিলেট ঘোরার জন্য যথেষ্ট সময়। প্রথম দিন সাদা পাথর, রাতারগুল এবং চা বাগান ঘুরে দেখবেন। দ্বিতীয় দিন জাফলং, লালাখাল এবং ডিবির হাওর ঘুরে দেখবেন। আর সিলেট শহরের মধ্যে দরগা গেট এলাকায় থাকবেন। সেখানে অসংখ্য হোটেল রয়েছে। ছোট বাচ্চা নিয়ে ভ্রমণের ক্ষেত্রে ট্রেনে আসতে পারেন সুবিধা হবে। ভ্রমণের তারিখ থেকে দশ দিন আগে টিকেট করবেন, না হলে টিকিট পাবেন না! ধন্যবাদ।
@@UrCristianoth6 দুইদিনে সিলেট ঘোরার জন্য যথেষ্ট সময়। প্রথম দিন সাদা পাথর, রাতারগুল এবং চা বাগান ঘুরে দেখবেন। দ্বিতীয় দিন জাফলং, লালাখাল এবং ডিবির হাওর ঘুরে দেখবেন। আর সিলেট শহরের মধ্যে দরগা গেট এলাকায় থাকবেন। সেখানে অসংখ্য হোটেল রয়েছে। ছোট বাচ্চা নিয়ে ভ্রমণের ক্ষেত্রে ট্রেনে আসতে পারেন সুবিধা হবে। ভ্রমণের তারিখ থেকে দশ দিন আগে টিকেট করবেন, না হলে টিকিট পাবেন না! ধন্যবাদ।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আশা করি ভালো আছেন ভাই 26 শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রওনা দিব কিশোরগঞ্জ থেকে মনে হয় ওইখানে যাইতে সকাল হয়ে যাবে ভাই তাহলে আপনাকে কোথায় পাবো ❤❤
ধন্যবাদ ভাই, আপনার ভিডিও বরাবরই দেখি, সুন্দর ভিডিও করেন একটা প্রশ্ন ছিলো সেটা হলো ১১ বা ১২ তারিখ জাফলং গেলে কি মায়াবী ঝর্নায় পানি পাবো? যাওয়াটাই বৃথা হবে
@@md.jahidulislam6049 ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। মায়াবী ঝর্ণাতে পানি পাবেন, তবে পরিমাণ খুব কম হবে। বর্ষাকালে বৃষ্টি হলে পানি থাকে বেশি।
brother no English subtitle available right now. I will try to make it later. and thank you so much for watching my video. You are welcome to visit beautiful Bangladesh 😍
ভাই ০৭/০৮/২৪ইং তারিখের একটা ভিডিও দেখলাম। জাফলং পুরোটাই নাকি ডুবে আছে। কথাটা কি সত্য? আমরা আগামী ০৯/১০/২৪ ইং তারিখ যেতে চাচ্ছি। তখন সফরটা কেমন হবে বলে আপনার মনে হচ্ছে?
ভাই আপনি কোন ভিডিও দেখেছেন আমি জানিনা! আমি জাফলং এর কাছাকাছি থাকি। প্রতি মাসেই জাফলং এ যাওয়া হয় আমার! এই ভিডিওতে ঠিক যেরকম দেখছেন, জাফলং এর বর্তমান অবস্থা ঠিক এরকমই এখন!
ইনশাআল্লাহ যাবো একদিন ☺️
@asik2.08p ইনশাআল্লাহ😍
Colorful Umbrella looks attractive in any tourist spot.
I am a tourism lover from Pakistan.
thank you so much for watching my video 😍
you are welcome to visit Bangladesh 😊
@@OhabTraveler yes we love Bangladesh.
One day will visit, in sha Allah
@@KitabDost.qh1 Always welcome bro 😊
আজকে৷ যাচ্ছি
@@ShajalalRasel স্বাগতম 😍
ভাইয়া আমরা আরো এক বছর আগে গেছিলাম অনেক সুন্দর জায়গা ❤
ধন্যবাদ ভাই 😍
মনমুগ্ধকর ❤
অনেক ধন্যবাদ ❤️
ভাইয়া সামনে মাসে গেলে সবকিছু সুন্দর থাকবে
@@SIYAM724 হ্যা, থাকবে। ইনশাআল্লাহ
ডিসেম্বরের ২০ তারিখে আসলে কেমন হবে ভাই তখন কি পানি থাকবে?
@@BinoyChakma-s6u হ্যা, আসতে পারেন ভাই, আশাকরি ভালো লাগবে। যদিও পানি কম থাকে শীতকালে!
Agami 18oct jaite chaici.
Tate jaflong a nodir pani kmn thakbe r mayabi jhornay pani pabo kina?
@@munmunprome5968 জাফলং জিরো পয়েন্টে পানি পাবেন, সমস্যা নেই! তবে মায়াবী ঝর্ণায় এখন পানির পরিমাণ কম। ধন্যবাদ।
১৮ নভেম্বর গেলে কেমন হবে? ভাই একটু তাড়াতাড়ি জানাইলে ভালো হয়
@@ImranHosain-zx4sp আসতে পারেন অসুবিধা নেই। এখন পানি কম আছে, তবে ভালো লাগবে।
এবং মায়াবী ঝর্ণাতে পানির পরিমাণ খুবই কম, নেই বললেই চলে!
@OhabTraveler ঝর্ণাতে কি পানি থাকবে না নাকি?
@ImranHosain-zx4sp ভাই, ওইটাতে শুধুমাত্র বর্ষাকালে পানি থাকে, এছাড়া পানি থাকে না!
@OhabTraveler ও ঠিক ধন্যবাদ
@ImranHosain-zx4sp 😊
ভাই 13 তারিখ গেলে কি পানি থাকবে
@@mstsadiya1451 জাফলং এখন পানির পরিমাণ অনেক কম! মোটামুটি পানি আছে। আসলে এনজয় করতে পারবেন!
vai hadarpar ghat theke ki bichanakandi ar panthumai jhorna bike vara kore ghura jay?bike available thake?
@@shimulahmed1900 বাইক ভাড়া করে ঘোরা যায়। তবে বাইক সবসময় থাকে না! ধন্যবাদ।
২১-১১-২০২৪ তারিখ গেলে কি ভালো ভিউ পাওয়া যাবে? নাকি এখন পানি নেই।
এটা লাস্ট আপডেট : th-cam.com/video/AQAQ1CYlqFI/w-d-xo.html
এই ভিডিওতে যেরকম দেখবেন, ঠিক এখন এরকমই আছে। এখন আসলে এরকম ভিউ পাবেন। ধন্যবাদ আপনাকে 😊
ভাই সামনে মাসে যাবো ভি ও কেরকম থাকবে প্লিজ জানাবেন
@@MdAmirulislam-o3p এই সপ্তাহে জাফলং নিয়ে একটা আপডেট ভিডিও দিবো। ইনশাআল্লাহ 😊
@@OhabTraveler দিলে ভালো হবে
@@MdAmirulislam-o3p চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আশাকরি আপডেট সব তথ্য পাবেন।
saradesh a to bristi cholche..ekhn er Jaflong er condition ki vai?7-8 tarik jabo inshaallah.. bristir karon a kono prb hobe?
না ভাই, কোন সমস্যা হবে না। ভালো লাগবে। আসতে পারেন। 😊
ঐ ঝুলন্ত সেতুতে যাওয়া যায় কি
না ভাই, ওখানে পাসপোর্ট ভিসা বাদে যাওয়া যায় না। ওটা ইন্ডিয়ান সীমান্তে, ওটা ইন্ডিয়ার মেঘালয়ের মধ্যে পড়েছে। ধন্যবাদ।
এখন গেলে কেমন পানি
@@lamiyahuqe এখন পানির পরিমাণ ভিডিওতে যেমন দেখছেন ঠিক এমনই পাবেন, আশা করি 😊
ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য।
ভাই জাফলং জিরো পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণা এবং খাসিয়া পল্লিতে কি হেটে যাওয়ার রাস্তা আছে?
আমার এক বন্ধুরা গত সপ্তাহে গিয়েছে। ওদের নাকি ২ বার নৌকা ভাড়া করা লাগছে কিন্তু একবার হাঁটার রাস্তা নাকি ছিল। একটু বিস্তারিত জানলে ভালো হত
মায়াবী ঝর্ণা এবং খাসিয়া পল্লীতে হেটে যাওয়ার রাস্তা নেই। নৌকা দিয়ে পার হয়ে যেতে হবে। নৌকা ভাড়া জনপ্রতি গেলেও একবারই লাগে। পুরো নৌকা রিজার্ভ ৬০০ থেকে ৮০০ টাকা। আর জনপ্রতি জিরো পয়েন্ট নৌকা ঘাট থেকে যদি যান তবে মায়াবী ঝর্ণা এবং খাসিয়া পল্লীর ঘাটে যাওয়া আসা ১০০টাকা নিবে । মাঝীর সাথে এবিষয়ে কথা বলে নিবেন আগে থেকে। ধন্যবাদ।
@@OhabTraveler Thank you Vai For your kind information 🤍
Vai Sylhet ar kon jayga ta best ghurat jonno.amar to Jaflong theke lalakhal e valo laglo
লালাখাল আসলেই সুন্দর জায়গা 😍
❤❤❤❤❤❤
@@BANGLADESH1-c2r 😍
ভাইয়া তিন তারিখ এ গেলে কি কোন সমস্যা হবে
@@ParisaNur-o2m কোন সমস্যা নেই। আসতে পারেন। বেশ ভালো দৃশ্য পাবেন এখন।
ধন্যবাদ।
😂😂😂😂😂
1 din er tour a sylhet jabo...jaflong thakbe list a.. arekta ki bichanakandi naki sada pathor rakhbo? Plan details bolle valo hoto
জাফলং সহ যদি একদিনে আরো জায়গা ঘুরতে চান, তবে ডিবির হাওর এবং লালাখাল ঘুরে দেখতে পারেন। ভোলাগঞ্জ এবং বিছনাকান্দি দুটো দুই দিকে। জাফলং আরেক দিকে।
@@OhabTraveler kintu vai ekhon ki dibir haoar jaoa jabe? Amra next week jete chaccilam
@@naimulislam-i1t নেক্সট সপ্তাহে আসলে লালাখাল ঘুরতে পারেন।
বুধবার গিয়েছিলাম আমি ঘুরতে 🙈
ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য 😊
জাফলংএ নাকি পানি উঠছে ভাই ? জেনে থাকলে জানতেন। সোমবার যেতে চাচ্ছিলাম
ভিডিওতে যা দেখছেন এখন ঠিক এরকমই পানি আছে। সিলেটে কোন বন্যা হয়নি। ধন্যবাদ।
thanks
You're welcome!😊
Vai Sylhet jaiteci 1 din ar jonno.Sylhet ar kon jaga ta best?
বর্তমানে ভোলাগঞ্জ সাদা পাথর এবং রাতারগুলে ঘুরে আসেন একদিনে। এই সময় এই দুইটা জায়গা ভালো হবে।
Vai jaflong er bortoman obosta ki
ভিডিওতে যেটা দেখছেন এটাই জাফলং এর বর্তমান অবস্থা।
বাবু সহ তিন জন ঢাকা হতে গেলে থাকা খাওয়ার ব্যবস্থা প্লান কিভাবে করা যায়।
দুই দিনে সাদা পাথর, জাফলং, চা বাগান ঘুড়া যাবে কি
@@UrCristianoth6 দুইদিনে সিলেট ঘোরার জন্য যথেষ্ট সময়।
প্রথম দিন সাদা পাথর, রাতারগুল এবং চা বাগান ঘুরে দেখবেন।
দ্বিতীয় দিন জাফলং, লালাখাল এবং ডিবির হাওর ঘুরে দেখবেন।
আর সিলেট শহরের মধ্যে দরগা গেট এলাকায় থাকবেন। সেখানে অসংখ্য হোটেল রয়েছে।
ছোট বাচ্চা নিয়ে ভ্রমণের ক্ষেত্রে ট্রেনে আসতে পারেন সুবিধা হবে। ভ্রমণের তারিখ থেকে দশ দিন আগে টিকেট করবেন, না হলে টিকিট পাবেন না!
ধন্যবাদ।
@@UrCristianoth6 দুইদিনে সিলেট ঘোরার জন্য যথেষ্ট সময়।
প্রথম দিন সাদা পাথর, রাতারগুল এবং চা বাগান ঘুরে দেখবেন।
দ্বিতীয় দিন জাফলং, লালাখাল এবং ডিবির হাওর ঘুরে দেখবেন।
আর সিলেট শহরের মধ্যে দরগা গেট এলাকায় থাকবেন। সেখানে অসংখ্য হোটেল রয়েছে।
ছোট বাচ্চা নিয়ে ভ্রমণের ক্ষেত্রে ট্রেনে আসতে পারেন সুবিধা হবে। ভ্রমণের তারিখ থেকে দশ দিন আগে টিকেট করবেন, না হলে টিকিট পাবেন না!
ধন্যবাদ।
ভাই আগামী বৃহস্পতিবার ১০ তালিখ যেতে চাচ্ছি। এই কয়েকদিন বৃষ্টির পর।সেখানের অবস্থা কেমন এখন
@@anamulhaqueanam1865 অবস্থা স্বাভাবিক। আসতে পারেন। অ'সুবিধা নেই! 😊
@@OhabTraveler দ্রুত রিপ্লাই দেওয়া ও তথ্য দেওয়ার জন্য জাজাকাল্লাহ খাইরান প্রিয় ভাই।
@@anamulhaqueanam1865 ভাই, ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা। আপনাদের প্রশ্ন/ মতামতগুলো সবসময় শ্রদ্ধা জানাই। আল্লাহ আপনার ভ্রমণকে সহজ করে দিক। ✅
@@OhabTraveler
Vai apnar wp number ta ki pawya jabe?
@@munmunprome5968 আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে পাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। 😊
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আশা করি ভালো আছেন ভাই 26 শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রওনা দিব কিশোরগঞ্জ থেকে মনে হয় ওইখানে যাইতে সকাল হয়ে যাবে ভাই তাহলে আপনাকে কোথায় পাবো ❤❤
ওয়া আলাইকুমুস সালাম।
আমাকে কোথায় পাবেন বলতে, বুঝলাম না ভাই!
@@OhabTraveler আপনি কি জাফলং এ থাকেন না ভাই
কয় তারিখের ভিডিও এটা?
গত শুক্রবারে।
2 jono koto khoros hobe
@@jonsonroyroy1019 কোথা থেকে? কি কি খরচের কথা বলছেন?
ধন্যবাদ ভাই,
আপনার ভিডিও বরাবরই দেখি,
সুন্দর ভিডিও করেন
একটা প্রশ্ন ছিলো সেটা হলো ১১ বা ১২ তারিখ জাফলং গেলে কি মায়াবী ঝর্নায় পানি পাবো? যাওয়াটাই বৃথা হবে
@@md.jahidulislam6049 ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
মায়াবী ঝর্ণাতে পানি পাবেন, তবে পরিমাণ খুব কম হবে। বর্ষাকালে বৃষ্টি হলে পানি থাকে বেশি।
ভাইআমরা আগামী 30/10/2024তারিখ জাবো তাহলে পানি পাব
ভাই আপনি কবে গিয়ে ছিলেন?
কিছুদিন আগে ভাই
বাহিক রাখার জায়গা আছে কি
@@sarkerbbcom1124 হ্যাঁ আছে।
Ami ajka 😂 Gase 😂12 to 2 pojonto asilam
ধন্যবাদ।
বর্তমান অবস্থা কেমন হবে?
@@OneTime-b4x বর্তমান অবস্থাও ঠিক এরকমই 😊
I love Sylhet from Pakistan.
No english subtitles?
brother no English subtitle available right now. I will try to make it later.
and thank you so much for watching my video. You are welcome to visit beautiful Bangladesh 😍
@@OhabTraveler yes dear I want to visit but it's not so easy. You can understand!
I can visit only on TH-cam right now.
@@KitabDost.qh1 yeah! I know. Dua for you bro.
@@OhabTraveler jazakAllah Khair bro
ভাইয়া আমি সামনের সপ্তাহে যেতে চাই কিরকম হবে
চলে আসেন ভালো হবে। 😊
ভিডিও কতদিন আগের ভাই।
@@marufhassan3572 গত শুক্রবার গেছিলাম ভাই 😊
Vai Ami ajke jaite chaitsi poribes kemon@@OhabTraveler
ভাই কাজটা কি ভালো করলেন আসলেন আমাদের এইখানে অথচ আমাদের হোটেলে আসলেন না
আপনার কথা বুঝি নাই ভাই!
@@OhabTraveler আমাদের হোটেলে আসলেন না
@@MADMAX-um8kj ভাই, হোটেলের ভিডিও করার জন্য খুব শিঘ্রই যাবো। ইন শা আল্লাহ 😊
Vai September er 14-15 tarik jbo inshoallah ...tokon pani kamon thakte pare?
@@jummanibrahim8913 এখন ভাই নদীতে পানি আছে কিন্তু ঝরনায় পানি কম
সাউন্ড নাই কথা শুনা যায় না কেন।
প্লিজ, আপনার হেডফোন চেক করে নেবেন। সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার আছে। ধন্যবাদ।
BSF এর কোন তৎপরতা আছে নাকি আনা গোনা ? কোন আদেশ/নিষেধ কি আছে বর্তমানে?
ভাই এরকম কোন বাধ্যবাধকতা, বিধি-নিষেধ দেওয়া নেই। আগের মতই সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। জাফলং এ দু দেশের পর্যটকরাই উপভোগ করছে।
ভাই ০৭/০৮/২৪ইং তারিখের একটা ভিডিও দেখলাম। জাফলং পুরোটাই নাকি ডুবে আছে। কথাটা কি সত্য? আমরা আগামী ০৯/১০/২৪ ইং তারিখ যেতে চাচ্ছি। তখন সফরটা কেমন হবে বলে আপনার মনে হচ্ছে?
ভাই আপনি কোন ভিডিও দেখেছেন আমি জানিনা! আমি জাফলং এর কাছাকাছি থাকি। প্রতি মাসেই জাফলং এ যাওয়া হয় আমার!
এই ভিডিওতে ঠিক যেরকম দেখছেন, জাফলং এর বর্তমান অবস্থা ঠিক এরকমই এখন!
অক্টোবর এর শেষের দিকে কেমন ভিও পাব জানাবেন প্লিজ। আর আপনার নাম্বার দেওয়া যাই কি ইনফরমেশন এর জন্য।
@@OhabTravelervaiya amra November Mase jete chacci tokhon jaua ta ki thik hobe
@@RakibAhmed-r9v হ্যা, ভালো হবে 😊
@@OhabTraveler thank you vaiya
T m hedaa
@@MdMahdiHasan-k2x??
আগামী ১৪/৯/২০২৪ ফ্যামিলি টোর এ যেতে চাচ্ছি কোন কোন জায়গায় গেলে ভালো হবে
সিলেট আসতে চাচ্ছেন? ভোলাগঞ্জ সাদা পাথর ও রাতারগুল ঘুরে যেতে পারেন এখন। ভালো লাগবে আশা করি।
২০.১০.২৪ এর পর সিলেটের কোথায় কোথায় ভাল হবে।