আমি একজন পরনারী আসক্ত পুরুষের স্ত্রী । এখন আমি কি করবো? | Munzurul Karim |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 738

  • @disguisedgenius5583
    @disguisedgenius5583 ปีที่แล้ว +28

    চিঠির ভাষায় একজন মানুষের হৃদয়ের আর্তনাদ টের পাওয়া যায়। আশা করি সে একদিন ভারমুক্ত স্বস্তির নিশ্বাস নিতে পারবে। শুধু অনুরোধ হার মানবেন না। নিজের শক্তি জোগাড় করুন ও সাবলম্বি হওয়ার চেষ্টা করুন।

  • @nahidrukhsana919
    @nahidrukhsana919 ปีที่แล้ว +28

    রাগী মানুষের সাথে তবুও ঘর করা যায়..... কিন্তু চরিত্রহীন মানুষের সাথে ঘর করা খুব কঠিন 😪

  • @shahinforaji6774
    @shahinforaji6774 ปีที่แล้ว +345

    স্বামী যদি পরনারী আসক্ত হয় তাহলে একটা স্ত্রীর কতটা কস্ট কতটা বুকচাপা যন্ত্রণা নিয়ে বাচতে হয় তা সুধু ঐ মানুষটাই যানে। আমার মনে হয় সংসার জীবনে এর চেয়ে কস্টের আর কিছু হতে পারে না।আল্লাহ তুমি সকল পরনারী আসক্ত পুরুষ আর পরপুরুষ আসক্ত নারীকে হেদায়েত দানকরো।

    • @FalaqMoni
      @FalaqMoni ปีที่แล้ว +4

      Amin

    • @sabinayesmin5714
      @sabinayesmin5714 ปีที่แล้ว +3

      Ameen

    • @gharwacookingGhorTahir
      @gharwacookingGhorTahir ปีที่แล้ว +1

      Hmm jarmaje diye ami jacci

    • @sanjidashoshi3435
      @sanjidashoshi3435 ปีที่แล้ว +2

      একদম ঠিক।এটা আমি সবথেকে ভালো বুঝি।

    • @PakhiAkter-k9w
      @PakhiAkter-k9w ปีที่แล้ว +2

      একটা স্ত্রীর কারণে তার স্বামী পর নারী আসক্ত হয়....!

  • @nasrinsultana5110
    @nasrinsultana5110 ปีที่แล้ว +12

    আমি ভীষণ কেঁদেছি গল্পটা শুনেঅনেকটাই আমার জীবনের সাথে মিলে গেছে

    • @user-Akashsikder
      @user-Akashsikder ปีที่แล้ว +1

      আমার কি মনে চায় জানেন। আমার মনে চায় এই জানোয়ার গুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিলে একটা ফেমিলি, একটা সমাজ, একটা জাতি উপকৃত হবে। বাট সমস্যা একটা ঐ বোন কি করবে তার ছেলে মেয়েদের নিয়া। সবাই একটা ভালো পরামর্শ দিয়ে যাবে কিন্তু কেউ পাশে থাকার মত না। ইনশাআল্লাহ যদি কোন দিন কারো পাশে থাকতে পারি তাহলে নিজেকে একটু শান্তনা দিতে পারবো, যে কারো জন্য তো কিছু করতে পেরেছি। আল্লাহ যেন সেই তৌফিক দেন আমাকে।

    • @lotaaktherakther
      @lotaaktherakther ปีที่แล้ว

      আমি অনেক সমস্যাই আছি

    • @lotaaktherakther
      @lotaaktherakther ปีที่แล้ว

      আমি পরামর্শ চাই চাই

  • @SajiakhanSajia
    @SajiakhanSajia ปีที่แล้ว +6

    আমি খুব সহজে কমেন্ট করিনা। আজ না করে পারলামনা। কারন আপনার ওনার কথা গুলো শুনে এবং পরামর্শ গুলো শুনে আমার জিবনের সাথে অনেকটা মিল খুজে পেলাম। অজান্তেই চোখের কোনে জল জমে গেল।

  • @ShahinaAkter-b9d
    @ShahinaAkter-b9d ปีที่แล้ว +14

    চোখ থেকে পানি ঝরছে, মেয়েরা ভিষণ অসহায় এ-ই পৃথিবীতে। আমার মনে হয় প্রতিটি মেয়েরই প্রতিষ্ঠিত হওয়া দরকার।😢😢😢

  • @siyamrafi7094
    @siyamrafi7094 ปีที่แล้ว +8

    আমার (১৬) বছর সংসার একটি ছেলে সন্তান তাঁর মুখের দিকে তাকিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে

  • @brsbasharvlog3714
    @brsbasharvlog3714 ปีที่แล้ว +2

    আপু আপনাকে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি আপনাকে আল্লাহ তাআলা অনেক ধৈর্য। আপনি ধৈর্য ধরুন ইনশাআল্লাহ একদিন আপনার শান্তি আসবে মানুষ সব সময় ভুলে ভিতর থাকে না একদিন আপনার স্বামীও ভালো হবে আপনার ভালোবাসা দিয়ে আরো জয় করতে থাকুন আপনার দুইটা সন্তান যখন বড় হবে আস্তে আস্তে আশা করি ইনশাআল্লাহ খারাপ পথ থেকে ফিরে আসবে।

  • @shamimash7627
    @shamimash7627 ปีที่แล้ว +4

    বোন তুমি অপেক্ষা করো আরো বেশি ধর্য ধরো একদিন তুমি এই ধর্যের ফল পাবে ইনশাআল্লাহ

  • @Redoan12309
    @Redoan12309 ปีที่แล้ว +6

    100% মিলে যায় আমার বাবার চরিত্রের সাথে। আমরা ৩ ভাই বোন। মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ফাস্ট ক্লাস শব ফলাফল। মা এ-র জব বয়স নেই। আল্লাহর উপর নির্ভর করে বেচে আছি।

  • @sabrinajannat3300
    @sabrinajannat3300 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের স্বামী পেয়েছি,,শুকরিয়া আদায় করে শেষ হবে না।

  • @shaifsanower4432
    @shaifsanower4432 ปีที่แล้ว +22

    আপু আপনি বিশ্ব সুন্দরী হলেও আটকাতে পারতেন না। কারন যারা পরকীয়াতে আসক্ত তারা এক এর পর অন্য নারীর স্বাদ নিতে আনন্দ পায়। সুতরাং আপনি আপনার দিক থেকে অনেক সুন্দর এবং ভালো মানুষ। সন্তানের দিক টা চিন্তা করে সব মেনে নেন। দুনিয়াতে সুখ না পেলেও আখিরাতে আল্লাহ আপনাকে উত্তম জীবন দান করবে। ৫ ওয়াক্ত নামাজ পড়ুন❤️❤️

  • @Mahemamarjan
    @Mahemamarjan ปีที่แล้ว +12

    এমন পুরুষ রা কোন দিন বদলায় না।এটা ১০০% সত্যি

  • @cherrycreativeinstitute7991
    @cherrycreativeinstitute7991 ปีที่แล้ว +17

    আমি তাকে ছাড়তে পেরেছিলাম, হয়তো আপনার মতো বেধে যাইনি তাই। কিন্তু আজও সেই দিনগুলোর কথা মনে হলে বুকটা কেপে ওঠে, চোখ ভিজে যায়। প্রতিদিন এসব মাথায় ঘুরতো। যখনই গোয়েন্দাগিরি করেছি তখনই একটা নতুন মেয়ে। আমাকে দেখে অনেকে হাসাহাসি করতো। শেষে আর সইতে পারিনি। মনে হতো, একটু একটু করে মরছি।জীবন টা অনেক সুন্দর। একলা আছি, অনেক দায়িত্ব মাথায়, অনেক পরিশ্রম করতে হয়। তারপরও মনে হয়, সম্মান নিয়ে বেচে আছি।

    • @najninkhan6441
      @najninkhan6441 ปีที่แล้ว +1

      Ekdom thik kaj koresen nijer shonman ta niye valo asen

  • @shohelpathan7695
    @shohelpathan7695 ปีที่แล้ว +6

    সত্যি অনেক কষ্ট পেয়েছি আপনার লেখাটি পড়ে যে বোন আপনাকে লিখেছেন আমি জানিনা সে কতটা কষ্টে আছে আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি আল্লাহ যেন উনাকে আরো ধৈর্য দেন সত্যিই আমার চোখে পানি চলে আসছে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে

  • @দ্বীনওদুনিয়া-DeenoDuniya

    আমি বুঝি এর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। কিন্তু অনেক মানুষের সাহায্য পাওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

  • @Mora731
    @Mora731 ปีที่แล้ว +5

    বেশি বেশি নামাজ ও কোরআন পড়ুন জীবন টা অনেক ছোট কেটে যাবেই। আর একসময় সব আপনার হবে। আল্লাহ আপনার সহায়ক হোক। দোয়া করি।

  • @ismailhosen6953
    @ismailhosen6953 ปีที่แล้ว +7

    অসংখ্য ধন্যবাদ আপুকে আপু ইসলামিক ভাবে এখনো হাসবেন্ডকে প্রচন্ড ভালোবাসেও সম্মান করে। আপু তুমি ধৈর্য ধরে থাকো একদিন দেখবে আল্লাহ এই লোকটাকেই হেদায়েত দান করবেন আমিন

    • @omiomi7234
      @omiomi7234 ปีที่แล้ว

      হেদায়াত দিলে ও কি হবে বোন ? এই কষ্ট ۔۔😢😢😢ওহ আল্লাহ 😥😥

    • @afrojaafroja3300
      @afrojaafroja3300 ปีที่แล้ว

      Amin

  • @runasdailykitchenvlog25
    @runasdailykitchenvlog25 ปีที่แล้ว +5

    শুনে খারাপ লাগলো,আমরা অনেকেই বাচ্চাদের জন্য নিরবে সব সয়ে যেতে হয়😢😢🤲🤲

  • @djfjdgsyirushs9061
    @djfjdgsyirushs9061 ปีที่แล้ว +12

    আমার জীবনের সাথে মিলে গেছে , আসলে আমার মনে হয় এই কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানাবে 😭😭

    • @Tahasinafatema
      @Tahasinafatema ปีที่แล้ว

      তা কুকুরের মত মাইর খান কেন?

    • @evaakter7880
      @evaakter7880 ปีที่แล้ว

      মা আসিয়া ফেরাউনের ভাত খাইছে।এটা মনে করবেন। এই কষট সবার মনে আছে। আমার মনে হয় সব পুরুষ চরিএহীন।

  • @easminsultana-iu2ex
    @easminsultana-iu2ex ปีที่แล้ว +3

    আপনার পরামর্শ আমার
    খুবই ভালো লেগেছে, কারন আমি ও এই একই সমস্যায় ভুগছি।

  • @BeadedHouse
    @BeadedHouse ปีที่แล้ว +24

    যে সব পুরুষ চরিত্রহীন হয়, ঘরে যতই সুন্দরী বউ থাকুক না কেন। সে কুকুরই থাকে

    • @monerkanvase3218
      @monerkanvase3218 ปีที่แล้ว

      আর নারী, সে তো ধোঁয়া তুলশি পাতা। তাই না??? এইজন্য জনশ্রুতি আছে,,, ""স্বামী বিদেশ।""

    • @mixinfobangla8954
      @mixinfobangla8954 ปีที่แล้ว +1

      @BeadedHouse
      চরিত্রহীন সবাই-ই এক। হোক পুরুষ বা নারী।

  • @ColourfulJVG
    @ColourfulJVG ปีที่แล้ว +9

    প্রতি টা মেয়েরই উচিত নিজেকে প্রতিষ্ঠিত করা !
    তাহলে হয়তো এতটা অসহায় বোধ কাজ করবে না 😢

  • @aljobayer5060
    @aljobayer5060 ปีที่แล้ว +1

    সঠিক পরামর্শ দিয়েছেন তাকে,,,,,,
    নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটাই উত্তম কাজ,, নিজেকে গড়ে তুলুন,,,,❤

  • @আইরিনরহমান
    @আইরিনরহমান ปีที่แล้ว +2

    ভাইয়ার কথা গুলো একদম ঠিক বলেছেন আর পরামর্শ টা খুবই সুন্দর

  • @srdr8969
    @srdr8969 ปีที่แล้ว +2

    কলিজাই লাগে এই সব কথা গুলো আল্লাহু সবাই কে মাফ করুন এই বিপদ থেকে 😢😢😢😢

  • @sbgamer5447
    @sbgamer5447 ปีที่แล้ว +6

    আমার মনের কষ্ট একই, গল্পটা শুনতে গিয়ে মনে হলো আমাকে দেখছি

  • @shewlykhan
    @shewlykhan ปีที่แล้ว +16

    একজন চরিত্রহীন ,প্রতারককে মানুষ ভালোবাসে কি ভাবে?
    বাচ্চাদের কারণে বা আর্থিক কারনেযেতে পারছেন না সেটা ভিন্ন কথা।
    আমি বলবো আয়ের পথ খুজুন। আজকাল মানুষ অনলাইনে অনেক ব্যবসা করে। স্বামীর অপকর্মের প্রমাণ হাতে রাখুন।
    নিজের পায়ে দাঁড়িয়ে স্বামীকে ডিভোর্স দিন। আপনি ভাবছেন বাচ্চারা বড় হয়ে আপনার পাশে থাকবে। না বাচ্চারাও টাকা,ক্ষমতার কাছে মাথা নত করে। বাচ্চা বড় হবার পর দেখবেন আপনার কিছু নেই। না টাকা,না সন্মান না বয়স। তাই বয়স থাকতেই সিদ্ধান্ত নিতে হয়।

    • @lutforrahman2248
      @lutforrahman2248 ปีที่แล้ว +1

      খুব ই সুন্দর একটা উপদেশ।

    • @LifeTheZayan
      @LifeTheZayan ปีที่แล้ว

      R8

  • @moniruzzamansagir1646
    @moniruzzamansagir1646 ปีที่แล้ว +7

    গল্পটা একদম আমার সাথে মিলে গেল

  • @Jasmin_Hobbies
    @Jasmin_Hobbies ปีที่แล้ว +28

    পর নাড়ি আসক্ত পুরুষ কখনো ভালো হয় না,, ,,,, আল্লাহ তাদের হেদায়েতকরুক

    • @rosyahmed7076
      @rosyahmed7076 ปีที่แล้ว

      Amio tin sontan niye pore achi amar sami poro nari asokto knona tar taka ase jei narir sathe porokiya kore taro dui baccha ache taro sami ache 😢 sudhu bacchader jonno pore achi kothay jabo maa baba nei amar bhai bonra khoj ney na jodi tader ghare chepe bosi amar baper bari lokjon samikei suport kore bole purus manus ei rokom kore ata savabik sojjo korei thakte hobe 😢ami chole jete pari kintu amar bacchader ki hobe ata vebe chup kore mukh thubre pore asi Sudhu vabi Allah ki dekhe na nischoy Allah er bichar korbe kothin vabe 😢

  • @unknown-gx3ty
    @unknown-gx3ty ปีที่แล้ว +16

    এরকম শিয়াল স্বামী ঘরে ঘরে ই আছে

  • @KhadijaNoor-ze1np
    @KhadijaNoor-ze1np ปีที่แล้ว +2

    আপনার পরামর্শ টাই ঠিক । ইং শা আল্লাহ,, আল্লাহ সাহায্য করুন,, 😢😢😢

  • @LubabaAkter-ev4pn
    @LubabaAkter-ev4pn ปีที่แล้ว +12

    পুরুষদের যত সুন্দরী বউ হোক না কেন তাদের নজর সবসময় বাইরের মহিলাদের প্রতি থাকে

  • @AbdulHakim-hj4rq
    @AbdulHakim-hj4rq ปีที่แล้ว +6

    আসসালামু আলাইকুম আপু আমাদের ইহকাল এবং পরকাল বলে দুইটা জিনিস আছে আপনি যেহেতু ইহকালে এত কষ্ট আপনি এইটা করেন যেটা আপনার পরকালের জন্য ভালো হবে এবং আপনি ইসলামিক আইন কারণ মেনে চলার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে

  • @qazirahima2889
    @qazirahima2889 ปีที่แล้ว +17

    পর নারী আসক্ত স্বামী যার ঘরে আছে সে যানে নরক যন্রনা কাকে বলে😢

    • @sumonaakter6730
      @sumonaakter6730 ปีที่แล้ว

      Right

    • @mahimalom4994
      @mahimalom4994 ปีที่แล้ว +1

      তাদের কাছে নিজের বৌ আর কাজের মেয়ে সেইম।মন চাই প্রতি দিন না মরে। একদিন বিষ খেয়ে মরে যাই।কত সয্য করব।পারি না তো। ২ বাচ্চা আছে তার জন্য মরতে পারি না

  • @nurjahanakter6711
    @nurjahanakter6711 ปีที่แล้ว +11

    অনেকটাই ৯০℅ আমার জীবনের সাথে মিলে যাচ্ছে আমিও আমার জীবনে দিনের পর দিন এসব সহ্য করে যাচ্ছি

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Assalamu alikum,,,nurjahan apu apne kamon asan?(nasir Uddin Bangladesh army work Kuwait))

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Don't mind please apu ame apnaka Amar bon heshaba kotha bolse apu

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Please apu apne kamon asan

  • @rumaakter7099
    @rumaakter7099 ปีที่แล้ว +13

    যে সকল পুরুষ পর নারীতে আসক্ত,,,, তারা বিয়ে কেন করে বুঝি না,,,কেন একটা মেয়ের জীবন নষ্ট করে

  • @kanijfatema8251
    @kanijfatema8251 ปีที่แล้ว +18

    মনে হচ্ছে পুরো টা আমার জীবন কাহিনীর😭পর নারীতে আসক্ত পুরুষ কখনোই ভালো হয় না 😢

    • @redberrydhaka8636
      @redberrydhaka8636 ปีที่แล้ว

      তাই নাকি!!

    • @djgamer5481
      @djgamer5481 ปีที่แล้ว

      আমি ও এই সময় গুলো পার করে এসেছি। অসহ্য যন্ত্রণা। শারীরিক নির্যাতন। এখন সে অন্য আর একজনের সঙ্গে থাকে। আমি আমার বাচ্চাদের সঙ্গে থাকি।

    • @sanjidashoshi3435
      @sanjidashoshi3435 ปีที่แล้ว

      একদম ঠিক বলেছিস বোন।এটা আমি সবথেকে ভালো বুঝি। এই যন্ত্রণা বলে বুঝানো যাবে না।

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Assalamu alikum,,,,fatema Apu kamon asan?(nasir Uddin Bangladesh army work Kuwait))

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Don't mind please fatema Apu ame apnaka Amar bon heshaba kotha bolse apu

  • @Sogir-zw6cw
    @Sogir-zw6cw ปีที่แล้ว +3

    যার ক্ষেত্রে বাস্তব এরকম হয় তার জীবনটা কচু কটার মতো হয়ে যায় আল্লাহতায়ালা যেনো আমাদের সকলকে ইসলামের পরিপূর্ণ বুঝ দান করেন আমিন আল্লাহ তাহলে যেনো এই বোনকে আরো ধৈর্য বাড়ায় দেন আমিন

  • @vangamon-bk9vn
    @vangamon-bk9vn ปีที่แล้ว +18

    আমার জীবনের গল্পের সাথে ৮০%মিল বাকিটা হলো আমার এক্স গরীব আর আমি ধনী বাবার মেয়ে। সে কোনো কর্ম করতোনা। আমার জায়গা জমি গয়না টক পয়সা সব জুয়া আর নেশায় শেষ করেছে। ৩ টা বেবি অমর সবাই বড়ো হয়ে গেছে বাট আমি এই ডিপ্রেসন আর নিতে পারতেছিলাম না। ২০ ইয়ার ছিল সংসার কোনোদিন শান্তির ঘুম ছিলনা টি লাস্ট ইয়ার ডিভোর্স দিয়েছি। এরকম অমানুষের sathe থাকার চাইতে একা থাকা অনেক ভালো। আমি akhon অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ।

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว +1

      Assalamu alikum,,, apu kamon asan?(nasir Uddin Bangladesh army work Kuwait)

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Don't mind please apu ame apnaka Amar bon heshaba kotha bolse apu

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Please apu apne kamon asan

  • @mimnisa8734
    @mimnisa8734 ปีที่แล้ว +6

    এরই নাম জীবন, আল্লাহ ভরসা।

  • @nazrinmukul2003
    @nazrinmukul2003 ปีที่แล้ว +11

    আমি ও পরামর্শ দিবো তার কাছ থেকে সকল কিছুর আশা রাখুন শুধু ভালোবাসার আশা টুকুন ছেড়ে দিন। নিজেকে ওনার চেয়ে উত্তম মনে করুন ভাবুন তিনি আপনার এজন মেহমান আপনিও তার মেহমান।আপনার আচারন দেখে সে যেনো কিছু শেখেন।আপনার মধ্যে যা কিছু খারাপ আছে তা সংশোধন করুন।আল্লাহর সাথে সম্পর্ক গড়ুন।নিজেকে যত্ন নিন আর নিজেকে নিজেই বলুন কেউ না থাকুক আমি তো তোমার আছি। আমি কারোর দেয়া কস্ট গ্রহণ করবেনা।সবাই মেরে ফেলতে চাইতে পারে তবে কি তাদের হয়ে মরন বরন করবো? ককনই না।আমাকে বাঁচতে হবে।আমার মতন করে।

  • @TamimSarkar-fe9yi
    @TamimSarkar-fe9yi ปีที่แล้ว +10

    খুবই বাস্তব দুঃখ জনক,পরনারী আসক্ত পূরুষের স্ত্রী হওয়ার যন্তণা সেই বুঝে যে এই জিবনের সাথে জরিত,,,,😢😢😢

  • @moniraislamsani4215
    @moniraislamsani4215 ปีที่แล้ว +4

    সত্যি এমন হয় আমি জানি অনেক কষ্ট দিলেও ভালোাসাটা কমে না

  • @ummehani8063
    @ummehani8063 ปีที่แล้ว +7

    কমেন্ট পড়ে শেষ করতে পারলাম না
    তবে যতোটুকু বুঝলাম _ এই ঘাঁটের মাঝি অনেকেই 😢
    যারা ভুক্তভোগী তারাই বুঝে এর যন্ত্রণা 🥺💔💔💔💔

  • @wahida_akhter
    @wahida_akhter ปีที่แล้ว +16

    এখনকার মা বাবা অনেক সার্থপর মেয়েরা ভালো থাকলে সুবিধা নিতে আসে কিন্তু বিপদে থাকলে বোঝা হয়ে যায়।কেও আবার অন‍্যভাবে নিবেননা।বেশিরভাগ মেয়েদের এই করুন অবস্থা সেটা স্বামীর দ্বারা হোক বা শাশুড়ির।বাপের বাড়ির লোক দায়িত্ব নিতে রাজি হয়না।

  • @sheikhashikuzzaman5894
    @sheikhashikuzzaman5894 ปีที่แล้ว +8

    আল্লাহ তাআলার উপর ভরসা করুন বোন নামাজ পড়ুন এই সমস্যা থেকে মুক্তি দিতে পৃথিবীর কেউ পারবেনা। এক আল্লাহ ছাড়া।

  • @lotaaktherakther
    @lotaaktherakther ปีที่แล้ว +9

    আমার জীবনের সাথে সব কিছু মিলে গেছে 😢😢😢😢😢

  • @nila2717-i1k
    @nila2717-i1k 13 วันที่ผ่านมา

    মনে হচ্ছে ওনার জীবন টা আমার জীবনের প্রতিচ্ছবি। মনে হচ্ছে ওনার বলা সবগুলো কথা আমার কথা। আমি ও অনেক উচ্চ শিক্ষিত একটা মেয়ে। এতো কিছুর পর আমি আমার স্বামীকে প্রচন্ড রকম ভালোবাসি। আর বাচ্চার কথা ভেবে আমিও কিছুই করতে পারিনা। আমার বিবাহিত সংসার জীবনও এগারো বছর। এতোদিন ভেবেছি আমি হয়তো এতো মানসিক যন্ত্রনার মধ্যে আছি। মানুষের জীবনের কি অদ্ভুত মিল ।

  • @sumaiyayasmin8726
    @sumaiyayasmin8726 ปีที่แล้ว +8

    আমার এগারো বছর হচ্ছে বিয়ে হয়ে। আমার জীবনে ও এমন একই ঘটনা আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এখনো আছি।

  • @saminapopy545
    @saminapopy545 ปีที่แล้ว +2

    আল্লাহ্ সবাইকে হেদায়াত নসীব করুন।

  • @ShahidulIslam-rt8vn
    @ShahidulIslam-rt8vn ปีที่แล้ว +12

    আপু নামাজ পরে আল্লাহ কাছে দোয়া করেন।

  • @shokalbikal1108
    @shokalbikal1108 ปีที่แล้ว +3

    আমি বিশ্বাস করি। আমি ও Safar করেছি। আল্লাহর রহমতে সফল হয়েছি। আলহামদুলিল্লাহ ভালো আছি

  • @mahmudasultana2402
    @mahmudasultana2402 ปีที่แล้ว +3

    বেশীর ভাগ পুরুষ মানুষই ঐ রকম তবে এ কাজ টা মহিলারাই পুরুষ দের বাধ্য করে . ঐ সব মহিলারা পুরুষদের সুযোগ না দিলে . কখনই পুরুষ রা সাহস পায়না পর নারীতে আসক্ত হতে . মহান আল্লাহ সবাই কে হেদায়েত দান করুক ও আপনার জন্য দোয়া থাকবে আল্লাহ যেনো আপনার কষ্ট সমাধান করে দেন . যিনি পড়েছেন ওনার জন্য দোয়া আমিন

  • @OashimFakir-c5i
    @OashimFakir-c5i ปีที่แล้ว +4

    আপনি ধৈর্য ধারণ করে থাকুন এটাই আপনারজন্য ভালো হবে আপু আপনার স্বামী যা করে করুক আপনি স্থির থাকুন

    • @ekramoni-k7y
      @ekramoni-k7y ปีที่แล้ว

      এক সময় আপনিই তার আপন

    • @ekramoni-k7y
      @ekramoni-k7y ปีที่แล้ว

      তখন সে সব ছেরে দিবে

  • @TahiyaAkter-s4u
    @TahiyaAkter-s4u ปีที่แล้ว +10

    এই গল্প টা এমন হাজারো মেয়ের গল্প

  • @Ouractivityandvlogs
    @Ouractivityandvlogs ปีที่แล้ว +7

    আমি ও মানসিক ভাবে অসুস্থ হয়ে বেচে আছি,কিন্তু স্বামী একমাত্র আমিতেই আসক্ত।অনেক সময় পর নারি তে আসক্ত হওয়া লাগে না, বউ এর সাথে কিছুটা শশুর বাড়ির ও আসক্ত হওয়া লাগে, কারন বউটা আসমান থেকে আসেনি,তারও বাবা-মা হয়।

  • @moynamuna6723
    @moynamuna6723 ปีที่แล้ว +7

    চাইলেই সব পারা যায় না।এসমস্ত পুরুস দারা অনেক নারী ছাফার করতাছে।এরা কখনো ফিরে আসে না।বাস্তবতা আমার দেখা

  • @HasanurRahman-c1i
    @HasanurRahman-c1i ปีที่แล้ว +4

    ❤❤এই পরনারীর জন্য কতটা কষ্ট সংসার টা ভেঙে য়াই

  • @সেকেলে
    @সেকেলে ปีที่แล้ว +3

    নিজেকে পেলাম তার কথার মাঝে 😢

  • @aftabanas7179
    @aftabanas7179 ปีที่แล้ว

    Vaijan aapnar khota golo onek hearttouching, onek beysi valo laghlo. Thank you.

  • @jasminakter3000
    @jasminakter3000 ปีที่แล้ว +4

    আমি জানি না এমন কতজন ফিরে আসে???আসুক বা না আসুক সারাজীবন একাকীত্ব মেনে নিতে হবে এই আরকি,,, এই বোঝা বহন করতে খুব কষ্ট হয়,,,

  • @ribikas7992
    @ribikas7992 ปีที่แล้ว +2

    ওনার last পরামর্শটা পছন্দ হয়েছে, আসলেই productive কিছুতে প্রানপণ মনোযোগ দিলে, দুষ্ট লোকের প্রতি আর attention টা যায় না। ভালো থাকা যায়। আর সে ভালো হবে কি না, সেই চিন্তা বৃথা । কেউ ফিরে আসবে কিনা তা সম্পূর্ণ তার ব্যাপার, বড জোর দোয়া করা যায়। দুষ্ট লোকের দুষ্টামী নিয়ে বেশী নাডাচাডা করা যাবে না, কারণ এরা চডাও হতে পারে, কমসে কম বাচ্চাদের বাবা আছে , ওনার স্বামী আছে( আমাদের দেশে স্বামী না থাকা মহিলাদের ভীষণ অসুবিধায় পডতে হয়)- এটুকুই পাওয়া। আর ভালবাসি ভালবাসি বলে নিজেকে ক্লান্ত করার মানে হয় না, অপাত্রে অত ভালোবাসা কিসের?থাকতে হয় আছেন। বিশেষ করে বাচ্চাদের জন্য আছেন। মনোযোগটা হেথায় দিয়ে দিয়ে শ্রান্ত হবেন না, plz. নিজের ও বাচ্চাদের শারিরীক-মানষিক যত্ন নেবেন, বাবা-মা আছে তাদের নেবেন। সমাজ সেবা করবেন।সেই লোকের জন্য যতটুকু সম্ভব করবেন। আর আপনার বাচ্চার চরিত্র যেন ভালো হয়, সেই লক্ষ্যে কাজ করতে পারেন। আর সময় মতো বাচ্চাদেরও আপনার প্রকৃত অবস্থা বলবেন, যেন তারা আপনার পক্ষে থাকে, বড হয়ে আপনার মনের জোরের কারণ হয়, বন্ধু হয়। একদিন আপনিই হাসবেন, সে চেয়ে চেয়ে দেখবে, এই লিখে দিচ্ছি আপনাকে, তাই ঘটবে।

  • @user-KAMRULAZAD6777
    @user-KAMRULAZAD6777 ปีที่แล้ว +2

    আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কল্যাণ দান কর ভুক্ত ভৌগী ঝথ নারী আছেন

  • @Ymincreator
    @Ymincreator ปีที่แล้ว +4

    Ai golpo hajaro naarir.....

  • @MDabdulKadir-t3k
    @MDabdulKadir-t3k ปีที่แล้ว +3

    ভাই আপনাকে ছালাম আপুর জন্য খারাপ লাগচে আপুটা ওনেক ভালোআরেকটা সত্য হলো এখন ছেলে দের চেয়ে মেয়েরা ওকে এ বিসয় ওনেক এগিয়ে

  • @parvezhasan5585
    @parvezhasan5585 ปีที่แล้ว +2

    এরকম বহু সংসার আছে
    এগুলো সহ্য করা অনেক কষ্টের।

  • @rubinayeasmin2033
    @rubinayeasmin2033 ปีที่แล้ว +4

    বাস্তবতা বড় কঠিন

  • @lscookinghouse4187
    @lscookinghouse4187 ปีที่แล้ว +7

    কথা গুলু সুনে মনে হচ্ছিলো জেন আমারকস্টের কথা গুলো জেন বললাম। সজ্জো করতে পারছিনা। কি করবো। মানুসটাকে ভিসন ভালো বাসি যে।

  • @mdjahangiralam3321
    @mdjahangiralam3321 ปีที่แล้ว +2

    আল্লাহ তুমি কতই না মহান।আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি তুমি আমাকে এমন একটা লাইফ পার্টনার পাইছি আমাকে দিয়েছো যে আমি আর কিছুই চাই না জীবনে।আমার বিয়ে হইছে ১৫ বছর হইছে কোন বেবি হয় না। আমি খুব চিন্তা করতাম কস্ট পেতাম আল্লাহ কেন আমাকে মা ডাক শুনান না।এই আপুটার কস্টের কথা গুলো শুনে আমার কোন আর অবিযোগ নাই আল্লাহর কাছে।একজন চরিত্রবান লাইফ পার্টনার থাকলে আর কিছুই লাগে না।আপু আমি দোয়া করি আল্লাহ তোমাকে ধয্য ধারন করার শক্তি দিক সেই সাথে তোমার হাজবেন্ডকে আল্লাহ তায়ালা হেদায়াত দান করুন,,, আমিন,,আমিন,,,😢😢😢😢

  • @jhumakhan-ij3jo
    @jhumakhan-ij3jo ปีที่แล้ว +4

    আমিও এক লুচ্চা পরনারীর প্রতি আসক্ত সামীর লোক দেখানো বউ এবং দুই ছেলের মা।

  • @mdKefaitullah-j4r
    @mdKefaitullah-j4r ปีที่แล้ว +3

    আল্লাহই পারবেন আপনার স্বামীকে মন্দ থেকে ফিরিয়ে আনতে আপনি আল্লাহর সমস্ত হুকুমগুলি মেনে চলবেন এবং স্বামীকে বলবেন আমি তোমার জন্য নফল রোজা রাখি তাহাজ্জুদ পরী আল্লাহ যেন আপনাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন এবং সমস্ত মন্দ থেকে ফিরে আসেন।

  • @mdkamrulislam-rh7ow
    @mdkamrulislam-rh7ow ปีที่แล้ว +4

    😢আমিও তোমার মতো এক জন অভাগী নারী আমার শশুর বাড়িও সাতক্ষীরা শ্যমনগর আমাকেও দিনের পর দিন এই যন্তোনা অত্যাচার অবহেলা অপবাদ মারধুর সহ্যয করেচি কিন্তুু তবু শেষ রক্ষা করতে পারিনি সে একজনের সংসার ভেংগে এক বাচ্চার মাকে লুকিয়ে এনে বাড়িতে রেখেছে এখন তাকে বিয়ে করেছে, আমার দুইটা ছেলে ছোটটা ১৬ মাস আমার কাছে,আর বড়টাকে জুর করে রেখে দিছে বোন আমি তোমার থেকেও দুখি

  • @banashreekar7516
    @banashreekar7516 ปีที่แล้ว +8

    এটা অনেকের জীবনের বাস্তব সত্য ঘটনা।

  • @MdJahid-oi9nz
    @MdJahid-oi9nz ปีที่แล้ว +6

    এই সব চরিত্রের মানুষ কখনো ভালো হয়না, এখানে সুন্দর জন্য কোনো সমস্যা নেই, তাদের চোখে সমস্যা, আমার মা দেখতে অনেক সুন্দরী ছিল, কিন্তুু তার পর ও আমার মাকে ছেড়ে অনেক মেয়ে পিছনে গুরছে সেই মেয়ে দেখতে কেমন সেটা দেখেনি মেয়ে হলেই চলে সে বোরু না ছুরি না কুচ্চিত এই সব দেখেনি,, আমার মার সারা জীবন আমার বাবা আগুনে পুরে দিয়েছে, সেটা আমি চোখে দেখেছি, আমার মায়ের জন্য আমি কিছু করতে পারেনি, আমাকে মানুষিক শারীরিক নির্যাতন করেছে,, আমার মায়ের সেই যন্ত্রণা আজ আমার চোখে বাসে,, আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন,,

  • @MasumBhuyan96
    @MasumBhuyan96 ปีที่แล้ว +4

    ভাই কথাগুলো শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারলাম না

  • @md.shahadatazam8454
    @md.shahadatazam8454 ปีที่แล้ว +3

    উনি যদি ঢাকায় থাকেন, তাহলে আমি উনার একটা ভালো চাকরির ব্যবস্থা করতে পারি।যেটা দিয়ে উনি অনায়াসে বাচ্চা নিয়ে চলতে পারবে যেহেতু উনি বিবিএ, এমবিএ করা। ধন্যবাদ

  • @HasibulIslam-q7d
    @HasibulIslam-q7d ปีที่แล้ว +4

    আমার হাজবেন তার চেয়েও খারাপ পরনারী আসক্ত নেশা করে আমার গায়ে হাত তুলে আজ ১৯ বছর দরে। আমি এসব সইতে সইতে মানসিক রুগী হয়ে গেছি।

  • @taherakhatun7745
    @taherakhatun7745 ปีที่แล้ว +4

    বর্তমানে কোনপুরুষ
    শুধুমাত্র তার স্ত্রীকে নিয়ে সুখী নয় সুখ খোঁজার জন্য বাইরের নারীর প্রয়োজন হয়

  • @shahanaafroz7282
    @shahanaafroz7282 ปีที่แล้ว +6

    এ রকম কস্ট আমি ও করছি। আমি শিক্ষক বলে এখনো মেরুদণ্ড সোজা করে আছি

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Assalamu alikum,,,shahana Apu kamon asan?(nasir Uddin Bangladesh army work Kuwait))

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Don't mind please shahana Apu ame apnaka Amar bon heshaba kotha bolse apu

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Please shahana Apu apne kamon asan

  • @munmun191
    @munmun191 ปีที่แล้ว +4

    আমার তার চেয়েও বেশি করুন অবস্থা । ২৭ বছরের দাম্পত্য জীবনে এখন আমিও -- ---

  • @farha_r
    @farha_r ปีที่แล้ว +6

    প্রত্যেক মেয়েকেই কোরিয়া ন মেয়ে দের মতো আত্মনিরব র‌ শীল হওয়া একান্ত প্রয়োজন

  • @Borsa-ts7ko
    @Borsa-ts7ko ปีที่แล้ว +5

    আজব এই পৃথিবীতে বাচ্চার মুখের দিকে তাকিয়ে বেচে আছে হাজার জিবন

  • @-knownunknown8685
    @-knownunknown8685 ปีที่แล้ว +1

    অনেকে অনেক ভাবে লিখছেন। আমাদের আসল ঠিকানা কিন্তু পরকাল। ওই জীবনে কখনো শেষ হবে না সামান্য দুনিয়ার জীবনের জন্য আমরা এতগুলা এত পাপ করে ফেলতেছি তাহলে তো ওই সারা জীবনের জীবনটা অনেক কষ্টের। সুতরাং এটাই মাথায় রেখে সামান্য জীবনের মোহ তিয়াগ ছেড়ে দেন দেখবেন সব ঠিক আছে।

  • @Shobnom-s9s
    @Shobnom-s9s ปีที่แล้ว +4

    তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, সব কষ্টগুলো খুলে বলুন আল্লাহকে। এবং এই অশান্তি থেকে কিভাবে রেহাই পাবেন, সঠিক পথ আল্লাহ তায়ালা আপনাকে যেন দেখান তার পানাহ চান। আপনি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সেটা একমাত্র আপনি জানেন আর কেউ জানবে না যতই আপনি চিঠিতে লিখুন আর বলুন কেউ বুঝতে পারবে না।যেহেতু আপনার কোন সাপোর্ট নেই, তাই আপনি তার অর্থ নিয়েই, গোপনে কিছু করার চেষ্টা করুন। পুরো সময়টা আপনার বাচ্চা ও নিজেকে দিন। তার প্রতি ভালোবাসাটা কমিয়ে ফেলেন। আপনি যদি জব করার সুযোগ না পান তাহলে ঘরে বসেই কিছু করুন। নিজেকে প্রচুর সময় দিন, নিজেকে ভালোবাসুন,আল্লাহর কাছে সাহায্য চান। নিশ্চয়ই শেষ হাসিটা আপনি হাসবেন। মনে রাখবেন পাপ কাউকেই ছাড়ে না। তাকেও ছাড়বে না।

  • @pritomghosh4356
    @pritomghosh4356 ปีที่แล้ว +2

    ভালোবাসা টা নিজের ও নিজের সন্তানের এর ওপর সৃষ্টি করেন। অন্য মানুষের কর্মের দায় আপনার না।

  • @rabeyaakhy2083
    @rabeyaakhy2083 ปีที่แล้ว +2

    আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ

  • @ummeyhaney8960
    @ummeyhaney8960 ปีที่แล้ว +2

    আমি ও আপনার সাথে একমত।

  • @jahid7726
    @jahid7726 ปีที่แล้ว +2

    Allah erokom cheleder haat theke sob meye k dure rakho...udhar koro

  • @abidaislam6231
    @abidaislam6231 ปีที่แล้ว +6

    পুরুষ যে কোন ধরনের খারাপ কাজের দিকে যাওয়ার পেছনে মেয়েরাই বেশি দায়ী থাকে এটাই বাস্তব

    • @RafiqulIslam-hf6hp
      @RafiqulIslam-hf6hp ปีที่แล้ว +1

      Thanks abidaaaaa✍🏻

    • @sabinayeasmin3018
      @sabinayeasmin3018 ปีที่แล้ว

      ন্যাকা

    • @jannatulferdous243
      @jannatulferdous243 ปีที่แล้ว

      কিভাবে

    • @abidaislam6231
      @abidaislam6231 ปีที่แล้ว

      কোন পুরুষ যেকোন খারাপ কাজের দিকে যাবে হয় তার মায়ের কারনে না হয় বউয়ের কারনে পুরুষের তুলনায় নারীদের চাহিদা বেশি সেই চাহিদা পূরণের লক্ষে পুরুষকে যেতে হয় খারাপের দিকে আর পুরুষের পরকিয়ার 75% দায়ী বউ 25% দায়ী চরিএহীন পুরুষ আমরা স্বামীদের কাছে নিজেকে যেভাবে প্রেজেন্ট করবো সে ভাবে করতে পারিনা তাই রাসূল (সঃ) বলেছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম থাকলে প্রতিটা বউকে তার স্বামীকে সেজদা করতে এখানে স্বামীর সম্মানের গুরুত্ব বোঝানো হয়েছে সেই সম্মানজনক খেদমত করলে ইনশাআল্লাহ খারাপ স্বামীয় ভাল হয়ে যাবে

    • @abidaislam6231
      @abidaislam6231 ปีที่แล้ว

      সত্য কথা বললে কিছু মহিলাদের গায়ে যালা ধরে ন্যাকামির কি দেখলেন পুরুষেরা খারাপ আপনারা ফেরেস্তা তাইনা একজন নারী সওরজন পুরুষকে জাহান্নামে নেবার জন্য যথেষ্ট নেবেও তাই শুধুঅন্যের দোষ দেখলে হবেনা নিজেরা ভাল হতে হবে

  • @RafidurRahmanShopno
    @RafidurRahmanShopno ปีที่แล้ว +7

    সেম একি রকম আমার হাসবেন্ড। ভাষা খুব খারাপ। মারামারির হাত পা দুটোই খুব বেশি চলে। চলে যেতে চাইলে আটকায় না। বলে গেট খোলা আছে চলে যা। যেতে পারি না।দুটো সন্তানের মায়ায় পরেছি।লোকটাকে খুব বেশি ভালোবাশি।এতকিছুর পরও তাকে ভুলতে পারিনা তার মারগুলো সরণ করি। খুব ভালো বাসি তাকে।

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Assalamu alikum,,, apu kamon asan?(nasir Uddin Bangladesh army work Kuwait))

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Don't mind please apu ame apnaka Amar bon heshaba kotha bolse apu

    • @najminnajmin5990
      @najminnajmin5990 ปีที่แล้ว

      Please apu apne kamon asan

  • @kazalsuchi
    @kazalsuchi ปีที่แล้ว +4

    এর চেয়ে আরো হাজার গুন বেশি কষ্টে আছি ভাই 3 সন্তান নিয়ে মাঝে মাঝে মনে হয় মরে যায়

  • @Hajjaj_shobuj
    @Hajjaj_shobuj ปีที่แล้ว +5

    আমার জীবনের কাহিনী এর চাইতেও ভয়াবহ।আমি কোন ঠিকানায় চিঠি লিখতে পারবো ভাই।আমি একজন প্রবাসী।আমার মনে হয় আমি আপনাকে আমার চিঠিটা পাঠালে আমার একটু ভালো লাগবে।আজও রাত হলে কান্না করি।

  • @MdMamun-bd5bs
    @MdMamun-bd5bs ปีที่แล้ว +9

    যাদের স্বামী পরকীয়াতে আসক্ত তারা একটি গুরুত্বপূর্ণ আমল করতে পারেন, আমলটি হল প্রতিদিন এশার নামাজের পর 100 বার দুরুদ শরীফ,৪৯৯ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, তারপরে আবার 100 বার দুরুদ শরীফ, তারপর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।

  • @HarunRashid-bj7wd
    @HarunRashid-bj7wd ปีที่แล้ว +3

    Dera Brother your Discussion are Excellent Alhamdulillah.
    Please you can also share Islamic Hermitage, Documentary., Historical Religious place for us .
    Inshallah Allah will give give you best Reward in this World and Heareafter Life.
    May Allah bless You.
    I love you for the satisfaction of our Lord.
    Harun Er Rashid .
    Marketinng Executive.
    Popular Diagnostic, Narayangonj.

  • @alkarakshit3899
    @alkarakshit3899 ปีที่แล้ว

    Right,GOD bless you beta ji.

  • @sayedmarwan248
    @sayedmarwan248 ปีที่แล้ว +6

    মিস করি আপনার সেই "তালাশ"

  • @ImranHasan-u4r
    @ImranHasan-u4r ปีที่แล้ว +4

    কিভাবে লিখা পাঠাবো ভাই,???? এই চিঠিটা যেন আমারই জীবনের প্রতিচ্ছবি 😭😭😭😭 আমি যে আর পারছি না,,,,,,,

    • @srdr8969
      @srdr8969 ปีที่แล้ว

      কি বলবো কিছু বলার ভাষা নেই সত্যি কথা বলতে পারছি না আমি ও 😢😢😢😢

  • @Bd-zl5mi
    @Bd-zl5mi ปีที่แล้ว +6

    দেশে এই যন্ত্রণায় অনেকেই ভুগছেন..আমরা জানিনা

  • @asmaulhosnapallabi1132
    @asmaulhosnapallabi1132 ปีที่แล้ว +2

    বাস্তব জিবনে অনেক নারির ই এমন ঘটনা থাকে।কেউ মুখ ফুটে বলতে পারেনা হয়ত। মেয়েদের জিবনটাই এমন হাসবেনডের সাথে অনাকাংখিত কিছু হলে বাবা মা রা বলে সন্তানের মুখের দিকে তাকিয়ে বাকি জীবনটা কাটিয়ে দাও। আমার পরামর্শ হল ওকে ডিভোর্স না দিয়ে আলাদা থাকেন নিজের পায়ে দাড়ান জীবনে কোন একদিন সে নিজেকে শুধরিয়ে আপনার কাছে আসবে।তখন একসেকেনডের জিন্ন হলে ও বাচ্চাদের দেখতে দিবেন না। আরেকটা কথা সে নারী নেশা সহজে ছাড়তে পারবেনা। আপনি আল্লাহর উপর ভরসা রাখেন।আল্লাহ অবসসই আপনার সুদিন ফিরিয়ে দিবেন। সবর করেন আর সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়বেন।ভাল থাকুন আপা অনেক দোয়া করি আপনাদের মত মেয়েদের জন্ন।❤❤❤❤

    • @MdArman-bi4ls
      @MdArman-bi4ls ปีที่แล้ว

      আমিও এমন পরিস্থিতির স্বীকার তবে আমার চিন্তা আপনার সাথে মিলে গেলো, কোন পুরুষ যখন বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায়,হতে পারে সে প্রাক্তন স্ত্রী,বা প্রেমিকা,যেই হোক ডিবোর্স ও তাকে ফেরাতে পারেনা,কিন্তু যদি নিজের একটা স্থান বা জায়গা তৈরি করে করে নিতেপারে তবেই মানুষটা শাস্তি পাবে,তার থেকে দুরত্ব বজায় রাখাটাই তার শাস্তি আমি মনে করি,একদম চোখ বন্ধ করে যেনো মায়া কাটিয়ে সন্তানদের নিয়ে বেরিয়ে আসে,