CSS Grid complete Bangla (বাংলা) Tutorial - যেমন খুশি তেমন layout বানাও

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 810

  • @cnc_ds
    @cnc_ds ปีที่แล้ว +19

    To be honest
    One of the best tutorial for CSS Grid forever in bangla.

  • @mgrakibbd
    @mgrakibbd 2 ปีที่แล้ว +3

    অনেক সময় ভালো ভালো ভিডিওতেও খারাপ কমেন্ট থাকে। আমি খুজলাম এই ভিডিওতে একটাও খারাপ কমেন্ট আছে কি? খুজে পাইনি। তখন মনে হলো আমাদের দেশের ছেলেরা কতোটা উন্নতি করছে এই সেক্টরে। কারন যদু মদু কদুরা এতো সুন্দর আর সাবলীল ভাবে বোঝাতে পারে না। আলহামদুলিল্লাহ।

  • @taufiqueahmed8266
    @taufiqueahmed8266 3 ปีที่แล้ว +58

    সুমিত ভাইয়ার টিউটোরিয়াল গুলো অদ্বিতীয় । আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এর চেয়ে সেরা টিউটোরিয়াল আর হতেই পারে না। সুমিত ভাই যা করতেছে, সমগ্র বাংলাদেশে আর দশটা সুমিত ভাই থাকলে আইটি সেক্টরে বাংলাদেশ টপ ওয়ানে থাকত।

    • @netbossrajon8255
      @netbossrajon8255 3 ปีที่แล้ว

      ঠিক বলছেন ভাই

    • @mhhasib4228
      @mhhasib4228 2 ปีที่แล้ว

      Yahoo baba css

    • @NurUddin-rt2pc
      @NurUddin-rt2pc 4 หลายเดือนก่อน

      Right brother..tar moto keu bhujhaitei pare na❤

  • @jashimuddin8089
    @jashimuddin8089 3 ปีที่แล้ว +3

    অনেক ভালো লাগলো, গ্রিড টা পারতাম না, তবে এখন থেকে এক্সপেরিমেন্ট করবো, আর না পারলে আবার এসে ভিডিও দেখা শুরু করবো ।। ধন্যবাদ

  • @hridaymandal8200
    @hridaymandal8200 3 ปีที่แล้ว +3

    The best video on "CSS Grid" I have ever seen on TH-cam in the 'Bengali language'.

  • @sobujkosto
    @sobujkosto ปีที่แล้ว +1

    খুবই ভাল লেগেছে ভাই। দুইদিন ঠান্ডা মাথায় ভিডিও দেখলাম। কিন্তু সমস্যা হলো, মাথায় ধরে রাখতে পারছি না। কাজ করতে গিয়ে আউলা ঝাউলা হয়ে যাচ্ছি। ব্যপার না, আপনার ফ্যান হয়ে গেছি, আপনি খুব সুন্দর করে বোঝাতে পারেন। ভাল থাকুন সবসময়ই।

  • @mdridoy9896
    @mdridoy9896 3 ปีที่แล้ว +11

    CSS GRID er article porlam... Basic janlam... But tamon kore bujhi nai... R use korle mone j sob question asto... Ba assilo... Sob gular baper a dekhano hoise...akhan a... Mone hosse ei video ta amar jonno e banano hoise... Thanks a lot sumit sir🥰

  • @asionsolver3093
    @asionsolver3093 3 ปีที่แล้ว +1

    সুমিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবান এত সুন্দর টিউটোরিয়াল উপহার দেয়ার জন্য। আপনার ভিডিও quality এক কথায় অসাধারণ। CSS grid এর এই ভিডিও দেখলে কারো আর সমস্যা হওয়ার কথা না বিশেষ করে বেশিক সম্পূর্ণ রূপে পরিষ্কার হয়ে যাবে।

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই।

  • @Happy-momment
    @Happy-momment ปีที่แล้ว +1

    দাদা আপনাকে অনেক ধন্যবাদ।
    আপনি দারুন শিক্ষক

  • @khanasif1774
    @khanasif1774 3 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে,
    বাংলায় এমন গোছানো একুটা টিউটোরিয়াল দেবার জন্য
    এতো দিন যেটা নিএয়া ভয় পেতাম সেটা আজ ইনশাল্লাহ ক্লিয়ার হইসে🥰🥰🥰

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว

      শুভকামনা। যদি channel ভাল লাগে তাহলে অনুরোধ থাকবে subscribe করার। ধন্যবাদ।

    • @khanasif1774
      @khanasif1774 3 ปีที่แล้ว

      @@LearnwithSumit ভাইয়া আমি আপনার প্রথম ১কে সাবস্ক্রাইবার এর মধ্যে একজন

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว

      thanks

  • @itzmasum1079
    @itzmasum1079 3 ปีที่แล้ว

    Best css grid tutorial...eto easily pin point kew bujhay ni...ami jgula dekhchi age! Sequence ta joss chilo. Thank you so much.

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว

      thanks. please subscribe and stay tuned.

  • @nahidemdad5887
    @nahidemdad5887 3 ปีที่แล้ว +2

    আগে গ্রিডকে খুব কঠিন এবং ঝামেলার মনে করতাম । এই ভিডিও দেখার পর বুজতে পারছি এটা আসলে খুব মজার জিনিস এবং সোজা । ধন্যবাদ সুমিত ভাইকে । 😍

    • @Bejoyysyeg19950
      @Bejoyysyeg19950 8 หลายเดือนก่อน

      what do you do now ?
      are you a Programmer ?

  • @md.obaidurrahmanhumayun6908
    @md.obaidurrahmanhumayun6908 3 ปีที่แล้ว +15

    CSS এর উপর এত সুন্দর এবং তথ্যবহুল ভিডিও আমি আগে কখনই দেখিনি ।বুঝানোর স্টাইল এবং প্রেজেন্টেশন দুইটাই অসাধারণ 🥰🥰😍। অনেক অনেক ধন্যবাদ সুমিত ভাই এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য । ❤️❤️❤️

    • @Bejoyysyeg19950
      @Bejoyysyeg19950 8 หลายเดือนก่อน

      what do you do now ?

  • @habiburrahman9642
    @habiburrahman9642 3 ปีที่แล้ว +1

    এক কথায় অসাধারণ ---- Paid Course এ এভাবে শেখায় কিনা জানা নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

  • @kawsarahmed7045
    @kawsarahmed7045 3 ปีที่แล้ว +1

    অসাধারণ, সত্যি বলতে এতকিছু যে CSS Grid এ আছে, তা জানতাম ই না।

  • @alexjacksparrow476
    @alexjacksparrow476 3 ปีที่แล้ว +2

    ami layout design ta ektu kom pari tai ai video ta amar jonno onek onek effective hoice,,, thank u vaiya

  • @NurMahhedi
    @NurMahhedi 5 หลายเดือนก่อน

    কোনো চ্যানেল এতো সহজ করে বুঝায়নাই ভাইয়া ❤ ধন্যবাদ 💖

  • @amofficialtv4642
    @amofficialtv4642 ปีที่แล้ว

    এক কথায় বলতে চাই, সুমিত ভাইয়ের এতদিন শুধু নামই শুনেছি কিন্তু তার ভিডিও গুলো দেখি নি। কিন্তু ফ্লেক্সবক্স এবং গ্রিড টিউটোরিয়াল দেখে প্রশংসা না করে থাকতে পারলাম না। অসাধারন ভিডিও দাদা।

  • @tanjirmahabub5105
    @tanjirmahabub5105 3 ปีที่แล้ว +2

    Best tutorial 👌. Ajke theke flex baad

  • @rabbubasirul
    @rabbubasirul 3 ปีที่แล้ว

    আপনি অনেক কষ্ট করেছেন। অন্তত আমার ক্ষেত্রে এই কষ্ট সার্থক। প্রিমিয়াম কোয়ালিটির কন্টেন্ট, ফ্রিতে দিয়ে দিচ্ছেন মানুষকে। অনেক ধন্যবাদ ভাইয়া।

  • @rohimakhatun3046
    @rohimakhatun3046 3 ปีที่แล้ว +2

    গতকালও গ্রিড নিয়ে নাড়াচারা করতেছিলাম বাট হয়ে উঠছিলনা ঠিকঠাক। আর আজকেই অসাধারণ এই টিউটোরিয়াল, ধন্যবাদ ভাইয়া।♥️
    জানি আপনি অনেকে ব্যাস্ত একজন মানুষ তার মাঝেও সময় করে আমাদের জন্য এতোসব করেন ধন্যবাদও সামান্য সেই তুলনায়।🏆

  • @ahsanalam2289
    @ahsanalam2289 3 ปีที่แล้ว +9

    স্বাধীনতা দিবসের দারুণ উপহার। অনেক ধন্যবাদ সুমিত ভাই 😍

  • @dipenchakma602
    @dipenchakma602 3 ปีที่แล้ว +1

    দাদা, গ্রিড সম্বন্ধে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা কনফিউশন ছিল, ভিডিও দেখার পর সব ক্লিয়ার।

  • @showvike
    @showvike 3 ปีที่แล้ว +1

    thank you so much Sumit Vai 🤟take love 💌2 hours 35 minutes dhore video ti dekhlam.. 🧐 ektu o boring feel kori nai..🤓

  • @bisharotahmed786
    @bisharotahmed786 3 ปีที่แล้ว

    অসাধারণ ভিডিও। আপনাদের মত মানুষ আছে বলেই আমারা ভালো কিছু শিক্ষতে পারছি।

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว

      তোমার জন্য ভালবাসা।

    • @bisharotahmed786
      @bisharotahmed786 3 ปีที่แล้ว

      @@LearnwithSumit ধন্যবাদ দাদা

  • @DeadEmperor
    @DeadEmperor 2 ปีที่แล้ว

    grid নিয়ে এত দিন কাজ করি কিন্তু জানার গ্যাপ ছিলো । এটা দেখার পর সত্যিই নতুন কিছু জানলাম।ধন্যবাদ ।ভালোবাসা নিবেন ভাইয়া।

  • @sumaiyajannat4306
    @sumaiyajannat4306 4 หลายเดือนก่อน

    অনেক সুন্দর করে বুঝিয়েছেন দাদা। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে বুঝানোর জন্য।

  • @CloudOpsAIPro
    @CloudOpsAIPro 3 ปีที่แล้ว +4

    এক কথায় অসাধারণ ভাইয়া আপনার ভিডিও টা।এতদিন এই গুলো জানতাম শুধু বেসিক হিসাবে। কিন্তু আজকে জানলাম এই গুলোর কত বেনিফিট দেয় এবং কোন কোন সময় সঠিক ব্যবহার করতে হয় একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

    • @Bejoyysyeg19950
      @Bejoyysyeg19950 8 หลายเดือนก่อน

      what do you do now ?
      are you a Programmer ?

  • @shaheedlotus
    @shaheedlotus 2 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে । আপনি খুব সহজ ভাবে খুঁটিনাটি সহ একটি টিউটোরিয়াল বানিয়েছেন, এই কারণে আপনার প্রতি আমি কৃতজ্ঞ । সৃষ্টিকর্তা আপনার ভালো করুন ।

  • @shariarnafis2534
    @shariarnafis2534 3 ปีที่แล้ว +2

    Osthir tutorial vaiya,protitta jinish ekdom valo korei clear hoye gese...Onek knek thanks ei best lecture tar jnno 💝

  • @mdosmangani2691
    @mdosmangani2691 3 ปีที่แล้ว

    আপনি বোঝাতে ১০০% সক্ষম হয়েছেন
    আপনাকে অনেক ধন্যবাদ
    খুব সুন্দরভাবে বূজানোর জন্য
    বাংলা এত সুন্দর টিউটোরিয়াল হবে
    তা জীবনেও কল্পনা করিনি
    কিন্তু সেই অসাধারণ কাজ আপনি করে যাচ্ছেন

  • @mohammadullah9849
    @mohammadullah9849 3 ปีที่แล้ว

    বাংলা ইংরেজি অনেক টিউটোরিয়াল দেখেছি।আপনার মতো এতো সুন্দর ভাবে কাউকে বুঝাতে দেখিনি। কি ভাবে appreciate করবো ভাষা খুজে পাচ্ছি না। CSS playlist থাকলে খুব ই ভালো হতো দাদা। সুন্দর ভাবে শিখতে পারতাম। এই টিউটোরিয়াল দেখে মনে হইলো প্রোগ্রামিং কতো সহজ।

  • @khokonchandra218
    @khokonchandra218 3 ปีที่แล้ว +2

    বাংলাতেও এত সুন্দর টিউটোরিয়াল হয় !!! এত নিখুত ভাবে আলোচনা করেন দাদা। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @bismillahithouse
    @bismillahithouse 3 ปีที่แล้ว +19

    ভাইয়া আপনার সাইন্ড কোয়ালিটি অনেক ভালো, এজন্য বুঝতে সুবিধা হয়, শুনতে ও ভালো লাগে 🥰🥰

  • @dsxshakib7529
    @dsxshakib7529 3 ปีที่แล้ว

    অনেক সুন্দর গুছানো একটা টিউটোরিয়াল। আমি আজকেই প্রথম আপনার কোনো ভিডিও দেখলাম। আর এই ১ ঘন্টা ৮ মিনিটে একটুও ধৈর্য্যহারা হইনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বুঝানোর জন্য। ❤️❤️

  • @robiulislam1934
    @robiulislam1934 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম।
    ভাইজান প্রথমে আপনার জন্য রইল বুক ভরা ভালোবাসা ও দোয়া। ইউটিউব এ সিএসএস বোঝানোর অনেক ভিডিও দেখেছি গত একমাসে, কিন্তু আপনার মত এত সুন্দর ভাবে ধরে ধরে বোঝানোর সক্ষমতা অন্য কারো মধ্যে পাইনি। আপনার বোঝানোর ধরণ যথেষ্ট ভালো লেগেছে যা হয়তোবা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং আপনার দ্বারা যতে মানুষ উপকৃত হয়। সিএসএস নিয়ে যদি নতুনদের জন্য নিয়মিত টিউটোরিয়াল প্রকাশ করতেন তাহলে আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো।

  • @SreezonAhmed
    @SreezonAhmed 2 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ। গত 3/4 দিন w3 ওয়েব সাইট সহ আরো অনেকের ভিডিও/লেখা পড়েও যা বুঝতে পারিনি। আপনার এই এক ভিডিও আমাকে গ্রীড বুঝতে সাহায্য করেছে। ভালোবাসা জানবেন।

  • @MDSharifulIslamRa
    @MDSharifulIslamRa 3 ปีที่แล้ว

    এর থেকে ভালো বাংলায় কেউ ফ্রিতে CSS গ্রিড নিয়ে এতো সুন্দর আলোচনা করেনি/ আমি দেখিনি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন (আমিন)।

  • @Open_world0
    @Open_world0 3 ปีที่แล้ว

    অসাধারণ ভিডিও। ওয়ান অব দ্যা বেস্ট ভিডিও। এই গ্রিড নিয়ে অনেক টেনশনে ছিলাম। অনেক ট্রাই করেছিলাম বুঝার জন্য। একটা সময় হাল ছেড়ে দিয়েছি গ্রিড নিয়ে কাজ করার। কিন্তু আজ আল্লাহর রহমতে বস হয়ে গিয়েছি। শুনেছি আপনি নাকি অসুস্থ। দোয়া করি যেন আপনি সুস্থ হয়ে উঠেন। 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @hsn2740
    @hsn2740 3 ปีที่แล้ว +2

    খুব সুন্দর হয়েছে ভাই, আমি ভাবছিলাম অনেক কঠিন কিন্তু এখন দেখি অনক সহজ।

  • @mohonapramanik4871
    @mohonapramanik4871 3 ปีที่แล้ว +1

    ভাইয়া অসংখ্য ধন্যবাদ এতসুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। রেসপন্সিভ গ্যালারি বানাইতে যেয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলাম সেগুলোর আজ সমাধান পেয়ে গেলাম।

    • @Bejoyysyeg19950
      @Bejoyysyeg19950 8 หลายเดือนก่อน

      what do you do now ?
      are you a Programmer ?

  • @TravelerAbdulAlim
    @TravelerAbdulAlim 2 ปีที่แล้ว

    এক কথায় অসাধারণ। বাংলায় এতো সুন্দর Tutorial আমি এখন পর্যন্ত দেখি নাই।

  • @Neo-Xen
    @Neo-Xen 6 หลายเดือนก่อน

    গ্রীডে আমার হাতেখড়ি দারুনভাবেই শেষ হলো......সুন্দর এবং সাবলীল.....ভালোবাসা ♥

  • @aqsa-it
    @aqsa-it ปีที่แล้ว

    ধন্যবাদ না দিলেই নয়। এক কথায় Awesome. ধন্যবাদ

  • @saifulajomkhan4577
    @saifulajomkhan4577 2 ปีที่แล้ว

    ধন্যবাদ সুমিত ভাই। আপনার এই টিউটোরিয়াল এর মত এত সুন্দর টিউটোরিয়াল আমি এর আগে কখনো দেখি নাই। প্রত্যেকটা বিষয় খুবই ক্লিয়ার। বোঝানোর ধরন অসাধারণ। আপনার জন্য শুভ কামনা করছি।

  • @Nigarsvlogs
    @Nigarsvlogs 2 หลายเดือนก่อน

    ভাইয়া নতুন কাজ শিখছি ।আজ অনেক উপকৃত হলাম ধন্যবাদ ভাইয়া।

  • @sabbirahmmed7908
    @sabbirahmmed7908 3 ปีที่แล้ว

    10-12 Ta video dekhe ja shikte parini ajke apnar ekta video dekhe shikte parlam.
    thank you so much much vai.
    Allah apnar mongol koruk❤

  • @mubin_ru
    @mubin_ru 3 ปีที่แล้ว +22

    নোটিফিকেশন আসার পর বুঝলাম যে আজকের দিন টাই স্পেশাল কাটবে। এতোদিনের মাথার উপর দিয়ে যাওয়া টপিক টাতে আজকে বস হয়ে যাবো।😊😊😊

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว +6

      😍😍😍😍🥰

    • @mubin_ru
      @mubin_ru 3 ปีที่แล้ว +1

      @@LearnwithSumit ❣️❣️❣️

  • @nuruddintamim8635
    @nuruddintamim8635 4 หลายเดือนก่อน

    This is one of the most simlified and Enlightening tutorial about grid i have found so far. Thank you for your great work.

  • @milanchandro3484
    @milanchandro3484 3 ปีที่แล้ว +1

    ভীষন ভীষন সুন্দর হয়েছে দাদা। আমার দেখা বাংলা ইংরেজি সব গুলো থেকে বেস্ট

  • @ibe_saaria
    @ibe_saaria 3 ปีที่แล้ว

    ভাইয়া আপনার মত সুন্দর করে খুব কম মানুষকেই দেখেছি,এট্টুক পর্যন্ত সিএসএস নিয়ে যতটুক দেখেছি সবই বুঝেছি।আশা করছি পুরো সিএসএস এর উপর একটা প্লেলিস্ট করবেন,ধন্যবাদ :)

  • @freelanceraashik3071
    @freelanceraashik3071 3 ปีที่แล้ว +4

    best tutorial about grid i have ever seen in youtube

  • @nahidfaraji5069
    @nahidfaraji5069 3 ปีที่แล้ว +2

    Most comprehensive video on CSS Grid ever.May allah bless you . Thanks a lot

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว +2

      Welcome vai and thanks for the review. Please don’t forget to share and subscribe to help us grow

    • @nahidfaraji5069
      @nahidfaraji5069 3 ปีที่แล้ว +1

      @@LearnwithSumit Always ❤️❤️

  • @emonhossain7584
    @emonhossain7584 2 ปีที่แล้ว

    Css grid এর উপর এত সুন্দর তথ্য বহুল ভিডিও আমি আগে কখনো দেখিনি।

  • @mrnalve1091
    @mrnalve1091 2 ปีที่แล้ว +1

    নরমালি আমি কখনো কোথাও কমেন্ট করি না। আজকে করতে বাধ্য হলাম।👏
    One of the best tutorials I've ever seen to learn css grid.🥰
    Thank you so much sumit sir!!
    Take love🖤

  • @shahjalal3850
    @shahjalal3850 2 ปีที่แล้ว

    আমি কয়েকটা প্রিমিয়াম কোর্স করেছি আপনার মতো কেউ এতো সচারচর এই রকম মাস্টার টাইপ কেউ বুজায় না আপনার কনটেন্ট প্রিমিয়াম এর উপর সুপার প্রিমিয়াম । ভাই আপনি আপনার এই অবদান প্রোগ্রামিং কমিনিটিতে বিশাল উপকারে আসবে। আপনি প্লিজ চালিয়ে যাবেন।

  • @shamsfarabialmuhit
    @shamsfarabialmuhit ปีที่แล้ว

    CSS নিয়ে তন্ন তন্ন করে ভালো রিসোর্স খুজতেসিলাম ভাই। গ্রিড নিয়ে আমার অনেক প্রব্লেম ছিলো। আপনার চ্যানেলে যে এই টপিকের এতো জোস একটা ভিডিও লুকায় আছে সেটা আপনারা প্লে লিস্ট ফলো করার ভিডিও টা না দেখলে হয়তো জানতামই না। You are great brother!!!

    • @Bejoyysyeg19950
      @Bejoyysyeg19950 8 หลายเดือนก่อน

      what do you do now ?
      are you a Programmer ?

  • @fahaddevs
    @fahaddevs 2 ปีที่แล้ว

    আমি অনেক বেশি পরিমানে CSS Lover. আমি advance CSS নিয়ে কাজ করতে পছন্দ করি। আপনার CSS Grid Tutorial টা অসাধারণ হয়েছে। ভালবাসা রইল আপনার জন্য।

  • @mdarifurrahman2751
    @mdarifurrahman2751 5 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ আপনি ফ্রী তে এক্সপার্ট দের থেকেও বেশি কিছু শিখিয়ে দিয়েছেন ভাই ❤

  • @robiulislam1934
    @robiulislam1934 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম।
    ভাইজান প্রথমে আপনার জন্য রইল বুক ভরা ভালোবাসা ও দোয়া। ইউটিউব এ সিএসএস বোঝানোর অনেক ভিডিও দেখেছি গত একমাসে, কিন্তু আপনার মত এত সুন্দর ভাবে ধরে ধরে বোঝানোর সক্ষমতা অন্য কারো মধ্যে পাইনি। আপনার বোঝানোর ধরণ যথেষ্ট ভালো লেগেছে যা হয়তোবা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং আপনার দ্বারা যতে মানুষ উপকৃত হয়। সিএসএস নিয়ে যদি নতুনদের জন্য নিয়মিত টিউটোরিয়াল প্রকাশ করতেন তাহলে আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। কোন ইউটিউবারকে এটা আমার প্রথম বড় কমেন্ট।

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว +1

      আপনার জন্য ভালবাসা থাকলো। Subscribe করে পাশে থাকুন। পাবেন।

  • @AminulIslamMasum
    @AminulIslamMasum 3 ปีที่แล้ว +2

    ভাই, অসাধারণ সাবলিলভাবে বুঝিয়েছেন। আপনার বুঝানোর ধরণ একদম আলাদা এবং নিঁখুত। এত সুন্দর করে গ্রিড নিয়ে অন্য কোনো বাংলা টিউটরিয়াল দেখিনি। আপনার ভিডিও যত দেখি মনে হয় যেন দেখতেই থাকি। বিরক্ত লাগেনা। দেখতে আরো ইচ্ছা লাগে। আপনার সার্বিক মঙ্গল কামনা করি। ভাই, একটা রিকুয়েস্ট করি যদি পারেন SVG নিয়ে টিউটিরিয়াল করলে আমাদের অনেক উপকার হত।

    • @Bejoyysyeg19950
      @Bejoyysyeg19950 8 หลายเดือนก่อน

      what do you do now ?
      are you a Programmer ?

  • @mdridoy9896
    @mdridoy9896 3 ปีที่แล้ว +1

    One of the best tutorial about css grid i have seen, of Bengali and English channel... Thanks a lot Sumit vai.

  • @mdibrahimkhalil2847
    @mdibrahimkhalil2847 2 ปีที่แล้ว

    Summit দাদা, অসাধারণ।এর চেয়ে ভালো tutorial আর হতেই পারে না। Css Grid নিয়ে আমার আর কোনো confusion নেই

  • @mahfuzulsadik4079
    @mahfuzulsadik4079 3 ปีที่แล้ว +1

    it's an amazing tutorial....saw it for the second time....Love u dada

  • @rakibulhashan6121
    @rakibulhashan6121 3 ปีที่แล้ว

    খুবই অসাধারণ। ফ্লেক্স বক্সের পর এটাও একটা সুন্দর টিউটোরিয়াল

  • @arfact4367
    @arfact4367 6 หลายเดือนก่อน

    দেখার মতো একটা টিউটরিয়াল ছিল । ‍সুমিত ভাই সব টিউটরিয়াল ই অনেক ভালো হয়ে থাকে।

  • @sheikhsayeed
    @sheikhsayeed 3 ปีที่แล้ว +1

    Just incredible😳😳😳
    অসাধারণ বুঝিয়েছেন।ধন্যবাদ ভাইয়া❤️

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว +1

      You are most welcome. Please subscribe and stay tuned to help us grow.

  • @jadid21
    @jadid21 ปีที่แล้ว

    খুব চমৎকার। আপনার শেখানোর পদ্ধতি খুবই ভালো এবং কার্যকরী। নতুনদের জন্য খুবই হেল্পফুল। থ্যাংক্স এ লট।

  • @sohrabhossain9905
    @sohrabhossain9905 3 ปีที่แล้ว

    দাদা অনেক অনেক ধন্যবাদ, সহজ বাংলায় গ্রিড টা বুঝিয়ে দেওয়ার জন্য 💖 গ্রিড লেআউট টা নিয়ে বেশ ভয় কাজ করতো, এখন পুরোপুরি ক্লিয়ার 🌹

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว +1

      জেনে ভাল লাগলো। please subscribe and stay tuned

    • @sohrabhossain9905
      @sohrabhossain9905 3 ปีที่แล้ว

      @@LearnwithSumit অনেক আগ থেকে সাবস্ক্রাইব করে আপনার ফ্যামিলিতে আছি দাদা ❤

  • @monir26396
    @monir26396 11 หลายเดือนก่อน

    Hey,
    If you are here to learn the core concept of GRID.
    It is the best tutorial for you in Bangla.
    So don't move anywhere watch the full video and practice more.......
    A Gem for Everyone who wants to learn CSS grid....
    Specialy thanks Sumit Dada for this content.... 🥰🥰🥰

  • @AbulKalam-800
    @AbulKalam-800 2 หลายเดือนก่อน

    অনেক সুন্দর ভিডিও,আপনার বুঝানোর ধরন, ভাল লেগেছে

  • @mdmehedihasan109
    @mdmehedihasan109 2 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার মতো এতো সুন্দর করে খুব কম মানুষই বোঝায় অনেক কিছু শিখতে পারছি...! ❤️ ❤️

  • @MdMehediHasan-jp1di
    @MdMehediHasan-jp1di ปีที่แล้ว

    best brother... Normally I do not call anyone my teacher in virtual life (Its my personal philosophy). But from now you are my teacher.

  • @zahidulhaquejony
    @zahidulhaquejony 3 ปีที่แล้ว

    কালকে আপনার এই ভিডিও দেখে। অফিসের একটা প্রোজেক্ট কমপ্লিট করলাম। দোয়া রইলো আপনার জন্য।

  • @dnrhossain
    @dnrhossain ปีที่แล้ว

    অনেক তথ্যবহুল ছিলো। CSS Grid এর আদ্যোপান্ত খুব সহজভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাই।

  • @dreamlandsite117
    @dreamlandsite117 4 หลายเดือนก่อน +1

    Sumit bai all the best

  • @mdridwansaiyed5079
    @mdridwansaiyed5079 ปีที่แล้ว

    মেবি এত্ত সুন্দর টিউটোরিয়াল আজ অবধি দেখি নাই৷ শুকুরিয়া ভাই ❤️

  • @muhammadazizulhoquejiku8340
    @muhammadazizulhoquejiku8340 3 ปีที่แล้ว +6

    One of the best css GRID video I've ever seen! THANK YOU SO MUCH DADA🖤

  • @shourovahmed8230
    @shourovahmed8230 3 ปีที่แล้ว +1

    Simply the best tutorial on CSS grid I have ever seen.

  • @arupkumar6332
    @arupkumar6332 2 ปีที่แล้ว

    One of the best tutorial for BD. Thank you so much

  • @coder.aminul
    @coder.aminul 3 ปีที่แล้ว +1

    সিএসএস গ্রিড কে এরকম ভয় এ পেতাম। কিন্তু এখন গ্রিডের কনসেপ্ট একদম পরিস্কার হয়ে গেছে ☺️ ধন্যবাদ দাদা ❤️❤️

  • @shahin.665
    @shahin.665 3 ปีที่แล้ว

    ভাইয়া এতো ভালো টিউটোরিয়াল । কখনো দেখিনি ।
    সাউন্ড , বোঝানোর ক্ষমতা অন্নেক ভালো ❤️❤️❤️

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ এবং ভালবাসা। যদি ভাল লাগে তাহলে channel টি subscribe করার অনুরোধ থাকলো।

    • @shahin.665
      @shahin.665 3 ปีที่แล้ว

      @@LearnwithSumit ভাইয়া চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি ২/৩ মাস আগে । আজকে প্রথম আসলাম টিউটোরিয়াল দেখতে ।

  • @mahfuzislam6795
    @mahfuzislam6795 3 ปีที่แล้ว +8

    Brother, to be honest, this tutorial of yours seemed more premium to me than premium. I think it's one of the best tutorials about grids all over the Bangla tutorial on youtube.

  • @raihanmahmud4017
    @raihanmahmud4017 2 ปีที่แล้ว

    সু‌মিত ভাইয়া মা‌নেই Ultra pro max এক কথাই অসাধারণ ভা‌বে এক্স‌প্লেইন করার ক্ষমতা । কৃতজ্ঞতার কো‌নো শেষ নাই

  • @errorsolver4994
    @errorsolver4994 3 ปีที่แล้ว

    বরাবরের মতোই সেরা!!! আপনার হাত ধরেই আমার মতো পুচকা মানুষ গুলো আস্তে আস্তে ডেভলপার হবার স্বপ্ন দেখবে। ভালবাসা নিরন্তর।

  • @tanjin.ahamed
    @tanjin.ahamed 3 ปีที่แล้ว +2

    dada, grid r mto flexbox, media queries, positioning, transition, animation, sass, css architecture egula r tutorials korle onk upokar hoito,
    Apnar tutorials dekhye basic clear hoi,onno vdo te ki jeno ekta missing!
    Love you dada,vlo takben

  • @tawsifhaque9360
    @tawsifhaque9360 3 ปีที่แล้ว

    hands-down the best css grid tutorial course on the internet. period!

  • @jishnusaha5199
    @jishnusaha5199 ปีที่แล้ว

    Thank you very much dada. I first noticed this video almost 1 year ago. From then, whenever I forget something about grid, I just watch it again.

  • @mdshowanhossain9172
    @mdshowanhossain9172 3 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া,, এতো সুন্দর একটা উপহার দেওয়ার জন্য... 💖💖😘😘🙂

  • @wahidurrahmanteacher6462
    @wahidurrahmanteacher6462 3 ปีที่แล้ว

    Best CSS-GRID -Bangla Tutorial I have ever seen.

  • @syeadriad11
    @syeadriad11 3 ปีที่แล้ว +1

    Undoubtedly the best CSS Grid lesson on the WEB.

  • @tanmoyacharjee3216
    @tanmoyacharjee3216 3 ปีที่แล้ว +1

    you are true inspiration dada. I am really grateful to you. Long live dada.

  • @jalaluddinakbar4020
    @jalaluddinakbar4020 3 ปีที่แล้ว +3

    I've never seen anybody to teach programming like you! Dada, you truly inspired me. If I tell you about the content! It's world-class!

  • @hafizurrahman5341
    @hafizurrahman5341 3 ปีที่แล้ว +1

    just looking for this and i found you......just amazing!!!

    • @LearnwithSumit
      @LearnwithSumit  3 ปีที่แล้ว

      I am happy that it helped you. Best wishes.

  • @niloymahmud930
    @niloymahmud930 ปีที่แล้ว

    Without any doubt,
    This is one of the most effective CSS Grid Tutorial in our native language
    Thanks a ton Sumit Bhai

  • @sumaya-kabir
    @sumaya-kabir 2 ปีที่แล้ว

    Eksathe 1k like deyar system thakle diye ditam.....Sumit vaia, you are a genius. Thanks a bunch.

  • @ahsanulhoqueshourav9932
    @ahsanulhoqueshourav9932 3 ปีที่แล้ว +2

    এত সাবলীলভাবে বুঝিয়েছেন, অসাধারণ। ❤️

    • @Bejoyysyeg19950
      @Bejoyysyeg19950 8 หลายเดือนก่อน

      what do you do now ?
      are you a Programmer ?

  • @iqrauszud1513
    @iqrauszud1513 3 ปีที่แล้ว +6

    One of the most important bangla tutorials for CSS grid systems. Thanks, Thanks a lot dear bro. Take care of yourself all the best time.

  • @kdroy139
    @kdroy139 3 ปีที่แล้ว +1

    আমি বুটস্ট্রাপ ব্যবহার করতাম লেআউট বানাতে (গ্রিড)। এটা শেখার পর ১১৫ লাইনের বুটস্ট্রাপের মত ক্লাস নাম দিয়ে নিজের একটি ... তৈরী করেছি। এখন এটি বেস কাজের মেইন ৪০০০+ লাইনের চেয়ে এটা আমার কাছে বেশ ভাল লেগেছে। অন্তত বলেত পারি আমার করা সব.............!!!

  • @mdjihanjihan7333
    @mdjihanjihan7333 3 ปีที่แล้ว

    Wow vaia sotty osadaron cilo tutorial ti ,, Dhonnobad apnake eto sundor kore bujanur jonno ,