এক অভিমানী আগন্তুক শিল্পীর কথা | DBC News Special

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2022
  • Social Media Links:
    Website: dbcnews.tv
    Facebook: / dbcnews.tv
    TH-cam: / dbcnewstv
    Twitter: / dbcnews_tv
    Phone: +88 02 9852431-5, +88 09666777322
    Fax: +88 02 9852380
    Address:
    Dhaka Bangla Media & Communication Ltd.
    Ahsan Tower, 76 Bir Uttam A.K Khandakar Sarak,
    Mohakhali C/A, Dhaka -1213, Bangladesh
    © ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | ঢাকা বাংলা মিডিয়া এন্ড কমিউনিকেশন লিমিটেড
    #dbcnews
    #livetv
    #banglalivetv
    #dbcnewsbd
    #dbcnewstv
    #dbc_news_bd

ความคิดเห็น • 1.3K

  • @SohelRana-be9xj
    @SohelRana-be9xj ปีที่แล้ว +60

    এই লোকটাকে আমি ২০১৬ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শহিদমিনার মঞ্চে ঠিক এই ছবিটাই আর্ট করতে আর এই কথাগুলোই লিখতে দেখেছিলাম।
    মাঝে মাঝেই ওনাকে মিস করতাম,
    আলহামদুলিল্লাহ আজকে ওনাকে সুস্থ দেখে অনেক ভালো লাগলো।
    সবাই ওনার জন্য দোয়া করবেন,সৃষ্টিকর্তা যেনো ওনার না বলা চাওয়াগুলো পূরণ করে দেয়।আমিন!

  • @Mmofficial743
    @Mmofficial743 ปีที่แล้ว +394

    এই মানুষ টার পাশে দাড়ানোর জন্য সবাই কে অনুরোধ করছি ।

    • @kingstargaming2641
      @kingstargaming2641 ปีที่แล้ว +1

      Akhonto tk jekhane sekhanei sikkhar mollo paoa jay

    • @happyskitchen2458
      @happyskitchen2458 ปีที่แล้ว +1

      হ্যা,,,ইনশাআল্লাহ

  • @md.ronokjahan5544
    @md.ronokjahan5544 ปีที่แล้ว +29

    একই ছবি আমাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রেলওয়ে স্টেশনে ২০১৮-১৯ সালের দিকে এসে এঁকেছিলো।খুবই চমৎকার।
    তখন ছবিতে লেখা ছিলো বেশিক্ষণ নাই চলে যাবো রাজশাহী😍

  • @wahidninan1203
    @wahidninan1203 ปีที่แล้ว +95

    অসাধারণ প্রতিভা, এত নিখুত তার শিল্প। ওনার সুস্থতার বেবস্থা করা হোক সরকারের পক্ষ থেকে।

  • @mohammedsaeid5890
    @mohammedsaeid5890 ปีที่แล้ว +8

    এই ভিডিও দেখে কমেন্ট না করলে পারলাম না। অসাধারণ গুণী একজন শিল্পী ভাইটা 💙💜

  • @ashrafulwahid1584
    @ashrafulwahid1584 ปีที่แล้ว +16

    আমার কলেজ ক্যাম্পাস একদিন উনি আসছিলো... খুব কাছে থেকে উনার চিত্র কর্ম দেখেছি...সত্যি খুব চমৎকার ছবি আঁকেন

  • @mdmamunhassan3519
    @mdmamunhassan3519 ปีที่แล้ว +107

    যখন মানুষ প্রিয় জিনিস হারিয়ে ফেলে তখন মানুষ এরকম হয়ে যায়।কোনো ভাষা থাকে না বলার।

  • @shaktisarker4770
    @shaktisarker4770 ปีที่แล้ว +127

    মানুষ তখনই নির্বাক হয়ে যায় যখন মন থেকে কষ্ট পায়। অজানা কষ্ট আছে তার মনে । এর জন্য দেশের মানুষে র কাছে হাসির খোরাক হতে চান না। নিরবে চলে গেছেন ।। তার মন কিছু দিয়ে ভরানো যাবে না। আত্তায় বুঝতে হবে তাকে। সমালোচনা করবেন না। মানুষ এর গুণ এর কদর করতে শিখুন। সত্যিকার এর মানুষ তারাই। ধন্যবাদ ।

  • @user-ui7xe1lx5k
    @user-ui7xe1lx5k ปีที่แล้ว +15

    মনের ভিতর দুঃখ গুলো ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন সেই আগন্তুক শিল্পী।

  • @টেক-মাস্টার-রনি
    @টেক-মাস্টার-রনি ปีที่แล้ว +82

    ওনাকে ৭/৮ বছর আগে উল্লাপাড়া, সিরাজগঞ্জে দেখেছিলাম। সত্যি অনেক ভালো লাগছে এতদিন পর লোকটাকে দেখতে পেরে। ওনার জীবনে হয়তো রয়েছে কোনো কষ্ট ও আবেগ ভরা গল্প 💕

  • @freemany5366
    @freemany5366 ปีที่แล้ว +2

    আজ থেকে আরো ৮ বছর আগে আমি এই মহা শিল্পী কে দেখে ছিলাম,,, আজ দেখে খুব ভালে লাগলো,,, ধন্যবাদ সবাইকে

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 ปีที่แล้ว +37

    মনে অনেক কষ্ট আছে হয়তো। হয়তোবা কারো প্রতি জমানো অনেক অভিমান থেকে তার জীবন এমন হয়ে গেছে। হাতের লেখাগুলোও অনেক সুন্দর ছিলো।

  • @tahermidia2188
    @tahermidia2188 ปีที่แล้ว +398

    রাসুল সাঃ বলেছেন,
    পরীক্ষা যত কঠিন হয়, প্রতিদান তত বেশি হবে।
    তিরমিজিঃ২৩৯৬

    • @hibamannan3068
      @hibamannan3068 ปีที่แล้ว +2

      Subohan Allah..

    • @sajuhossain3732
      @sajuhossain3732 ปีที่แล้ว +3

      সোবহান আল্লাহ! আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

    • @sajalsawdagargmaillcom.45
      @sajalsawdagargmaillcom.45 ปีที่แล้ว

      বাঁশি খোর +গাজা এই জন্য তার ছিঁড়ে গেছে হালার?

  • @mdmoinuddin2197
    @mdmoinuddin2197 ปีที่แล้ว +10

    ইনি হচ্ছেন নাম না জানা বাংলাদেশের আরেক জয়নুল আবেদীন,♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @shajusongpuretune.955
    @shajusongpuretune.955 ปีที่แล้ว

    এই লোক টি আমাদের নরসিংদীর মরজাল বাজারে দেখে ছিলাম। পরে অনেক খোঁজা খোঁজি করে আর পাওয়া যায় নি।। সত্যি সত্যিই অসাধারণ।।।।

  • @sabujkhalko4709
    @sabujkhalko4709 ปีที่แล้ว +5

    এই মানুষ টির জীবনে অনেক বড় একটি কালো অতীত লুকিয়ে আছে, যা তিনি কাউকে বলতে চায় না.... তিনি অনেক হতাশ আর আক্ষেপ নিয়ে পথে পথে ঘুরে বেড়ায়,,, অনেক ট্যালেন্ট একজন মানুষ তিনি,,,,

  • @SanziasDiary
    @SanziasDiary ปีที่แล้ว +440

    সব শিল্পী সফল হতে পারে না, হাজার হাজার শিল্পী অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় শুধুমাত্র তার কাজকে মানুষ অবহেলা করার কারণে। 💔

  • @samiulsami2455
    @samiulsami2455 ปีที่แล้ว +76

    মনের ভিতরে অনেক আক্ষেপ এটা বুঝা যাচ্ছে 😥😥

  • @kenayetmunshi8294
    @kenayetmunshi8294 ปีที่แล้ว +18

    ২০১৫ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেল স্টেশনে ছবি আঁকতে দেখিছিলাম।সে কোন কথা বলে না।আবার এক জায়গায় ২ থেকে ৩ ঘন্টার বেশি সময় থাকে না।স্টেশনে আঁকা ছবির উপর দিয়ে যেন হেটে না যায়
    তার জন্য সে লিখেদিয়ে ছিল Do not Wipe me.একটু পরে সে তার আঁকা ছবির উপর সে নিজেই পানি ঢেলে মুছে ফেলে চলে গিয়েছিল।
    অনেক বছর পর আজকে তাকে আবার দেখলাম।ধন্যবাদ DBC News

  • @princebabu9659
    @princebabu9659 ปีที่แล้ว

    এই লোকটি আমার বাড়ির পাশে বাজারের মধ্যে।
    এই মন মুগ্ধ কর আটটি রেখেছিলেন।
    আমি খুব কাজ থেকে দেখছিলাম।

  • @mohammadnobel8184
    @mohammadnobel8184 ปีที่แล้ว +74

    কত অভিমান করলে মানুষ এরকম হয় 🥺
    এই শিল্পী ভাইটাকে দেখে বুঝলাম🤔
    আঘাত মানুষকে অনেক পরিবর্তন করে 🙄

  • @heaven6941
    @heaven6941 ปีที่แล้ว +290

    পৃথিবীতে সেই তাে কোটিপতি! যার একাউন্টে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জমা হয়।
    আলহামদুলিল্লাহ

    • @sakibshetu3808
      @sakibshetu3808 ปีที่แล้ว +4

      Apneder hadis ki sodo TH-cam and Facebook ei naki

    • @mdrabiul9004
      @mdrabiul9004 ปีที่แล้ว

      vlo laglo apnr khota suna🥰🥰🥰

    • @computersell7854
      @computersell7854 ปีที่แล้ว

      Right

    • @taslimasultana3694
      @taslimasultana3694 ปีที่แล้ว +4

      কীসের মধ্যে কি বলে,, লাইক পাওয়ার ধান্দা

    • @hossainmd2063
      @hossainmd2063 ปีที่แล้ว

      Duniata ato shuja na...pokete 5 taka na thakle bujha jay

  • @md.abdurrobsujon7043
    @md.abdurrobsujon7043 ปีที่แล้ว +3

    ওনাকে আমি প্রায় ১৮/১৯বছর আগে চুয়াডাঙ্গার দর্শনা হল্টস্টশনে দেখেছিলাম। এই ভদ্রলোক স্টেশনের পাশে একটি চায়ের দোকানে আশ্রয় নিয়েছিল। এখানে তিনি অনেক দিন ছিলেন। আমকে খুব ভালো বাসতেন। আমি স্কুল হতে ফেরার সময় ওনার আকানো ছবি ও বিভিন্ন বিষয়ে লেখা পড়তাম। আজ এত বছর পারে দেখলাম। বেশ ভালো লাগলো।🌹🌹🌹♥♥♥♥♥

  • @SNOMANWHITEGAMEON
    @SNOMANWHITEGAMEON ปีที่แล้ว +2

    আল্লাহ তুমি এই লোকটিকে সাহায্য কর

  • @mahmudajuthi3451
    @mahmudajuthi3451 ปีที่แล้ว +4

    খুব কাছ থেকে ইচ্ছে করছে ওনাকে দেখি। ইচ্ছে করছে ওনার মনের ভিতর জমে থাকা অভিমান, অভিযোগ গুলো একটু বুজি।🥺🥺 জানিনা কেনো যেনো কষ্ট হচ্ছে। 💔🥺 মহান আল্লাহ তায়ালাই সব কিছু ভালো জানেন।💖

  • @SaifurRahman-qp4fk
    @SaifurRahman-qp4fk ปีที่แล้ว +8

    দুঃখজনক তাকে প্রশ্নে জড়িত না করে যেহেতু একটু সাহায্য চেয়েছিল তাকে সাহায্য করাই শ্রেও ছিল। আমি চাই আবারও ফিরে আসুক এই আগন্তুক। দোয়া রইল তার জন্য।

  • @vishwajitmajumdar6101
    @vishwajitmajumdar6101 ปีที่แล้ว +7

    উনি খুবই স্বল্পভাষী। ১৯৯৯/২০০০ সালে সম্ভবত ওনাকে আমাদের স্কুলের সামনে এমন শিল্পকর্ম করতে দেখেছিলাম এবং অনেক অনুরোধ করে শেষ পর্যন্ত সন্ধ্যার পর আমাদের বাড়িতে নিয়ে যেতে পেরেছিলাম। তখন ওনার কাছ থেকে জানতে পারি ওনার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ। ওনার গানের গলাও বেশ। আশপাশের অনেক লোক ওনাকে দেখতে ভীড় করে বেশ রাত পর্যন্তও। রাতে খাইয়ে ওনাকে ঘুমাতে দিয়েছিলাম। তখন ঝড়ের মৌসুম ছিল। রাতে উঠে দেখি হঠাৎ নেই উনি। তখনই সবার কথা অমান্য করেই খু্ঁজতে শুরু করি কিন্তু কোথাও পাইনি। পরদিন সকালে দেখি সেই শিল্পকর্মের স্থানে বসে আবার লিখালিখি করছেন। তারপর ওনাকে জিজ্ঞাসা করলে জানান একটা ব্রীজের নিচে ছিলেন। আমাদের ওখানে ওনাকে সারাজীবন থাকার অনুমোদন দিয়েছিলেন আমার অভিভাবকেরা। কিন্তু উনি পালিয়ে চলে এসেছিলেন। আর কখনও সামনা সামনি দেখা হয়নি শুধু মাঝে মধ্যে খবরে দেখি।

    • @abrarmustafa3981
      @abrarmustafa3981 ปีที่แล้ว

      ওনার সম্পর্কে জেনে ভালো লাগলো। দরবেশ টাইপের মানুষ।

    • @vishwajitmajumdar6101
      @vishwajitmajumdar6101 ปีที่แล้ว +1

      @@abrarmustafa3981 ধন্যবাদ।
      আমি এবং আমার পরিবারের সবাই ওনাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরানোর যথেষ্ট চেষ্টা করেছিলাম তখন কিন্তু কোন লাভ হয়নি।

    • @টেক-মাস্টার-রনি
      @টেক-মাস্টার-রনি ปีที่แล้ว

      ওনাকে ৭/৮ বছর আগে উল্লাপাড়া, সিরাজগঞ্জে দেখেছিলাম। সত্যি অনেক ভালো লাগছে এতদিন পর লোকটাকে দেখতে পেরে। ওনার জীবনে হয়তো রয়েছে কোনো কষ্ট ও আবেগ ভরা গল্প 💕

  • @bsart1365
    @bsart1365 ปีที่แล้ว +12

    এই শিল্পী মাদারীপুরে ও এসেছিলো, অনেক কষ্ট পাওয়া একটা মানুষ, তাকে আর দেখবেন না আবার অন্য জেলায়।

  • @bayizidmd3443
    @bayizidmd3443 ปีที่แล้ว +48

    একে চিকিৎসা দিয়ে ভালো করে সরকারি সহযোগিতায় তাকে তার মনোবাসানা পুরন করা উচিত।

  • @happyskitchen2458
    @happyskitchen2458 ปีที่แล้ว +1383

    এর বাড়ি ফরিদপুর, কারন আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাএী,,,ফরিদপুর কলেজের রাস্তাঘাটে অনেক ছবি আকা আছে,,,,তিনি শিক্ষিত,,,একে চিনি আমরা সবাই

    • @muhammadsabbirMS
      @muhammadsabbirMS ปีที่แล้ว +15

      Oni ki manusik rugi

    • @saifuddinchowdhury5923
      @saifuddinchowdhury5923 ปีที่แล้ว +77

      তাহলে, আপনারা সবাই মিলে ওনাকে হেল্প করেন। ওনাকে ডিজিটাল আর্টের সাথে পরিচয় করিয়ে ওনার একটা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দেন।

    • @HarunHarun-kt3ef
      @HarunHarun-kt3ef ปีที่แล้ว +64

      এমন লোক বাহিরে দেশে হলে অনেক মৃল্য হতো

    • @HarunHarun-kt3ef
      @HarunHarun-kt3ef ปีที่แล้ว +27

      লোক টা মনে হয় কিছু মানসিক সমস্যা আছে সুস্থ থাকলে আমার এমন লোক দরকার আছে বিদেশে আঁটিস কাজ জন্য

    • @happyskitchen2458
      @happyskitchen2458 ปีที่แล้ว +3

      @@muhammadsabbirMS ha

  • @rabbeehossain9864
    @rabbeehossain9864 ปีที่แล้ว +34

    চোখ জলে ভিজে উঠলো। শিল্পীরা অভিমানী হয় বড্ড অভিমানী। সে অভিমান ভাঙার প্রান পাখী পাওয়া যায় খুবই কম।
    তোমাকে অভিবাদন
    তোমাকে সালাম
    হে অভিমানী শিল্পী।

  • @sojansaha2817
    @sojansaha2817 ปีที่แล้ว

    এর লিখা প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে হাজারো না বলার ভাষা, আর চিত্রের সাহায্যে ফুটিয়ে তুলেছেন সমাজের কিছু অসামাজিক চরিত্র

  • @MdArif-xw9cz
    @MdArif-xw9cz ปีที่แล้ว +39

    মাশাআল্লাহ খুব সুন্দর ।

  • @AbdurRajjak-oh2ds
    @AbdurRajjak-oh2ds ปีที่แล้ว +12

    এটা প্রমান করে যে আমাদের দেশের সেরা চিত্র শিল্পী এখন রাস্তায়।

  • @reshmita4903
    @reshmita4903 ปีที่แล้ว +1

    তার পাশে দাড়ানো উচিত সরকারের, ভালো মানের একজন শিল্পী তিনি

  • @kamrulhasan1270
    @kamrulhasan1270 ปีที่แล้ว

    প্রায় সাত বছর আগে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাংগা বাজারে ওনাকে আর্ট কোরতে দেখেছি ,ভাঙ্গা ইট এবং গাছের পাতা দিয়ে অসাধারণ ছবি আকেন ওনি সেই সাথে অসাধারণ লেখনী ,ওনার লেখার প্রতিটা কথাই হৃদয় ছুয়ে যায় , তবে ওনি কারো সাথে কথা বলেননি,

  • @milohasan2020
    @milohasan2020 ปีที่แล้ว +6

    আমাদের সিরাজগঞ্জ, এসেছিল সেপ্টেম্বর ১১ তারিখ, তার আঁকা চিত্র কর্ম দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, আমি যতটুকু পরেছি হেল্প করেছি,, সত্যি অসাধারণ প্রতিভাবান মানুষ।

    • @ruhul7rr
      @ruhul7rr ปีที่แล้ว

      Sirajganj a Kobe aicilo r kotay aicilo

  • @hosnemobarok6326
    @hosnemobarok6326 ปีที่แล้ว +43

    এই শিল্পী কে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায়। তাকে এর আগে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর এ দেখা গেছে এমনকি ইন্ডিয়া তেও দেখা গেছে। এই শিল্পী রহস্যময় চরিত্র। কারও সাথে কথা বলে না।

    • @mdnokibhassan5831
      @mdnokibhassan5831 ปีที่แล้ว +1

      আমি বরিশালে দেখছি

  • @ratonmia8123
    @ratonmia8123 ปีที่แล้ว +1

    অসাধারণ! লোকটার সাথে আমার মিল আছে।

  • @FunTechBD
    @FunTechBD ปีที่แล้ว +10

    এই অবেলায় তোমারই আকাশে
    নীরব আপসে ভেসে যায়
    সেই ভীষণ শীতল ভেজা চোখ
    কখনো দেখাইনি তোমায়😵

  • @najimbhuiyan9201
    @najimbhuiyan9201 ปีที่แล้ว +19

    এসব মানুষের কোন কদর নেই এই সোনার বাংলাদেশে,,,,

  • @zakirhossain.bd.1307
    @zakirhossain.bd.1307 ปีที่แล้ว +132

    কোন এক কারণে সে তার সব কিছু হারিয়েছে যার জন্য এমন হয়ে গিয়েছে লোকটি অনেক ট্যালেন্ট শিক্ষিত

    • @oiisuno_9120
      @oiisuno_9120 ปีที่แล้ว +2

      বান্ধবীকে যখন জিজ্ঞেস করি তুই লাইফে কি চাস 😂😂😇 ভিডিও টি দেখতে চ্যানেলটি ঘুরে আসুন

  • @deadlinevegas485
    @deadlinevegas485 ปีที่แล้ว

    বাংলাদেশের ট্রেনের গায়ে বিদেশি শিল্পী এসে এঁকে গেল। আর দেশের শিল্প ভাগারে রয়ে গেল। বাহ্ বাহ্

  • @maknoonmeahjabin1973
    @maknoonmeahjabin1973 ปีที่แล้ว

    অনেক আগে ইনি আসছিলো আমাদের ভেড়ামারা। আমরা তখন ছোট ছিলাম।এই পাখিটা দেখে মনে পড়ে গেল।সেম পাখি এখানেও এঁকেছিল। কাহিনী ও সেম।

  • @akashroy77
    @akashroy77 ปีที่แล้ว +6

    এই শিল্পীর মনে অনেক অভিমান 🙂

  • @mdnurnobisheikh1209
    @mdnurnobisheikh1209 ปีที่แล้ว +6

    ভাই ওনারে আমি দেখছি আজ থেকে ১২বছর আগে টাংগাইলের ভূঞাপুর দেখছি,, জে কোনো এলাকা থেকে জাওয়ার আগে লিখে দিয়ে জায়,, এসে ছিলাম চলে গেলাম সৃতিটুকু রেখে গেলাম,,

  • @sumaiyajannat101
    @sumaiyajannat101 ปีที่แล้ว +1

    তিনি আমাদের ভাংগা, ফরিদপুরেও ছিলো কিছুদিন আগে। হাজার চেষ্টা করেও নাম জানা যায়নি

  • @user-fc8sx5kv7w
    @user-fc8sx5kv7w ปีที่แล้ว +6

    ~`~তুমি কখনোই আমার
    ডায়েরিটা ছুঁয়ে দেখো না...
    তাতে হাজারো অভিযোগ...।।
    আর
    অভিমান জমা আছে
    তোমার নামে...... ~`~
    ________________প্রিয়________________

  • @mdnazim9507
    @mdnazim9507 ปีที่แล้ว +10

    এটাত সেই শিল্পী যাকে কয়েক দিন আগে দেখেছিলাম, একটা গাড়ির পেছনের গ্লাসে ছবি আকতে।

  • @md.arifhossain9198
    @md.arifhossain9198 ปีที่แล้ว +2

    ভালোবাসা অবিরাম,
    আল্লাহ আপনার সহায় হোক!

  • @ashikrehan
    @ashikrehan ปีที่แล้ว

    গত ৬ মাস আগে আমাদের শরীয়তপুরের পাসপোর্ট অফিসের পাসে ওনাকে দেখছিলাম, আমিও দেখে মুগ্ধ, ভিডিও করে রেখেছিলাম।

  • @mdsobujmia2088
    @mdsobujmia2088 ปีที่แล้ว +16

    আমাদের লজ্জা হওয়া দরকার,,,, এমন প্রতিভার কোন সন্মান করতে পারি নাই

  • @atozmedia01
    @atozmedia01 ปีที่แล้ว +32

    তুমি দেখেছো কভু জিবনের পরাজয়,
    দুঃখের দহন-এ করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়।

  • @yourbrotherrohan5322
    @yourbrotherrohan5322 ปีที่แล้ว +2

    কিছুদিন আগে নারায়ণগঞ্জের চাষারায় এই লোকটাকে স্টেশনের পাশে ছবি আকতে দেখেছিলাম। অনেক ভালো ছবি আকে ভাই আমার🖤💘

  • @sajaluk1463
    @sajaluk1463 ปีที่แล้ว

    এই ধরনের মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত

  • @jugalbandihits
    @jugalbandihits ปีที่แล้ว +6

    যখন মন ভাংগে তার আওয়াজ কেউ শুনতে পায় না।কিন্তু তার প্রতিক্রিয়া গুলা হয় ঠিক এমনই 😔

  • @bahauddin5813
    @bahauddin5813 ปีที่แล้ว +13

    Allah tar Moner Sokol kosto dur kore dik... Allah take hepajot koruk amen 🤲

  • @mdjowelranaofficials7634
    @mdjowelranaofficials7634 ปีที่แล้ว

    আমি এই লোকটাকে অনেক আগে
    গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি পারকে দেখচি
    এক কথায় অসাধারণ

  • @kamruzzamanbd2236
    @kamruzzamanbd2236 ปีที่แล้ว +1

    আমার বাসা গাইবান্ধা। ২০১৭ কিংবা আঠারো সালে। এই ব্যক্তি আমাদের বাদিয়াখালি রেলস্টেশনের প্লাটফর্মে। এরকম কচুর পাতা, ছাই, ইটের টুকরা এবং চক পাউডার দিয়ে সুন্দর সুন্দর ছবি একে ছিলেন। উনি কারো সাথে কোন কথা বলেন না (তবে ওনি বোবা নন) । এবং টাকা দিলেও সেটা নেয় না।

  • @hasibzhossain6808
    @hasibzhossain6808 ปีที่แล้ว +7

    অনেক উপরের লেভেলের মন মানসিকতার একজন লোক।

  • @SaidulIslam-eq4nx
    @SaidulIslam-eq4nx ปีที่แล้ว +3

    তিনি একজন প্রতিভাবন মানুষ ও চেষ্টা করলে ভালো আটিষ্ট হতে পারেন

  • @giashuddinrony6973
    @giashuddinrony6973 ปีที่แล้ว +1

    তাহার অংকন অসাধারণ

  • @tanzimalshakib64
    @tanzimalshakib64 ปีที่แล้ว

    কয়েক মাস আগে আমাদের নরসিংদী তে আসছিলো...অনেক জায়গা তে এমন আর্ট করছিল...অনেক সুন্দর আর্ট করে🌺

  • @AbdurRahman-td3bj
    @AbdurRahman-td3bj ปีที่แล้ว +7

    হয়তো কে জানে প্রিয় মানুষের নিকট থেকে কষ্ট পেয়ে আপন মনে বুনে চলছে আল্পনা। যেন পোড়া মাটি দিয়েই গড়ে তুলেছে সেই প্রতিমা যার প্রতিটি রেখায় আঁকা আছে তার কামনার ভাস্বর লিখন যে প্রতিমা তারই ইঙ্গিতে প্রতিদিন কথা কইবে গান গাইবে।

  • @musicworldjitu1029
    @musicworldjitu1029 ปีที่แล้ว +5

    সব কুড়ি ফুলে পরিনত হয় না 😊
    কিছু কিছু কুড়ি ফুল হতে না হতেই নিঃশেষ হয়ে যায় 😊

  • @polashroy6662
    @polashroy6662 ปีที่แล้ว +7

    শুভ কামনা রইল ভাই র জন্য,অনেক কষ্ট অভিমানী ভাইর,

  • @SHBABU-vf1zc
    @SHBABU-vf1zc ปีที่แล้ว +70

    এসকল প্রতিভাবান লোক কে সরকারের যত্ন করা উচিৎ 🤚

  • @lyricstv1809
    @lyricstv1809 ปีที่แล้ว

    এই লোক একবার গোপালগঞ্জ জেলার সাহাপুর ইউনিয়ন এর টুঠামান্দ্রা গ্রামে এসেছিলেন..
    খুবই সুন্দর আকে. আর নিজের কষ্টের কথা খুব ভালো ভাবে উপাস্থাপন করেছিলেন..

  • @absiddik6938
    @absiddik6938 ปีที่แล้ว +12

    আমাদের মানিকগঞ্জে এই লোকটাকে দেখছিলাম ১১ আগস্ট ২০২২।
    তার চিত্রকর্মটি অনেক কিছু বলে দেয়।

  • @Joysing652
    @Joysing652 ปีที่แล้ว +4

    কে জানে তার মনে কত কষ্ট কত অভিমান 😑

  • @mdtohidulislam1905
    @mdtohidulislam1905 ปีที่แล้ว +1

    উনি আমাদের মানিকগঞ্জ জেলার,শিবালয় থানার,বরংগাইল এ আসছিলেন,উনি আমাদের,তার আঁকা ছবি তুলতে দেননি। তাকে দেখে চিনতে পারছি,ধন্যবাদ আপনাকে,তাকে নেটের দুনিয়ায় প্রচার করার জন্য।

  • @sonjitpaul4329
    @sonjitpaul4329 ปีที่แล้ว

    উনাকে আমিও দেখেছি। উনি আমাদের এলাকায় আসছিলেন টাঙ্গাইল মির্জাপুর গোড়াই উনার কাছে অনুমতি নিয়ে কয়েকটা ছবিও তুলেছি কিন্তু উনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি নেটে ছাড়বো না তাই আমি এখনো সেই ছবিগুলা নেটে ছাড়ি নাই রেখে দিয়েছে স্মৃতির মত করে। এবং তাকে অল্প কিছু সাহায্য করি। ওনার এই চিত্র দেখে আমি অনেক মনোভাব এবং তার কিছু কষ্টের অনুভব করি
    😥

  • @MdRony-lk2el
    @MdRony-lk2el ปีที่แล้ว +11

    আমি সিউর এই নিউজটা দেখার পর লোকটার জীবন আরও অতিষ্ঠ করে তুলবে পাবলিক। 🤔🤔🤔

  • @md.mazharulislam7207
    @md.mazharulislam7207 ปีที่แล้ว +8

    মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই প্রতিভাবান মানুষটিকে সাহায্য করার জন্য এবং সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি

  • @svd5309
    @svd5309 ปีที่แล้ว +2

    আসল শিল্পী তার প্রাপ্য সম্মান না পাওয়ায় তার মনের ভীতর অনেক কষ্ট লোকিয়ে আছে তাই সংস্কৃতি মন্ত্রণালয়ের উচিৎ উনাকে সঠিক মর্যাদা দেওয়া তা না আরো আনেক দক্ষ মানুষ হারিয়ে যাবে আমাদের সমাজ থেকে।

  • @artworkjarin
    @artworkjarin ปีที่แล้ว +1

    অসাধারণ প্রতিভা😍
    কিন্তু লোকজনের উপহাস এমন মানুষের মনোবলকে নষ্ট করে দেয়

    • @rehankho
      @rehankho ปีที่แล้ว

      সহমত

  • @bmbulbul501
    @bmbulbul501 ปีที่แล้ว +6

    আমাদের গোপালগঞ্জ ও আসছিলো এই লোক টি ২ বছর আগে

  • @manik6279
    @manik6279 ปีที่แล้ว +6

    এই লোকটা টাংগাইলের সদর হাসপাতালে একদিন আসছিলো। আমিও তার আকা আর্ট দেখছি।

  • @mdferdousahmedabid8191
    @mdferdousahmedabid8191 ปีที่แล้ว

    কেউ জানে না উনার কি সমস্যা,
    কিন্তু, আল্লাহ পাক ভালো জানেন।
    আল্লাহ উনার উপর থেকে করুন আমীন 😥

  • @cnsgolpo680
    @cnsgolpo680 ปีที่แล้ว

    অসাধারণ! কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম।

  • @sohelparvej4980
    @sohelparvej4980 ปีที่แล้ว +5

    এই লোককে আমি ২০১৬ সালের দিকে চট্টগ্রামের নাজিরহাটে দেখসিলাম।

    • @cccamera3392
      @cccamera3392 ปีที่แล้ว

      হ্যা.!
      আমি ১৫/১৬ সালের দিকে চট্টগ্রামের হাটহাজারীতে দেখেছিলাম ১ নং গেইটে.!

    • @solaimantalukder2085
      @solaimantalukder2085 ปีที่แล้ว

      আপনাকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচছা। ভাই আমি ফরহাদাবাদ নয়ামিয়ার হাটের কাছে লজিং থাকতাম। আমার বাড়ী টাংগাইলে। এখন প্রবাসে কুয়েতে। আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য বিনীত অনুরোধ থাকলো।

  • @asadtourandtravels1661
    @asadtourandtravels1661 ปีที่แล้ว +12

    কিছুদিন আগে তিনি ভান্ডারিয়া বাজারে এইলোক ছবি আকছিলেন, পরসে তাকে বরিশাল লঞ্চঘাটে দোখা গিয়েছিলো, এত দ্রুত কি ভাবে সে গাইবান্ধা গেল।

  • @MdRubel-hk8yb
    @MdRubel-hk8yb ปีที่แล้ว

    এই লোক কে আজ থেকে ১১ বছর আগে এই ভাবেই দেখে ছিলাম।
    আবার ৬/৭ মাস আগে টাঙ্গাইলের ভুয়াপুর এভাবেই দেখে ছিলাম,,

  • @sajedakhatun2171
    @sajedakhatun2171 ปีที่แล้ว +1

    মানুষটাকে আমি দেখেছি ২০১৭ সালে। যশোর জেলার চৌগাছা থানায়। তার আর্টের কিছু ছবিও আছে আমার কাছে। তখন থেকেয় মনে মনে খুজতাম তাকে আজ DBC নিউজের মাধ্যমে দ্বিতীয় বারের মত দেখলাম তাকে।

  • @bijoydar1121
    @bijoydar1121 ปีที่แล้ว +7

    আমাদের এই দেশে ট্যালেন্টের কোন মূল্য নেই,মূল্য আছে শুধু উচ্চস্তরের কিছু টাকাওয়ালা মানুষের ।
    যার টাকা আছে তার ট্যালেন্ট আছে।
    😞😔😔

    • @scorpio5134
      @scorpio5134 ปีที่แล้ว +1

      তৈলবাজের এবং চেতনার ফেরিওয়ালাদের মূল্য আছে সুধু।

  • @KibriaIshaOfficial
    @KibriaIshaOfficial ปีที่แล้ว +3

    আজ থেকে ঠিক ১১ বছর আগে ২০১১ সালের দিকে রাজশাহীতে আমাদের বাসার সামনে একে দেখেছিলাম ছবি আকতে

  • @alrabbi3872
    @alrabbi3872 ปีที่แล้ว

    বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন দেয়ালে এনাকে ছবি আঁকতে দেখেছি। অদ্ভুত রহস্যময় সুন্দর।

  • @m.m.s.h
    @m.m.s.h ปีที่แล้ว

    অসাধারণ প্রতিভা...এমন প্রতিভার কদর করলে ভালো কিছু পাওয়া যাবে

  • @alamin225
    @alamin225 ปีที่แล้ว +4

    উনি লিখেই দিছেন উনার খাবার দাবারে সমস্যা, হয়তো টাকা পয়সারও। আপনারা তো চাইলে উনাকে কিছু খাবার দাবার ও টাকা পয়সা দিয়ে Help করতে পারতেন। তা না খামাখা বিরক্ত করেছেন।

  • @muhammadsalman4258
    @muhammadsalman4258 ปีที่แล้ว +3

    ভাই এই লোক আমাদের ভাঙ্গা থানার আজিমনগর গ্রামের বাজারে আসছিল। তিনি আমাদের বাজারে একই ধরনের ছবি পেইন্ট করেছিল। তিনি আমাদের এখানেও কারো সাথে কথা বলেনি।

  • @msahmmed275
    @msahmmed275 ปีที่แล้ว

    এই লোককে আমরাও দেখেছিলাম আমাদের নীলফামারী জেলায় কৃষি ফার্মের রাস্তায় সেইম একইভাবে ছবি আঁট করতে দেখেছি। তাও প্রায় অনেক দিন আগে কথা, আনুমানিক ৮-৯ বছর আগে। কিন্তু এতদিন পর আবার তাকে আজ ভিডিওতে দেখে অবাক হয়ে গেলাম না জানি কত বছর থেকে এভাবেই দেশের এক জেলা থেকে আরেক জেলায় কাজ করে চলছে???

  • @ranareza8341
    @ranareza8341 ปีที่แล้ว +1

    আমাদের ফরিদপুর এর সন্তান,ওনার জন্ম ফরিদপুর জেলায়।অনেক দেখছি লোকটাকে।খুব ভালো মানুষ।

  • @saifuddinchowdhury5923
    @saifuddinchowdhury5923 ปีที่แล้ว +3

    প্লিজ আপনারা ওনাকে হেল্প করুন।

  • @nasirhossain3241
    @nasirhossain3241 ปีที่แล้ว +6

    সালটা মনে হচ্ছে না এর আগেও একবার গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এর সামনে দেখছিলাম, এই লোক কেই তার ঠিক ২বছর পরে ফেনীর ফাজিলপুর দেখছি আজ আবার আমাদের গাইবান্ধায়।

  • @fariyanowshi1116
    @fariyanowshi1116 ปีที่แล้ว +1

    জয়পুরহাট দেখছি এমন একটা মানুষ

  • @mdmonjuahmmed7722
    @mdmonjuahmmed7722 ปีที่แล้ว

    আমিও উনার এই আঁকা শিল্প দেখেছি সিরাজগঞ্জ জেলার জামতৈল রেলস্টেশনে।

  • @hemalmirdha8839
    @hemalmirdha8839 ปีที่แล้ว +14

    প্রত্যেকটা ছেলে পাগল হওয়ার পিছনে একটা বেইমান মেয়ের গল্প পাওয়া যাবে 💔💔

    • @amanhossain6103
      @amanhossain6103 ปีที่แล้ว

      রাইট

    • @starboxrock9133
      @starboxrock9133 ปีที่แล้ว +7

      জীবনে মেয়ে ছাড়াও আরো অনেক কিছু আছে। প্রেম ভালোবাসার বলয় থেকে বেরিয়ে আসেন।

    • @crickshorts3689
      @crickshorts3689 ปีที่แล้ว

      @@starboxrock9133 thik

    • @sonyaalam2688
      @sonyaalam2688 ปีที่แล้ว +1

      ইশ! খুব কষ্ট না?
      আপনার ছ্যাকা খাওয়া হৃদয়ের প্রতি আমাদের এক বালতি সমবেদনা।

  • @moyenuddin5766
    @moyenuddin5766 ปีที่แล้ว +4

    কত কত লোক তাকে দেখেছে কিন্তু কেউ তার পরিচয় দিতে পারলো না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা দরকার সে যদি সত্যিই নিডি হয় তাহলে তাকে সাহায্য করা উচিত এবং তার উদ্দেশ্য কি, কে সে এটা বের করা প্রয়োজন দেশের জন্য।

  • @nazmulhaidar
    @nazmulhaidar ปีที่แล้ว

    আমি আজ থেকে ১০ বছর আগে উনাকে গাজীপুর জয়দেবপুর রেলস্টেশনে দেখেছি। অনেক ভালো অংকন করেন। কোন দায়িত্বশীল সংস্থা যদি উনাকে কাজে লাগায় তো ভালো হবে।

  • @user-jq6qo7tb8q
    @user-jq6qo7tb8q ปีที่แล้ว

    অনেক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া অবকাশে উনার চিত্রকর্ম দেখি🌺