ধন্যবাদ ভাই।আফতাব ভাইকে নিয়ে কথা বলার জন্য।সত্যি অনেক খুশি হলাম।বাংলাদেশের যাদের খেলা দেখে সবচেয়ে বেশি আনন্দ পেতাম তারা হলেন আশরাফুল, আফতাব, মো: রফিক।আফতাব ভাই তো আমাদের চট্টগ্রামের গর্ব।
সারাবছর ২৫-৩০ টা লীগ এসে দেশের সিরিজগুলার আগ্রহ নষ্ট করে দিয়েছে খেলোয়াড়দের ভেতর থেকে।তাই খেলোয়াড়দের খেলাতে সেই দেশপ্রেম নেই।আর দর্শকও খেলা দেখে খেলা বোঝার জন্য না।খেলা দেখে সোসাল মিডিয়ায় হো হো করতে।
আফতাব আহমেদকে যে কত মিস করি। ছোটবেলায় তাকে দেখে কত ম্যাচে এভাবে খেলেছি। আর আফতাব - আশরাফুল জুটি পুরো ওয়াল্ড এ বেস্ট ছিলো এন্ড সব দল তাদের জন্য চিনতো বাংলাদেশকে।
পুরোনো সেই স্মৃতি গুলো মনে পড়ে গেল। যখন কিনা তাদের খেলা দেখার জন্য খেলা শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়তাম। আর স্কুলে না গিয়ে টিভি সামনে বসে খেলা দেখতাম। ওল্ড ইজ গোল্ড। আর বর্তমানে পুরোনো স্মৃতিগুলো মনে করার জন্যই আপনাদের ভিডিও দেখি। ধন্যবাদ, অনফিল্ড। ধন্যবাদ, আবিদ হোসেন সামি ভাই। শুভকামনা রইল।
দিনশেষে প্রশ্ন একটাই, এমন একজন ক্রিকেটারের বিদায় অনেক বাজে ছিল🥲সেইটা কি আমাদের মনে আছে? যতটুকু জেনেছি প্রিয় হার্ড হিটার,,, ব্লাক পলিটিক্স এর শিকার হয়েছিলেন । অনেক মিস করি প্রিয় ক্রিকেটার ভাই আফতাব আহাম্মেদ কে,,,,,,,❤️🇧🇩ভালোবাসা অবিরাম ❤️🇧🇩
বাংলাদেশর প্রথম হাডহিটার ব্যাটসম্যান কাম বাংলাদেশের প্রথম আনসাংহিরো, সেই সময় হাই স্টাইক রেট নিয়ে ব্যাট করা বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যান ,, ধন্যবাদ সামি ভাই, আমার প্রিয় একজন ঞিকেটার নিয়ে প্রতিবেদন করায়
সেই সোনালি সময়টায় শত ব্যস্ততার মাঝেও,বাংলাদেশের খেলা দেখা মিস করতাম না।আফতাব আহমেদ শুধু ব্যাটিংয়ে নয়, ফিল্ডিং ও বোলিংয়েও দারুণ ভুমিকা রাখতেন।একথায়, আশরাফুল আর আফতাবের ব্যাটিংয়ে আলাদা একটা ক্যারিশম্যাটিক ছিলো।
আসলেই তখন অপেক্ষায় থাকতাম ৯৭ এবং ৯৮ এর পার্টনারশিপ দেখার জন্য! আফতাব ভাইয়ের প্রথম ম্যাচ দেখেছিলাম মনে হয় ২০০৩ ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। সবচেয়ে গর্ববোধ করি তিনি আমাদের একই উপজেলার সন্তান তাই
ধন্যবাদ! এই হারিয়ে যাওয়া ক্রিকেট বীরকে নিয়ে এত সুন্দর একটা বিশ্লেষণধর্মী ভিডিও বানানোর জন্য।উনি আমার প্রিয় ব্যাটসম্যান ছিল, কিন্তু আমার মনে হয় আমরা উনার সাথে অবিচার করেছি। যাই হোক এই কাজটার জন্য আপনার প্রতি ভাললাগা অনেকগুণ বেড়ে গেল।
আমার বয়স ২৮+ কিন্তু আমার পুরো জীবনে বাংলাদেশে আফতাব এর মত হার্ড হিটার ব্যাটসম্যান দেখি নাই। আফতাব + আশরাফুল + রফিক অসাধারণ। ছোটবেলার মেমোরি ভিশন মিস করি
আহা কি দিন গেছে।❤❤ তখন খেলাধুলোতে চামচামি দালালি ছিলনা। আমি এই ইতিহাসের সাক্ষি। আমার প্রিয় একজন ক্রিকেটার আফতাব। মিস করি আশরাফুল, বুলবুল, পাইলট, রফিক, জাভেদ ওমর ভাইদের
২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের কথাটা আমার এখনো মনে আছে। ওই সময় রমজানে বিশ্বকাপ চলছিলো, তারাবিহর নামাজ পড়ে এসে খেলার দেখার জন্য অপেক্ষা করতাম। আহ, কি দিন ছিলো!
প্রায় সময় বলতে চেস্টা করি এই পর্যন্ত বাংলাদেশ এর একমাত্র হার্ড হিটার আফতাব আহমেদ। ব্যাটের পাশাপাশি মাঝে মাঝে ভালো বল ও করতেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটির জন্য। এই জন্যই অনফিল্ড কে এতো ভালো লাগে।
ধন্যবাদ ভাই। আফতাব আহমেদ কে আলোচনা করার জন্য। আমিও চাইতাম আউট হোক আর আফতাব আহমেদ নামুক। আশরাফুল, আর শেষ দিকে চাইতাম মোহাম্মদ রফিক আসুক বড় বড় ছক্কা হাঁকিয়ে আমাদের তৃপ্তি দিক। ধন্যবাদ ভাই
Aftab ASRAFUL tamim Litton DAS all time great attaking batsman for Bangladesh i love 4 guys love you to sar apnar kotha gulo khub valo lage i want your reply i am from India west bengal
মোহাম্মদ রফিক ভাইয়ের ব্যাটিং নিয়ে একটা এ্যানালাইজ চাই। তারমতো হতোভাগা ব্যাটসম্যান বাংলাদেশে কম আছে। যিনি এতো সুন্দর ব্যাটসম্যান হয়েও নান্নু, বেলিন আর বাশারের মতো ম্যাচ পচানো ব্যাটসম্যানদের ভীরে তলিয়ে গেছেন আগে ব্যাট করার সুযোগ না পেয়ে। তিনি আমাদের দেশের সনাৎ জয়াসুরিয়া।
ঠিক এতো নিয়ম কানুন মেনে কি আর খেলা হয়। ব্যাট হাতে নামবে আর পিটাবে। কী হবে এতো বিশ্লেষণ আর অনুশীলন করে। এই কারনেই তো বাংলাদেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন।
২০০৩ সাল থেকে খেলা দেখি এখন ও আমার পছন্দের সেরা খেলোয়ার আফতাব আহমেদ,দেশের হয়ে প্রথম ৫ উইকেট নিয়েছিল এই আফতাব আহমেদ, সে যখন অবসরে যায় তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম, ক্লাস ফাইবে বৃত্তি পরীক্ষা রেখে আফতাবের খেলা দেখার জন্য টিভির সামনে বসে থাকতাম।
হুম। সত্যি আমরা সেই সময় চাইতাম আফতাব আহমেদ কখন নামবেন।তখন আমরা অনেক ধৈর্য ধরে খেলা দেখতাম।সত্যি আমিও এই সময়ে এসে আফতাব আহমেদ কে অনেক মিস করি।কি দুর্দান্ত খেলতেন তিনি।ধন্যবাদ আপনাকে ❤
I was so fond of Aftab’s fearless body language. We are so unfortunate to see cricketers like Aftab, Ashraful, Alok, Rajin, Nasir, Sabbir, Shahriar Nafees ending their careers so incomplete
আফতাব আহমেদের ছয় ছক্কা আমাদেরকে খুবই আনন্দিত করত এবং বাংলাদেশ বাংলাদেশ খুব কম রানি অলআউট হতো এবং হেরে যেত বেশি ম্যাচ তাও আমাদের দুঃখ হতো না আফতাব ব্যাটিং দেখে আমরা খুশি হতাম
ইমোশনাল হয়ে গেলাম, আফতাব আছে এটা ভেবে গর্ব করতাম বিভিন্ন দলের সাথে খেলার সময়।
ইমোশান কমা, পড়ি যাইব
খুব ভালো বলেছেন, আফতাব ভাইয়ের আক্রমণাত্মক ব্যাটিং দেখেই আমাদের বেড়ে ওঠা।
aro bere utha dorkar tomhar
ধন্যবাদ ভাই।আফতাব ভাইকে নিয়ে কথা বলার জন্য।সত্যি অনেক খুশি হলাম।বাংলাদেশের যাদের খেলা দেখে সবচেয়ে বেশি আনন্দ পেতাম তারা হলেন আশরাফুল, আফতাব, মো: রফিক।আফতাব ভাই তো আমাদের চট্টগ্রামের গর্ব।
আফতাব,আশরাফুল ও রফিক ভাইদের ব্যাটিং দেখার জন্য অপেক্ষায় থাকতাম।
❤ thik bolcen vai❤
Right vai
রাইট
মনের কথা গুলো বলে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ❤
আমিও
আন্তর্জাতিক মানের বিশ্লেষণ। অসাধারণ 🎉🎉।
এক সময় টিভি এর সামনে বসে থাকতাম, শুধু আফতাব আহমেদ এর খেলা দেখার জন্য।
Thik
amio
রাইট, আফতাব, আশরাফুল, রফিক, মাশরাফি খেলা দেখতাম শুধু
হাওয়ায় ভাসানো শট,অনেক দেখেচি অনেক মিস করি আফতাপ কে
Hmm
তাহলে আফতাব স্যারকে বিসিবির গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ দেওয়া উচিত
শুরু হইছে
২০০৫ সালে হঠাৎ একটা ম্যাচ জিতলে যে ফিলিংসটা পাওয়া যেতো, এখন যদি বিশ্বকাপও জিতে তাও মনে হয় ওই পুরোনো দিনের ফিলিংস পাওয়া যাবে না।
সেটা ঠিক বলেছে ভাই।সেই সময় আফতাব ছক্কা দেখার জন্য টিভির সামনে বসে থাকতাম। সাথে শাহরিয়ার নাফিস এর ক্লাসিকাল ব্যাটিং দেখার অপেক্ষা করতাম।
সহমত
সারাবছর ২৫-৩০ টা লীগ এসে দেশের সিরিজগুলার আগ্রহ নষ্ট করে দিয়েছে খেলোয়াড়দের ভেতর থেকে।তাই খেলোয়াড়দের খেলাতে সেই দেশপ্রেম নেই।আর দর্শকও খেলা দেখে খেলা বোঝার জন্য না।খেলা দেখে সোসাল মিডিয়ায় হো হো করতে।
আফতাব আহমেদকে যে কত মিস করি। ছোটবেলায় তাকে দেখে কত ম্যাচে এভাবে খেলেছি। আর আফতাব - আশরাফুল জুটি পুরো ওয়াল্ড এ বেস্ট ছিলো এন্ড সব দল তাদের জন্য চিনতো বাংলাদেশকে।
পুরো ওয়ার্ল্ডে বেস্ট!! 🙄
বেশি বলে ফেলসেন একটু!
আমি খেলা দেখি ২০০৭ বিশ্বকাপ থেকে। আমি তখন এতোটা বুঝতাম না। মানুষের মুখে স্লোগান শুনতাম। আফতাব আফতাব ❤❤❤
Same
তিনি ছিলেন বাংলাদেশের একজন Dashing batter, সত্যিই অসাধারণ ছিলেন আফতাব আহমেদ
পুরোনো সেই স্মৃতি গুলো মনে পড়ে গেল। যখন কিনা তাদের খেলা দেখার জন্য খেলা শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়তাম। আর স্কুলে না গিয়ে টিভি সামনে বসে খেলা দেখতাম। ওল্ড ইজ গোল্ড। আর বর্তমানে পুরোনো স্মৃতিগুলো মনে করার জন্যই আপনাদের ভিডিও দেখি। ধন্যবাদ, অনফিল্ড। ধন্যবাদ, আবিদ হোসেন সামি ভাই। শুভকামনা রইল।
বাংলাদেশের বেস্ট হার্ট হিটার ব্যাটসম্যান
আসলেই তখন খেলা দেখতেন শুধু আফতাব ভাইের ছক্কা দেখার খেলা দেখতাম❤❤❤সবসময় আফতাব ভাই এর ব্যাটিং দেখার অপেক্ষায় ছিলাম ❤️❤️❤️❤️
আমিও তার খেলা দেখার জন্যই খেলা দেখতাম, যদিও আমি তখন খুব ছোটো ছিলাম
ওই সময়ের আমার অন্যতম পছন্দের প্লেয়ার ছিলেন আফতাব আহমেদ তার মারা শটগুলো এখনো আমার চোখে ভাসে ধন্যবাদ পুরনো স্মৃতি তুলে আনার জন্য সামি ভাই
এমন ছক্কা এখন আর দেখা যায় না সামি ভাই 🥰🥰
আনেক ভাল লাগল পুরাতন কথা মনে করিয়ে দিলেন ভাই 🥹 thank you so much
দিনশেষে প্রশ্ন একটাই, এমন একজন ক্রিকেটারের বিদায় অনেক বাজে ছিল🥲সেইটা কি আমাদের মনে আছে?
যতটুকু জেনেছি প্রিয় হার্ড হিটার,,, ব্লাক পলিটিক্স এর শিকার হয়েছিলেন । অনেক মিস করি প্রিয় ক্রিকেটার ভাই আফতাব আহাম্মেদ কে,,,,,,,❤️🇧🇩ভালোবাসা অবিরাম ❤️🇧🇩
R8
Dale Steyn er ball e pajor er haar vainga gechilo. Somvoboto class 5 e pori tokhon. Favourite player chilo Aftab
মুশফিক রান আউট করেছিলেন শেষ কয়েক ম্যাচ এ।
এই ছক্কার pic রা নিয়ে বিপিএল র লোগো বানানোর উচিত❤
আসলেই আমরা অভাগা দর্শক, অল্প সময়ে আফতাব এর মত একজন লিজেন্ড কে হারালাম। মি ইউ আফতাব
রাত ১২টায় শরীরে প্রচন্ড জ্বর নিয়ে দেখা ওই খেলা আমার জীবনের সেরা ম্যাচ।
ভাই খেলা শেষ হয়েছে ১০ টার ভিতরে আপনে ১২ টা পলেন কোথায় 😂😂😂
😂😂😂😂@@sharifulshopon6861
আমার যতটুকু মনে আছে বিকেলের দিকে খেলা ষেশ হয়েছে।
@@sharifulshopon6861 জ্বর ছিলো, রাত ছিলো তা মনে আছে। টাইম একটু এদিক সেদিক হতে পারে।
@@LOKMANHAKIM-vb6is ভাই আমি জ্বরের রোগী তাও হলফ করে বলতে পারি, বিকেলে খেলা শেষ হয়নি।
আফতাব আহমেদ। আমার কাছে এখনো বাংলাদেশের সেরা ব্যাটার। আফতাব ক্রিজে থাকলে কোন বলার কে কঠিন মনে হত না।আপনার মত আমিও একটা উইকেট পড়ার অপেক্ষায় থাকতাম।
আফতাব এবং আশরাফুলের ব্যাপারে সম্মান এবং ভালবাসা রাখার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ🙏
আলহামদুলিল্লাহ ❤এই ছয় এবং এই জয় আর ধারাভাষ্যকারের প্রতিক্রিয়া সবগুলোই টিভি সেটের সামনে বসে লাইভে দেখার সৌভাগ্য হয়েছে।
লাভ ইউ আফতাব আহমেদ 🇧🇩
বাংলাদেশর প্রথম হাডহিটার ব্যাটসম্যান কাম বাংলাদেশের প্রথম আনসাংহিরো, সেই সময় হাই স্টাইক রেট নিয়ে ব্যাট করা বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যান ,, ধন্যবাদ সামি ভাই, আমার প্রিয় একজন ঞিকেটার নিয়ে প্রতিবেদন করায়
আফতাব আহম্মেদ আমারো একজন প্রিয় ব্যাটার ছিলেন। সে সত্যিই দারুণ শট খেলতো। আফতাব আহম্মেদ কখন নামবেন তার জন্য আমিও অপেক্ষা করতাম
সেই সোনালি সময়টায় শত ব্যস্ততার মাঝেও,বাংলাদেশের খেলা দেখা মিস করতাম না।আফতাব আহমেদ শুধু ব্যাটিংয়ে নয়, ফিল্ডিং ও বোলিংয়েও দারুণ ভুমিকা রাখতেন।একথায়, আশরাফুল আর আফতাবের ব্যাটিংয়ে আলাদা একটা ক্যারিশম্যাটিক ছিলো।
ন্যাষ্ট ওয়েষ্ট সিরিজের আফতাবের ছক্কা এখনো চোখে লেগে আছে।❤❤❤
*ন্যাটওয়েস্ট
আজ পহেলা রোজা সবাই রোজা রেখেছিল আশা করি আলহামদুলিল্লাহ
এক সময়ের বেস্ট প্লেয়ার আফতাব এবং আশরাফুল আমাদের ম্যাচে আশা জাগাতো
আমার প্রিয় ব্যাটসম্যান ছিল আফতাব। ফিয়ারলেস ক্রিকেটার ছিল।
সেই আনন্দ কোনোদিনও ভুলবো না।❤❤❤❤
Tokhonkar Bangladesh er Boom Boom Aftab❤
আসলেই তখন অপেক্ষায় থাকতাম ৯৭ এবং ৯৮ এর পার্টনারশিপ দেখার জন্য! আফতাব ভাইয়ের প্রথম ম্যাচ দেখেছিলাম মনে হয় ২০০৩ ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। সবচেয়ে গর্ববোধ করি তিনি আমাদের একই উপজেলার সন্তান তাই
আজ সকালে কাজের মধ্যে হটাৎ করে আফতাবের এই ছয়টার কথা মনে পরছিলো.. এখন ইউটিউবে এসে দেখি আপনার কন্টেইনটা আমার সামনে
ধন্যবাদ! এই হারিয়ে যাওয়া ক্রিকেট বীরকে নিয়ে এত সুন্দর একটা বিশ্লেষণধর্মী ভিডিও বানানোর জন্য।উনি আমার প্রিয় ব্যাটসম্যান ছিল, কিন্তু আমার মনে হয় আমরা উনার সাথে অবিচার করেছি। যাই হোক এই কাজটার জন্য আপনার প্রতি ভাললাগা অনেকগুণ বেড়ে গেল।
Thanks for your such a great and lovely analysis 🎉
Aftab Ahmed ♥️
The last line was the best ❤
যতদিন খেলেছেন বাঘের মত খেলেছেন ❤
❤❤❤thanks vi❤❤ amer boser kotha boller jono❤❤❤
আমি সেদিন দাঁড়িয়ে থেকে খেলা দেখতে দেখতে ঘামে গা ভিজিয়েছিলাম।আনন্দ আজও মনে জাগে।।আফতাবের মাথার পতাকা 💗💗
এই ছক্কা কখনো ভুলার নয়।
আমার বয়স ২৮+ কিন্তু আমার পুরো জীবনে বাংলাদেশে আফতাব এর মত হার্ড হিটার ব্যাটসম্যান দেখি নাই। আফতাব + আশরাফুল + রফিক অসাধারণ। ছোটবেলার মেমোরি ভিশন মিস করি
আফতাব ভাইকে নিয়ে ভিডিও বানানোর জন্য আপনাকে ধন্যবাদ
আহা কি দিন গেছে।❤❤ তখন খেলাধুলোতে চামচামি দালালি ছিলনা। আমি এই ইতিহাসের সাক্ষি। আমার প্রিয় একজন ক্রিকেটার আফতাব। মিস করি আশরাফুল, বুলবুল, পাইলট, রফিক, জাভেদ ওমর ভাইদের
আফতাব ভাই আর রফিক ভাইয়ের খেলা দেখার জন্য সবসময় মুখিয়ে থাকতাম।
অনেক মিস করি
আফতাব বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডারের একজন❤
আফতাবের ফিল্ডিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতো
২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের কথাটা আমার এখনো মনে আছে। ওই সময় রমজানে বিশ্বকাপ চলছিলো, তারাবিহর নামাজ পড়ে এসে খেলার দেখার জন্য অপেক্ষা করতাম। আহ, কি দিন ছিলো!
সেই পুরোনো স্মৃতি! মাঠের বীর নায়োকেরা। আফতাব আশরাফুল রফিক। সেলুট তোমাদের
ওহ্ স্মৃতি কোথায় যেন হারিয়ে গেছি চোখের কোনে ভালো লাগার পানি এনে দিলেন। ধন্যবাদ আপনাকে এত প্রিয় খেলোয়ার গুণ নিয়ে আলোচনার জন্য
আফতাব একটা জিনিস ছিল! ভয়ডরহীন শট খেলতেন। রিয়াল টাইগার ছিলেন। এখনো মিস করি তাকে ভালোবাসি।
আফতাব আশরাফুল ভাইদের খেলা দেখেই বেড়ে উঠা, তখনকার সময়ে উনারা অ্যাডভান্স লেভেলের ক্রিকেট খেলতেন আর সেইসব খেলা দেখে চোখে প্রশান্তি পেতাম ❤
That was great shoot ,,, সরাসরি দেখেছিলাম খেলা টা,,, সাদাকালো টিভি তে❤️❤️❤️❤️
আফতাব, আশরাফুল, রফিক সেই সময় বাংলাদেশ ক্রিকেটের সুপার স্টার তাদের আমরা আজীবন মনে রাখতে চাই❤
ছোটবেলার প্রিয় ক্রিকেটার ছিলেন
শুধু তার ব্যাটিং দেখার জন্য অপেক্ষায় থাকতাম
আমার পছন্দের প্লেয়ার ছিল আফতাব আহমেদ।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অভিনন্দন জানাই আমি চট্টগ্রামে ছেলে তা-ই আফতাব ভাই কে চাপুট করি
আফতাবের ছয় দেখলে মনে হয় আমি নিজেই ছয় মরলাম । এত প্রাণবন্ত শট, জীবন্ত শট,true entertainer ❤❤❤❤❤
আফতাম আহমেদ অসাধারণ প্লেয়ার ছিলেন
আফতাব আহমেদের বড় বড় ছক্কা আর অসাধারণ ক্যাচ গুলো এখনো মনের আঙিনায় ভেসে বেড়ায়।
আফতাব ভাই,আশরাফুল ভাই,রাজন সালেহ ভাইদের ব্যটিং অসাধারণ ছিল
রাজেন সালেহ কোন ব্যাটসম্যান নাকি
অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। ধন্যবাদ ভাই
প্রায় সময় বলতে চেস্টা করি এই পর্যন্ত বাংলাদেশ এর একমাত্র হার্ড হিটার আফতাব আহমেদ। ব্যাটের পাশাপাশি মাঝে মাঝে ভালো বল ও করতেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটির জন্য। এই জন্যই অনফিল্ড কে এতো ভালো লাগে।
হুঁ.. ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসে প্রথম ফাইফার আফতাবেরই ছিল। তাও যেনতেন কোনো দল নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে!
সামি ভায়ের কথা সত্যি আফতাবের জন্য অপেক্ষা করতাম।
আফতাব প্রিয় খেলোয়াড় ছিল বাংলাদেশ টিমে। মিস করি এখনো আফতাব কে।
খুব ভালো বলেছেন। বাংলাদেশে ভালো সাংবাদিকের অভাব আছে। আপনি চালিয়ে যান।আশাকরি খুব ভালো করবেন। ২ টা ম্যাচই লাইভ দেখেছি।
সামি ভাই। আমি + আপনি। আমরা ২ জনই ভাগ্যবান যে, ঐ সময়ে উনাদের খেলা আমরা দেখেছি। এখনকার দর্শকরা তো অনেক কিছুই এ বিষয়ে জানে না ভাই
ধন্যবাদ ভাই। আফতাব আহমেদ কে আলোচনা করার জন্য। আমিও চাইতাম আউট হোক আর আফতাব আহমেদ নামুক। আশরাফুল, আর শেষ দিকে চাইতাম মোহাম্মদ রফিক আসুক বড় বড় ছক্কা হাঁকিয়ে আমাদের তৃপ্তি দিক। ধন্যবাদ ভাই
আজকে কে কে রোজা আছেন, আর যারা রাখেন নাই তাদের মত হতভাগাএই পৃথিবীতে নাই মনে হয় আল্লাহ সবাইকে বুঝ দান করুক আমিন🤲🤲
Aftab ASRAFUL tamim Litton DAS all time great attaking batsman for Bangladesh i love 4 guys love you to sar apnar kotha gulo khub valo lage i want your reply i am from India west bengal
আসসালামু আলাইকুম,
আবিদ ভাই দারুণ বলেছেন।
এই রমাদানে আমার অসুস্থ মায়ের জন্য দোয়া চাই।
দোয়া করবেন প্লিজ।
আগে আগে কমেন্ট করি
তাহলে অনেক লাইক পাবো
মোহাম্মদ রফিক ভাইয়ের ব্যাটিং নিয়ে একটা এ্যানালাইজ চাই। তারমতো হতোভাগা ব্যাটসম্যান বাংলাদেশে কম আছে। যিনি এতো সুন্দর ব্যাটসম্যান হয়েও নান্নু, বেলিন আর বাশারের মতো ম্যাচ পচানো ব্যাটসম্যানদের ভীরে তলিয়ে গেছেন আগে ব্যাট করার সুযোগ না পেয়ে। তিনি আমাদের দেশের সনাৎ জয়াসুরিয়া।
আফতাব আহমেদ বাংলাদেশের দ্বিতীয় সুপার ইস্টার প্রথম হচ্ছেন মোঃ আসরাফুল
সামি ভাই সঠিক বলেছেন।
ওই সময়ে আমরা আফতাব, আশরাফুল ভাই এবং শেষে রফিক ভাইয়ের ব্যাটিং দেখার অপেক্ষা করতাম। কারন এরাই ৬ মারতো এবং স্টার ছিলো।
আফতাব বাংলাদেশের ক্রিকেটে আসলেন অনেক দুর্দান্ত খেললেন হঠাৎ হঠাৎ চলে গেলেন।
এখনো আফতাব ভাইয়ের ব্যাটিং হাইলাইটস দেখি❤❤❤❤
আজও মিস করি আফতাবকে💝💝💝
আফতাব, আশরাফুল আমাদের ছোটবেলার হিরো
কার্ডিফের সেই ম্যাচটা এখনো আমার কাছে সব থেকে সেরা ম্যাচ ❤❤❤
সেইম কথা ভাই, আমরাও ঐ সময় খুব চাইতাম ১ উইকেট তারাতারি পড়ুক। আরও অপেক্ষা করতাম মোহাম্মদ রফিক এর ব্যাটিং দেখার জন্য। Missing those days
তখন কার আফতাব আহমেদ এখনকার সাকিব,তামিম,মাশরাফির চেয়ে বেস্ট প্লেয়ার ছিল।
নাম্বার ১ ক্রিকেটার অফ বাংলাদেশ
অনেক ভালো খেলোয়াড় ছিলো আফতাব ভাই
ব্যাটিং এর এতো নিয়মের কিছু নাই, যার যার খেলার ইস্টাইল।
ঠিক এতো নিয়ম কানুন মেনে কি আর খেলা হয়। ব্যাট হাতে নামবে আর পিটাবে। কী হবে এতো বিশ্লেষণ আর অনুশীলন করে। এই কারনেই তো বাংলাদেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন।
শৈশবকালের ক্রিকেট হিরো।
একদম সঠিক, আপানার মত আমার ও উপলব্দি
আমার সব থেকে প্রিয় প্লেয়ার ছিলো আফতাব ভাই
আল্লাহ পাক আপনাকে দ্রুত শেফা দান করুন আবিদ
২০০৩ সাল থেকে খেলা দেখি এখন ও আমার পছন্দের সেরা খেলোয়ার আফতাব আহমেদ,দেশের হয়ে প্রথম ৫ উইকেট নিয়েছিল এই আফতাব আহমেদ, সে যখন অবসরে যায় তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম, ক্লাস ফাইবে বৃত্তি পরীক্ষা রেখে আফতাবের খেলা দেখার জন্য টিভির সামনে বসে থাকতাম।
হুম।
সত্যি আমরা সেই সময় চাইতাম আফতাব আহমেদ কখন নামবেন।তখন আমরা অনেক ধৈর্য ধরে খেলা দেখতাম।সত্যি আমিও এই সময়ে এসে আফতাব আহমেদ কে অনেক মিস করি।কি দুর্দান্ত খেলতেন তিনি।ধন্যবাদ আপনাকে ❤
খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, ধন্যবাদ।
I was so fond of Aftab’s fearless body language. We are so unfortunate to see cricketers like Aftab, Ashraful, Alok, Rajin, Nasir, Sabbir, Shahriar Nafees ending their careers so incomplete
আফতাব আহমেদের ছয় ছক্কা আমাদেরকে খুবই আনন্দিত করত এবং বাংলাদেশ বাংলাদেশ খুব কম রানি অলআউট হতো এবং হেরে যেত বেশি ম্যাচ তাও আমাদের দুঃখ হতো না আফতাব ব্যাটিং দেখে আমরা খুশি হতাম
আফতাব কে মিস করি অনেক। তার খেলা অনেক ভালো ছিলো, বাংলাদেশের আইনের ফাঁকে পড়ছিলো আর দলে জায়গা দিলো না।
Nostalgic bro....
Thanks
Aftab is Aftab...... 😢😢
Erokom batsman ase nai ekhono....
আমার পচ্ছন্দের একজন খেলোয়াড় ছিল। শেষের দিকের বিতর্ক না হলে জাতীয় দলকে আরো অনেক কিছু দিতে পারতেন।
বাংলাদেশের সর্বকালের সেরা জয়
আমার দেখা বাংলাদেশের সেরা হাডহিটার ব্যাটস আফতাব ভাই❤❤
প্রিয় একজন প্লেয়ার আফতাব আহমেদ ❤❤❤
আপনার বিশ্লেষণ অনেক সুন্দর আরো ভিডিও আশা করছি। ধন্যবাদ
আমার একমাত্র পছন্দের খেলোয়াড় ছিলেন আফতাব ভাই
একসময়কার মোস্ট ফেভারিট একজন প্লেয়ার ছিলো,
যার জন্য ক্রিকেট দেখতাম।