ইংলিশ টয়লেট ব‍্যবহারের যে নিয়মগুলি আমরা সবাই ভুল করি।।How to use English Toilet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มี.ค. 2022
  • বাথরুম/টয়লেট/ল‍্যাভরেটরি/শৌচাগার যাই বলি না কেন-এটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ। বাংলাদেশে নব্বই দশকে ব‍্যাপকভাবে ইংলিশ স্টাইল টয়লেটের প্রচলন শুরু হয়। কিন্তু এখনো আমাদের অধিকাংশ মানুষ সঠিকভাবে এ টয়লেট ব‍্যবহার করতে জানে না।
    ভিডিওতে টয়লেট ব‍্যবহারের ৫টি টিপস দেয়া হয়েছে। যা বাচ্চা, বুড়ো, গ্রাম কিংবা শহরের লোক সবারই জানা থাকা খুব দরকার।
    chapters:
    0.00 ভূমিকা
    0.28 ফ্লাশ ব‍্যবহার
    3.43 কমোডের ঢাকনা
    8.03 কমোডে কী ফেলব?
    9.33 পানির ব‍্যবহার
    13.40 কমোডে কিভাবে বসব?
    এতদিন যেভাবে টয়লেট ব‍্যবহার করেছেন সেখানে কোনো ভুল করছেন না তো?
    টয়লেটের শিষ্টাচার জেনে নিন। অন‍্যকে জানান।

ความคิดเห็น • 355

  • @ShafiqKamal
    @ShafiqKamal ปีที่แล้ว +129

    আপনি আসল কিছু বিষয় ঠিকমত তুলে ধরতে পারেননি।
    * প্রথমত, আপনি যে কমোড সিট কাভার বা লিট বন্ধ করে ফ্ল্যাশ করতে বললেন, বিজ্ঞানীরা তা মূলত পানি ছিটকে আসার জন্য করতে বলে না। এক ধরনের ব্যাকটেরিয়া ফ্ল্যাশের সাথে সাথে বাতাসে ভেসে ওঠে এবং পুরো টয়লেট রুমে ছড়িয়ে যায়, টয়লেট রুমের ভেতর টুথব্রাশ থাকলে সেই টুথব্রাশেও এগুলো জমা হয়। সেজন্যেই বিজ্ঞানীরা কমোড কাভার বা লিট বন্ধ করে ফ্ল্যাশ করতে সাজেস্ট করেন।
    * আপনি মেজর দুটো সমস্যার কথা উল্লেখই করেননি। তার মধ্যে একটি হচ্ছে, হাই কমোডে বসে পায়খানা করার সাথে সাথে মল নিচে পড়লে প্রায়শই নিচের ময়লা পানি ছলকে এসে নিতম্ব এবং মলদ্বারে এসে লাগে, যা খুব নোংরা, অস্বাস্থ্যকর, এবং অস্বস্তিকর। এর সমাধান কী হতে পারে সে বিষয়ে কিছুই বলেননি। এক্ষেত্রে কার্যকরী কোনো সমাধান না থাকলে ওয়ার্ল্ডওয়াইড সর্বত্র হাই কমোড ব্যবহারকে নিরুৎসাহিত করা উচিত।
    * আরেকটি বড় সমস্যা হচ্ছে, হাই কমোডে শৌচকার্য করা। এখানে নিতম্ব সিটের সাথে লেগে থাকায় এবং যথেষ্ট খোলা স্পেস না থাকায়, বাংলা প্যান এ বসার মত নিতম্ব যথেষ্ট উন্মুক্ত না হওয়ায়, শৌচকার্য করা খুব ঝামেলার হয়ে যায়। হ্যান্ড/পুশ শাওয়ার, বদনা, বোতল যাই বলেন না কেন তা দিয়ে মলদ্বারের নিচে পানি পৌছানো বেশ কঠিন হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে সামনে পুরুষাঙ্গ এবং অন্ডকোষ থাকার কারণে সামনে দিয়ে পানি পৌছানো আরো কঠিন হয়ে যায় এখানে শৌচকার্য করার ক্ষেত্রে। আবার শৌচকার্যের পানি কমোডের ভেতর নিচে পড়ার পর নিচের ময়লা পানি ছলকে এসে নিতম্ব এবং মলদ্বারে লাগে যা খুবই নোংরা, অস্বাস্থ্যকর, অস্বস্তিকর।
    আর পানি ব্যবহার না করে টিস্যু জাতীয় কিছু দিয়ে শৌচকার্য সম্পন্ন করা হলে তাতে মলদ্বার সঠিক ভাবে পরিষ্কার হয় না, কারণ পানিই একমাত্র ভাল ভাবে এটাকে ধৌত করতে পারে।
    এক কথায় বলতে গেলে "হাই কমোড মানেই আজাইড়া ফালতু প্যারাদায়ক জিনিস"।
    পুশ শাওয়ার এর ক্ষেত্রে একটা জিনিস ভাল বলেছেন যে প্রথমেই পানির প্রেসারটা চেক করে নেওয়া ভাল ব্যবহারের আগেই।
    * আপনি বললেন যে আপনি হ্যান্ড/পুশ শাওয়ার ব্যবহার করেন না। তাহলে আপনি কী ব্যবহার করেন? টিস্যু? টয়লেট শুকনো রাখতে যেয়ে পানি না ব্যবহার করলে তো মলদ্বারই ভাল ভাবে পরিষ্কার হবে না, ধৌত হবে না। টিস্যু দিয়ে কখনোই পরিপূর্ণভাবে মলদ্বার পরিষ্কার হতে পারে না।
    * অনেক পাবলিক কমোডে টয়লেট পেপার শেষ হয়ে যায় বা থাকে না। পানি দিয়ে শৌচকার্য করার ব্যবস্থা না থাকলে কল্পনা করুন কতখানি দুর্ভোগের বিষয় হয়ে যায় সেখানে কার্যসিদ্ধি করা।
    এক এয়ারপোর্টে আমার পেটে একটু পীড়া দেওয়ায় টয়েলেটে যাই। একটা কমোডই ফাকা ছিল, সবগুলো এংগেজড। ঢুকলাম, দেখি সেখানে টয়লেট পেপার শেষ, আর সেখানে হ্যান্ড/পুশ শাওয়ার, নজল কিছুই নেই। বোঝেন কতখানি বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক, প্যারাদায়ক। বুদ্ধি করে খাবার পানির বোতলটায় বেসিন থেকে পানি ভরে নিয়ে যেয়ে তারপর কাজ সারলাম সে যাত্রায়।
    * বাংলা প্যানে নিতম্ব কোথাও লাগানো লাগে না। ফলে কোনো কিছুর সংস্পর্শে যায় না নিতম্ব। কিন্তু হাই কমোডে নিতম্ব লাগিয়ে বসা লাগে। মানে নিজের শরীরকে একটা কিছুর সংস্পর্শে নেওয়া লাগে। যতই পরিষ্কার করা হোক কমোড সিট, এই যে নিতম্ব সীটের সংস্পর্শে নেওয়া হলো এটা না করতে পারলেই তো আরো ভাল হতো। আর হাই কমোড পাবলিক প্লেসে আরো জঘন্য একটা বিষয়। imagine, আপনার আগের ব্যবহারকারীর নিতম্বে দাউদ, একজিমা, খুজলী পাঁচড়া ছিল, অথবা সিফিলিস ছিল; আপনাকে সেখানে নিতম্ব লাগিয়ে বসতে হবে। কতটা অস্বস্তিকর, নোংরা, এবং অস্বাস্থ্যকর চিন্তা করেন। ছোঁয়াচে রোগ ছড়ানোর পারফেক্ট ব্যবস্থা। আপনি হয়তো লোকজনকে টয়লেট সীট ফ্রেশ রাখতে শেখাচ্ছেন, কিন্তু বাস্তবে পাবলিক টয়লেটে তো হাই কমোড তেমনটা থাকে না। বাস্তবে সেখানে সীটের উপর প্রস্রাব, পানি, নোংরা ময়লাও পড়ে থাকে। আরেকজনের করা নোংরার মধ্যে আপনাকে নিতম্ব লাগাতে হবে, আরেকজনের করা নোংরা আপনাকে টিস্যু দিয়ে মোছা লাগবে ব্যবহার করার জন্য। চিন্তা করেন কতটা অস্বস্তিকর নোংরা এবং অস্বাস্থ্যকর বিষয়টা, কতটা অপ্রয়োজনীয় বাহুল্য বিষয় সম্বলিত এই হাই কমোড। অধিকাংশ পাবলিক টয়লেটে কমোড পেপার কাভার থাকে না। কিছু জায়গায় থাকলেও সেটা একটা বাড়তি আড়ম্বর, এবং অর্থনীতির জন্য বাড়তি খরচ সাপেক্ষ। জীবনের একটা নিয়মিত স্বাভাবিক প্রয়োজনীয় কাজে এত আড়ম্বর, এত প্যারা, এত খরচ, এত রিকোয়ারমেন্ট নিয়ে করা - সহজ জিনিসটাকে শুধু কঠিনই বানিয়ে ফেলে। এ ধরনের নিত্য প্রয়োজনীয় কাজ যতটা সম্ভব সহজ রাখা যায় ততই ভাল।

    • @ShafiqKamal
      @ShafiqKamal ปีที่แล้ว +19

      * হাই কমোডে অনেক বেশি টয়লেট পেপার খরচ হয়। এত বেশি টয়লেট পেপার খরচ সাপেক্ষও এবং একটা বাড়তি আড়ম্বর। একটা অতি নিত্য প্রয়োজনীয় কাজ যত বেশি সহজ এবং কম আড়ম্বরপূর্ণ, কম খরচ সাপেক্ষ রাখা যাবে ততই ভাল। আর আমাদের মত দেশে সবার কথা চিন্তা করলে এই অতি মাত্রায় টয়লেট পেপারের রিকোয়ারমেন্টও একটা বাড়তি অর্থনৈতিক চাপ অনেক পরিবারের জন্য এবং সামগ্রিক অর্থনীতির জন্য।
      * হাই কমোডে পা মুড়ে বসা যায় না। আর এটা শরীরের জন্য এই কাজের ব্যাপারে বিজ্ঞানভিত্তিক নয়। আমাদের কোলনের গঠন এমন যে বাংলা প্যানে পা মুড়ে বসার মত করে বসলেই সঠিক ভাবে পায়খানা বের হতে পারে মলাশয় থেকে। মানে বাংলা প্যানে পা মুড়ে বসার ধরনই বিজ্ঞানসম্মত।

    • @ibrahimkhalil9523
      @ibrahimkhalil9523 ปีที่แล้ว +5

      ১০০%ঠিক বলেছেন। অনেক অনেক ধণ্যবাদ আপনাকে

    • @ShafiqKamal
      @ShafiqKamal ปีที่แล้ว +1

      @@ibrahimkhalil9523 ধন্যবাদ

    • @kalyanpaul4401
      @kalyanpaul4401 ปีที่แล้ว

      হাই কমোডের তুলনায় সাধারণ প্যান আড়ম্বরহীন , সুবিধাজনক , স্বাস্থ্যসম্মত একথা মেনে নিয়েও বলতে হয় যাদের হাঁটু/ কোমড়ে ব্যথা , যারা হাঁটু ভাঁজ করতে পারে না স্পন্ডিলাইটিস/ বাতের রোগী তাদের পক্ষে কমোড কিন্তু অপরিহার্য । মল পরে কমোডের জল ছিটকে গায়ে লাগা এড়াতে অনেকে বাথরুমে রাখা কিছু টিস্যু পেপার
      কুচি কুচি করে কমোডের ভিতরে
      ফেলে পায়খানা শুরু করার আগে।
      এই ব্যবস্থা কিয়দংশে ফলপ্রসূ ।
      আপনার উল্লিখিত অন্য পয়েন্ট
      গুলোর সাথে আমি সহমত এবং
      সেগুলোর কোন প্রতিকার আছে
      বলে জানা নেই।
      পশ্চিমবঙ্গ, ভারত থেকে

    • @subodhkumar2245
      @subodhkumar2245 ปีที่แล้ว +5

      সফিক কমাল এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ।

  • @fastline3605
    @fastline3605 9 หลายเดือนก่อน +125

    যত আধুনিক, ততো বেশি ঝামেলা! এক কথায় কমোড সিস্টেমটা হচ্ছে অস্বাস্থ্যকর এবং খুবই অরুচিকর একটা পদ্ধতি। এর থেকে বাংলা পদ্ধতি বা লোহাইড টয়লেট অনেক ভালো!

    • @shyamalsengupta2663
      @shyamalsengupta2663 6 หลายเดือนก่อน +7

      ঠিক বলেছেন। আমরা যতই আধুনিক হবার চেষ্টা করছি, ততই Cmplications বাড়ছে। সেটা Counter করার জন‍্য নতুন কিছু ভাবতে হোচ্ছে। এটা শুধুমাত্র Toilet এর ক্ষেত্রে না, জীবন যাত্রার প্রায় প্রতিক্ষেত্রে।
      তাই বলি "দাও ফিরে অরণ‍্য, লও হে নগর " ।

    • @mshossain7391
      @mshossain7391 6 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন। খামাখা এত কষ্ট করে এত ফাইজলামি করার দরকারটা কি? এর চাইতে বাংলা টয়লেট ঢের ভালো।😊😊 আপনি যেভাবেই বসেন না কেন সম্পূর্ণ পবিত্র হতে পারবেন না। এটা মুসলিমদের জন্য নয়। শুধুমাত্র অসুস্থ মানুষের জন্য ঠিক আছে, যারা বাংলা টয়লেট ব্যবহার করতে অপারগ।

    • @sumonnath279
      @sumonnath279 6 หลายเดือนก่อน +5

      ও ভাই একদম মনের কথা বলে দিছেন

    • @Chandan7404
      @Chandan7404 5 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন, "দাও ফিরে অরণ‍্য, লও হে নগর ", এখন থেকে বনে-জঙ্গলে হাগু করা প্র্যাক্টিস করেন! 💩

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq 5 หลายเดือนก่อน +2

      একদম ঠিক কথা বলেছেন।

  • @salequemohammad9056
    @salequemohammad9056 9 หลายเดือนก่อน +9

    এডুকেশনাল ভিডিও টির জন্য ধন্যবাদ।
    কোন ভদ্র লোক/মহিলা তাঁর বেডরুম ও বাথরুম অন্য কাউকে ব্যবহার করতে দেয় না। এমনকি স্বামী-স্ত্রীর মধ্যেও আলাদা বেডরুম ও বাথরুম থাকলে ভালো।
    পয়সা বেশি থাকলে পাশাপাশি দুজন আলাদা বাড়িতে থাকলে আরও ভালো।
    দরিদ্র মানুষের পক্ষে এ পদ্ধতি ম্যানটেইন করা সম্ভব না।

    • @imran43h
      @imran43h 6 หลายเดือนก่อน

      বাহ দারুন বলেছেন আপনি

  • @tahaminakhan4281
    @tahaminakhan4281 ปีที่แล้ว +67

    এত কাহিনি থেকে বাংলা কমোড ই ভালো 🤣

    • @shyamalsengupta2663
      @shyamalsengupta2663 6 หลายเดือนก่อน

      আজকাল অনেকেই "হাটু ভাজ" কোরে বসতে পারেন না, ছোটবেলার অভ‍্যাস বাদ দেওয়াতে।
      বৈজ্ঞানিক ভাবে বলি পেটপরিষ্কার হয় ঠিক এই হাটু ভাজ কোরে বসলে। কারণ আমাদের পেটে এবং Diaprahm এ চাপ পরলে প্রকৃত ভাবে মলত‍্যাগ সম্ভব।
      তা ছাড়া ঐ Tissue paper ব‍্যাবহার এক অত‍্যন্ত নোংরা জিনিস। পশ্চিমা দেশে অতিরিক্ত ঠান্ডার জন‍্য ঐ প্রথা আছে। আপনি আপনার পরিবেশ ও Culture অনুযায়ী চলতে পারলে সব চাইতে ভাল।
      তা বলে আমি " মাইঠ‍্যাই-তে কোই না" ওঠা আরও খারাপ পরিবেশ দূষণের জন‍্য।

    • @Kohan-rk2sx
      @Kohan-rk2sx 3 หลายเดือนก่อน

      Right bro 😂😂😂😂😂

  • @mdhasanmiah8910
    @mdhasanmiah8910 ปีที่แล้ว +47

    এই ধরনের টয়লেট পুরোটাই অসাস্থকর

  • @mahbuburriad1577
    @mahbuburriad1577 5 หลายเดือนก่อน +5

    ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য । একটা তথ্য আমি দিতে চাই, বাথরুম কিংবা টয়লেটে আল্লাহর নাম নেওয়া যায় না ।

  • @mithunmitra776
    @mithunmitra776 4 หลายเดือนก่อน

    কি সুন্দর, সাবলীল, নিখুঁত ব্যাখ্যা! আসলেই প্রশংসার দাবিদার। অনেক ধন্যবাদ আপনাকে। Toilet etiquettes/ manners বলে যে একটা বিষয় আছে সেটা আমরা অনেকেই জানি না বা জানলেও মানি না।

  • @mdekramulislam7647
    @mdekramulislam7647 ปีที่แล้ว +5

    জনগুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি বিষয়ের উপর আপনার এ ভিডিও। খুবই ভালো লাগলো,

  • @Mashiur2580
    @Mashiur2580 2 ปีที่แล้ว +11

    Apu, you have not changed at all, you have remained the same as before when you were on BBC Bangla.thank you so much for this informative video.

  • @sujonsen3157
    @sujonsen3157 2 ปีที่แล้ว +11

    এইধরনের ভিডিও মিউজিক ছাড়া বানানোর চেষ্টা করবেন শুনতে সুবিধা হবে । কারণ এটা একটা দরকারি বিষয়ের উপর ভিডিও

    • @jannatulmawa3741
      @jannatulmawa3741 ปีที่แล้ว

      ওই জন্যই তো নিচে লিখেও দিয়েছে

  • @mohammadhadi9323
    @mohammadhadi9323 5 หลายเดือนก่อน +1

    Important tips for newbies. Educational and informative.

  • @dr_traveller
    @dr_traveller 2 ปีที่แล้ว +257

    ঢাকনা দিয়ে ফ্ল্যাশ করলাম, ফ্লাশের সময় কিছু পার্টিকল ঢাকনায় লাগলো। পরের জন এসে যখন আবার বসলো তখন ঢাকনায় লেগে থাকা পার্টিকল তার গায়ে লেগে গেল। লাভ হল কি? হাস্যকর!! 😂

    • @shahelalam6550
      @shahelalam6550 2 ปีที่แล้ว +10

      ঠিক

    • @allahisalmighty9364
      @allahisalmighty9364 2 ปีที่แล้ว +7

      😆😆😆 ঠিক!

    • @astersonfox8020
      @astersonfox8020 2 ปีที่แล้ว +4

      right

    • @tweetycat6341
      @tweetycat6341 2 ปีที่แล้ว +33

      আমি কখনো ফ্লাশ এর সময়ে পানি বা পার্টিকেল ছিটকাতে দেখিনি।কমোড ডিজাইন এমন করেই করা হয় যাতে ফ্লাশের পানি উপরে না ছিটকায় সো খামাখা ঢাকনা বন্ধ করার দরকার নেই

    • @ajantadas4396
      @ajantadas4396 2 ปีที่แล้ว +3

      Thik point out korechen. Eta toh vaber bishoy. Thank u

  • @jalalikoitor5064
    @jalalikoitor5064 ปีที่แล้ว +1

    সাধারণ মানুষের জন্য অনেক উপকারে আসবে,ধন্যবাদ আপু

  • @rahathasan7693
    @rahathasan7693 2 ปีที่แล้ว +50

    বাংলা কমোডই ভালো। ইংলিশ কমোডে নাপাকি লাগে। পাক পবিত্র হওয়ার চান্স নাই।

    • @recipesandsongs8050
      @recipesandsongs8050 2 ปีที่แล้ว +3

      If you use properly, it is clean. If you don't know how to use, then it is dirty.

    • @jamilistiqaue1445
      @jamilistiqaue1445 5 หลายเดือนก่อน +1

      কেন, কিভাবে?

    • @jamilistiqaue1445
      @jamilistiqaue1445 5 หลายเดือนก่อน +1

      কিভাবে?

  • @fatemaaktermim2208
    @fatemaaktermim2208 4 หลายเดือนก่อน

    Thank you so much apu.. Apnar video ti khubi Helpful chilo👍

  • @mdsozalhossen371
    @mdsozalhossen371 ปีที่แล้ว +6

    এটা একবারে বাজে টয়লেট পানি খরচ করা খুবই কষ্ট হয়

  • @JENSETTERS_GANG
    @JENSETTERS_GANG 5 หลายเดือนก่อน +1

    One only Best your Bangla toilet is always best TTT ✔️🗿🧠

  • @arunasarcar4042
    @arunasarcar4042 6 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর ও অত্যন্ত প্রয়োজনীয় উপস্থাপনা । ধন্যবাদ ।

  • @ashrafali3915
    @ashrafali3915 ปีที่แล้ว +5

    ফ্লোর সমান সমান টয়লেট আমার কাছে ভালো। নাপাকী না লাগার 100% গ‍্যারান্টি

  • @shafisirsclass2689
    @shafisirsclass2689 ปีที่แล้ว +2

    জানা এবং মানা দুটিই জরুরি।

  • @s.a.n.moyeenuddowlah6176
    @s.a.n.moyeenuddowlah6176 ปีที่แล้ว +4

    all are vital learning items for daily life and while flying. thank you.

    • @paromitar.protidin
      @paromitar.protidin  ปีที่แล้ว +1

      আমি আশা করি আমার ভিডিওটি অনেক মানুষের কাজে লাগবে। আপনাকে ধন‍্যবাদ সুন্দর মন্তব‍্যের জন‍্য। আমার জন‍্য দোয়া করবেন। ❤

  • @lutfunnasa4655
    @lutfunnasa4655 6 หลายเดือนก่อน

    অনেক ভালো লাগলো। শিক্ষা মুলক ভিডিও দেখালে ভালো হয়ে।

  • @KabirAhmed-pp1yq
    @KabirAhmed-pp1yq 9 หลายเดือนก่อน +2

    Very useful & excellent video. Most of the people doesn't know Toilet's proper use. Japanese people know it's best use in their daily life. Believe it or not. Thank you.

  • @abusayemhimo2010
    @abusayemhimo2010 ปีที่แล้ว +4

    সুন্দর উপস্থাপনা 😍😍👌👌👌👌

  • @ibrahimkhalil9523
    @ibrahimkhalil9523 ปีที่แล้ว +11

    প্রাক্টিকেল হাগু করেও পানি ব্যাবহার করে দেখান।অনেকেই পারেনা

  • @amritakumar5343
    @amritakumar5343 8 หลายเดือนก่อน +2

    মলত্যাগ করার সময় , মলের টুকরো যখন পানিতে গিয়ে পড়ে , তখন টুপ করে আওয়াজ । আর সঙ্গে সঙ্গে পশ্চাদ্দেশে বা জানুর তলদেশে
    কমোডের জল লাফিয়ে উঠে ভিজিয়ে দেয় । এর থেকে কিভাবে
    রক্ষা পাওয়া যাবে , যদি একটু বলেন ।

    • @ARMsCooking
      @ARMsCooking 6 หลายเดือนก่อน

      এক্ষেত্রে আপনি কিছুটা টিস্যু পানিতে ফেলে দিতে পারেন, তখন আর পানি ছিটে গায়ে আসবে না।

  • @Salmakhan-vh2kz
    @Salmakhan-vh2kz ปีที่แล้ว +1

    ভিডিও টা ভালই লেগেছে যারা জানেননা তাদের জন্য অনেক উপকারী ভিডিও শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমিন

  • @purnendumandal5100
    @purnendumandal5100 4 หลายเดือนก่อน

    Thanks a lot for your the best
    video indeed.

  • @AroundTheWorldRoaming
    @AroundTheWorldRoaming 5 หลายเดือนก่อน +1

    এত আধুনিক ইংলিশ্‌ কমোড লাগবে না সারাজীবন নিচে বসে টয়লেট করছি নিচু প্যান ই ব্যবহার করবো। এটাই সবচেয়ে ভালো আরাম দায়ক ও স্বাস্থ্যকর ।

  • @md.arindom2864
    @md.arindom2864 ปีที่แล้ว +1

    আপনার উপস্থাপনা খুবি সুন্দর হয়েছে।

  • @isratjahanmathteacher8752
    @isratjahanmathteacher8752 5 หลายเดือนก่อน +1

    হাই কমোড জিনিসটাই অস্বাস্থ্যকর। লো কমোড ব্যবহারেই পাক-সাফ থাকা সম্ভব।

  • @asikmallick9923
    @asikmallick9923 3 หลายเดือนก่อน

    Excellent

  • @munimrashid9160
    @munimrashid9160 5 หลายเดือนก่อน

    আপনাকে অনেক ধন্যবাদ! বৈজ্ঞানিক আঙ্কেলদেরও ধন্যবাদ!

  • @song_play-y7q
    @song_play-y7q 2 ปีที่แล้ว +3

    ড্রাই এবং ওয়েট ডাস্টবিন ইউজ নিয়ে ভিডিও চাই আপু।
    চশমা,লেন্স,স্যানিটাইজার,কার/গাড়ির ফরমালিটিজ,বুফে এটিকেট এগুলো নিয়ে করুন আপু।

    • @paromitar.protidin
      @paromitar.protidin  2 ปีที่แล้ว

      দারুণ আইডিয়ার জন্য ধন্যবাদ। বানাবো।

  • @mustafaanwar9303
    @mustafaanwar9303 8 หลายเดือนก่อน

    Thank you very much !!
    Best of wishes !!
    From USA with Love !!

  • @indraniroychoudhury4371
    @indraniroychoudhury4371 2 ปีที่แล้ว +1

    INFORMATIVE VIDEO...

  • @mohamedahmedbanglasongs5006
    @mohamedahmedbanglasongs5006 2 ปีที่แล้ว +6

    শৌচ কর্ম কি দিয়ে করবেন?

  • @trendylife8509
    @trendylife8509 6 หลายเดือนก่อน

    সুন্দর উপস্থাপনা l

  • @SubhasreeB-ws5pv
    @SubhasreeB-ws5pv 9 หลายเดือนก่อน

    Very very useful information . Thankyou.

  • @mohammadrokib7192
    @mohammadrokib7192 ปีที่แล้ว

    Love u apu..
    Misty lagcgilo apnake mone hoy preme pore gechi....

  • @everythingimportant.3817
    @everythingimportant.3817 ปีที่แล้ว

    Wonderfully making.

  • @ujjwalchowdhury6241
    @ujjwalchowdhury6241 ปีที่แล้ว +1

    Excellent presentation ☺️

  • @mohammedmohiuddin3661
    @mohammedmohiuddin3661 9 หลายเดือนก่อน +1

    It’s very important to learn all people whenever we travel to abroad.

  • @raselrahat9591
    @raselrahat9591 ปีที่แล้ว

    আপু অনেক অনেক ধন্যবাদ আর আমি দেখেছি আপনি সময় চ্যানেলে কাজ করতেন।আপনার সংবাদ পাঠ ছিল অনেক সুন্দর

  • @user-lb4nu7tm2h
    @user-lb4nu7tm2h 6 หลายเดือนก่อน +5

    এগুলা নামাজি মানুষের জন্য নয়😂

    • @fardusifarazi1554
      @fardusifarazi1554 6 หลายเดือนก่อน

      Keno

    • @saidurrahmansajib
      @saidurrahmansajib 4 หลายเดือนก่อน

      Kotha thik .. coz eishob comode e Pani gaye chite

    • @mmg3453
      @mmg3453 2 หลายเดือนก่อน

      podmaji manuser jonne naki

  • @sanitarytechnician92
    @sanitarytechnician92 11 หลายเดือนก่อน

    অসাধারণ ভিডিও

  • @ajayratan4269
    @ajayratan4269 2 ปีที่แล้ว

    বাহ ভালো লাগলো

  • @ehtashamuljoy761
    @ehtashamuljoy761 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ আপু।। নতুন কিছু শিখলাম।

  • @samiduddin9149
    @samiduddin9149 ปีที่แล้ว

    তুমি অনেক আদুরি একটা মেয়ে ও সছেতন। ধন‍্যবাদ🎁👍💋💖

  • @user-rb3pc3qr3l
    @user-rb3pc3qr3l 9 หลายเดือนก่อน

    Nicely explained

  • @khairulaminhridoy997
    @khairulaminhridoy997 2 ปีที่แล้ว +2

    Love you apu 💝

  • @bcbarman3327
    @bcbarman3327 8 หลายเดือนก่อน +1

    Nice

  • @riazulislam1602
    @riazulislam1602 ปีที่แล้ว +2

    বাংলা কমেড ইজ বেস্ট কিন্তু কোথাও যদি না পাওয়া যায় তাহলে আর কি করার?? ইংলিশ তো ব্যবহার করতেই হবে! সুতরাং, শিখে রাখা ভালো কাজে দিবে।

  • @xoticmsmy6265
    @xoticmsmy6265 ปีที่แล้ว

    Amr gorib basay 2ta bathroom a inglas comod thaka shotthao ami oshikhithi chilam aj ai vlog dekhe shikhitho holam .. dhono amra dhonno.. thanks apu .. apnake khub maniachey .. but akta suggestion apnnr costume ta yellowish colour hole mantho ..

  • @rekhasarker4371
    @rekhasarker4371 6 หลายเดือนก่อน

    Very good

  • @raselrahat9591
    @raselrahat9591 ปีที่แล้ว

    thanks for give us information about the commode

  • @FarukHossain-cx4wh
    @FarukHossain-cx4wh 6 หลายเดือนก่อน +1

    এতো নিয়ম আমার পক্ষে মানা সম্ভব না। আমি দেশি টয়লেট বা লো-হাইট টয়লেট ব্যবহার করব। যত্তসব উটকো ঝামেলা!!

  • @স্বপ্নসওদাগর
    @স্বপ্নসওদাগর 5 หลายเดือนก่อน

    আমাদের সাধারণ কমোডই বেশি স্বাস্থ্যকর ও সহজ।
    বাস্তব কথাটি বলে দিলাম!

  • @alrajib1306
    @alrajib1306 2 ปีที่แล้ว +5

    টয়লেট করার পরে পানি ব্যবহার করার পদ্ধতি টা দেখালে ভালো হতো।

  • @PriotoshokKar
    @PriotoshokKar 8 หลายเดือนก่อน

    Madam, very very good

  • @mdsamsulalam1596
    @mdsamsulalam1596 6 หลายเดือนก่อน

    ধন্যবাদ আপনাকে

  • @shamsulhuda5839
    @shamsulhuda5839 2 ปีที่แล้ว +4

    Wonderful presentation. Itshould be enormously shared, as commod use in Bangladesh, especially in public toilets, is terrible. Allah bless!

    • @paromitar.protidin
      @paromitar.protidin  ปีที่แล้ว +3

      আমি আশা করি আমার ভিডিওটি অনেক মানুষের কাজে লাগবে। আপনাকে ধন‍্যবাদ সুন্দর মন্তব‍্যের জন‍্য। আমার জন‍্য দোয়া করবেন। ❤

    • @shamsulhuda5839
      @shamsulhuda5839 ปีที่แล้ว

      @@paromitar.protidin Lots of Doas!

  • @ruhetamanna2393
    @ruhetamanna2393 5 หลายเดือนก่อน

    সবই তো পুরাতন কথা, নতুন কি বললেন! যার জন্য আলাদাভাবে ভিডিও!

  • @forhadali6610
    @forhadali6610 2 ปีที่แล้ว +2

    Subscription done....i was looking for this type of content as many of us do not know how to use English toilet properly... I Think this video will be helpful. And Thank you so much apu for creating this necessary content.

    • @paromitar.protidin
      @paromitar.protidin  2 ปีที่แล้ว

      I have another channel, on health and social issues. You can subscribe that one as well. 🙏
      TH-cam.com/paromitaheem

  • @SaifulIslam-su8hh
    @SaifulIslam-su8hh 2 ปีที่แล้ว +3

    চশমার ফ্রেম নিয়ে একটা ভিডিও করবেন,,,প্লিজ

    • @paromitar.protidin
      @paromitar.protidin  2 ปีที่แล้ว +1

      চশমার ফ্রেম নিয়ে ভিডিওতে কী বিষয় থাকতে পারে? বিস্তারিত বলবেন?

    • @SaifulIslam-su8hh
      @SaifulIslam-su8hh 2 ปีที่แล้ว

      @@paromitar.protidin
      আমরা যারা রেগুলার চশমার ফ্রেম ইউজ করি,,
      সব সময়-ই আমাদের ফেইস অনুযায়ী কোন ফ্রেমটা মানাবে সেটা নিয়ে কনফিউশান এ থাকি।। তাই দয়া করে কোন কোন ফেইসের সাথে কোন কোন ফ্রেম গুলো মানাবে,,, এই নিয়ে ভিডিও বানালে অনেক উপকৃত হতাম।।

  • @Atik193
    @Atik193 3 หลายเดือนก่อน

    একটু প্রেট্রিকেলি দেখালে বোজতে আরো সহজ হত 😊😊

  • @ItsHarisworld
    @ItsHarisworld ปีที่แล้ว

    Thnk u mam for support & u r looking so very gorgeous👌👌👌

  • @karuna6246
    @karuna6246 ปีที่แล้ว

    Sto.valo.laglo.amar.khub.chinta.chilo.

  • @rsmawal6465
    @rsmawal6465 6 หลายเดือนก่อน

    Thanks ❤

  • @ayasinarfa1007
    @ayasinarfa1007 7 หลายเดือนก่อน

    Sob cheye valo bangla komet...osusto manusher jonno high komet valo

  • @AtanuDas_1011004
    @AtanuDas_1011004 2 ปีที่แล้ว +2

    বসে দু পা একসাথে লাগিয়ে টয়লেট করতে হবে? দু পা ফাকা করে করা যাবে না?

  • @Mamunglobe
    @Mamunglobe 2 ปีที่แล้ว +3

    খুবই শিক্ষনীয় একটা ভিডিও, শুভ কামনা রইল।

    • @paromitar.protidin
      @paromitar.protidin  ปีที่แล้ว +3

      আমি আশা করি আমার ভিডিওটি অনেক মানুষের কাজে লাগবে। আপনাকে ধন‍্যবাদ সুন্দর মন্তব‍্যের জন‍্য। আমার জন‍্য দোয়া করবেন। ❤

  • @adnanchowdhury-ej1sk
    @adnanchowdhury-ej1sk ปีที่แล้ว

    Thanks apu

  • @sneharakhatun8363
    @sneharakhatun8363 7 หลายเดือนก่อน +1

    একটু বয়স হলেই বা যাদের পায়ের সমস্যা অস্বাস্থ্যকর হলেও এই টয়লেট বা কোমোট এর ব্যবহার করতেই হবে।

  • @TanvirKlion
    @TanvirKlion 2 ปีที่แล้ว +1

    One of the most important videos on the internet. I wish all I know and will know, watch the video.

    • @paromitar.protidin
      @paromitar.protidin  ปีที่แล้ว +1

      আমি আশা করি আমার ভিডিওটি অনেক মানুষের কাজে লাগবে। আপনাকে ধন‍্যবাদ সুন্দর মন্তব‍্যের জন‍্য। আমার জন‍্য দোয়া করবেন। ❤

  • @Nowrissharmin3450
    @Nowrissharmin3450 6 หลายเดือนก่อน

    dear, It's not ❝hand shower❞, it’s ❝jet spray❞.

  • @m.ahmedomar1726
    @m.ahmedomar1726 2 ปีที่แล้ว

    Great

  • @sekharmaity4049
    @sekharmaity4049 ปีที่แล้ว

    Thanks 👍

  • @Roasted-sk
    @Roasted-sk ปีที่แล้ว

    Apo you are looking so cute 🥰 take love 💞💞🥀

  • @hasanmd.jakaria3633
    @hasanmd.jakaria3633 ปีที่แล้ว

    Informative video. Thanks a lot.

  • @sadrulanam4367
    @sadrulanam4367 ปีที่แล้ว +1

    প্লেনে পানি ব্যবহার করা দেখাবেন

  • @mmikmonir6129
    @mmikmonir6129 3 หลายเดือนก่อน

    হাগু করার পর ছুচু /পানি দিয়ে ধৌত করা নিয়ম টা দেখালে উপক্রিত হতাম।

  • @Real_Stone.
    @Real_Stone. 3 หลายเดือนก่อน

    মানুষ দাড়িয়েও টয়লেট ব্যবহার করে!!! আজ প্রথম জানলাম!

  • @FarukHossain-cx4wh
    @FarukHossain-cx4wh 6 หลายเดือนก่อน

    আর ইংলিশ কমোডে পানি ব্যবহারের নিয়মটা আমার কাছে একটা মিস্ট্রি, একবার এক ভাইয়া জিজ্ঞাস করেছিল বলতে পারিনি😢😢

  • @merazuddinprottasha1824
    @merazuddinprottasha1824 ปีที่แล้ว +4

    ঠিক এখানে আপনি হোছেন বা মলধারে পানি কিভাবে ব্যবহার করেন???

    • @mdatoar5774
      @mdatoar5774 ปีที่แล้ว +1

      আমরও প্রশন এটা

  • @aiminlife6680
    @aiminlife6680 7 หลายเดือนก่อน

    আপু অনেক ভালো লেগেছে, আপনি কি সিঙ্গেল?

  • @roichuddin9995
    @roichuddin9995 6 หลายเดือนก่อน +1

    সবাই কমোড ব্যবহার বর্জন করুন। এটা খুবই অস্বস্তিকর ও অরুচিকর।

  • @HACK3R__420
    @HACK3R__420 ปีที่แล้ว +2

    𝙞'𝙖𝙢 তো অবাক 😱😂🤣

  • @user-xj8gq3kf7v
    @user-xj8gq3kf7v 6 หลายเดือนก่อน

    তীব্র শীতের দিনে খুব ঠান্ডা লাগে ইংলিশ কমোডে বসতে।সেক্ষেত্রে কি করার আছে আপু?

  • @mssony3942
    @mssony3942 5 หลายเดือนก่อน

    video..ta..indiar .. manusher..khob..opokar..hobe

  • @joynalabadincro1272
    @joynalabadincro1272 ปีที่แล้ว

    Tnx mam ❤️

  • @sukumarmajumder9015
    @sukumarmajumder9015 8 หลายเดือนก่อน

    ভাল লাগল। আপনি বোরখা না পরার জন্য ধন্যবাদ।

  • @sakibulahmeddewan979
    @sakibulahmeddewan979 5 หลายเดือนก่อน

    যখন কমোডে বসবেন তখন,আলাম ৩টা টিস্যু লম্বা করে রাখবেন এবং আরও ৩টা আলাম টিস্যু আরায়ারি করে রাখবেন,একদম প্লাস বা যোগ চিহ্নের মতো,তাহলে কখনোই হাগার সময় পাছায় পানি লাগবে না,বহু মানুষ এটা জানেনা।

  • @md.rafikulislam794
    @md.rafikulislam794 2 ปีที่แล้ว +3

    Video is too long More than the message.

  • @rayhan-rn8cz
    @rayhan-rn8cz ปีที่แล้ว +3

    টয়লেট করার সময় টয়লেটটা নিচে পড়লে নিচের পানিটা ছিটিয়ে উপরে লাগে কি করা উচিত

  • @mdmasumbillah4920
    @mdmasumbillah4920 ปีที่แล้ว +1

    👍

  • @munshimd.asadullah5014
    @munshimd.asadullah5014 ปีที่แล้ว +1

    বাথরুম ব্যবহার করার পরে দেখা গেল ফ্লাশ নষ্ট সে ক্ষেত্রে কি করণীয়?

  • @robiulhrihab7730
    @robiulhrihab7730 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @binoysengupta8457
    @binoysengupta8457 ปีที่แล้ว

    I have found comode seat cover 1st time in a casino at Las Vegas during my tour.

  • @user-hg4es2gr4s
    @user-hg4es2gr4s 6 หลายเดือนก่อน

    আপনার হাসিটা ভীষণ মিষ্টি কেন