*_(#)_** ভবিষ্যমালিকার সঠিক প্রেডিকশন আপাতত একটাই ইউটিউব চ্যানেল করে চলেছে | চ্যানেলটির নাম: ভাইরাল ওড়িশা |* *এই চ্যানেলের মতে এপ্রিল থেকে জুন মাসের ভেতরে বঙ্গোপসাগরে ভয়ানক ভূমিকম্পের ফলে মারাত্মক সুনামী আসতে চলেছে | যার ফলে উড়িষ্যার ছ'টি জেলা এবং পশ্চিমবঙ্গের পাঁচ'টি জেলা সম্পূর্ণ জলমগ্ন হয়ে যাবে |* *এই চ্যানেলের আরও বক্তব্য হল- ২০২৩ এর এপ্রিল থেকে শুরু হয়ে ২০২৫ এর এপ্রিলের মধ্যে ধ্বংসযজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে | শুধুমাত্র ৩৩ কোটি ভগবদ্ভক্তরাই রক্ষা পেয়ে যাবে | তাঁরাই কেবল অবতারলীলা আস্বাদ করতে পারবেন |* *এই চ্যানেলের মতে, মহাপ্রলয়ের হাত থেকে পরিত্রানের একমাত্র উপায় হল: "অহরহ নামজপ" |* *শ্রীশ্রীঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাঁর স-শক্তিক ও স-পার্ষদ পুনরাবির্ভাবের কথা উল্লেখ করেছেন একাধিকবার | এর প্রমান পেতে চাইলে আপনাকে পড়তে হবে শ্রীবিপুল কুমার গঙ্গোপাধ্যায় রচিত "অলৌকিক লীলায় শ্রীরামকৃষ্ণ-মাসারদা-স্বামীজী"র (দ্বিতীয় খন্ডের) ৭১২ থেকে ৭১৬ পৃষ্ঠা |* *এই প্রমান মতে, তাঁর পুনরাবির্ভাব ঘটেছে ১৯৮৬ খ্রীষ্টাব্দে এবং তাঁর আত্মপ্রকাশের লগ্ন সমাগত | আরও জানিয়ে রাখি, এই বছরের "অক্ষয়-তৃতীয়া" তিথি থেকে ভক্তদিগের উদ্ধারকরণের প্রক্রিয়া পূর্ণমাত্রায় আরম্ভ হয়ে যাবে |* *______🙏💥র্নামৈব কেবলম্💥🙏_______* *__(#)__নেতাজী সুভাষচন্দ্র বসু-ই 'কল্কি অবতার' হয়ে আসছেন | জ্ঞানগঞ্জে স্বয়ং মহাবতার বাবাজী মহারাজ কতৃক নেতাজীই কল্কি অবতারে 'পরিণত' হয়ে আত্মপ্রকাশ করবেন খুব শীঘ্রই; তবে গুপ্তভাবে | সকলেই তাঁকে চিনে উঠতে পারবে না | তবে ক্রমশ: পারবে |* *((_তবে_)), জ্ঞানগঞ্জের সমস্ত ঈশ্বরস্বরূপ-মহাত্মা এবং আগত সমস্ত অবতারাদির একমাত্র 'পরিচালক' হতে চলেছেন 'শ্রীশ্রীঠাকুর শ্রীরামকৃষ্ণদেব' | তিনি মূলত 'ত্রি'তত্ত্বের মাধ্যমে ভগবদ্ভক্তদিগের উদ্ধারসাধন করবেন | এই 'ত্রিতত্ত্ব' হলেন: ভৃগু-নন্দী-কল্কি | এঁরা সকলেই বর্তমানে 'সাক্ষ্যাৎ ঈশ্বর' |* *শ্রীশ্রীগুমনামী বাবা তাঁর ভবিষ্যৎবাণীতে বলেছিলেন, "এবারের কেন্দ্র বাংলা" | আমার মতে, (এপ্রিল থেকে জুনের মধ্যে) জগন্মাতা আশ্রম থেকেই 'কাজ' আরম্ভ হবে | কিন্তু, কিভাবে হবে সেটা জানি না |* *[ অনুমানে বলছি,, মহাদেবের বাহন নন্দীকেশ্বর-ই 'পূর্ণতা' লাভের জন্য শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ স্বামী অভেদানন্দ হয়ে এসেছিলেন |* *এই প্রসঙ্গে বলি: সাধনায় ''সিদ্ধি তথা পূর্ণতা" লাভের ৭ টি স্তর আছে | এইগুলি কিন্তু সিদ্ধিভূমি; সাধনভূমি নয় | (১)সিদ্ধিলাভ,, (২)মহাসিদ্ধিলাভ,, (৩)অতিসিদ্ধিলাভ,, (৪)পরমসিদ্ধিলাভ (ইহাই পূর্ণ-পরমহংস অবস্থা),, (৫)অবতারত্ত্ব,, (৬)অবতারীত্ব,, (৭)অবতারবরিষ্ঠতা | ]* *স্বামী অদ্বৈতানন্দ দেহ রাখবার প্রাক্কালে শ্রীশ্রীঠাকুরকে দেখেন, গদা কাঁধে গদাধর | তাই দেখে তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, "আপনার কাঁধে গদা কেন?" ঠাকুর তার উত্তরে বলেছিলেন, "এবার এইরকমই | সব ভেঙে-চুরে নতুন করে গড়ব |" তাহলেই বুঝতে পারছেন যে, কি মহা-আলোড়ন আসতে চলেছে!!* *শ্রীশ্রীমা সারদামনি দেবী এবং স্বামী বিবেকানন্দ দুইজনেই বলেছিলেন- "ঠাকুরের আবির্ভাবের সময় থেকে সত্যযুগের আরম্ভ হয়ে গিয়েছে |" সেইসাথে শ্রীশ্রীঠাকুর একাধিকবার উল্লেখ করেছিলেন তাঁদের পুনরাবির্ভাবের প্রসঙ্গ | এখন আমরা ঠিক যুগসন্ধ্যিক্ষণেই তো দাঁড়িয়ে আছি |* *___🙏💥জয়তু শ্রীশ্রীঠাকুর-মা-স্বামীজী💥🙏___*
This song is very very nice....Prekim Maharaj was a true sadhak...Many of His songs are sung at Ramakrishna Math centres...Andul Kalikirtan Samity performs the songs of Premik Maharaj...Thank you for uploading such a nice song...And special thanks for providing the lyrics...
শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ী জাগ্রত কালী মন্দির, মায়ের অন্যতম পূণ্যতীর্থ ক্ষেত্র। আনুমানিক ১৭৬০ সালে এ মন্দির প্রতিষ্ঠা করা হয়। দ্বীজ রাম প্রসাদ নামী একজন বীর সাধক মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কালীবাড়ী প্রতিষ্ঠাতা সাধক দ্বীজরাম প্রসাদ ‘চীন ক্রম’ নামের সাধন প্রণালীতে অভ্যস্ত ছিলেন। চীন ক্রম থেকেই চিনিশপুর গ্রামের নামকরণ হয়। তিনি নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। দেবীর অনুগ্রহ লাভ ও আদেশপ্রাপ্ত হয়ে চিনিশপুর গ্রামের জঙ্গলাকীর্ণ পরিবেশে আশ্রয় লাভ করেন। বট বৃক্ষটির নীচে পঞ্চমুখী আসন প্রস্তুত করে ইষ্ট দেবতার কৃপা লাভের সাধন-ভজন শুরু করেন। এক পর্যায়ে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে তিনি সিদ্ধিলাভ করেন। সেদিন ছিল মঙ্গলবার। এরপর থেকেই বটবৃক্ষটি জনসাধারণের নিকট তীর্থকেন্দ্র হিসেবে পরিচিত লাভ করতে শুরু করে। প্রতিদিন হাজারো নর-নারী বট বৃক্ষের নীচে সাধু দর্শনে ভীড় করতে থাকেন। ফলে তিনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ইষ্ট দেবতার নামে মন্দির প্রতিষ্ঠা করে দক্ষিণা কালী মূর্তি স্থাপন করেন। তখন থেকেই এ মন্দিরটি পরিচিতি পেয়ে আসছে। চিনিশপুর কালীবাড়ীটিকে মায়ের লীলাক্ষেত্রও বলা হয়। এখানে মা তার ভক্তদের সাথে অনেক লীলা করেছেন। যেমন কালীবাড়ীর পুকুরে হাত দেখিয়ে তার ভক্তকে বলেছিলেন দেখ তোর শাঁখা আমি হাতে পরেছি। জয় মা কালী, জয় মা তারা (শ্রীশ্রী চিনিশপুর জাগ্রত কালী মন্দির, চিনিশপুর, নরসিংদী, ঢাকা, বাংলাদেশ।) এই চ্যানেল চালিয়ে যাওয়ার জন্য ও কালী মায়ের পাগল ভক্তদের মন্দিরের ভিডিও, শ্রী মদ্ভাগবত গীতা পাঠ, হরিনাম সংকর্তীন শুনতে এবং নতুন নতুন ডিভডিও দেখতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবক্রাইব করুন। জয় মা কালী, জয় মা তারা
Hi... I don't understand Bengali... I love Sri Ramakrishna, can you suggest me some spiritual Kirtans and bhajans, that are easy to understand and melodious.. I love Maa tvam hi Tara and ek baar birajo maa hriday kamalasane!!
@@kuldeeplakhawat365you can play "project maya" , playlist of karakripananda maharaj, there are huge kali kirtans even you can play the song ke tumi balika bhuvan palika, naba sajal jal dhara kaay, khypar haat bazar, se ki emni Meyer meye, maa achen r ami achi bhabna ki r ache amr, bhab ki bhebe poran gelo , jekhane mayer nam sekhane Ananda dham, amra mayer chele etc etc
Humble request from any divine souls... Can anyone help with the lyrics.. Actually we need the explanation in English so that we could feel more the this lovely song... Pranams🙏🙏🙏🙏🙏
Bangla Lyrics: মা তুমি কে কেউ জানেনা ও মা তুমি কে কেউ জানেনা ওমা নানা লোকে বলছে ওমা নানা লোকে বলছে নানা মা তুমি কে কেউ জানেনা।। বেদাগমে পুরাণেতে মা, বলে গেছে নানা থানা।। হলো তাই যে তোমার অধিক মহিমা, এই কথা তো কেউ বলেনা।। মা তুমি কে কেউ জানেনা। বেদান্তেতে আছে অন্ত মা, তাও তো কভু যায় না শোনা।। ওমা সাংক্ষ্য পাতঞ্জল মীমাংসায়, মীমাংসা কিছুই হল না।। মা তুমি কে কেউ জানেনা। অনন্তরূপিনীর অন্ত মা, বৈশেষিকেতেও মেলে না।। ওমা চিদাকাশে যার যা ভাসে, সেই তাদের বোধের সীমানা।। মা তুমি কে কেউ জানেনা। প্রেমিক বলে গোলেমালে মা, ছেড়ে গেছে সব ক' জনা।।। (ওমা)ব্রহ্মা বিষ্ণু শূলপাণি, এরা স্বরুপ দেখতে সবাই কানা।। মা তুমি কে কেউ জানেনা ও মা তুমি কে কেউ জানেনা ওমা নানা লোকে বলছে ওমা নানা লোকে বলছে নানা মা তুমি কে কেউ জানেনা।। কথা-মহেন্দ্রনাথ(প্রেমিক)ভট্টাচার্য্য English Translation: Mother,nobody knows who you really are Different people describe you variously,Scriptures. fail to come to a conclusion. The ultimate Truth is there in the Vedanta But it can never be known. Whatever appears in the space of one's consciousness That is the limit of one's understanding. Premik says,what all have managed is only a confusion. As for seeing Her true Form Even Brahma,Vishnu,Maheswar are all blind.' Mahendranath (Premik) Bhattacarya
Bangla Lyrics: মা তুমি কে কেউ জানেনা ও মা তুমি কে কেউ জানেনা ওমা নানা লোকে বলছে ওমা নানা লোকে বলছে নানা মা তুমি কে কেউ জানেনা।। বেদাগমে পুরাণেতে মা, বলে গেছে নানা থানা।। হলো তাই যে তোমার অধিক মহিমা, এই কথা তো কেউ বলেনা।। মা তুমি কে কেউ জানেনা। বেদান্তেতে আছে অন্ত মা, তাও তো কভু যায় না শোনা।। ওমা সাংক্ষ্য পাতঞ্জল মীমাংসায়, মীমাংসা কিছুই হল না।। মা তুমি কে কেউ জানেনা। অনন্তরূপিনীর অন্ত মা, বৈশেষিকেতেও মেলে না।। ওমা চিদাকাশে যার যা ভাসে, সেই তাদের বোধের সীমানা।। মা তুমি কে কেউ জানেনা। প্রেমিক বলে গোলেমালে মা, ছেড়ে গেছে সব ক' জনা।।। (ওমা)ব্রহ্মা বিষ্ণু শূলপাণি, এরা স্বরুপ দেখতে সবাই কানা।। মা তুমি কে কেউ জানেনা ও মা তুমি কে কেউ জানেনা ওমা নানা লোকে বলছে ওমা নানা লোকে বলছে নানা মা তুমি কে কেউ জানেনা।। কথা-মহেন্দ্রনাথ(প্রেমিক)ভট্টাচার্য্য English Translation: Mother,nobody knows who you really are Different people describe you variously,Scriptures. fail to come to a conclusion. The ultimate Truth is there in the Vedanta But it can never be known. Whatever appears in the space of one's consciousness That is the limit of one's understanding. Premik says,what all have managed is only a confusion. As for seeing Her true Form Even Brahma,Vishnu,Maheswar are all blind.' Mahendranath (Premik) Bhattacarya
Maa Tumi Ke Keu Janena (amar) Maa Tumi ke Keu jane.... O Maa Nana Loke Bolse, O maa nana loke bolse Nana.... (Maa tumi ke.......) Bedagome purane te Maa bole geche nana thana|| Holo tai je tomar odhik mohima E kotha toh keu bole na|| (maa tumi ke.......) Bedante te ache onto Maa Tao to kovu jay na shona|| O ma shankho patonjol mimangshay, Mimangsha kichui holona|| (Maa Tumi Ke Keu Jane na......) Onontorupinir onto Maa, Boisheshike teo mele naa|| Oma Chidakashe Jar Ja Vashe, Sei Tader Bodher Simana|| (Maa Tumi ke Keu Jane na......) Premik bole golemale Maa, Chere gese shob ko'jonaa| Oma Bromha, Vishnu, Shulopani, Era Sworup dekhte sobai kana|| (Maa Tumi Ke Keu Jane na (amar) Maa Tumi Ke Keu jane... oma Nana loke bolse, oma nana loke bolse nana.. (Maa Tumi Ke Keu jane na............)
@@SKRifat_ their is one another request, two another songs are their by the same uploader known as kali Krishna leela, would you kindly write the lyrics for the song- maa amar je krishno holo in english. Pls it will be very helpful.
Bangla Lyrics: মা তুমি কে কেউ জানেনা ও মা তুমি কে কেউ জানেনা ওমা নানা লোকে বলছে ওমা নানা লোকে বলছে নানা মা তুমি কে কেউ জানেনা।। বেদাগমে পুরাণেতে মা, বলে গেছে নানা থানা।। হলো তাই যে তোমার অধিক মহিমা, এই কথা তো কেউ বলেনা।। মা তুমি কে কেউ জানেনা। বেদান্তেতে আছে অন্ত মা, তাও তো কভু যায় না শোনা।। ওমা সাংক্ষ্য পাতঞ্জল মীমাংসায়, মীমাংসা কিছুই হল না।। মা তুমি কে কেউ জানেনা। অনন্তরূপিনীর অন্ত মা, বৈশেষিকেতেও মেলে না।। ওমা চিদাকাশে যার যা ভাসে, সেই তাদের বোধের সীমানা।। মা তুমি কে কেউ জানেনা। প্রেমিক বলে গোলেমালে মা, ছেড়ে গেছে সব ক' জনা।।। (ওমা)ব্রহ্মা বিষ্ণু শূলপাণি, এরা স্বরুপ দেখতে সবাই কানা।। মা তুমি কে কেউ জানেনা ও মা তুমি কে কেউ জানেনা ওমা নানা লোকে বলছে ওমা নানা লোকে বলছে নানা মা তুমি কে কেউ জানেনা।। কথা-মহেন্দ্রনাথ(প্রেমিক)ভট্টাচার্য্য English Translation: Mother,nobody knows who you really are Different people describe you variously,Scriptures. fail to come to a conclusion. The ultimate Truth is there in the Vedanta But it can never be known. Whatever appears in the space of one's consciousness That is the limit of one's understanding. Premik says,what all have managed is only a confusion. As for seeing Her true Form Even Brahma,Vishnu,Maheswar are all blind.' Mahendranath (Premik) Bhattacarya
শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ী জাগ্রত কালী মন্দির, মায়ের অন্যতম পূণ্যতীর্থ ক্ষেত্র। আনুমানিক ১৭৬০ সালে এ মন্দির প্রতিষ্ঠা করা হয়। দ্বীজ রাম প্রসাদ নামী একজন বীর সাধক মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কালীবাড়ী প্রতিষ্ঠাতা সাধক দ্বীজরাম প্রসাদ ‘চীন ক্রম’ নামের সাধন প্রণালীতে অভ্যস্ত ছিলেন। চীন ক্রম থেকেই চিনিশপুর গ্রামের নামকরণ হয়। তিনি নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। দেবীর অনুগ্রহ লাভ ও আদেশপ্রাপ্ত হয়ে চিনিশপুর গ্রামের জঙ্গলাকীর্ণ পরিবেশে আশ্রয় লাভ করেন। বট বৃক্ষটির নীচে পঞ্চমুখী আসন প্রস্তুত করে ইষ্ট দেবতার কৃপা লাভের সাধন-ভজন শুরু করেন। এক পর্যায়ে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে তিনি সিদ্ধিলাভ করেন। সেদিন ছিল মঙ্গলবার। এরপর থেকেই বটবৃক্ষটি জনসাধারণের নিকট তীর্থকেন্দ্র হিসেবে পরিচিত লাভ করতে শুরু করে। প্রতিদিন হাজারো নর-নারী বট বৃক্ষের নীচে সাধু দর্শনে ভীড় করতে থাকেন। ফলে তিনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ইষ্ট দেবতার নামে মন্দির প্রতিষ্ঠা করে দক্ষিণা কালী মূর্তি স্থাপন করেন। তখন থেকেই এ মন্দিরটি পরিচিতি পেয়ে আসছে। চিনিশপুর কালীবাড়ীটিকে মায়ের লীলাক্ষেত্রও বলা হয়। এখানে মা তার ভক্তদের সাথে অনেক লীলা করেছেন। যেমন কালীবাড়ীর পুকুরে হাত দেখিয়ে তার ভক্তকে বলেছিলেন দেখ তোর শাঁখা আমি হাতে পরেছি। জয় মা কালী, জয় মা তারা (শ্রীশ্রী চিনিশপুর জাগ্রত কালী মন্দির, চিনিশপুর, নরসিংদী, ঢাকা, বাংলাদেশ।) এই চ্যানেল চালিয়ে যাওয়ার জন্য ও কালী মায়ের পাগল ভক্তদের মন্দিরের ভিডিও, শ্রী মদ্ভাগবত গীতা পাঠ, হরিনাম সংকর্তীন শুনতে এবং নতুন নতুন ডিভডিও দেখতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবক্রাইব করুন। জয় মা কালী, জয় মা তারা
ও মা চিদাকাশে যার যা ভাসে সেই তাঁদের বোধের সীমানা....🙏🙏🙏🙏🙏
*_(#)_** ভবিষ্যমালিকার সঠিক প্রেডিকশন আপাতত একটাই ইউটিউব চ্যানেল করে চলেছে | চ্যানেলটির নাম: ভাইরাল ওড়িশা |*
*এই চ্যানেলের মতে এপ্রিল থেকে জুন মাসের ভেতরে বঙ্গোপসাগরে ভয়ানক ভূমিকম্পের ফলে মারাত্মক সুনামী আসতে চলেছে | যার ফলে উড়িষ্যার ছ'টি জেলা এবং পশ্চিমবঙ্গের পাঁচ'টি জেলা সম্পূর্ণ জলমগ্ন হয়ে যাবে |*
*এই চ্যানেলের আরও বক্তব্য হল- ২০২৩ এর এপ্রিল থেকে শুরু হয়ে ২০২৫ এর এপ্রিলের মধ্যে ধ্বংসযজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে | শুধুমাত্র ৩৩ কোটি ভগবদ্ভক্তরাই রক্ষা পেয়ে যাবে | তাঁরাই কেবল অবতারলীলা আস্বাদ করতে পারবেন |*
*এই চ্যানেলের মতে, মহাপ্রলয়ের হাত থেকে পরিত্রানের একমাত্র উপায় হল: "অহরহ নামজপ" |*
*শ্রীশ্রীঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাঁর স-শক্তিক ও স-পার্ষদ পুনরাবির্ভাবের কথা উল্লেখ করেছেন একাধিকবার | এর প্রমান পেতে চাইলে আপনাকে পড়তে হবে শ্রীবিপুল কুমার গঙ্গোপাধ্যায় রচিত "অলৌকিক লীলায় শ্রীরামকৃষ্ণ-মাসারদা-স্বামীজী"র (দ্বিতীয় খন্ডের) ৭১২ থেকে ৭১৬ পৃষ্ঠা |*
*এই প্রমান মতে, তাঁর পুনরাবির্ভাব ঘটেছে ১৯৮৬ খ্রীষ্টাব্দে এবং তাঁর আত্মপ্রকাশের লগ্ন সমাগত | আরও জানিয়ে রাখি, এই বছরের "অক্ষয়-তৃতীয়া" তিথি থেকে ভক্তদিগের উদ্ধারকরণের প্রক্রিয়া পূর্ণমাত্রায় আরম্ভ হয়ে যাবে |*
*______🙏💥র্নামৈব কেবলম্💥🙏_______*
*__(#)__নেতাজী সুভাষচন্দ্র বসু-ই 'কল্কি অবতার' হয়ে আসছেন | জ্ঞানগঞ্জে স্বয়ং মহাবতার বাবাজী মহারাজ কতৃক নেতাজীই কল্কি অবতারে 'পরিণত' হয়ে আত্মপ্রকাশ করবেন খুব শীঘ্রই; তবে গুপ্তভাবে | সকলেই তাঁকে চিনে উঠতে পারবে না | তবে ক্রমশ: পারবে |*
*((_তবে_)), জ্ঞানগঞ্জের সমস্ত ঈশ্বরস্বরূপ-মহাত্মা এবং আগত সমস্ত অবতারাদির একমাত্র 'পরিচালক' হতে চলেছেন 'শ্রীশ্রীঠাকুর শ্রীরামকৃষ্ণদেব' | তিনি মূলত 'ত্রি'তত্ত্বের মাধ্যমে ভগবদ্ভক্তদিগের উদ্ধারসাধন করবেন | এই 'ত্রিতত্ত্ব' হলেন: ভৃগু-নন্দী-কল্কি | এঁরা সকলেই বর্তমানে 'সাক্ষ্যাৎ ঈশ্বর' |*
*শ্রীশ্রীগুমনামী বাবা তাঁর ভবিষ্যৎবাণীতে বলেছিলেন, "এবারের কেন্দ্র বাংলা" | আমার মতে, (এপ্রিল থেকে জুনের মধ্যে) জগন্মাতা আশ্রম থেকেই 'কাজ' আরম্ভ হবে | কিন্তু, কিভাবে হবে সেটা জানি না |*
*[ অনুমানে বলছি,, মহাদেবের বাহন নন্দীকেশ্বর-ই 'পূর্ণতা' লাভের জন্য শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ স্বামী অভেদানন্দ হয়ে এসেছিলেন |*
*এই প্রসঙ্গে বলি: সাধনায় ''সিদ্ধি তথা পূর্ণতা" লাভের ৭ টি স্তর আছে | এইগুলি কিন্তু সিদ্ধিভূমি; সাধনভূমি নয় | (১)সিদ্ধিলাভ,, (২)মহাসিদ্ধিলাভ,, (৩)অতিসিদ্ধিলাভ,, (৪)পরমসিদ্ধিলাভ (ইহাই পূর্ণ-পরমহংস অবস্থা),, (৫)অবতারত্ত্ব,, (৬)অবতারীত্ব,, (৭)অবতারবরিষ্ঠতা | ]*
*স্বামী অদ্বৈতানন্দ দেহ রাখবার প্রাক্কালে শ্রীশ্রীঠাকুরকে দেখেন, গদা কাঁধে গদাধর | তাই দেখে তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, "আপনার কাঁধে গদা কেন?" ঠাকুর তার উত্তরে বলেছিলেন, "এবার এইরকমই | সব ভেঙে-চুরে নতুন করে গড়ব |" তাহলেই বুঝতে পারছেন যে, কি মহা-আলোড়ন আসতে চলেছে!!*
*শ্রীশ্রীমা সারদামনি দেবী এবং স্বামী বিবেকানন্দ দুইজনেই বলেছিলেন- "ঠাকুরের আবির্ভাবের সময় থেকে সত্যযুগের আরম্ভ হয়ে গিয়েছে |" সেইসাথে শ্রীশ্রীঠাকুর একাধিকবার উল্লেখ করেছিলেন তাঁদের পুনরাবির্ভাবের প্রসঙ্গ | এখন আমরা ঠিক যুগসন্ধ্যিক্ষণেই তো দাঁড়িয়ে আছি |*
*___🙏💥জয়তু শ্রীশ্রীঠাকুর-মা-স্বামীজী💥🙏___*
It's our songs of Andul Kali Kirtan Samity performed by our vocalist. It's composed by Sri Sri Premik Maharaj.
I am a south indian nd dont no bengali ...but still tears were rolling down my eyes
This song is very very nice....Prekim Maharaj was a true sadhak...Many of His songs are sung at Ramakrishna Math centres...Andul Kalikirtan Samity performs the songs of Premik Maharaj...Thank you for uploading such a nice song...And special thanks for providing the lyrics...
Shotti maa ke ta keo janena..... Tini je porom bromhomoyee, abar tini amader chotto uma..... ❤❤❤
JAI MAA !!! Koti Pranams on your lotus feet MAA.... She is also called Mahamaaya... The universe need ur blessings MAA.. 🙏🙏🙏🙏💐🌷🌺🌸🌼💮🌹🏵💫💞
Amar khub priyo ekti song choke jol ase maa go😪😪😪🌺🌺🙏🙏🙏
Though I don't understand Bangla but the song touched my heart. Thanks Thanks Thanks to connect us with Maa
Adv H.K. Sharma Thanks..
Language can never make a wall between the Mother and the son.
U r spiritual soul so u get good signal
Main b pr mujhe maa ke bhjan aise lgta h jaise mujhe smjh aa rhe h pr mujhe meaning pta ni h 😭😭🙏 ooo maa shyma maa kripa karo
জয় মা আনন্দময়ী, জয় প্রেমিক ঠাকুর, জয় গুরু পরম্পরা
Jai Maa Anandmayi Bhavtarani, Jai Jai Maa, JaiJai Maa🙏🙏🙏
the rythem of the song is very beautiful..
it's touch the heart.😊
जय माँ काली जय माँ काली जय
4:53 Maa looks so beautiful and cute in this roop.
খুব ভালো লাগলো।আন্দুল কালী কীর্তন আরো দেবেন ।
I love Maa Anandamayi with Her shawl!!!!!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
So true but iam at peace with it😊
jai ma Kali. you are great , mother and you are the creator of Brahma, Vishnu and Shiva because you are jogot jonini. jai ma jai maa
This song awakens so much devotion in the hear! Lovely images too :)
I love 💘 the Mother ❤
thank you halleygoswami...god bless..
beautiful bhajan... Jai Kali Maa
I searched the same in english . But have to hear bengali song. No no.
জয় মা 🙏
Mama save me
Protect me mama
শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ী
জাগ্রত কালী মন্দির, মায়ের অন্যতম পূণ্যতীর্থ ক্ষেত্র।
আনুমানিক ১৭৬০ সালে এ মন্দির প্রতিষ্ঠা করা হয়। দ্বীজ রাম প্রসাদ নামী একজন বীর সাধক মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কালীবাড়ী প্রতিষ্ঠাতা সাধক দ্বীজরাম প্রসাদ ‘চীন ক্রম’ নামের সাধন প্রণালীতে অভ্যস্ত ছিলেন। চীন ক্রম থেকেই চিনিশপুর গ্রামের নামকরণ হয়। তিনি নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। দেবীর অনুগ্রহ লাভ ও আদেশপ্রাপ্ত হয়ে চিনিশপুর গ্রামের জঙ্গলাকীর্ণ পরিবেশে আশ্রয় লাভ করেন। বট বৃক্ষটির নীচে পঞ্চমুখী আসন প্রস্তুত করে ইষ্ট দেবতার কৃপা লাভের সাধন-ভজন শুরু করেন। এক পর্যায়ে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে তিনি সিদ্ধিলাভ করেন। সেদিন ছিল মঙ্গলবার। এরপর থেকেই বটবৃক্ষটি জনসাধারণের নিকট তীর্থকেন্দ্র হিসেবে পরিচিত লাভ করতে শুরু করে। প্রতিদিন হাজারো নর-নারী বট বৃক্ষের নীচে সাধু দর্শনে ভীড় করতে থাকেন। ফলে তিনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ইষ্ট দেবতার নামে মন্দির প্রতিষ্ঠা করে দক্ষিণা কালী মূর্তি স্থাপন করেন। তখন থেকেই এ মন্দিরটি পরিচিতি পেয়ে আসছে।
চিনিশপুর কালীবাড়ীটিকে মায়ের লীলাক্ষেত্রও বলা হয়। এখানে মা তার ভক্তদের সাথে অনেক লীলা করেছেন। যেমন কালীবাড়ীর পুকুরে হাত দেখিয়ে তার ভক্তকে বলেছিলেন দেখ তোর শাঁখা আমি হাতে পরেছি।
জয় মা কালী, জয় মা তারা (শ্রীশ্রী চিনিশপুর জাগ্রত কালী মন্দির, চিনিশপুর, নরসিংদী, ঢাকা, বাংলাদেশ।)
এই চ্যানেল চালিয়ে যাওয়ার জন্য ও কালী মায়ের পাগল ভক্তদের মন্দিরের ভিডিও, শ্রী মদ্ভাগবত গীতা পাঠ, হরিনাম সংকর্তীন শুনতে এবং নতুন নতুন ডিভডিও দেখতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবক্রাইব করুন।
জয় মা কালী, জয় মা তারা
Hi... I don't understand Bengali... I love Sri Ramakrishna, can you suggest me some spiritual Kirtans and bhajans, that are easy to understand and melodious.. I love Maa tvam hi Tara and ek baar birajo maa hriday kamalasane!!
@@kuldeeplakhawat365 why ??? You don't understand bangla language....
I love also ramkrishna and sawmi babakananda....☺️😊
@@গল্পেভগবৎপ্রসঙ্গ no.. i m from Rajasthan
@@kuldeeplakhawat365you can play "project maya" , playlist of karakripananda maharaj, there are huge kali kirtans even you can play the song ke tumi balika bhuvan palika, naba sajal jal dhara kaay, khypar haat bazar, se ki emni Meyer meye, maa achen r ami achi bhabna ki r ache amr, bhab ki bhebe poran gelo , jekhane mayer nam sekhane Ananda dham, amra mayer chele etc etc
Joy Maa🙏🙏🌺🌺🌺🙏🙏🙏❤❤
जै काली मां
Namaskar
Enchanting
❤
🌺joy Ma Shamsundari 🌺
Who is listening to this in 2024?
Bro please say where you bought maaa Kali idol it was soo beautiful please say bro
MAA🙏🙏🙏
can u plz plz provide the lyrics.....love this :) jai ma
Humble request from any divine souls... Can anyone help with the lyrics.. Actually we need the explanation in English so that we could feel more the this lovely song... Pranams🙏🙏🙏🙏🙏
lyrics are in caption, check
Jay Divine Mother of the Universo.
Joi maa kali ke daya moi maa
Beautiful
🙏🙏🙏🙏
Maa aap apni Saran me rakhna maa
Joy maa sobaik bhalo rakho susttho rakho
जय मा कालि
🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹
Maaaaaa Tumi sobar
Maaaa....
🙏🌺🙏
Good ♨️♨️♨️
Maa.. Mahakali Maa.. Sabka bhala kare maa
Please give the lyrics. Joy Maa
Joi maa
It's not joi it's jai
জয় মা কালী
Beautiful...
JAI KALI MAA JAI MAA JAI MAA
Jai Maa, Jai Mahakali Maa!
Can you please upload the lyrics of this song? Thank you.......
jai maa kali
very Beautiful
my favorite "joy maa"
Ma
Jai Maa... Mahakali ...Sabbi ke Mongal karo Maa....
Halley ji, where is the Ma pratima at 5:13 located? Ye mandir kaha pe hai?
she is supreme divine
jai ma,amr ma
what is its lyricks
Bangla Lyrics:
মা তুমি কে কেউ জানেনা
ও মা তুমি কে কেউ জানেনা
ওমা নানা লোকে বলছে
ওমা নানা লোকে বলছে নানা
মা তুমি কে কেউ জানেনা।।
বেদাগমে পুরাণেতে মা,
বলে গেছে নানা থানা।।
হলো তাই যে তোমার অধিক মহিমা,
এই কথা তো কেউ বলেনা।।
মা তুমি কে কেউ জানেনা।
বেদান্তেতে আছে অন্ত মা,
তাও তো কভু যায় না শোনা।।
ওমা সাংক্ষ্য পাতঞ্জল মীমাংসায়,
মীমাংসা কিছুই হল না।।
মা তুমি কে কেউ জানেনা।
অনন্তরূপিনীর অন্ত মা,
বৈশেষিকেতেও মেলে না।।
ওমা চিদাকাশে যার যা ভাসে,
সেই তাদের বোধের সীমানা।।
মা তুমি কে কেউ জানেনা।
প্রেমিক বলে গোলেমালে মা,
ছেড়ে গেছে সব ক' জনা।।।
(ওমা)ব্রহ্মা বিষ্ণু শূলপাণি,
এরা স্বরুপ দেখতে সবাই কানা।।
মা তুমি কে কেউ জানেনা
ও মা তুমি কে কেউ জানেনা
ওমা নানা লোকে বলছে
ওমা নানা লোকে বলছে নানা
মা তুমি কে কেউ জানেনা।।
কথা-মহেন্দ্রনাথ(প্রেমিক)ভট্টাচার্য্য
English Translation:
Mother,nobody
knows who you really are
Different people describe you
variously,Scriptures.
fail to come to a conclusion.
The ultimate Truth is there
in the Vedanta
But it can never be known.
Whatever appears in the space of one's
consciousness
That is the limit of one's understanding.
Premik says,what all have managed
is only a confusion.
As for seeing Her true Form
Even Brahma,Vishnu,Maheswar
are all blind.'
Mahendranath (Premik) Bhattacarya
@@SKRifat_❤
Maa Durga tumi amar Maa Bhabatarini........
जय माता दी।
Add lyrics in English
check, caption.
I love you maa.very beautiful.
jha
Thank you! Is there any way you can also provide the bangla lyrics and name of the song? :) jai maa!
Bangla Lyrics:
মা তুমি কে কেউ জানেনা
ও মা তুমি কে কেউ জানেনা
ওমা নানা লোকে বলছে
ওমা নানা লোকে বলছে নানা
মা তুমি কে কেউ জানেনা।।
বেদাগমে পুরাণেতে মা,
বলে গেছে নানা থানা।।
হলো তাই যে তোমার অধিক মহিমা,
এই কথা তো কেউ বলেনা।।
মা তুমি কে কেউ জানেনা।
বেদান্তেতে আছে অন্ত মা,
তাও তো কভু যায় না শোনা।।
ওমা সাংক্ষ্য পাতঞ্জল মীমাংসায়,
মীমাংসা কিছুই হল না।।
মা তুমি কে কেউ জানেনা।
অনন্তরূপিনীর অন্ত মা,
বৈশেষিকেতেও মেলে না।।
ওমা চিদাকাশে যার যা ভাসে,
সেই তাদের বোধের সীমানা।।
মা তুমি কে কেউ জানেনা।
প্রেমিক বলে গোলেমালে মা,
ছেড়ে গেছে সব ক' জনা।।।
(ওমা)ব্রহ্মা বিষ্ণু শূলপাণি,
এরা স্বরুপ দেখতে সবাই কানা।।
মা তুমি কে কেউ জানেনা
ও মা তুমি কে কেউ জানেনা
ওমা নানা লোকে বলছে
ওমা নানা লোকে বলছে নানা
মা তুমি কে কেউ জানেনা।।
কথা-মহেন্দ্রনাথ(প্রেমিক)ভট্টাচার্য্য
English Translation:
Mother,nobody
knows who you really are
Different people describe you
variously,Scriptures.
fail to come to a conclusion.
The ultimate Truth is there
in the Vedanta
But it can never be known.
Whatever appears in the space of one's
consciousness
That is the limit of one's understanding.
Premik says,what all have managed
is only a confusion.
As for seeing Her true Form
Even Brahma,Vishnu,Maheswar
are all blind.'
Mahendranath (Premik) Bhattacarya
@@SKRifat_ Pls write the lyrics in English. It would be very helpful.
Maa Tumi Ke Keu Janena (amar)
Maa Tumi ke Keu jane....
O Maa Nana Loke Bolse, O maa nana loke bolse Nana....
(Maa tumi ke.......)
Bedagome purane te Maa bole geche
nana thana||
Holo tai je tomar odhik mohima
E kotha toh keu bole na||
(maa tumi ke.......)
Bedante te ache onto Maa
Tao to kovu jay na shona||
O ma shankho patonjol mimangshay,
Mimangsha kichui holona||
(Maa Tumi Ke Keu Jane na......)
Onontorupinir onto Maa,
Boisheshike teo mele naa||
Oma Chidakashe Jar Ja Vashe,
Sei Tader Bodher Simana||
(Maa Tumi ke Keu Jane na......)
Premik bole golemale Maa,
Chere gese shob ko'jonaa|
Oma Bromha, Vishnu, Shulopani,
Era Sworup dekhte sobai kana||
(Maa Tumi Ke Keu Jane na (amar)
Maa Tumi Ke Keu jane...
oma Nana loke bolse,
oma nana loke bolse nana..
(Maa Tumi Ke Keu jane na............)
@@SKRifat_ Thank you.
@@SKRifat_ their is one another request, two another songs are their by the same uploader known as kali Krishna leela, would you kindly write the lyrics for the song- maa amar je krishno holo in english. Pls it will be very helpful.
JAI Maa!!!
Yr this song too good
l
jai maa
Ma tomay Jano chinte and janate pari
@sidbeckons25 Sorry for the spelling mistake..it should be Premik Maharaj..
Jai maa kali🙏🙏
Ma tumi k keu jane na,,,,,Ma ma ma ma ma ma
Maa rokha koro
Sarup Banik the
lyrics pls
welcome4813 ma amar ma
Bangla Lyrics:
মা তুমি কে কেউ জানেনা
ও মা তুমি কে কেউ জানেনা
ওমা নানা লোকে বলছে
ওমা নানা লোকে বলছে নানা
মা তুমি কে কেউ জানেনা।।
বেদাগমে পুরাণেতে মা,
বলে গেছে নানা থানা।।
হলো তাই যে তোমার অধিক মহিমা,
এই কথা তো কেউ বলেনা।।
মা তুমি কে কেউ জানেনা।
বেদান্তেতে আছে অন্ত মা,
তাও তো কভু যায় না শোনা।।
ওমা সাংক্ষ্য পাতঞ্জল মীমাংসায়,
মীমাংসা কিছুই হল না।।
মা তুমি কে কেউ জানেনা।
অনন্তরূপিনীর অন্ত মা,
বৈশেষিকেতেও মেলে না।।
ওমা চিদাকাশে যার যা ভাসে,
সেই তাদের বোধের সীমানা।।
মা তুমি কে কেউ জানেনা।
প্রেমিক বলে গোলেমালে মা,
ছেড়ে গেছে সব ক' জনা।।।
(ওমা)ব্রহ্মা বিষ্ণু শূলপাণি,
এরা স্বরুপ দেখতে সবাই কানা।।
মা তুমি কে কেউ জানেনা
ও মা তুমি কে কেউ জানেনা
ওমা নানা লোকে বলছে
ওমা নানা লোকে বলছে নানা
মা তুমি কে কেউ জানেনা।।
কথা-মহেন্দ্রনাথ(প্রেমিক)ভট্টাচার্য্য
English Translation:
Mother,nobody
knows who you really are
Different people describe you
variously,Scriptures.
fail to come to a conclusion.
The ultimate Truth is there
in the Vedanta
But it can never be known.
Whatever appears in the space of one's
consciousness
That is the limit of one's understanding.
Premik says,what all have managed
is only a confusion.
As for seeing Her true Form
Even Brahma,Vishnu,Maheswar
are all blind.'
Mahendranath (Premik) Bhattacarya
Joy maa
Was this one of the songs sung by Shri Ramakrishna Paramhansa?
+Baki Pest Prekim Maharaj
may I know who wrote this song?
JOY MA TARA
Pls upload the lyrics.
Maa
Maaa
who is the singer? is it from Ramakrishna Mission?
No, not from the Ramakrishna mission but the singers are from Andul Kalikirtan samity -indeed they perform in many events of Ramakrishna mission.
maa
Mrinal dalai
জয় মা কালী
Maa
Jai maa
শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ী
জাগ্রত কালী মন্দির, মায়ের অন্যতম পূণ্যতীর্থ ক্ষেত্র।
আনুমানিক ১৭৬০ সালে এ মন্দির প্রতিষ্ঠা করা হয়। দ্বীজ রাম প্রসাদ নামী একজন বীর সাধক মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কালীবাড়ী প্রতিষ্ঠাতা সাধক দ্বীজরাম প্রসাদ ‘চীন ক্রম’ নামের সাধন প্রণালীতে অভ্যস্ত ছিলেন। চীন ক্রম থেকেই চিনিশপুর গ্রামের নামকরণ হয়। তিনি নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। দেবীর অনুগ্রহ লাভ ও আদেশপ্রাপ্ত হয়ে চিনিশপুর গ্রামের জঙ্গলাকীর্ণ পরিবেশে আশ্রয় লাভ করেন। বট বৃক্ষটির নীচে পঞ্চমুখী আসন প্রস্তুত করে ইষ্ট দেবতার কৃপা লাভের সাধন-ভজন শুরু করেন। এক পর্যায়ে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে তিনি সিদ্ধিলাভ করেন। সেদিন ছিল মঙ্গলবার। এরপর থেকেই বটবৃক্ষটি জনসাধারণের নিকট তীর্থকেন্দ্র হিসেবে পরিচিত লাভ করতে শুরু করে। প্রতিদিন হাজারো নর-নারী বট বৃক্ষের নীচে সাধু দর্শনে ভীড় করতে থাকেন। ফলে তিনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ইষ্ট দেবতার নামে মন্দির প্রতিষ্ঠা করে দক্ষিণা কালী মূর্তি স্থাপন করেন। তখন থেকেই এ মন্দিরটি পরিচিতি পেয়ে আসছে।
চিনিশপুর কালীবাড়ীটিকে মায়ের লীলাক্ষেত্রও বলা হয়। এখানে মা তার ভক্তদের সাথে অনেক লীলা করেছেন। যেমন কালীবাড়ীর পুকুরে হাত দেখিয়ে তার ভক্তকে বলেছিলেন দেখ তোর শাঁখা আমি হাতে পরেছি।
জয় মা কালী, জয় মা তারা (শ্রীশ্রী চিনিশপুর জাগ্রত কালী মন্দির, চিনিশপুর, নরসিংদী, ঢাকা, বাংলাদেশ।)
এই চ্যানেল চালিয়ে যাওয়ার জন্য ও কালী মায়ের পাগল ভক্তদের মন্দিরের ভিডিও, শ্রী মদ্ভাগবত গীতা পাঠ, হরিনাম সংকর্তীন শুনতে এবং নতুন নতুন ডিভডিও দেখতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবক্রাইব করুন।
জয় মা কালী, জয় মা তারা
Joy ma
jai maa kali
maa
Jai maa