এত সহজে কেউ বোঝাবে না, অনেক ধন্যবাদ। আপনার মত মানুষ প্রতি জেলায় যদি একজন থাকত পশ্চিমবঙ্গের চেহারা বদলে যেত।অনেক কার্যকরী ও সুন্দর প্রতিবেদন। ফলতার কোথায় বাড়ী, কিভাবে যাব যদি জানাতেন ,খুব ভাল হত।
খুব ভালো লাগল ।আমার মশলা চাষের ব্যাপারে উত্তর পেয়ে সংগে ছাগলের বিষঠা জৈব সার হিসেবে ব্যবহার করার পদ্ধতি জেনে ।আপনার মতো ব্যস্ত মানুষ যে সময বার করে আমার প্রশ্ন র উত্তর দিয়েছেন এতে আমি কৃতজ্ঞ ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
স্যার আমি পিয়ারুল ইসলাম বাংলাদেশ রাজশাহি থেকে। আমার সালাম নিবেন।আমি কৃষি কাজের সাথে ১বছর থেকে জড়িত আমার ৫বিঘা জমি ও ৩টি পুকুর আছে পারিবারিক সম্পত্তি আমি আপনার ভিডিওগুলো দেখি নতুন নতুন ফসল চাষ সম্পর্কে জানতে পারি। আমার ভালো লাগে আপনার এডভাইসগুলো। আমার সম্মলিত কৃষি খামার তৈরির ইচ্চে আছে। আমার জন্য দোয়া করবেন। ভাল থাকবেন স্যার।
খুব খুব ভালো কথা । এখন শুধু সবজি চাষ বা ধান চাষ বা ফল চাষ নিয়ে কৃষি কাজ নয় । মাছ চাষ, হাঁস- মুরগি পালন , পশুপালন ইত্যাদি সবকিছু নিয়েই কিন্তু এখন এগ্রিকালচার , আর এই মিশ্র চাষ করেই তবে আপনি ভালো আয় করতে পারবেন কথা দিলাম। একটায় লোকসান হলে অন্য দিকে অনেক লাভ হবে ।ঠকে যাওয়ার ব্যাপার নেই। আপনার সংসারে বেশি স্বচ্ছলতা আনতে পারবেন। আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
@@farmingadviseranathhalder7579 সবসময় আপনাকে দেখেছি এবং আপনার কথা শুনছি আর অবশ্যই আপনাকে ভালো থাকতে হবে নতুন আপডেটের জন্য। ধন্যবাদ, উত্তম, পীরগাছা, রংপুর।
আমার টমেটো চারা সবে এক ইঞ্চি, টবে করব যেভাবে বলবেন। ডাক্তারবাবু, আপনার পাশের পেয়ারা গাছটার দিকে তাকিয়ে ছিলাম, খুব সুন্দর, তাজা। পেয়ারা নিয়ে কিছু বলুন এবার , অপেক্ষায় আছি 🙏
সার আমি চাষ চেড়ে দিয়েচি আপনার বিডিও দেখে আবার পিরে এসেচি এখন লাখ লাখ টাকা ইনকাম করচি আপনাকে কিচু টাকার ভাগ দিতে চাই কি বলে আপনাকে ধন্যবাদ দিব বুজে পাচচি না আপনার অবধানে আমার সম্মান অনেক বেড়েছে সবাই আমাকে ওস্তাদ বলে ডাকে
দাদা আমি সঞ্জয় বাংলাদেশ থেকে বলছি। আমার ১৪বছর বয়সের ৬০টি দেশি ও বোম্বাই জাতের লিচু গাছ আছে। কিন্তু আমার পরিচর্যার কোন অভাব রাখিনা। তার পরেও আমার গাছের মুকুল ও ফল ঝরা রোধ করতে পারিনা। এ বিষয়ে একটি ভিডিও তৈরি করলে বড় উপকৃত হবে। আপনার ভিডিও গুলো দারুণ তাই অনুরোধ রইল আপনার কাছে। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
দাদ আমি আপনার একজন নিয় মিত ছাএ, আমি দুই তিন বছর ধরে আপনার অনুষ্ঠান দেকছি বাংলাদেশ থেকে। কিন্তুু সাহস করে টমেটু চাষ করতে পরছিনা।তবে এখন ২০২৩ সাল এবার করব ইনশাআল্লাহ্। আপনার মত করে দেখি পরী কিনা
Dada, khub bhalo laglo.. jodio ami tobe shokhe ei sob gach kori, dekhi ebare asa kori bhalo korte parbo, etodin, kokhono fol hoto, kokhono hoto na.. apnar tob er tomato chas er video r opekhay roilam
স্যার আদাব, আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো। আমি আজ এই মাসে টমেটো চারা তৈরীর প্রস্তুতি নিচ্চি। বাহুবলী জাতটি করতে চাই। আপনি যেভাবে বললেন সেভাবে করলে কি চারা লাগাতে পারি? বাংলাদেশে codomonas এর বিকল্প টা কি একটু বলবেন?
সিউডোমোনাস ফ্লুরোসেন্স পাউডার ও Tricoderma viridi পাউডার দুটো গোবর সার বা জৈব সারের সঙ্গে মিশিয়ে মাদাতে চারা বসানোর সময় দু মুঠো ঐ মাদাতে দিয়ে চারা বসাবেন। একমাস পরে রাসায়নিক সার ব্যবহার করবেন।
নমস্কার আমি দেবাশিষ রায়। আমি 1আগস্ট syngenta 7022টমেটো বীজ চারা করেছি,চারা বর্তমান প্রায় এক আঙ্গুল।চারা খুব সুন্দর হয়েছে আপনি যে ভাবে মাটি তৈরি করে চারা লাগাছেন আমিও কি 25-30দিন পরে ওই ভাবে লাগাবো।এই ভিডিওটা আমি দিনে একবার দেখি যাতে আমাকে ঠকতে না হয়।তার পরে তো আপনি আছেন ভয় করিনা।মাটি কত দিন আগে তৈরি করবো আরো কিছু করতে হলে বলবেন।ভিডিওতে যা বলা আছে সব জোগাড় করেছি। স্যার ভালো থাকবেন ধন্যবাদ।
Nomoskar sir ,Borsha kale ami tomato (F1)chas kore chhilam. Kintu amar plant gulo sob dhole pora (dumping off ) asukhe more jaie jar fole ami arthik vabe khoti grosto hoie. Tar por theke r gorom kale chas korini. amar prosno ei asukh ti theke bachar upai bolle upokrito hoi. valo thakun.
Apurbo ! Ki sundor bhabey explain koren. Sakolei bhujhtey parbey. Holud Gacher video - r apekkhay chilam. Ekhon ki holud lagano jabey ? Ami holud kinechi kintu konotatei to chokh dekhchina. Amar khub jantey iccha apni bollen holud kenen na. Baritey ki bhabey khaowar upojukto koren sei process ta ekta Jodi bolten ! Many thanks.
আমি অবশ্যই দেখাবো আমার কিছু হলুদ গাছ গত সপ্তাহে লাগালাম বাড়িতে খাবার জন্য রেখেছিলাম কাঁচা হলুদ আমার স্ত্রী সকালে খায় অনেকগুলো আছে সেই জন্য বলল এগুলো বসিয়ে দাও ।আমি গত সপ্তাহে বসিয়েছি আর দুমাস আগে যেগুলো বসেছি তার পরিচর্যা করব এবং আমরা ঐ বাড়িতে কিভাবে হলুদ খাবার উপযুক্ত করি সেগুলো দেখাব আপনাদের ভালো থাকবেন
আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলা থেকে বলছি।প্রথমে আপনার ভিডিওর জন্য ধন্যবাদ। ট্রাইকোডার্মা পাউডার কিভাবে টমেটো ক্ষেতে প্রয়োগ করবো একটু জানালে আনন্দিত হবো।
শুধু tricoderma viridi নয় সেই সঙ্গে সিউডোমোনাস ফ্লুরোসেন্স ও অবশ্যই ব্যবহার করতে হবে। গোবর সার এর সঙ্গে বা জৈব সারের সঙ্গে বিঘাপ্রতি ব্যবহার করতে হলে এক কেজি ও এক কেজি যে কোনো জৈব সারের সঙ্গে মিশিয়ে সাত দিন ছায়া জায়গায় রেখে জল ছড়া দেবেন। তারপর প্রতি মাদায় 150 গ্রাম দিয়ে চারা বসাবেন।সহজে চারা মারা যাবে না।
ধন্যবাদ স্যার আমি ২০০০ টমেটো চারা রোপন করবো ইনশাআল্লাহ। cidomas এবং Tricodarma কি মাটির সাথে মিশিয়ে দেয়া যাবে? cidomonas জিনিস টা বুঝলাম না। বিকল্প নামটা কি একটু বলবেন?
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ স্যার, CO..... 1458 জাত কি বাংলাদেশে পাওয়া যাবে? অথবা আমি কোথায় থেকে সংগ্রহ করতে পারব। দয়া করে বলবেন স্যার।
চার ভাগ গোবর সার,তিন ভাগ মাটি,দুই ভাগ বালি,এক ভাগ কোকোপিট,100 গ্রাম সর্ষে খোল ও নিম খোল দিয়ে মিশিয়ে মাটি তৈরি করেছি।এই মাটিতে কুমড়ো চারা লাগালে ফল বা গাছ তেতো হবে?
Tobe tometo gach lagiachi ek mash holo. Apnar vdo ta darun upokar korlo. Apnar Tobe gacher vdo kobe pabo? Ekhuni ki rog pokar janyo kichu debo? Ami nimpata,korpur ,holud dia kitnashok kore fridge a rekhechi,seta debo?vermi,sobjipocha jal dichhi.
Sir sustha achen asa kri. Sir coco peat r vermi/gobor Saar die ki ki gach kara samvab. R tader variant gulo r naam/id Egulo nie 1 video banaben please??????🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আনবো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আমি কি চাপের মধ্যে আছি। জানি না কত দিন আর সামলাতে পারবো। গ্রামের মানুষদেরকে দেখতে হয় আমাকে আবার কোম্পানির চাষবাসও দেখছি। ভিডিও করার অনেক ইচ্ছা আছে। কিন্তু সময়ের অভাবে ভিডিও আনতে পারছি না। কিছু মনে করবেন না আমি চেষ্টা করবো। ভালো পরামর্শ দিয়েছেন। ভালো থাকুন দিদিমণি, আর এগিয়ে চলুন । একজন বয়স্ক কৃষি পরামর্শদাতার শুভাকাঙ্ক্ষা রইল।
@@farmingadviseranathhalder7579 Amar knowledge 0 chilo Ei sab byapar e .. apnar theke sikhechi. Apni ekjan valo teacher r asamvab humble ekjn manush. Apni sustha thakun. Jakhn time paben video banaben, chaap neben na . You need rest also. 🙏🏽🙏🏽🙏🏽 pranam neben sir
আপনি আমাদের রামকৃষ্ণ বিদ্যাপীঠ এর স্যার, আপনার ক্লাস করে আমরা ধন্য হয়েছি।
ভালো থেকো এগিয়ে চলো চাষবাস ছেড়ো না।
আপনার mobile number
@@farmingadviseranathhalder7579 LG
Great sir
কাকু আপনার কাছে হাতে-কলমে কি ট্রেনিং নেওয়া যাবে ?
অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম।
খুবই উৎসাহিত হই আপনার ভিডিওগুলো থেকে।
এত সহজে কেউ বোঝাবে না, অনেক ধন্যবাদ। আপনার মত মানুষ প্রতি জেলায় যদি একজন থাকত পশ্চিমবঙ্গের চেহারা বদলে যেত।অনেক কার্যকরী ও সুন্দর প্রতিবেদন।
ফলতার কোথায় বাড়ী, কিভাবে যাব যদি জানাতেন ,খুব ভাল হত।
দক্ষিণ 24 পরগনা ফলতা ব্লকে মল্লিকপুর এ কাছে ধন্যবাদ ভাল থাকবেন পরিস্থিতি স্বাভাবিক হলে আসবেন
sir, মল্লিকপুর এর কোথায় ,আমার বাড়ি asta গ্রামে
Mohirampur mor theke 5 minutes lagbe sir er bari jete.
Dadu amar deser bari moutpur kothay adress ta aktu bolun na
@@suvenduparui2546 onar ph. No. ektu deben
অত্যন্ত উপকারী একটি ভিডিও যারা টমেটো করতে চাচ্ছে
অসাধারন কাকু, আপনি সহজ সরল ভাবে বুঝিয়ে দেন, ভালো থাকবেন।
আমি আপনার সব ভিডিও দেখি।আপনি মন খুলে সব কিছু বলেন।এমন আর কেউ করে না।❤❤❤❤❤❤❤
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
বাংলাদেশ থেকে দেখছি ধন্যবাদ স্যার৷
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
এতো দিন কোথায় ছিলেন ।আপনি সবার সেরা ।একটা রাসায়নিক সারের মিশ্রণ বলে দেবেন সমস্ত ফুল গাছের জন্যে
10 26 26 IFFCOকোম্পানি বা ইন্দরামা কোম্পানি যে কোন একটা কোম্পানির নিলে হবে
Darun valo kore apni bojhan sir apni .
ভিডিওটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ।সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
স্যার প্রতিদিন অন্তত একটা ভিডিও রাখার চেষ্টা করুন, ধন্যবাদ.....
Khub darun legeche apnar video ta..🙏
বৃষ্টি গেলে যদি টমেটো চাষ করতে হয় তাহলে কোন মাসে চারাটা ফেলতে হবে যেন বৃষ্টির আগে লাগানো যায়
valo laglo aamr khub kaje lagbe
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
সত্যি দাদা আপনার ভিডিওর অপেক্ষায় থাকি । না পেলে ভালো লাগে না।
ধন্যবাদ ভালো থাকবেন
প্রবীনদের অভিজ্ঞতা নবীনদের জন্য অমুল্য সম্পদ। আপনার মঙ্গল কামনা করি।
Bhalo thakbe saporibare. Dhanyabad.
@@farmingadviseranathhalder7579 ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ
ছাদ বাগানীদের জন্য একটু ভিডিও করলে ভালো হয় কাকু।
প্রতিবেদনটা সুন্দর হয়েছে
🌹🌹🌹🌹🌹🌹🌹🇧🇩
কৃষি ও মানুষ চেনেলের পখ থেকে ধন্যবাদ
ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
আপনার ভিডিও না দেখতে পেলে মন টা ছটপট করে...
ধন্যবাদ ভালো থেকো
Aapnar contact no. pete pari....
দাঁতের উপশন (ব্যাথার) ধরকার
দাদু খুব ভাল লেগেছে আমি হলদিয়া থেকে বলছি
Sir, যদি সম্ভব হয়, আপনার ফোন নাম্বার দিলে ভালো হয়। অসুবিধা হলে জানাব।
খুব ভালো লাগল ।আমার মশলা চাষের ব্যাপারে উত্তর পেয়ে সংগে ছাগলের বিষঠা জৈব সার হিসেবে ব্যবহার করার পদ্ধতি জেনে ।আপনার মতো ব্যস্ত মানুষ যে সময বার করে আমার প্রশ্ন র উত্তর দিয়েছেন এতে আমি কৃতজ্ঞ ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
আপনারাও সপরিবারে ভালো থাকবেন ধন্যবাদ জানাই।
আমার চমেটা গাছে ফুল ভরে আছে কিন্তু একটি ও ফল ধরছে না কি করবো একটু জানাবেন।
এবার ধরবে একটু ঠাণ্ডা আসছে এবার ধরবে কিছু করবেন না।
Ko
Khub khub valo naglo sir ami Bangladesh theke apnar sob video gulo dekhi
স্যার আপনার ফোন নম্বর টা খুব দরকার কারণ আমি কীটনাশক এর দোকান করতে যাচ্ছি
Khub sundor video dada🌹❤️
ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
স্যার
আমি পিয়ারুল ইসলাম
বাংলাদেশ রাজশাহি থেকে। আমার সালাম নিবেন।আমি কৃষি কাজের সাথে ১বছর থেকে জড়িত আমার ৫বিঘা জমি ও ৩টি পুকুর আছে পারিবারিক সম্পত্তি আমি আপনার ভিডিওগুলো দেখি নতুন নতুন ফসল চাষ সম্পর্কে জানতে পারি। আমার
ভালো লাগে আপনার এডভাইসগুলো। আমার সম্মলিত কৃষি খামার তৈরির ইচ্চে আছে। আমার জন্য দোয়া করবেন। ভাল থাকবেন স্যার।
খুব খুব ভালো কথা ।
এখন শুধু সবজি চাষ বা ধান চাষ বা ফল চাষ নিয়ে কৃষি কাজ নয় ।
মাছ চাষ, হাঁস- মুরগি পালন , পশুপালন ইত্যাদি সবকিছু নিয়েই কিন্তু এখন এগ্রিকালচার ,
আর এই মিশ্র চাষ করেই তবে আপনি ভালো আয় করতে পারবেন কথা দিলাম। একটায় লোকসান হলে অন্য দিকে
অনেক লাভ হবে ।ঠকে যাওয়ার ব্যাপার নেই।
আপনার সংসারে বেশি স্বচ্ছলতা আনতে পারবেন।
আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
ধন্যবাদ স্যার কেমন আছেন। এই ভিডিওটি দেখানোর জন্য ধন্যবাদ।
আপনাকে ও ধন্যবাদ জানাই ভালো থাকুন
khoob informative Sir. Thank you.
আপনাকেও ধন্যবাদ জানাই।
@@farmingadviseranathhalder7579 anath. Halder
অসাধারণ ভিডিও। খুব ভালো লাগলো। টবে টমেটো লাগাবো।
আগেই লাইক দিলাম
ধন্যবাদ ভালো থেকো দিদিমণি।
খুব ভালো লাগলো স্যার ধন্যবাদ আপনাকে
আপনার অপেক্ষায় থাকি দাদু
ধন্যবাদ
Many many thanks dada.
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন।
চলুন সকলে এগিয়ে চলি।
Sar apni great,,,,,
আল্লাহ আপনার মঙ্গল করুন । চলুন সকলে এগিয়ে চলি।
Sir, darun...confidence dekhe bhorsha pachhi
সপরিবারে ভালো থাকবেন সেইসঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই
Khub Bhalo laglo, apner kache jaoar iccha railo.
ধন্যবাদ
Apni khub valo thakben kaku.
তোমরাও সপরিবারে ভালো থেকো ধন্যবাদ জানাই
আপনি সত্যিই শিক্ষক বোকা লোকেও বুঝতে পারবে ধন্যবাদ প্রনাম নেবেন
Excellent work 👍
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
আর ও এরকমের সুন্দর ভিডিও দেখান সার
আচ্ছা চেষ্টা করবো।
ভালো থাকুন আর এগিয়ে চলুন।
ধন্যবাদ দাদা। আপনার জেদ আমাদের প্রচেষ্টা সফল হোক ।
হ্যাঁ অবশ্যই করবো।
ধন্যবাদ স্যার
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।
ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো ভালো থাকবেন। ছাদে র ভিডিওর অপেক্ষা রইলাম।
হ্যাঁ ভিডিও তৈরি করব
Thanks sir, really your video make the farmer confident and bravy.
Thank you very much and be happy in life
Uponaka osas dhonabad Sir .
ধন্যবাদ জানাই ভাল থাকবেন
অসাধারণ!
ধন্যবাদ জানাই।
@@farmingadviseranathhalder7579 সবসময় আপনাকে দেখেছি এবং আপনার কথা শুনছি আর অবশ্যই আপনাকে ভালো থাকতে হবে নতুন আপডেটের জন্য। ধন্যবাদ, উত্তম, পীরগাছা, রংপুর।
Kaku apne khub valo thakun ami aga e Tomato tree chara kora che thank you kaku apne khub valo thakun ami apnar sob video dake
ধন্যবাদ ভালো থাকবেন
খুব সুন্দর স্যার
#SokherBagan
ধন্যবাদ ভালো থাকবেন।
Many many thanks sir..
আপনাকেও ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
Excellent Experience Sir,
I wait for your video.
Thank you
আমার টমেটো চারা সবে এক ইঞ্চি, টবে করব যেভাবে বলবেন। ডাক্তারবাবু, আপনার পাশের পেয়ারা গাছটার দিকে তাকিয়ে ছিলাম, খুব সুন্দর, তাজা। পেয়ারা নিয়ে কিছু বলুন এবার , অপেক্ষায় আছি 🙏
khub bhalo video banche apni.. kintu video gulo onek boro.. 10minutes er kom hole bhalo hoi
দারুণ video! অনেক ধন্যবাদ!!!!! 👍
Thanks sir
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি ।
সার আমি চাষ চেড়ে দিয়েচি আপনার বিডিও দেখে আবার পিরে এসেচি এখন লাখ লাখ টাকা ইনকাম করচি আপনাকে কিচু টাকার ভাগ দিতে চাই কি বলে আপনাকে ধন্যবাদ দিব বুজে পাচচি না আপনার অবধানে আমার সম্মান অনেক বেড়েছে সবাই আমাকে ওস্তাদ বলে ডাকে
আমাকে কিছু দিতে হবে না।
তুমি এগিয়ে চলো।
আরো বড়ো হও এই কামনা করবো।
Very good sir Jay Jagannath
Thank you
Sir rasayonik sarer sathe trichodarmaviridi deyoa jabe bolben please
Darun
Good job
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
দাদা আমি সঞ্জয় বাংলাদেশ থেকে বলছি। আমার ১৪বছর বয়সের ৬০টি দেশি ও বোম্বাই জাতের লিচু গাছ আছে। কিন্তু আমার পরিচর্যার কোন অভাব রাখিনা। তার পরেও আমার গাছের মুকুল ও ফল ঝরা রোধ করতে পারিনা। এ বিষয়ে একটি ভিডিও তৈরি করলে বড় উপকৃত হবে। আপনার ভিডিও গুলো দারুণ তাই অনুরোধ রইল আপনার কাছে। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
দাদ আমি আপনার একজন নিয় মিত ছাএ, আমি দুই তিন বছর ধরে আপনার অনুষ্ঠান দেকছি বাংলাদেশ থেকে। কিন্তুু সাহস করে টমেটু চাষ করতে পরছিনা।তবে এখন ২০২৩ সাল এবার করব ইনশাআল্লাহ্। আপনার মত করে দেখি পরী কিনা
অবশ্যই অবশ্যই চাষ করে এগিয়ে যাবেন।
শুধু আমার ভিডিও দেখে এগিয়ে চলুন
নিশ্চয়ই সফল হবেন।
আপনার কৃষি বিষয়ে আলোচনা গুলো
খুব ভালো লাগে
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
Dada, khub bhalo laglo.. jodio ami tobe shokhe ei sob gach kori, dekhi ebare asa kori bhalo korte parbo, etodin, kokhono fol hoto, kokhono hoto na.. apnar tob er tomato chas er video r opekhay roilam
হ্যাঁ শীঘ্রই ভিডিও দেখবেন।
Sir আপনার ভিডিওতে আজ প্রথম কমেন্ট করছি পৌষ মাসে টমেটো চাষের পদ্ধতি বলেন
আর কুড়ি দিনের মধ্যে আপনাকে বালাজি অথবা 501 এই দুটো জাত লাগাতে হবে। এ ব্যাপারে আমি অবশ্যই ভিডিও করে জানাবো ধন্যবাদ।
।
স্যার আদাব,
আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো।
আমি আজ এই মাসে টমেটো চারা তৈরীর প্রস্তুতি নিচ্চি। বাহুবলী জাতটি করতে চাই।
আপনি যেভাবে বললেন সেভাবে করলে কি চারা লাগাতে পারি?
বাংলাদেশে
codomonas এর বিকল্প টা কি একটু বলবেন?
সিউডোমোনাস ফ্লুরোসেন্স পাউডার ও
Tricoderma viridi পাউডার দুটো গোবর সার বা জৈব সারের সঙ্গে মিশিয়ে মাদাতে
চারা বসানোর সময় দু মুঠো ঐ মাদাতে
দিয়ে চারা বসাবেন।
একমাস পরে রাসায়নিক সার ব্যবহার করবেন।
বাগান বিলাস নিয়ে একটা ভিডিও করুন প্লিজ
Sir, carry on calture. Super.
Thank you
❤️❤️
নমস্কার আমি দেবাশিষ রায়।
আমি 1আগস্ট syngenta 7022টমেটো বীজ চারা করেছি,চারা বর্তমান প্রায় এক আঙ্গুল।চারা খুব সুন্দর হয়েছে আপনি যে ভাবে মাটি তৈরি করে চারা লাগাছেন আমিও কি 25-30দিন পরে ওই ভাবে লাগাবো।এই ভিডিওটা আমি দিনে একবার দেখি যাতে আমাকে ঠকতে না হয়।তার পরে তো আপনি আছেন ভয় করিনা।মাটি কত দিন আগে তৈরি করবো আরো কিছু করতে হলে বলবেন।ভিডিওতে যা বলা আছে সব জোগাড় করেছি।
স্যার ভালো থাকবেন ধন্যবাদ।
আপনি অনবদ্য।
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।
Nice
Nomoskar sir ,Borsha kale ami tomato (F1)chas kore chhilam. Kintu amar plant gulo sob dhole pora (dumping off ) asukhe more jaie jar fole ami arthik vabe khoti grosto hoie. Tar por theke r gorom kale chas korini. amar prosno ei asukh ti theke bachar upai bolle upokrito hoi. valo thakun.
আমার অতি বর্ষার হাত থেকে সবজি গাছকে কিভাবে বাঁচাবেন এই ভিডিওটা দেখলে পরিষ্কার ধারণা তৈরি হবে।
Sir kochu ga6er pori chorjar akta vdo bana
দাদা আপনার সহজ সরল ভিডিও খুব উপকার হচ্ছে আমাদের জন্য। কিন্তু ট্রাইকোডার্মা দিলে কি এডমায়ার দিয়ে চাড়া শোধন করা যাবে?
ধন্যবাদ ভেঙে বলার জন্য
Ok
Apurbo ! Ki sundor bhabey explain koren. Sakolei bhujhtey parbey. Holud Gacher video - r apekkhay chilam. Ekhon ki holud lagano jabey ? Ami holud kinechi kintu konotatei to chokh dekhchina. Amar khub jantey iccha apni bollen holud kenen na. Baritey ki bhabey khaowar upojukto koren sei process ta ekta Jodi bolten ! Many thanks.
আমি অবশ্যই দেখাবো আমার কিছু হলুদ গাছ গত সপ্তাহে লাগালাম বাড়িতে খাবার জন্য রেখেছিলাম কাঁচা হলুদ আমার স্ত্রী সকালে খায় অনেকগুলো আছে সেই জন্য বলল এগুলো বসিয়ে দাও ।আমি গত সপ্তাহে বসিয়েছি আর দুমাস আগে যেগুলো বসেছি তার পরিচর্যা করব এবং আমরা ঐ বাড়িতে কিভাবে হলুদ খাবার উপযুক্ত করি সেগুলো দেখাব আপনাদের ভালো থাকবেন
খুব ভালো লাগলো,বিন গাছ নিয়ে কিছু যদি বলেন তো খুব ভালো হয়।
হ্যাঁ বিন গাছ নিয়ে আমি বলব শীঘ্রই আসলে লকডাউন এর জন্য আনতে যেতে পারছিনা। ধন্যবাদ জানাই ভালো থাকবে।
গ্রীষ্মকালীন টমেটো নিয়ে একটা ভিডিও বানান প্লিজ।
গ্রীষ্মকালীন টমেটো কি শেড এর নিচে ছাড়া হবেনা ?
ভালো জাতের বীজ আছে যেগুলো গৃষ্ণ কালে হয় ,,
Thank-you sir
জমি তে পলি থিন পেপার দিয়ে সবজি চাষ করার জন্য একটা ভিডিও করলে ভালো হয় sir
এখন তো লকডাউন এবং করোনা সমস্যা পলিথিন আনতে পারছি না এজন্য আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে
Dhan er shosak pakar janno oshud balla valo hay
অসাধারণ 🙏🙏🙏🙏
Bhalo thakbe. Dhanyabad.
@@farmingadviseranathhalder7579 sir আমন ধানে মাজরা পোকা নিবারণে জৈব পদ্ধতি সম্পর্কে জানতে চাই
sir অসময়ে বাঁধাকপির একটি ভিডিও দিন
অবশ্যই অবশ্যই ভিডিও আনবো।
Sir দড়ি বাধার পদ্ধতি টা একবার দেখাবেন এবছর টমেটার মার্কেট ভালো থাকা স্বত্তেও ফল ভর্তি গাছ আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য ছেড়েদিয়েছি বাধ্য হয়ে।
আচ্ছা ভিডিও করে জানাবো।
আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলা থেকে বলছি।প্রথমে আপনার ভিডিওর জন্য ধন্যবাদ।
ট্রাইকোডার্মা পাউডার কিভাবে টমেটো ক্ষেতে প্রয়োগ করবো একটু জানালে আনন্দিত হবো।
শুধু tricoderma viridi নয়
সেই সঙ্গে সিউডোমোনাস ফ্লুরোসেন্স ও অবশ্যই ব্যবহার করতে হবে।
গোবর সার এর সঙ্গে বা জৈব সারের সঙ্গে বিঘাপ্রতি ব্যবহার করতে হলে
এক কেজি ও এক কেজি যে কোনো জৈব সারের সঙ্গে মিশিয়ে সাত দিন ছায়া জায়গায় রেখে জল ছড়া দেবেন।
তারপর প্রতি মাদায় 150 গ্রাম দিয়ে চারা বসাবেন।সহজে চারা মারা যাবে না।
ধন্যবাদ স্যার
আমি ২০০০ টমেটো চারা রোপন করবো ইনশাআল্লাহ। cidomas এবং Tricodarma কি মাটির সাথে মিশিয়ে দেয়া যাবে?
cidomonas জিনিস টা বুঝলাম না। বিকল্প নামটা কি একটু বলবেন?
Lovely
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
দাদাভাই ছাদ বাগানিদের জন্য ভিডিও টা তারাতারি আনলে খুব ভালো হত ।
হা দিদিমণি আমি একটু পিছিয়ে পড়েছি আমাদের জন্য মনে কিছু করবেন না আমি আনব
Darun sob information dilen.Ami chade tobe tometo theke chara korechi. Khoob sundar gache er bridhi hoeche,prochur phool asche,fal dhorche na. Ki korbo? Khol,sobjipocha jal,vermi dichhi. Phool asar pore ekbar mirakulan spray korechi? Ki korbo ar janaben plz?
স্যার, বাংলাদেশ থেকে বলছি। টমেটোর ভাল বীজের নাম বলুন বাণিজ্যিকভাবে চাষ করব। স্যার, আপনার অধিকাং ভিডিও দেখি। অনেক ভাল লাগে আমার কাছে।
আমাদের এখানে সিও 1458 (C O----1458,) ভালো জাত এবং এখন চারা বসানো যেতে পারে তবে কিন্তু 44 / 45 দিনের কম বয়সের চারা কখনো বসাবে না
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ স্যার, CO..... 1458 জাত কি বাংলাদেশে পাওয়া যাবে? অথবা আমি কোথায় থেকে সংগ্রহ করতে পারব। দয়া করে বলবেন স্যার।
ঔষধের গ্রুপ বলে দিলে ভালো হয় দাদা,বাংলাদেশ থেকে।Thanks a lot,
Nice sir
ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন কামনা করি।
Sir amar ghachay kalo machi aschay ki osudh martay hobay plece bolban
কম দামের ওষুধ ল্যানসার গোল্ড
দশ লিটার জলে 15 গ্রাম সেই সঙ্গে
উলালা চার গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
Toder jono opekhha te achi dadau vai
সপরিবারে ভালো থাকবেন ধন্যবাদ জানাই।
@@farmingadviseranathhalder7579 ভুল করে টব টা d লিখে ফেলে ছিলাম টব বা প্লাস্টিকের বোতল টমেটা দেখান চারা আনতে পারছিনাত
টবে টমেটো চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করুন
হ্যাঁ শীঘ্রই করব ভালো থাকবেন ধন্যবাদ জানাই।
চার ভাগ গোবর সার,তিন ভাগ মাটি,দুই ভাগ বালি,এক ভাগ কোকোপিট,100 গ্রাম সর্ষে খোল ও নিম খোল দিয়ে মিশিয়ে মাটি তৈরি করেছি।এই মাটিতে কুমড়ো চারা লাগালে ফল বা গাছ তেতো হবে?
Sir apnar kotha moto tomato 10ta bostai korachilam nov thaka feb pojonto chilo amar chada amar mona hoi 50 thaka 60 kilo diyacha
খুব ভালো লাগলো।এই ভাবে যতটুকু সম্ভব
বাড়িতে সবজি তৈরি করে খাবার চেষ্টা করুন।
এগিয়ে চলুন।
পাশে আছি।
I suppose you to be a genuine advisor.
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
আর চলুন সকলে এগিয়ে চলি।
Tobe tometo gach lagiachi ek mash holo. Apnar vdo ta darun upokar korlo. Apnar Tobe gacher vdo kobe pabo? Ekhuni ki rog pokar janyo kichu debo? Ami nimpata,korpur ,holud dia kitnashok kore fridge a rekhechi,seta debo?vermi,sobjipocha jal dichhi.
নিম জল এবং হলুদ দিয়ে চলুন আমার টবের গাছ ও আমি দেখাবো।
নিম জল এবং হলুদ জল যেভাবে বলেছি ঐভাবে দিয়ে চলুন আমার টবের গাছ ও আমি দেখাবো
@@farmingadviseranathhalder7579 ok. Thanks.
Sir sustha achen asa kri.
Sir coco peat r vermi/gobor Saar die ki ki gach kara samvab. R tader variant gulo r naam/id Egulo nie 1 video banaben please??????🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আনবো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আমি কি চাপের মধ্যে আছি।
জানি না কত দিন আর সামলাতে পারবো।
গ্রামের মানুষদেরকে দেখতে হয় আমাকে আবার কোম্পানির চাষবাসও দেখছি। ভিডিও করার অনেক ইচ্ছা আছে। কিন্তু সময়ের অভাবে ভিডিও আনতে পারছি না। কিছু মনে করবেন না আমি চেষ্টা করবো।
ভালো পরামর্শ দিয়েছেন। ভালো থাকুন দিদিমণি,
আর এগিয়ে চলুন । একজন বয়স্ক কৃষি পরামর্শদাতার শুভাকাঙ্ক্ষা রইল।
@@farmingadviseranathhalder7579
Amar knowledge 0 chilo Ei sab byapar e .. apnar theke sikhechi. Apni ekjan valo teacher r asamvab humble ekjn manush. Apni sustha thakun. Jakhn time paben video banaben, chaap neben na . You need rest also.
🙏🏽🙏🏽🙏🏽 pranam neben sir