প্রসঙ্গঃ কানে শোঁ শোঁ শব্দ (টিনিটাস)। সংক্ষিপ্ত আলোচনা।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • প্রসঙ্গঃ কানে শোঁ শোঁ শব্দ (টিনিটাস)। সংক্ষিপ্ত আলোচনা।
    • প্রসঙ্গঃ কানে শোঁ শোঁ ...
    কানে শোঁ শোঁ শব্দ বা টিনিটাস সরাসরি কোন রোগ নয়। এটি কান বা শরীরের অন্য কোন রোগের উপসর্গ। তবে এর ভয়াবহতার ধরন অনুযায়ী কারো কারো মধ্যে আত্মহত্যার প্রবনতাও দেখা দেয়। তাই এ ধরনের সমস্যা দেখা দিলে শুরূতেই অবহেলা না করে চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিৎ। এ শব্দ হতে পারে বাতাসের শব্দ, অথবা বাঁশির শব্দ, এমনকি ঘন্টার শব্দের মতো শব্দও কানে শুনা যেতে পারে। কানে ঝিঝি শব্দ বা কানে ভোঁ ভোঁ শব্দ আকারেও এ রোগ দেখা দিতে পারে। টিনিটাসের লক্ষন দেখা দেয়া মাত্রই চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা গ্রহন করা জরূরী। সঠিক ঔষধ সেবন ও নিয়ম কানুন মেনে চলার মাধ্যমে টিনিটাস থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। এসব বিষয় নিয়েই আমাদের এ ভিডিও।
    আমাদের ভিডিওগুলো গূরত্বপূর্ন মনে করলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলটি সাবস্ক্রাইভ না করে থাকলে এখনই সাবস্ক্রাইভ করে পাশের নোটিফিকেশনের বেল আইকনটি অন করে দিন। ইনশাআল্লাহ আমাদের নতুন কোন ভিডিও আপলোড হবার সাথে সাথেই নোটফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে।
    আমাদের ফেইস বুক পেইজঃ drugsinformationbd

ความคิดเห็น • 373