আমি জানি আপু কিছুদিন ধরে একজনের ব্লগ দেখে মানুষ খুব ঢং করছে মিষ্টি কথা শুনে শুনে।কমান্ট গুলো পড়লে গা জ্বলে যায় । আমার জেসমিন আপুর কাজ দেখেই প্রেমে পড়েছি এভাবে ভালোবেসে এসেছি আর কখনো সেই জায়গা কাউকে দিতে পারবো না।মন থেকেই যেন আসবে না কারণ তোমার মত ভাল ব্লগ তো কেউ করতে পারে না আপু এখন আমি অনেক ব্যস্ত এই জন্য আর কিছু কমেন্ট করতে পারলাম না পরে করব ভালো থেকো আপু আরও কিছু উচিত জবাব দেওয়া দরকার ছিল ❤️❤️❤️❤️❤️
আমি কলকাতা থেকে লিখছি । তোমার পরিপাটী কাজে আমি মুগ্ধ ।যতদূর বুঝেছি মেকি নয় ।আমি নিয়মিত দেখি।খুব ভাল লাগে।আমি একজন চাকরিজীবী মহিলা ।তোমার থেকে অনেক কিছু শিখেছি ।অন্যের কথায় কান দিও না, নিজের কাজেই গুরুত্ব দাও।এগিয়ে যাও। সাথে আছি।
জেসমিন আপা,আপনার ব্লগ দেখে শান্তি লাগে।অনেক আগে থেকেই দেখি।আপনার কাজের সাথে কারও তুলনা চলে না।আপনি আপনিই।আর ভাইয়ার কথা নাই বললাম।অসম্ভব গুণী মানুষ। ভালো থাকবেন আপনারা।
তোমার কথাগুলো সঠিক । তুমি যে কাজগুলো সুন্দর ভাবে তুলে ধরেছো এটাই তোমার সৃষ্টি । আর এই সুন্দর কাজগুলো থেকে আমরা অনেক কিছু শিখছি । আর এখানেই তোমার সার্থকতা ।
আসসালামু আলাইকুম, আপু। অনেক গুলো বছর পেরিয়ে গেল!! কত শত ভোর আর কত শত ব্লগার!! আর এত বছর পর আজই প্রথম কমেন্ট করছি।। জানি না কতটা গুছিয়ে বলতে পারবো?? কন্ঠ সৃষ্টি কর্তার দান আর সৃজনশীলতা ও দক্ষতা অভিজ্ঞতার ফল।। অবশ্য এটা অস্বীকার করছি না, দক্ষতা অর্জনে সৃষ্টিকর্তার কৃপা ও লাগে।। আপনার কাজ,আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা, ধৈর্যশীলতা, আপনার মননশীলতা, আপনার সৃষ্টি শীল কর্ম সেই সাথে এই সব কিছু বাংলাদেশ ও দেশের বাইরের জগতে নিজের সকল ইতিবাচকতা তুলে ধরার মানসিকতাই প্রমাণ করে আপনি কত বড়!!!!!! আপনাকে ব্যাখ্যা করার ভাষা আমার কখনোই জানা ছিলো না।সে আমার আজো নেই।তবে একটি কমেন্ট করার অধিকার বইকি এত বছরে অর্জন করিনি???অনেকেই হয়তো বলবে আপনাকে জাহির করতে এসেছি! না! এত বছর শুধু দেখেই এসেছি।আজই বলতে এলাম।অনেক অনেক শুভকামনা রইল।
Love u so much my dear sis.. কমেন্ট পড়ে মনটা ভালো হয়ে গেল,আমি তুলনা করা পছন্দ করিনা আল্লাহ সবাইকে তো আর একরকম করে দুনিয়াতে পাঠাইনি,আমার রান্না দেখলে নাকি বমি আসে, আমার বর কালো কেন, আমার ছেলের চোখ টেরা কেন,আমি অন্য একজন ইউটিউবারের নাকি নকল করি, তার থেকে কথা শিখে আসতাম সে নাকি অনেক ভালো করে কথা বলে আরো কত কি, একটা আইডি থেকে প্রতিটি ভিডিও তে এই সব কথা গুলা লিখে, আমি সব সময় কমেন্ট গুলা ডিলিট করে দিতাম দেখলে মন খারাপ হয়ে যেত কিন্তু সহ্যের সীমা পার হয়ে গেছে গত ভিডিওতে কমেন্ট দেখে,আমার বরের হাত দেখলে নাকি বমি আসে কেমন লাগে বলো?
@@jasblogs7791 আপু,শুকরিয়া এটা আপনার সাথে আমার প্রথম conversation..... মন ভালো হয়েছে শুনে আনন্দে চোখে পানি চলে এলো।আপু,মানুষ কি করে পারে এত এত নেগেটিভ কমেন্ট করতে????? মানুষের বাহ্যিকসৌন্দর্য নিয়ে এভাবে কথা বলা নিতান্তই অমানবিক ও নিষ্ঠুরতায় শেষ!! আপনি অবশ্যই একজন বড় মাপের মানুষ। জগতে বড় মানসিকতার পেছনেই এসব কীটপতঙ্গ লেগে থাকে।।মন খারাপ করবেন না।নোংরা এসব কীটপতঙ্গের চাইতে ভালবাসার মানুষের সংখ্যা অনেক বেশি!! আপনার পথচলা হোক সীমাহীন মসৃণতায় ভরপুর।। ❣️❣️❣️❣️❣️❣️
আসসালামু আলাইকুম আপু তোমার গুণ দেখে আমি মুগ্ধ হয়ে যায়। আর তোমার ভিডিও এত এত এতটাই ভালো যে স্কিপ না করে ও সম্পূর্ণ ভিডিও টি দেখলে ও মন ভরে না মনে হয় আরও দেখতে পারতাম।আপু আমি তোমার এলাকার মেয়ে দোয়া করো আপু
প্রায় ৩ বছর ধরে তোমার ব্লগ দেখি আপু। তোমার কাজ অনেক গুছানো। অনেক কিছু শিখি তোমার থেকে। তোমার রান্না দেখে অনেক কিছু শিখি। একঘেয়েমি রান্না যখন ভালো না লাগে তখনি তোমার রান্না দেখে রান্না করি, যা অনেক মজার হয়।অনেক ভালোবাসা তোমার জন্য।😍
কেমন আছ জেসমিন? বাবুকে আমার ভালোবাসা দিও. খুবই সুন্দর ব্লগ. তুমার কাজ এতো সুন্দর এরকম কেউ করেনা. মানুষের কথায় কান দিও না ওদেরকে দুরে রাখ. আমাদের জন্য দোয়া করবে, অনেক দোয়া রহিল.
আমি ব্লগ দেখা শুরু করেছী আপনার ভিডিওর মাধ্যমে। অনেকের ব্লগ দেখেছি এই পর্যন্ত কিন্তু কারো কাজ মনে ধরেনি। আপনার ব্লগের জন্য আমি ছাতক পাখির মতো অপেক্ষা করি। আমার কাছে কেবল মাত্র আপনার লাইফস্টাইলকেই রিয়েলিস্টিক মনে হয়েছে । ভালো থাকবেন আপু। আপনি আমার কাজ করার অনুপ্রেরণা। ভালোবাসা নিবেন।
মাসা আল্লাহ তোমার ভিডিও মানে নতুন কিছু শেখার থাকে, ❤️যেমন কুকুর তেমন মুগুর দিয়ে খুব ভালো কাজ করেছো! ❤️নাস্তা ও রান্না গুলো খুব লোভনীয় হয়েছে আপুনি ।❤️তোমার ভিডিওতে এতো সুন্দর করে উপস্থাপন কর যেটা দেখে মুগ্ধ হয়ে যায়। ❤️তোমার কাছে সব সময় ইউনিক জিনিস গুলো আগে দেখি তার পর সবাই খুজে কিনে থাকে। তোমার ঘরের গাছ গুলো অসাধারণ সুন্দর খুব ভালো লাগে। ❤️মানুষের বাজে কথার কান দিও না।
তুমি তোমার কাজগুলো অনেক সুন্দর করে উপস্থাপন করো।তোমার কাজেই তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিছু মানুষ আছে যারা নাকি কারুর ভালো দেখতে পারেনা।কে কি বল্লো এগুলো দেখার দরকার নেই। এরা নিজেরা তো ভালো থাকে না আবার অন্নের ভালো দেখতে পারেনা। আললাহ তোমাকে ও তোমার পরিবার কে ভালো রাখুন।
আসসালামু আলাইকুম ।আপু কেমন আছো। তোমার ব্লগগুলো কন্টিনিউ দেখি কিন্তু কখনো কমেন্ট করিনি। আজকে প্রথম কমেন্ট করলাম। ব্লক গুলো সত্যিই অসাধারণ এবং খুবই প্রাকৃতিক ভাবে করা হয়।
আপু অসাধারন হয়েছে পুদিনার রেসিপি। আমার অনেক পদিনা গাছ হয়ে গেছে কি করবো বুঝতে পারছি না এমন সময় আপনি রেসিপি টা দিয়েছেন সাথে সাথে বানিয়ে খেয়েছি অসাধারন ধন্যবাদ রেসিপি র জন্য। আপু পিছনের লোক পিছনেই কথা বলবে তারা কখনো সামনে আসতে পারবে না কারন তারা জানে তাদের সেই যোগ্যতা নেই তাই তাদের পিছনে ফেলে আপনি আপনার লখ্যো আরো সামনে এগিয়ে যান তারা আপনাকে যেন ধরতে না পারে। আপনার এবং আপনাদের কয়েক জনের ব্লগ আমাদের ভালো লাগে তাই বলবো ও সব বাজে মানুষের কথায় কান দিবেন না আশা করি সামনে আরো ইউনিক কোন রেসিপি পাব ইনসাআললাহ।
আলহামদুলিল্লাহ ❤️। আপু কিছু মানুষ আছে যারা দেখতে মানুষ, দেখতে মানুষ হলেই কি সবাই মানুষ??? আপু সব কথাই কান দিতে নেই তুমি তোমার মতো এগিয়ে যাও আল্লাহ ভরসা ❤️
আপু,যে যা বলে বলুক,, তুমি অনন্যা,তোমার কাজ তোমাকে এই পর্যায়ে এনেছে,অনেক দোয়া- ভালোবাসা তোমার পরিবারের জন্য,🥰❤️ আর শেষের কথাগুলোও ঠিক বলেছো,জোঁকের মুখে লবন,,!!!
আপু, তোমার ব্লগের প্রতিটি কাজ, কথা, অনুপ্রেরণা দেয়। ঠিকই বলেছ, আমাদের দেশের মানুষ কাজের থেকে কথার প্রেমে পড়ে। অনেক ভাল লাগলো আপু ব্লগ টা, খুব ভাল থাক, ভাইয়াকে সালাম, আর শায়ানকে আদর দিও ❤️❤️❤️
আপু আমিতো তোমার ভ্লক দিয়েই শুরু করেছি ভ্লক দেখা, সত্যি বলতে অন্য কারো ভ্লক সামনে আসলে ক্লিক করতাম কেন জানিনা ভালো লাগে না তাই একটু দেখেই বন্ধ করে দিতাম। আর আমি শুধুমাত্র তোমার ভিডিও খুব মন দিয়ে দেখতাম, আর এখনো তাই করি, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি আপু। আজও শিখছি Love u apu........। কিছু নিন্ধুকের কাজই ঐটা করা, না করলে ভালো লাগেনা ওদের। Love u so much....
আপু কমেন্ট পড়বে কিনা জানিনা ,ডুমুর দেখে মায়ের কথা মনে পড়ে গেল, ছোট বেলায় আমাদের একটা ডুমুর গাছ ছিল , অনেক মজা হতো মায়ের হাতের ডুমুর রান্না। আজ আমার মা নেই,,😭
আপু সব সময়ই আপনার ভিডিও দেখি শুধু দেখিনা অপেক্ষায় ও থাকি তবে কমেন্ট করা হয় কম। তবে আজ কমেন্ট না করে পারলাম না আপু। আপনার জবাব টা সেই হয়েছে। অনেক কিছু বলার দরকার হয় না যে বুঝার সে অল্পতেই বুঝবে।কথায় না বড় হয়ে কাজে বড় হবে 💕💕💕
আপনার কাজ খুব গুছানো,ভিডিওর প্রেজেন্টেশন ও সুন্দর আপনার রান্না আপনার পরিবার খেয়ে আনন্দ পেলেই আপনার সার্থকতা।কে কি বললো কান দিবেন না সবার সবকিছু ভাল লাগবেনা আপনার ভিডিও আমার যেমন ভাল লাগে রেসিপিগুলো ভাল লাগেনা কিন্তু তাতে কি আসে যাই আপনি একজন সফল ভ্লগার।আপনার সাফল্য কামনা করছি।
আপু ভিডিওতে যা যা থাকবে তা যদি ভিডিওর উপর/ থামলেনে লিখে দিতেন ভালো হতো,যেমন ১ পাকোড়া মিক্স ২ গোস্ত আচার ৩ কচু ভাজি ৪ শিতে গায়ে দেয়া Diy তেল ৫ গরম মসলা তৈরী ৬ বাদাম মিক্স অথবা আপনার মন মত যে ভাবে আপনার ইচ্ছা, তাহলে ভিডিওটা পরে খুজে পেতে সুবিধা হবে, রান্না করতে গেলে ভিডিও খুজে পাই না আপু
Ami India theke tomar vedio dekhi....shudhu wait kori kokhon tumi vedio debe....tomake amr vison vison valo lage....tomar coocking process amr darun lage...anek anek valobasa amader taraf theke...tomak jara negative comments kore tader akdm patta dio na...valo theko...🙏🙏
প্রতিটি সফলতার পেছনেই কঠোর পরিশ্রম থাকে যেটা আপাতদৃষ্টিতে বোঝা খুব কঠিন।আর আমাদের চারপাশের মানুষগুলো এরকমই বিদঘুটে তাই তাদের কথায় কান দেয়া বা সময় একদম ই দেয়া যাবে নাহ।
একদম ঠিক কথা। সুন্দর আর এত পরিস্কার করে কাজ দেখানোর জন্যই আপু আপনার প্রেমে পরে গেছি। এত কাজ কিভাবে করেন আমি ভেবেই পাইনা। আমার প্রথম ব্লগ দেখা সেটা হলো আপনার ব্লগ। কমেন্ট করতে পারিনা বিভিন্ন ব্যাস্ততার কারণে কিন্তু সব ব্লগ দেখি। অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। আমার মেয়েকে বলি আপনার বাড়ি যদি কাছে হত তাহলে একটি বারের জন্য আপনাকে দেখতে যেতাম। ❤️❤️❤️
আমি জানি না আপনি আমার কমেন্ট পরবেন কি না বা রিপ্লাই করবেন কি না তাও কিছু কথা বলে যাই,,,আমি আপনার একজন নিয়মিত ভিউয়ার,,, এক দম শুরু থেকে। যাই হোক,,,,এখন আজ শেষের কথা গুলো আপনি কিছু ঠিক বলেছেন আর কিছু কথাতে এতো অহংকার করে অহংবোধ দেখালেন তা আসলে ঠিক হলো না,, অহংকার পতনের মুল। আপনি আলু ভাজা দেখাতে আসেন এই কথা বলেছেন,,কিন্তু আপনি কি আগে মানে প্রথম দিকে এমন ধরনের রান্না ই দেখিয়েছেন। আবার বললেন ক্লিনিং ভিডিও, ডি আই এ আপনি আগেই করে পেলেছেন,,আপনি পারেন করে দেখিয়েচেন,,,এখন যারা পারে তারা কি করে দেখালে বা তাদের চ্যানেল উপরে উঠলে আপনার সমস্যা হবে???.মনে হচ্ছে এসব আপনারি সৃষ্টি আর কেউ করে দেখালেই নকল হয়ে যাবে???। এখন নতুন নতুন ক্রিয়েটর আসছে যে যা পারে তা নিয়েই ভিডিও করে চ্যানেল টা দার করাবে এটাই স্বাভাবিক তাতে আপনার সমস্যা কি। আপনি যখন নতিন চ্যানেল খুললেন তখন তো ভিউ ছিলো না,,,,তখন বাংলাদেশি মোম তিশা কে দিয়েও আপনি আপনার চ্যানেলের নাম বলিয়েছিলান,,,,আবার সেই আপনি একটা ভিডিও তে নিজেকে সাফি বলে বললেন আমি ফ্যামিলি ড্রামা করি না,,,, হায়রে মানুষ,,, আপনাকে ভালো মনের মানুষ ভেবে ছিলাম কিন্তু আপনার মনেও হিংসায় ভরা। মাইনডিট
Blogger mum Hira Apu ke nia uni hingsay jole jasse. Unar view kome gese tai video te aisob bole berasse akhon. Mukher vasa ki nongra. Allah hedayet dik sobaike. Amin
এতো পরিপাটি ও কেউ হতে পারে 😊😊😊 আর এত্ত যত্ন করেও কেউ কাজ করতে পারে তা জেসমিন আন্টিকে না দেখলে বিশ্বাস ই হতো না 😊😊 অনেক ভালোবাসা আন্টি আপনার জন্য ❤️❤️❤️
তোমার কাজ আমার অনেক অনেক ভাল লাগে তোমার কাজ সব কিছুই নতুনত্ব থাকে,ভাবি কার কাছ থেকে এত সুন্দর কাজ শিখেছো।অনেক দিন আগে অনুরোধ করেছিলাম, ইলেকট্রিক রুটি মেকার কিনে কাজে লাগাতে পারছিনা,একটু ডিটেইলস দেখাইও।ভাল থেকো।আমাদের ভাইকে অনেক দিন দেখাও না।
Anakdin por tomar vlogg dakhlam khoob vlo laglo tomar kaj asadhron tomar thakey anak kichu sikhaechi r sikhbo khoob miss korachi tomake vlo thako😍😍😍😍😍😍😍😍😍
Ekdom khati kotha bolechhen...khub valo lage apnar video gulo...apnar video gulote onekkichu sekhar ache..onek dhonnobad apnake ato apurbo video gulo dewar jonno...amar torof theke mon vora suvechha r valobasha roilo..♥️♥️♥️♥️
আপু শুরুতেই ভালোবাসা নিবেন।। আপু আপনিই সেই মানুষ। যার ব্লগ ভিডিও দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি প্রথম আপনার এই ভিডিও টা দেখি,যার টাইটেল ছিল যে, রাতে রান্নার পরে আমি যেভাবে রান্না ঘর গোছাই।।আপু তারপর থেকে আপনার প্রতিটা ভিডিও আমি দেখি।। আপু আপনার থেকে আমি প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। আর আপনার কাজগুলো সব ইউনিক।। যা অন্য কারো সাথে মিলবে না।।যদি কেউ করে, তাহলে বলবো সে আপনাকে ফলো করে।।
Amar apu k aghat kpreche take Allah hedaet dan koruk,ami aml kichui partamna amiআমি আপুর ব্লক দেখেই কাজ শিখেছি আপনার আনক ভালবাসি আপু।আল্লাহ আপনার সুস্থ রাখুক আমিন।
আমি জানি আপু কিছুদিন ধরে একজনের ব্লগ দেখে মানুষ খুব ঢং করছে মিষ্টি কথা শুনে শুনে।কমান্ট গুলো পড়লে গা জ্বলে যায় । আমার জেসমিন আপুর কাজ দেখেই প্রেমে পড়েছি এভাবে ভালোবেসে এসেছি আর কখনো সেই জায়গা কাউকে দিতে পারবো না।মন থেকেই যেন আসবে না কারণ তোমার মত ভাল ব্লগ তো কেউ করতে পারে না আপু এখন আমি অনেক ব্যস্ত এই জন্য আর কিছু কমেন্ট করতে পারলাম না পরে করব ভালো থেকো আপু আরও কিছু উচিত জবাব দেওয়া দরকার ছিল ❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ঐসব মানুষগুলো অনেক চালাক আপু এইজন্য কথার ফাঁদে ফেলে মানুষকে কাজ করে দেখানোর যোগ্যতা নেই তা কি করবে ❤️❤️❤️
Apu ajker tumi amar kothar replay diyocho ami ato ato,,,,,,, khusi bola jabena amr khub matha jonthrona hochha Tao tomar vlog dakhaci
@@nazbullaskar2556 love u so much my dear
@@jasblogs7791 Kari kukar er price Jodi aktu bolten
আমি কলকাতা থেকে লিখছি । তোমার পরিপাটী কাজে আমি মুগ্ধ ।যতদূর বুঝেছি মেকি নয় ।আমি নিয়মিত দেখি।খুব ভাল লাগে।আমি একজন চাকরিজীবী মহিলা ।তোমার থেকে অনেক কিছু শিখেছি ।অন্যের কথায় কান দিও না, নিজের কাজেই গুরুত্ব দাও।এগিয়ে যাও। সাথে আছি।
Wow very nice so Beautiful video sharing friend
জেসমিন আপা,আপনার ব্লগ দেখে শান্তি লাগে।অনেক আগে থেকেই দেখি।আপনার কাজের সাথে কারও তুলনা চলে না।আপনি আপনিই।আর ভাইয়ার কথা নাই বললাম।অসম্ভব গুণী মানুষ। ভালো থাকবেন আপনারা।
দারুণ রেসিপি
তোমার কথাগুলো সঠিক ।
তুমি যে কাজগুলো সুন্দর ভাবে তুলে ধরেছো এটাই তোমার সৃষ্টি ।
আর এই সুন্দর কাজগুলো থেকে আমরা অনেক কিছু শিখছি ।
আর এখানেই তোমার সার্থকতা ।
মাশাল্লাহ।একটা সত্যি কথা বলেছ। তোমার হাতের লিখা তোমার কাজ খুব সুন্দর । কথায় আছে।।। কথা কম কাজ বেশি।।।
এবার একটা কিচেন টূর চাই।❤️❤️❤️❤️যারা যারা ইচ্ছুক লাইক কর।
ইনশাল্লাহ
@@jasblogs7791 আমি ও চাই।
@@jasblogs7791 কবে তোমার সাথে দেখা করবো
আমিও চাই
Jiboneo dibena
মানুষ তার কথায় না তার গুনে সফলতা অর্জন করে।আর আপনি তার জলন্ত দৃষ্টান্ত 💙💙💙💙💙
আসসালামু আলাইকুম, আপু। অনেক গুলো বছর পেরিয়ে গেল!! কত শত ভোর আর কত শত ব্লগার!! আর এত বছর পর আজই প্রথম কমেন্ট করছি।। জানি না কতটা গুছিয়ে বলতে পারবো?? কন্ঠ সৃষ্টি কর্তার দান আর সৃজনশীলতা ও দক্ষতা অভিজ্ঞতার ফল।। অবশ্য এটা অস্বীকার করছি না, দক্ষতা অর্জনে সৃষ্টিকর্তার কৃপা ও লাগে।। আপনার কাজ,আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা, ধৈর্যশীলতা, আপনার মননশীলতা, আপনার সৃষ্টি শীল কর্ম সেই সাথে এই সব কিছু বাংলাদেশ ও দেশের বাইরের জগতে নিজের সকল ইতিবাচকতা তুলে ধরার মানসিকতাই প্রমাণ করে আপনি কত বড়!!!!!! আপনাকে ব্যাখ্যা করার ভাষা আমার কখনোই জানা ছিলো না।সে আমার আজো নেই।তবে একটি কমেন্ট করার অধিকার বইকি এত বছরে অর্জন করিনি???অনেকেই হয়তো বলবে আপনাকে জাহির করতে এসেছি! না! এত বছর শুধু দেখেই এসেছি।আজই বলতে এলাম।অনেক অনেক শুভকামনা রইল।
Love u so much my dear sis.. কমেন্ট পড়ে মনটা ভালো হয়ে গেল,আমি তুলনা করা পছন্দ করিনা আল্লাহ সবাইকে তো আর একরকম করে দুনিয়াতে পাঠাইনি,আমার রান্না দেখলে নাকি বমি আসে, আমার বর কালো কেন, আমার ছেলের চোখ টেরা কেন,আমি অন্য একজন ইউটিউবারের নাকি নকল করি, তার থেকে কথা শিখে আসতাম সে নাকি অনেক ভালো করে কথা বলে আরো কত কি, একটা আইডি থেকে প্রতিটি ভিডিও তে এই সব কথা গুলা লিখে, আমি সব সময় কমেন্ট গুলা ডিলিট করে দিতাম দেখলে মন খারাপ হয়ে যেত কিন্তু সহ্যের সীমা পার হয়ে গেছে গত ভিডিওতে কমেন্ট দেখে,আমার বরের হাত দেখলে নাকি বমি আসে কেমন লাগে বলো?
@@jasblogs7791 আপু,শুকরিয়া এটা আপনার সাথে আমার প্রথম conversation..... মন ভালো হয়েছে শুনে আনন্দে চোখে পানি চলে এলো।আপু,মানুষ কি করে পারে এত এত নেগেটিভ কমেন্ট করতে????? মানুষের বাহ্যিকসৌন্দর্য নিয়ে এভাবে কথা বলা নিতান্তই অমানবিক ও নিষ্ঠুরতায় শেষ!! আপনি অবশ্যই একজন বড় মাপের মানুষ। জগতে বড় মানসিকতার পেছনেই এসব কীটপতঙ্গ লেগে থাকে।।মন খারাপ করবেন না।নোংরা এসব কীটপতঙ্গের চাইতে ভালবাসার মানুষের সংখ্যা অনেক বেশি!! আপনার পথচলা হোক সীমাহীন মসৃণতায় ভরপুর।। ❣️❣️❣️❣️❣️❣️
Mashallah..vediota onek sajano gusano onek valo laglo
অনেক মজার রান্না হয়েছে আপু দেখে বুজা যার অনেক মজার হয়েছে সব মিলিয়ে অনেক সুন্দর ব্লগ পুরো বিডিও দেখে নিলাম লাইক দিয়ে 👍😋👌💞
Tnx my dear
আসসালামু আলাইকুম আপু তোমার গুণ দেখে আমি মুগ্ধ হয়ে যায়। আর তোমার ভিডিও এত এত এতটাই ভালো যে স্কিপ না করে ও সম্পূর্ণ ভিডিও টি দেখলে ও মন ভরে না মনে হয় আরও দেখতে পারতাম।আপু আমি তোমার এলাকার মেয়ে দোয়া করো আপু
শেষের কথাগুলো একদম ঠিক, এরজন্য যদি ১০০ টা লাইক দেয়া যেত। ভাল থেকো এভাবেই থেকো , তোমাকে আমরা এভাবেই চাই ।
Love u so much my dear
@@jasblogs7791 😢😢😢😢😢😢😢
আপু আপনাকে সবসময়ই ভাল লাগে
আপু তোমার ভিডিও দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে যে যা খুশি বলুক তুমি তোমার মতো কাজ করে যাও💗💗💗
এতো সুন্দর করে কাজ করো অনেক ভালো লাগে তোমার জন্যে অনেক ভালোবাসা
Love u so much
অসাধারণ কথা, অসাধারণ কাজ, অসাধারণ ভিডিও, খুব ভাল লাগলো, আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, সহজে, ধন্যবাদ আপু ভাল থাক পরিবারের সবাই কে, আল্লাহ তোমার নেক হায়াত দান করুন,
Love u apu
মাশাআল্লাহ্, খুব সুন্দর সবকিছুভিডিও।
🤝আপু মনি শেষের কথা গুলো আমার খুব ভালো লাগছে।এভাবেই এগিয়ে যাও দোয়া রইলো।🌹🌹🌹
আপু লাস্টের কথাগুলো খুব ভালো লেগেছে এটাই সত্য। তুমি একজন বাস্তবমুখী মানুষ। তোমার সবকিছু খুব ভালো লাগে।
Love u dear
আপু, আপনাকে ফলো করে এমন ব্লগারও দেখেছি। আপনি ই বাংলাদেশ এ ফার্স্ট যে কিনা অন্য ধরনের ব্লগ করেন। কারো কথায় কান না দেয়াই উত্তম। ভালো থাকবেন।
আমার প্রিয় আপু। তোমার গোছানো কাজ দেখে আমি কাজ করার উৎসাহ পাই । ভালো থেকো।
প্রায় ৩ বছর ধরে তোমার ব্লগ দেখি আপু। তোমার কাজ অনেক গুছানো। অনেক কিছু শিখি তোমার থেকে। তোমার রান্না দেখে অনেক কিছু শিখি। একঘেয়েমি রান্না যখন ভালো না লাগে তখনি তোমার রান্না দেখে রান্না করি, যা অনেক মজার হয়।অনেক ভালোবাসা তোমার জন্য।😍
মাশা-আল্লাহ! আপনার ভিডিও গুলো মুগ্ধ হয়ে দেখি আর শিখি।❤️
কেমন আছ জেসমিন? বাবুকে আমার ভালোবাসা দিও. খুবই সুন্দর ব্লগ. তুমার কাজ এতো সুন্দর এরকম কেউ করেনা. মানুষের কথায় কান দিও না ওদেরকে দুরে রাখ. আমাদের জন্য দোয়া করবে, অনেক দোয়া রহিল.
আআলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো?
alhamdulillah i'm okay jasmin 😘
আমি ব্লগ দেখা শুরু করেছী আপনার ভিডিওর মাধ্যমে।
অনেকের ব্লগ দেখেছি এই পর্যন্ত কিন্তু কারো কাজ মনে ধরেনি। আপনার ব্লগের জন্য আমি ছাতক পাখির মতো অপেক্ষা করি। আমার কাছে কেবল মাত্র আপনার লাইফস্টাইলকেই রিয়েলিস্টিক মনে হয়েছে । ভালো থাকবেন আপু। আপনি আমার কাজ করার অনুপ্রেরণা।
ভালোবাসা নিবেন।
Love u so much my dear
মাসা আল্লাহ তোমার ভিডিও মানে নতুন কিছু শেখার থাকে, ❤️যেমন কুকুর তেমন মুগুর দিয়ে খুব ভালো কাজ করেছো! ❤️নাস্তা ও রান্না গুলো খুব লোভনীয় হয়েছে আপুনি ।❤️তোমার ভিডিওতে এতো সুন্দর করে উপস্থাপন কর যেটা দেখে মুগ্ধ হয়ে যায়। ❤️তোমার কাছে সব সময় ইউনিক জিনিস গুলো আগে দেখি তার পর সবাই খুজে কিনে থাকে। তোমার ঘরের গাছ গুলো অসাধারণ সুন্দর খুব ভালো লাগে। ❤️মানুষের বাজে কথার কান দিও না।
Love u sona bon
যার যার creativity তার তার কেউ কখনো কারো রকম হতে পারে না তোমার মতো আমরা কখনই হতে পারবোনা। মন শান্তি হয়ে যায় ব্লকগুলো দেখলে।
তুমি তোমার কাজগুলো অনেক সুন্দর করে উপস্থাপন করো।তোমার কাজেই তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিছু মানুষ আছে যারা নাকি কারুর ভালো দেখতে পারেনা।কে কি বল্লো এগুলো দেখার দরকার নেই। এরা নিজেরা তো ভালো থাকে না আবার অন্নের ভালো দেখতে পারেনা। আললাহ তোমাকে ও তোমার পরিবার কে ভালো রাখুন।
Love u so much my dear
আপু তোমার সাথে অন্য কারো তুলনা হয় না।আসা করি তুমি খুব ভালো করেই জান তুমি নিজে কেমন। আসলে কারো ভালো করো হয়না।এটাই দুনিয়া আপু।
Emon kono episode nai jeikhane ami notun kichu shikhi nai salute apu ❤️
tnx my dear
আপু আপনি রান্নার আরও একটা চ্যানেল করেন। আপনার রান্না এবং রান্নার টিপস গুলো অনেক ভালো লাগে।
আসসালামু আলাইকুম ।আপু কেমন আছো। তোমার ব্লগগুলো কন্টিনিউ দেখি কিন্তু কখনো কমেন্ট করিনি। আজকে প্রথম কমেন্ট করলাম। ব্লক গুলো সত্যিই অসাধারণ এবং খুবই প্রাকৃতিক ভাবে করা হয়।
আপু তোমার উচিত কথা গুলা দরকার ছিলো আপু আমি বলবো আপনার মতোন কাজ কোথাও দেখি রান্না কোথাও না আপু আপনি সেরা কাজ করেন হিংসা করে লোকে এই সব বলে
আপু অসাধারন হয়েছে পুদিনার রেসিপি। আমার অনেক পদিনা গাছ হয়ে গেছে কি করবো বুঝতে পারছি না এমন সময় আপনি রেসিপি টা দিয়েছেন সাথে সাথে বানিয়ে খেয়েছি অসাধারন ধন্যবাদ রেসিপি র জন্য। আপু পিছনের লোক পিছনেই কথা বলবে তারা কখনো সামনে আসতে পারবে না কারন তারা জানে তাদের সেই যোগ্যতা নেই তাই তাদের পিছনে ফেলে আপনি আপনার লখ্যো আরো সামনে এগিয়ে যান তারা আপনাকে যেন ধরতে না পারে। আপনার এবং আপনাদের কয়েক জনের ব্লগ আমাদের ভালো লাগে তাই বলবো ও সব বাজে মানুষের কথায় কান দিবেন না আশা করি সামনে আরো ইউনিক কোন রেসিপি পাব ইনসাআললাহ।
আলহামদুলিল্লাহ ❤️। আপু কিছু মানুষ আছে যারা দেখতে মানুষ, দেখতে মানুষ হলেই কি সবাই মানুষ??? আপু সব কথাই কান দিতে নেই তুমি তোমার মতো এগিয়ে যাও আল্লাহ ভরসা ❤️
Darun darun kotha bolo didi khub bhalo lage sunte ..r tomar kajer kono tulona hobe na . bhalo theko tomra ❤️😘
আপু,যে যা বলে বলুক,,
তুমি অনন্যা,তোমার কাজ তোমাকে এই পর্যায়ে এনেছে,অনেক দোয়া- ভালোবাসা তোমার পরিবারের জন্য,🥰❤️
আর শেষের কথাগুলোও ঠিক বলেছো,জোঁকের মুখে লবন,,!!!
Apnar Ghor guchanota onyk valo lagy......
Ar sara din ar kajyr routine taoo khub sundor.💗😊
আপু, তোমার ব্লগের প্রতিটি কাজ, কথা, অনুপ্রেরণা দেয়। ঠিকই বলেছ, আমাদের দেশের মানুষ কাজের থেকে কথার প্রেমে পড়ে। অনেক ভাল লাগলো আপু ব্লগ টা, খুব ভাল থাক, ভাইয়াকে সালাম, আর শায়ানকে আদর দিও ❤️❤️❤️
অনেক কিছু শিখতে পেরেছিআপনার কাছে আমি কৃতজ্ঞ
আসাধারন,তোমার কাজ তা তুলোনা হয় না,আমি আনেক কিছু শিখছি তোমার কাছ থেকে,আমি ছন্দা,ঢাকা 💖💖💖💖💖
আমার আম্মু তোমার ভিডিও দেখে বলে, মেয়ে টার এত ধৈর্য। এত কাজ করে!
তোমার সব কিছুই ভাল লাগে আমাদের আপু, ভাল থাক তোমরা।
মা কে আমার সালাম দিও
আপু আমিতো তোমার ভ্লক দিয়েই শুরু করেছি ভ্লক দেখা, সত্যি বলতে অন্য কারো ভ্লক সামনে আসলে ক্লিক করতাম কেন জানিনা ভালো লাগে না তাই একটু দেখেই বন্ধ করে দিতাম। আর আমি শুধুমাত্র তোমার ভিডিও খুব মন দিয়ে দেখতাম, আর এখনো তাই করি, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি আপু। আজও শিখছি Love u apu........। কিছু নিন্ধুকের কাজই ঐটা করা, না করলে ভালো লাগেনা ওদের। Love u so much....
Love u so much my dear sis..
সব কিছু মিলে সুন্দর তো হয়েছেই, আধুনিক প্রজন্মের অত্যাধুনিক উক্তি, ,,হক কথা বলার জন্য ধন্যবাদ
আপু তোমার বলা কড়া কথা গুলো ভাল লাগলো এভাবেই থেকো সব সময় অনেক অনেক ভালোবাসা রইল তোমার ও তোমার পরিবারের জন্য সামনের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম....
Assalamulaikum apu nice video sharing 👌👌🤲
আপু,জর্দা পোলাও র রেসিপি অবশ্যই দিও।পাছে লোকে কিছু বলে। এগিয়ে যাও।
Eto organized manus ami age kokhono dekhi ni.❤️
আপু কমেন্ট পড়বে কিনা জানিনা ,ডুমুর দেখে মায়ের কথা মনে পড়ে গেল, ছোট বেলায় আমাদের একটা ডুমুর গাছ ছিল , অনেক মজা হতো মায়ের হাতের ডুমুর রান্না। আজ আমার মা নেই,,😭
আসসালামুয়ালাইকুম আপু আপনার ভিডিও দেখে অনেক ভালো লেগেছে অসাধারণ হয়েছে। এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও দেখতে চাই
tnx my dear
আপু সব সময়ই আপনার ভিডিও দেখি শুধু দেখিনা অপেক্ষায় ও থাকি তবে কমেন্ট করা হয় কম। তবে আজ কমেন্ট না করে পারলাম না আপু। আপনার জবাব টা সেই হয়েছে। অনেক কিছু বলার দরকার হয় না যে বুঝার সে অল্পতেই বুঝবে।কথায় না বড় হয়ে কাজে বড় হবে 💕💕💕
Love u so much my dear
@@jasblogs7791 তুমি রিপ্লাই দাও না কেন
আপনার ভিডিওগুলো সবসময় দেখি কমেন্ট করা হয় না আজকে করলাম শেষের কথাগুলো একদম ঠিক বলেছেন আপু। আপনার ভ্লগ গুলো একেবারে ইউনিক এর জন্য সবসময় ভিডিও গুলো দেখি।
Alhamdulillah 🥰 soo beautiful ❤️❤️
Thanks apu. Ami blender ar faka jaoga clean korte partam na apnake dekha sikha nilam..onek kisu sekhar ache apner thaka
❣️💜❣️
আপু অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করো সেটা দেখতে আমার বেশ ভালো লাগে 🥰🥰🥰 আর শেষে কথাগুলো দারুণ বলেছ 🥰❤️❤️❤️
Tnx my dear
আসসালামু আলাইকুম খুব সুন্দর ভিডিও আজকের মাশাআল্লাহ সত্যি কথা গুলো বলছেন আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখা যায় বলে অপেক্ষায় থাকি কখন ভিডিও দিবেন 👌👍👍
আপু আপনার সব ভিডিও ভাল লাগে আর আপনার কাছ থেকে অনেক শিখার আছে আর আপনার ভিডিও যত দেখি তত মুগ্ধ হয়
Love u so much my dear
আপু আমার জানা মতে ৩জন আপনাকে খুব ফলো করে
আপু আমার জানা মতে ৩জন আপনাকে খুব ফলো করে
আপনার ভিডিও আমার অনেক পছন্দ আমি নিয়মিত আপনার ভিডিও দেখি।
মন থেকে দোয়া রইল আপু❤️💐আরও সফলতা আসুক 🥀💕🌹♥️
আপনার কাজ সত্যি ই ইউনিক এবং অসাধারণ
আসসালামুয়ালাইকুম আপু।
নরমাল ফ্রিজে আদা রসুনের পেস্ট কতদিন পর্যন্ত ভালো থাকে?
তোমার মতো আর কেউ নাই, এক কথায় এটাই বলি আমি। তুমি অনন্য ❤️❤️❤️
আপু তোমার ভিডিও অনেক সুন্দর বার বার বলি আর তুমি কাউকে ফলো করোনা কারন তোমার কাজ সবার থেকে আলাদা
Apnar kaj khub sundor ,Amar khub bhalo Lage apnakeo r apnar kaj o khotha keo
আপনার কাজ খুব গুছানো,ভিডিওর প্রেজেন্টেশন ও সুন্দর আপনার রান্না আপনার পরিবার খেয়ে আনন্দ পেলেই আপনার সার্থকতা।কে কি বললো কান দিবেন না সবার সবকিছু ভাল লাগবেনা আপনার ভিডিও আমার যেমন ভাল লাগে রেসিপিগুলো ভাল লাগেনা কিন্তু তাতে কি আসে যাই আপনি একজন সফল ভ্লগার।আপনার সাফল্য কামনা করছি।
love u so much my dear
Amio tai,video valo lag but recipe onek hard tai valo lage na.Kotha ektai shobar shob kichu valo lage na
Apu apnar hater kaj ar kormopoddhoti dekhlei bujha jay apni kotota lokki...songsar er onk bisoyei apnar kach theke sikhchi..thank u prio apu🧡
Love u dear
আপু ভিডিওতে যা যা থাকবে তা যদি ভিডিওর উপর/ থামলেনে লিখে দিতেন ভালো হতো,যেমন
১ পাকোড়া মিক্স
২ গোস্ত আচার
৩ কচু ভাজি
৪ শিতে গায়ে দেয়া Diy তেল
৫ গরম মসলা তৈরী
৬ বাদাম মিক্স
অথবা আপনার মন মত যে ভাবে আপনার ইচ্ছা, তাহলে ভিডিওটা পরে খুজে পেতে সুবিধা হবে, রান্না করতে গেলে ভিডিও খুজে পাই না আপু
Amio onek bar video khuje pete gia aita feel korci
আমি ওই ভাবে থামলেন করতে পারিনা গো।
Atto sundor poripati r guchano apnar ghor jokhon e apnar video gulo dakhe khun e valolaga ❤️
আপু আপনার ঘরটি দেখতে খুবই সুন্দর🥰🥰
দোয়া রইলো।
💜❤️💜
@@jasblogs7791 Tomer kaj gulo dakhai Tomer blog dakhe
খুব সুন্দর আপনার ঘর টা
Wa Alaikum Assalam apu,,,, শেষের কথা গুলো অসাধারন বলেছেন,,,, আপনার এমন 1টা ভিডিও নেই যেটা আমি দেখিনা,,একটু দেরিতে হলেও দেখি,,,ভালো থাকবেন
apu u r just awesome 👏 tomar vedio gulo age dekhle r o onek kicu sikhte partam 😢
আপু তুমি এত দেরী করে ভিডিও দাও কেন। অপেক্ষা থাকি তোমার ভিডিও।সব কিছু নিয়ে অনেক অনেক ভালো থেকো।শুভ কামনা রইল।
ডিয়ার বাবুকে নিয়ে বিজি থাকি
Ami India theke tomar vedio dekhi....shudhu wait kori kokhon tumi vedio debe....tomake amr vison vison valo lage....tomar coocking process amr darun lage...anek anek valobasa amader taraf theke...tomak jara negative comments kore tader akdm patta dio na...valo theko...🙏🙏
আপনার ভিডিও সব সময় দেখি অনেক ভালো লাগে আপু ছেলে এবার কোন ক্লাসে পড়ে? শেষের কথাগুলো অনেক ভালো ছিল।
ক্লাস ফাইভে
শেষের কথাগুলো অনেক ভালো লাগলো আপু।। আপু আপনার বিডিও আমি ২ বছর পর্যন্ত দেখি
প্রতিটি সফলতার পেছনেই কঠোর পরিশ্রম থাকে যেটা আপাতদৃষ্টিতে বোঝা খুব কঠিন।আর আমাদের চারপাশের মানুষগুলো এরকমই বিদঘুটে তাই তাদের কথায় কান দেয়া বা সময় একদম ই দেয়া যাবে নাহ।
ঠিক তাই ডিয়ার, কিন্তু কিছু সময় আছে সহ্য করা যাই না।
ami kono din dumur ranna dekhi nai.apu tomar vlog a prothom dekhlam.asolay sob unic ranna.khub e valo.
অনেক কিছু শেখা হলো। চেহারা না দেখিয়েও অনেক কিছু শেখানো যায়
Love u so much my dear
আসসালামুআলাইকুম আপু। মাশাল্লাহ খুব সুন্দর ভিডিও। অনেক ভাল লাগল সব কিছু।শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেক দুয়া রইল।
আপু আমি তুমার বাসায় আসবো তুমার মুখটা একবার দেখবো আপু
আসার আগে ফোন বা যোগাযোগ করে আসবে ডিয়ার।
একদম ঠিক কথা। সুন্দর আর এত পরিস্কার করে কাজ দেখানোর জন্যই আপু আপনার প্রেমে পরে গেছি। এত কাজ কিভাবে করেন আমি ভেবেই পাইনা। আমার প্রথম ব্লগ দেখা সেটা হলো আপনার ব্লগ। কমেন্ট করতে পারিনা বিভিন্ন ব্যাস্ততার কারণে কিন্তু সব ব্লগ দেখি। অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। আমার মেয়েকে বলি আপনার বাড়ি যদি কাছে হত তাহলে একটি বারের জন্য আপনাকে দেখতে যেতাম। ❤️❤️❤️
tnx my dear
আমি জানি না আপনি আমার কমেন্ট পরবেন কি না বা রিপ্লাই করবেন কি না তাও কিছু কথা বলে যাই,,,আমি আপনার একজন নিয়মিত ভিউয়ার,,, এক দম শুরু থেকে। যাই হোক,,,,এখন আজ শেষের কথা গুলো আপনি কিছু ঠিক বলেছেন আর কিছু কথাতে এতো অহংকার করে অহংবোধ দেখালেন তা আসলে ঠিক হলো না,, অহংকার পতনের মুল। আপনি আলু ভাজা দেখাতে আসেন এই কথা বলেছেন,,কিন্তু আপনি কি আগে মানে প্রথম দিকে এমন ধরনের রান্না ই দেখিয়েছেন। আবার বললেন ক্লিনিং ভিডিও, ডি আই এ আপনি আগেই করে পেলেছেন,,আপনি পারেন করে দেখিয়েচেন,,,এখন যারা পারে তারা কি করে দেখালে বা তাদের চ্যানেল উপরে উঠলে আপনার সমস্যা হবে???.মনে হচ্ছে এসব আপনারি সৃষ্টি আর কেউ করে দেখালেই নকল হয়ে যাবে???। এখন নতুন নতুন ক্রিয়েটর আসছে যে যা পারে তা নিয়েই ভিডিও করে চ্যানেল টা দার করাবে এটাই স্বাভাবিক তাতে আপনার সমস্যা কি। আপনি যখন নতিন চ্যানেল খুললেন তখন তো ভিউ ছিলো না,,,,তখন বাংলাদেশি মোম তিশা কে দিয়েও আপনি আপনার চ্যানেলের নাম বলিয়েছিলান,,,,আবার সেই আপনি একটা ভিডিও তে নিজেকে সাফি বলে বললেন আমি ফ্যামিলি ড্রামা করি না,,,, হায়রে মানুষ,,, আপনাকে ভালো মনের মানুষ ভেবে ছিলাম কিন্তু আপনার মনেও হিংসায় ভরা। মাইনডিট
Blogger mum Hira Apu ke nia uni hingsay jole jasse. Unar view kome gese tai video te aisob bole berasse akhon. Mukher vasa ki nongra. Allah hedayet dik sobaike. Amin
এতো পরিপাটি ও কেউ হতে পারে 😊😊😊 আর এত্ত যত্ন করেও কেউ কাজ করতে পারে তা জেসমিন আন্টিকে না দেখলে বিশ্বাস ই হতো না 😊😊 অনেক ভালোবাসা আন্টি আপনার জন্য ❤️❤️❤️
তোমার কাজ আমার অনেক অনেক ভাল লাগে তোমার কাজ সব কিছুই নতুনত্ব থাকে,ভাবি কার কাছ থেকে এত সুন্দর কাজ শিখেছো।অনেক দিন আগে অনুরোধ করেছিলাম, ইলেকট্রিক রুটি মেকার কিনে কাজে লাগাতে পারছিনা,একটু ডিটেইলস দেখাইও।ভাল থেকো।আমাদের ভাইকে অনেক দিন দেখাও না।
Ok my dear dekhabo
Anakdin por tomar vlogg dakhlam khoob vlo laglo tomar kaj asadhron tomar thakey anak kichu sikhaechi r sikhbo khoob miss korachi tomake vlo thako😍😍😍😍😍😍😍😍😍
Apu apner video amar o onak valo lage,onak kisu sikhi apner video dakha from bogura.background music ta osadharon laglo
আপনাকে আমার খুব ভালো লাগে আপনার কাজও খুব ভালো লাগে আপনার থেকে অনেক কিছু শেখার আছে আপনি এগিয়ে যান সামনের ভালো কিছু করতে পারবেন দোয়া রইল
অনেক ভাল লেগেছে ভিডিওটি।
আপনার কাজ দেখে আমি আপনার ভক্ত হয়ে গেছি।
Ekdom khati kotha bolechhen...khub valo lage apnar video gulo...apnar video gulote onekkichu sekhar ache..onek dhonnobad apnake ato apurbo video gulo dewar jonno...amar torof theke mon vora suvechha r valobasha roilo..♥️♥️♥️♥️
প্রথম থেকেই ব্লগের সাথে আছি।প্রত্যেকটা ব্লগ না টেনেই দেখি।
আপু আমার বাড়িও কিন্তু ফরিদপুরে 😊 তোমার ভিডিও আমি সবসময় দেখি । তবে আমি ঢাকায় থাকি । ফরিদপুরে মাঝেমাঝেই যাই 😊 তোমাকে দাওয়াত রইল ❤
আপু শুরুতেই ভালোবাসা নিবেন।।
আপু আপনিই সেই মানুষ। যার ব্লগ ভিডিও দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি প্রথম আপনার এই ভিডিও টা দেখি,যার টাইটেল ছিল যে, রাতে রান্নার পরে আমি যেভাবে রান্না ঘর গোছাই।।আপু তারপর থেকে আপনার প্রতিটা ভিডিও আমি দেখি।। আপু আপনার থেকে আমি প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। আর আপনার কাজগুলো সব ইউনিক।। যা অন্য কারো সাথে মিলবে না।।যদি কেউ করে, তাহলে বলবো সে আপনাকে ফলো করে।।
Khub shundor
Tnx my dear
Amar apu k aghat kpreche take Allah hedaet dan koruk,ami aml kichui partamna amiআমি আপুর ব্লক দেখেই কাজ শিখেছি
আপনার আনক ভালবাসি আপু।আল্লাহ আপনার সুস্থ রাখুক আমিন।
মাশাআল্লাহ অসাধারণ ভিডিও
❣️💙❣️
Ami prothom theke dekhi tomake. Tumi valoi bolcho. Oder kaj e emn. Tumi matha thanda rekho. ❤❤
💕💕💕
Apnaar video gulo dekhte amar khub Valo lage😍. From India
ঠিক বলছেন আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে ভালো থেকো ❤️😍🌿