বীজে সর্বনাশ | Investigation 360 Degree | EP 351 | Jamuna TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 286

  • @abulkasam6569
    @abulkasam6569 ปีที่แล้ว +57

    অনিয়ম গুলো এভাবেই তুলে ধরা উচিত, দেশ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত
    যমুনা টিভিকে ধন্যবাদ❤❤❤

  • @tipstricksbd2280
    @tipstricksbd2280 ปีที่แล้ว +105

    এটি যদি ঠিকঠাক ভাবে কৃষকদের মাঝে দিতে হয় তাহলে, যখন বিতরণ করা হবে, তার ২/১ দিন পর সেনাবাহিনীর দ্বারা মনিটরিং করতে হবে।এবং প্রতি সিজনে কৃষকদের তালিকা নিতে হবে, যাদের দেওয়া হয়েছে। এবং এই তালিকা অনুযায়ী কৃষকদের বাড়িতে জরিপ চালাতে হবে। তাহলে মনে হয় কিছুটা উন্নতি করা সম্ভব।

    • @mdakkasmiah-c8r
      @mdakkasmiah-c8r ปีที่แล้ว +2

      Right

    • @MRAGISHERE7049
      @MRAGISHERE7049 ปีที่แล้ว +1

      Right Niom E Onk Poriborton Korte Hoibe. Niom E Korse Jara Vogkok To Ta Toh Hoibei Mane Churi

    • @rmraihan4853
      @rmraihan4853 ปีที่แล้ว

      Good think

    • @bangladeshking3057
      @bangladeshking3057 ปีที่แล้ว +6

      এসব কে করবে বাংলাদেশের সব জাগায় অসুস্থ মানুষ।

    • @mdabdullaharif4081
      @mdabdullaharif4081 ปีที่แล้ว +5

      আমি ফেনী থেকে আব্দুল্লাহ
      আমি ১১০ শতাংশ জমিতে ধান শাষ করেছি
      সরকারি অনুদান দূরের কথা
      একটা কৃষি অফিসারের পরামর্শ ও পাইনি😢😢😢 আমাদের দেশে কৃষক অবহেলিত

  • @gmmunna5022
    @gmmunna5022 ปีที่แล้ว +2

    ভাই আমার বাবা একজন প্রত্নতাতিক কৃষক আমার বাবা আগামী মৌসুমে একটা টাকার ধান বীজ সার পায়নি অথচ শুনছি দেখছি যাদের কোন কৃষি জমি নেই তারা বীজ ধান সার সব পায় অনুদানের
    তখন খুব কষ্ট লাগে আমি সা্ক্ষী
    ভাই আপনারা এ সব প্রতিবেদন প্রতিনিয়ত তুলে ধরেন তাহলে কৃষিতে কৃষক আস্তা পাবে

  • @bikez_Tawhid
    @bikez_Tawhid ปีที่แล้ว +14

    ধন্যবাদ যমুনা টিভিকে সাহসী অনুসন্ধানের জন্য ❤

  • @Mridhaofficial320
    @Mridhaofficial320 ปีที่แล้ว +28

    আমি একজন কৃষকের ছেলে অথচ আমার জানা মতে আমরা কৃষিতে সরকারি ভাবে কোনো সহায়তা পাচ্ছি না।

  • @lalmypahar9642
    @lalmypahar9642 ปีที่แล้ว +1

    যমুনা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ যে কৃষি দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার জন্য।

  • @swecchaislam6276
    @swecchaislam6276 ปีที่แล้ว +2

    এই রিপোর্টের সংশ্লিষ্ট সবাই যে পরিশ্রম করেছেন আসলে সেটাই দেশপ্রেম🇧🇩❤️

  • @bilnothervillage
    @bilnothervillage ปีที่แล้ว +3

    ধন্যবাদ যমুনা টিভিকে এরকম একটি প্রতিবেদন প্রকাশ করার জন্য, আমাদের এখানেও কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজ ও সার পায়না।

  • @tarekaziz7097
    @tarekaziz7097 ปีที่แล้ว +1

    জাযাকাল্লাহ খাইরান যমুনা টেলিভিশনের পর্দায়

  • @ArshadArshad-nk8fn
    @ArshadArshad-nk8fn ปีที่แล้ว +5

    ধন্যবাদ যমুনা টেলিভিশন ও সাংবাদিক গন ❤❤❤

  • @taniaao7131
    @taniaao7131 ปีที่แล้ว +2

    ধন্যবাদ টিম 360ডিগ্রিকে এমন ১টা প্রতিবেদন করার জন্য।

  • @mdalmasudfahim3775
    @mdalmasudfahim3775 ปีที่แล้ว +2

    কৃষি নিয়ে এইভাবে আরো অনুসন্ধান করলে সাধারণ কৃষক উপকৃত হবে

  • @MdHasan-di1jo
    @MdHasan-di1jo 7 หลายเดือนก่อน

    অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনকে সত্য যাচাইয়ের জন্য। আশা করি জনগণের পাশে থাকবেন।

  • @mdsalaudinmolla1
    @mdsalaudinmolla1 ปีที่แล้ว +1

    ধন্যবাদ যমুনা টেলিভিশন এবং সাংবাদিক ভাই কে এবং কৃষক ভয়ই দেখাচ্ছিলেন

  • @thomasgarcia1364
    @thomasgarcia1364 ปีที่แล้ว +3

    যমুনা টিভিকে ধন্যবাদ❤

  • @shekhshadi1954
    @shekhshadi1954 ปีที่แล้ว +13

    বর্তমান সময়ে সরকার নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে সার বিক্রি করছে সরকারের ডিলার। আরেকটা প্রতিবেদন চাই.....

  • @mdsobujkhan9678
    @mdsobujkhan9678 ปีที่แล้ว +8

    এই দেশটা পুরাই গেছে😢 সব জায়গায় দুর্নীতি এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতির নেই😢😢 দোয়া করি যেন চোরের বাচ্চা এবং দুর্নীতির বাচ্চাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন।

  • @jamilislam-kq3tt
    @jamilislam-kq3tt ปีที่แล้ว +1

    360 জামিল আহমেদ গোপালগঞ্জ সদর সার আমার বাবা একজন বির মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত বিডিআর সৈনিক আমার বাবার দুইটা পক্ষ রয়েছে স্যার আমার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ এই অসুস্থতাকে কাজে লাগিয়ে আমার সৎ ভাইয়েরা বাবার মুক্তিযোদ্ধা ভাতা ও বিডিআর পেনশন খাওয়ার লোভে তারা অনেক অনৈতিক কাজ করেছে
    স্যার আরো একটা বিষয় তাদেরকে দেখলে মনে হয় না যে তারা এরকম ধরনের কাজ করতে পারে আর আমি নিজেও এতদিন ধরে এই বিশ্বাস লালন করে আসছি
    স্যার আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করছি

  • @Mdsohelrana-ip1sr
    @Mdsohelrana-ip1sr ปีที่แล้ว +1

    ধন্যবাদ যমুনা চ্যানেল কে,শুভ কামনা,ভালবাসা রইল 💝💝💝

  • @azharulhaque8891
    @azharulhaque8891 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ জমুনা টেলিভিশন কে

  • @jfgnvg5165
    @jfgnvg5165 ปีที่แล้ว +7

    আমাদের দেশে কিছু দায়িত্ব সেনাবাহিনী কে দেয়া হোক।

  • @watchtime3459
    @watchtime3459 ปีที่แล้ว +1

    দীর্ঘদিনের প্রতীক্ষার পর এরকম একটা নিউজ পেলাম।
    এই নিউজের জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম❤

    • @zahidvloge1246
      @zahidvloge1246 ปีที่แล้ว

      তাতেই আর লাভ কি ফলাফল জিরোই থাকবে।

  • @shahadatmember7140
    @shahadatmember7140 ปีที่แล้ว +3

    ভালো ফসল/ফলন পেতে হলে অবশ্যই উন্নতমানের ভালো বীজ প্রয়োজন, সেজন্য যথাযথ কর্তৃপক্ষের তদারকির এবং কৃষকদের সচেতনতা হওয়া দরকার। ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের মাঝে বীজ বন্টন ও উদ্বুদ্ধকরণ সভা করা উচিৎ বলে আমি মনে করি;; ধন্যবাদ যমুনা টেলিভিশন কে।

    • @AlaminKhan-dd8hn
      @AlaminKhan-dd8hn ปีที่แล้ว

      Tinarao takar kacha bikri hoeya jae bae ki bolbo...taka hola gorip manusar hok probably shlidar pokata jae

  • @SemulMollah-c9q
    @SemulMollah-c9q 11 หลายเดือนก่อน

    ধন্যবাদ অনুসন্ধানী টিমকে।

  • @cfaazv1367
    @cfaazv1367 ปีที่แล้ว +2

    Investigation 360 Degree টিমের অনেক অনেক দোয়া ও ভালোবাসা শুভ কামনা করছি....

  • @hojifamonjer893
    @hojifamonjer893 ปีที่แล้ว +1

    ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আলোচনা করেছেন।❤❤

  • @hasansiam1230
    @hasansiam1230 ปีที่แล้ว +23

    ৯৮ হাজার কুটি টাকা সরকারি ভর্তকি??? কে খাইল এই টাকার ভাগ???সব সরকারের কর্ম কর্তার পকেটে,হরি লোট চলসে সব জায়গাতে,এদের বিচার কে করবে???

    • @iloveubangladesh8539
      @iloveubangladesh8539 ปีที่แล้ว

      সব টাকা ডলার হয়ে আমেরিকা ইউরোপ বেগম পাড়ায় চলে গেছে

    • @mdemranhossain3447
      @mdemranhossain3447 ปีที่แล้ว

      joy bangla

  • @AhsanHabib-tu2zu
    @AhsanHabib-tu2zu ปีที่แล้ว +13

    অযোগ্যরা বসে আছে বিভিন্ন কর্মকর্তা সেজে
    যে দেশের পাবলিক টয়লেটে ও দুর্নীতি চলছে সে দেশে আর কি আশা করা যায়

  • @m.shohidullahfahim6933
    @m.shohidullahfahim6933 ปีที่แล้ว

    ধন্যবাদ যমুনা টেলিভিশনকে।

  • @mdmistu3239
    @mdmistu3239 ปีที่แล้ว

    Osongkkho dhannobad e rakom video upohar deoar janno

  • @Ariflm10
    @Ariflm10 ปีที่แล้ว +1

    Thanks for good work.jamuna tv

  • @a.h.m.raihanulkarim5373
    @a.h.m.raihanulkarim5373 ปีที่แล้ว +1

    JazakAllahu-khairan

  • @আইডিয়া007
    @আইডিয়া007 ปีที่แล้ว +2

    আমার মনে হই সাংবাদিকদের সাহসীকতার জন্য রাষ্ট্রীয় ভাবে পুরস্কৃত করা উচিত।

  • @mdmehedihassan7945
    @mdmehedihassan7945 ปีที่แล้ว

    এরকম আরো প্রতিবেদন চাই

  • @sultanmahmudsony4138
    @sultanmahmudsony4138 ปีที่แล้ว

    Thanks for Jamuna tv .❤❤❤❤ 360 Degree.

  • @malaymazumder4203
    @malaymazumder4203 ปีที่แล้ว

    Tnx jamuna tv k,,,,jiga moto video decy

  • @FORHADAHMED-xu5jy
    @FORHADAHMED-xu5jy ปีที่แล้ว

    নওগাঁতেও একি অবস্থা আপনাদের নওগাতে সাগতম জানাই,আশেন

  • @mdmijanurrahman1644
    @mdmijanurrahman1644 ปีที่แล้ว

    Khoub sundor anustan

  • @mdbidda7928
    @mdbidda7928 ปีที่แล้ว

    -- অসংখ্য ধন্যবাদ ৩৬০°

  • @md.shohagshofiq4949
    @md.shohagshofiq4949 ปีที่แล้ว

    আপনারা সত‍্য উৎঘাটনে কাজ করেন।আমি মোঃ শফিকুল ইসলাম,চাকুরি করতাম খাদ‍্য অধিদপ্তরে কিন্তু একটা পরিকল্পিত চক্রান্তের স্বীকার হয়ে সাময়িক বরখাস্ত হয়ে বসে আছি।আপনাদের হস্তক্ষেপ কামনা করছি।

    • @user-Manjur99
      @user-Manjur99 ปีที่แล้ว

      ওনা‌দের মেইলে জানান

  • @MDMoklesurRahman-vt5ez
    @MDMoklesurRahman-vt5ez ปีที่แล้ว

    Thanks you jumuna tv k.....

  • @FORHAD_VAI_
    @FORHAD_VAI_ ปีที่แล้ว

    আমাদের গাইবান্ধা❤❤❤❤❤ধন্যবাদ যমুনা টেলিভিশন ❤❤❤❤

  • @MdSalauddin-fx3lp
    @MdSalauddin-fx3lp ปีที่แล้ว

    ধন্যবাদ যমুনা টিভি

  • @AlMamun-uq8op
    @AlMamun-uq8op ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাদের

  • @mdabdussabur9312
    @mdabdussabur9312 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @ronyahmed8903
    @ronyahmed8903 ปีที่แล้ว

    আপনাদের সাথে
    একটা বিষয় শেয়ার করা জরুরি বলে মনে করছি।
    চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে
    বিভিন্ন বিষয় নিয়ে যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে অনেক উপকৃত হতো আমার মতো শত-শত ভুক্তভোগী।
    ভ্রমন পিয়াসী মানুষ জন।
    এখানে নির্দিষ্ট পরিমান জায়গা লাইটিং করা হয়েছে।
    সাগরের পাড় হতে তিন স্তরে,
    দুঃখের বিষয় হলো এখানে কিছু সিন্ডিকেটের জন্য পযর্টকদের ভ্রমণের বেশ বেগ পোহাতে হয়।
    প্রথমত, হলো- সমুদ্র পাড়ে দেয়াল আছে , যেখানে মানুষ জন দাড়িয়ে পড়ন্ত বিকালে সূর্যাস্ত দেখতে পেতো।
    এখন সেই জায়গায় চেয়ার টেবিল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, বিভিন্ন ফাস্ট ফুডের দোকানদারেরা।
    ২য় স্তর হলো, মানুষ জন বসে আড্ডা দেয়ার জন্য সুন্দর বাগান তৈরি করা হয়েছিল, তা সব দোকানদারের দখলে।
    ৩য় স্তরে বিশাল চলাচলের রাস্তা সেটাও বিভিন্ন হকারদের দখলে।
    সর্বোপরি বলতে চাই।
    একজন ব্যাক্তি একা গেলে সেখানে খরচ হতো আগে ১৫০-২০০ টাকা, এখন খরচ হয় ৩০০-৫০০ টাকা।
    কেননা।
    এই সকল দোকানের জন্য, মানুষের বসার জায়গা অভাব, তাই বাধ্য হয়ে ওদের বসিয়ে রাখা চেয়ার টেবিল বসতে হয়।
    তার খাবার খেলে পকেট কাটা।
    এখানকার প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে গেছে।
    নোংরা পরিবেশ।।
    আপনাদের মাধ্যমে সঠিক তথ্য প্রকাশ পেলে, আশা করি সকল কিছু আবার আগের মতো হবে।
    কোলাহল পূর্ণ পরিবেশে সর্বসাধারণ মানুষ জন অবসর সময়, অতিবাহিত করতে পারবে।।

  • @YasinAlieee
    @YasinAlieee ปีที่แล้ว

    Darun ❤

  • @piasdas-v7r
    @piasdas-v7r ปีที่แล้ว +2

    আমরাও জানতাম না যে সরকারি ভাবে প্রণোদনা দেয়... মাত্র জানতে পারলাম। আমাদের এলাকার ও সেম অবস্থা

  • @mdmistu3239
    @mdmistu3239 ปีที่แล้ว

    Sir seliute apnake kintu amader saidpure bij to badhi haye ace tar sathe aro onek aniom achhe se bisoye video banaben plz

  • @parvejsikder21
    @parvejsikder21 ปีที่แล้ว

    dhonnobad

  • @badfriends321-n7g
    @badfriends321-n7g ปีที่แล้ว

    এই ২য় পর্ব মধ্যস্থ ব্যবসায়ী দের নিয়ে একটা ভিডিও বানান

  • @IBCFAYSAL
    @IBCFAYSAL ปีที่แล้ว +4

    কে করবে এদের বিচার! আমি তো আজও দেখি নাই আমাদের এলাকায় কোন বীজ বিতরণ হতে

  • @jotilgolpo
    @jotilgolpo ปีที่แล้ว

    💯 সঠিক সংবাদ

  • @skashik3989
    @skashik3989 ปีที่แล้ว

    জাতীয় রাজনীতি ও অনিয়ম নিয়ে প্রতিবেদন করার অনুরোধ রইল।

  • @MbsagorIslam-ze5vm
    @MbsagorIslam-ze5vm ปีที่แล้ว +1

    সত্য কথা এটায় যে সাধারণ কৃষক কোন সহযোগিতা পাই না

  • @aponahmedridoy3352
    @aponahmedridoy3352 ปีที่แล้ว

    thank

  • @bipulhossen28024
    @bipulhossen28024 ปีที่แล้ว +1

    আপনারা যতই কষ্ট করেন এসব দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করা খুব কষ্ট হয়ে যাবে যারা চেয়ারে বসে তারাই দুর্নীতি করে তারাই ধামাচাপা দেয়

  • @saifulislam-yz4hx
    @saifulislam-yz4hx ปีที่แล้ว

    জামিল আহমেদ গোপালগঞ্জ সদর,
    সার আমার বাবা একজন বির মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত বিডিআর সৈনিক আমার বাবার দুইটা পক্ষ রয়েছে স্যার আমার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ এই অসুস্থতাকে কাজে লাগিয়ে আমার সৎ ভাইয়েরা বাবার মুক্তিযোদ্ধা ভাতা ও বিডিআর পেনশন খাওয়ার লোভে তারা অনেক অনৈতিক কাজ করেছে
    স্যার আরো একটা বিষয় তাদেরকে দেখলে মনে হয় না যে তারা এরকম ধরনের কাজ করতে পারে আর আমি নিজেও এতদিন ধরে এই বিশ্বাস লালন করে আসছি
    স্যার আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করছি

  • @Paracetamol...1xp
    @Paracetamol...1xp ปีที่แล้ว +1

    সারাদেশে একই অবস্থা, আজ থেকে ১০-১৫ বছর আগে আমাদের একটা কৃষি কার্ড করে দিছিল ১১০০ টাকার মতো দিছিলো, তারপর আর কোন খোজ নাই

  • @sanjoymajumder5341
    @sanjoymajumder5341 ปีที่แล้ว

    আজ ১০/০৯/২৩ এক মন মিস্টিকুমড়া আজ ৮০০ টাকা করে বিক্রি করলাম ১ মন আবার ৪৩কেজিতে ৩ কেজি পাও নেয় ১ মনে।
    খাজনা শতকরা ৬ টাকা
    মানে আমরা ২০ টাকা কেজি বিক্রি করলেও শেষমেশ ১৫ টাকা থাকে।

  • @fardinchowdhuryrakib9328
    @fardinchowdhuryrakib9328 11 หลายเดือนก่อน

    ভাই আমি আপনাদের নিয়মিত অনুষ্টান দেখি... আমার একটা জমির বিষয়ে যদি আপনারা আমাকে একটু হেল্প করেন ভাইয়া চিরকৃতজ্ঞ থাকবো.আমাদের জমি কাকারা দখল করে নিছে ফিরিয়ে দেয়না

  • @suleimanAcademy920
    @suleimanAcademy920 ปีที่แล้ว

    ভর্তি, রেজিষ্ট্রেশন, ফরম ফিলাপ, বেতন নিয়ে মাধ্যমিক বিদ্যালয় এবং এমপিওভূক্ত বিএম কলেজ গুলাতে চলছে রমরমা ব্যবসা। এই শিক্ষাপ্রতিষ্ঠান গুলাতে একটু নজর দিন।

  • @mdtarikhossan9375
    @mdtarikhossan9375 ปีที่แล้ว

    রাজশাহী বিভাগে নাটোর জেলায় লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন এ আমরা আজ পযন্ত একটা কিছুও পাইনি অন্যদেরও একই অবস্থা কে দেখবে এই সব

  • @asrafuzzaman7538
    @asrafuzzaman7538 ปีที่แล้ว

    একটা বিষয় জানতে চাই আপনারা কৃষকদের দিয়ে কি বুঝাতে চাইছেন, এই কৃষকদের কে বলিয়েন তো তারা ইউনিয়ন ফিয়াক সেন্টার এ যায় কি না, একজন bs/saao কয় জন কৃষকের কাছে যাবে , কৃষকদের কি উচিত নয় ইউনিয়ন ফিয়াক সেন্টারে যাওয়া ও saao দের কাছে পরামর্শ নেওয়া । আর কৃষকদের উচিত সঠিক ব্যাক্তির কাছ থেকে বীজ ক্রয় করার । আর সস্তা বীজ না ক্রয় করে ভালো বীজ ক্রয় করা উচিত। যাই হোক যমুনা টেলিভিশন কে ধন্যবাদ কৃষকদের নিয়ে প্রতিবেদন করার জন্য। শুভ কামনা রইলো ।

  • @mdtariqali7306
    @mdtariqali7306 ปีที่แล้ว +1

    BADC এর বীজ এ সব থেকে বেশি ভেজাল,তাদের বীজ এ অঙ্কুরদম ক্ষমতা কম, আর বগর হয়ে যায় অনেক, জার কারনে ফলন অনেক কম হয়, আর আমাদের এলাকায় BADC এর বীজ বিক্রি হয়, কিন্তু এখন কৃষক এর বিশ্বাস উঠে গেছে।

  • @wls9037
    @wls9037 ปีที่แล้ว

    কুষ্টিয়া মিরপুর উপজেলা বহলবাড়িয়া খাড়ারা ব্লক এ এমন দুর্নীতি হয় আজ কয়েক বছর ধরে। কৃষক এর নাম দেওয়া থাকে কিন্তু বীজ পাই না কৃষক আপনারা একটু বিষয়টা দেখেন

  • @রাবিয়াভিডিওসবারজন্য
    @রাবিয়াভিডিওসবারজন্য 4 หลายเดือนก่อน

    আল্লাহ রহমত করো আমাদের দেশের মানুষ সবাইকে আমিন

  • @md.shohagshofiq4949
    @md.shohagshofiq4949 ปีที่แล้ว

    কিভাবে আমি ঘটনার বিস্তারিত জানাতে পারি একটু পরামর্শ চাই।

  • @MdarifulIslam-ln6ek
    @MdarifulIslam-ln6ek ปีที่แล้ว +4

    কীটনাশক এর দোকান গুলোতে অভিযান চালানো দরকার, প্রচুর দাম নেয়, পেকেটে যে দাম তাই নেয়,,,,,

  • @IbrahimKhandhaka
    @IbrahimKhandhaka ปีที่แล้ว +6

    এতো ঠিকাদার ও ডিলার কি প্রয়োজন। কৃষি কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা থাকলে, বাংলাদেশের কৃষকদের বীজ নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই।

  • @ruhulamin5225
    @ruhulamin5225 ปีที่แล้ว

    সার নিয়ে একটা পর্ব করেন

  • @perfect-farming
    @perfect-farming ปีที่แล้ว

    এর জন্য দায়ী যথাযথ কতৃপহ্মের উদাসীনতা ও সঠিক তত্ত্বাবধায়নের অভাব।

  • @RomanHossen-dd6re
    @RomanHossen-dd6re ปีที่แล้ว

    সঠিক বিচার চাই

  • @rotnaaktar8188
    @rotnaaktar8188 ปีที่แล้ว

    কুষ্টিয়া জেলায় আসেন

  • @razzakulislamkajol7985
    @razzakulislamkajol7985 ปีที่แล้ว

    ভাই তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই

  • @riyadsalehin6790
    @riyadsalehin6790 ปีที่แล้ว

    সার ডিলারদের নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হোক

  • @jasimserazul184
    @jasimserazul184 ปีที่แล้ว

    কুমিল্লা জেলার একটি প্রতিবেদন প্রকাশ করা উচিত

  • @Dhoniramd.d
    @Dhoniramd.d ปีที่แล้ว

    দুঃখজনক

  • @michealbiswas9105
    @michealbiswas9105 ปีที่แล้ว

    এইটুকু একটা দেশ আমাদের এত যদি দুর্নীতি হয়, আমাদের মত সাধারণ মানুষের কি হবে তাহলে,

  • @osmangone5208
    @osmangone5208 ปีที่แล้ว

    Ei rokom akti protibedon koren Rowmari Upazila niye akoi obosta kono khoj nai na tara

  • @akabusylife420
    @akabusylife420 ปีที่แล้ว

    আমি লাউ বীজ কিনে ঠকেছি
    আমাকে ডিলার বলছিল উচ্চ ফলনশীল, কিন্তু এখন দেখি একখেতে বিভিন্ন ধরনের লাউ। যা বাজারে বিক্রি করা যায় না। সব মিলিয়ে আমার দের লক্ষ টাকা লেস 😢
    ঠাকুরগাঁও থেকে

  • @sujansorkarshanto9759
    @sujansorkarshanto9759 ปีที่แล้ว +2

    কৃষি অধিদপ্তরের এই সুবিধাগুলো মাঠ পর্যায়ে প্রকৃত কোনো কৃষক পায় না।

  • @SkSujon99k
    @SkSujon99k ปีที่แล้ว

    কৃষি কাজ করি 10 বছর ধরে কোনদিন এক টাকার কোন জিনিস তো সরকারি তা পেলাম না 😢 দুঃখ এখানে তাহলে কোটি কোটি টাকা কোথায় যায় এক টাকা সরকারি বীজ পাইনি এক টাকা সরকারি সার পাইলে তাহলে যায় কোথায়😢😢😢😢😢

  • @jamilislam-kq3tt
    @jamilislam-kq3tt ปีที่แล้ว

    Sir apnader shatha kotha bolte cai

  • @jayantamandal2664
    @jayantamandal2664 ปีที่แล้ว

    কৃষি বিভাগ থেকে দেশে বড় ধরনের অনিয়ম হয়

  • @TrueTalk5555
    @TrueTalk5555 ปีที่แล้ว +1

    সিনজেনটা, স্পাহানি, মেটাল ,এসিই এগুলু কোম্পানি ভালো ।

  • @abulhossinbadhan8955
    @abulhossinbadhan8955 ปีที่แล้ว

    এই প্রথম জানলাম সরকারী বীজ দেওয়া হয় কোন দিন পাইনাই

  • @RubelMahmud56
    @RubelMahmud56 ปีที่แล้ว

    অনিয়ম দেখতে ভালো লাগে

  • @mdakkasmiah-c8r
    @mdakkasmiah-c8r ปีที่แล้ว +2

    বাংলাদেশের মধ্যে টাকা সবকিছু চলে।

  • @sobujtalukder5986
    @sobujtalukder5986 ปีที่แล้ว

    সারা বাংলাদেশে একই অবস্থা

  • @abdurrahmanmokaddem9858
    @abdurrahmanmokaddem9858 ปีที่แล้ว

    Agriculture need to the best culture.

  • @ratanrasel3700
    @ratanrasel3700 ปีที่แล้ว

    BADC এর বীজ না পেয়ে কোম্পানির বীজ কিনে আমনে লাগাই। ১৫ দিন পর ধান গামর হয়ে যায়। তুলে ফেলে দিয়ে নতুন করে আবার ধান লাগাইছি

  • @Ibrahimpramanik-ws4zc
    @Ibrahimpramanik-ws4zc ปีที่แล้ว +2

    সরকারের দেওয়া বীজ,, দোকান থেকে সঠিক মূল্যে কিনতে হয়,, কৃষকদের

  • @civila2ndshiftarman5th16
    @civila2ndshiftarman5th16 ปีที่แล้ว

    বীজ দিতে হলে সঠিক সময়ে সঠিক মানের বীজ সরবরাহ করতে হবে, যাত কৃষক পর্যায়ে সুফল বয়ে আনে।

  • @mrahhunter
    @mrahhunter ปีที่แล้ว +2

    আমাদের ঝিনাইদহ তে কৃষকরা সরকারি কিছুই পাইনা আবার চাষের বীজের দাম আকাশ ছোয়া😢

  • @AbdurRahim-cn7qw
    @AbdurRahim-cn7qw ปีที่แล้ว +1

    ei sondhan ta aro age kora ucit chilo

  • @AsadurRahman-up9zf
    @AsadurRahman-up9zf ปีที่แล้ว

    আমার একটা পরিদর্শন দেন,,,কিন্তু আমি ভুক্তি পাইনি,,,

  • @sumonhossain7089
    @sumonhossain7089 ปีที่แล้ว

    ভাই আমি আপনাদের সাহায্য কি ভাবে পেতে পারি

  • @sharjahuae-fq5xu
    @sharjahuae-fq5xu ปีที่แล้ว

    গত 6মাস আগে আমার 3নঃ মির্জাপুর ইউনিয়ন পরিষদে আমার সামনে সরকারী বীজ পাইছে তার বেশির ভাগ লোক কৃষক না চেয়ারম্যান জিগেসা করলে মেম্বার বলে ওরা কৃষক

  • @ShahidulIslam-k1k6f
    @ShahidulIslam-k1k6f ปีที่แล้ว +1

    বিজ রোপণের সিজন সেষ হলে আসে সরকারি বিজ, সেই বিজ কখনো মাঠেই যায় না