Mon Re Krishikaj Jano Na | মন রে কৃষিকাজ জানো না | GuruJeet Singh |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Mon Re Krishikaj Jano Na | মন রে কৃষিকাজ জানো না
    Claimed & Owned or Licensed by Sagarikamusic
    Bhalo nai mor kono - Srikanto Acharya

ความคิดเห็น • 463

  • @BoostMedical
    @BoostMedical 4 ปีที่แล้ว +244

    কলিযুগের অন্যতম শ্রেষ্ঠ মাতৃসাধক , মহান কবি, গীতিকার ও সুরকার, সিদ্ধপুরুষ শ্রী শ্রী রামপ্রসাদকে কোটি কোটি প্রনাম

    • @pritidebchowdhury8644
      @pritidebchowdhury8644 3 ปีที่แล้ว +1

      @@nilavbiswas569 ok dekhbo

    • @shuvoDhar.5537
      @shuvoDhar.5537 2 ปีที่แล้ว +6

      একদম ঠিক বলেছেন। জয় মা। জয় রামপ্রসাদ। 🙏🏻🌺🌺🌺🌺❤❤❤

    • @sumanadhya6860
      @sumanadhya6860 2 ปีที่แล้ว

      @@shuvoDhar.5537 ওওঔঔঔওঔঔঔঔ

    • @debtanudatta9974
      @debtanudatta9974 ปีที่แล้ว

      🙏🙏🙏🌺🌺🌺

    • @rupakdas5536
      @rupakdas5536 ปีที่แล้ว

      L

  • @maverick_mousam
    @maverick_mousam 5 ปีที่แล้ว +32

    গুরুজিৎ দাদা তুমি কদিন আগে বুদবুদ মহাকালী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এসেছিলে। তোমাকে খুব কাছ থেকে দেখার এবং গান শোনার সৌভাগ্য হয়েছিল। ভালো থেকো দাদা । শ্যামা সংগীত তোমার গলায় একটা অন্য পর্যায়ে পৌঁছে গেছে!

  • @debanjanakayal6481
    @debanjanakayal6481 2 ปีที่แล้ว +22

    দাদা, তোমার গলায় ভক্তিগীতি শুনতে শুনতে বুকের ভিতরটা কেমন খালি হয়ে যায় যেন...মনে হয় , সারা বিশ্বপৃথিবীতে এই একটাই গলা,একটাই গান আর কোথাও কিছু নেই......

  • @nooralhaya3126
    @nooralhaya3126 3 ปีที่แล้ว +43

    যতবার তোমার কণ্ঠে গান শুনি তোমার কণ্ঠস্বর, ভক্তি, উচ্চারণ আর বাদ্যকারের বাজনা, সুর সব মিলিয়ে কোথায় যেন হারিয়ে যাই।
    অনেক শুভ কামনা তোমার জন্য...
    ❤️❤️

    • @কচিনেতা
      @কচিনেতা 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏♥️

    • @monirulislammetoo3503
      @monirulislammetoo3503 ปีที่แล้ว

    • @monirulislammetoo3503
      @monirulislammetoo3503 ปีที่แล้ว

      শ্যামা সংগীতে গুরুজিৎ সিং সবার সেরা! ওর সঙ্গে কারো গায়কীর তুলনা চলে না! just fantastic! ❤❤

  • @timirbaranmajumder8434
    @timirbaranmajumder8434 5 ปีที่แล้ว +13

    Sadhak Ramprasad er apurbo Srishti ....Jai Maa Bhabatarini.....onek boro hou Gurujeet ....onek ashirbad roilo tomar jonno ,Maa tarini er kripa tomar opor thakuk sobsomoy

  • @BoostMedical
    @BoostMedical 4 ปีที่แล้ว +35

    সাধকচূড়ামনী, সাক্ষাৎ শিবাবতার , মহাযোগী, জগৎজননী তারা মা এর বরপুত্র শ্রী শ্রী বামদেবের জয়

  • @WorldPeaceAndProsperity
    @WorldPeaceAndProsperity 3 ปีที่แล้ว +19

    কি মায়াবী কন্ঠস্বর!!.... কি ভালো লাগল। 🙏🌹🌹

  • @amitcb7436
    @amitcb7436 4 ปีที่แล้ว +14

    অসাধারণ একটা গান। সত্যিই আপনার গলায় মা সরস্বতীর আশির্বাদ রয়েছে। আপনার গান শুনলে মন ভালো হয়ে যায়। আমার পরিবারের সবাই আপনার অনেক বড় Fan. এত সুন্দর শ্যামা সঙ্গীত গান আপনি। আপনার উপর মায়ের আশির্বাদ আছে। একদিন আপনি অনেক বড় জায়গা পৌঁছাবেন আপনার গানের মাধ্যমে।
    নমস্কার।

  • @bikashdhakura1146
    @bikashdhakura1146 ปีที่แล้ว +9

    তোমার গলায় স্য়ং মা তারা🙏❤💖 আর মা সরস্বতীর🙏❤💖 বাস। আপনার গান আমার খুব ভালো লাগে। খুব ভালো করে যাও দাদা।👍👍

  • @shishirkumarmandal9407
    @shishirkumarmandal9407 2 ปีที่แล้ว +11

    আপনার বাংলা উচ্চারণ খুব সুন্দর। পান্নালাল এবং শ্রীকান্ত আচার্যের পর আপনার শ্যামা-সঙ্গীত স্মরণীয় হয়ে থাকবে বাঙালিদের কাছে। ধন্যবাদ।

  • @abhijitgain3311
    @abhijitgain3311 5 ปีที่แล้ว +41

    সাক্ষাৎ কন্ঠে মা সরস্বতী র বাস ।জয় তাঁরা 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @rajamadhubani
    @rajamadhubani 4 ปีที่แล้ว +2

    Ato bhalo Shyama Sangeet agey suni ni...Mon bhore gelo...😊😊🙏🙏

  • @diparanideb6670
    @diparanideb6670 ปีที่แล้ว +6

    ভাই তোমার কন্ঠে গানটা শুনলে আমার সারা শরীরে কাটা দিয়ে ওঠে। জয় মা কালী❤️🙏

  • @sayaniroy5796
    @sayaniroy5796 4 ปีที่แล้ว +29

    আপনার voice এই যেন আত্মা শুদ্ধি হয়ে যায় 🤤💙

  • @nirupomacherjee5416
    @nirupomacherjee5416 5 ปีที่แล้ว +20

    আমি আসলে বলে বোঝাতে পারব না।আমার চোখ দিয়ে পানি চলে এসেছে।আপনার এক চমৎকার মায়াবী স্বর।love you😊😍💜💜

  • @EditorSomsubhra
    @EditorSomsubhra 5 ปีที่แล้ว +40

    কি সুন্দর লাগল বলে বোঝাতে পারব না! দারুন!
    কালী পুজোর আগে একটা অ্যালবামের অপেক্ষায় রইলাম।।

  • @gautamkumardas1971
    @gautamkumardas1971 3 ปีที่แล้ว +5

    অপূর্ব। এত সুন্দর কণ্ঠে ও সঠিক উচ্চারণে মনটা ভরে গেল। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন শিল্পীকে। আরও চাই এমন মধুর সঙ্গীত।

  • @debosmitaghosh5873
    @debosmitaghosh5873 5 ปีที่แล้ว +6

    আহা।।।। সব যমযন্ত্রণা দূর হয়ে যায় মায়ের গান শুনলে, আর আপনার মতো মাএর কোনো ভক্ত এর গলায় সে গান আর মধুর লাগে।।।।

  • @rajahya
    @rajahya 4 ปีที่แล้ว +37

    This is a poem by poet Ramprasad Sen written in the 18th century:
    Oh Mind,don't you know how to farm
    Your human field has fallen fallow
    Cultivate it,and the crops will grow
    They will gleam like gold if you fence it with Kali's name
    Your harvest will not be harmed as the wild haired Kali is strong.
    Death will not enter that fence
    Don't you know your crops will not fail,not in a day,a year,or a century.
    So apply yourself Mind and work to reap your harvest.
    The Guru sowed the Mantra
    Now water his seed mantra with devotional showers and if you cannot do it alone Mind
    Take Ramprasad along!

    • @manishadas8510
      @manishadas8510 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏joy maa🌸🌸🌸🌸🌸
      Thanks for this wonderful translation

  • @theartistpanda6754
    @theartistpanda6754 5 ปีที่แล้ว +14

    Dada Tomar Ei Song Tar Jonnoi Wait Korechilam... Tomar Golay Shyama Sangeet sunle Sotti mon valo hoye jay.. Tumi Ossadharon... You're MY Favourite singer Ever.. I'm your BIGGEST FAN Ever.. Evabei Geye Jao Gurujeet Da... Sotti Mon Valo Hoye Jay... Maa kalir Ashirbad Achhe Tomar Opor.... Aro Shyama Sangeet Sunte Chai Dada Tomar Golay.. Love you lots...❤❤❤

  • @shrabantimondal2588
    @shrabantimondal2588 5 หลายเดือนก่อน

    দারুণ 😮। অনেক শুভেচ্ছা রইল আপনাকে গুরজিত জি।

  • @Streetfoodgourmet-gh6dx
    @Streetfoodgourmet-gh6dx 8 หลายเดือนก่อน +1

    Om Namah Shivay🙏🙏🙏Joy Maa🙏🙏🙏Hare Krishna🙏🙏🙏Radhe Radhe🙏🙏🙏Joy Sri Sri Ramproshadji Ki Joy🙏🙏🙏

  • @parthabanerjee9108
    @parthabanerjee9108 ปีที่แล้ว

    Onobodyo. Opurbo. Osadharon. Mugdho hoye gelam. ❤❤❤❤🎉🎉🎉

  • @skdeb2567
    @skdeb2567 4 ปีที่แล้ว +4

    মন রে কৃষিকাজ জানো না.... অপূর্ব সুন্দর মনটা ভরে গেল !

  • @nilayadey7881
    @nilayadey7881 4 ปีที่แล้ว +8

    মন শান্ত করার জন্য আপনার কন্ঠে মাতৃ আরাধনা যথেষ্ট

  • @simadasbairagya7168
    @simadasbairagya7168 4 ปีที่แล้ว +4

    Khub sundor.darun jay ma Kali🙏

  • @gopakar1742
    @gopakar1742 2 ปีที่แล้ว +8

    ভাই তোমার গলায় মায়ের গান শুনে মন ভিষন ভিষন ভাল হয়ে যায়।

  • @priyatoshkumer5253
    @priyatoshkumer5253 5 ปีที่แล้ว +68

    দাদা বাংলাদেশ থেকে বলছি।
    প্রথমে, আপনী আমার প্রনাম নেবেন।
    পান্নালাল ভট্টাচার্য আর আপনার কন্ঠে মায়ের গুনা কীর্তন শ্রবন করলে। যেন মনে হয় কোন এক দেবালয়ে আছি।
    মায়ের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করি।

    • @sayaniroy5796
      @sayaniroy5796 4 ปีที่แล้ว +3

      Ekdmi tai ☺

    • @JoyMaaKali
      @JoyMaaKali 4 ปีที่แล้ว +3

      শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ী
      জাগ্রত কালী মন্দির, মায়ের অন্যতম পূণ্যতীর্থ ক্ষেত্র।
      আনুমানিক ১৭৬০ সালে এ মন্দির প্রতিষ্ঠা করা হয়। দ্বীজ রাম প্রসাদ নামী একজন বীর সাধক মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কালীবাড়ী প্রতিষ্ঠাতা সাধক দ্বীজরাম প্রসাদ ‘চীন ক্রম’ নামের সাধন প্রণালীতে অভ্যস্ত ছিলেন। চীন ক্রম থেকেই চিনিশপুর গ্রামের নামকরণ হয়। তিনি নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। দেবীর অনুগ্রহ লাভ ও আদেশপ্রাপ্ত হয়ে চিনিশপুর গ্রামের জঙ্গলাকীর্ণ পরিবেশে আশ্রয় লাভ করেন। বট বৃক্ষটির নীচে পঞ্চমুখী আসন প্রস্তুত করে ইষ্ট দেবতার কৃপা লাভের সাধন-ভজন শুরু করেন। এক পর্যায়ে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে তিনি সিদ্ধিলাভ করেন। সেদিন ছিল মঙ্গলবার। এরপর থেকেই বটবৃক্ষটি জনসাধারণের নিকট তীর্থকেন্দ্র হিসেবে পরিচিত লাভ করতে শুরু করে। প্রতিদিন হাজারো নর-নারী বট বৃক্ষের নীচে সাধু দর্শনে ভীড় করতে থাকেন। ফলে তিনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ইষ্ট দেবতার নামে মন্দির প্রতিষ্ঠা করে দক্ষিণা কালী মূর্তি স্থাপন করেন। তখন থেকেই এ মন্দিরটি পরিচিতি পেয়ে আসছে।
      চিনিশপুর কালীবাড়ীটিকে মায়ের লীলাক্ষেত্রও বলা হয়। এখানে মা তার ভক্তদের সাথে অনেক লীলা করেছেন। যেমন কালীবাড়ীর পুকুরে হাত দেখিয়ে তার ভক্তকে বলেছিলেন দেখ তোর শাঁখা আমি হাতে পরেছি।
      যতীন্দ্র মোহন রায়ের ‘ঢাকার ইতিহাস’ গ্রন্থে শ্রী শ্রী চিনিশপুর কালিবাড়ীটির ইতিহাস জানা যায়। ঔপনিবেশিক আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির কর্মকাণ্ড বিপ্লবী মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত হতো। তিনি নির্জন কালীবাড়ীতে বট বৃক্ষের নীচে বসে বিপ্লবীদেরকে প্রশিক্ষণ প্রদান, লাঠিখেলা, ছোড়াখেলা ও কুস্তিখেলার আয়োজন করতেন। বিপ্লবীরা মন্দিরের সামনে দাঁড়িয়ে দেশমাতৃকার সদস্য হওয়ার জন্য জীবন বিসর্জন দেয়ার দীক্ষা নিতেন।
      পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা হাড়িধোয়া নদীর দক্ষিণ তীরে সদর থানার চিনিশপুর গ্রামে অবস্থিত এ মন্দির ছায়া সুনিবিড় নির্জন পরিবেশে গড়ে উঠেছে। কালীবাড়ীর মূল আকর্ষণ হচ্ছে প্রায় এক একর জমির উপর বেড়ে উঠা বিশালাকার বট বৃক্ষ। একসময় কালীবাড়ীর অদূরেই নীল কুঠি ছিল। বর্তমানে নীল কুঠির ভাঙ্গা ভিটা ও পরিত্যক্ত ইঁদারা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। নীলকর জেমস ওয়াইজের দেওয়ান রামকৃষ্ণ রায় বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন।
      প্রাত্যহিক অনুষ্ঠানমালায় সকাল, দুপুর ও সন্ধ্যায় পূজা-অর্চনা, ভোগের ব্যবস্থা রয়েছে। এছাড়াও, ভক্তদের অনুষ্ঠান হিসেবে অন্নপ্রাসন, সেবার আয়োজন করা হয়। বার্ষিক অনুষ্ঠানের মধ্যে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের ১ম অমাবস্যায় কালীপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে তিথি অনুসারে এক অথবা দুইদিনব্যাপী বিরাট মেলার আসর বসে।
      মন্দিরের জমির পরিমাণ প্রায় সাড়ে আট বিঘা। নির্মাণাধীন সুন্দর, মনোরম মন্দিরসহ ছোট্ট গাভী, বেশ কয়েকটি বিশ্রামাগার ও সেবার আয়োজনের ব্যবস্থা রয়েছে। প্রায় দুই বিঘা আয়তনের পুকুর রয়েছে। তবে রাত্রিযাপনকল্পে থাকার সুব্যবস্থা নেই। ৮ বৎসর যাবৎ নকশা অনুযায়ী মন্দির নির্মাণ, উন্নয়ন, বাউন্ডারী সীমানা নির্মাণে ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। পূর্ণাঙ্গ মন্দির নির্মাণে আরও পাঁচ বছর লাগবে।
      কিভাবে যাবেন
      ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ড থেকে আধা কিলোমিটার পশ্চিমে ঐতিহাসিক শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ী মন্দিরের অবস্থান। পায়ে হেঁটে বা অটো কিংবা রিক্সায় চড়ে শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ীতে যাওয়া যায়। এছাড়াও, চরনগরদি বাইপাস থেকে ১ কিলোমিটার পূর্বদিকের ১৫ মিনিটের রাস্তা ধরে এগুতে হয়।

    • @niladribasak2884
      @niladribasak2884 3 ปีที่แล้ว

      @@JoyMaaKali অশেষ ধন‍্যবাদ।

  • @saikatpathak4169
    @saikatpathak4169 5 ปีที่แล้ว +15

    আমার একটা অনুরোধ রইল এবার আমি ভালো ভেবেছি।।
    আর মা তোমার মঙ্গল করুক

  • @leobrahmana1321
    @leobrahmana1321 4 ปีที่แล้ว +10

    Gurujeet singh Prabhu ji! You are a Devata singing! I hope one time meet you in Bharat! Thank you

  • @rohitchanda8461
    @rohitchanda8461 ปีที่แล้ว +1

    Ei gaan ta shune mon porishkar hoye jaaye ❤️
    Ki shundor gola..ki shundor geycho ❤️

  • @SOURAVDEY-es1ip
    @SOURAVDEY-es1ip 5 ปีที่แล้ว +14

    তোমার কাছে "খড়ের প্রতিমা পুজিস রে তোরা মাকে তো তোরা পুজিস নে"এই গানটা শোনার আবেদন রইল। আগেও করেছি আবার ও করছি।

  • @RDsCollections2
    @RDsCollections2 5 ปีที่แล้ว +4

    Baah ganti sune khub bhalo laglo.. Super

  • @gurudas9694
    @gurudas9694 4 ปีที่แล้ว +15

    তুমি হচ্ছ বাহাদুর চাষা,এই বয়সেই গুরুর কৃপার ফসল কেটে কেটে প্রেম ভক্তির গোলা ভরিয়ে ফেলেছো। বড় মধুর তোমার নিবেদন ভাই, চোখের বাঁধ ভেঙে যায়।🙏🙏🙏🔱🔱🔱🌺🌺

  • @rhythmdivine1565
    @rhythmdivine1565 2 ปีที่แล้ว +2

    Amar mon etto ta kono dino karor gaan shune bhore ni joto tomar gaan aar mayer shadhona shune bhore gelo. Shobde bolte parchi na koto bhalo legeche.

  • @-jayasrichakraborty1428
    @-jayasrichakraborty1428 4 ปีที่แล้ว +20

    মা কালী তোমার মঙ্গল করুক

  • @sumanbanerjee551
    @sumanbanerjee551 3 ปีที่แล้ว +5

    দাদা তোমার সারেগামাপার প্রত্যেকটি এপিসোড আমি দেখতাম। তোমার গান শুনে কালী মায়ের কথা মনে করলে দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালিঘাট একবার করে ভ্রমণ হয়ে যায়। কি মিষ্টি তোমার কন্ঠ

  • @sreetamachakraborty8603
    @sreetamachakraborty8603 5 ปีที่แล้ว +14

    Darun❤️❤️❤️❤️❤️

  • @piyalichakraborty6012
    @piyalichakraborty6012 5 ปีที่แล้ว +4

    Gurujeet dada is my big fan... tomar gaan shunle na dada amar chokhe jol chole ashe tumi eto bhalo gaan koro na dada amar monehoy jeno shakhat kali tumar konthe baash korche tumi aro onekdin beche thako dada maa kali ke ami sudhu etai bolbo.... salute u dada😊😊😊😊

  • @eshitadebnath6323
    @eshitadebnath6323 5 ปีที่แล้ว +9

    Darun darunnn 👌❤

  • @chandrimabanerjeesarkar8439
    @chandrimabanerjeesarkar8439 ปีที่แล้ว +1

    বড়ো ভালো গাইলে....করুণাময়ী মা কে চোখের সামনে দেখতে পেলাম যেন! 🙏

  • @অতনুনন্দী
    @অতনুনন্দী 4 ปีที่แล้ว +5

    জয় মা তাঁরা সবাই কে ভালো রেখো মা তাঁরা

  • @pritam3492
    @pritam3492 ปีที่แล้ว +1

    Joi maa...
    Maago tomr khripay sob somvob🙏🙏

  • @rrt_xoxo5632
    @rrt_xoxo5632 5 ปีที่แล้ว +14

    Fantastic ! We want more devotional songs from you! ♥

  • @debanjanmaji3329
    @debanjanmaji3329 4 ปีที่แล้ว +5

    তোমার গানে একটা শান্তি আছে যেটা শুনলে মন ভরে যায়

  • @mandalsukdeb3376
    @mandalsukdeb3376 5 ปีที่แล้ว +6

    Dada darun lege6e tomar gan tumi e rokomei saragibon gan kore jao tara ma tomar mongol koruk

  • @amlanjyotimisra767
    @amlanjyotimisra767 4 ปีที่แล้ว +3

    গুরুজিত তোমার কণ্ঠে কিছু তো আছে

  • @rajibsonu4118
    @rajibsonu4118 5 ปีที่แล้ว +25

    আহা্ অপূর্ব সুন্দর মনটা ভরে গেল।
    আরও এগিয়ে চলো
    জয় মা 🌺🌺

    • @Imfine3967
      @Imfine3967 3 ปีที่แล้ว

      মধু ময় বাণী

  • @কচিনেতা
    @কচিনেতা 2 ปีที่แล้ว +5

    Wahe guru ji da khalsa♥️
    Wahe guru ji ki fatah♥️
    Wahe guru ji ki charano me mera sat sat naman ♥️🙏🙏.... ♥️♥️..... ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @studytime1640
    @studytime1640 4 ปีที่แล้ว +7

    Love to listen shyma sangeet... Need more shyma sangeet....

  • @jayanagofficial1983
    @jayanagofficial1983 5 ปีที่แล้ว +2

    Gaaner Somorpon Khub Bhalo Laglo...May Lord Kali Bless You...

  • @priyankasinha3533
    @priyankasinha3533 5 ปีที่แล้ว +3

    Kv sundor...osadharon...r ma er puja r vdo r jnyo thank u....

  • @shreyadas5165
    @shreyadas5165 4 ปีที่แล้ว +5

    Great presentation with your melodious voice.....Joy Ma Tara

  • @BoostMedical
    @BoostMedical 4 ปีที่แล้ว +8

    জয় তাঁরা, তাঁরা, তাঁরা বলে
    ডুব দে রে মন ...
    এই নামেতেই পাবি খুঁজে
    শিব, দুর্গা , বৃন্দাবন ...

  • @sanchitadutta595
    @sanchitadutta595 ปีที่แล้ว +2

    এই গানটা যতবার শুনি ততবার শোনার চাহিদা বেড়ে যায়। 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @bhagyashrigiri8578
    @bhagyashrigiri8578 5 ปีที่แล้ว +3

    Khub khub sundor,Mon Santo hoye galo

  • @alokehazraofficial4349
    @alokehazraofficial4349 4 ปีที่แล้ว +2

    Darun gurujit Da ♥😊😊

  • @amitsingha313
    @amitsingha313 4 ปีที่แล้ว +2

    দাদা আবারও মন জুড়িয়ে গেল।
    আহা...👌👌

  • @rajadas7605
    @rajadas7605 5 ปีที่แล้ว +4

    Osadharon dada apni akta sayama sangit er album show korun pliz

  • @beautifullifewithamba1727
    @beautifullifewithamba1727 5 ปีที่แล้ว +5

    Dada tomar gaan khubi valo lage.
    Tumi khubi sundar gaan koro.

  • @t.cgeming8344
    @t.cgeming8344 4 ปีที่แล้ว +1

    Pronam Gurjit dada amar nam trisha ami class 4 e pori tomar gan sunte amar kub kub valo lage.. ma go tumi sobai k valo reko ei Corona virus dur kore dio 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @blinkforeverxmarvelfreak4273
    @blinkforeverxmarvelfreak4273 4 ปีที่แล้ว +2

    Ma er paye pronam. Mone bhokti aar shokti dao maa.aar all hearts for gurujit bhaia....tumi atulonio💖

  • @subirchakraborty2871
    @subirchakraborty2871 4 ปีที่แล้ว +5

    🙏🙏জয় মা তারা তোমার গান দাদা সুন্দর

  • @prosunbhattacharjee1004
    @prosunbhattacharjee1004 5 ปีที่แล้ว +4

    MAA TARA er i6a tei Tumi ato vlo gan kro,aro vlo gan korbe onk baro hobe MAA TARA tmr Sathe a6e.🙏

  • @asutoshbhattacharya1451
    @asutoshbhattacharya1451 4 ปีที่แล้ว

    অনবদ্য নিবেদন, দারুন, দারুন, দারুন

  • @binitaneogi8913
    @binitaneogi8913 ปีที่แล้ว

    এক কথায় অনবদ্য কন্ঠ। 👌👌👌

  • @sumankarmakar2076
    @sumankarmakar2076 5 ปีที่แล้ว +2

    Sera sun e Mon pran vore gelo aro sunte chai...👌👍👌

  • @sonjoysahaovi7394
    @sonjoysahaovi7394 5 ปีที่แล้ว +2

    শ্যামা সংগীত আমার খুব প্রিয়। তুমিও আমার খুব প্রিয় দাদা। এ গানের অপেক্ষা করছিলাম দাদা। তোমার গলায় এমন আরও অনেক গান শুনতে চাই দাদা।

  • @subhadip.mondal83
    @subhadip.mondal83 5 ปีที่แล้ว +6

    ভাই অসধারন

  • @sudiptamazumdar4083
    @sudiptamazumdar4083 5 ปีที่แล้ว +3

    শুভ দীপাবলি gurujeet দাদা 😁😁😁😁😁 জয় মা কালী 🌺🌺🌺🌺🌺

  • @lakshmimukherjee2700
    @lakshmimukherjee2700 ปีที่แล้ว

    Excellent voice khub Sundar 🙏🙏🙏🙏🙏

  • @geetanjali9997
    @geetanjali9997 5 ปีที่แล้ว +2

    Vison vison vison sundor. Mon vore galo. Kali namer dao re bera ❤🙏🙏🙏🌺🌺🌺

  • @sayannag197
    @sayannag197 2 ปีที่แล้ว +1

    Darun hoeche dada gaan ta👌👍😌

  • @clashersudipta6459
    @clashersudipta6459 4 ปีที่แล้ว +4

    ❤❤❤❤🙏🙏🙏🙏🌺🌺🌺🌺জয় মা মা গো জয় মা🌺🌺🌺🌺🙏🙏🙏🙏❤❤❤❤

  • @SomsubhraBandyopadhyay
    @SomsubhraBandyopadhyay 5 ปีที่แล้ว +6

    Video gaan dutoi osadharon! 😊

  • @radhakrishna4755
    @radhakrishna4755 2 ปีที่แล้ว +1

    "" OMM""🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉JAI TARA JAI TARA JAI TARA JAI MAATARAADIBHABANI🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🔱🔱🔱🔱🔱🍁🍁🍁🍁🍁🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @happy1483sushanto
    @happy1483sushanto ปีที่แล้ว

    Ki superb geyecho Gurujeet bhai tumi ❤

  • @jayantibhattacharyya7746
    @jayantibhattacharyya7746 5 ปีที่แล้ว +7

    ডুব দে রে মন কালী বলে গানটি তোমার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম। 🙏 তোমার কন্ঠে শ্যামা সংগীত অসাধারণ লাগে। এই রকম সুন্দর সুন্দর গান গেয়ে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা তোমাকে। 😊

  • @palashghosh3592
    @palashghosh3592 5 ปีที่แล้ว +6

    Zee bangla saregamapa te champion hao ba na hao tumi sara banglar shyama sangeet premi manush gulor kache chirokal champion e thakbe thik anuradha padawal er moto. Ei vabei shyamasangeet gaite thako dada. Maa kali tomer jibon ke aro sundar vabe Gare tuluk. Jai maa kali

  • @arijitbh8948
    @arijitbh8948 5 ปีที่แล้ว +8

    Darun laglo

  • @abhishekdey234
    @abhishekdey234 ปีที่แล้ว

    জয় মা। খুব সুন্দর, দাদা।

  • @bir8278
    @bir8278 5 ปีที่แล้ว +12

    গুরুজিৎ 💓💓💓❤❤❤❤

  • @PosonjitSardar-zy5wp
    @PosonjitSardar-zy5wp 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤ জয় মা তার ❤❤❤❤

  • @dilwalafoodie5447
    @dilwalafoodie5447 5 ปีที่แล้ว +6

    Joi maa tara
    Wonderful song

  • @pranabsamanta2476
    @pranabsamanta2476 4 ปีที่แล้ว +3

    Ki darun sundor gan👌👌👌👌👍

  • @rinkudas7541
    @rinkudas7541 4 ปีที่แล้ว +5

    জয় মা 🙏🙏🏵️🏵️

  • @JoyMaaKali
    @JoyMaaKali 4 ปีที่แล้ว +9

    শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ী
    জাগ্রত কালী মন্দির, মায়ের অন্যতম পূণ্যতীর্থ ক্ষেত্র।
    আনুমানিক ১৭৬০ সালে এ মন্দির প্রতিষ্ঠা করা হয়। দ্বীজ রাম প্রসাদ নামী একজন বীর সাধক মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কালীবাড়ী প্রতিষ্ঠাতা সাধক দ্বীজরাম প্রসাদ ‘চীন ক্রম’ নামের সাধন প্রণালীতে অভ্যস্ত ছিলেন। চীন ক্রম থেকেই চিনিশপুর গ্রামের নামকরণ হয়। তিনি নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। দেবীর অনুগ্রহ লাভ ও আদেশপ্রাপ্ত হয়ে চিনিশপুর গ্রামের জঙ্গলাকীর্ণ পরিবেশে আশ্রয় লাভ করেন। বট বৃক্ষটির নীচে পঞ্চমুখী আসন প্রস্তুত করে ইষ্ট দেবতার কৃপা লাভের সাধন-ভজন শুরু করেন। এক পর্যায়ে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে তিনি সিদ্ধিলাভ করেন। সেদিন ছিল মঙ্গলবার। এরপর থেকেই বটবৃক্ষটি জনসাধারণের নিকট তীর্থকেন্দ্র হিসেবে পরিচিত লাভ করতে শুরু করে। প্রতিদিন হাজারো নর-নারী বট বৃক্ষের নীচে সাধু দর্শনে ভীড় করতে থাকেন। ফলে তিনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ইষ্ট দেবতার নামে মন্দির প্রতিষ্ঠা করে দক্ষিণা কালী মূর্তি স্থাপন করেন। তখন থেকেই এ মন্দিরটি পরিচিতি পেয়ে আসছে।
    চিনিশপুর কালীবাড়ীটিকে মায়ের লীলাক্ষেত্রও বলা হয়। এখানে মা তার ভক্তদের সাথে অনেক লীলা করেছেন। যেমন কালীবাড়ীর পুকুরে হাত দেখিয়ে তার ভক্তকে বলেছিলেন দেখ তোর শাঁখা আমি হাতে পরেছি।
    যতীন্দ্র মোহন রায়ের ‘ঢাকার ইতিহাস’ গ্রন্থে শ্রী শ্রী চিনিশপুর কালিবাড়ীটির ইতিহাস জানা যায়। ঔপনিবেশিক আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির কর্মকাণ্ড বিপ্লবী মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত হতো। তিনি নির্জন কালীবাড়ীতে বট বৃক্ষের নীচে বসে বিপ্লবীদেরকে প্রশিক্ষণ প্রদান, লাঠিখেলা, ছোড়াখেলা ও কুস্তিখেলার আয়োজন করতেন। বিপ্লবীরা মন্দিরের সামনে দাঁড়িয়ে দেশমাতৃকার সদস্য হওয়ার জন্য জীবন বিসর্জন দেয়ার দীক্ষা নিতেন।
    পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা হাড়িধোয়া নদীর দক্ষিণ তীরে সদর থানার চিনিশপুর গ্রামে অবস্থিত এ মন্দির ছায়া সুনিবিড় নির্জন পরিবেশে গড়ে উঠেছে। কালীবাড়ীর মূল আকর্ষণ হচ্ছে প্রায় এক একর জমির উপর বেড়ে উঠা বিশালাকার বট বৃক্ষ। একসময় কালীবাড়ীর অদূরেই নীল কুঠি ছিল। বর্তমানে নীল কুঠির ভাঙ্গা ভিটা ও পরিত্যক্ত ইঁদারা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। নীলকর জেমস ওয়াইজের দেওয়ান রামকৃষ্ণ রায় বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন।
    প্রাত্যহিক অনুষ্ঠানমালায় সকাল, দুপুর ও সন্ধ্যায় পূজা-অর্চনা, ভোগের ব্যবস্থা রয়েছে। এছাড়াও, ভক্তদের অনুষ্ঠান হিসেবে অন্নপ্রাসন, সেবার আয়োজন করা হয়। বার্ষিক অনুষ্ঠানের মধ্যে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের ১ম অমাবস্যায় কালীপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে তিথি অনুসারে এক অথবা দুইদিনব্যাপী বিরাট মেলার আসর বসে।
    মন্দিরের জমির পরিমাণ প্রায় সাড়ে আট বিঘা। নির্মাণাধীন সুন্দর, মনোরম মন্দিরসহ ছোট্ট গাভী, বেশ কয়েকটি বিশ্রামাগার ও সেবার আয়োজনের ব্যবস্থা রয়েছে। প্রায় দুই বিঘা আয়তনের পুকুর রয়েছে। তবে রাত্রিযাপনকল্পে থাকার সুব্যবস্থা নেই। ৮ বৎসর যাবৎ নকশা অনুযায়ী মন্দির নির্মাণ, উন্নয়ন, বাউন্ডারী সীমানা নির্মাণে ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। পূর্ণাঙ্গ মন্দির নির্মাণে আরও পাঁচ বছর লাগবে।
    কিভাবে যাবেন
    ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ড থেকে আধা কিলোমিটার পশ্চিমে ঐতিহাসিক শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ী মন্দিরের অবস্থান। পায়ে হেঁটে বা অটো কিংবা রিক্সায় চড়ে শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ীতে যাওয়া যায়। এছাড়াও, চরনগরদি বাইপাস থেকে ১ কিলোমিটার পূর্বদিকের ১৫ মিনিটের রাস্তা ধরে এগুতে হয়।

  • @albertmbeinstein8836
    @albertmbeinstein8836 5 ปีที่แล้ว +10

    Song has placed in a perfect voice ❤️❤️

  • @indrajitbarua9716
    @indrajitbarua9716 4 ปีที่แล้ว +2

    Shyama sangeet ami sunle amar j ki hoye jai ami nijeo bujhte pari na. Chokhe apniap jol chole ese jae

  • @PosonjitSardar-zy5wp
    @PosonjitSardar-zy5wp 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤ জয় মা কালী ❤❤❤

  • @sarojmitra536
    @sarojmitra536 5 ปีที่แล้ว +16

    Ur voice is fascinating ....ur accent is really appreciable and its very hard to put forward the insight and true meaning of these songs but inspite u r truely able to convey this with ur fabulous singing keeping the bengali sentiment firm .....go on dada ..god bless u 😄

    • @rajahya
      @rajahya 4 ปีที่แล้ว

      True meaning: This is a poem by poet Ramprasad Sen written in the 18th century:
      Oh Mind,don't you know how to farm
      Your human field has fallen fallow
      Cultivate it,and the crops will grow
      They will gleam like gold if you fence it with Kali's name
      Your harvest will not be harmed as the wild haired Kali is strong.
      Death will not enter that fence
      Don't you know your crops will not fail,not in a day,a year,or a century.
      So apply yourself Mind and work to reap your harvest.
      The Guru sowed the Mantra
      Now water his seed mantra with devotional showers and if you cannot do it alone Mind
      Take Ramprasad along!

  • @shilpachakraborty8465
    @shilpachakraborty8465 5 ปีที่แล้ว +4

    Dada aii song ta amr kub kub kub vlo laga r tumar golay too r o vlo lagcha dada tumar surar jobab nai.best of luck dada👍👍👍

  • @nbbabibasu
    @nbbabibasu 3 ปีที่แล้ว +4

    Joy Shri Shri Guru Baamdeb Joy Maa Tara Joy Shri Shri Ramprasad Thakur 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bivagain9109
    @bivagain9109 4 ปีที่แล้ว +1

    Khub khub bhalo laglo

  • @gaursankarde1016
    @gaursankarde1016 4 ปีที่แล้ว

    Gurupreet ami tomar gaoya shyma sangeet sune mon bhorey gelo, jodio saregamapa te tomar anek gan sunechi,
    Iswar Tomar sange abosye achen.

  • @sayannag197
    @sayannag197 2 ปีที่แล้ว +1

    Kub sundor hoeche dada gaan ta❤❤❤❤❤👌🏻👌🏻🥰🥰

  • @sajanbhajan2050
    @sajanbhajan2050 5 ปีที่แล้ว +4

    Gurujeet Khuv sundar hoacha ganta.

  • @neeladasgupta9762
    @neeladasgupta9762 ปีที่แล้ว +3

    So beautifully sung, what a melodious n God gifted voice you have. God bless you ❤️

  • @sukanyaghosh4706
    @sukanyaghosh4706 5 ปีที่แล้ว +2

    অসাধারণ ।তোমার গান মন ছুঁয়ে যায় ।আরো গান শুনতে চাই ।

  • @Gopalvai176
    @Gopalvai176 4 ปีที่แล้ว +2

    Mon ta shanti pai, ato valo gaan sune.