কেন এখন কেন ধন্যবাদ পুলিশকে?কোটা আন্দোলনের সময় ছাত্রদেরকে কাঁদানে গ্যাস আর লাঠিচার্জ করার পরে ছাত্ররা পুলিশকে আক্রমণ করা শুরু করে, তখন থেকে শুরু হয় প্রাণহানির ঘটনা, তখন তো তোমরা এই কথা বলোনি।
বৈষম্য বিরোধী ছাত্ররা কখনো বয়স ৩৫ চায়না। শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট দূর করতে পারলে ৩০ ই যথেষ্ট ছিল। তবে আমরা ৩২ ই চাই এর বেশি না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেশনজট দূর করা।
আপনাদের চাকরি হলে এস. এস.সি এর পরেই হতো গোবর মাতায় ৩০ থেকে ৩২ আটকিয়ে আছে। একটা সার্টিফিকেট যদি বয়স নির্ধারনই হয় তাহলে সার্টিফিকেট কি দরকার সময় অপচয়ের জন্য আর মানুষের টাকা নিয়ে ধান্দা করার জন্য মানুষই মানুষগুলোকে চরম বোকা বানাই। নৈতিক শিক্ষার নামে কু শিক্ষার জন্য ২৫ বছর খেয়ে ফেলে। না পারি নিজ ভাষা না পারি ভিনদেশি ভাষা হায় হায় বাঙ্গাদেশ
এসব অযুক্তিক আদু ভাইদের খবর প্রচার না করলেই দেশের জন্য ভালো। নিজের ব্যার্থতার কারনে চাকরি পায়নি, এখন বয়সের দোষ। বাঙালির অযুহাতের শেষ নাই 😂😂😂 আদু ভাইদের দেখে মনে হয় বয়স 40+বছর। এরা বয়স লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে। সরকারকে অনুরোধ করছি আদু ভাইদের ভিটামিন দেওয়ার ।। জন্য।। 😂😂😂😂😂😂😂😂
কেনো খানকির পোলারা এখন ঠিক আছে কেনো পুলিশ কি এখন তোদের বাবা হয়ে গেছে নি খানকির পোলারা কিছুদিন ধৈর্য ধরো খানকির পোলারা একটি একটি গবাদি ধরে ধরে 24শের স্বাধীনতা পুটকির মধ্যে ভরে দেবো 🏌️♀️🏌️♀️🏌️♀️🏌️♀️🏌️♀️
চাকরিতে প্রবেশের আবার বয়সসীমা কিসের? ৮৪ বছর বয়সে ডঃ ইউনুস সাহেব যদি প্রধান উপদেষ্টা হতে পারে, তাহলে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা কেন? যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে বয়সের বাঁধা একটা চরম বৈষম্য। তাই অবসরের বয়সসীমা রেখে চাকরিতে প্রবেশের বয়সসীমা উন্মুক্ত করা হোক এবং এটাই সবার জন্য ভালো হবে। এর ফলে মানুষ যোগ্যতা প্রমাণের জন্য যথেষ্ট সময় পাবে এবং দেশ অনেক যোগ্য ও দক্ষ লোক পাবে।
কেন এখন কেন ধন্যবাদ পুলিশকে?কোটা আন্দোলনের সময় ছাত্রদেরকে কাঁদানে গ্যাস আর লাঠিচার্জ করার পরে ছাত্ররা পুলিশকে আক্রমণ করা শুরু করে, তখন থেকে শুরু হয় প্রাণহানির ঘটনা, তখন তো তোমরা এই কথা বলোনি।
এসব অযুক্তিক আদু ভাইদের খবর প্রচার না করলেই দেশের জন্য ভালো। নিজের ব্যার্থতার কারনে চাকরি পায়নি, এখন বয়সের দোষ। বাঙালির অযুহাতের শেষ নাই 😂😂😂 আদু ভাইদের দেখে মনে হয় বয়স 40+বছর। এরা বয়স লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে। সরকারকে অনুরোধ করছি আদু ভাইদের ভিটামিন দেওয়ার ।। জন্য।। 😂😂😂😂😂😂😂😂
প্রাইমারি এবং মাধ্যমিকে শিক্ষকদের দূর্নীতি কমান। সার্টিফিকেট নয় মেধার ভিত্তিতে বিদ্যালয় গুলোতে নিয়োগ দিন।প্রাইমারিতে ৫ম শ্রেণির শিক্ষার্থী ঠিকমত যোগ, বিয়োগ, গুন, ভাগ পারে না।
গত পনেরো বছর আপনাদের এই আন্দলোন কই ছিলো? নতুন একটা সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে অতো দাবি দাওয়া, এদেরকে সময় দেন, হয়তো ভালো কিছু হতে পারে, আমরা শান্তি চাই, শান্তি।
এসব অযুক্তিক আদু ভাইদের খবর প্রচার না করলেই দেশের জন্য ভালো। নিজের ব্যার্থতার কারনে চাকরি পায়নি, এখন বয়সের দোষ। বাঙালির অযুহাতের শেষ নাই 😂😂😂 আদু ভাইদের দেখে মনে হয় বয়স 40+বছর। এরা বয়স লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে। সরকারকে অনুরোধ করছি আদু ভাইদের ভিটামিন দেওয়ার ।। জন্য।। 😂😂😂😂😂😂😂😂
রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষের অভিশাপ নিবেন না। আমরাও চাই আপনাদের দাবি আদায় হোক। জনস্বার্থে আপনাদের দাবি আদায় করতে আপনারা সরোয়ারদি উদ্যানে সমাবেশ ও আন্দোলন কর্মসূচি পরিচালনা করতে পারেন এর ফলে আপনাদের দাবিও আদায় হবে এবং জনদুর্ভোগ ও সৃষ্টি হবে না।
অবশ্যই বিশ্বের শতাধিক দেশের মানুষ তাহলে মেধাহীন এমনকি 40/50+ ও আছে তারাও মেধাহীন। বিশ্বের শ্রেষ্ঠ মেধাবী বাংলাদেশ এবং আপনি সেই মেধার উচ্চ শিখরের একজন মেধাবী ছাত্র। বাংলাদেশের গর্ব আপনি।
@fdcbd দুর্নীতি বিরুদ্ধে তো আন্দোলন করেন না। নিজের কথা ভেবে ৩৫ চান। পরের প্রজন্মের কথা তো একবার ভাব্বেন। ৩৫ বছর পর্যন্ত যদি চাকরির পিছনে ছুটে সে বিয়ে সংসার করবে কখন
৩৫ আন্দোলনকারীরা বিগত ১২ বছর ধরে আন্দোলন করছে দেখছি। আমার ভীষণ আশ্চর্য লাগে কেনো বয়স নিয়ে আন্দোলন করতে হবে? পৃথিবীর সকল দেশের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই বয়সসীমা উন্মুক্ত বা বাড়ানো যুক্তিযুক্ত বিষয়, বাংলাদেশের মানুষ বড়ো অদ্ভুত!
ভাই বাংলাদেশ এর সাথে ইউরোপ মেলাবেন না। অইসব দেশে সরকারি চাকরীর এমনিতেও ভ্যালু নাই। চাকরী ৩০ হইলেই প্রতি পদে ২০০ জনের মত লড়াই করে, যা এক প্রকার অসুস্থ প্রতিযোগিতা। ৩৫ হলে ১ পদের বিপরীতে ৫০০ জন এক্সাম দিবে
@@ABCDEF-y7lএতদিন ধরে যে বেকার রয়েছে তার ভার কি আপনি নিয়ে বসে আছেন। আপনি নিজে চিন্তা করে কথা বলেন!!!! আপনার নিজের বিবেক আছে? বয়স বাড়লে যদি বেকার বাড়ে তাহলে তো কমিয়ে দিয়ে ২৪ বা ২৫ করা উচিত ৩০ বছরে আবার জোয়ান থাকে কে😂
@@ABCDEF-y7l@ABCDEF-y7l বেসরকারি চাকরির সুযোগ কি তৈরি করতে পেরেছে? আর যদি বলেন ব্যবসার কথা। সবার কি সামর্থ্য কি আছে ব্যবসা করার। সরকার কী ব্যাংকে বিনা জামানতে লোন দিবে? আপনি কি তার ব্যবস্থা করে দিবেন?
@@tomalhossain2008 তাহলে 40 বছর পর্যন্ত যারা চাকরির জন্য বসে থাকবে তারা প্রত্যেকেই কি চাকরি পাবে,,? যারা চাকরি পাবে না তারা বিকল্প হিসেবে কি বেছে নেবে? যারা 30 বছরের করতে পারবে না তারা 40 বছরে গিয়ে কি করার যোগ্যতা রাখবে?? সবারই যে আমলা হওয়া লাগবে এমন তো না। অনেক প্রাইভেট সেক্টর আছে। মানুষ কি জব করছে না।।? আর যে 30 বছরে পারবে না সে কখনো 35 বছরে ও পরবে না।।। ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙ্গে
বেশি বাড়াবাড়ির ফল ভালো হবে না। চাকরির ক্ষেত্রে ৩২ বছরই যুক্তিযুক্ত,কেউ এরপরেও সরকারি চাকরি না পেলে বিকল্প ব্যাবস্থা খোঁজা উচিৎ। সরকারি চাকরি ছাড়া কি ইনকামের আর কোন রাস্তা নেই?
স্থায়ীভাবে বয়স না বাড়ালেও ২ বছরের জন্যে ব্যাকডেট দিতে পারেন। ওনারা সত্যিই করোনা, রাজনৈতিক অস্থিরতা,প্রশ্নফাঁস,লবিং,কোটায় সুযোগ বঞ্চিত। তাঁদের ব্যাপারে সদয় বিবেচনা করা উচিত।
তারা যদি আন্দোলন করতো যে যেভাবেই হোক ২৫ বছরের মধ্য অনার্স মাস্টার্স শেষ করতে হবে, কোনো সেশন জট রাখা যাবেনা, ভার্সিটিগুলোর পড়াশোনার মান উন্নয়র করতে হবে, ন্যাশনাল ভার্সিটিকে পাব্লিকের মানে উন্নিত করতে হবে.......................তারা যদি এসব আন্দোলোন করতো তাহলে প্রতিটা ছাত্র তাদের পাশে থাকতো। তা না করে অজথা কিছু দাবির জন্য আন্দোলন করছে। কোনোভাবে বয়স ৩৫ করা যাবেনা। বরং সেশনজট দুর করতে হবে
এসব অযুক্তিক আদু ভাইদের খবর প্রচার না করলেই দেশের জন্য ভালো। নিজের ব্যার্থতার কারনে চাকরি পায়নি, এখন বয়সের দোষ। বাঙালির অযুহাতের শেষ নাই 😂😂😂 আদু ভাইদের দেখে মনে হয় বয়স 40+বছর। এরা বয়স লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে। সরকারকে অনুরোধ করছি আদু ভাইদের ভিটামিন দেওয়ার ।। জন্য।। 😂😂😂😂😂😂😂😂
তাদের এই দাবী দীর্ঘদিনের। কিছুদিন আগেও তাদের দাবীর পরিপ্রেক্ষিতে সরকার একটা কমিটি করে দিয়েছিল। সেই কমিটিও বয়স ৩৫ এর পক্ষে সুপারিশ করেছে। অথচ সরকার এখন আবার সেই কমিটির সুপারিশকেও উপেক্ষা করে সম্পূর্ণ সৈরাচারী মনোভাব দেখিয়ে ৩২ করার সিদ্ধান্ত জানিয়েছে। এটা সরকারের সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায় পদক্ষেপ।
৩ বারের বেশি বিসিএস দিতে পারবে না এটা যদি হয় বাস্তবায়ন হয় তাহলে শিক্ষার্থীরা সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যাবে, যত আন্দোলন করেছে সব বৃথা যাবে জীবন অনিশ্চিত হয়ে যাবে।
ধন্যবাদ পুলিশ কে,,,,,এরা অতিরিক্ত বাড়াবাড়ি করছে,,, সরকারের উচিৎ সরকারি চাকরি থেকে বাড়তি সুযোগ সুবিধা ও পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করা,,এতে করে সব ঠান্ডা হয়ে যাবে
@@farjanasharmin1648 আমি চাকরি পাচ্ছি না একথা আপনি জানলেন কিভাবে😬,আমি তাদের কথা বলেছি। ,উপরওয়ালার দয়ায় দুএকজন লোককে চাকরি দেয়ার সামর্থ্য আছে।আপনার মতো নিচু মানসিকতার লোকরা চাকরি করেন বা ব্যবসা কোনোটাতেই শান্তি পাবার সম্ভাবনা ক্ষীন।আমি চাকরি করবো না। ৩৫ তাদের যৌক্তিক দাবি।
আমি নিজেও একজন মাস্টার্স পাশ বেকার। কিন্তু আমি চাকরির বয়স ৩৫ একদমই সাপোর্ট করিনা। ৩৫ বছর বয়সে একটা ছেলে যদি চাকরি খুঁজতে খুঁজতে পার করে দেয় তাহলে সে বিয়ে করবে কবে? সন্তানাদি মানুষ করবে কবে?
এখন আন্দোলনের নামে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে এখানে খতিয়ে দেখা দরকার যে আওয়ামী লীগের লোক আছে কিনা এখানে নিশ্চিত কোন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা মাঠে নামছে
আচ্ছা বয়স সীমা যাদের ৩২ প্লাস হয়ে গেছে, ৩৯ মাসের যে ব্যাক ডেট দেওয়া হয়েছিলো সেই সুবিধা তো তারা পেয়েছে। আর নিবন্ধন এ, স্কুল, কলেজের শিক্ষক দের বয়স সীমা ৩৫ পর্যন্ত। সুতরাং ৩২/৩৩ বছর এসেও যদি সরকারি চাকরি না হয় তাহলে বিকল্প ভাবা খুব জরুরি।।
ধন্যবাদ পুলিশ কে
এখন মারলে ধন্যবাদ,আগে যখন মারছিলো তখন দুশ ছিলো
কেন এখন কেন ধন্যবাদ পুলিশকে?কোটা আন্দোলনের সময় ছাত্রদেরকে কাঁদানে গ্যাস আর লাঠিচার্জ করার পরে ছাত্ররা পুলিশকে আক্রমণ করা শুরু করে, তখন থেকে শুরু হয় প্রাণহানির ঘটনা, তখন তো তোমরা এই কথা বলোনি।
১৮ বছরে বিয়ে, ১৯ বছরে বাবা। ৩৫ বছরে ছেলে এস এস সি পাশ। বাবা ছেলে একসাথে চাকরির আবেদন করতে পারবে।
Shala madari ssc pass kore tui baler chakri pabi? Baler jukti dekhas. Bois tule dile ki tore Chude?
আপনার মতামতটা খুবই সুন্দর। একদম ছাগলের তিন নাম্বার বাচ্চার মত। 😡
পৃথিবীর অধিকাংশ দেশে সরকারি চাকরিতে প্রবেশের কোন বয়স সীমা নেই আমি মনে করি বাংলাদেশে ও এটি করা উচিত।
২১ বছর বিয়ে ছাগল
তুমি ও বাবা ছেলে আবেদন কর
বৈষম্য বিরোধী ছাত্ররা কখনো বয়স ৩৫ চায়না। শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট দূর করতে পারলে ৩০ ই যথেষ্ট ছিল। তবে আমরা ৩২ ই চাই এর বেশি না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেশনজট দূর করা।
ভাই, ৩২ ঠিক আছে, কিন্তু বিসিএস ৩ বারের বেশী দিতে পারবেনা। এইটা ঠিক হয় নাই।
রাইট
রাইট ভাই
আপনাদের চাকরি হলে এস. এস.সি এর পরেই হতো গোবর মাতায় ৩০ থেকে ৩২ আটকিয়ে আছে। একটা সার্টিফিকেট যদি বয়স নির্ধারনই হয় তাহলে সার্টিফিকেট কি দরকার সময় অপচয়ের জন্য আর মানুষের টাকা নিয়ে ধান্দা করার জন্য মানুষই মানুষগুলোকে চরম বোকা বানাই। নৈতিক শিক্ষার নামে কু শিক্ষার জন্য ২৫ বছর খেয়ে ফেলে। না পারি নিজ ভাষা না পারি ভিনদেশি ভাষা হায় হায় বাঙ্গাদেশ
@@tomalhossain2008thik bolsen bhai
একদম ঠিক আছে
এসব অযুক্তিক আদু ভাইদের খবর প্রচার না করলেই দেশের জন্য ভালো।
নিজের ব্যার্থতার কারনে চাকরি পায়নি,
এখন বয়সের দোষ।
বাঙালির অযুহাতের শেষ নাই 😂😂😂
আদু ভাইদের দেখে মনে হয় বয়স 40+বছর।
এরা বয়স লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে।
সরকারকে অনুরোধ করছি
আদু ভাইদের ভিটামিন দেওয়ার ।। জন্য।।
😂😂😂😂😂😂😂😂
কেনো খানকির পোলারা এখন ঠিক আছে কেনো পুলিশ কি এখন তোদের বাবা হয়ে গেছে নি খানকির পোলারা কিছুদিন ধৈর্য ধরো খানকির পোলারা একটি একটি গবাদি ধরে ধরে 24শের স্বাধীনতা পুটকির মধ্যে ভরে দেবো 🏌️♀️🏌️♀️🏌️♀️🏌️♀️🏌️♀️
চাকরিতে প্রবেশের আবার বয়সসীমা কিসের? ৮৪ বছর বয়সে ডঃ ইউনুস সাহেব যদি প্রধান উপদেষ্টা হতে পারে, তাহলে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা কেন? যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে বয়সের বাঁধা একটা চরম বৈষম্য। তাই অবসরের বয়সসীমা রেখে চাকরিতে প্রবেশের বয়সসীমা উন্মুক্ত করা হোক এবং এটাই সবার জন্য ভালো হবে। এর ফলে মানুষ যোগ্যতা প্রমাণের জন্য যথেষ্ট সময় পাবে এবং দেশ অনেক যোগ্য ও দক্ষ লোক পাবে।
তোর হিন্দুর মারে ছুদি মাগীর পুয়া আওয়ামীলীগ এর সময় কই ছিলি
হাস্যকর
সাব্বাশ 😂
আমি একজন চাকরি প্রত্যাশী হয়ে বলতেছি পুলিশ ঠিক কাজ করছে ধন্যবাদ বাংলাদেশ পুলিশ
আপনি শিবির
অসংখ ধন্যবাদ পুলিশকে
তুই একটা পুলিশের দালাল
কেন এখন কেন ধন্যবাদ পুলিশকে?কোটা আন্দোলনের সময় ছাত্রদেরকে কাঁদানে গ্যাস আর লাঠিচার্জ করার পরে ছাত্ররা পুলিশকে আক্রমণ করা শুরু করে, তখন থেকে শুরু হয় প্রাণহানির ঘটনা, তখন তো তোমরা এই কথা বলোনি।
বহুদিন পর পুলিশের কাজ সঠিক মনে হচ্ছে এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি
পক্ষে আসলে সঠিক মনে হবেই
@@mdsazzadhossain9612 ৩২ সিদ্ধান্ত এটা কে আমি ও সমর্থন করি,
হাহা
এসব অযুক্তিক আদু ভাইদের খবর প্রচার না করলেই দেশের জন্য ভালো।
নিজের ব্যার্থতার কারনে চাকরি পায়নি,
এখন বয়সের দোষ।
বাঙালির অযুহাতের শেষ নাই 😂😂😂
আদু ভাইদের দেখে মনে হয় বয়স 40+বছর।
এরা বয়স লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে।
সরকারকে অনুরোধ করছি
আদু ভাইদের ভিটামিন দেওয়ার ।। জন্য।।
😂😂😂😂😂😂😂😂
এটা যদি হাসিনা করতো,তখন তোর বিচাসহ হাসিনা পিছনে ঢুকিয়ে দিতি
আলহামদুলিল্লাহ পুলিশের এই কাজটি প্রশংসনীয়
প্রতিদিন দাবি নিয়া ফাইজ/লামি শুরু করছে।
ধন্যবাদ পুলিশকে। একদম উপযুক্ত জবাব।
দালাল
পুলিশ যখন আওয়ামী লীগের পক্ষে কাজ করছিলো তখন খারাপ ছিলো, এখন তোদের পক্ষে কাজ করছে এখন ভালো। মাগীর পোলা
বহুদিন পরে পুলিশ কাজ করছে আলহামদুলিল্লাহ
Nijerder pokhe gele police valo, right?
ভুল পুলিশ ছাত্রদের উপর প্রতিশোধ নিচ্ছে
এখন পুলিশের প্রশংসা??
@@user7646-o5l Toder moto kottar bacca thakle to ai kotha bolbei.
Tui mone hoy feresta naki afsos league.
@@rabinkarmokarchannel Nijerder pokhe gele police valo, right?
৩২ দিলে ৩৫ চায়। ৩৫ দিলে ৩৭ চায়। চাওার শেষ নাই। আর সবার চাওয়া খালি এই সরকারের কাছেই।
Dui din pore chaibo morar ager din porjonto chakrir abedon korte.
আলহামদুলিল্লাহ পুলিশ কে ধন্যবাদ ❤❤❤
১৬ বছর ধরে কোন দাবি ছিল না এই আড়াই তিন মাসে এত দাবী কোথা থেকে আসে? এদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার।
এই দাবি অনেকদিন আগের
পুলিশ কে ধন্যবাদ।
ঠিক আছে একদম।
তথাকতিৎ বৈষম্য বিরোধীরা যদি যেখানে সেখানে বহিস্কার.পদায়ন বানিয্য.ঘেরাও প্রতিরোধ হরেক রখম দাবি করে অনেকটা সফল হইতে পারে, সাধারনরা(ছাত্ররা)কেন পারবেনা?
ধন্যবাদ প্রিয় পুলিশ বাহিনী কে
প্রাইমারি এবং মাধ্যমিকে শিক্ষকদের দূর্নীতি কমান। সার্টিফিকেট নয় মেধার ভিত্তিতে বিদ্যালয় গুলোতে নিয়োগ দিন।প্রাইমারিতে ৫ম শ্রেণির শিক্ষার্থী ঠিকমত যোগ, বিয়োগ, গুন, ভাগ পারে না।
আগে ছিল 30,এখন হলো 32 সুন্দর সিন্ধান্ত,
@@MdFaruk-b5w6e ভাই, ৩২ ঠিক আছে। আর বিসিএস ৩ নাকরে ৪ বার করলে টিক হতো।
গত পনেরো বছর আপনাদের এই আন্দলোন কই ছিলো? নতুন একটা সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে অতো দাবি দাওয়া, এদেরকে সময় দেন, হয়তো ভালো কিছু হতে পারে, আমরা শান্তি চাই, শান্তি।
dur hala
সাবাস
অযৌক্তিক আন্দোলনকারীদের এক বিন্দুও ছাড় না।
পুলিশ ভাইদের কে অসংখ্য ধন্যবাদ
ওরা যেটা চাই তা-ই কি দিতে হবে 🙄🙄🙄
ঠিক আছে কঠোরভাবে এটা ব্যবস্থা নেওয়া উচিত হানডেট পারসেন্ট ঠিক আছে আরো কঠোর হওয়া উচিত
এসব অযুক্তিক আদু ভাইদের খবর প্রচার না করলেই দেশের জন্য ভালো।
নিজের ব্যার্থতার কারনে চাকরি পায়নি,
এখন বয়সের দোষ।
বাঙালির অযুহাতের শেষ নাই 😂😂😂
আদু ভাইদের দেখে মনে হয় বয়স 40+বছর।
এরা বয়স লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে।
সরকারকে অনুরোধ করছি
আদু ভাইদের ভিটামিন দেওয়ার ।। জন্য।।
😂😂😂😂😂😂😂😂
অসংখ্য ধন্যবাদ পুলিশ বাহিনীকে ❤
রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষের অভিশাপ নিবেন না। আমরাও চাই আপনাদের দাবি আদায় হোক। জনস্বার্থে আপনাদের দাবি আদায় করতে আপনারা সরোয়ারদি উদ্যানে সমাবেশ ও আন্দোলন কর্মসূচি পরিচালনা করতে পারেন এর ফলে আপনাদের দাবিও আদায় হবে এবং জনদুর্ভোগ ও সৃষ্টি হবে না।
দুই মাস আগে কোটা আন্দোলনে কইছিল আপনার এই যুক্তি
@@shahriaremon9542 শেখ হাসিনা তো একই কথা বলে ছিলো কাকু জনদুরভোগ
@@shahriaremon9542guli koros kno tora.chatroleague Nia marsos kno. Afsos league
ধন্যবাদ
চাকরির বয়স সময়সীমা 30 করা হোক
পুলিশ কে ধন্যবাদ। ৩৫ তারাই চায় যাদের মেধা নাই
তাই নাকি ? যত মেধা এমপি-মন্ত্রীর তদবিরে চাকরি পাওয়াদের আছে ?
অবশ্যই বিশ্বের শতাধিক দেশের মানুষ তাহলে মেধাহীন এমনকি 40/50+ ও আছে তারাও মেধাহীন। বিশ্বের শ্রেষ্ঠ মেধাবী বাংলাদেশ এবং আপনি সেই মেধার উচ্চ শিখরের একজন মেধাবী ছাত্র। বাংলাদেশের গর্ব আপনি।
@@fdcbd 2 bochor bariye dise.Apni Jodi 32 bochor eo chakri na paan tahole onno jaygay chakri koren nah kno. 32 bochor hoar poreo apni chakri pacchen nah Tahole kokhon poribar er daitto niben.😅😅
@fdcbd দুর্নীতি বিরুদ্ধে তো আন্দোলন করেন না। নিজের কথা ভেবে ৩৫ চান। পরের প্রজন্মের কথা তো একবার ভাব্বেন। ৩৫ বছর পর্যন্ত যদি চাকরির পিছনে ছুটে সে বিয়ে সংসার করবে কখন
@Duidinerjibon আমার চাকরি হয়ে গেছে, কিন্তু শুধু নিজেদের কথা ভাবলেই তো হবে না, উপমহাদেশে সবচেয়ে সরকারি চাকরির বয়সসীমা কম কোন দেশে ?
আমরা সাধারণ মানুষ ৩৫ ৩৭ করা হোক অন্তত ২/৩ বছরের জন্য
৩৫ আন্দোলনকারীরা বিগত ১২ বছর ধরে আন্দোলন করছে দেখছি। আমার ভীষণ আশ্চর্য লাগে কেনো বয়স নিয়ে আন্দোলন করতে হবে?
পৃথিবীর সকল দেশের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই বয়সসীমা উন্মুক্ত বা বাড়ানো যুক্তিযুক্ত বিষয়, বাংলাদেশের মানুষ বড়ো অদ্ভুত!
ভাই বাংলাদেশ এর সাথে ইউরোপ মেলাবেন না। অইসব দেশে সরকারি চাকরীর এমনিতেও ভ্যালু নাই।
চাকরী ৩০ হইলেই প্রতি পদে ২০০ জনের মত লড়াই করে, যা এক প্রকার অসুস্থ প্রতিযোগিতা। ৩৫ হলে ১ পদের বিপরীতে ৫০০ জন এক্সাম দিবে
বেকারত্বের ভার কি আপনি নিবেন কথাবার্তা একটু বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলিয়েন
@@ABCDEF-y7lএতদিন ধরে যে বেকার রয়েছে তার ভার কি আপনি নিয়ে বসে আছেন। আপনি নিজে চিন্তা করে কথা বলেন!!!! আপনার নিজের বিবেক আছে? বয়স বাড়লে যদি বেকার বাড়ে তাহলে তো কমিয়ে দিয়ে ২৪ বা ২৫ করা উচিত ৩০ বছরে আবার জোয়ান থাকে কে😂
@@ABCDEF-y7l@ABCDEF-y7l বেসরকারি চাকরির সুযোগ কি তৈরি করতে পেরেছে?
আর যদি বলেন ব্যবসার কথা। সবার কি সামর্থ্য কি আছে ব্যবসা করার। সরকার কী ব্যাংকে বিনা জামানতে লোন দিবে?
আপনি কি তার ব্যবস্থা করে দিবেন?
@@tomalhossain2008 তাহলে 40 বছর পর্যন্ত যারা চাকরির জন্য বসে থাকবে তারা প্রত্যেকেই কি চাকরি পাবে,,? যারা চাকরি পাবে না তারা বিকল্প হিসেবে কি বেছে নেবে? যারা 30 বছরের করতে পারবে না তারা 40 বছরে গিয়ে কি করার যোগ্যতা রাখবে?? সবারই যে আমলা হওয়া লাগবে এমন তো না। অনেক প্রাইভেট সেক্টর আছে। মানুষ কি জব করছে না।।? আর যে 30 বছরে পারবে না সে কখনো 35 বছরে ও পরবে না।।। ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙ্গে
৩৫ চাই
এখন দাবী করতে পারেনা কেন?সমন্বায়করা কই।
পালাইছেরে পালাইছে 😅😅
😅🤣🤣🤣🤣
এখন পুলিশ কাজ করে এতোদিন সুদু মাত্র সেখ হাসিনা কাজ করতো ভাই ও বোন রা আপনারা কখন কি বলেন
তাদের দাবি ১০০% যুক্তিযুক্ত মেনে নেওয়া উচিত।
দূর মিয়া, ৩২ বছরে কার বালটা ছিঁড়ছে?
ঠিক কাজ হয়ে ছে ধন্যবাদ পুলিশকে ❤❤❤❤❤
বেশি বাড়াবাড়ির ফল ভালো হবে না।
চাকরির ক্ষেত্রে ৩২ বছরই যুক্তিযুক্ত,কেউ এরপরেও সরকারি চাকরি না পেলে বিকল্প ব্যাবস্থা খোঁজা উচিৎ। সরকারি চাকরি ছাড়া কি ইনকামের আর কোন রাস্তা নেই?
ধন্যবাদ পুলিশ ভাইদের
স্থায়ীভাবে বয়স না বাড়ালেও ২ বছরের জন্যে ব্যাকডেট দিতে পারেন। ওনারা সত্যিই করোনা, রাজনৈতিক অস্থিরতা,প্রশ্নফাঁস,লবিং,কোটায় সুযোগ বঞ্চিত। তাঁদের ব্যাপারে সদয় বিবেচনা করা উচিত।
তারা যদি আন্দোলন করতো যে যেভাবেই হোক ২৫ বছরের মধ্য অনার্স মাস্টার্স শেষ করতে হবে, কোনো সেশন জট রাখা যাবেনা, ভার্সিটিগুলোর পড়াশোনার মান উন্নয়র করতে হবে, ন্যাশনাল ভার্সিটিকে পাব্লিকের মানে উন্নিত করতে হবে.......................তারা যদি এসব আন্দোলোন করতো তাহলে প্রতিটা ছাত্র তাদের পাশে থাকতো। তা না করে অজথা কিছু দাবির জন্য আন্দোলন করছে। কোনোভাবে বয়স ৩৫ করা যাবেনা। বরং সেশনজট দুর করতে হবে
তাঁরাতো চাকরি চাই নি শুধু ৩৫ বছর চেয়েছে দিতে কিসের অসুবিধা
যারা পারে তারা ৩২ এই পারে।।।৩৫ দিয়ে ছেলে আর বাবা একসাথে চাকরির জন্য আবেদন করবে নাকি।।।
ধন্যাবাদ পুলিশ আরো কঠিন হতে হবে।
এইভাবেই কঠোর হতে হবে।৩৫ অনেক বেশী
মহান বাংলাদেশ সাধারণ মানুষদের নিরাপত্তা জন্য পুলিশ ভাইদের ধন্যবাদ
Thanks
ধন্যবাদ পুলিশ ভাইদের❤❤❤
অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ পুলিশ।
আলহামদুলিল্লাহ
সহমত জানাচ্ছি ছাএ ভাইদের
পড়াশোনা করার যেমন বয়স নাই,তেমনি চাকরির ক্ষেত্রে ও কোনো বয়সসীমা থাকবে না। চাকরির প্রবেশের বয়স হোক উন্মুক্ত বা ৩৫
এসব অযুক্তিক আদু ভাইদের খবর প্রচার না করলেই দেশের জন্য ভালো।
নিজের ব্যার্থতার কারনে চাকরি পায়নি,
এখন বয়সের দোষ।
বাঙালির অযুহাতের শেষ নাই 😂😂😂
আদু ভাইদের দেখে মনে হয় বয়স 40+বছর।
এরা বয়স লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে।
সরকারকে অনুরোধ করছি
আদু ভাইদের ভিটামিন দেওয়ার ।। জন্য।।
😂😂😂😂😂😂😂😂
পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই
আজ যারা ৩৫ বিরোধীতা করছেন, তাদেরও ৩৫ দরকার হবে।
যারা শুধু সরকারি চাকরির।আশায় বসে থেকে ৩৫ বছর পর্যন্ত বেকার তাদের ৩৫ কেন ৭০ করলেও আফসোস যাবেনা
৩২ করার পরে ও কিসের আন্দোলন, ৩২ যারা করেছে, তারা বুঝেশুনে ই করেছে, বরং আমরা বুঝতে পারছি না, ৩২ যথেষ্ট
দরকার হবে না
পড়াশোনা না করে পার্কে বসে আড্ডা আর গাঁজা সেবন করলে ৩৫ কেন ৪০ করলে ও ওরা চাকরি পাবে না, সরকারি চাকরিতে যারা ঢুকেছে তারা কি পড়াশোনা করে ঢুকে নি!
@MizanRahman-ec7os যারা ডাকছে তারা তো এই ১৫ বছরে শেখ হাসিনার পা চাটা গোলাম ছিল।
ঠিক হয়েছে।ধন্যবাদ পুলিশকে
ধন্যবাদ ছাত্র ভাইয়েরা চালিয়ে যান
৩৫ চাই,,,এ কোন স্বৈরাচারীতা
বয়স কেন চাকরির বাধা হবে?
তাদের এই দাবী দীর্ঘদিনের। কিছুদিন আগেও তাদের দাবীর পরিপ্রেক্ষিতে সরকার একটা কমিটি করে দিয়েছিল। সেই কমিটিও বয়স ৩৫ এর পক্ষে সুপারিশ করেছে। অথচ সরকার এখন আবার সেই কমিটির সুপারিশকেও উপেক্ষা করে সম্পূর্ণ সৈরাচারী মনোভাব দেখিয়ে ৩২ করার সিদ্ধান্ত জানিয়েছে। এটা সরকারের সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায় পদক্ষেপ।
পুলিশের এত সহস কিভাবে হয় শিক্ষাহ্মীদের উপর হামলা করার
৩৫ যোক্তিক দাবি।৩৫ এর প্রজ্ঞাপন চাই
😂 বিশিষ্ট চিন্তাদিন আবুল মিয়ার মতে😂😂
jekhane 23-24 bochor boyoshei Masters degree ses hoye jay.
sekhane 35 bochor korata kivabe jouktik hoy bolen ?
11-12 bochor ei ki lage akta chakri paite.
সারা বাংলার ছাত্রসমাজ এক হও।৩৫ যুক্তি দাবি
আদু ভাই
আওয়ামী আফসোস লীগ 😂😂
ভোদাই রিক্সা চালা।
বড়ো শয়তানদের লজ্জা বলতে কিছু নেই।
অটোচালা বুড়া বেটা
দেখে তো মনে হচ্ছে ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছে, সাংবাদিক আর পুলিশ এই দুই পক্ষের মধ্যে! 🙂
যারা ৩০ শে চাকরির ইন্টারভিউ দিয়ে টিকতে পারেনা তারা ৪০ করলে ও টিকবে না
একদম ঠিক আছে!
শাহবাগে সকল ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হোক
শক্ত অবস্থানে যাওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ ❤
৩ বারের বেশি বিসিএস দিতে পারবে না এটা যদি হয় বাস্তবায়ন হয় তাহলে শিক্ষার্থীরা সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যাবে, যত আন্দোলন করেছে সব বৃথা যাবে জীবন অনিশ্চিত হয়ে যাবে।
❤
এটা জন্য ই ত এরা সাদিন করছে দেশ এটাই ঠিক আছে এখন এটাই হবার বাকি ছিলো
ভাইয়া, বিসিএস করতে করতে বাকি সুযোগও শেষ হয়ে যায় অথচ পাশ করে কয়জন?!? সিরিয়াসলি ৩ বার ট্রাই করুক নয়তো অন্যকিছু
একদম ঠিক ।
তীব্র নিন্দা জানাচ্ছি
ধন্যবাদ পুলিশ কে,,,,,এরা অতিরিক্ত বাড়াবাড়ি করছে,,, সরকারের উচিৎ সরকারি চাকরি থেকে বাড়তি সুযোগ সুবিধা ও পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করা,,এতে করে সব ঠান্ডা হয়ে যাবে
অনেক ধন্যবাদ পুলিশ কে
এরা এই ১৬ বছর কই ছিলো,,তখন তো কিছু করে নাই
তারা ১২ বছরেরও বেশী সময় ধরে আন্দোলন করছে।ঘুমিয়ে থেকে মাঝে মাঝে ব্লাইন্ড হাক দেয়া থেকে বিরত থাকুন
@@unlockthemystery937032 bochor eo chakri pacchen nah Tahole onno kothao chakri korchen nah kno. Poribar er daitto niben kokhon.😅😅
@@unlockthemystery9370 কোনোদিনতো শুনলাম না কোথাও একটু দারাইছে! আন্দোলোন কি ঘড়ের ভিতর করেছে নাকি?
@@farjanasharmin1648 আমি চাকরি পাচ্ছি না একথা আপনি জানলেন কিভাবে😬,আমি তাদের কথা বলেছি। ,উপরওয়ালার দয়ায় দুএকজন লোককে চাকরি দেয়ার সামর্থ্য আছে।আপনার মতো নিচু মানসিকতার লোকরা চাকরি করেন বা ব্যবসা কোনোটাতেই শান্তি পাবার সম্ভাবনা ক্ষীন।আমি চাকরি করবো না। ৩৫ তাদের যৌক্তিক দাবি।
আমি নিজেও একজন মাস্টার্স পাশ বেকার। কিন্তু আমি চাকরির বয়স ৩৫ একদমই সাপোর্ট করিনা। ৩৫ বছর বয়সে একটা ছেলে যদি চাকরি খুঁজতে খুঁজতে পার করে দেয় তাহলে সে বিয়ে করবে কবে? সন্তানাদি মানুষ করবে কবে?
এখন আন্দোলনের নামে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে
এখানে খতিয়ে দেখা দরকার যে আওয়ামী লীগের লোক আছে কিনা এখানে নিশ্চিত কোন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা মাঠে নামছে
কথায় কথায় অবরোধ রাস্তায় বন্ধ পুলিশ বাহিনী ঠিক কাজ করেছে ধন্যবাদ জানাই
কথায় কথায় সমন্বয়কের আন্দোলনেও এইভাবে দমন করলে পুলিশকে বাহবা দিতে পারতাম।
আচ্ছা বয়স সীমা যাদের ৩২ প্লাস হয়ে গেছে, ৩৯ মাসের যে ব্যাক ডেট দেওয়া হয়েছিলো সেই সুবিধা তো তারা পেয়েছে। আর নিবন্ধন এ, স্কুল, কলেজের শিক্ষক দের বয়স সীমা ৩৫ পর্যন্ত। সুতরাং ৩২/৩৩ বছর এসেও যদি সরকারি চাকরি না হয় তাহলে বিকল্প ভাবা খুব জরুরি।।
আদু ভাই লীগ
বাসায় যেয়ে বাবাকে বাবাফাদারলীগ বলে ঢাকবি 😂😂😂
Tor mare TUI sod
17 বছর পর আজকে পুলিশের কাজে খুশি হলাম আলহামদুলিল্লাহ
দাবি যৌক্তিক মেনে নেওয়া উচিত
ঠিক মতন আছে ধন্যবাদ পুলিশ কে
একদম ঠিক আছে এটা আরো আগেই করার দরকার ছিলো
Alhamdulillah..... Dhonnobad police vai der..... Khub valo kaj korsen
সঠিক সিদ্ধান্ত। ৩৫ বছর চাওয়াটা অযৌক্তিক। তারা ৩ বারের ব্যপারটা নিয়ে বলতে পারে। তবে ৩২ যৌক্তিক।
আলহামদুলিল্লাহ
বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ।
সঠিক কাজ করেছে পুলশ
ধন্যবাদ পুলিশ।
ধন্যবাদ বাংলাদেশ পুলিশ কে
ধন্যবাদ পুলিশকে ❤❤❤❤
ফেল্টুসদের পর এবার ৩৫ উপর পুলিশের একশন। অযৌক্তিক সব আন্দোলন বন্ধ হওয়া উচিত।
দাবি হোক সারা জীবন চাকুরির আবেদন করা যাবে। বিচিত্র সেলুকাস।
ধন্যবাদ, পুলিশ।
মধ্যবর্তী অবস্থান বজায় রাখার পরেও এরা কি ভাবে আন্দোলন করে?? আমার তো মনে হচ্ছে এদের অসৎ উদ্দেশ্য আছে।
Akdom tik hoyce❤❤❤
ধন্যবাদ পুলিশকে একদম ঠিক আছে
পুলিশ কে অনেক ধন্নবাদ
বয়স বাড়ানোর পরেও আন্দোলন???
অনেক অনেক ধন্যবাদ পুলিশকে
ঠিক আছে বুড়া বয়সে কিসের চাকরি