সিলেট এয়ারপোর্ট রোড /চা বাগান / পর্যটন পার্ক/Sylhet Airport Road /Tea Garden / sylhet Tourist place

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • সিলেট এয়ারপোর্ট রোড /চা বাগান / পর্যটন পার্ক/Sylhet Airport Road /Tea Garden / sylhet Tourist place
    সিলেট এয়ারপোর্ট শহরের উত্তরে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। শহর থেকে এয়ারপোর্টে যাবার সময় প্রথম বাম দিকে অবস্থিত বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম সিলেট একপাশে লাক্কারতুড়া চা বাগান অন্যপাশে মালিনীছড়া চা-বাগান। মালিনীছড়া চা বাগান এশিয়ার প্রথম চা বাগান। ১৮৫৪ সালে মালিনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়।তার গভীরে রয়েছে হিলুয়াছড়া চা বাগান সেখানে রয়েছে রহস্যময় গৌড় গোবিন্দ গুহা। চা বাগানের মধ্যে দিয়ে চলে যাওয়া রাস্তায় এয়ারপোর্টে সামনের দিকে এগিয়ে গেলে এক সাথে কিছু টা দূরত্ব সিলেট পর্যটন পার্ক ও সিলেট ক্যাডেট কলেজ। সিলেট এয়ারপোর্টে রোডে রয়েছে আন্তর্জাতিক মানের ফাইভস্টার হোটেল নাম hotel grand sylhet তার পাশে সিলেটের আরও একটা পর্যটন স্পট বাইশ টিলা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন প্রবাসী আসা যাওয়া করেন। কিন্তু মধ্য প্রাচ্যের আরবের দেশের সাথে সরাসরি ফ্লাইট না থাকায় মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এই সকল জেলার মানুষ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বাস চলে যান।তাই সিলেট বিমানবন্দরে বেশিরভাগ যাত্রী সিলেটের দেখা যায়।
    সিলেট লোকচক্ষুর আড়ালে চা বাগানের ভেতর গৌড় গবিন্দের গুহা হাড়ুং হুড়ুং লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন।
    • রহস্যময় কালো যাদুর গুহ...
    #sylhet #sylhetvlog #সিলেট #sylhet_tour #touriststars #বাংলাদেশ #সিলেট_ভ্রমণ #সিলেট_ভ্রমণ_গাইড #সিলেট_এয়ারপোর্ট_রোড #সিলেট_ক্রিকেট_স্টেডিয়াম #সিলেট_ক্যাডেট_কলেজ #hotel_Grand_Sylhet #চা_বাগান #মালিনীছড়া_চা_বাগান #sylhet_tourist_place #পর্যটন_পার্ক #এয়ারপোর্ট #রোড #Tea_Garden

ความคิดเห็น • 10