Bangladesher Chele | Asif Akbar | Tarun Munshi | Lyrical video | Bangla Song 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • ** Listen & Download the full song from GP Music
    ►player.gpmusic....
    Song : Bangladesher Chele
    Singer : Asif Akbar
    Lyric & Tune : Tarun Munshi
    Music : Maksud Jamil Mintu
    Mix & Master : Azam Babu
    Lyrical Video Design & Editing : Aabid Hasan (Xgrafix Studios)
    Label : DHRUBA MUSIC STATION
    গানটি গ্রামীনফোন গ্রাহকরা ওয়েলকাম টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
    WT লিখে একটি স্পেস দিয়ে 7588909 লিখে পাঠিয়ে দিন 4000 নাম্বারে।
    গানটি এয়ারটেল গ্রাহকরা কলার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
    CT লিখে একটি স্পেস দিয়ে 7588909 লিখে পাঠিয়ে দিন 3123 নাম্বারে।
    গানটি টেলিটক গ্রাহকরা টেলি টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
    TT লিখে একটি স্পেস দিয়ে 7588909 লিখে পাঠিয়ে দিন 5000 নাম্বারে।
    Subscribe our channel : bit.ly/dhrubam...
    Like Our Facebook page : goo.gl/DJFutF
    Our website : www.dhrubamusi...
    Online Partner : Qinetic Network
    ANTI-PIRACY WARNING *
    This content is Copyright to Dhruba Music Station.
    Any unauthorized reproduction, redistribution or re- is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
    #Bangladesher_Chele
    #Asif_Akbar.
    #Asif
    #Tarun_Munshi
    #Maksud_Jamil_Mintu
    #DMS
    #Dhrubamusicstation
    #Lyrical_video
    #ভাষা_দিবসের_গান

ความคิดเห็น • 615

  • @DhrubaMusicStation
    @DhrubaMusicStation  2 ปีที่แล้ว +3

    Lyrics:
    শিশির ভেজা মাটি যখন সকাল ছুঁয়ে যায়
    পাই না তার আমি উপমা
    যেখানে যাই যেদিকে তাকাই
    নয়ন ভরে যায়।
    মাটির সুরে প্রাণের ভাষায়
    মাটিরই গান গাই
    বাংলাদেশের ছেলে আমি
    বাংলায় গান গাই।
    মাটির সুরে প্রাণের ভাষায়
    মাটিরই গান গাই
    বাংলাদেশের ছেলে আমি
    বাংলায় গান গাই।
    ধন্য আমি জনম আমার এই দেশেরই বুকে
    সারা জীবন থাকব পাশে রইব সুখে দুঃখে
    বাবার শাসন মায়ের দোয়া স্নেহের পরিবার
    দশে মিলে রক্ষা করি মাটির অধিকার
    যেখানে যাই যেদিকে তাকাই
    নয়ন ভরে যায়।
    মাটির সুরে প্রাণের ভাষায়
    মাটিরই গান গাই
    বাংলাদেশের ছেলে আমি
    বাংলায় গান গাই।
    মাটির সুরে প্রাণের ভাষায়
    মাটিরই গান গাই
    বাংলাদেশের ছেলে আমি
    বাংলায় গান গাই।
    আকাশ বাতাস পাহাড় নদী সাগর বলে যায়
    যেখানেই পা ফেলেছিস পাবিরে আমায়
    ছোট হলেও নিজের সে তো অল্প কিছু নয়
    ভাষার জন্য প্রাণ দিয়েছি গল্প শুধু নয়
    যেখানে যাই যেদিকে তাকাই
    নয়ন ভরে যায়।
    মাটির সুরে প্রাণের ভাষায়
    মাটিরই গান গাই
    বাংলাদেশের ছেলে আমি
    বাংলায় গান গাই।
    মাটির সুরে প্রাণের ভাষায়
    মাটিরই গান গাই
    বাংলাদেশের ছেলে আমি
    বাংলায় গান গাই।

  • @saymasultana5273
    @saymasultana5273 7 ปีที่แล้ว +3

    মাটির সুরে প্রানের ভাষায় মাটিরই গান গাই
    বাংলাদেশের ছেলে আমি বাংলায় গান গাই .... সত্যিই অসাধারন ❤ভালোবাসা অবিরাম ভাইয়া ❤

  • @iconashik9713
    @iconashik9713 7 ปีที่แล้ว +11

    বাংলাদেশে ছেলে আমি বাংলায় গান গাই ...সত্যিই অসাধারণ ... ভালোবাসা অবিরাম

  • @sshamim01
    @sshamim01 7 ปีที่แล้ว +1

    অসম্ভব সুন্দর হয়েছে , আসিফ ভাই কে অনেক অনেক ধন্যবাদ । স্লাইড ভিডিও টা অনেক সুন্দর হয়েছে । যদি ভিডিও থাকত , তাহলে আরও সুন্দর লাগত । যুগের সাথে তাল মিলিয়ে আসিফ ভাই যে এখনও গান গেয়ে যাচ্ছেন তার চেয়ে বড় আর কিছু হতে পারে না । আন্তরজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই গান টা একটি অসাধারন উপহার । বাংলাদেশ যতদিন থাকবে তাত দিন এই গানটি ও থাকবে । ধন্যবাদ আসিফ ভাই ।

  • @fokrulislam1175
    @fokrulislam1175 7 ปีที่แล้ว +3

    ধন্যবাদ আসিফ আকবর এতো সুন্দর একটি গানের জন্য।

  • @MdFaruk-tg2oj
    @MdFaruk-tg2oj 7 ปีที่แล้ว

    বাংলাদেশের ছেলে আমি,, বাংলায় গান গাই,, মাঠির সুরে প্রাণের ভাষায়,, মাঠিরই গান গাই,, বাংলাদেশের ছেলে আমি,, বাংলায় গান গাই,,, অসাধারণ সং ভাই এই পযন্ত অনেক বার শুনলাম,,

  • @Evergreenবাংলাগান
    @Evergreenবাংলাগান 2 ปีที่แล้ว

    আমরা ভাগ্যবান এই যে আসিফ আকবর আমার বাংলার শিল্পী কিন্তু আসিফের দুর্ভাগ্য আসিফ আকবর বাংলার শিল্পী 😢😢😢😢😢😢😢

  • @riponahmed6321
    @riponahmed6321 7 ปีที่แล้ว

    অসাধারণ। ক্ষনিকের জন্য নিজ থেকে হারিয়ে গিয়েছিলাম। স‍্যালুট আসিফ ভাই

  • @Ajgaming-f9
    @Ajgaming-f9 7 ปีที่แล้ว +27

    আমি গর্বিত কারণ আমি বাংলাদেশের ছেলে😊😊

  • @icantnotforgetyoubecauseil4581
    @icantnotforgetyoubecauseil4581 7 ปีที่แล้ว +5

    """দেশের ভাইরে আছি....গান টা শুুনে অনেক ভাল লাগলো... অনেক ভালবাশি তোমায় বাংলাদেশ""

  • @HalalTuneBlog
    @HalalTuneBlog 7 ปีที่แล้ว +16

    আমারো পুরোনো সুরে পেলাম যুবরাজের গান। ধন্যবাদ সবাইকে

  • @arfinarif3399
    @arfinarif3399 7 ปีที่แล้ว

    অনেক দিন পর দেশাত্মবোধক গান, দারুন হয়েছে ভাই,
    ধন্যবাদ ধ্রুব মিউজিক 😍

  • @hossainmadbor7226
    @hossainmadbor7226 7 ปีที่แล้ว +10

    কাজঁল দেয়া চোখে যে তার আহা কি মায়া,
    কি দেবো তার আমি তুলনা ।
    শিশির ভেজা মাঠি যখন সকাল ছুয়ে যায়,
    পাইনা তার আমি উপমা ।
    যে দিকে যাই যেদিকে তাকাই,
    নয়ন ভরে যায় ।
    মাঠির সূরে প্রানের ভাষায়
    মাঠিরই গান গাই,
    বাংলাদেশের ছেলে আমি
    বাংলায় গান গাই ।।

  • @জয়সিকদার-ব৫ন
    @জয়সিকদার-ব৫ন 7 ปีที่แล้ว +39

    জীবনে সুখের চাইতে দুঃখের পরিমান এতোটাই বেশি যে সুখ গুলো কবে এসেছিলো সেটাই ভুলে গেছি ♥ আসিফ ভাই গান গুলো আগুন মতো সব গান গুলো আমার কাছের অনেক ভালো লাগেআমি শুধু ভালোবাসি আসিফ আকবর কে ♥♥♥♥♥♥♥♥

    • @hanifrana4812
      @hanifrana4812 7 ปีที่แล้ว

      Sotti vai ki r bolbo asif vaiyer gan goli sone hridoy joriye jai

    • @জয়সিকদার-ব৫ন
      @জয়সিকদার-ব৫ন 7 ปีที่แล้ว

      Hanif Rana আপনাকে অনেক ধন্যবাদ ভাই জান

  • @mdhabiburrahmanhabib5932
    @mdhabiburrahmanhabib5932 7 ปีที่แล้ว

    মাটির সুরে প্রাণের ভাষায় মাটিরই গান গাই
    বাংলাদেশের ছেলে আমি বাংলায় গান গাই।
    আসিফ ভাই বরাবরই দেশপ্রেমিক।
    স্যালুট আসিফ ভাই।
    ভালোবাসি ভাই

  • @faridulislam7898
    @faridulislam7898 7 ปีที่แล้ว

    অনেকদিন পর আসিফ ভাইয়ের কন্ঠে ভাষার গান বা দেশের গান শুনে খুবিই ভালো লাগলো,অনেক খুশিও হইলাম,থ্যাংকস ধ্রুব মিউজিক স্টেশন।

  • @silentbymanik4059
    @silentbymanik4059 7 ปีที่แล้ว

    কিছু লেখার ভাষা নেই বস্......💜💜💜
    বেষ্ট ছিলো বস্ সেই...
    👌👌👌👌👌👌👌

  • @mimsheikh5541
    @mimsheikh5541 7 ปีที่แล้ว +39

    সবাই দেশকে ভালবাসুন দেশের মানুষকে ভালবাসুন
    বাংলাদেশের ছেল :

    • @mdsane3269
      @mdsane3269 7 ปีที่แล้ว +1

      Mim Sheikh right

    • @gsmkamal1481
      @gsmkamal1481 7 ปีที่แล้ว +1

      Mim Sheikh hiii

    • @noyonahmed5013
      @noyonahmed5013 7 ปีที่แล้ว +1

      Mim Sheikh nice looking mim

    • @samijsarker9964
      @samijsarker9964 7 ปีที่แล้ว +1

      matir akta manos khoj ta c janina kbe pabo amar jibone take niya ami gor sajabo

    • @Parbezparbez-ze4rt
      @Parbezparbez-ze4rt 7 ปีที่แล้ว +1

      Mim Sheikh নাইচ

  • @hhjibon6663
    @hhjibon6663 7 ปีที่แล้ว

    প্রবাসে বসে এমন দেশের গান শুনলে সত্যিই শিহরে উঠে প্রান, দেশের প্রতি মায়াটা আরো বেড়ে যায়,ধন্যবাদ বস, ধন্যবাদ সবাইকে।

  • @শেষঠিকানা-ধ৪ছ
    @শেষঠিকানা-ধ৪ছ 7 ปีที่แล้ว

    মন ভাল নেই তাই মন ভাল করার জন্য ভাল একটা গান খুজেছিলাম.সত্যি অসাধারন।

  • @localboys72
    @localboys72 7 ปีที่แล้ว +2

    ""মাটির সুরে প্রানের ভাষায় মাটির গান গাই,,,বাংলাদেশের ছেলে আমি বাংলায় গান গাই"""
    ,
    ,অসাধারণ হয়েছে,,,ধন্যবাদ ##ASIF ভাই কে এরকম একটি গান উপহার দেওয়ার জন্য।

    • @keyaamin456
      @keyaamin456 6 ปีที่แล้ว

      You are right bro

  • @AdityaErshad
    @AdityaErshad 6 ปีที่แล้ว

    দারুণ উপহার! বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ভাষা শহীদদের প্রতি

  • @niloynoor1048
    @niloynoor1048 5 ปีที่แล้ว

    গানটা অনেক ভাল লাগলো...প্রবাস থেকে দেশের প্রতি অারও বেশি ভালবাসা বেড়ে গেল..অার গায়ের মেঠো পথের সোনালী দিনগুলো কথা মনে পড়ে গেল..

  • @Riajulrakib394
    @Riajulrakib394 7 ปีที่แล้ว

    আবার আসিফ ভাই এর মুখে একটা দেশের গান শুনলাম ভাল লাগল।Thanks asif bhai

  • @MBSAJU-uw1zn
    @MBSAJU-uw1zn 7 ปีที่แล้ว +1

    ওহ,, বাংলাদেশের ছেলে আমরা বাংলায় গান গাই, অসাধারন লাগলো।

  • @Alamin-ht4mz
    @Alamin-ht4mz 5 หลายเดือนก่อน

    ধন্যবাদ তরুণ মুন্সি ভাই❤ এত সুন্দর কথা র গান উপহার দেয়ার জন্য 💐💐 ধন্যবাদ আসিফ আকবর ভাই অসাধারণ গেয়েছেন গান টা 💐❤️💐।

  • @sorwarhussen1169
    @sorwarhussen1169 7 ปีที่แล้ว

    আসিফ ভাইয়ের নতুন যত গান আছে, তার মধ্যে এইটাই বেস্ট। #saluteboss

  • @md.masudalamsumontv3584
    @md.masudalamsumontv3584 7 ปีที่แล้ว

    অশাধারন দেশাত্মবোধক গান। থ্যাংকস আসিফ ভাই। সুমন, বাংলাদেশ বেতার।

  • @সাবনিসাবনি
    @সাবনিসাবনি 7 ปีที่แล้ว +8

    আসিফ মানে নতুন কিছু বাংলার জুবরাজ

  • @abdulawal6602
    @abdulawal6602 7 ปีที่แล้ว

    Ami probashe thaki bai.......apnar gaan ta sune ami bangladesh k sotty miss korteche....best of asif bai

  • @mdnurtarlove2628
    @mdnurtarlove2628 7 ปีที่แล้ว

    বাংলাদেশের ছেলে আমি
    বাংলায় গান গাই।।।।
    I love you Asif sir
    Always hit...
    always fit.....
    Tnx again #DMS

  • @shreebose8482
    @shreebose8482 4 ปีที่แล้ว

    দূর্দান্ত /অপূর্ব /অসাধারণ 👌👌👌
    মন ভালো হয়ে যাওয়া একটি গান 😘

  • @saifulahmed1407
    @saifulahmed1407 7 ปีที่แล้ว

    বলার মতো কিছু নাই..অনেক বার গানটা শুনলাম...অসাধারণ

  • @masummazumder6749
    @masummazumder6749 6 ปีที่แล้ว

    আসিফ আকবর বলে কথা। বাংলা মায়ের বাংলা ছেলে।সেলুট বস্।

  • @mdmdsufian2772
    @mdmdsufian2772 7 ปีที่แล้ว +1

    আমি বাংলাদেশি ছেলে আমি বাংলাদেশের সবকিছু ভালবাসি। বাংলার গান বাংলার মুভি বাংলার কৃষ্টিকালচার সবকিছু।। i love bangladesh..

  • @mdfuad8136
    @mdfuad8136 7 ปีที่แล้ว

    বাংলাদেশের ছেলে আমি বাংলায় গান গাই অনেক ভালো লাগলো মনটা ছুয়ে যায় অনেক দিন পর বসের মুখে দেশের গান শুনলাম ধন্যবাদ... বস...

  • @nurislammondol506
    @nurislammondol506 7 ปีที่แล้ว

    আসিফ ভাইয়ার গান গুলো প্রানজুরিয়া যায় । গান সুনলে ভিতর থেকে ফিল হয় । সুভো কামনা রয়লো সবাইকে ।

  • @FARUKKhan-gq1xq
    @FARUKKhan-gq1xq 7 ปีที่แล้ว

    🇧🇩🇧🇩🇧🇩একে বলে বাংলার গানের যুবরাজ ...অসাধারণ গান আসিফ ভাই.ভালবাসা অবিরাম 🇧🇩🇧🇩🇧🇩..ও অভিনন্দন .🇧🇩🇧🇩🇧🇩

  • @abulkalamsohel5142
    @abulkalamsohel5142 7 ปีที่แล้ว

    বাংলাদেশের ছেলে আমি বাংলায় গান গাই..... অসাধারণ সুন্দর হয়েছে

  • @rasalmarbu67
    @rasalmarbu67 7 ปีที่แล้ว

    আসিফ ভাইয়ে মত দেশের গান আর কারো দিয়ে হবে না। বস একটায়

  • @zobaerahmed8871
    @zobaerahmed8871 7 ปีที่แล้ว

    ওয়াও অসাধারণ অসাধারণ... সত্যিই মন ভরে যায়

  • @farhancr7251
    @farhancr7251 7 ปีที่แล้ว

    tnq so much...
    song taa onk khujece..
    pure song vaiya...
    love u Asif vaiya💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @sarifulalam731
    @sarifulalam731 4 ปีที่แล้ว

    Wow,awesome, tnx bro, tobe jara dis like dise tader jonno upohar 👠👡

  • @mizanur-Rahman7564
    @mizanur-Rahman7564 7 ปีที่แล้ว

    আমার সোনার বাংলা
    আমি তোমায় ভালোবাসি।
    অনেক দিন পরে আসিফ ভাইয়ের কন্ঠে দেশের গান শুনলাম।অসাধারণ গাইছেন বস্

  • @mdjakaria7406
    @mdjakaria7406 3 ปีที่แล้ว

    Banglar chele banglar singer....desher sob gan apnr voice ei madhurjota pai....apni national singer❤️❤️❤️❤️💞💞❤️❤️

  • @fahimpip
    @fahimpip 7 ปีที่แล้ว

    বাংলা সংগীতের যুবরাজ।
    এগিয়ে চলো,সাথে সুন্দর সুস্থ বিনোদিত করো
    তোমার লাখো শ্রোতাদর্শক দের।

  • @MamunKhan-yc8kf
    @MamunKhan-yc8kf 7 ปีที่แล้ว +4

    অনেকদিন পর সেই আগের সং
    মন্টা ভরে গেলো।

  • @Imo-wh4xt
    @Imo-wh4xt 6 ปีที่แล้ว

    আসিফ ছাড়া আর কেও দেশের গান এতো সুন্দর করে গাইতে পারেন।

  • @habibgazi849
    @habibgazi849 7 ปีที่แล้ว

    অসাধারন একটি গান, আসলে বস তুমি বাংলা গানের যুবরাজ

  • @mdsohelraj
    @mdsohelraj 7 ปีที่แล้ว +5

    অসাধারন ভাই,,সত্যি শরিল সিহিরিয়ে উঠছে আসিফ ভাই সুপার

    • @t9112
      @t9112 7 ปีที่แล้ว +1

      so nice👌👌👍👍👍👍🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @MdFaruk-pd5hs
    @MdFaruk-pd5hs 7 ปีที่แล้ว

    বারবার শুনতে মন চায়,,,,,এক কথায় অসাধারন,,,,।

  • @jewelasif2467
    @jewelasif2467 7 ปีที่แล้ว

    বস গান শুনে আনন্দে চোখে জল চলে আসলো।।।
    অসাধারণ গেয়েছেন বস।।
    স্যালুট জানাই।।।

  • @abirebanasif1638
    @abirebanasif1638 7 ปีที่แล้ว +8

    বাংলা গানের কিং তুমি,বাংলা গানের গর্ব তুমি,বাংলা গানের প্রান তুমি,, বাংলাদের গর্ব তুমি বস্ ,, সেলুট তোমায়

  • @bdsultanji5490
    @bdsultanji5490 6 ปีที่แล้ว

    আসিফ ভাইয়ের দেশের গান জত গুলো , গেয়েছিল সব কটা আমার কাছে ভাল লেগেছে, দেশের গান গাইতে চাইলে জেমন গলা চেরে অচ্চ শোর লাগে , তার কাছে এটা আছে
    সবাইকে দিয়ে এই গান মানায় না
    only asif

  • @musafirnayon340
    @musafirnayon340 7 ปีที่แล้ว

    দেশের গান একমাত্র আসিফ বসের কন্ঠেই মানায়

  • @imamhossainsumon5557
    @imamhossainsumon5557 3 ปีที่แล้ว

    দেশের গান যতবার শুনি তথবার মুক্ত হয়ে যায়

  • @Abdulkarim-sq1td
    @Abdulkarim-sq1td 6 ปีที่แล้ว

    💖💖💖khob sondur hoise vai 💖💖💖

  • @russellbhai3622
    @russellbhai3622 7 ปีที่แล้ว +31

    #DMS এর শ্রদ্ধাঞ্জলি।
    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে 😍

    • @AbdulAlim-bx1fl
      @AbdulAlim-bx1fl 7 ปีที่แล้ว

      RASEL GAZI আমাদের পক্ষ থেকেও #DMS পরিবারকে আন্তর্জাতিক মাতৃভাষার শুভেচ্ছা।

    • @mdabdulhoquedubai4355
      @mdabdulhoquedubai4355 7 ปีที่แล้ว

      nice

  • @durnitirsondhane4309
    @durnitirsondhane4309 7 ปีที่แล้ว

    আসিফ ভাইকে যেন ‍আবার সেই ‍আগের সুরেই পেলাম। সত্যিই অসাধারণ কন্ঠে ‍একটি অসাধারণ গান। সুনে অনেক অনেক ভালো লাগলো।

  • @saamin.7878
    @saamin.7878 7 ปีที่แล้ว

    একেই বলে বাংলার জুবরাজ
    এগিয়ে জান আসিফ ভাই
    ভালবাসা অবিরাম

  • @md.ibrahim4506
    @md.ibrahim4506 7 ปีที่แล้ว

    অতুলনীয় গানটি আসিফ ভাইয়ের.....

  • @jabedhossain6474
    @jabedhossain6474 5 หลายเดือนก่อน +1

    ভাই তোর গানের গলা আমার এত ভালো লাগে ইস তুই যদি জানতে।

  • @saliimahmed.928
    @saliimahmed.928 7 ปีที่แล้ว

    ASIF and Tarun both create another milestone! ! Go ahead brothers

  • @mdfaruk4620
    @mdfaruk4620 7 ปีที่แล้ว

    অনেক দিন পর অসাধারণ গান পেলাম ।ধন্যবাদ আসিফ ভাই কে।

  • @loginentertainment7170
    @loginentertainment7170 7 ปีที่แล้ว

    যেমন লেখনী তেমন গায়কী অসম্ভব ভাল লাগলো গানটি,,,বসের সাথে কারো তুলনা হয়না,,,

  • @nishonisho1780
    @nishonisho1780 7 ปีที่แล้ว

    Khv khv khv sundor hoisa i like it soo much its awesome song 😍😍😍

  • @loginentertainment7170
    @loginentertainment7170 7 ปีที่แล้ว

    মিউজিক ভিড়িও হলে আরো অনেক মজা লাগতো,অনেক সুন্দর ভয়েস বস আসিফ আকবর,,,

  • @riyedhossain9635
    @riyedhossain9635 7 ปีที่แล้ว +1

    Bangladesher chele Onek sundr gan
    Monta jurai gelo boss Valobasa obiram

  • @moklesmaharab1067
    @moklesmaharab1067 7 ปีที่แล้ว

    অসাধারন গান উপহার দিলেন বড় ভাই। 👌👌

  • @mahmudsharif3060
    @mahmudsharif3060 6 ปีที่แล้ว

    হৃদয় ছুয়ে গেলো,, মন চাই হাজার বার গান টা শুনি,,,

  • @sajibhussain4049
    @sajibhussain4049 7 ปีที่แล้ว

    গান'টা যতবার শুনি,তখনই ইমোশনাল হয়ে পরি |

  • @rajibulrajib8134
    @rajibulrajib8134 7 ปีที่แล้ว +56

    এই গানে আবাল ছাড়া আর কেউ আনলাইক দিবে না..আবাল।গুলাই আনলাইক দিবে..নিজের দেশ নিয়া কত সুন্দর একটা গান এর মধ্যেই আনলাইক দেয় আবাল গুলা

  • @alamgirhosenraju
    @alamgirhosenraju 7 ปีที่แล้ว

    আমি বাংলার ছেলে,বাংলা আমার অহংকার। best song.বাংলার যুবরাজ আসিফ আকবর।

  • @jumelazizul4706
    @jumelazizul4706 7 ปีที่แล้ว

    ভালবাসা অবিরাম....🇧🇩 👆👆👆

  • @rabiulawalsarkar
    @rabiulawalsarkar 7 ปีที่แล้ว +7

    এই গানের সংশ্লিষ্ট সবাইকে স্যালুট জানাই।

  • @jashimmahmud4014
    @jashimmahmud4014 7 ปีที่แล้ว

    ভালবাসা অবিরাম,,
    শুভ কামনা।

  • @rajibulrajib8134
    @rajibulrajib8134 7 ปีที่แล้ว +6

    wow ganer kotha tune music.. r voice aha.. tulonahin..

  • @polashpobasipobasi3125
    @polashpobasipobasi3125 7 ปีที่แล้ว

    সুপার একটি দেশের গান ধন্যবাদ এই গীতিকার ও সুরকার আর আমাদের সবার প্রিয় কন্ঠ শিল্পী বাংলা গানের যুবরাজ আসিফ আকবর বসকে এক কথাই অসাধারণ একটা বাংলাদেশি র গান

  • @এমরানজুয়েল
    @এমরানজুয়েল 7 ปีที่แล้ว

    অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি. সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস, অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা....

  • @monibulhoquemoni6606
    @monibulhoquemoni6606 7 ปีที่แล้ว +9

    Dhonnobad,DMS ke 21 February samne rekhe Sothik gaan,sothik gayok ebong sothik kolakousholi niye sothik somoye Darun gaan upohar dewar jonno.R Asif Akbar,se tu Bangla Gaan er Yubraj,Songiter Borputro,Deshpremik..................Bisheshon r zug korlam na.

  • @swapanbiswas5254
    @swapanbiswas5254 5 ปีที่แล้ว

    Amar jonmo bangladesh a r ami akhon india te thaki kintu bangladesh k ami khub valobasi... Boro hoye akdin amar matrivumi dekhte jabo...

  • @mdrashed3925
    @mdrashed3925 7 ปีที่แล้ว

    ওয়াও বস দারুন গাইছো😍😍

  • @AminurAminur-w4m
    @AminurAminur-w4m หลายเดือนก่อน

    আসিফ আকবর সেরা শিল্পী বাংলাদেশের

  • @sifatsikder4373
    @sifatsikder4373 7 ปีที่แล้ว

    Ki bolbo....ek kothay oshadharon.

  • @shakhawathossen5105
    @shakhawathossen5105 5 ปีที่แล้ว

    অসাধারণ হইছে ভাই so আই লাভ ইউ আসিফ

  • @NURULISLAM-xo6gr
    @NURULISLAM-xo6gr 7 ปีที่แล้ว

    আমার বস মানেই অসাধারন কিছু,শুনলেই মন জুড়ায়।

  • @mostafezurrahman6537
    @mostafezurrahman6537 6 ปีที่แล้ว

    Asadharon Hoise boss.

  • @faridahmed7364
    @faridahmed7364 7 ปีที่แล้ว

    বস অসাধারন। ভালোবাসা আভিরাম।

  • @noorctgbd
    @noorctgbd 5 ปีที่แล้ว

    আগের বিটিভিতে দেশের গানের ফ্লেভার পেলাম অনেকটা!!!

  • @hossananwar1916
    @hossananwar1916 7 ปีที่แล้ว

    আহা মনটা ঠানডা হয়ে গেলো সালাম বস ✌✌✌💜💔💘💜💔💘

  • @agazi306
    @agazi306 7 ปีที่แล้ว

    কুমিল্লার গর্ব
    বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।।

  • @tuhinsir9869
    @tuhinsir9869 7 ปีที่แล้ว +2

    Desher Gaan bolte Asif Bhai er Voice👍👌🤙👉✍️

  • @sohelrana-pu2hk
    @sohelrana-pu2hk 5 ปีที่แล้ว

    আসিফ ভাই এর কন্ঠে একবার আজান সুনতে চাই সবাই সারাদেন

  • @blackvirus6958
    @blackvirus6958 5 ปีที่แล้ว

    কি আর বলবো গানের সুরটা এতই সুন্দর হয়েছে,

  • @farukrasel9506
    @farukrasel9506 7 ปีที่แล้ว

    আহা গানটা শুনে মনটা ভালো হয়ে গেলো।।

  • @MdSumon-oy2nc
    @MdSumon-oy2nc 7 ปีที่แล้ว

    সত্যি মুগ্ধ হয়ে গেলাম অসাধারণ

  • @pulokmd6268
    @pulokmd6268 7 ปีที่แล้ว

    আসিফ ভাই কিযে ভালো লাগছে,,তা বলে বুজাতে পারবো না,,,, থেনক্স,, এমন গান করার জন্য

  • @mdsazzadju6984
    @mdsazzadju6984 7 ปีที่แล้ว +2

    Boss er song ...just wow👌👌👌👌👌😍😍😍😍😍

  • @asifyusuf6620
    @asifyusuf6620 7 ปีที่แล้ว

    Supper song
    সত্যি অতুলনীয় গান
    ভালবাসা অবিরাম বস

  • @amirhossain8151
    @amirhossain8151 7 ปีที่แล้ว

    অসাধারন কথা, শুর এবং কন্ঠ ধন্যবাদ আসিফ ভাই আপনি বাংলাদেশের গর্ব