পোড়ামাটির তৈরি দোতলা বাড়ি নজর কাড়ছে মানুষের || বিক্রমপুর || Terracotta House || Munshiganj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @MahinMia-bk8je
    @MahinMia-bk8je ปีที่แล้ว +101

    মানুসের তৈরি ঘর এতো সুন্দর । আর আললাহর বেহেশ না জানি কত সুন্দর । সত্যি অসাধারণ।

    • @mdhussenhussen
      @mdhussenhussen ปีที่แล้ว +3

      রাইট॥

    • @RaditKhan-rk1ph
      @RaditKhan-rk1ph 9 หลายเดือนก่อน

      Right❤

    • @shovosokalbd.2110
      @shovosokalbd.2110 7 หลายเดือนก่อน

      কিন্তু কেউ দেখেনি কিরকম সুন্দর শুধু অনুমান নির্ভর। আমার মতে পৃথিবীর প্রকৃতি ও ভালো মানবিক মানুষগুলোই প্রকৃত সুন্দর ❤

  • @jayedahmed470
    @jayedahmed470 ปีที่แล้ว +28

    মানুষের তৈরি ঘর যদি এত সুন্দর হয় না জানি আল্লাহর বেহেশত কত সুন্দর ।

  • @streetunboxing1
    @streetunboxing1 ปีที่แล้ว +219

    সুমন ভাইয়ার নতুন সাথী হয়ে গেছে। জীবন সঙ্গী এবং ভ্রমণসঙ্গী ও। অনেক ভালো লাগছে দু'জনকেই❤️

    • @shantanunaskar9733
      @shantanunaskar9733 ปีที่แล้ว +6

      💖

    • @familyandfrinds3803
      @familyandfrinds3803 ปีที่แล้ว +18

      আগেও ছিলো আমরা খেয়াল করিনি।

    • @mangopepll4213
      @mangopepll4213 ปีที่แล้ว +4

      @@familyandfrinds3803 Ami Akbar deksilm golap gram a

    • @atmaminuzzamankislu1837
      @atmaminuzzamankislu1837 ปีที่แล้ว +2

      ❤thanks

    • @suvendumidya
      @suvendumidya ปีที่แล้ว +1

      দাদা আপনি মিউজিক গুলো কোথা থেকে ডাউনলোড করে ভিডিওতে লাগান জানালে খুবই উপকৃত হব।

  • @clips-bd6ym
    @clips-bd6ym ปีที่แล้ว +82

    মাটির তৈরী এমন সুন্দর একটি বাড়ি দেখে সত্যিই অনেক ভাল লাগলো

    • @priyankasdream6597
      @priyankasdream6597 ปีที่แล้ว +2

      মাটির তৈরি বাড়ি সত্যি খুব অসাধারণ লাগে

  • @DrMdAbulKashem
    @DrMdAbulKashem 9 หลายเดือนก่อน +1

    এই বাড়ির মাধ্যমে বিক্রমপুরএর পুরনো ঐতিহ্য নতুনভাবে ফুটে ওঠেছে। অন্যদের নিকট বিক্রমপুরবাসীদের গর্বিত করার দাবিদার এই বাড়িটি। শুকরিয়া জানাই মহান আল্লাহকে, যিনি সৈয়দ টিপু সুলতান সাহেবকে এত সুন্দর একটি বাড়ি করার তওফিক দিয়েছেন। দোয়া করি মানুষের খেদমত করার মাধ্যমে বেহেশতে যেনো এর চেয়েও সুন্দর একটি বাড়ি উপহার পান। শুকরিয়া জানাই ইউটিউবার ভাইকে সুন্দরভাবে উপস্থাপঅন করার জন্য...

  • @arianahmed4590
    @arianahmed4590 ปีที่แล้ว +18

    এমন মানবিক মানুষকে তুলে ধরার জন্য সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ, দিনদিন মানবিকতা হ্রাস পাচ্ছে। এমন মানুষকে দেখে যদি কেউ অনুপ্রাণিত হয়ে মানবিক কাজে নিজেকে লিপ্ত করে তাহলে সেটার কিছুটা অংশীদার সুমন ভাইও হবে। জয় হোক মানবতার

  • @itihaseraanusandhane7G
    @itihaseraanusandhane7G ปีที่แล้ว +45

    আপনার চ্যানেলের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা ভিডিও ছিলো আজকের টা ❤️❤️❤️ সুন্দর্য্য কত প্রকার হয় তা এই বাড়িটি নির্মানের মধ্যে ফুটে উঠেছে 🥰 প্রশংসা করার মতো ভাষা পাচ্ছি না ❤️❤️❤️

  • @saimunnaharmunni1451
    @saimunnaharmunni1451 ปีที่แล้ว +11

    বিক্রমপুরের পুরা মাটির ঘর দেখে আমার মনটা ভরে গেল। কেন গেল আমার মায়ের জন্মভূমি বিক্রমপুর আমি কখনো যাই নাই যাওয়ার খুব ইচ্ছে বিক্রমপুর। ধন্যবাদ ভাইয়া দেখানোর জন্য ♥️♥️👍🌹🌹🌹🌹

  • @mahiyakhan8158
    @mahiyakhan8158 ปีที่แล้ว +13

    Ma sha allah ,, khub sundor🥰🥰
    বাড়ির উঠানে, নবী মুহাম্মদ সাঃ এর পছন্দের খেজুর গাছ 😍😍

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 ปีที่แล้ว +38

    "মানুষ মানুষের জন্য"
    আবার ও তা দেখলাম
    সুমন ভাইয়ের সঙ্গে
    সুরভীও বেশ সুমানান।
    পোড়া মাটির বাড়ির সৌন্দর্য্য মনোমুগ্ধকর
    চিন্তা মননশীল নতুনত্বে পূর্ণ, নয়ন সুখকর।
    ধন্যবাদ সুমন ভাই ও সুরভী।

  • @ManikAli-zk2oc
    @ManikAli-zk2oc ปีที่แล้ว +4

    খুব সুন্দর মাটির বাড়ী আমি মুগ্ধ হয়ে গেলাম

  • @joyeetaskitchen
    @joyeetaskitchen ปีที่แล้ว +10

    অপূর্ব লাগলো পোড়া মাটির এই বাড়িটি। নান্দনিক চিন্তার কত সুন্দর একটা রূপ। অনেক ধন্যবাদ আমাদের সাথে এই অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য 🌹❤️🤲

  • @masumbikrampuri589
    @masumbikrampuri589 ปีที่แล้ว +25

    Again welcome to আমাদের প্রাণের বিক্রমপুর। সুমন ভাই আপনি কিভাবে খুঁজে বের করেন আমরা এই জেলার মানুষ হয়েও এতো কিছু চিনি না । Thanks for watching it . Brilliant.

  • @DRXTECH_
    @DRXTECH_ ปีที่แล้ว +8

    বিক্রমপুর আদি যুগ থিকেই বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক জেলা ❤️❤️🇧🇩❤️ এজন্যই বিক্রমপুরকে এত্ত ভালোবাসি ❤️জন্ম আমার বিক্রমপুর জীবন আমার ধন্য
    #শ্রীনগর_ছনবাড়ী 😍❤️আমার বাড়ী

  • @bmjoy4204
    @bmjoy4204 ปีที่แล้ว +5

    সালাউদ্দিন ভাই এর অনেক অনুষ্ঠানে আমি দেখি অনেক ভালো লাগে আর এমনিতেই তো রাজা বিক্রমাদিত্যের বিক্রমপুর, বিক্রমপুরের ঐতিহ্যবাহী অনেক নিদর্শন আছে ধন্যবাদ ভাই

  • @moinuddin4321
    @moinuddin4321 ปีที่แล้ว +3

    টিপু সুলতান সাহেব কে মন থেকে ভালবাসা জানাচ্ছি। একজন দেশপ্রেমিক মানুষ কে দেখে ভালো লাগলো।

  • @makazad8572
    @makazad8572 10 หลายเดือนก่อน +1

    খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে মুহতারাম সুস্থ থাকুন শুভকামনা রইলো, দেশের মহব্বত আমাকে বিমোহিত করেছে, ধন্যবাদ

  • @syedmahmudhossain9126
    @syedmahmudhossain9126 ปีที่แล้ว +3

    সুষ্ঠু পরিকল্পনায় মেধা ও মননের যেনো এক পরিপূর্ণ ছাপ
    হৃদয়ের আলপনায় কৃষ্টির কল্যানে এগিয়ে এক ধাপ।

  • @shulyakter7068
    @shulyakter7068 ปีที่แล้ว +16

    মাটির মানুষ মাটির বাড়ি দেখতে খুব সুন্দর হয়েছে এবং তার চারপাশে তাকিয়ে দেখলেই চোখ মন ভরে যায়। 🕋🕋🕋

  • @Chotoporda
    @Chotoporda ปีที่แล้ว +3

    এক কথায় দারুণ

  • @jagadishchandranag6283
    @jagadishchandranag6283 ปีที่แล้ว +7

    এই অনন্য সুন্দর বাড়ীটির
    অনন্য সুন্দর ভঙ্গির মানুষ
    টিকে আমার শ্রদ্ধা ও ভালো
    বাসা !!

  • @farukgaming4785
    @farukgaming4785 ปีที่แล้ว +34

    ভ্রমন সঙ্গিনী পেয়ে গেছে আমাদের সুমন ভাই দোয়া করি আল্লাহ যেন আপনাদের সারাজীবন সুখি রাখে

    • @suvendumidya
      @suvendumidya ปีที่แล้ว

      দাদা আপনি মিউজিক গুলো কোথা থেকে ডাউনলোড করে ভিডিওতে লাগান জানালে খুবই উপকৃত হব।

  • @suraiyaslife9966
    @suraiyaslife9966 ปีที่แล้ว +6

    মুন্সিগঞ্জের মাওয়া থেকে দেখছি সত্যি অসাধারণ সুন্দর। ধন্যবাদ ভাইয়া আপনি না জানালে জানতাম না এতো সুন্দর একটা ঘুরার জায়গা এতো কাছেই রয়েছে

  • @shakilaranu6638
    @shakilaranu6638 ปีที่แล้ว +3

    অসাধারণ সুন্দর খুব ই দৃষিট নন্দ সুন্দর বাড়ি৷

  • @arindommallick5330
    @arindommallick5330 ปีที่แล้ว +1

    সেই কন্ঠ সেই গলার সুর কতো যে মিস করেছি ভাই আমি তো ভাবছি এখনো কি গায়ে বিয়ের গন্ধ কাটেনি ভালো থেকো ভাই টাটা

  • @shimuhowladershimu3048
    @shimuhowladershimu3048 ปีที่แล้ว +5

    অসাধারণ অসাধারণ বাড়ি, সত্যিই আমাকে মুগ্ধ করেছে বাড়িটি, সময় করে একদিন যাবো এই বাড়িটি দেখতে ইনশাআল্লাহ।

  • @mkreza7470
    @mkreza7470 ปีที่แล้ว +11

    আমি ভারত থেকে বলছি বাংলাদেশের এই একতারা বাশির ও সুর বিশেষ করে কোনো ঐতিহ্যবাহী স্থান বা শিক্ষা, অথবা কোনো কারি গড়
    নদ নদী খালবিল এবং গ্রামের কৃষকদের জীবন যাপন তুলে ধরার সময় যে সুমধুর বাশির সুর একতারা দিয়ে যে মিউজিক তুলে ধরা হয় মন ছুয়ে যাবার মতো

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 ปีที่แล้ว +2

    মুগ্ধতায় আপ্লুত পোড়ামাটির বাড়ির দেখে.ভাগ্নের রুচিবোধ এবং বুদ্ধিমত্বার প্রশংসা করতেই হয়.কাঁচা চালতার ভর্তা, জীবনে প্রথম দেখলাম খাওয়ার ইচ্ছা রইলো.

  • @md.mesbahuddingazi7043
    @md.mesbahuddingazi7043 ปีที่แล้ว +2

    সুমন ভাইয়ের সঙ্গে
    সুরভী ভাবী অসাধারণ সুন্দর লাগলো

  • @saifurrahman2417
    @saifurrahman2417 ปีที่แล้ว

    টিপু সুলতান ভাইককে আমার ছালাম। সত্যিকারেে আপনি শৈল্পিক মনের মানুষ।পাশাপাশি আপনি সমাজসেবী ও একজন ভালো মনের মানুষ।আসলেই পোড়ামাটির বাড়ি এই প্রথম দেখলাম।সব শেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি।

  • @rubinanargis6548
    @rubinanargis6548 ปีที่แล้ว +8

    আমাদের ঐতিহ্যকে এত চমৎকার ভাবে উপস্থাপন এক কথায় অসাধারণ।

  • @mdmazharul9747
    @mdmazharul9747 ปีที่แล้ว +5

    আধুনিক যুগেও এরকম স্থাপনা, সত্যিই অসাধারণ!

  • @rubelsheikh5334
    @rubelsheikh5334 ปีที่แล้ว +8

    মাশাআল্লাহ মাটির সম্মামনা দিলো বাড়ির মালিক

  • @bangladeshibloggermumtania8881
    @bangladeshibloggermumtania8881 ปีที่แล้ว +3

    এত সুন্দর বাড়ি প্রথম দেখে ভালো লাগলো

  • @mdselimmiah5827
    @mdselimmiah5827 ปีที่แล้ว +3

    গ্রামটি আমার অনেক প্রিয়।আমার প্রিয় মানুষটির বাড়ি এই গ্রামে

  • @sufisujon
    @sufisujon ปีที่แล้ว +19

    মাশাআল্লাহ
    প্রিয় সুমন ভাই চমৎকার বাচনভঙ্গি এবং প্রকৃতির দৃশ্য দেখিয়ে সবসময় মুগ্ধ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
    আপনার পরিবারের সকলের মঙ্গল কামনা করছি ❤️❤️❤️❤️🙏

  • @abkhan4337
    @abkhan4337 ปีที่แล้ว +2

    অবিরাম ভালোবাসা মুনসীগনজ শ্রীনগর থেকে ।

  • @mehmudhasan99
    @mehmudhasan99 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি ভিডিও। ধন্যবাদ সুমন ভাই

  • @raibaislam2388
    @raibaislam2388 ปีที่แล้ว +6

    ভাই এই বাড়িটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, আমি শুধু অপেক্ষায় আছি কবে যাব...!❤️❤️❤️

  • @dhaka640
    @dhaka640 ปีที่แล้ว +3

    অসাধারণ
    কত কিছুই না দেখলাম আমার জানা ছিল না আমাদের বিক্রমপুরে এত সুন্দর বাড়ি আছে

  • @rezinaparvin6001
    @rezinaparvin6001 ปีที่แล้ว +1

    অসাধারণ চোখ জুড়িয়ে গেল । অবশ্যই দেখতে আসবো

  • @rahelabegum5993
    @rahelabegum5993 ปีที่แล้ว

    Osadaron are ki blobo bolar kuno basa kuje paccina osadaron 👍👍👍💯💯💯♥♥♥

  • @sikhadas8300
    @sikhadas8300 ปีที่แล้ว +7

    অপূর্ব, এতো সুন্দর চিন্তা ভাবনা তাকে রূপ দেওয়া! তাদের অনেক ধন্যবাদ, আপনাকে ও এই সুন্দর ভিডিও টি শেয়ার করার জন্যে। সুরভী কে সাথে দেখে খুব ভালো লাগলো। আপনাদের আমার আশির্বাদ, ভালো থাকুন 🙏

  • @lo-fihub9905
    @lo-fihub9905 ปีที่แล้ว +9

    ভালোবাসার মুন্সিগঞ্জ😌❤️‍🩹

  • @siddiqurrahmansiddik4063
    @siddiqurrahmansiddik4063 ปีที่แล้ว +3

    মনটা খারাপ ছিলো,
    ভিডিও টা দেখে মনটা ভালো হয়ে গেলো
    সত্যিই অসাধারণ।।

  • @dhaliabegum5987
    @dhaliabegum5987 ปีที่แล้ว +30

    নতুন জীবনের জন্য শুভকামনা রইল দুজনের জন্য

  • @delowarmoral
    @delowarmoral ปีที่แล้ว +1

    নতুন ভ্রমণ সঙ্গী তথা জীবন সঙ্গীর জন্য শুভকামনা নিরন্তর।

  • @nooruzzamanmolla6309
    @nooruzzamanmolla6309 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ ভাই আমাদের মুন্সিগঞ্জের ভিডিও দেখার জন্য অপেক্ষায় ছিলাম ধন্যবাদ আপনাকে ভাই

  • @bacchurahman1335
    @bacchurahman1335 ปีที่แล้ว +2

    সুন্দর সুন্দর সুন্দর দৃশ্য ❤❤❤

  • @md.habilislam3508
    @md.habilislam3508 ปีที่แล้ว +4

    হাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের জন্য যিনি মানুষকে সৃষ্টি করেছেন সামান্য কিছু জ্ঞান দিয়েছেন সেই গান দিয়ে মানুষ কত কি তৈরি করেছেন আল্লাহ সবচাইতে মহাজ্ঞানী তার কোন তুলনা আমীন সুম্মা আমীন

  • @purnotaraya
    @purnotaraya ปีที่แล้ว +1

    সুমন ভাই bhabi khob sondr, apni manusta khob bhalo er jnno Mohan Allah apnake eto sondr Bou opohar dise

  • @MdAlom-vv1lu
    @MdAlom-vv1lu ปีที่แล้ว +1

    সুমন ভাইয়ের সফর সঙ্গী এবং জীবন সঙ্গী হিসেবে সুরভী ভাবিকে ভালো মানিয়েছে অনেক ভালো লাগলো ভিডিওটি দেখে

  • @ujjaldutta6150
    @ujjaldutta6150 ปีที่แล้ว

    আপনি এতো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে সব মানুষ কে তাক লাগিয়ে দিয়েছেন ।।। আপনিই পারবেন নতুন কিছু সৃষ্টি করতে ।।। যারা ভালো মানুষ তারাই তো ভালো কিছু খুঁজে বেড়ায় ।।।। জয় তথাগত গৌতম বুদ্ধ ।।।

  • @shahinshahin4021
    @shahinshahin4021 ปีที่แล้ว

    এরকম একটি মাটির বাড়ি দেখে ভালো লাগছে ভাবিকে নিয়ে ভিডিও বানানোর জন্য আরো অনেক ভালো লাগছে

  • @sangeetparishadnewyork8968
    @sangeetparishadnewyork8968 ปีที่แล้ว +2

    টিপু সুলতান ভাই একজন ফার্মাসিস্ট এবং প্রকৃতি প্রেমী ও সফল কৃষিবিদ।

  • @dilipkumarroy3101
    @dilipkumarroy3101 ปีที่แล้ว +3

    এক কথায় অসাধারন।

  • @kiranmoymandal9678
    @kiranmoymandal9678 ปีที่แล้ว +1

    সুমন ভাই সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ, পুনে মহারাষ্ট্র ইন্ডিয়া

  • @স্বাধীনবাংলারপরাধীনজীবন

    মা শা আল্লাহ, আনকমন একটি বাড়ী, বেশ ভালো লাগলো, দেশে গেলে ইন শা আল্লাহ যাবো ওখানে,

  • @-rangilabaroi9363
    @-rangilabaroi9363 ปีที่แล้ว +5

    কি অসাধারণ চিন্তা দর্শন মানুষের 🌹🌹 ভাবিকে নিয়ে প্রথম ব্লগ, শুভ কামনা দুজনের জন্য

  • @jubermallick5482
    @jubermallick5482 ปีที่แล้ว +11

    ভারতের কেরালা থেকে অবিরাম ভালোবাসা 🇮🇳🇧🇩

  • @triptisaha1988
    @triptisaha1988 ปีที่แล้ว +22

    ভাইয়ার বিয়ের পর এটাই নতুন ভিডিও। অসাধারণ সুন্দর লাগলো। ভাবীকে ও ভালো থাকবেন আপনারা ❤️❤️❤️

  • @nasimaakter2146
    @nasimaakter2146 ปีที่แล้ว +2

    সত্যি অসাধারণ বাড়ি টি

  • @amiruddin7255
    @amiruddin7255 ปีที่แล้ว +1

    রুচিশিল টিপু ভাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমির, গাজীপুর।

  • @mowsumifarjana3245
    @mowsumifarjana3245 ปีที่แล้ว +8

    আমাদের সিরাজদিখান ❤️❤️❤️দেখে ভালো লাগলো

    • @Best_of_Muslim
      @Best_of_Muslim ปีที่แล้ว +1

      তাই??

    • @hridoy1990
      @hridoy1990 ปีที่แล้ว

      আমাকে ঠিকানাটা দিবেন

  • @mmhasan2310
    @mmhasan2310 ปีที่แล้ว

    পোড়া মাটির বাড়ি দেখে আমি আমার অনেক অনেক ভালো লাগল

  • @sipramajumder622
    @sipramajumder622 ปีที่แล้ว

    Ato sundor akta pora matir ghor dekhe ami bismito hoye geche . Sumon bhai ke onek dhonnobad dekhanor jonno r dhonnobad janachhi
    Tipu sultan bhai ke bariti toiri korar jonno.

  • @kshamachakraborty7292
    @kshamachakraborty7292 ปีที่แล้ว +1

    Apurbo just awesome.

  • @mahbubasiddiqua
    @mahbubasiddiqua ปีที่แล้ว +2

    সব অর্থবান প্রবাসীরাই মদ দেশীয় ঐতিহ্য কে এভাবে ধরে রাখতেন তাহলে এদেশের সৌন্দর্য আর সুনাম দুটো ই বৃদ্ধি পেত। আপনাকে ধন্যবাদ দেখানোর জন্য আর টিপু সুলতান সাহেব কে ধন্যবাদ তাঁর নান্দনিক চিন্তা ও সৌন্দর্যবোধের জন্য।

  • @asharuma4281
    @asharuma4281 ปีที่แล้ว +1

    ভিডিও দেখতে দেখতে হারিয়ে গেছিলাম এর সৌন্দর্যে।চোখ জুড়ানো দৃশ্য।

  • @sumonacooking4004
    @sumonacooking4004 ปีที่แล้ว +6

    এত সুন্দর বাড়ি সত্যিই অসাধারণ

  • @kawsar-s6x
    @kawsar-s6x ปีที่แล้ว +1

    আমার দেশ মুনসি গনজ । এমন একজন সৌখিন মানুষের লাল মাটির ঘর টা দেখে খুব ভালো লাগল । দোয়া করি আললাহ উনার মনের আশা পুরন করুন । ❤🤲

  • @শাহ্মোঃদর্পন
    @শাহ্মোঃদর্পন ปีที่แล้ว +3

    সত্যি অসাধারণ ভাই। উত্তরাঞ্চলের একজন ভাল মানুষ ভাই আপনি। ধন্যবাদ।

  • @zahabimst3904
    @zahabimst3904 ปีที่แล้ว +24

    আমাদের মুন্সিগঞ্জ🥰🥰🥰

    • @priyankasdream6597
      @priyankasdream6597 ปีที่แล้ว +1

      খুব সুন্দর 👌👌👌

    • @MdHriday-g8u
      @MdHriday-g8u ปีที่แล้ว

      আমাদের পাসের এলাকা এটা....!🥀

    • @raiyanurrahman5849
      @raiyanurrahman5849 ปีที่แล้ว

      bhai unar bari khoj khobor niyechen je koto khoroj lagche bari banate unar phon number diben??? @@MdHriday-g8u

  • @sheikhrupu4505
    @sheikhrupu4505 ปีที่แล้ว +1

    সৈয়দ টিপু সুলতান আমাদের গর্ব,
    তার তুলনা তিনি নিজেই, আমার পছন্দের একজন মানুষ ।

  • @alexmaruf099
    @alexmaruf099 ปีที่แล้ว +1

    আমাদের ভাবি অনেক ভাগ্যবান সুমন ভাইয়ের মত একজন ভালো মানুষ পেয়েছেন। ধন্যবাদ সুমন ভাই আপনাকে আপনি আমাদেরকে এত এত, সুন্দর ভিডিও উপভোগ করানোর জন্য। আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে।আমি আপনার সবগুলো ভিডিও দেখি। ভিডিও থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।

  • @bappyraz2859
    @bappyraz2859 ปีที่แล้ว +5

    অনুপ্রাণিত হইছি আপনার কাছ থেকে।
    আপনার প্রতিবেদন মন ভরে দেয়।
    আপনার জন্য দোয়া রইলো প্রিয়ো মানুষ

  • @alamin9152
    @alamin9152 ปีที่แล้ว +7

    সম্পূর্ণ ভিডিও টি দেখলাম অনেক অনেক সুন্দর হয়েছে বাড়িটি, এত সাধারণের ভিতরে এত অসাধারণ ভাবে করা যায় তা ভাবায় যায় না।
    ধন্যবাদ সুমন ভাই 🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️

  • @munniislam5658
    @munniislam5658 ปีที่แล้ว +2

    অনেক সুন্দর একটা বাড়ি

  • @MdSharif-ug4dq
    @MdSharif-ug4dq ปีที่แล้ว

    সত্যি অনেক সুন্দর লাগে। দেখে মনটা জুরিয়ে যায়। দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেছি।

  • @tazulislam9759
    @tazulislam9759 ปีที่แล้ว +6

    আবহমান বাংলার ঐতিহ্য দেখে অবাক লাগল । ধন্যবাদ ।

  • @black.queen124
    @black.queen124 ปีที่แล้ว

    মুন্সিগঞ্জে সিরাজদিখান আমার নানা বারি। অনেক ভালো লাগলো দেখে

  • @ritadas2560
    @ritadas2560 3 หลายเดือนก่อน +1

    অপূর্ব সুন্দর ❤❤❤❤

  • @anasristimithu8263
    @anasristimithu8263 6 หลายเดือนก่อน

    কি যে অসাধারণ একটি বাড়ি দেখলাম,,মন ভরে গেল সুমন ভাই। খুব ইচ্ছা করে একবার ছুঁয়ে দেখি,,,,, এই বাসনা মনে কোণে সাজানোই থাক। আর আপনার কে জানাই অনেক অনেক ধন্যবাদ,,,এতো সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য ।ভাল থাকবেন।

  • @anupamdolai7801
    @anupamdolai7801 ปีที่แล้ว +2

    সেই পুরোনো ভিডিও সেই আগের মতো কথার সুরঃ আ হা ভিডিও টা দেখে মন ভোরে গেল সুমন দা ♥️🥰

  • @MissionTravel-qp6gi
    @MissionTravel-qp6gi ปีที่แล้ว +1

    অনেক অপেক্ষার পর নতুন ভিডিও পেলাম

  • @afrozaahmed9739
    @afrozaahmed9739 หลายเดือนก่อน +1

    অপূ'ব,✌️👌

  • @nishanshill7796
    @nishanshill7796 ปีที่แล้ว +18

    নিজের এমন একটা বাড়ি করার শখ,,মা,বাবার আশীর্বাদ পেলে করতে পারব একদিন।। 🙏🙏

  • @RishaSuper50
    @RishaSuper50 ปีที่แล้ว +1

    এক কথায় বলবো... অসাধারণ

  • @asadjong6664
    @asadjong6664 ปีที่แล้ว +2

    সালাউদ্দিন সুমনের কণ্ঠটি মায়াবী - তাঁর ভাষার গাঁথুনিও চমৎকার

  • @mdrahmansaikh6348
    @mdrahmansaikh6348 ปีที่แล้ว +3

    এটি আমার কল্পনার বাড়ি, আমি ছোট থেকে এমন একটা বাড়ি সপ্নে দেখতাম,নিজে তৈরি করতে না পাড়লেও সপ্ন যেন সত্যি হলো।

  • @ibrahimshaown6860
    @ibrahimshaown6860 ปีที่แล้ว

    মাশাল্লাহ,,, আমি প্রথম দেখলাম,,,তবে আশা আছে দেখতে যাবো,,,ইনশাআল্লাহ

  • @kingfoysal5448
    @kingfoysal5448 ปีที่แล้ว +4

    বাহ্ সুন্দর ভ্লগ, ভাবি আইসা আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন 🥰

  • @robiulislamrobirobi6052
    @robiulislamrobirobi6052 ปีที่แล้ว

    অপুর্ব প্রাকিতিক দৃশ্য সচখে্্য না দেখা পর্যন্ত মনে হয় ত্রিপ্তি মে টেনা

  • @mdpronoye5050
    @mdpronoye5050 ปีที่แล้ว +2

    ভাই জীবনে অনেক বাড়ি দেখেছি কিন্তু এ বাড়িটি অনেক সুন্দর লেগেছে

  • @suraiyabegum8937
    @suraiyabegum8937 ปีที่แล้ว

    মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আপনার মনটা অনেক ভালো মনে হয়েছে

  • @NurunNaharLilian
    @NurunNaharLilian 2 หลายเดือนก่อน

    মুন্সিগঞ্জে কতো কী আছে দেখার। অসাধারণ সুন্দর ❤❤❤

  • @HelloBangladeshAlone
    @HelloBangladeshAlone ปีที่แล้ว +20

    আসসালামু আলাইকুম প্রিয় সুমন ভাই আমাদের মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর শুধু মাটির ঘর নয় লোহ কাঠ এবং টিনের রয়েছে বিশাল বিশাল দৃষ্টিনন্দন ঘরবাড়ি ❤❤

  • @gazireazulislam7973
    @gazireazulislam7973 ปีที่แล้ว +1

    সুমন ভাইয়ের নতুন সঙ্গী ভাবিকে নিয়ে প্রথম ভিডিও দেখলাম। পোড়ামাটির বাড়িটি অতি অসাধারণ হয়েছে। দোয়া করি ভাই ভাবিকে। আল্লাহ তাআলা সুখে রাখুন। আল্লাহুম্মা আমীন।

  • @Alitv-yy2sb
    @Alitv-yy2sb ปีที่แล้ว +1

    সত্যি অসাধারণ স্থাপনা,,

  • @mdsaid7330
    @mdsaid7330 ปีที่แล้ว +2

    মাশাআল্লাহ খুব সুন্দর