আব্দুল আলিমের গান চাচার কন্ঠে হুবহু । পাগল করা গান শুনুন । ঝিনেদা টিভি
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- আব্দুল আলিমের গান চাচার কন্ঠে হুবহু । পাগল করা গান শুনুন । ঝিনেদা টিভি
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: www.jhenadatv.com
About Jhenada TV:
===============
Jhenada TV, the leading 24/7 entertainment and news-based online TV channel in Bangladesh. Jhenada TV, a wholly owned concern of "JOWAR Foundation," has been providing high-quality entertainment content since January 1, 2021, with a special focus on Jhenaidah.
Connect with Jhenada TV:
=======================
Stay connected with us through various platforms to stay updated on the latest news and entertainment:
/ @jhenadatv
Facebook: / jhenadatv
Instagram: / jhenadatv
Twitter: / jhenada_tv
TikTok: / jhenadatv
Pinterest: / jhenadatv
LinkedIn: / jhenadatv
Find more of JhenadaTV TH-cam
===================
JhenadaTV News / @jhenadatvnews
JhenadaTV Music / @jhenadatvmusic
WARNING ANTI PIRACY
We want to emphasize that all the content produced by Jhenada TV is original, and the copyright belongs to us. Unauthorized use, reproduction, redistribution, or re-upload of our material is strictly prohibited. We will take legal action against those who violate our copyright and usage policy.
CONTENT DECLARATION
====================
Jhenada TV has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except Jhenada TV. This Channel is the Based on News and Current Affairs. The uploaded all contents are Made by our own team. Also Sometimes We are using some Third-Party materials where we have the specific authorization and permission to use this on TH-cam.
#JhenadaTV
#ঝিনেদাটিভি
#ঝিনাইদহ_টিভি
আব্দুল আলিমের গান,আব্দুল আলীমের গান,আব্দুল আলীম,আব্দুল আলিম,আব্দুল আলিম।,আব্দুল আলিম এর গান,আব্দুল আলিম গান,আব্দুল আলিমের গান পল্লীগীতি,আব্দুল আলিম এর পল্লিগীতি,শিল্পী আব্দুল আলীমের গান,আব্দুল আলীমের সেরা গান,আব্দুল আলীমের জনপ্রিয় গান,আব্দুল আলীমের পল্লীগীতি গান,আব্দুল আলিমের গজল,শিল্পী আব্দুল আলীমের পল্লীগীতি গান,বাংলা গান আব্দুল আলিম,আব্দুল আলিম পল্লীগীতি গান,আব্দুল আলিম বাংলা ফোক গান,পল্লীগীতি গান আব্দুল আলীম,আব্দুল আলিম ভাওয়াইয়া গান ভাওয়াইয়া গান
আব্দুল আলিমের গান শুনলাম
আর এক আবদুল আলিমের কন্ঠে
খুবই ভালো লাগলো আমার এই প্রান প্রিয় সন্মানীত বাবার ভাই চাচার কন্ঠে
চাচা ধন্যবাদ,
এফ,রহমান, ডিটু,
ফরিদপুর, সদরপুর উপজেলা থেকে,
সত্যি অসাধরণ তার গলার সুর। একেবারেই আমাদের হারিয়ে যাওয়া সেই "আব্দুল আলিম"
চমৎকার কন্ঠ!!
মরমি আধ্যাত্মিক লোকগীতি ও পল্লীগীতি র কন্ঠ শিল্পী আবদুল আলিমের কন্ঠ ই ভেসে উঠলো!!
মনে হচ্ছে মৃত আবদুল আলীম জীবিত হয়ে আমাদের মাঝে এসেছেন । সত্যি এই কৃষক জমির ভাইয়ের গলার তুলনা হয় না। উনার সুস্বাস্থ্য কামনা করছি ।
❤@@nizamnizam3789
He is areal singer.i congratulate him.
খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ সুন্দর বন দ, ২৪ পরগনা থেকে চাচা কে
আহা , কি সুন্দর কন্ঠস্বর !
এতটুকু প্রার্থনা করছি *ভগবান ওনাকে মঙ্গল করুন* ।
উমরকোট, নবরঙ্গপুর, ওড়িশা; (ভারত) ।
রবীন্দ্রনাথ হালদার (20/04/2023)
সত্যি মনোমুগ্ধকর, গানওকনট?
অসাধারন কন্ঠ,ভাবাতেই পারতেছিনা।এত দরদ কন্ঠ আল্লাহ তাকে দান করেছেন।যে কোন সংগীত শিল্পীর চাইতে তার কন্ঠ কম যায়না।
অপূর্ব। আল্লাহ দীর্ঘজীবী করুন। দোয়া করছি কলকাতা থেকে।
Ahmed Bhai- actually you are from Bangladesh which place? What is your real address? Why do you live in Kafer country? Khoob Moja Lage, right? Thanks.
আমি খুলনা বৈকালী থেকে চাচার গান শুনলাম অসাধারণ অসাধারণ
হারিয়ে যাওয়া আব্দুল আলীম
ধন্যবাদ চ্যানেল পথ প্রান্তরের ভাই দের
অসাধারণ অতুলনীয় গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে কত প্রতিভা কে বা তার খবর রাখে। সত্যি প্রশংসার দাবিদার রাখে। অনেক অনেক শুভকামনা 🙏🏻🙏🏻🙏🏻
ভাই অসাধারন গাইছেন ,অনেক অনেক শুভেচ্ছা ভাই❤️🌷🌷🌷
আফসোস,কত কত মহান প্রতিভা লোকচোখের আড়ালে থেকে ঝরে যায়। কীঅসাধারণ গলা! আহা,চর্চা করলে আমরা আরেকজন আব্দুল পেতাম।
অনেক অনেক শুভকামা।
রাইট
ExcelentvoicejustlikeAbdulAlimsaheb
.
রাইট বলেছেন তিনি
একজন কিংবদন্তী
প্রতিভাবান শিল্পী।
Jhine Da TV Channel Sokol Sodosso ke Allah Valo Rakhben Aei Dhoroner Program khub valo Lagche Aami Kolkatar Sonar pur West Bengal theke Dekhchi program dekhchi 💜💘💘💘❤️ Assalamu alaikum owa rahamatullah owa barkatuhu
এই চাচার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং আন্তরিক অভিনন্দন রইল ৷ তাঁর এই প্রতিভার মূল্যায়ন, মানবিক ভাবেই নীরবে কাঁদে, গ্রাম-গঞ্জের মাঠে-ঘাটের ছায়া'তলে৷
আল্লাহ্ যেন তাঁহাকে দীর্ঘ-হায়াত দান করেন এবং সুস্থতার সহিত জীবন যাপনের তৌফিক দেন ৷
অনেক ভাল।
জনাব কফিলউদ্দিন সাহেব প্রতি টি গান মন ছুয়েছেন শেষ আংশে দয়াল গুরু গানটি খুবই গুরুত্বপূর্ণ রহস্যময় রয়েছে সব কিছু মিলিয়ে এক কথায় চমৎকার ধন্যবাদ
ধন্যবাদ ঝিনেদা টেলিভিশনকে। আর এই গুনী শিল্পী কে ধন্যবাদ দিয়েই শেষ করা যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ!বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা এইরকম প্রতিভা গুলোকে মূল্যায়ন করার।
জিকির করুন,জিকিরেতে আল্লাহ রাজি।আস্তাগফিরুল্লাহ
এস্তেগফার কোথায় পরতে হয় জানা আছে কী ভাই জান
অপুর্ব অসাধারণ অত্যনত চমৎকার হুবহু আব্দুল আলীম
কি বলবো?
এক কথায় অসাধারণ!
কোন বাদ্যযন্ত্র বাজানো ছাড়াও অসাধারণ কন্ঠ! দোয়া করি
ঝিনেদা টিভি কে অসংখ্য ধন্যবাদ।
চাচার কন্ঠে মরমী কন্ঠ শিল্পী আব্দুল আলীমকে আমাদের মাঝে স্মরণ করিয়ে দেয়ার জন্য।
খাঁটি গলা। অলংকারিক কন্ঠ। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে তিনি আরেকজন আব্দুল আলীম হয়ে উঠতে পারতেন। গ্রামের লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে থাকা প্রতিভাধর মানুষটির কাছে ঋণী থাকলাম। তার জন্য অন্তস্থলের দোয়া। তিনি জাত শিল্পী ।
গানের তাল, লয়, স্কেল প্রায় নিঁখুত। অসাধারণ!
এই প্রতিভা আড়ালেই নিঃশেষ হয়ে গেল! জেলা শিল্পকলার লোকেরা এই কন্ঠ কোনদিন খুজলোও না। আশ্চর্য?
@Wise man ঠিক বলেছেন
Aami kolkata Sonar pur West Bengal theke Gan Shunchi Allah Aaponake O Aaponar All family members ke SORIR Shusthota Dan korun Amin 👍🏽💜🌹💘💘💘❤️ Assalamu alaikum owa rahamatullah owa barkatuhu
আমরা নুতন আব্দুল আলীমকে পেয়ে মুগ্ধ হইলাম।
আমি বাংলার গান প্রেমিক মানুষদেরকে অনুরোধ করবো, এ-ই প্রিয় আব্দুল আলীমকে বিশ্বের কাছে
বাচিয়ে রাখা হউক, সুম্মা আমিন।
✋✋✋✋✋
পারফেক্ট সুরে গেয়েছেন।ওনাকে ধন্যবাদ।আব্দূল আলীম আমার খুব প্রিয় শিল্পী।যারে ছেড়ে-এইটাও একদম সঠিক সুরে গেয়েছেন। আলীমের সব গানই উনী পারফেক্ট সুরে গাইতে পারবেন -এতে কোন সন্দেহ নেই।তাঁর দীর্ঘায়ু কামনা করি।
Amarpura se Mili nangi photo
We have need this person . please , do something for us by his song . We should not lost him .
mobile I have to need
Really good and villages felling atmosphere Thanks again for your comments and present ion A PUR BA SUNDAR SURI BENGAL BASI NOTHING BUT ENJOYING MY DEAR FRIEND S THANKS FOR YOUR POST
Enjoy your program and feeling better today I have enjoyed age of 69yrs again Thanks to you and your team REALLY GOOD FOR ME AND OTHER FRIENDS ROB BLESS YOU AND YOUR TEAM
চাচার প্রতিভার প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন। তাঁর এই প্রতিভার কোন মূল্যায়ণ না পাওয়ায় মানবিক অবক্ষয়ে নিরবে লুকায়ে কাঁধে। গ্রামগজ্ঞের মাঠে-ঘাটে। তাঁর মত প্রতিভাবান শিল্পীর মূল্যায়ণ হউক এই কামনায় ইতি টানছি।
এই ধরনের লোকের গান শুনতে সকলেরই ইচ্ছে হয় বাদ্যযন্ত্র ছাড়া এরকম ঐশ্বরিক কণ্ঠ আমি আগে কখনো শুনি নাই খুব ভালো লাগলো এবং ভবিষ্যতে উনার কন্ঠে আযান শুনতে চাই
Very nice
Kub sundr gola valo hoacha
@@shameem9226 পেজে 😮ৈেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে😮পেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে😮পেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেৈেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে😮েেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেে😮েেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেে😮েেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপপেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেৈেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেৈেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেৈেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে😮েেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেৈৈেেৈেেৈৈেেেেেেেেেেেৈেেেেৈেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেৈেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেৈেেৈেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেৈৈেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেপেেেেেেেেেেেেেে😮েেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে😮েেেেেেেেেেেেেেেেেেেেেেেেেৈেেেেেেেেেেৈেেেৈেেৈেেেেেেেৈেেেেেৈেেেেৈেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেৈেেেেেেেেেেেৈেেেেেেেেেেেেেেেেেেেৈেেেেেেৈেেৈেৈেেৈেৈেেেেেেেেেেেেেেেেেেৈেৈৈেৈেেেেেেেেেেেেৈেৈেেেৈেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেৈৈেেৈেৈেেেেেেেেেৈৈেেেেেেেেৈেেেেেেেেৈেেেেেেেেেে
@@FatimaChaudhary-mw5st ৃৃৃ
@@FatimaChaudhary-mw5stkm😅😅😊
সত্যিই চাচার গান শুনে মন ভরে গেছে। কোন বাদ্যযন্ত্র ছাড়াই চাচা অসাধারণ গান গাইলেন। ধন্যবাদ ঝিনেদা টিভি এবং উপস্থাপকে।
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। যেকোনো ধরনের তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের সাথে -
ফেইসবুক - facebook.com/jhenadatv/
ইন্সটাগ্রাম - instagram.com/jhenadatv/
টুইটার - twitter.com/Jhenada_TV
টিকটক - www.tiktok.com/@jhenadatv
পিনটারেস্ট - www.pinterest.com/jhenadatv/
লিঙ্কডইন - www.linkedin.com/in/jhenadatv/
ঝিনেদা টিভি Jhenada Tv' এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
❤
বাংলাদেশের দুর্ভাগ্য যে মরহুম আব্দুল আলীমের, অন্যান্য সাধারণ গান গুলি,র রেকর্ড রাখা হয়নি।।আজ, পল্লী র গমীর, ভাই এর, অপরূপ গান শুনলাম, আব্দুল আলিমের, ছেলে, সন্তান, বিশেষ করে জহির আলীম, সাহেব কে অনুরোধ করছি এ,গায়ককে, দিয়ে, আপনার আব্বা র বিশেষ, বিশেষ, গান গুলি Record. করে আব্দুল আলীমের ভক্ত দে্রা, আশা পুরন করুন, আশায় রইলাম। ঋণ এত
Excillent tone. Salute chacha ke
সঠিক চিন্তা ও চেতনা
চাচাকে আমার অন্তর থেকে ধন্যবাদ।
মাশাল্লাহ্ ভায়ের গান শুনে আবেগে আপলুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার প্রিয়জনকে কে অনেক আগেই হারিয়েছি। সে যেন আমার পাশে আজও বসে আছে।
তোমার সমাধী ফুলে ফুলে ঢাঁকা কে বলে আজ তুমি নাই তুমি আছো মন বলে তাই।
Khub valo laglo
Next: th-cam.com/video/Y2Ytfgyar14/w-d-xo.html
অপূর্ব, অসাধারন... চোখে জল নিয়ে কৃতজ্ঞতা জানাই, শিল্পী, পথে প্রান্তরের উদ্যোক্তা কে।
খবই চমতকার,গেয়েছেন, সীমাহীন,অসাধারণ, ও,সেরা,
কন্ট,মাস আল্লাহ,
বাহঃ চমৎকার অসাধারণ কন্ঠ, উপস্হাপকের নিকট অনুরোধ সম্ভব হলে তাকে সহযোগিতা দিয়ে শিল্পি বানাতে সহযোগিতা করুন। এই কাজটিই হবে সমাজের জন্য,দেশের জন্য,মানুষের জন্য।
অসাধারন, অতিলনীয় কৃষক জমির উদ্দিন ন ভাইয়ের কন্ঠ সুর। অনেক প্রতিষ্ঠিত শিল্পীই এত চমতকার গান গাইতে পারবেনা। একটি ফুটন্ত গোলাপ ফুল যেন অনাদরে অযত্নে ঝড়ে গেছে। আমি অভিভূত তার দরাজ কন্ঠের গান শুনে।তাকে এখনো সুযোগ দিলে একজন জনপ্রিয় শিল্পী হতে পারবে।আমি সেই অফেকায় আছি।ধন্যবাদ কৃষক জমির উদ্দিন ভাইকে।
অসাধারণ কন্ঠ, ইউটুব চ্যানেলকে ধন্যবাদ। এমন একজন প্রতিভা কে খুঁজে বের করে জনগণের সামনে তুলে ধরেছেন।
জয় হরি বল ধন্যবাদ আপনাকে ,
@@dineshmondal3724 hifry
অন্তত আরও বিশ থেকে পঁচিশ বছর আগে চাচার জন্য চেষ্টা করলে, চাচার খোঁজ পাওয়া গেলে, আমরা মরহুম গুণী শিল্পীর গান গুলো আবার শুনতে পারতাম। আর একজন আবদুল আলিম - কে,আমাদের মাঝে ফিরে পেতাম। অসাধারণ , সুন্দর দরাজ কন্ঠ।মাশা-আল্লাহ। চচার জন্য দোয়া করি আল্লাহ উনাকে সুস্থ ও দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন।
অসাধারণ প্রতিভা, দেশের সম্পদ, প্রশিক্ষণ দিয়ে গান রেকর্ডের ব্যবস্থা করা উচিত, সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রইল।
Osadaron
গরীবে খেয়াল কে রাখে?
আমি পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি।কবির ভাইয়ের গলা অসাধারণ, একদম আব্দুল আলীমের মত সুন্দর কন্ঠস্বর। এরকম একটা সুন্দর গানের ভিডিও post করার জন্য গায়ক এবং জিনেদিন Tv channel কে অনেক ধন্যবাদ জানাই।
বাংলায় এমনও প্রতিভা এখনো বর্তমান। শুভকামনা এই গুণিন শিল্প মানসকে। ধন্যবাদ ঝিনেদা টিভি।
অপূর্ব চেষ্টা আপনাদের।
প্রকৃতি আর সংগীত দুই অপূর্ব
অসাধারন ! এ সময়ের আবদুল আলিম।,🪕
চমৎকার উপস্থাপন । শুভেচ্ছা অভিনন্দন শিল্পী ও আয়োজকদের।🌺🌿
সত্যেই অসাধারণ , অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ।
অসাধারণ প্রতিভা। গ্রাম গঞ্জে কতযে অমূল্য সম্পদ ছড়িয়ে আছে কে তার খোঁজ খবর রাখে!যাই হোক আপনার মাধ্যমে এই রকম একজন প্রতিভাবান শিল্পীর গান শুনতে পেলাম তাতে আমার মনটা ভরে গেল।চাচার মঙ্গল কামনা করি।আর সবার সামনে ওনাকে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমি একজন পশ্চিমবঙ্গের দর্শক।
কন্ঠ যেন মধু, অসাধাৰণ। এই গানগুলো অন্তৰ্ আত্মাই যেন গভীৰভাৱে শুনতে পায়। দীৰ্ঘ আয়ু বৰ্ধিত হোক।
বাংলার লোক গীতির যুবরাজ আব্দুল আলিমের গানগুলো চাচার কন্ঠে অনেক ভাল লাগলো। চাচাকে আরো ট্রেনিং দিয়ে ষ্টুডিওতে গান রেকর্ড করলে দারুন হবে। চাচার জন্য অনেক সুভ কামনা রইল।
বড় মর্মরপর্শী গান দুটি শুনে খুব তৃপ্ত হলাম।শিল্পী কে শ্রদ্ধা জানাই।আমার বয়স ৮২ ।ছোট বেলায় আমার পুব বাংলায় বাগেরহাট এর এক গ্রামে এমন প্রাণবন্ত মায়াময় কত চাচাদের দেখেছি।কী যে হয়ে গেল - দেশ ছেড়ে বিদেশি হলাম,কিন্তু ছোটবেলার সেই স্মৃতি এই বয়সে petray পুরে সম্বল রেখেছি।
আমরা যারা ৯০ দশকের তারাও খুব মিস করি,,,,, আমরা এই ডিজিটাল চাইনা,, যেখানে মায়া মমতা হীন বাক্স বন্ধি জীবন
এটা তো সত্য সত্যই আব্দুল আলীমের গলার আওয়াজ ।👏👏👏
আমি এ কি শুনলাম যেন কবর থেকে উঠে আসা বাংলাদেশের কিংবদন্তি জনপ্রিয় গানের পাখী শিল্পী আঃ আলীম কন্ঠে গাওয়া অবিকল চির চেনা গান গেয়ে আত্মার পিপাসা মিটাইয়া দিলেন গ্রামের এক কৃষক ভাই । আমি কৃষক ভাইয়ের সার্বিক মঙ্গল কামনা করছি সেই সাথে সেই গুনি শিল্পী আঃআলীমের মহান আত্মার মাগফেরাত কামনা করছি ।
মন জুড়ানো গান।না দেখলে শুনে বুঝার উপায় নেই যে আব্দুল আলিম না, অন্যকেউ গাইছে।অসম্ভব সুন্দর কণ্ঠ।সুর,লয়, উচ্চারন সব মিলিয়ে ভাষা নেই আমার।উনার জনজ কিছু করা যায় কি না দেখেন।
খুব সুন্দর লাগলো গান ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অসাধারণ , খুব সুন্দর কণ্ঠ । এই সব গ্রাম্য, উপেক্ষিত, বঞ্চিত,অবহেলিত প্রতিভাবান শিল্পীদের গান প্রচারের ব্যবস্থা আরও বেশি বেশি করে হোক ।
অবিকল যেন গানের পাখী আবদুল আলীমের কন্ঠ। সত্যি সত্যিই বিস্ময়কর।
মরমী শিল্পী আব্দুল আলীমের সাথে চাচার কন্ঠের এতো মিল,সত্যিই অবাক হলাম,চাচার জন্য অনেক শুভ কামনা রইলো ।
He
বিরাট প্রতিভা মেঘে ঢাকা রইলো।
My salute to this Great Singer Uncle !!
Munir Chowdhury from Canada 🇨🇦!!
কি আর বলবো।।
মনটা বরে গলো।।
চাচা দোয়া রহিলো ❤️❤️❤️
Amin Allahummamin Summaamin Jajakallah khairun 👍🏽💜🌹💘💘💘❤️ Assalamu alaikum owa rahamatullah owa barkatuhu
আমি গাজিপুর হতে আব্দুল আলিমের একজন ভক্ত।।। এই গান শুনে চোখ এর পানি ধরে রাখতে পারলাম না।।।এই লোকটাকে টিভিতে সুযোগ করে দেওয়া হোক।।।।
অসাধারণ কন্ঠ।তাকে টিভিতে সুযোগ করে দেয়া হোক
এই চাচাকে টিভিতে সুযোগ দিলে জাতি আব্দুল আলিমকে ফিরে পাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন প্রতিভা উপস্থাপন করার জন্য, চাচার জন্য শুভ কামনা রইল,,,,
@@nazmaaktersajmi4815 আমার খুব ভালো লেগেছে আমি চাই বাংলা জাতির নিকট এ-ই কি এভাবেই কেটে যাবে সুন্দর অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
Thanks for taking us to GRAM BANGLA .The surrounding is so beautiful n serene smoothing to eyes. This is a treat for us lives in concrete jungle in the name of mega city.On top the beautiful song made me nostalgic.
মহান আল্লাহ্ পাক প্রদত্ত কন্ঠ । 🤴👍👍👍👍❤
ধন্যবাদ জুয়েল ভাই তোমার এই অনুষ্ঠানের জন্য,
মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি চাচা কে যেন সহিসালামতে আল্লাহপাক সুস্থ ভাবে আরো দীর্ঘ সময় বাঁচিয়ে রাখেন।
"আমরা রইলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানে চাইয়া"।।।
মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো লাগলো
মাশাল্লাহ অসাধারণ একটা কন্ঠ চাচা কে মিডিয়া তে আনা হোক ওনাকে দেশের হয়ে মুল্যায়ন করা হোক দেশ আবার নতুন করে উজ্জীবিত হোক।
ঠিক আমার বাবার মতো। মনে হয় যেন আমার বাবার কণ্ঠে শুনছি।বাবার কণ্ঠে এই গান গুলো শুনে শুনে বড় হয়েছি।
অসাধারণ কন্ঠে এই সুমধুর গানটি শুনে খুবই ভালো লেগেছে এই বয়সে এত সুন্দর কন্ঠ আল্লাহর দান হবে প্রিয় চাচা কে হৃদয়ের গহীন থেকে অভিনন্দন জানাচ্ছি ইউটিউব এ এই গানটি যারা প্রচার করেছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি
ভাই এসব গানের তুলনা হয়না আমরা শুনেছি তো এসব গান পুরনো হবে না, সব সময় নতুন থাকবে দোয়া করি ভাল থাকেন🌹🌹
Excellent, amazing. It was so beautiful. You have really given us a taste of nature. Special thanks to beloved Chacha and the presenters. Love you all.
চমৎকার, খুব উপভোগ করলাম! ধন্যবাদ সবাইকে!
সুপার হিট গান চাচার ৷ মিরসরাই আবুতোরাব থেকে৷
Lloyd
Real sur.thanks
সুপার হিট।গানটি ।মিরসরাই থেকে লিখ।।।5নং।ওচমা।পুর।গ্রাম।বৃন্দা ।বন।পুর।দোয়া করি চাচার।জন্য ভালো থাকবেন
গ্রামবাংলার এইসব মহামূল্যবান মানুষের কোনো সমাদর মুল্যায়ন নেই। কৃষক ভাইয়ের অসাধারণ সংগীতটির মাধুর্য আর স্নিগ্ধতা উপস্থাপকের আনাড়িপনায় ম্লান হয়ে গেছে।
এক কথায় অসাধারণ।আয়োজকদের ধন্যবাদ ,শিল্পীকে শুভকামনা ।
এমন বিরল প্রতিভার সঠিক উন্মোচন হ্ওয়ার জন্য অনুরোধ রইলো 🙏🙏
সম্পূর্ণ অনুষ্ঠান টি ভীষণ হৃদয় গ্রাহী,,মন ভরে গেল, অসাধারণ 🙏🙏
মাশাআল্লাহ অনেক সুন্দর গেয়েছেন।
Z
সত্যি অসাধারন। ভালো লাগলো
সত্যি ই চাচার কন্ঠ এতো সুন্দর যে কমেন্ট না করে ঠিক থাকতে পারলামনা,যন্ত্রী শিল্পীদের নিয়ে যদি গান পরিবেশন করা হতো তাহলে গানটি আরো ভালো লাগতো,চাচাকে অনেক ধন্যবাদ,ভারত থেকে
মাশাআল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ কৃতজ্ঞতা স্বীকার করে ভাইকে অভিনন্দন জানাই, এবং আল্লাহর দেয়া মধুর কন্ঠে ইসলামী গান ও কুরআন তেলাওয়াত আরো ভাল লাগত। সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
Excellent Voice. Thanks for this Entertainment.
ধরাজ কন্ঠ। অনেক ধন্যবাদ ঝিনেদা টিভি।
চাচাকে টেলিভিশনে গানের সুযোগ করে দেবার
অনুরোধ করা হলো।
অসাধারণ সুর।অসাধারণ গান।
ধন্যবাদ ঝিনেদা টিভিকে
অসাধারণ কন্ঠ। ধন্যবাদ টিভি কে।
মনমুকদ্রকর,অসাদরন,সুন্দর, কনট্র,ভালোই, সংগ্রহ করে, সং রখ্রন,করুন
ঝিনেদা টিভিকে অনেক অনেক ধন্যবাদ। এমন একজন গানের রত্নকে খোঁজে বের করার জন্য। আমি ইউ কে থেকে।
মধুর কণ্ঠ। অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইলো।
😅😅❤🎉😊
অসাধারণ কন্ঠ। ধন্যবাদ পথে-প্রান্তর-কে ।
ঝিনেদা টিভি কে অনেক ধন্যবাদ গ্রাম বাংলার এধরনের প্রতিভাকে সামনে আনার জন্য ।ভারতের নদীয়া জেলা থেকে ।
অসাধারণ, চমৎকার। এ কন্ঠ আল্লাহ প্রদত্ত। তাঁকে পুরস্কৃত করা উচিত।
অসাধারণ অনেকটা আব্দুল আলিম।
অসাধারণ গেয়েছেন ঠিক যেন আব্দুল আলিমের ই গলায় শুনলাম।
পথে প্রান্তরে অনুষ্টান টি স্বাথ'ক হোক, এমনি করে উঠে আসুক আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা মানিক আর রত্নগুলো ।
মাশাল্লাহ গানটি খুব সুন্দর হয়েছে চাচার কণ্ঠটি অসাধারণ 🌄🌅🏞️♥️💚💚💚💚💚♥️🏞️🌅🌄
😊 by
Very good Same to Voice Thanks again later Bye take care Allah bless you Allah hafiz 👍🏽💜🌹💘💘💘❤️ Assalamu alaikum owa rahamatullah owa barkatuhu
Really .........
This uncle is a very good artist (singer).
The world of art can be benefited enough if the artists like himself have been dignity by the government.
Songs can take us to the Heaven purifying our mind and heart.
Thanks, many many thanks to the uncle and the channel.
What a voice? Unbelievable
My regards to the singer
From
Mumbai
এক কথায় অসাধারণ এইটা ঈশ্বরের ঐশ্বরিক দান ছাড়া এত মধুর সর হয় না, আমি একটা নগন্য মানুষ এই চ্যনেলের পরিচালক ভাই কে বিনীত ভাবে অনুরোধ করছি, এই প্রতিভাবান শিল্পী কে দিয়ে একটা এলবাম করা জন্য, এই সর আর হবে কি না আমি যানিনা, তাবে এই সর আমরা হারাতে চাই না।
চাচার গান শুনে মনে হচ্ছে আগের দিনগুলোতে ফিরে যাই।
সত্যি গানটি শুনে অভিভূত হলাম। ধন্যবাদ ভাইটিকে এবং এই চ্যানেলকে।
Thank you so much for being there always!
চাচার গানে, কণ্ঠে আমি অত্যন্ত আনন্দিত। দোয়া রইল।
অসাধারন 🇦🇺👍❤️💚ঊপস্থাপক খুব চমৎকার 💚❤️🇦🇺👍সালাম,শুভেচ্ছা পুরো টিম কে ও শিল্পী কে💌
আল্লাহ সর্বশক্তিমান চাচা কে
দিয়ে একটি স্টুডিওতে গান করা হোক ধন্যবাদ সবাইকে
চাচা কে টিভি তে আনাহোক
আল্লাহ সর্ব বাল মান।
আমি ব্যক্তিগতভাবে আবদুল আলীমের গান শুনে মানুষ হয়েছি। আবদুল আলীম নামটি আমার একাধিক কবিতায় এসেছে প্রসঙ্গক্রমে। ঝিনাইদহের কৃষক-- দবিরউদ্দিন ভাইজানের কণ্ঠে শুনলাম। একইভাবে মুগ্ধ হলাম।
আহা! মনটা আনচান করছে ..অনুভবে আছি আমার দেশে …সূদুর আমেরিকা থেকে ..শুভ কামনা !
আমাদের হারিয়ে যাওয়া আঃ আলীমের অবিকল কন্ঠস্বরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । ইউটিউব পরিচালককে অভিনন্দন নিরন্তর।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা--- বাংলাদেশ ।
দারুণ উদ্যোগ। এরকম অনেক শিল্পী আছে গ্রামের আনাচে কানাচে। আমি একজনকে চিনি এবং জানি। যাকে নারিশ করলে পরিনত শিল্পী হওয়ার সম্ভাবনা আছে। সে ক্লাস টেনে পড়ে। লোকগান দারুণ গায়। ওর কন্ঠে দম রাখার ক্ষমতা অসাধারণ! প্রোফেশনাল শিল্পীরাও অনেক সময় তা পারে না। আপনারা পারলে লিমা'কে একটু সাপোর্ট দিন। ওর প্রতিভাকে বিকশিত করলে ও আরও অনেক বেশি ভালো করতো।
চাচার গান মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। কী দুর্দান্ত! কী দরদমাখা কন্ঠ! বাংলাদেশে প্রতিভার মূল্য নেই, মেধার মূল্য নেই।