Shobdahoron | EZ | Ershad Zaman | Rumman Ahmed | Faisal Iftekher | New Song 2023 | ☢ EXCLUSIVE ☢

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • Song : Shobdahoron (শব্দাহরণ)
    Lyric : Rumman Ahmed
    Vocal, Guitar & Bass : Faisal Iftekher
    Guitars : Ershad Zaman
    Drums : Zaman Shishir
    Co-ordinator : Shahariar Hassan Shakil
    Producer : Ershad Zaman
    Label : G Series
    #EZ #ErshadZaman #Rumman#Faisal
    Lyrics:
    শহরের শরীরে
    ছায়া হয়ে আমি
    বর্ণহীন
    রুদ্ধ অন্ধকার মায়াবী
    পুরাতন এই প্রাচীরের
    ওপারের আকাশ
    কথা ছিল নীল
    দেখা হবে কোনো দিন
    সুদিনের ছেঁড়া শরীর
    শুয়েছিল দু’জনের
    কথাহীন সারারাত
    ---
    নেশাময়
    নিজস্ব রাত্রির
    শব্দাহরণ
    কথা ছিল ফেরার
    নিঃসঙ্গ মধ্যরাত
    সুদিনের বিষণœ ভাবনায়
    পরাজিত আজ
    অর্থহীন শব্দের ব্যাভিচার
    কাটা-ছেঁড়া কবিতার
    অযাচিত সুর
    বহুদূর
    নীল প্রাচীন আকাশের নিচে
    রূপকের পরাজিত সময়
    সোডিয়াম আলোয়
    না-মানুষের শহীদ মিনার
    কথা ছিল ফেরার
    তোমার আমার
    নিহত নক্ষত্রের নিচে
    শুয়ে থাকা গানহীন অজস্র রাত
    Subscribe to our Exclusive TH-cam Channels and get the latest entertainment
    G Prime!!! বিনোদনের সব কনটেন্ট এক Platform এ ❤❤ Google PlayStore থেকে অ্যাপটি ডাউনলোড করে উপভোগ করুন Exclusive সব নাটক, সিনেমা, শর্ট ফিল্ম, Unreleased গানসহ আরোও অনেক কিছু..
    Android App Download : ➤rb.gy/xvghqm
    IOS App Download : ➤rb.gy/avckqz
    G Prime TV : ➤rb.gy/u45nn4
    G Prime Web Address : ➤gprimeapp.com/
    এখন থেকে কেনাকাটা করুন খুব সহজে যে কোন জায়গা থেকে
    বিক্রয়বাবা অ্যাপ্সটি আজই ইন্সটল করুন : is.gd/lbKzjx
    অথবা ঘুরে আসুন বিক্রয়বাবা ওয়েবসাইট থেকেঃ
    Website Link : Bikroybaba.com
    G Series Music : ➤psce.pw/LA9SD
    G Series Bangla Movies : ➤psce.pw/L7QH3
    G Series Bangla Natok : ➤psce.pw/KVKSW
    G Series Movie Song : ➤psce.pw/J34SM
    Agniveena : ➤rb.gy/7aeprm
    G Series World Music : ➤psce.pw/LL78R
    G Series Kids : ➤psce.pw/LNSGZ
    G Series Classics : ➤psce.pw/KHZR7
    G Series Funny Clips : ➤psce.pw/KQVZZ
    Newsg24 : ➤psce.pw/JUCSC
    Newsg Lifestyle : ➤psce.pw/LDEFU
    Get connected with us on Facebook : ➤psce.pw/LQETR
    Get connected with us on Instagram : ➤psce.pw/JM7YX
    Get connected with us on Twitter : ➤psce.pw/LTEWM
    For Mobile : Download RadioG and stream thousands of songs : ➤android.radiogb...
    Get the latest news from : ➤www.newsg24.com
    #Shobdahoron
    #শব্দাহরণ
    #BanglaSong
    #NewSong
    #NewSong​2023
    #BanglaSong2023
    #NewBanglaSong202​3
    #BanglaNewSong2023
    #GSeriesSongs
    #GseriesMusic
    @GSeriesMusic
    * ANTI-PIRACY WARNING *
    This content is Copyright to Music and Video G Series. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
    All rights reserved by Music and Video G Series. This Visual and Audio Element is Copyrighted Content of Central Music and Video [G Series]. Any Unauthorized Publishing is Strictly Prohibited. © G Series Music 2023 Bangladesh

ความคิดเห็น • 841

  • @MehediPabitra
    @MehediPabitra ปีที่แล้ว +31

    বোঝা গেল এরশাদ আর্টসেল কে কতখানি দিয়েছেন দিন এর পর দিন রাত এর পর রাত ষ্টুডিও ওয়ার্ক আর মিউজিক ভাবনা দিয়ে। তার তৈরি করা লিড আর কম্পোজ করা গান দিয়েই চলছে এক পর এক আর্টসেল কনসার্ট। পাগলের মত ভালোবেসে নিজের সবচেয়ে কঠিন সময়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন এই আর্টসেল থেকে।
    I am grateful and privileged that I have listened to your composition Ershad vai. You are a blessing! Dua thaklo apnar jonno.

  • @nahian333
    @nahian333 ปีที่แล้ว +234

    The Magic of the magician,
    3:50 -- main solo
    4:22 -- the arpeggios(Rupok er porajito shomoy)
    4:38 -- Ershad bhai's vocal hermonization with solo
    5:03 -- bring tears in eyes with this outro solo
    Very compact composition. No ajaira playing.
    Love you Ershad bhai !! 💚

    • @blaiseanthonygomes3496
      @blaiseanthonygomes3496 ปีที่แล้ว +25

      The guitar solos and back vocal of Ershad, takes me back to old Artcell days. Missed this sound.

    • @shayakhrahman5054
      @shayakhrahman5054 ปีที่แล้ว +3

      Absolutely r8 brother. No ajaira playing

    • @nahian333
      @nahian333 ปีที่แล้ว +9

      ​@@shayakhrahman5054Yeah unlike others who wants to show off their speed but have no such melody.

    • @mkarromproductions241
      @mkarromproductions241 ปีที่แล้ว +4

      'Leen' flavoured... 😍

    • @Gogala
      @Gogala 11 หลายเดือนก่อน +1

      Soulful guitar work..we’ll played Ershad. Reminded me of old Artcell days of vocals and guitar harmonization!

  • @rashidabegum7599
    @rashidabegum7599 ปีที่แล้ว +265

    এটাই সেই সাউন্ড।১৬ বছর পরে অতৃতীয় তে খুঁজেও হতাশ হয়েছি। সেই সাউন্ড, ওহ্ --- ভাই স্যালুট, ভাই জিনিয়াস, বুঝতে পারলাম আমরা আপনি হারাননি, হারিয়েছে আর্টসেল -- আপনাকে, মেধাকে--!!!

    • @nahian333
      @nahian333 ปีที่แล้ว +7

      Ekdom...
      Love you Ershad Bhai . 💚💚

    • @jubayerhaque9361
      @jubayerhaque9361 ปีที่แล้ว +3

      Darun bolechen

    • @monjurulazim
      @monjurulazim ปีที่แล้ว +1

      R8

    • @fattahhasan7904
      @fattahhasan7904 ปีที่แล้ว +1

      ❤❤

    • @n_a_s_i_r801
      @n_a_s_i_r801 ปีที่แล้ว

      যতই নতুন ধারার সাউন্ড বা নিউ কন্সেপ্ট বলে বলে আর্টসেল আড়াল করুক না কেন, সত্যি বলতে আর্টসেল তাদের নিজস্বতা হারিয়েছে এরশাদ ভাইয়ের ইনপুট ছাড়া।। আর্টসেল এর প্রত্যেক টা ফাউন্ডার মেম্বার ই ইউনিক, ওনাদের কাউকে কেউ রিপ্লেস করতে পারবেনা,একজনের অভাব ও খুব ভালভাবে বোঝা যায়.....
      we miss real artcell, we miss ershad vai's guitar 🤦‍♂️❤️

  • @farhanhossain6391
    @farhanhossain6391 ปีที่แล้ว +34

    রুম্মান আহমেদ,এরশাদ জামান
    নতুনত্ব আনতে গিয়ে নিজেদের অস্তিত্ব ভুলে যাননি। ❤❤❤

  • @whois_shakin1
    @whois_shakin1 ปีที่แล้ว +16

    এই এরশাদ জামানকে আমরা বড্ড মিস করি।
    EZ এর অনুপস্থিতিতে আর্টসেল চলছে, হয়তো চলবেও। কিন্তু আর্টসেলের প্রতিটা সেলে সেলে EZ জড়িয়ে থাকবে চিরকাল। এভাবেই মাঝেমধ্যে আমাদেরকে স্মৃতিতে ভাসিয়ে দিয়ে যাবেন প্রিয়, এটাই কামনা।❤
    Love You EZ Vai.💙

  • @shawonk58
    @shawonk58 ปีที่แล้ว +13

    I am one of the fortunate who has the chance to listen to Ershad vai's guitar playing in a casual sitting. It was in my DMC Fazle Rabbi Hostel. He came for his personal errand to one of my junior colleague and to my surprise he made a brief visit to my room and with my almost broken guitar he played "pothchola"!! It is a shame back in those days we do not have a camera phone!! We were simply spell bound by his performance. We realised only a legendary musician can pull music out of nothing!! We are actually feeling grateful that you came back. Long live and god bless you.
    P.s: Otritio s*** as it named.

  • @SouravSahasau
    @SouravSahasau ปีที่แล้ว +27

    মানুষ আসলেই অদ্ভুত একটা প্রাণী। এক মানুষের সৃষ্টি অন্য মানুষ কপি করতে পারে কিন্তু তার মতন নতুন বানাতে পারে না। এরশাদ ভাই একটাই। তার রিপ্লেস হবে না৷ কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। ভাই আমার গিটার শেখা আপনাদের গান শুনেই৷ আরো ভালো গান দিবেন আমাদের আশা রাখি

  • @Mark-sz8hk
    @Mark-sz8hk ปีที่แล้ว +38

    অনেক কিছু দিলেন এই গানটা দিয়ে, অনেক অনুভুতি, অনেক উন্মাদনার স্মৃতি। বয়স তখন ১২-১৩ যখন প্রথম আর্টসেল শুনি, এখন ৩৪। আরেকটা স্মৃতি স্মারক, আরেকটা উৎসবের উৎসাহে, আরেকটা গন্তব্যহীনের অপেক্ষায় থাকলাম, চাওয়াটা আপনার কাছেই cause those 4,5 or 6 cannot create a melody like this. Welcome back brother! Stay blessed.

  • @yelfzbrab446
    @yelfzbrab446 ปีที่แล้ว +15

    আর্টসেলের তৃতীয় এলবামে যা অনুপস্থিত ছিলো, এরশাদের ইমোশনাল গীটার প্লেয়িং আর রুম্মনের অনবদ্য লিরিক্স।
    যার কারনে এই গান আর্টসেলের থার্ড এলবামের যেকোন গান থেকে সুন্দর

    • @shayakhrahman5054
      @shayakhrahman5054 ปีที่แล้ว

      yeeeeeees brother

    • @n_a_s_i_r801
      @n_a_s_i_r801 ปีที่แล้ว +2

      মুল এলবামে সব ই ছিলো, পরে বাদ দিছে। এরশাদ ভাই রিলেটেড কোনো লিরিক,কম্পোজিশন রাখেনি।
      পরে এলিয়েনদের কনসেপ্ট এলবাম নামে একটা জোক এলবাম বানাইছে, সাথে জুয়েল ভাইকে গিটারে নিয়ে।
      জুয়েল ভাই কেমন? তা আমি জানিনা, তবে ওনার সাউন্ড আমার ব্যাক্তিগত ভাবে ভাল লাগেনি। আর্টসেল এর সাথে যায়না।

  • @mahmudurrahmanfahim3679
    @mahmudurrahmanfahim3679 ปีที่แล้ว +17

    এরশাদ ভাই আপনি একজনই।
    এমন কিছু আপনার কাছ থেকেই পাওয়া সম্ভব।
    রুম্মান ভাইকে নতুন করে আর কি বলবো। যেই ব্যান্ডটিকে নিজের থেকেও বেশি ভালোবাসি সেটা তো তারই লিখনি তে গড়া।
    অনেক পাওয়া না পাওয়ার মাঝেও ভালোবাসা আরও অনেকটুকু বাড়িয়ে দিলো শব্দাহরণ 😊

  • @user-kv5fs7ff1h
    @user-kv5fs7ff1h ปีที่แล้ว +30

    অসাধারণ লিড... এরশাদ ভাই আসলেই দ্যা ম্যাজিশিয়ান অফ গিটার.. গানের সুর কিছুটা এক ঘেয়ে। আরেকটু বৈচিত্র্য দরকার ছিলো। আরো অনেক গান চাই। ❤

    • @m4rjoke459
      @m4rjoke459 ปีที่แล้ว

      কমেন্টবক্সে পেয়ে গেলাম তোমাকে ভাইয়া 😁😁😁

  • @munnashill4962
    @munnashill4962 ปีที่แล้ว +34

    অনেকদিন পর এরশাদ ভাইয়ের সোলোতে প্রশান্তি খুঁজে পেলাম।।।
    Welcome back EZ ভাই।।❤️❤️❤️
    আমরা আপনার জাদুকর সোলো তে আরো গান উপহার পেতে চায়,।।🤟🤟🤟

  • @atikurrahmanriyal6396
    @atikurrahmanriyal6396 ปีที่แล้ว +21

    "রূপকের পরাজিত সময়" শুনেই goosebumps। Background এ কি সুন্দর arepeggio playing। অসাধারণ কম্পোজিশন।
    এরশাদ ভাই you are the greatest।
    Please keep composing and playing❤

  • @towhidulislam9723
    @towhidulislam9723 ปีที่แล้ว +58

    Playing is one thing and composition is another. Ershad Zaman vai's guitar solo composition is the original signature style of Artcell. With out Ershad Zaman there is no 'ART" in Artcell. Many can cover Artcell guitar solos but the irony is that no one can create a fresh new guitar solo of Artcell which sounds like Artcell without him and no one could.

    • @aronnoarif4262
      @aronnoarif4262 11 หลายเดือนก่อน

      perfectly said brother. 🤘

    • @EmonShakib
      @EmonShakib 7 หลายเดือนก่อน

      Exactly! 😢

  • @asifrubaiyatturjo5530
    @asifrubaiyatturjo5530 ปีที่แล้ว +11

    আহ, মন টা ভরে গেলো... ১৬ বছর পরেও আর্টসেল এ এই সাউন্ড টাই খুজে বেরিয়ে ব্যার্থ হয়েছি.... এরশাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হারিয়ে যাইয়েন না ভাই। আরো মিউজিক চাই...অবিরাম ভালোবাসা আপনার জন্য ❤❤

  • @mridulshongkhochil5129
    @mridulshongkhochil5129 ปีที่แล้ว +14

    কি যে এক প্রশান্তি এরশাদ জামান ভাইয়ের গিটারে!এ যেন পুরনো সেই আর্টসেল। 🤘
    লাভ ইউ রুম্মান ভাই।এই গানের পেছনের সকল কারিগরকে অসংখ্য ধন্যবাদ।অব্যাহত থাকুক এই পথচলা। 🙏🙏🙏

  • @srobonfoyezchowdhury3308
    @srobonfoyezchowdhury3308 ปีที่แล้ว +116

    কিছু মানুষদের একবারে উপযুক্ত জবাব এই গান।।

    • @ImSablu
      @ImSablu ปีที่แล้ว +15

      Artcell is dead without Him

    • @abusayeed892
      @abusayeed892 ปีที่แล้ว +6

      No doubt .

    • @fokrulrasel
      @fokrulrasel ปีที่แล้ว +3

      ​@@ImSablu well said 👍

    • @nahian333
      @nahian333 ปีที่แล้ว +5

      Aro ashbe… we keep motivating him continuously… Hard riff and solo kobe dekhbo shei ashay achi

    • @ishtiaqahmed9290
      @ishtiaqahmed9290 ปีที่แล้ว +18

      আমাদের সমস্যা হচ্ছে আমরা চেঞ্জ জিনিসটা কেন জানি নিতে পারি না! আর্টসেল তাদের জায়গায় থাকুক আর এরশাদ ভাই উনার জায়গায়! দুই ভালবাসার জন্য শুভকামনা! আমাদেরকে আরো বেশি কোয়ালিটি মিউজিক দিতে থাকুন এই কামনা থাকলো!

  • @MAZEDMAHBUB
    @MAZEDMAHBUB ปีที่แล้ว +11

    ধুররর...
    এই ৬ মিনিটে কিছু হয়??☹️🙁😕
    ২০ মিনিটও কম হয়ে যাবে।
    শুধু শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি🥰🥰😍
    Ershad ভাই আবারো দেখালেন Creator এবং তার Creativity কখনো ফুরিয়ে যায় না।
    ধন্যবাদ ভাই, রাজকীয় ভাবে ফিরে আসার জন্যে।
    ভালোবাসা অবিরাম..🥰🥰😍
    কিন্তু গানটা এতো ছোট কেন?😟🙁 আরো বড় হতো, শুধু শুনতেই থাকতাম, শুনতেই থাকতাম ❤❤❤

  • @karimsorkar367
    @karimsorkar367 ปีที่แล้ว +7

    পুরো অতৃতীয় খুজেঁও এরকম একটা মাস্টার পিস পাওয়া যাবে না। সামনে এগিয়ে যান, এরশাদ জামান ভাই। সাথে রুম্মান ভাইয়ের অতৃপ্ত ভালো লাগা
    লিরিক্স।

  • @rashidabegum7599
    @rashidabegum7599 ปีที่แล้ว +16

    পুরনো হবার নয়, আমি আর্টসেলের ধুসর সময়ে ফিরে গেছি--! কৃতজ্ঞতা প্রিয় এরশাদ ভাই।

  • @ishtahadalam4725
    @ishtahadalam4725 ปีที่แล้ว +37

    This is the sound people wanted at Otritio..
    Welcome Back Ershad Zaman. You must create songs more often to remind us the real taste of ARTCELL❤

  • @MdRajib-wm3ir
    @MdRajib-wm3ir 11 หลายเดือนก่อน +5

    এরশাদ ভাই মরে নি
    মরে গেছে আর্টছেল
    long live Ershad vai 🤘

  • @abidahmedivan4723
    @abidahmedivan4723 ปีที่แล้ว +45

    Ershad Zaman bhai. If you are seeing this comment i want to let you know that "Guitarist matters and you carry a big portion of Artcell's signature sound !! ". Thank you for recreating that Artcell vibe again for listeners like us !!

  • @arefinramin126
    @arefinramin126 7 หลายเดือนก่อน +4

    4:38 ohhhh my goshhhhhh.... Ershad Bhai's back vocal goosebumps

  • @koowasha
    @koowasha ปีที่แล้ว +47

    The greatest composer of our time. The greatest guitar maestro of Bangladesh, ever!
    Welcome back!

  • @jafarsadik4601
    @jafarsadik4601 ปีที่แล้ว +22

    I will always say, without Ershad Zaman bhai Artcell is nothing. Now I truly acknowledge, you were the magician who was all in all for Artcell. ❤

  • @rifatulmahmud
    @rifatulmahmud ปีที่แล้ว +8

    কথা ছিল ফেরার
    নিঃসঙ্গ মধ্যরাতকথা ছিল ফেরার
    নিঃসঙ্গ মধ্যরাত.
    ফিরে আসার জন্য ধন্যবাদ এরশাদ ভাই....
    সেই ২০০৮ সালে আপনার সিগনেচার করা আমার গিটার টি এখনো যত্নে আছে।

  • @sagorahmed8786
    @sagorahmed8786 ปีที่แล้ว +11

    লিন গানের কিছুটা মিক্স ফিল আছে লিরিকের কাজ মনে গেথে যাচ্ছে সব মিলিয়ে বড় প্রাপ্তি, ভালোবাসা রইলো এরশাদ ভাই সবাই কে ❤️

  • @shuvrovaskor4915
    @shuvrovaskor4915 ปีที่แล้ว +12

    Rumman Ahmed এর লিখা গানগুলো...
    "অ্যালবাম: অন্য সময়
    পথ চলা
    রুপক (একটি গান)
    মুখোশ
    ইতিহাস (সময়-অদৃষ্ট)
    অবশ অনুভূতির দেয়াল
    অলস সময়ের পাড়ে
    অ্যালবাম: অনিকেত প্রান্তর
    লীন
    স্মৃতি স্মারক
    ধূসর সময়
    শহীদ সরণী
    ঘুণে খাওয়া রোদ
    গন্তব্যহীন
    অনিকেত প্রান্তর
    অ্যালবাম: অতৃতীয়
    স্পর্শের অনুভূতি
    মিক্সড অ্যালবাম:
    অস্তিত্বের দিকে পদধ্বনির সম্মোহন
    স্বপ্নের কোরাস
    চিলে কোঠার সেপাই
    বাংলাদেশ, স্মৃতি এবং আমরা
    ছেঁড়া আকাশ."
    + শব্দাহরণ
    fan হয়ে গেলেন...?!

    • @7zeroes
      @7zeroes ปีที่แล้ว

      ❤❤

    • @BillalHossain-oj6si
      @BillalHossain-oj6si ปีที่แล้ว +1

      উৎসবের উৎসাহে সেরা একটি গান

    • @shuvrovaskor4915
      @shuvrovaskor4915 ปีที่แล้ว +2

      @@BillalHossain-oj6si উৎসবের উৎসাহে গানটা সম্ভবত এরশাদ ভাই এর নিজের লিখা... সুন্দর একটা গান

    • @mdmomimurislam5852
      @mdmomimurislam5852 ปีที่แล้ว

      Right

  • @razzmatazz123
    @razzmatazz123 ปีที่แล้ว +71

    You'll always be my best guitarist in Bangladesh.
    Thanks for all the heavenly feelings you gave me through your composition and playing. 💙🙏

    • @ImSablu
      @ImSablu ปีที่แล้ว +1

      surely it’s going to be a masterpiece in few years time!🔥🔥🔥

  • @MustakimAlMahdi
    @MustakimAlMahdi ปีที่แล้ว +20

    Faisal Iftekher bhaia is a gem!

  • @raihanbijoy5048
    @raihanbijoy5048 ปีที่แล้ว +19

    When Ershad Zaman plays, rest of the world become silent!!
    Keep entertaining us 'EZ'

  • @nasimneyamul575
    @nasimneyamul575 ปีที่แล้ว +5

    ভোকাল জমে নাই, এরশাদ ভাইয়ের গিটার সলো উড়ায়া নিয়ে গেল মহাকাশে🥰🥰

  • @hemontogomej1796
    @hemontogomej1796 ปีที่แล้ว +22

    আপনার গিটারের সোলো তে আবারও ঝড় উঠুক লাখো বিষন্ন তরুন দের মনে।।ভালোবাসা রইলো ভাই EZ❤❤

  • @atikhq9511
    @atikhq9511 ปีที่แล้ว +18

    একেই বলে "less talk, More action" 🖤
    Welcome back EZ 🖤🥹

  • @khonikmusic8975
    @khonikmusic8975 ปีที่แล้ว +13

    ফিরে আসুক আবার... আমরা আর মিস করতে চাইনা এরশাদ কে। আমরা আবার হাজারো মানুষের সামনে দেখতে চাই তার ছয় তারের খেলা। ❤️

  • @AliFaizan-ig4ch
    @AliFaizan-ig4ch ปีที่แล้ว +25

    True legend never give up, never go away. Any real artcell fan can easily relate this with the nostalgic, mesmerizing real ARTCELL (not ARTSELL) sound even if he/she is blind now. Welcome back Ershad bhai, lot's of love and well wishes for you.

  • @sheikhutshob
    @sheikhutshob ปีที่แล้ว +5

    আর্টসেল কখনোই চারজন সদস্যের ব্যান্ড ছিল না। এটা শুরু থেকেই পাঁচজন সদস্যের ব্যান্ড। নিজ নিজ ক্ষেত্রে তার প্রজন্মের শ্রেষ্ঠ চারজন মিউজিশিয়ান এই ব্যান্ডে থাকলেও 'আর্টিস্ট' বলতে যা বোঝায়/বোঝানো উচিত, তা এখানে ছিলেন দুইজন। যেদিন থেকে এই পঞ্চম সদস্য হিসেবে গীতিকবিকে অস্বীকার করার এক ইনসিকিউরড প্রয়াস আরম্ভ হয়েছিল, সেদিন থেকে আর্টসেলের 'আর্টের' অপমৃত্যুর সূচনা।
    মনে রাখতে হবে, আর্টসেল হেভি মেটাল ব্যান্ড হয়েও বাংলাদেশের মত দেশে প্রথম সারির মেইনস্ট্রিম ব্যান্ডে পরিণত হতে পেরেছিল, তার প্রথম কারণ লিরিক, দ্বিতীয় কারণ একটা হেভি মেটাল সাউন্ডে ব্লেন্ডেড হয়ে যাওয়া দুর্দান্ত সব মেলডি। আর্টসেলের একজন গীতিকবিও কখনো অন্য কারো জন্যে লেখেননি।
    'আর্টিস্ট' সবাই হবেন বা সবাই ইন্টেলেকচুয়ালি সমমানের হবেন এমন কোনো দিব্যি কেউ দেয়নি। না হওয়াটাই স্বাভাবিক। অমন মানের ভোকালিস্ট, ড্রামার, রিফ গিটারিস্ট বা বেইজিস্ট একসাথে এক ব্যান্ডে থাকাটাই তো পৃথিবীব্যাপী একটা 'ঘটনা'। কিন্তু যখন আপনি ইন্টেলেকচুয়ালি বা কাব্যিকতায় শূন্যের কাছাকাছি জ্ঞান নিয়ে অন্য ইন্টেলেকচুয়ালি সাউন্ড লোকজনকে আন্ডারমাইন করবেন, নিজের এখতিয়ারের বাইরে যেয়ে আরেকজনের শব্দ নিয়ে স্রেফ ব্যভিচার করবেন, 'আমিও পারি' দেখাতে যেয়ে আরেকজনের কৃতিত্ব ছিনতাই করবেন-
    সেটা অপরাধ, এবং সেটা আপনার নিজের মিউজিশিয়ানশিপকেও অপমান করে।
    আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ব্যান্ডটির বর্তমান সদস্যদের একজনও তাদের সর্বশেষ এলবামের নামকরণের আসল কারণ/অর্থ/ব্যাপ্তি/কনসেপ্ট জানেন না। জানবেন কোত্থেকে? তারা কেউই এটার কোনো অংশেরই উদ্ভাবনে ছিলেন না। তারা স্রেফ একটা অংশ শুনেছেন, সেই গল্প চর্বিত চর্বন হিসেবে বকে গেছেন। একেকটা লিরিক, একেকটা অনন্য কনসেপ্টকে নিজ হাতে গলা টিপে টিপে হত্যা করেছেন একজন সদস্য। কেন? কারণ উনি সেটা বোঝেনই না। আর বাকিরা সেটা মেনেও নিয়েছেন। আমার এখনো মনে পড়ে, ঐ সদস্য আমাকে গর্ব করে বলেছিলেন, 'আমরা এখন এমন জায়গায় আছি, লিংকন পেপার ধরে সুরে রিডিং পড়ে গেলেও সেটা হিট হবে। এত লিরিক আর কনসেপ্ট গোণার সময় তো নাই। আমরা কি বাজাচ্ছি সেটাই দরকার'।
    'অর্থহীন শব্দের ব্যভিচার
    কাঁটাছেড়া কবিতার
    অযাচিত সুর-
    বহুদূর.. . . '
    আসলে আগে ঠিক করতে হবে আপনি ব্যান্ডটা কেন করছেন। আপনি কি 'আর্ট' করতে চান, আপনি কি শো করে টাকা কামাতে চান, নাকি দুই জায়গায় একটা ব্যালেন্স চান। আপনি কোন জায়গায় কতটুকু স্যাক্রিফাইস করতে চান, এটা আপনি ঠিক না করলে কেউ আপনার আর্টিস্টিক পতন ঠেকাতে পারবে না।
    লজ্জা পাওয়ারও ইন্টেলিজেন্স এদের নাই।
    মাকসুদ ভাইয়ের একটা গান আছে- 'আঁতেল তত্ত্ব'। গানটা শুনলেই আমার এদের দুই একজনের চেহারা চোখে ভাসে।
    রূম্মান ভাই, আমি গানটা শোনার আগে পড়েছি। যাদের উদ্দেশ্যে আপনি যা বলেছেন, তাদের তা বোঝারও ক্ষমতা নাই- এটা আপনি আমার আগে বোঝেন। বোঝেন বলেই দূরে সরেছিলেন। আমি আপনার প্রতিভার ধারেকাছে নাই, তাই ঠেকে বুঝেছি। লেখালেখি শুরু করার জন্যে এবং একটা কাব্যিক চপেটাঘাতের জন্যে ভালবাসা। গানটা শুনেছি স্রেফ আপনার জন্যে। গান হোক আর না হোক, আপনি লেখা চালিয়ে যাবেন এটাই চাওয়া।
    একদিন হয়ত আমিও যে শব্দকল্প নিয়ে লিখতে চেয়েছিলাম, লিখতে পারব। আপনি অনুপ্রেরণা হয়ে রইলেন।
    ড্রামিং ভাল লাগেনি, এই কম্পোজিশনে যে ভয়েস শুনে কান অভ্যস্ত তা নেই বলে গায়কী মেনে নিতেও একটু সময় লেগেছে। এই গান একটা ইন্সট্রুমেন্টাল অংশ ডিজার্ভ করে। এবং এখানেই গানটাতে বাকি তিনজন মিসিং।
    লাস্ট বাট নট দ্য লিস্ট,
    At least now you all should know, what was the missing part of Artcell, Who was the actual ART of the current insanely derailed Artcell-
    দ্য মাইটি এরশাদ জামান, দ্য লস্ট লাস্ট কিং অফ মেলোডি।
    আপনার বা আমার তার সাথে একশত হাজার ব্যক্তিগত মতভেদ, রাগ ক্ষোভ অভিমান থাকতেই পারে, কিন্তু আপনি তার শৈল্পিক স্বত্তাকে অস্বীকার করতে পারবেন না। আপনাকে এই ট্র‍্যাকটা শুনতে হবে, বারবার ফিরে আসতে হবে কেবল এর কম্পোজিশনের জন্যে। শুনতে হবে কেবল যে আর্টসেল আপনি কখনো আর পাবেন না, তার একটু ছোঁয়া পাওয়ার জন্যে।
    এরশাদ ভাই আপনাকে অভিবাদন।
    (Collected)

  • @sabikunnahar5046
    @sabikunnahar5046 4 หลายเดือนก่อน +3

    আহা এরশাদ ভাই, আহা রুম্মন ভাই ❤❤

  • @1-minslomo129
    @1-minslomo129 ปีที่แล้ว +17

    I bet this Song will get over million reach/views
    Ershad vai is back with full force ❤
    আর কিছু বলার নেই সকল অপ প্রচার গুলোর
    কড়া জবাব গানের শুরেই 🎉

  • @firozportfolio
    @firozportfolio ปีที่แล้ว +4

    আহা গীটার সলো! তৃষ্ণা আরো বেড়ে গেলো! EZ ❤️❤️❤️

  • @Rinku2429
    @Rinku2429 ปีที่แล้ว +29

    Nobody talked about the drumming. It's perfectly fitted. 🥁
    Awesome Guitar Tone 🎸
    Vocal sounds fantastic 🎙
    Great Solo ❤‍🩹

  • @puspakdas7974
    @puspakdas7974 ปีที่แล้ว +2

    আহাঃ কি মুগ্ধতা....! সলোটা সেই পুরানো লেবেলের। উনার কোন তলনা হয়না।

  • @md.tahsinrahi2926
    @md.tahsinrahi2926 ปีที่แล้ว +30

    Ershad and Rumman were the principle members behind every legendary Artcell songs. Period!

    • @fozlerabbi7064
      @fozlerabbi7064 ปีที่แล้ว +6

      The Creative duo, They are the reason artcell became timeless. Otrittio will vanish in no time

    • @abirchandra2521
      @abirchandra2521 ปีที่แล้ว +3

      Otritto niya kono craze ache vai. Akhoni haranor pothe..

  • @farhanrafsan8937
    @farhanrafsan8937 ปีที่แล้ว +3

    শব্দাহরণ
    কন্ঠ : ফয়সাল ইফতেখার
    কথা : রুম্মান আহমেদ
    শহরের শরীরে
    ছায়া হয়ে আমি
    বর্ণহীন
    রুদ্ধ অন্ধকার মায়াবী
    পুরাতন এই প্রাচীরের
    ওপারের আকাশ
    কথা ছিল নীল
    দেখা হবে কোনো দিন
    সুদিনের ছেঁড়া শরীর
    শুয়েছিল দু’জনের
    কথাহীন সারারাত
    নেশাময়
    নিজস্ব রাত্রির
    শব্দাহরণ
    কথা ছিল ফেরার
    নিঃসঙ্গ মধ্যরাত
    সুদিনের বিষন্ন ভাবনায়
    পরাজিত আজ
    অর্থহীন শব্দের ব্যাভিচার
    কাটা-ছেঁড়া কবিতার
    অযাচিত সুর
    বহুদূর
    নীল প্রাচীন আকাশের নিচে
    রূপকের পরাজিত সময়
    সোডিয়াম আলোয়
    না-মানুষের শহীদ মিনার
    কথা ছিল ফেরার
    তোমার আমার
    নিহত নক্ষত্রের নিচে
    শুয়ে থাকা গানহীন অজস্র রাত

  • @funkypritom1251
    @funkypritom1251 ปีที่แล้ว +9

    He did a good job... He became a music composer with his originality instead of making or being in a new band... & He proves again...He is EZ

  • @tapusdiary7481
    @tapusdiary7481 ปีที่แล้ว +6

    This is what we know and want. People are very rational today. Fans of Artcell became fans for the band's trademark sound. Even the new fans have also accepted Artcell for their uniqueness. Otritio album is just out of syllabus and not the cake being made by the guys. Artcell told in several interviews that people will take time to understand otritio. Dudes, why will they do so? People want to get touched by the songs. Lamb of God, Slipknot etc. have not changed their trademark sound. Fans just want those songs from them.
    Congratulations Ershad vai. This is what we actually expect.

  • @shoyeblemon5156
    @shoyeblemon5156 ปีที่แล้ว +16

    এরশাদ ভাই জীবন্ত কিংবদন্তি ❤

  • @istiakahmed6827
    @istiakahmed6827 ปีที่แล้ว +3

    সেই পুরনো আমেজের মন ভুলানো লিড আর অসাধারণ লিরিক্স। ভালোবাসি এরশাদ ভাই আপনাকে।

  • @user-vy6wy1nf9z
    @user-vy6wy1nf9z ปีที่แล้ว +3

    অনেক মিস করছিলাম EZ কে
    অনেক অপেক্ষার পর আবার পেলাম
    আর হারেয়ে যাবেননা plz... আপনাদের থেকে আরো অনেক
    জাদুকরী গান শোনা বাকি আছে

  • @iftanik4604
    @iftanik4604 ปีที่แล้ว +17

    just don't get off, EZ. You have so much more to give us,legend. We love you. You are artcell, our artcell ❤️🥹

  • @shahfozol1796
    @shahfozol1796 ปีที่แล้ว +3

    Whatever song is..but when ershad Bai playing solo..that peace men ...rock

  • @rahi110806
    @rahi110806 ปีที่แล้ว +6

    Goosebumps bro. That's why Artcell needed two seasoned guitarists to replace him and even thay wasn't enough.

  • @tamimmuntasir8219
    @tamimmuntasir8219 ปีที่แล้ว +11

    Man can be distroyed but not defeated. Kings back like a king!

  • @souravacharjee6663
    @souravacharjee6663 ปีที่แล้ว +28

    Welcome Back Ershad Vai❤️
    Guitar tone was goosebumps🔥
    Hope to get more composition from you.

  • @saleheentv8742
    @saleheentv8742 3 หลายเดือนก่อน +3

    এরশাদ ভাই আপনার মিউজিক ভোকাল লাগে না এমনি অসাধারণ

  • @mdsoiab3580
    @mdsoiab3580 ปีที่แล้ว +3

    নিজের অজান্তেই ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল মানুষের উপর তেমনই করে গান গুলোর প্রেম এ আটকে যায় আমি বার বার

  • @MehediHasan-mv8lz
    @MehediHasan-mv8lz ปีที่แล้ว +2

    “লীন” গানের শুরুতে গিটারের এমন একটা টিউন ছিল।
    পুরানো আর্টসেলের অনুভব। ❤❤❤

  • @debabose1712
    @debabose1712 8 หลายเดือนก่อน +2

    Sorbodai valobasha Ershad vai.........❤️❤️❤️❤️

  • @shaidulhasan7812
    @shaidulhasan7812 ปีที่แล้ว +11

    Ershad bhai means artcell...no one can beat Ershad bhais composition

  • @MDMANNAN-ye7jf
    @MDMANNAN-ye7jf ปีที่แล้ว +3

    4:38 -- পুরোনো স্মৃতির হাতছানি 🥲 পুরোনো গলার আওয়াজে 🖤

  • @iftekharsajid4837
    @iftekharsajid4837 ปีที่แล้ว +18

    At 0:21, did anyone close your eyes and remembered great Pink Floyd's masterpiece " Coming Back to The Life"? 😍😇
    This song is actually a coming back to the life for Ershad bhai after all those horror in his life. ❤️

  • @fardinanan1442
    @fardinanan1442 ปีที่แล้ว +6

    Ah Guitar🙏🙏🙏❤️❤️❤️
    Ah vocal❤️❤️
    Ah composition ❤️❤️🙏
    EZ Love you man

  • @jamy9oct
    @jamy9oct ปีที่แล้ว +18

    This music took me 15+ years back when I was mesmerized by the tune of Artcell.. Leen.. Dhushor Shomoy, poth chola.. etc.. Ershad Bhai's tone and playing style still takes me to a whole new world.. But also the music made me feel sad and my ear was searching for something else.. The music has everything but the touch of riffing that builds the tension in the song and that bold voice from the other guy.. Anyway.. happy to see Ershad Bhai's songs.. hope to have more from him.. Love you bhai!

  • @noormohammadshuvo1549
    @noormohammadshuvo1549 ปีที่แล้ว +17

    তাহলে ম্যাজিকটা এরশাদ ভাই এরই ছিলো!

    • @reefatmaroof
      @reefatmaroof 26 วันที่ผ่านมา

      এটা আবার বলতে হয়। 😊

  • @MahmudulAhsanTumon
    @MahmudulAhsanTumon 11 หลายเดือนก่อน +2

    I feel like crying. What a lyric! What a composition! It creates a harmony in my ears. A pure music of feeling, a real শব্দাহরণ

  • @rowshanakter9315
    @rowshanakter9315 ปีที่แล้ว +6

    Proved Artcell is nothing without EZ!🤘🙏

  • @eahsankhan6614
    @eahsankhan6614 ปีที่แล้ว +17

    সেই সুর সেই কথা সেই পুরানো গিটার
    🥲🥲🥲🥲🥲 এরশাদ ভাই🥲🥲🥲🥲 আমাদের ১জন এরশাদ ছিলো যাকে বোঝার ক্ষমতা আর্টসেল এর বাকি ৩জনের হল না😊

    • @rezasschoolofenglish5076
      @rezasschoolofenglish5076 ปีที่แล้ว

      Team work না করলে ব্যান্ড থাকেনা। ব্যান্ড থেকে ব্যানড হয়ে যায়

  • @Zifahrimas
    @Zifahrimas ปีที่แล้ว +6

    Awesome and serene music. Welcome back maestro

  • @plebeianthought7114
    @plebeianthought7114 10 หลายเดือนก่อน +1

    ভেবেছিলাম আর্টসেলের সেই ভাইভ হারিয়ে ফেলেছি৷ কিন্তু না আবার ফিরে পেয়েছি৷ আপনার গিটারে নতুন করে স্কুল লাইফের দিন গুলোতে ফিরে গেলাম। যেখান থেকে আর্টসেলকে শোনা শুরু করি প্রথম।

  • @symon8564
    @symon8564 ปีที่แล้ว +10

    Intro makes me lots. The same old vibe. Just amazing. Love it.❤

  • @jeweldhali9309
    @jeweldhali9309 ปีที่แล้ว +3

    Onek opekkhar por abar fire pelam Ez bhai r Rm bhaike onek onek shuvo kamona samne aro kishu dekte chai

  • @mehediahasan402
    @mehediahasan402 ปีที่แล้ว +11

    What a guitar solo, man! Yes, that is Ershad bhai! ❤

  • @oleeplayz2413
    @oleeplayz2413 ปีที่แล้ว +10

    EZ you magician ❤ You cooked so much for artcell what they don't desrve.

  • @alaminmiajee5454
    @alaminmiajee5454 2 หลายเดือนก่อน +1

    নিশ্চয়ই এরশাদ ভাইয়ের কারসাজি❤

  • @DrummerMishu
    @DrummerMishu ปีที่แล้ว +6

    Ershad bhai and Rumman bhai the legendary duo 🤘🖤 we need more productions like this

  • @marzanulislam5638
    @marzanulislam5638 ปีที่แล้ว +6

    Outstanding solos. Brings back to the old sound of Ershad Zaman's guitar which kept Artcell stand out. Best wishes for you Ershad bhai!

  • @mdmuinuddin4205
    @mdmuinuddin4205 ปีที่แล้ว +1

    Aha ki intro ,,,ki lyrics...ki melodious solos...background solos....just awesome..onek din por sunlam 1 ta gan...EZ is the best

  • @afifurrahman5676
    @afifurrahman5676 ปีที่แล้ว +8

    It's been 23 years since i am lestening Artcell and i understood now from where the Artcell sound came and the mastermind behind that. This song just peace of mind. Must appreciate EZ.

  • @theshaams
    @theshaams ปีที่แล้ว +8

    Our Hero is back!
    🖤 Ershad bhai..

  • @hossainpollob516
    @hossainpollob516 ปีที่แล้ว +4

    অস্ত্র জমা দিয়েছিল প্রশিক্ষণ অভিজ্ঞতা না এইটা তার বাস্তব প্রমাণ 🫡🌬️💥

  • @akramsultannewaj1314
    @akramsultannewaj1314 ปีที่แล้ว +4

    সুরটা অদ্ভুত যেনো অদ্ভুত এক নিরব জগতে হারিয়ে গেলাম

  • @GIRahman
    @GIRahman 11 หลายเดือนก่อน +1

    Human life is a burial of fond memories. We burry them and lead a normal life. Music like these brings the dead back to life. You tend to go back twenty years only to realize that, thats so long gone. What created you dosent mix with the new you anymore.

  • @shemulgrz
    @shemulgrz ปีที่แล้ว +2

    আহা!!
    সেই আপন গিটার টিউন 🖤
    একদম মাস্টারক্লাস ❤

  • @mohammadyeasin9062
    @mohammadyeasin9062 ปีที่แล้ว +10

    I felt that goosebumps once again. 🖤 You proved again that you have always been the flavour of those dishes that we are testing for decades.

  • @sajjad.mafia86
    @sajjad.mafia86 ปีที่แล้ว +2

    সুরের জাদুকর সুরেলা ভুবনে আবারো নিয়ে গেলো। এরশাদ ভাই একটি অনুভূতি ❤️ দারুন দারুন ❤️🧡🤝

  • @muyeedrahman4991
    @muyeedrahman4991 8 หลายเดือนก่อน +1

    Original sound of our Artcell!!

  • @abusayeed892
    @abusayeed892 ปีที่แล้ว +12

    Nothing to say.just listen and get lost in your head the way we used to be . Who cares who is artcell or not . This divine melody is now recalling my school life , my old artcell 😞😞😞. No one can match with Ershad Zaman’s soulful creation .

  • @MDBHApu
    @MDBHApu ปีที่แล้ว +3

    কথা ছিল নীল, দেখা হিবে! কি উক্তি ❤❤❤

  • @shuvoacherjee8379
    @shuvoacherjee8379 ปีที่แล้ว +4

    Legend never die ❤️
    গিটারে আপনার হাত মানেই আমাদের কানের শান্তি ❤️
    বেঁচে থাকুন ❤️
    বাঁচিয়ে রাখুন।।
    Love You Sir 🥰

  • @prosenjeetsarker
    @prosenjeetsarker ปีที่แล้ว +4

    Masterpiece ❤

  • @mahathirmoon5010
    @mahathirmoon5010 ปีที่แล้ว +6

    Ershad Zaman is one of a kind songwriter
    Best in this country
    Hands down

    • @calmyourmind274
      @calmyourmind274 ปีที่แล้ว +1

      Lyrics rumman vaiyer

    • @mahathirmoon5010
      @mahathirmoon5010 ปีที่แล้ว

      @@calmyourmind274 bhai song writer mane gaan je lekhe
      Lyrics na

    • @7zeroes
      @7zeroes ปีที่แล้ว

      ​@@mahathirmoon5010গান লেখা আর লিরিক্স এর মধ্যে পার্থক্য কি? একটু বুঝাবেন?

    • @mahathirmoon5010
      @mahathirmoon5010 ปีที่แล้ว +2

      @@7zeroes
      Gaan lekha hoilo
      Jokhon apni Chord Progressions Banacchen,Shur kortesen,Compose kortesen.
      Ar lyrics just lyrics lekha

  • @asifulislam7633
    @asifulislam7633 ปีที่แล้ว +2

    Ershad zaman, this guy made our childhood beautiful… Welcome back bhai

  • @kaderabdul1234tanim
    @kaderabdul1234tanim ปีที่แล้ว +1

    "Rupoker porajito somoy" part gave me goosebumps!great composition.🙇‍♂️

  • @itz.sudipto
    @itz.sudipto ปีที่แล้ว +4

    Ez has created a signature vibe through his playing. His runoff on the guitar is something else to me always, no matter where he plays.
    A bow to the vocal who did his part very well.
    Total composition is outstanding.
    Thanks to Rumman bhai. ❤

  • @hellowbrother930
    @hellowbrother930 ปีที่แล้ว +1

    আহা,কি চমৎকার। শুনলেই লোম খাড়াইয়া যায়

  • @ShuvoDuttaForever
    @ShuvoDuttaForever ปีที่แล้ว +5

    solo ta sunei goosebumps... eta ershad vai chhara psbl na....alada akta tan kaj kore vai apnar solo gulay...eglai miss koreci eto din....apnr theke better option hoyto onk thakte pare but EZ ektai EZ er solo k kew touch krte prbe na

  • @sakilsgadget9402
    @sakilsgadget9402 ปีที่แล้ว +1

    এক গানের নেশা,পুরো অতৃতিও অ্যালবাম দিতে পারে নাই।লাভ ইউ ভাই🥰🥰
    Ershad ZAMAN

  • @dailydoseofsports
    @dailydoseofsports ปีที่แล้ว +3

    এজন্যই আমাদের এক একটা ব্যান্ড এর এক একটা ইউনিক সাউন্ড কাজ করে অর্থাৎ আপনি যেকোনো ব্যান্ড এর মিউজিক অনুধাবন করলেই বুঝবেন এটা কোন ব্যান্ড। এরশাদ ভাই এর কম্পোজিশন আমাকে আর্টসেল এর কথা মনে করিয়ে দেয়। আশা করছি ভাইয়া মিউজিক্যাল জার্নিটা কন্টিনিউ হতে থাকবে।

  • @n_a_s_i_r801
    @n_a_s_i_r801 ปีที่แล้ว +3

    মুলত যে সাউন্ড টা নতুন করে শুনার জন্য আমরা ৩য় এলবাম চাচ্ছিলাম.....🤷‍♂️