ভূতের গল্প(Bhooter Golpo)|সেই আশ্চর্য লোকটি(Sei Aschorjo Lokti)|বিমল কর(Bimal Kar)|Sunday Suspense

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2024
  • ভূতের গল্প(Bhooter Golpo)| সেই আশ্চর্য লোকটি(Sei Aschorjo Lokti) | বিমল কর (Bimal Kar) | #গল্পেরবৈঠক
    অনেক বছর আগের একটা ঘটনা বলছেন লেখক ।লেখক কালিপুজোর আগে কাশী থেকে ফিরছিলাম ছোটকাকা আর ঠাকুমার সাথে , তখনই এমন এক অদ্ভুত ভূতুড়ে কান্ড ঘটে যার অর্থ কেউ খুঁজে পাইনি । ঘটনাটা কি হয়েছিল জানতে পুরো গল্পটা শুনুন ।
    #suspensestories
    #bhutergolpobangla
    #bimalkar
    বিমল করের জন্ম ১৯শে সেপ্টেম্বর ১৯২১ সালে উত্তর ২৪ পরগণা জেলার টাকীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জ্যোতিষচন্দ্র কর এবং মাতা নিশিবালা কর।
    ১৯৪৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প অম্বিকানাথের মুক্তি প্রবর্তক পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৬ খ্রিষ্টাব্দে তিনি মণিলাল গঙ্গোপাধ্যায় সম্পাদিত পরাগ পত্রিকায় সহ সম্পাদকের কাজ পান । সহ সম্পাদক হিসাবে তিনি পশ্চিমবঙ্গ ও সত্যযুগ পত্রিকায় কাজ করেন । ১৯৫৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প সংকলন বরফ সাহেবের মেয়ে প্রকাশিত হয় । সেই বছরেই দেশ পত্রিকার বিভাগীয় প্রধান হিসাবে যোগ দেন । এই পদে তিনি ১৯৮২ সাল অবধি ছিলেন। এছাড়া তিনি শিলাদিত্য এবং গল্পপত্র পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন।
    ছোটদের জন্য তার রচিত একটি চরিত্র অবসরপ্রাপ্ত ম্যাজিসিয়ান কিঙ্কর কিশোর রায় বা কিকিরা । কিকিরার উপন্যাস পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হত।
    তার রচিত বেশ কয়েকটি কাহিনীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে । যেমন বসন্ত বিলাপ, হ্রদ ( চলচ্চিত্র), বালিকা বধূ, (যেটি হিন্দিতেও নির্মিত হয়েছিল) যদুবংশ, ছুটি (এটি তৈরি হয়েছিল তার খড়কুটো উপন্যাসের উপর ভিত্তি করে)।
    বিমল কর অসময় উপন্যাসের জন্য ১৯৭৫ খ্রিষ্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন । এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার পান । তিনি দুবার আনন্দ পুরস্কার লাভ করেছিলেন । তিনি বহু ছোটগল্প এবং কিশোর উপন্যাসও লিখেছিলেন।
    বিমল কর ২৬শে আগস্ট ২০০৩ সালে মাত্র ৮২ বছর বয়েসে তার বিধাননগরের বাসভবনে মারা যান ।
    গল্প : সেই আশ্চর্য লোকটি
    লেখক : বিমল কর
    বক্তা ও অন্যান্য চরিত্রে : মনোজ
    সমগ্র পরিচালনায় : মনোজ
    Scripts & Editing : Monoj Ghosh
    Official mail Id : mghoshpan1204@gmail.com
    Contact with this mail.
    *If you also send you unpublish story on this mail .
    গল্পের বৈঠক একটা প্রচেষ্টা আপনাদের কাছে আমার নতুন নতুন গল্প নিবেদন জন্য । ছোট থেকে গল্প পড়ার প্রতি একটা নেশা সৃষ্টি হয় যা এখনও বর্তমান । এখনো মনে পড়ে আমাদের ঠাকুর দালালে প্রতিদিন সন্ধ্যাবেলায় গল্পের একটা বৈঠক বসত । তাতে ছিলাম আমি বক্তা সবাই আমাকে ঘিরে গল্প শুনত । পুরানো সেই দিনের কথা মনে রেখে আজ বৈঠকে এর সূচনা । সবার উৎসাহ পেলে এই প্রচেষ্টা আরো এগিয়ে নিয়ে যেতে চায় । সবাই আমার পাশে থাকুন যেন আরো ভালো কিছু নিবেদন করতে পারি । comment এ আপনি নিজের পছন্দের গল্প জন্য আবেদন করতে পারেন , গল্পটা নিবেদন করার চেষ্টা করবো ।
  • บันเทิง

ความคิดเห็น •