শাহ পরীর দ্বীপ Shahpori island. কক্সবাজার ভ্রমন পর্বঃ ০৩।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • কক্সবাজার ভ্রমন সিরিজ পর্বঃ ০৪।
    Shahpori Island, Cox's Bazar (শাহপরীর দ্বীপ, কক্সবাজার)
    কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত শাহপরীর দ্বীপ। এটি মূলত সাবরাং ইউনিয়নের একটি গ্রাম। একসময় এটি দ্বীপ থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে কিছুকাল আগে এটি মূল ভূ-খণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে। টেকনাফ উপজেলা শহর থেকে শাহপরীর দ্বীপ এর দূরত্ব প্রায় পনের কিলোমিটার। জনশ্রুতি আছে শাহসুজার স্ত্রী পরীবানুর ‘পরী’ ও শাহসুজার ‘শাহ’ মিলে এ দ্বীপের নামকরণ শাহপরীর দ্বীপ করা হয়েছে। আবার অন্য একটি মতে শাহ ফরিদ আউলিয়ার নামেই এ দ্বীপের নামকরণ। শাহপরীর দ্বীপ এর নামকরণের এরকম আরো অনেক ইতিহাস প্রচলিত আছে স্থানীয়দের কাছে।
    শাহপরীর দ্বীপ এর তিনটি সৈকতেই নেই কোন রকম লাইফ গার্ডের ব্যবস্থা। তাই জোয়ার-ভাটার সাংকেতিক কোন চিহ্নও থাকে না এ সৈকতগুলোতে। তাই সমুদ্র স্নানে নামলে আগে থেকেই নিজ দায়িত্বে জোয়ার ভাটা সম্পর্কে জেনে নিন। কোনো অবস্থাতেই ভাটার সময় সমুদ্রে নামবেন না।
    কীভাবে যাবেন
    ঢাকা থেকে সরাসরি টেকনাফ যায় সেন্টমার্টিন সার্ভিসের ( ০১৭১১৩২১১৪৩, ০১৮২৩০০৪৪৮৮) হিনো এসি বাস। ভাড়া ১১৫০ টাকা। এছাড়াও ঢাকা থেকে শ্যামলি, এস আলম, সৌদিয়া, হানিফ ইত্যাদি পরিবহনের নন এসি বাস যায় টেকনাফ। ভাড়া ৬৫০-৮০০ টাকা। ঢাকা থেকে যেকোনো বাসে কক্সবাজার এসে সেখান থেকেও সহজেই আসা যায় টেকনাফ। কক্সবাজার শহর থেকে লোকাল মাইক্রোবাসসহ বেশকিছু বাস যায় টেকনাফ। ভাড়া ১২০-২৫০ টাকা। কক্সবাজার থেকে টেকনাফের বাস ছাড়ে আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে আর মাইক্রোবাসগুলো ছাড়ে শহরের কলাতলী এবং টেকনাফ বাইপাস মোড় থেকে।
    টেকনাফ শহর থেকে জীপে বা সিএনজিতে চড়ে যেতে হয় শাহপরীর দ্বীপ এ।
    এখানকার স্থানীয় বাসিন্দারা সমুদ্রের সাথে জীবন যুদ্ধে করে বেঁচে থাকে। এবং এখানকার স্থানীয়দের প্রধান আয়ের উৎস হচ্ছে লবণ চাষ ও মৎসাহরণ। এই দ্বীপ থেকে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের চমৎকার সৌন্দর্য মন্ডিত রাখাইন সীমানা দেখা যায় সেই সাথে বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপও দেখা যায়। শাহপরীর দ্বীপে ভ্রমণ করার জন্য পর্যটকদের জন্য রয়েছে তিনটি সমুদ্র সৈকত এবং বিশাল ঝাউবাগান এবং সামুদ্রিক নৌজানের বিশাল সমাহার। এছাড়াও এখানে একটা বিজিবি ক্যাম্প ও একটি ওয়াচ টাওয়ার রয়েছে। শাহপরীর দ্বীপে এক কিলোমিটার দীর্ঘ একটি জেটি ঘাট রয়েছে। সব মিলিয়ে অপার সৌন্দর্যের বিস্ময়কর এক দ্বীপ হচ্ছে শাহ পরীর দ্বীপ।

ความคิดเห็น • 9

  • @MdRasel-pw6nn
    @MdRasel-pw6nn ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @MdRasel-pw6nn
    @MdRasel-pw6nn ปีที่แล้ว +1

    ভিডিওটা খুব ভালো লাগলো ❤

  • @skarifvai-dr7pv
    @skarifvai-dr7pv ปีที่แล้ว

    ❤❤❤

  • @taslimayasminpoly5582
    @taslimayasminpoly5582 8 หลายเดือนก่อน +1

    Bhai shah pori theka boat or troler a Saint Martin jawa jabe ? Local people r shathe ?

    • @shadhinbdvlogs6966
      @shadhinbdvlogs6966  7 หลายเดือนก่อน

      হ্যা ভাইয়া যাওয়া যাবে। তবে লোকালদের যেই বোর্টটি টেকনাফ থেকে ছেড়ে আসে সেটাই শাহ পরীর দীপ জেটিতে লোকাল যাত্রী তুলে।

    • @taslimayasminpoly5582
      @taslimayasminpoly5582 7 หลายเดือนก่อน +1

      @shadhinbdvlogs6966 thank you..

    • @shadhinbdvlogs6966
      @shadhinbdvlogs6966  7 หลายเดือนก่อน

      Most we'll come