হ্যাঁ এখন আমি মনিপুরেও গিয়েছিলাম অসীমও গিয়েছিল সঙ্গে। ওখানে কিছুদিন কাজ করে এলাম। এখন গোলমাল হচ্ছে মনিপুরে সেজন্য এখন আপাতত বন্ধ রেখেছি । মহারাষ্ট্রে ও হচ্ছে ।আমাদের দায়িত্বে মাছ চাষ খুব জোর ভাবেএগিয়ে যাচ্ছে।
আমার অনেক ছাত্রের মধ্যে ও সেরা । অবশ্যই সকলকে নিয়ে এগিয়ে চলেছে। আমি একটা ছোট ছবি দেখালাম মাত্র ও একটা মেলার মতো মাছ বিক্রি করছিল খুব বড় পুকুরে আমি সেখানে যেতে পারিনি ।আমি সময় পাইনি। সত্যি ছেলেটা ভালো কাজ করছে। শুধু বলবো আপনিও এগিয়ে চলুন আমাদের সঙ্গে।
বেশ কিছুদিন পরে আপনার ভিডিও দেখলাম।মনের সাহস অনেক বেড়ে গেলো। খুব ভালো লাগলো দারুন অসাধারণ। অসীম দার বাবার আত্মাম শ্রদ্ধা ,প্রণাম রইল। চির শান্তি কামনা করি । অসীম দা আরো এগিয়ে চলুন ও উন্নতি করুন। স্যার আপনার প্রতি শুভেচ্ছা রইল আরও ভালো ভিডিও করুণ ও বেকার সমস্যা সমাধানের আপনার ঐকান্তিক প্রচেষ্টা সফল হোক। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
স্যার এই যে শ্রাবণ মাস এসে গেল কিন্তু এখনো বৃষ্টির সেভাবে কোনো দেখা নেই এই পরিস্থিতিতে কৃষকরা কিভাবে ধান চাষ করবে সেই নিয়ে একটা ভিডিও বানালে খুব ভালো হতো
Dada Ami thikodarma sedomonas varni compost manej korece ar nom khol jomete dice 500 akhon apni bolcen exter gach poti 30 gram nomkhol mane 20 kg nim khol lagbe 5 Katha jomete nim khol nadile hobe na
নমস্কার স্যার একটু জানার দরকার ছিল রোকো ফঙ্গিসাইড লি/কতটা পরিমাণ ব্যবহার করা যাবে। অতিরিক্ত রসের কারণে । গাছের গোড়ায় । ভালো থাকবেন ও পরিবেশকে ভালোরাখবেন।
কিছু করবেন না। একটু অপেক্ষা করুন আশাকরি ফল চলে আসবে। খুব দরকার হলে NPK O O 50 এই সার প্রতি লিটার জলে এক গ্রাম সেই সঙ্গে বোরন এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় একবার।
স্যার নমষ্কার অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। স্যার এখন সমস্যা হচ্ছে ধানের জমিতে পচুর স্যাতলা হচ্ছে ধানের পাশকাঠি বারতে বাধা সৃষ্টি করছে কোনো উপায় আছে প্লিজ একটু বলুন। তার সঙ্গে দশ ছাব্বিশ সার সাদা রঙের ভালো না খারাপ।
হালকা লালচে রংয়ের সার টাই সবচাইতে বেশি বিক্রি হয় এবং এইটাই আমরা জানি । নাগার্জুনা কোম্পানির ইরেজ স্ট্রং বিঘা প্রতি দু কেজি যে কোন সারের সঙ্গে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিন।
আগে 100দিনের কাজের লোকেদের দিয়ে বিনা পয়সায় পঞ্চায়েত থেকে পুকুর কেটে দিত। এখন 50 দিনের কাজ এসেছে পঞ্চায়েতে আগে যোগাযোগ করতে পারেন। না হলে চেন দেওয়া মেশিন গাড়িতে কম খরচে পুকুর কেটে নেবেন। উত্তর - দক্ষিণে লম্বা করবেন।
হাই স্যার আমি অরুন মন্ডল করঞ্জলী থেকে বলছি আমার শসা গাছে শসার ছনি হলুদ হয়ে যাচ্ছে কি করবো প্লিজ বলুন খুব সমস্যায় পড়েছি একটু বললে আমি খুব উপকৃত হব প্লিজ একটু তাড়াতাড়ি বলুন
বলছি যে স্যার আমাদের আগের সিজনে ধান চাষ করার পর ধনচে গাছ লাগানো ছিল জমিতে। এখন সেই জমিতে চাষ দিয়ে ধান লাগানো হয়েছে কোন রকম সার দেয়নি কারণ সবাই বলছে ওই গাছগুলো পচে নাকি সার হবে সেই প্রথম চাপানের সার দিতে বলছে তাহলে তখন 10,26, ২৬ সার কি পরিমান দেবো 33 শতকে আর অ্যমোনিয়া দিতে হবে নাকি । না ইউরিয়া দেবো দয়া করে হেল্প করুন
আর 20 দিন পরে চারা রোপণ করতে পারেন। গোবর সারের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাস পাউডার দুটো মিশিয়ে ঐ সার মাদায় দিয়ে চারা বসাবেন। তাহলে আর চারা মারা যাবে না ।
Sir dhane thor obosthai mirakulan zinc edta ar thifluzamide group ba azoxytrobin+tebuconazo group l spray kara jabi ki? Amon Dhan gache zinc edta kokhon koto din por por spray korbo kindly utter deben Dhonnobad
Nomoskar sir.🙏. Amar duto prosno chilo. 1. Leibigs Flash ta ki organic product? 2. Tober aam Gache Thunders, Epsom salt, sulphate of potash(0:0:50) jole gule spray korar 5 minute por brishti hoy. Next day ki ata repeat korbo?🙏
বেগুন গাছ বসিয়েছি একমাস মতো বয়স হয়েছে।সার দিয়েছি,সমস্ত গাছের চেহারা দারুণ কিন্তু কাঁটা বেগুন গাছগুলো গোড়া সরু হয়ে আছে আর মাঝের দিকে থেকে মোটা হয়ে যাচ্ছে ফলে গাছে শুয়ে পড়ছে পাতা ঝিমিয়ে পড়ছে।গাছগুলি ভালো করার উপায় জানা থাকলে বলবেন।
Sir নমস্কার. বীজতলায় স্প্রে দেওয়ার 1ঘন্টার মধ্যেই বৃষ্টি আসে ঔষধ ধোয়া যায়. (Cartap hydrochloride এবং caebendagim, mancozeb,) Sir ঔষধে তো কাজ হবে না, এক্ষেত্রে দ্বিতীয়বার কি দেওয়া যাবে? তিন চারদিন বাদেই রোয়া হবে. Pls আপনার মতামত জানান
দাদা vnr বেগুনের বীজ অডার করেছিলাম ফিলিপকাটে, কোনো কোমপানির পেকেটে দেয়নি, এমনি পেকেটে দিয়েছে, কি করে বুঝবো কি দিয়েছে?আমি ঠকে গেছি, বুঝদে পারছিনা কি করবো
আপনারও ওখানকার স্থানীয় দোকান থেকে বীজ কিনলে খুব ভালো হতো এবং বীজের প্যাকেটটা পুরো দেখে নিতে পারতেন। এখন আমিও কি বলব বলুন ? আমার মনে হয় অন্য বীজ দিয়েছে । আমি যতদূর জানি ফেরত দেয়া যায়। বীজটা ফেরত দিলে খুব ভালো হয়।
স্যার আমি নদীয়া থেকে বলছি এখন বর্ষাকালে গাঁদা ফুল গাছে প্রচন্ড পরিমানে মারাত্মক ভাইরাস হয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে এর প্রতিকার হিসাবে কি কি ওষুধ দিলে গাঁদা ফুলের গাছ ঠিক হয়ে যাবে
এখন দুটো সমস্যা হবে অতিরিক্ত বৃষ্টির জন্য গাছ পচে যাবে, ঢলে পড়বে, বিভিন্ন ছত্রাক রোগ লাগবে। এই সমস্যার জন্য সবচাইতে ভালো ওষুধ হবে অ্যামিস্টার টপ ১০ লিটার জলে ৮ মিলি আর ওই দশ লিটার জলে কুড়িগ্রাম NPK 0 O 50 মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার। আর পোকার জন্য কম দামের মধ্যে ভালো ওষুধ ল্যান্সার গোল্ড প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া মোট তিনবার।
একটু দেরি হয়ে গেল । আরো একমাস আগে শিম বীজ বুনলে খুব ভালো হতো। আমাদের দিকে বসিরহাটের চওড়া সবুজ সিম টা চলছে। এখন শিম বীজ বুনলে ফসলটা উঠতে একটু দেরি হয়ে যাবে। অবশ্যই বীজ বুনতে পারেন । তবে খুব ভালো দাম পাবেন না। এই হচ্ছে ব্যাপার তবুও লাভ হবে এখনো বীজ বুনতে পারেন । যদি মাটি কাদা থাকে তাহলে প্যাকেটে বীজ বুনে চারা তৈরি করে নিন। পরে মাটি শুকনো হলে মাটিতেই বসাবেন।
গত রবিবার অসীমদার কাছ থেকে 65 kg মাছ এনেছি। আমার আরও প্রায় 120 kg মাছ লাগবে। আগামী রবিবারের পরের রবিবার উনি যেতে বলেছেন। ওনার বাবার পারলৌকিক ক্রিয়ার পর। ভালো আছেন তো স্যার?
আমার বেগুন গাছের বয়স 38 দিন এখন ফুল ফুটছে আর ঝরে পড়ে যাচ্ছে কিন্তু ফল সেট হচ্ছে না সব ঝরে পড়ে যাচ্ছে। রোদের সময় গাছের এক দুটো ডগা ঝিমিয়ে পড়ছে স্যার এখন আমি কি করব যদি একটা উপায় আপনার উত্তরের অপেক্ষায় রইলাম
কম দামের ওষুধ Sumiprempt দশ লিটার জলে 15 মিলি সেই সঙ্গে 15 গ্রাম NPK 0 O 50 ও মিরাকুলান 15 মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার। তারপর বোরন দ্শ লিটার জলে 15 গ্রাম সেই সঙ্গে 0 0 50 15 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় একবার।
স্যার নমস্কার..🙏🙏 আপনার কথা অনুযায়ী বোরো মৌসুমে মিনিকিট ধান চাষ করে ফলন আগের বছর গুলোর তুলনায় বেশি পেয়েছি। আমরা এখন মানে এই আমন মৌসুমে গোবিন্দভোগ ধান চাষ করবো, ধানের বীজ মোটামুটি রোয়ার মতো হয়ে গেছে। আগামী 4/5 দিন পরেই রোয়া শুরু হবে। গোবিন্দভোগ ধান চাষে কি কি সার ও ভিটামিন বা পিজিআর কতটা পরিমাণে এবং কখন ব্যবহার করবো যদি একটু বলে দেন তো খুব উপকার হয়।
একটু সময় দিন এই ব্যাপারে আমি সবে বর্ধমান থেকে আসছি ওখানে এই ধানের চাষ নিয়ে পরপর তিনটি মিটিং করলাম আবার এই সপ্তাহের কালনা যাচ্ছি। এই ধান চাষ নিয়েই মিটিং করবো ।অবশ্যই এই নিয়ে ভিডিও আনবো। একটু অপেক্ষা করুন। শুধু বলবো জৈব সার দিয়ে আপাতত রোয়া করুন সরিষার খোল বিঘাপ্রতি 40 কেজি দিয়ে রোয়া করুন। 25 দিন পরে NPK 10 26 26সার 15কেজি ব্যবহার করবেন। তিন দিন পর মিরাকুলান প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে জিঙ্ক 12% EDTA দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
@@farmingadviseranathhalder7579 স্যার, এই সপ্তায় মানে কতো তারিখে কালনা তে কোন জায়গায় মিটিং করবেন..? ওই মিটিংয়ে কি আপনার সাথে দেখা করা যাবে..? তাহলে আপনার সাথে একটু দেখা করতাম। আমাদের বাড়ি কালনার কাছেই।
Sir bolchi doya kore ektu bolen er ager video teo answer dilenna bolchi boro mota jater beguner jat er name bolun ektu paschim medinipur theke bolchi 🙏🙏
এই ব্যাপারে আপনার ওখানকার স্থানীয় কৃষি বিভাগে যোগাযোগ করুন ওখান থেকে কিছু সাহায্য পাওয়া যাবে অথবা কৃষিবিজ্ঞান কেন্দ্র সোনারপুর আড়া পাঁচ দক্ষিণ ২৪ পরগনা ওখানে নারায়ণ চন্দ্র সাউ মহাশয়ের সঙ্গে যোগাযোগ করুন।
আমি এখন বর্ধমানে আছি। আসলে কোথায় থাকি বলতে পারছি না । বাড়িতে তো নেই । এ জন্য বলি চাষে কি অসুবিধা বা সমস্যা হচ্ছে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে।
স্যার আপনার পরামর্শ মতো পাতি লেবুর মাদ্রাজি লেবু বসিয়েছি কিন্তু গরমে লেবুর দাম বেশি হয় কিন্তূ গরমে ফলন ভালো আনতে কি কি ব্যাবস্থা কি সার ওষুধ দিলে লেবু বেশি আসবে। আপনার পরামর্শ অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি স্যার
যদি গ্রামের দিকে বাড়ি হয় তাহলে পুকুরের পাঁক ১০ লিটার জলে এক কেজি মিশিয়ে শুধু ঘনঘন গাছের গোড়ায় ঐ পাঁক জল ঢালবে সাত দিন ছাড়া ছাড়া । আর কিছু করবে না।
ক্ষমা করবেন
video editing এ একটু ভুল হয়েছে
জন্ম - ১৩৫০ মৃত্যু-১৪৩০
না না ক্ষমা করতে বলে আমায় ছোটো করবেন না।আপনি অনেক বড়ো মনের মানুষ।আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ।ভুল হতেই পারে।ঠিক আছে
ওকে
খুব ভালো ও উপকারী ভিডিও।
ধন্যবাদ।
স্যার কেমন আছেন অনেকদিন পর দেখা হল ভাল থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনার মঙ্গল করুন
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Beautiful Lin. sir nomoskar neben .KHUB Valo laglo video . good bless you ashem da .Jay jagannath.. Jay kisan...
হ্যাঁ এখন আমি মনিপুরেও গিয়েছিলাম অসীমও গিয়েছিল সঙ্গে।
ওখানে কিছুদিন কাজ করে এলাম। এখন গোলমাল হচ্ছে মনিপুরে সেজন্য এখন আপাতত বন্ধ রেখেছি ।
মহারাষ্ট্রে ও হচ্ছে ।আমাদের দায়িত্বে মাছ চাষ খুব জোর ভাবেএগিয়ে যাচ্ছে।
অসীম বাবুর পরিবারের জন্য সমবেদনা জানাই, অসীম বাবুর বাবার আত্মার শান্তি কামনা করি ঠাকুরের কাছে পার্থনা জানাই।
খুব ভালো লাগলো,
আপনি ও সপরিবারে ভালো থাকুন,
সঙ্গে থাকুন আর এগিয়ে চলুন।
ধন্যবাদ।
Tomar thakur ki kotha bole
তোমার ঠাকুর কী কথা বলে
Khub e useful video 🙏🏻
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার,
আমি লস খেতে খতে শেষ।
কোকোপিটের পরিবর্তে খড়/বিচুলি দিয়ে vertical farming করা যাবে?(ছত্রাকনাশক দিয়েই করবো)।
অসীমের মধ্যে সীমাহীন উদ্দীপনা উৎসাহ আছে নিজে এগিয়ে যাবার সাথে অন্যদের এগিয়ে নিয়ে যাবার মানসিকতার তারিফ করতে হবে GOD BLESS HIM
আমার অনেক ছাত্রের মধ্যে ও সেরা ।
অবশ্যই সকলকে নিয়ে এগিয়ে চলেছে। আমি একটা ছোট ছবি দেখালাম মাত্র ও একটা মেলার মতো মাছ বিক্রি করছিল খুব বড় পুকুরে আমি সেখানে যেতে পারিনি ।আমি সময় পাইনি।
সত্যি ছেলেটা ভালো কাজ করছে।
শুধু বলবো আপনিও এগিয়ে চলুন আমাদের সঙ্গে।
বেশ কিছুদিন পরে আপনার ভিডিও দেখলাম।মনের সাহস অনেক বেড়ে গেলো। খুব ভালো লাগলো দারুন অসাধারণ। অসীম দার বাবার আত্মাম শ্রদ্ধা ,প্রণাম রইল। চির শান্তি কামনা করি । অসীম দা আরো এগিয়ে চলুন ও উন্নতি করুন। স্যার আপনার প্রতি শুভেচ্ছা রইল আরও ভালো ভিডিও করুণ ও বেকার সমস্যা সমাধানের আপনার ঐকান্তিক প্রচেষ্টা সফল হোক। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ জানাই সেই সঙ্গে তুমি ও এগিয়ে চলো এই কামনা করবো।
So beautiful❤❤❤❤❤❤❤❤❤
Thank you
স্যার এই যে শ্রাবণ মাস এসে গেল কিন্তু এখনো বৃষ্টির সেভাবে কোনো দেখা নেই এই পরিস্থিতিতে কৃষকরা কিভাবে ধান চাষ করবে সেই নিয়ে একটা ভিডিও বানালে খুব ভালো হতো
❤❤❤
ফার্মিং অ্যাডভাইজার ওনাত হালদার জিন্দাবাদ জিন্দাবাদ আদাব দাদু কেমন আছেন আশা করি ভাল আছেন | দাদু 💯💯💯%❤️❤️❤️ 🇧🇩🇧🇩🇧
এইভাবে মাছ চাষের সঙ্গে যুক্ত হয়ে ওই চাষীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া চলছে আর ওরা যাতে দাঁড়াতে পারে সেই ব্যবস্থাও করছি
স্যার আপনি ভালো থাকবেন । 😮😮
সঙ্গে থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।
সুপ্রভাত জানাই ।
Sir tamoto r badakofi mulching Diya lagabo.prochur mutha gas .kono problem acha
ইত্যাদি ইত্যাদি খুব ভালো লাগলো ❤❤
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
অসিম আংকেল আপনাকেও 💯💯💯💯%❤️❤️❤️❤️ আদাব নিবেন আংকেল
Sir avatar pachhi na antracol deya jabe
আমি আপনার চেনেল করনার সময় থেকে দেখি, আজ প্রথম কমেন্ট করলাম। আপনার সুস্থতা কামনা করি। আসা করি পাসে থাকবেন।
অবশ্যই পাশে থাকবো। অসংখ্য ধন্যবাদ জানাই।
আর অনুরোধ করবো আসুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
আপনার ভিডিও শিক্ষনীয়, আপনার মঙ্গল কামনা করছি।
ধন্যবাদ জানাই।
আর আসুন সকলে এগিয়ে চলি।
আমিও প্রকৃতিক উপায় মাছ চাষের ট্রেনিং দেই ভিডিও তৈরি করি এবং মাছ চাষ করি, দোয়া করবেন।
দাদু dhurvi gold জলে গুলে গাছের গোরায় দিলে হবে
Ami amar chaser jomite pukur katle ki paser jomir lok apotti janate pare? er kono rule ache ki west bengal er jonno
কাকু ধানের মাঝরা পোকা control korte Alika দেওআ jabe ki,, please aktu bolben
Satti apnar Kno bikolpo nei, apnar jonno bachar asa jge notun kore💐💐🙏🙏🙏
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Dadu hybrid seed toire neye ekta vdo banan
আচ্ছা পরে ভিডিও করে জানাবো।
*স্যার, বাড়ির বাগানে বর্ষাকালে কোন্ স্টিকার ভালো হবে? যখন তখন বৃষ্টি হচ্ছে* ✋✋
কম দামের মধ্যে ধানুকা কোম্পানির ধানুভীট ব্যবহার করুন সবচাইতে বাজারে সস্তার মধ্যে ভালো।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ
Valuable information 😄.. Thanks
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
দাদা আপনি দেশি কালো তেলাপিয়া মাছের খোঁজ দিতে পারবেন আপনি তো অনেক জায়গায় অনেক পুকুরে ভিডিও করেছেন এইজন্য জিজ্ঞাসা করলাম
ঐ ফোন নাম্বারে যোগাযোগ করুন আশাকরি পেয়ে যাবেন।
Very beautiful
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Ulala এবং profex super প্রতি লিটারে কত ml দিব
Dada Ami thikodarma sedomonas varni compost manej korece ar nom khol jomete dice 500 akhon apni bolcen exter gach poti 30 gram nomkhol mane 20 kg nim khol lagbe 5 Katha jomete nim khol nadile hobe na
❤🙏
নমস্কার স্যার একটু জানার দরকার ছিল রোকো ফঙ্গিসাইড লি/কতটা পরিমাণ ব্যবহার করা যাবে। অতিরিক্ত রসের কারণে । গাছের গোড়ায় । ভালো থাকবেন ও পরিবেশকে ভালোরাখবেন।
nich
আকাশের বৃষ্টি কম কম বৃষ্টির মধ্যে কৃষকরা কিভাবে ধান চাষ করবে এই নিয়ে একটা ভিডিও পাঠালে খুব ভালো হতো
আমন ধান চাষ নিয়ে আমি ভিডিও আনবো ।ঠিকই বলেছেন এটা খুব দরকার।
স্যার বেগুন গাছে আগাম রজতhd, দেওয়া যাবে
স্যার
ধানের জন্য ধ্রুবি গোল্ড ভালো হবে, অথবা সাগরিকা Z++ ??
ভিডিও তে আমি বলেছি
এই সার ধানে আমি ব্যবহার করে দেখিনি।
সবজি তে ব্যবহার করেছি
ভালো কাজ পেয়েছি।
First view
Comment
প্রথম দর্শককে আন্তরিক শুভেচ্ছা জানাই।
স্যার এমিস্টার টপ ঔষধ দিলে গাঁদা ফুল গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোগ কমে যাবে
Sir amar borsa kalin jinge gach onek sundar hoyace dog gula muta muta full asche foll deka jacce na ki koroneyo bolben please
কিছু করবেন না।
একটু অপেক্ষা করুন আশাকরি ফল চলে আসবে।
খুব দরকার হলে NPK O O 50 এই সার প্রতি লিটার জলে এক গ্রাম সেই সঙ্গে বোরন এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় একবার।
sir,আমার পুকুরে সব মাছ ভেসে যাচ্ছে, আমার পুকুরে র জলে খুব খুব গুড়ো পকা হয়েছে এবং পুকুরের জল খুব দূর গন্ধ৷এখন আমি কি করবো জানালে খুব উপকার হবে
স্যার নমষ্কার অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। স্যার এখন সমস্যা হচ্ছে ধানের জমিতে পচুর স্যাতলা হচ্ছে ধানের পাশকাঠি বারতে বাধা সৃষ্টি করছে কোনো উপায় আছে প্লিজ একটু বলুন। তার সঙ্গে দশ ছাব্বিশ সার সাদা রঙের ভালো না খারাপ।
হালকা লালচে রংয়ের সার টাই
সবচাইতে বেশি বিক্রি হয় এবং এইটাই আমরা জানি ।
নাগার্জুনা কোম্পানির ইরেজ স্ট্রং বিঘা প্রতি দু কেজি যে কোন সারের সঙ্গে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিন।
আমার তিন বিঘা জমি আছে ওখানে আমি স্যার আমার এখন পুকুর তৈরি হয়নি কিভাবে পুকুর তৈরি আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মথুরাপুর রাইদিঘি থেকে বলছি
আগে 100দিনের কাজের লোকেদের দিয়ে বিনা পয়সায় পঞ্চায়েত থেকে পুকুর
কেটে দিত।
এখন 50 দিনের কাজ এসেছে
পঞ্চায়েতে আগে যোগাযোগ করতে পারেন।
না হলে চেন দেওয়া মেশিন গাড়িতে কম খরচে পুকুর কেটে নেবেন। উত্তর - দক্ষিণে লম্বা করবেন।
Sir canning Kimba sundorbon ....oi side a kon jater ucche Chas ta besi hoyeca kimba hoi....??.
ওইদিকে নাথ সীডস এর চিন্টু ও লিবিকস কোম্পানির ছোট্টু আর সিনজেনটার লিটল চ্যাম্প এই তিনটে জাত ব্যাপকভাবে চাষ হচ্ছে।
@@farmingadviseranathhalder7579 1315 BASF er ota ki kharap hobe?????????
হাই স্যার আমি অরুন মন্ডল করঞ্জলী থেকে বলছি আমার শসা গাছে শসার ছনি হলুদ হয়ে যাচ্ছে কি করবো প্লিজ বলুন খুব সমস্যায় পড়েছি একটু বললে আমি খুব উপকৃত হব প্লিজ একটু তাড়াতাড়ি বলুন
Sir amar pukurer jaler upori stor lal hoye jachhe ki koroniyo janaben please
বিঘাপ্রতি আট কেজি পটাশ সার ছড়িয়ে দেবেন।
Sir, pukure shing machh chash korte chai, apnar help proyojon,
Kothay pabo shing machher pona, kibhabe porichorcha korbo Tai niye ekta video koren jodi...❤❤❤
অবশ্যই ঐ মাছের চারা পাবেন।
ভিডিও তে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন।
@@farmingadviseranathhalder7579 thank u sir..❤️❤️❤️
Sir apnar phone no ta ki paoya jabe ??
Apnar sathe joga jog ba kotha bolte chai...
Sir Aman dhan ar sar proyog niya akta vedio din khub drkar chara lagano hoyacha ki ki sar dibo bujte parchi na ( Paschim Medinipur)🎉🎉🎉🎉🎉
ভিডিও করার চেষ্টা করবো।
@@farmingadviseranathhalder7579 thank you sir amar comment a reply deoar jonno🙏🙏🙏
@@farmingadviseranathhalder7579 sir akdom first thake last porjonto ki ki sar, medicine ar khakhon dite hobe valo kore aktu bole diban please 🙏🙏🙏🙏🙏🙏
বলছি যে স্যার আমাদের আগের সিজনে ধান চাষ করার পর ধনচে গাছ লাগানো ছিল জমিতে। এখন সেই জমিতে চাষ দিয়ে ধান লাগানো হয়েছে কোন রকম সার দেয়নি কারণ সবাই বলছে ওই গাছগুলো পচে নাকি সার হবে সেই প্রথম চাপানের সার দিতে বলছে তাহলে তখন 10,26, ২৬ সার কি পরিমান দেবো 33 শতকে আর অ্যমোনিয়া দিতে হবে নাকি । না ইউরিয়া দেবো দয়া করে হেল্প করুন
স্যার,
সরিষা গাছ(সরিষা সহ) পঁচিয়ে জৈব সার বানালে কতটা কার্যকরী হবে?
খুব ভালো হবে তবে আপনি সরিষা টা নেবেন না ? সরিষা নেওয়ার পর বাকি অংশ পচিয়ে অবশ্যই জৈব সার তৈরি করতে পারেন।
Dada agam temoto akhon lagabo ar jomi ke die tori korbo
আর 20 দিন পরে চারা রোপণ করতে পারেন।
গোবর সারের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাস পাউডার দুটো মিশিয়ে ঐ সার মাদায় দিয়ে চারা বসাবেন। তাহলে আর চারা মারা যাবে না ।
Sir dhane thor obosthai mirakulan zinc edta ar thifluzamide group ba azoxytrobin+tebuconazo group l spray kara jabi ki?
Amon Dhan gache zinc edta kokhon koto din por por spray korbo kindly utter deben
Dhonnobad
এই নিয়ে আমি ভিডিও আনছি।
স্যার আমার লেবু গেছে ফুল আসছে না তো কি করলে ফুল আসবে
Sir Ami kharag pur gramin elaka theke bolchhi . 29/07/2023 lal swarna roa pota Kari 1/8/2023 bristite Dube jay .jal kamar parer paricharja ki karbo janan
NPK 0 O 50 প্রতি লিটার জলে দু গ্রাম সেই সঙ্গে অবতার দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
স্যার পেঁপে গাছের চাষ নিয়ে যদি একটা ভিডিও করেন বা যদি পরামর্শ দেন 🙏
আমি পরে চেষ্টা করবো।
Sir sreema blue star একটা বেগুনের ওজন কতো গ্রাম হয়
যদি ভালো খাবার পায় ৩৫০ থেকে ৪০০ গ্রাম হতে পারে।
স্যার,,,আমার ঝিঙে গাছের বয়স 13 দিন,,,স্যার কত দিনে chapan সার দিব,,,r chapane ki ki সার দিতে হবে ektu বলেন স্যার dya kre
আর দশ দিন পরে এন পি কে ১০২৬ ২৬ সার প্রতি গাছের গোড়ায় ৩০ গ্রাম ও সরিষার খোল ৫০ গ্রাম দিয়ে মাটি চাপা দেবেন।
বাবা ১৪৫০ সালে জন্ম আর মৃত্যু ১৪৩০ !!! অসীম বাবুর বাবার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
Editing একটু ভুল হয়েছে জন্ম - ১৩৫০ মৃত্যু-১৪৩০
ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য।।
স্যার পুকুরের মাপ নিয়ে আপনার ভিডিও শুনেছি কিন্তু আমার প্রশ্ম লম্বা পুকুরের ক্ষেত্রে মিনিমাম চওড়া কত রাখতে হবে..আসলে আমার জমি লম্বাটে তাই এই প্রশ্ম
লম্বা যতোটা হোক না কেনো অসুবিধা হবে না।
গভীরতা আট ফুট রাখলে খুব ভালো হয়।
@@farmingadviseranathhalder7579 sir minimum breath kato rakhte hobe?
কাকু আমার শশা গাছে থ্রিপস দেখা দিয়েছে। এর তারে রাসায়নিক ব্যাবস্থা কী নব
ডেলিগেট ১০ লিটার জলে ৫ মিলি সেইসঙ্গে ওই দশ লিটার জলে কুড়িগ্রাম ০ ০ ৫০ এই সার মিশিয়ে স্প্রে করবেন পাঁচদিন ছাড়া দুবার।
Nomoskar sir.🙏. Amar duto prosno chilo.
1. Leibigs Flash ta ki organic product?
2. Tober aam Gache Thunders, Epsom salt, sulphate of potash(0:0:50) jole gule spray korar 5 minute por brishti hoy. Next day ki ata repeat korbo?🙏
প্রথমটার উত্তর না ।
দ্বিতীয় টা অবশ্যই করতে হবে ।
তবে সাত দিন ছাড়া দুবার স্প্রে করবেন ।
Kaku borboti gache phull ashche na ki korbo ? 🙏
NPK 0 52 34 প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে মিরাকুলান এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।
👍👍👍👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
সের আপনার সাথে একটু কথা বলতে চাই,হায়দ্র পনিক চাষের পদ্ধয়ার জন্য আপনার সাহায্য লাগতো,একটু সোহ যোগিতা করবেন সের
বেগুন গাছ বসিয়েছি একমাস মতো বয়স হয়েছে।সার দিয়েছি,সমস্ত গাছের চেহারা দারুণ কিন্তু কাঁটা বেগুন গাছগুলো গোড়া সরু হয়ে আছে আর মাঝের দিকে থেকে মোটা হয়ে যাচ্ছে ফলে গাছে শুয়ে পড়ছে পাতা ঝিমিয়ে পড়ছে।গাছগুলি ভালো করার উপায় জানা থাকলে বলবেন।
কনিকা পাউডার প্রতি লিটার জলে ২ গ্রাম সেই সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিনবার।
স্যার আমি বাংলাদেশ থেকে বলছি । এসময় টমেটো চাষে ভালো বীজ কোনটি এবং তারাতাড়ি harvest করা যায় একথায় তারাতাড়ি ফল ধরবে সেটা
সিনজেনটা কোম্পানির সাহু বীজ
বা 1458 জাত আপনাদের ওখানেও পাওয়া যায় চাষ করতে পারেন।
K-Link এর রিপেল ব্যাবহারে নিয়ম কি দয়াকরে জানাবেন ধন্যবাদ।
প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিনবার।
জল ভর্তি থাকে সারাবছর।সেই পুকুরে কী ডিম ছাড়া যাবে,যদি যায় পুরো প্রসেস টা কী হবে?
ঐ ফোন নাম্বারে যোগাযোগ করুন।
স্যার এখন ভাঙ্গর সাদা(সান মাইকা) বেগুনের চারা ফেলা যাবে কী? যদি যাই। তাহলে দুই একটি ভালো কোম্পানির বীচ (সাদা ভাংর) এর নাম বলবেন প্লিজ
VNR - Romi
VNR - Utkal
এই দুটো জাত চাষ করতে পারেন ।
Sir নমস্কার. বীজতলায় স্প্রে দেওয়ার 1ঘন্টার মধ্যেই বৃষ্টি আসে ঔষধ ধোয়া যায়. (Cartap hydrochloride এবং caebendagim, mancozeb,)
Sir ঔষধে তো কাজ হবে না, এক্ষেত্রে দ্বিতীয়বার কি দেওয়া যাবে? তিন চারদিন বাদেই রোয়া হবে. Pls আপনার মতামত জানান
ওই ওষুধ যদি কেনা থাকে আর একবার আকাশের অবস্থা দেখে স্প্রে করে দিন। তারপর চার পাঁচ দিন পরে মূল জমিতে রোয়া করবেন।
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন
Profex super প্রতি লিটারে কত ml দিব
গাছের বয়স 35/40 দিন হলে
প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।
Sir আমার পেয়ারা গাছের গুটি সব ঝরে পড়ছে। কি করব....
মিরাকুলান প্রতি লিটারে জলে এক মিলি সেই সঙ্গে বোরন এক গ্রাম ও
এন পি কে ০ ০ ৫০ দু গ্রাম মিশিয়ে স্প্রে করুন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার ।
@@farmingadviseranathhalder7579 Thank you sir ...
দাদা.... বাংলাদেশে অনু খাদ্য কি কি নামে পাবো? কি দেখে নিবো!!??
সুপারভিট প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন সাত দিন ছাড়া দুবার।
যে কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন।
স্যার,,আমার শীম এর ধরন চলে আসছে,,,কিন্তু কাদি পচন ধরছে,এখন কি করব স্যার,
Amister Top দশ লিটার জলে আট মিলি সেই সঙ্গে NPK 0 0 50 এই স্প্রে করার সার 20 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার।
Sameness er rohit 2 tometo kemon hobe
সেমিনিজ কোম্পানির রোহিত টু
গোল আকারের টমেটো টা চাষ করতে পারেন । ভালো জাত ।
তবে দু'রকম তিন রকম জাতের বীজ নিয়ে চাষ করবেন।
দাদা vnr বেগুনের বীজ অডার করেছিলাম ফিলিপকাটে, কোনো কোমপানির পেকেটে দেয়নি, এমনি পেকেটে দিয়েছে, কি করে বুঝবো কি দিয়েছে?আমি ঠকে গেছি, বুঝদে পারছিনা কি করবো
আপনারও ওখানকার স্থানীয় দোকান থেকে বীজ কিনলে খুব ভালো হতো এবং বীজের প্যাকেটটা পুরো দেখে নিতে পারতেন। এখন আমিও কি বলব বলুন ?
আমার মনে হয় অন্য বীজ দিয়েছে ।
আমি যতদূর জানি ফেরত দেয়া যায়। বীজটা ফেরত দিলে খুব ভালো হয়।
স্যার আমি নদীয়া থেকে বলছি এখন বর্ষাকালে গাঁদা ফুল গাছে প্রচন্ড পরিমানে মারাত্মক ভাইরাস হয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে এর প্রতিকার হিসাবে কি কি ওষুধ দিলে গাঁদা ফুলের গাছ ঠিক হয়ে যাবে
এখন দুটো সমস্যা হবে অতিরিক্ত বৃষ্টির জন্য গাছ পচে যাবে, ঢলে পড়বে, বিভিন্ন ছত্রাক রোগ লাগবে। এই সমস্যার জন্য সবচাইতে ভালো ওষুধ হবে
অ্যামিস্টার টপ ১০ লিটার জলে ৮ মিলি আর ওই দশ লিটার জলে কুড়িগ্রাম
NPK 0 O 50 মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
আর পোকার জন্য কম দামের মধ্যে ভালো ওষুধ ল্যান্সার গোল্ড প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া মোট তিনবার।
স্যার sinta f1 papaya seeds কোথায় পাবো এখন সেটা জানাবেন প্লীজ
আপনার ওখানকার স্হানীয় দোকানে খোঁজ করুন অথবা অর্ডার দিন আশাকরি এনে দেবে।
আমার হালকা উচু জমি আমি সিম চাষ করতে চাই কিভাবে চারা তৈরি করব এবং কোন জাতের বীজ রোপন করব?
আপনার জন্য সহৃদয় জানায়❤ আপনি এইভাবে আমাদের পাশে থাকুন❤❤❤❤
একটু দেরি হয়ে গেল ।
আরো একমাস আগে শিম বীজ বুনলে খুব ভালো হতো। আমাদের দিকে বসিরহাটের চওড়া সবুজ সিম টা চলছে।
এখন শিম বীজ বুনলে ফসলটা উঠতে একটু দেরি হয়ে যাবে। অবশ্যই বীজ বুনতে পারেন ।
তবে খুব ভালো দাম পাবেন না। এই হচ্ছে ব্যাপার তবুও লাভ হবে এখনো বীজ বুনতে পারেন । যদি মাটি কাদা থাকে তাহলে প্যাকেটে বীজ বুনে চারা তৈরি করে নিন। পরে মাটি শুকনো হলে মাটিতেই বসাবেন।
গত রবিবার অসীমদার কাছ থেকে 65 kg মাছ এনেছি। আমার আরও প্রায় 120 kg মাছ লাগবে। আগামী রবিবারের পরের রবিবার উনি যেতে বলেছেন। ওনার বাবার পারলৌকিক ক্রিয়ার পর। ভালো আছেন তো স্যার?
ঠিক আছে।
এগিয়ে চলো ।
অসীম ঠকাবে না।
আমার বেগুন গাছের বয়স 38 দিন এখন ফুল ফুটছে আর ঝরে পড়ে যাচ্ছে কিন্তু ফল সেট হচ্ছে না সব ঝরে পড়ে যাচ্ছে। রোদের সময় গাছের এক দুটো ডগা ঝিমিয়ে পড়ছে স্যার এখন আমি কি করব যদি একটা উপায় আপনার উত্তরের অপেক্ষায় রইলাম
কম দামের ওষুধ
Sumiprempt দশ লিটার জলে 15 মিলি সেই সঙ্গে 15 গ্রাম NPK 0 O 50
ও মিরাকুলান 15 মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার।
তারপর বোরন দ্শ লিটার জলে 15 গ্রাম
সেই সঙ্গে 0 0 50 15 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় একবার।
ছার পুকা জন্য কি ব্যাবহার করবো বলবেন
খুব সকালে বিছানায় কেরোসিন তেল স্প্রে করবেন তারপর সন্ধ্যা বেলা ঘুমাতে অসুবিধা হবে না তখন গন্ধ চলে যাবে। একবার স্প্রে করলেই উপকার পাবেন।
স্যার নমস্কার..🙏🙏
আপনার কথা অনুযায়ী বোরো মৌসুমে মিনিকিট ধান চাষ করে ফলন আগের বছর গুলোর তুলনায় বেশি পেয়েছি।
আমরা এখন মানে এই আমন মৌসুমে গোবিন্দভোগ ধান চাষ করবো, ধানের বীজ মোটামুটি রোয়ার মতো হয়ে গেছে। আগামী 4/5 দিন পরেই রোয়া শুরু হবে।
গোবিন্দভোগ ধান চাষে কি কি সার ও ভিটামিন বা পিজিআর কতটা পরিমাণে এবং কখন ব্যবহার করবো যদি একটু বলে দেন তো খুব উপকার হয়।
একটু সময় দিন এই ব্যাপারে আমি সবে বর্ধমান থেকে আসছি ওখানে এই ধানের চাষ নিয়ে পরপর তিনটি মিটিং করলাম আবার এই সপ্তাহের কালনা যাচ্ছি। এই ধান চাষ নিয়েই মিটিং করবো ।অবশ্যই এই নিয়ে ভিডিও আনবো। একটু অপেক্ষা করুন। শুধু বলবো জৈব সার দিয়ে আপাতত রোয়া করুন সরিষার খোল বিঘাপ্রতি 40 কেজি দিয়ে রোয়া করুন।
25 দিন পরে NPK 10 26 26সার 15কেজি ব্যবহার করবেন। তিন দিন পর
মিরাকুলান প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে জিঙ্ক 12% EDTA দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
@@farmingadviseranathhalder7579 স্যার, এই সপ্তায় মানে কতো তারিখে কালনা তে কোন জায়গায় মিটিং করবেন..?
ওই মিটিংয়ে কি আপনার সাথে দেখা করা যাবে..? তাহলে আপনার সাথে একটু দেখা করতাম। আমাদের বাড়ি কালনার কাছেই।
আগাম লাউ চাষ করতে চাই তা কি সম্ভব ?
আমরা তো প্রচুর লাউ তুলছি এখনো বীজ বোনা যায়। আপনি লিবিক্স কোম্পানির গোলাক জাত চাষ করুন।
Sir bolchi doya kore ektu bolen er ager video teo answer dilenna bolchi boro mota jater beguner jat er name bolun ektu paschim medinipur theke bolchi 🙏🙏
VNR 218
অথবা ধামূয়ার বেগুন
অথবা VNR -- Rajoan জাত।
সের জামতলায় হায়দ্রৌপনিক পদ্ধতিতে চাস করতে চাই এককটু সাহায্য করবেন সের
এই ব্যাপারে আপনার ওখানকার স্থানীয় কৃষি বিভাগে যোগাযোগ করুন ওখান থেকে কিছু সাহায্য পাওয়া যাবে অথবা কৃষিবিজ্ঞান কেন্দ্র সোনারপুর আড়া পাঁচ দক্ষিণ ২৪ পরগনা ওখানে নারায়ণ চন্দ্র সাউ মহাশয়ের সঙ্গে যোগাযোগ করুন।
পান বোরোজ ভিডিও বানান প্লিজ স্যার
আচ্ছা চেষ্টা করবো।
বাঁধা কফিতে চেরের জন্য কি দেওয়া যাবে ?
চেরের জন্য বলতে কি বোঝাচ্ছেন ?
প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না।
চের বৃদ্ধির জন্য
পানকৌড়ি ও বক সব মাছ খেয়ে নিচ্ছে। করনিয় কি জানাবেন।
এখন বেশিরভাগ পুকুরের উপরে নেট দিয়ে গোটা পুকুরটা ঢেকে রাখা হয়েছে গ্রামের দিকে ঘুরুন দেখতে পাবেন।
Goutam
Sir apnar satha jogajok kebhaba korbo aktu darkar 6ilo apnar satha
আমি এখন বর্ধমানে আছি। আসলে কোথায় থাকি বলতে পারছি না ।
বাড়িতে তো নেই ।
এ জন্য বলি চাষে কি অসুবিধা বা সমস্যা হচ্ছে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে।
স্যার আপনার পরামর্শ মতো পাতি লেবুর মাদ্রাজি লেবু বসিয়েছি কিন্তু গরমে লেবুর দাম বেশি হয় কিন্তূ গরমে ফলন ভালো আনতে কি কি ব্যাবস্থা কি সার ওষুধ দিলে লেবু বেশি আসবে। আপনার পরামর্শ অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি স্যার
যদি গ্রামের দিকে বাড়ি হয় তাহলে পুকুরের পাঁক ১০ লিটার জলে এক কেজি মিশিয়ে শুধু ঘনঘন গাছের গোড়ায় ঐ পাঁক জল ঢালবে সাত দিন ছাড়া ছাড়া । আর কিছু করবে না।
@@farmingadviseranathhalder7579 গ্রামে তো বাড়ি নয়। শহরে থাকি তাই গরমে বেশি লেবু পাতে কি সার ওষুধ দেব
শশা গাছের ডগ থেকে নিচের দীকে এক হাতমত ঝলসে শুকিয়ে যাচ্ছে কি বিষ দিতে হবে জানান না হলে পুরোবাড়ি শেষ হয়ে যাবে,গাছের গোড়া ভালো
কনিকা পাউডার প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে NPK 0 0 50 দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
ধনিয়া বীজগোটা লাগাবো না ভেঙে
গোটা বীজ বুনবেন।
মাছের ঘা করতে সাফ কিউরিন লা জবাব,, ধানি থেকে বড় মাছ একরে ৬কেজি,,,
স্যার কেমোন অছেন
ভালো আছি ।
আপনারা ও সপরিবারে ভালো থাকুন, আর এগিয়ে চলুন এই কামনা করবো।
পুকুরে ঝাঁঝি শ্যাওলা প্রচুর হয়েছে। কেন হয়? কিভাবে মারবো?
Sosa gache valo fol hochhe naa 5katha jomite 25kg
NPK 0 52 34 প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন দু দিন ছাড়া ছাড়া তিন বার।
Pukura jal Sukia Jay taratari ki Karbon.
জল শুকনো হয়ে গেলে কিছু করার নেই।
যদি ফাল্গুন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত জল থাকে তাহলে ডিম পোনা ছাড়তে পারেন।
Hi
ঠিক আছে এবারে আপনি বিভিন্ন প্রশ্ন করে উত্তর জানবেন বা সমস্যার কথা বলবেন।