সপ্তাহে ১ দিন পুকুরে খাদ্য প্রয়োগ বন্ধ রাখার উপকারিতা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • সপ্তাহে ১ দিন পুকুরে খাদ্য প্রয়োগ বন্ধ রাখার উপকারিতা/ সপ্তাহে ১ দিন খাদ্য প্রয়োগ বন্ধ রাখবেন কেন?
    আমরা জানি মাছচাষে সর্বমোট যে ব্যয় তার প্রায় ৬০-৬৫% ব্যয় হয় মাছের খাদ্যের যোগান দিতে।
    বর্তমানে আধুনিক পদ্ধতিতে অধিক ঘনত্বে মাছচাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে খাদ্য পুকুরে প্রয়োগ করতে হয়।
    আর এই - প্রয়োগকৃত খাদ্যের ৭০ % এর মতো খাদ্য মাছ খেতে পারে বাকি ৩০% পানিতে উচ্ছিষ্ট ও মল-মূত্র হিসেবে চলে যায়।
    সুতরাং শুধুমাত্র পরিমাণ মতো খাদ্য প্রয়োগই নয় বরং এর সঠিক ব্যবস্থাপনার উপরেই আমাদের লভ্যাংশ অনেকটা নির্ভর করে।
    বাস্তব অভিঙ্গতায় দেখা গেছে-
    খাদ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে যদি আমরা সপ্তাহে ১ দিন খাদ্য প্রয়োগ বন্ধ রাখলে (নার্সারি পুকুর ব্যতীত যেসমস্ত পুকুরে দৈনিক প্রচুর পরিমাণে খাদ্য পড়ে) মাছের বৃদ্ধি বাধাগ্রস্থ হয় না বরং বেশ কিছু উপকার পাওয়া যায়।
    আজকের ভিডিওটিতে মূলত এই বিষয়টি নিয়েই আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন।
    মাছকে কোন ধরণের খাবার খাওয়াবেন? ভাসমান নাকি ডুবন্ত? #fishfeed #মাছেরখাবার #Floatingfeed #Sinkingfeed
    • মাছকে কোন ধরণের খাবার ...
    মাছ চাষে খাদ্য খরচ কমাতে ক্ষুদিপানা নির্ভর মাছচাষ করুন। Use duckweed to reduce feed cost #reducecost
    • মাছ চাষে খাদ্য খরচ কমা...
    চাষযোগ্য মাছের খাদ্যাভাস। Feeding Habit of Culturable Fish @fishfarmingtv2536
    • চাষযোগ্য মাছের খাদ্যাভ...

ความคิดเห็น • 2