দিন চলে যায় সন্ধ্যা বেলায় বসে একা উদাস হাওয়ায়, যতো ভাবি সুর বন পথ দূর সুবাসী বায়ে, মহুয়া-মুকুল। বেঁকে গেছে পথ গভীর বনে মাতাল করে বিহন জনে, ভেসে আসে গান সাঁঝুলি আলোয় মহুয়া-মেদুর, শিমুলিয়া সুর।
দিন চলে যায় সন্ধ্যা বেলায় বসে একা উদাস হাওয়ায় যতো ভাবি সুর বন পথ দূর সুবাসী বায়ে, মহুয়া মুকুল বেঁকে গেছে পথ গভীর বনে মাতাল করে বিহন জনে ভেসে আসে গান সাঁঝুলি আলোয় মহুয়া-মেদুর শিমুলিয়া সুর। কথাঃ গৌতম চট্টোপাধ্যায় ও রঞ্জন ঘোষাল ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
যতবার কেও গাইতে জন্মাবে, তততবার কেও শুন্তেও জন্মাবে ....
মেরুন সন্ধ্যালোক (মহীনের ঘোড়াগুলি, ১৯৭৭)
Maroon Twilight (Moheener Ghoraguli, 1977)
দিন চলে যায় সন্ধ্যা বেলায়
বসে একা উদাস হাওয়ায়
যতো ভাবি সুর বন পথ দূর
মাঝে আছে মহুয়া মুকুল
বেঁকে গেছে পথ গভীর বনে
মাতাল করে বিহন জনে
ভেসে আসে গান সাঁঝুলি আলোয়
মহুয়া-মেদুর শিমুলিয়া সুর।
জো জো দারু রে সিতা জুবা কা না সিতা জুবা কা না
সিতা হুঁ কাঁই কাঁই জুবা হুঁ জাঁই জাঁই
দুলাংগাতি জো জো জোমকে
আনতুরা মিনাল পিকোলি রে কাঁই না না
তুলি ছুপে হো ইতাম তুতে কা না ইতাম তুতে
দুলাংগাতি জো জো জোমকে
দুলাংগাতি জো জো জোমকে
দিন চলে যায় সন্ধ্যা বেলায়
বসে একা উদাস হাওয়ায়...
Yes, EP beriyechhilo 👍
অপূর্ব গানটা শুনলাম মনটা ভরে গেল
Darun Darun comrades.....excellent. Ebhabei anando dao r o. Apekha e achi for Mahalaya
O my God ❣️ what a vocal🥹
It's great voice
প্রিয় গান ❤
Rumki you are awesome
This is one of the best cover of the song "Maroon Sandhya lok" by Mohiner ghoraguli. Surprised to see just 150 odd views !
bcz we are not promoting it by money, if people constantly share this song and lessen it than might be the views goes higher :)
@@LanguageOfMusic you should credit the songwriter in the info section
খুব সুন্দর
Ki advut valo laga.... nostalgia... Saab aka kar ... Kono katha habea na.
Simply excellent
Only 19k?😐
it gives me goosebumps!
আহা❤️
Everyday I hear this song
I am in love with this song
❤❤❤❤❤❤❤❤
গানটার টাইটেল ঠিক করুন প্লিজ। অনেক সুন্দর হইছে মানছি। কিন্তু অরিজিনাল
গানটা তার সঠিক নাম এবং ক্রেডিট অন্তত ডিজার্ভ করে।😢
কেউ গিটার কর্ড টা বলবেন প্লিজ?
👏👏👏👏
Vai... Satyaki dadar. Khapa series er gaan pagol er songe jabi pagol hobi gaan ta deben vai...plz
Oi gaan ta to nei dada
@@LanguageOfMusic khapa series er akta gaan.....dada
lyrics plz💓💓
Aha
Lyric ta keu deben plz?
♥
Funny how Mohiner Ghoraghuli haven’t got the credit here for even once. Funny. Pretty funny
গোটা দুনিয়া টাই ফানি
@@LanguageOfMusic shame!
Eta keu bolte dar golay ba gautam dar konthe shunechhen ki? tarpor bodh haye etai BEST!
Din chole jay
kothgulo thik bujha jacchena :(
এই গানটির লিরিক্স যদি কারো জানা থাকে তাহলে একটু শেয়ার করবেন।
দিন চলে যায় সন্ধ্যা বেলায়
বসে একা উদাস হাওয়ায়,
যতো ভাবি সুর বন পথ দূর
সুবাসী বায়ে, মহুয়া-মুকুল।
বেঁকে গেছে পথ গভীর বনে
মাতাল করে বিহন জনে,
ভেসে আসে গান সাঁঝুলি আলোয়
মহুয়া-মেদুর, শিমুলিয়া সুর।
Maroon Sondhyalok nam ta thik korun
Mane?
Maybe they named the cover Din Chole Jay
গানটার আসল টাইটেল "মেরুন সন্ধ্যালোক"। উনি এটাই বুঝাতে চেয়েছেন আই গেস।
hya gan tar asol nam Maroon Sondhyalok! din chole jay na
আসল টাইটেলটাই অনেক সুন্দর!
দিন চলে যায় সন্ধ্যা বেলায়
বসে একা উদাস হাওয়ায়
যতো ভাবি সুর বন পথ দূর
সুবাসী বায়ে, মহুয়া মুকুল
বেঁকে গেছে পথ গভীর বনে
মাতাল করে বিহন জনে
ভেসে আসে গান সাঁঝুলি আলোয়
মহুয়া-মেদুর শিমুলিয়া সুর।
কথাঃ গৌতম চট্টোপাধ্যায় ও রঞ্জন ঘোষাল
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
Western mixing with Bengali don't mix at all.
কে বলেছে? রবীন্দ্রনাথ থেকে সলিল চৌধুরী সকলে এই কাজ করেছেন। অনেক legendary বাংলা গানের সুর western music inspired.
@@mainakdas4767 তো?