সব চেয়ে মজার কথা হলো - আপনি ই প্রথম ব্যক্তি যিনি ২ টো ভার্সন কেই মান্যতা দিলেন .. বাকি শ্রোতারা শুধু Comparison এ ব্যস্ত ছিলেন .. দুইটার মজা যে দুই রকম - কি করে বোঝাই !!??!!
দাদা অনেক অনেক ভালোবাসা নিবেন।আমার ছোট বেলায় অনেক ভালোলাগার সময়, খারাপ লাগার সময়, কষ্টের সময়, অনেক আবেগ অনুভূতির সাথে কতিপয় ব্যান্ড/গান রিলেট করতে পারে। তাদের মাঝে ক্যাকটাস অন্যতম। হাজার বচ্ছর বেচে থাকুক ক্যাকটাস, সিধু দা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️❤️🇧🇩🇧🇩
@@Sidhucactus ২০০২ সাল থেকে আপনাদের শুনছি। আগেও যেমন এখনো তেমন। আমার অনেক আবেগ ও অনুভূতির সাথে মিশে আছে ক্যাকটাসের এই গান টা। এমন অনেক দিন পার করেছি "আমি শুধু চেয়েছি তোমায়" গান টা শুনে। অবাক হবেন না নিশ্চয়, তখনকার দিনে ওয়াকম্যানে গান শুনতে হতো, বাইরে থাকলে। কলেজের টিফিনের টাকা বাচিয়ে ব্যাটারি কিনে শুনতাম """ আমি শুধু চেয়েছি তোয়ায়য়য়য়য়❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@@habibzakariaanup2443 brother আমি কলকাতা থেকে গল্পঃ টা আমারও কিছুটা এক সেই ছোট থেকে ক্যাকটাস এর সাথে পরিচয় এখনো মনে আছে ২০০৮ সালে যখন "তুচ্ছ" অ্যালবাম বেরোয় জন্মদিনের টাকা দিয়ে কিনেছিলাম অ্যালবাম টা সিডি প্লেয়ার এ যে কতো রিপিট করে শুনেছিলাম তার ঠিক নেই এই "ভালো থেকো" ছিলো লাস্ট ট্রাক সেই কতো স্মৃতি আমার কাছে এই নতুন ভার্সন তাও equally ভালো লেগেছে অবিরাম ভালোবাসা নিও সিধু দা
এ গানটা তুমিও Rishi n friends জুড়ে গেয়ে ফেলো। maybe after some time once this one gets all the million views ...Have been loving your productions ❤️❤️
'তুচ্ছ' অ্যালবাম এর অনবদ্য গান 'ভালো থেকো'। আমার খুবই কাছের একটা গান। ক্যাকটাস আমার কাছে চিরকাল-ই বাংলা রকের বাইবেল এর একটা বিরাট অংশের অংশীদার। ২০০৮ সালের এই গানটাকে ২০২২ সালে নতুন ভাবে ফিরে পেয়ে ভালো লাগল। অনেক দিন বাদে পটাদা ও সিধুদা কে একসাথে দেখে ভালো লাগল। পটাদা কে দেখে সেই 'বধু রে' সময়কার কথা মনে পড়ে গেলো। সিধুদাকে নিয়ে তো আমার কিছু বলার ই নেই, ওনার গলার মাধুর্য এই গানে খুব সুন্দর ভাবে প্রকাশ্য পেয়েছে। গিটার এর প্রেসেন্টেশন টা একদম নতুন ধরনের - খুব ear soothing, soft rock vibe দেয়। ড্রামস তো অসাধারণ বাজানো হয়েছে, বেসলাইন ও প্রশংসার যোগ্য। ক্যাকটাস কে ফিরে পেয়ে মনের শান্তি ফিরে এলো। সেই 'ব্লাহ ব্লাহ ব্লাহ' এর 'আগডূম বাগডুম ঘোড়াডুম সাজে, দেশাত্মবোধ মাইক এ বাজে' বা 'শান্ত বিকেলে মেঘ করে এলে ধুলো ঝড়' এর পর ক্যাকটাস এর আবির্ভাব বাংলা রক কে জাগ্রত করে তুলেছে। এই ভাবেই এগিয়ে নিয়ে যাও বাংলা রক আর মেটাল কে। Expecting more from you in the coming years. Three cheers for Cactus!!!!!
আগের গানটায় যে গলার টান টা ছিল তা পেলাম না।।। তবে ক্যাকটাস এই গানটা সারাজীবন একটা nostalgia হয়েই থেকে যাবে।।।। যতবারই গানটা শুনি চোখে মনে এক আলাদা অনুভুতি জাগে।।।। আর তার সাথে অসাধারণ একটা videography.....love you cactus.....♥️♥️🌷🌷😌😌
"Mid octave"(modhho saptak) note k "tan"(cholti vasa) er note bole na....sei vabe high note nei composition taye jeta pota da r kachhe esy......"tan" "high notes" mane ki setai hoyeto bojhen na
যে মূহুর্তে সব ছেড়ে দিতে ইচ্ছে করে এই গানগুলো বাঁচিয়ে দিয়ে যায়। স্কুল জীবনের শেষ থেকে রামমোহন কলেজের ফেস্ট পেরিয়ে আজ তিরিশের কোঠায় দাঁড়িয়ে আমি শুধু এই গানটার জন্যই আবার বেঁচে উঠি। Soft rock এর এত সুন্দর নমুনা শুনলেও মনটা ভালো থাকতে চায়। দাদারা আপনারা সবাই ভালো থাকুন, আর এরকম সুন্দর সুন্দর গান শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ
Moumita, Aapnaar Comment poRey Buuk knepey uuThlo .. Chokh_ey baashpo jomlo .. EkTa gaan jodi Kaaukey bnaachiye toley _ taa holey taar naam Gaan naa hoye onyo kichhu howaa uuchiit .. Kintu ki sei naam ??!! Aasoon sei naam khnuuji .. tato din khuub vaalo thaakoon ..
আজ থেকে ১০০ বছর পরে কখোনো যদি বাংলা গানে "ক্যাকটাস" এর অবদান নিয়ে আলোচনা হয়,তবে আরও অনেক গানের সাথে এই 'ভালো থেকো' গানটির কথাও অবশ্যই উঠে আসবে... সিধুদা,পটাদা,এই গানটি আমাদের উপহার দেওয়ার জন্যে,তোমাদের একরাশ ভালবাসা জানাই...❤️❤️
Sudhu da r pota da purono din mone korie dile. School er satheo ro amon kichu mone korie dile ja konodin vulbo na. Sei raater bela phone rakhar por ei gaan gulor mohima alada chilo. Aaj sob ache kintu sei muhurto ta ba manush ta r kache nei. But thanks to you all for recreating this song. Thanks a ton
রাতের ট্রেন, সাধারন headphones কানে, সাইকেল করে walkman শুনতে শুনতে কিংবা আমার FM জুড়ে মন জুড়ে কতো সব বাংলা গান...তারপরে bike এ কিংবা steering এ তাল দিতে কোনো দিতে long drive এ অনেকটা সময় পেরিয়ে গেছে... বাংলা ব্যান্ড এর একটা অমর যুগ ছিলো আর এই গানের হাত ধরে আবার ফিরে আসুক...
আমার most favourite ব্যান্ড "ক্যাকটাস"।।সিধু দা আর পটা দা কে একসাথে দেখে জাস্ট সেই আগের ক্যাকটাসের কথা মনে পড়ে গেলো।।মালদার গৌড় কলেজ এ পড়াকালীন তোমাদের কনসার্ট এর কথা মনে পড়ে যাচ্ছে।।very very nostalgia...
সিধু দা, আর পটা দার গলা শুনলে যে কোনো মুহূর্তে মনে হয় ফিরে গেছি সেই পুরোনো সময়গুলোতে,,,ক্যাকটাস ব্যান্ড মেম্বার তোমরাও সবাই ভালো থেকো আর এমন করেই ভালো রেখো❤️❤️
সেই স্কুল জীবনে ক্যাকটাস এর গানে মাথা ঝাঁকিয়েছিলাম "বধূ রে" "হলুদ পাখি" "ভালো থেকো" র বিটে। আজ বহু বছর পর আবার সেই Essence পেলাম আর আরো একবার মাথা ঝাকালাম। ধন্যবাদ Cactus এর পুরো টিম কে আরো একবার স্কুল জীবন কে খুঁজে দেওয়ার জন্য। "TEAM CACTUS আমরাও ভালো থাকবো, আর তোমরাও ভালো থেকো"।
Cactus is an Institution and its contribution to music over decades is unparalleled. Rajesh Sidhu Pota Sayak Subhayan Sanjay Baji Buti Pinki Indra … jekhanei acho Bhalo theko ❤️
কী যে সঙ্গ দেয় এই গানটি আমায়! আমার কান্না, আমার ছেড়ে আসা আর সবচেয়ে কাছের মানুষটির ধীরে ধীরে পালটে যাওয়ার দৃশ্য, এই গানটি আমায় শান্ত করে। আজও করলো। -"ভালো থেকো"।
ছেলেবেলায় গানটা শুনেছিলাম কিন্তু গানটির মাহত্ম বুঝতে পারিনি। আজ যখন সব হারিয়ে ভেঙে পড়ছি, তখনই এই গানটি ভালো থাকার রাস্তা বলে দিল। কেউ কাউকে ভালো রাখতে পারে না। ভালো থাকার রাস্তা নিজেকেই খুজে নিতে হয়। সবাই খুব ভালো থেকো। ক্যাকটাস সবসময় প্রিয়।
Jokhun sobai mile taal e taal miliye sei gol jaigai tar pashe eksathe dariye gaan ta enjoy korche aar gurudev ra perform korchen, ei live music ta kono tulona hoi na. Onek bochor por ekta sundor re-creation.
jibone first live concert dekhte gechhilam ma er haat dhore tokhon amar boyos 9 ki 10 show ta cactus r chhilo,,,sei je holud pakhi r bodhu re sunechhilam ssei resh ekhono kateni,,nat kondin katbe...r ai bisesh ganta jotobbar suni totobar preme pore jai cactus er.........thank you cactus for giving a outstanding dimension to bangla rock.
Sidhu Da , ei gaan ta everyday flight er age chaliye suni . During early morning cab rides . Osombhob rokom soothing ei version ta . How life changes . Ager ta school bus e shuntam ! Ekhon Chakri jibon er Ride song . Prottek ta gan er remake koro please . Goosebumps hoy sunte sunte . Sob purono live show , walkman e lagiye Shona , school e lukiye lukiye gan gulo Shona ar hat e guitar niye gan ta korar chesta . Bhalo theko .
বেশ কয়েক দিন বাইরে কাজ ছিল, আমার সকাল এর জার্নি টা শুরু হত এই গান দিয়েই। এখনো যখন লিখছি হেডফোনে গানটাই বেজে চলেছে। এখনো cactus মানে আমার কৈশোর, আমার ফেলে আশা দিন আর আমাদের বাংলা ব্যান্ড অনুভব। Love you cactus. Love you Sidhu Da and Pota Da ভালো থেকো
কলেজে যেদিন প্রথম পটা দা এসেছিল সাথে তুমিও,,জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণ হয়েছিল..ফ্রন্টে দাঁড়িয়ে গলা টা চিড়ে গেছিল তবু গান থামে নি গলা মেলাতে..ভালো থেকো তোমরাও,,খালি একটাই দুর্ভাগ্য আমাদের পরের জেনারেশন এই ব্যান্ড,,এই নস্টালজিয়া কোনোদিনও পাবে না,,এ যে কি পরম পাওয়া সেটা তোমরাও আশা করি ভালো বুঝবে..সবশেষে ভালো থেকো তোমরাও..💐💐
Onek din por Pota da r Sidhu da k dekhe maan vore jache... College jibon a fire jachi....Tomra eksathe valo theko.....Amra o valo thakbo....We all are with you both.....
জীবনে এমনও মুহূর্ত আসে, যখন মানুষ একসাথে কাঁদে এবং হেসে ওঠে। তোমাদের এই পুনরায় আবির্ভাব হওয়া যেন সেইরকম এক অনুভূতির যোগান। গভীর ভালোবাসা তোমাদের সব্বাইকে।
Fatafati...... Gaan ta toh obviously khuub pochonder taar sathey video shoot ta shotti eii combination ta daarun daarun laaglo... Besh mon e daag ketey jawar moton..... Daarun location..... Erom aaro video chaai... Especially eii location ta dekhey arekta gaan mon e porey gelo "Shudhu Tumi Elena"....
Asadharon ei gan ta sonar jonno anekhdin dhore wite korechilam pota dar golay bhalo theko gal uff amazing with sidhu da puro jomea khir love you all cactus band member with sidhu da & pota da...tomra sobai bhalo theko.next wite for the tuccho.
গানের লিরিক্স এতটাই poetic যে কিছু বলা সম্ভব হয়না, cinematography ও অসাধারন। তবে তুচ্ছ অ্যালবাম এ গান টা যে আবেগ দিয়ে গাওয়া হয়েছিলো, সেটা মিসিং লাগলো।
Awesome..waited for this reunion of cactus for over a decade. Now i am sure u will again recreate history. Thanks for making our ju days ever memorable in 2003-2007. Best wishes
This is best version..ei cactus ke ami chini...prai 100 bar sunlam gaanta..ki bhalobasha diye gaan ta perform kora hoyeche...Pota ..Banta da..bhalobasha niyo #bhalo theko..amar sob tuku diye #bhalo theko..
Resident of North Bengal, Nostalgic "Cactus" , majh raat ar odvut shei onubhuti! Abar Pahar!❤ Perfect combination. Ekhono mone ache AC college jalpaigurite te Cactus ke dekhte jawa chotobelaye, Sidhu Da r Pota Da! 2018 Pota da r sathe shate prothom dekha, pashe boshey tar gan Shona..But this pair is like wine! Ageing fine! Eksargei sob somoye dekhte chai Pota Da and Sudhu Da! Ei puro Cactus tomader chara oshompurno!!! Next release er opekhaye , totodin 'Bhalo theko' ❤
এই গান টা প্রথম শুনি f.m ( রেডিও) তে।। তখন স্কুল জীবনের শেষের দিক।।তারপর কলেজের গণ্ডি পেরিয়ে আজ সারাদিন চাকরি করে এসে রাতে যখন এই গান টা শুনি তখনও মনে হয় গান টার lyrics যেনো আজও মেলে জীবনের সাথেই।❤️ ভালো থেকো।।
I would like to request Sidhu da and the team to work more to revive the old songs with fantastic video-graphies like this....As an ardent follower of Cactuss, at least I can make such a small demand! 🙂
Sidhu da... Your voice sounds so so good in this one. Good to see you guys together again. Remembering your 1994 show in our college..St Xavier's .. tokhon class XI..ekhon konya class XI.. ..Cactus 🌵 aajo shobuj..shesh din obdhi saathe thakbo..kaata shomet. ❤️
One of my favorite from Cactus. I've listened two of the versions. Both versions are good with their times. I've listened this version on the release date. Till now I'm listening it. Love for the band, especially Pata & Sidhu da. From 🇧🇩
getting goosebumps while listening to it... d whole presentation oozes out of those good old days where our childhood memories still get a chance to relive... 🤘🤘🤘🔥
I always thought that this song was much louder than it needed to be .. Recreation was heavily needed.. shifting it on the classical side will give this song a more lastiing impression..on loop and i feel so dreamy.. Heavenly!
What a treat for a cactus fan🎉.... Love to see sidhuda and potada together along with the whole band. This song is so immortal that despite being so old, it is still giving vibes in 2023!!!🖤🖤.. need such recreation for bodhure, mon and sudhu Tumi ele na.
Would love to see all of the members since inception of Cactus band in one frame... Wish to see all new members jamming with all old members.. We have spent our school to college life singing all of these songs.. Thanks for the emotional saga once again..much love Bhalo theko 🌵
খুব প্রিয় একটা গান.... নতুন ভাবে নতুন রুপে গানটা শুনে খুব ভালো লাগলো....... ক্যাকটাস আমার সবসময়ের প্রিয় একটা ব্যান্ড....আর "ভালো থেকো" ক্যাকটাসের Top পাঁচটা গানের মধ্যে একটা
Videography is brilliant, bt m missing the original version sung by Sayak. One of the best song of cactus, good recreation too. But Sayak nailed the song better.
Pahar amar vison priyo ..Besh koyekta protibondhokatar jonno ami 3,4 years pahar e jete parchi na ... Paharer manush , bristi , prokiti ,akabaka rasta sob e vison priyo ... Ei video ta dekhe abar onek kichu mone pore galo ..Priyo ekta song ..Guitar e bajai ..Darun hoyeche team cactus ..💐😊☺️
Sorry to say i miss the magic of the old one.. pota is good vocal but far far away from Shayak in this segment.. cactus has recreated bhalo theko but forgot to create the inner trance of bhalo theko.. the magic is missing.. it seems that they are in hurry ..
the old one was far better. this version lacks proper mixing. the back vocals are too loud. the arrangement is somewhat monotonous. there will be no substitute of the old one. Some songs are made for certain people like Shayak
ekdom amiyo sohomot. That emotion is missing which sayak bannerjee created and that song is still etched in my heart crystal clear. Those vocals were something else.
Pota da bhalo vocal..but no comparison with shayak.. sei trance tai toiri hoy ni..jeno khub taratari chilo.. pota dar jonne baul or loko giti thik ache..
অসম্ভব সুন্দর একটা গান। দুটো ভার্সন ই যোশ।
ভালোথেকো ভালোবাসার ক্যাকটাস।
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
হাবিব, অনেক ভালোবাসা ..
সব চেয়ে মজার কথা হলো -
আপনি ই প্রথম ব্যক্তি যিনি
২ টো ভার্সন কেই মান্যতা দিলেন ..
বাকি শ্রোতারা শুধু Comparison এ
ব্যস্ত ছিলেন ..
দুইটার মজা যে দুই রকম -
কি করে বোঝাই !!??!!
দাদা অনেক অনেক ভালোবাসা নিবেন।আমার ছোট বেলায় অনেক ভালোলাগার সময়, খারাপ লাগার সময়, কষ্টের সময়, অনেক আবেগ অনুভূতির সাথে কতিপয় ব্যান্ড/গান রিলেট করতে পারে। তাদের মাঝে ক্যাকটাস অন্যতম।
হাজার বচ্ছর বেচে থাকুক ক্যাকটাস,
সিধু দা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
❤️❤️❤️🇧🇩🇧🇩
@@Sidhucactus ২০০২ সাল থেকে আপনাদের শুনছি। আগেও যেমন এখনো তেমন। আমার অনেক আবেগ ও অনুভূতির সাথে মিশে আছে ক্যাকটাসের এই গান টা।
এমন অনেক দিন পার করেছি "আমি শুধু চেয়েছি তোমায়" গান টা শুনে।
অবাক হবেন না নিশ্চয়, তখনকার দিনে ওয়াকম্যানে গান শুনতে হতো, বাইরে থাকলে। কলেজের টিফিনের টাকা বাচিয়ে ব্যাটারি কিনে শুনতাম """ আমি শুধু চেয়েছি তোয়ায়য়য়য়য়❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@@habibzakariaanup2443 brother আমি কলকাতা থেকে
গল্পঃ টা আমারও কিছুটা এক
সেই ছোট থেকে ক্যাকটাস এর সাথে পরিচয়
এখনো মনে আছে ২০০৮ সালে যখন "তুচ্ছ"
অ্যালবাম বেরোয় জন্মদিনের টাকা দিয়ে কিনেছিলাম অ্যালবাম টা
সিডি প্লেয়ার এ যে কতো রিপিট করে শুনেছিলাম তার ঠিক নেই
এই "ভালো থেকো" ছিলো লাস্ট ট্রাক সেই কতো স্মৃতি
আমার কাছে এই নতুন ভার্সন তাও equally ভালো লেগেছে
অবিরাম ভালোবাসা নিও সিধু দা
Smriti ke songe rekhe comment ta chere gelam. Keu jodi like kore tahole jotobar notification pabo totobar ei ganta sunbo. ✌️
❤❤
Hmmm pata or and sidhu
One of my favourite from cactus. Abar shune ar dekhe mon juriye galo. dadara "Bhalo theko". ❤️❤️
Lots of LOVE
এ গানটা তুমিও Rishi n friends জুড়ে গেয়ে ফেলো। maybe after some time once this one gets all the million views ...Have been loving your productions ❤️❤️
Tumio gao na Rishi da
Bhalo theko agami dingulo ❤️
U are my favourite ❤️
Darun Sidhu da ,Pota da , Cactus ❤️
'তুচ্ছ' অ্যালবাম এর অনবদ্য গান 'ভালো থেকো'। আমার খুবই কাছের একটা গান। ক্যাকটাস আমার কাছে চিরকাল-ই বাংলা রকের বাইবেল এর একটা বিরাট অংশের অংশীদার। ২০০৮ সালের এই গানটাকে ২০২২ সালে নতুন ভাবে ফিরে পেয়ে ভালো লাগল। অনেক দিন বাদে পটাদা ও সিধুদা কে একসাথে দেখে ভালো লাগল। পটাদা কে দেখে সেই 'বধু রে' সময়কার কথা মনে পড়ে গেলো। সিধুদাকে নিয়ে তো আমার কিছু বলার ই নেই, ওনার গলার মাধুর্য এই গানে খুব সুন্দর ভাবে প্রকাশ্য পেয়েছে। গিটার এর প্রেসেন্টেশন টা একদম নতুন ধরনের - খুব ear soothing, soft rock vibe দেয়। ড্রামস তো অসাধারণ বাজানো হয়েছে, বেসলাইন ও প্রশংসার যোগ্য।
ক্যাকটাস কে ফিরে পেয়ে মনের শান্তি ফিরে এলো। সেই 'ব্লাহ ব্লাহ ব্লাহ' এর 'আগডূম বাগডুম ঘোড়াডুম সাজে, দেশাত্মবোধ মাইক এ বাজে' বা 'শান্ত বিকেলে মেঘ করে এলে ধুলো ঝড়' এর পর ক্যাকটাস এর আবির্ভাব বাংলা রক কে জাগ্রত করে তুলেছে।
এই ভাবেই এগিয়ে নিয়ে যাও বাংলা রক আর মেটাল কে। Expecting more from you in the coming years.
Three cheers for Cactus!!!!!
আগের গানটায় যে গলার টান টা ছিল তা পেলাম না।।। তবে ক্যাকটাস এই গানটা সারাজীবন একটা nostalgia হয়েই থেকে যাবে।।।। যতবারই গানটা শুনি চোখে মনে এক আলাদা অনুভুতি জাগে।।।। আর তার সাথে অসাধারণ একটা videography.....love you cactus.....♥️♥️🌷🌷😌😌
ota sayok geyechilo...he has his own charm
Jjk?
It's true...
Apni sunte vul korechen hoyto
Rekbar bhalo kore sunun😬
"Mid octave"(modhho saptak) note k "tan"(cholti vasa) er note bole na....sei vabe high note nei composition taye jeta pota da r kachhe esy......"tan" "high notes" mane ki setai hoyeto bojhen na
ক্যাকটাস ছিলো,আছে আর থাকবেও।সাবাস গুরুদেব সিধু দা আর পটা দা।সেই কলেজ এর স্মৃতি টাকে টাটকা করে দেওয়ার জন্য।জয় গুরু এনজয় গুরু।💓💓💓💓
"ভেঙে যাওয়া শপথ ভালো থেকো"
যে মূহুর্তে সব ছেড়ে দিতে ইচ্ছে করে এই গানগুলো বাঁচিয়ে দিয়ে যায়। স্কুল জীবনের শেষ থেকে রামমোহন কলেজের ফেস্ট পেরিয়ে আজ তিরিশের কোঠায় দাঁড়িয়ে আমি শুধু এই গানটার জন্যই আবার বেঁচে উঠি।
Soft rock এর এত সুন্দর নমুনা শুনলেও মনটা ভালো থাকতে চায়।
দাদারা আপনারা সবাই ভালো থাকুন, আর এরকম সুন্দর সুন্দর গান শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ
Moumita,
Aapnaar Comment poRey
Buuk knepey uuThlo ..
Chokh_ey baashpo jomlo ..
EkTa gaan jodi
Kaaukey bnaachiye toley _
taa holey taar naam
Gaan
naa hoye onyo kichhu howaa uuchiit ..
Kintu ki sei naam ??!!
Aasoon sei naam khnuuji ..
tato din khuub vaalo thaakoon ..
আজ থেকে ১০০ বছর পরে কখোনো যদি বাংলা গানে "ক্যাকটাস" এর অবদান নিয়ে আলোচনা হয়,তবে আরও অনেক গানের সাথে এই 'ভালো থেকো' গানটির কথাও অবশ্যই উঠে আসবে...
সিধুদা,পটাদা,এই গানটি আমাদের উপহার দেওয়ার জন্যে,তোমাদের একরাশ ভালবাসা জানাই...❤️❤️
Lots of Love ..
Sudhu da r pota da purono din mone korie dile. School er satheo ro amon kichu mone korie dile ja konodin vulbo na. Sei raater bela phone rakhar por ei gaan gulor mohima alada chilo. Aaj sob ache kintu sei muhurto ta ba manush ta r kache nei. But thanks to you all for recreating this song. Thanks a ton
Cactus ekta generation er golpo. Prochur bhalobasa for Cactus ❤️
Love for U too !!
ছোট বেলার স্কুলের টিফিনের পয়সা জমিয়ে ,হলুদ পাখির ক্যাসেট কিনে চুপিচুপি শুনে প্রথম প্রেম পত্র লিখে দেওয়া সেই ব্যান্ড টা cactus.ভালো থেকো তোমরাও
দুটোলাইন তোমাদের জন্য ,,’গান গাঁও ফুসফুস ছেরে গলা পাখি ,তোমরাও তো তাও এই অসুস্থ সময়ে আমরাও ভালো থাকি’
অনেক দিন পর আবার একবার cactus...এর ভালো থেকো শুনলাম।ভালো থেকো সিধু দা, পটা দা, and all band members❤️❤️🤗🤗
Baro Deri aschhe....🌾🌾🪴🌺🌺
রাতের ট্রেন, সাধারন headphones কানে, সাইকেল করে walkman শুনতে শুনতে কিংবা আমার FM জুড়ে মন জুড়ে কতো সব বাংলা গান...তারপরে bike এ কিংবা steering এ তাল দিতে কোনো দিতে long drive এ অনেকটা সময় পেরিয়ে গেছে...
বাংলা ব্যান্ড এর একটা অমর যুগ ছিলো আর এই গানের হাত ধরে আবার ফিরে আসুক...
n miles to go ....
উচ্চমাধ্যমিকের পরে যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছি, বাটন ফোনের প্লেলিস্টে ক্যাকটাসও বাজত হতাশার অনেকটা সময় বাসে, ট্রেনে কানে বেজেছে এখনো চলছে। ভালবাসা নিবেন ক্যাকটাস পরিবার।
আমার most favourite ব্যান্ড "ক্যাকটাস"।।সিধু দা আর পটা দা কে একসাথে দেখে জাস্ট সেই আগের ক্যাকটাসের কথা মনে পড়ে গেলো।।মালদার গৌড় কলেজ এ পড়াকালীন তোমাদের কনসার্ট এর কথা মনে পড়ে যাচ্ছে।।very very nostalgia...
সিধু দা, আর পটা দার গলা শুনলে যে কোনো মুহূর্তে মনে হয় ফিরে গেছি সেই পুরোনো সময়গুলোতে,,,ক্যাকটাস ব্যান্ড মেম্বার তোমরাও সবাই ভালো থেকো আর এমন করেই ভালো রেখো❤️❤️
সেই স্কুল জীবনে ক্যাকটাস এর গানে মাথা ঝাঁকিয়েছিলাম "বধূ রে" "হলুদ পাখি" "ভালো থেকো" র বিটে।
আজ বহু বছর পর আবার সেই Essence পেলাম আর আরো একবার মাথা ঝাকালাম। ধন্যবাদ Cactus এর পুরো টিম কে আরো একবার স্কুল জীবন কে খুঁজে দেওয়ার জন্য।
"TEAM CACTUS আমরাও ভালো থাকবো, আর তোমরাও ভালো থেকো"।
Lots of LOVE !!
Cactus is an Institution and its contribution to music over decades is unparalleled.
Rajesh Sidhu Pota Sayak Subhayan Sanjay Baji Buti Pinki Indra … jekhanei acho Bhalo theko ❤️
Notun raao aachhey ...
dekhtey peley nishchoi ...
Samrat - Sayantan - Boidurjyo - Prosanto - Arnab ....
কী যে সঙ্গ দেয় এই গানটি আমায়! আমার কান্না, আমার ছেড়ে আসা আর সবচেয়ে কাছের মানুষটির ধীরে ধীরে পালটে যাওয়ার দৃশ্য, এই গানটি আমায় শান্ত করে। আজও করলো। -"ভালো থেকো"।
ছেলেবেলায় গানটা শুনেছিলাম কিন্তু গানটির মাহত্ম বুঝতে পারিনি। আজ যখন সব হারিয়ে ভেঙে পড়ছি, তখনই এই গানটি ভালো থাকার রাস্তা বলে দিল।
কেউ কাউকে ভালো রাখতে পারে না।
ভালো থাকার রাস্তা নিজেকেই খুজে নিতে হয়।
সবাই খুব ভালো থেকো।
ক্যাকটাস সবসময় প্রিয়।
"shob haariye venge porchhi .."
Kathaa Ta vaalo laaglo naa ..
Kichhu haaraaley
Notun kichhu paaowaa jaay -
Ebong taa aager baar_er cheye_o vaalo hotey paarey (Baba Ma chhaaraa) ..
Vaalo theko ...
Goosebumps!!! Pota da never leave the band, your voice is the most soothing voice ever! Fan from Bangladesh \m/
Jokhun sobai mile taal e taal miliye sei gol jaigai tar pashe eksathe dariye gaan ta enjoy korche aar gurudev ra perform korchen, ei live music ta kono tulona hoi na. Onek bochor por ekta sundor re-creation.
Thank U Aritra ..
ভালো থেকো ..
This song has nothing left to prove. Just that the two of you are together again, is our biggest gift
jibone first live concert dekhte gechhilam ma er haat dhore tokhon amar boyos 9 ki 10 show ta cactus r chhilo,,,sei je holud pakhi r bodhu re sunechhilam ssei resh ekhono kateni,,nat kondin katbe...r ai bisesh ganta jotobbar suni totobar preme pore jai cactus er.........thank you cactus for giving a outstanding dimension to bangla rock.
Anirban, lots of LOVE fr U ...
Sidhu Da , ei gaan ta everyday flight er age chaliye suni . During early morning cab rides . Osombhob rokom soothing ei version ta . How life changes . Ager ta school bus e shuntam ! Ekhon Chakri jibon er Ride song . Prottek ta gan er remake koro please . Goosebumps hoy sunte sunte . Sob purono live show , walkman e lagiye Shona , school e lukiye lukiye gan gulo Shona ar hat e guitar niye gan ta korar chesta . Bhalo theko .
Lots of Love fr U Diptanjon ...
Khuuub vaalo theko ..
@@Sidhucactus sidhu da love your voice
❤️🙏
Serar sera❤️
Love U Somnath !!
পটা দা অনবদ্য গায়, কিন্তু এই গানে সায়ক দা র গলা ছাড়া অন্য কিছু ভাবা যায় না! ❤️
বেশ কয়েক দিন বাইরে কাজ ছিল, আমার সকাল এর জার্নি টা শুরু হত এই গান দিয়েই। এখনো যখন লিখছি হেডফোনে গানটাই বেজে চলেছে। এখনো cactus
মানে আমার কৈশোর, আমার ফেলে আশা দিন আর আমাদের বাংলা ব্যান্ড অনুভব।
Love you cactus.
Love you Sidhu Da and Pota Da
ভালো থেকো
Aminur ... Ki auundor likhechho ..
Thank U ... Love U ....
Thank you Sidhu da
দারুন ,,,,তোমরাও ভালো থেকো ,র এভাবেই ভালো রেখো আমাদের ❤️
Khubi sundor, notun young blood niye cactus k dekhe ar suney bhalo lagche. Video tio khub bhalo laglo.
কলেজে যেদিন প্রথম পটা দা এসেছিল সাথে তুমিও,,জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণ হয়েছিল..ফ্রন্টে দাঁড়িয়ে গলা টা চিড়ে গেছিল তবু গান থামে নি গলা মেলাতে..ভালো থেকো তোমরাও,,খালি একটাই দুর্ভাগ্য আমাদের পরের জেনারেশন এই ব্যান্ড,,এই নস্টালজিয়া কোনোদিনও পাবে না,,এ যে কি পরম পাওয়া সেটা তোমরাও আশা করি ভালো বুঝবে..সবশেষে ভালো থেকো তোমরাও..💐💐
Lots of LOVE 😊
Onek din por Pota da r Sidhu da k dekhe maan vore jache... College jibon a fire jachi....Tomra eksathe valo theko.....Amra o valo thakbo....We all are with you both.....
দুইটা ভার্সন ই খুব ভালো লেগেছে❤️❤️❤️ frm Bangladesh
Thank U Partha ..
Love for Bangladesh 💚💚💚
জীবনে এমনও মুহূর্ত আসে, যখন মানুষ একসাথে কাঁদে এবং হেসে ওঠে। তোমাদের এই পুনরায় আবির্ভাব হওয়া যেন সেইরকম এক অনুভূতির যোগান।
গভীর ভালোবাসা তোমাদের সব্বাইকে।
Babuli ... Tomaakeo oneek vaalobaasaa ...
Just ashadhoron gaan r video
Thank U so much !!
Fatafati...... Gaan ta toh obviously khuub pochonder taar sathey video shoot ta shotti eii combination ta daarun daarun laaglo... Besh mon e daag ketey jawar moton..... Daarun location..... Erom aaro video chaai... Especially eii location ta dekhey arekta gaan mon e porey gelo "Shudhu Tumi Elena"....
Thank you so much Arnab! ! means a lot. 💙💙🤘
nothing to say about the song , its already a time tested wine , but just seeing you two together is a nostalgia for us. thanks a lot
Subhajit, Vaalo theko !!
Shomoi er sathe sathe tal miliye ei gaan take notun rup e upohar debar jonne dhonnobad. Notun kore nostalgia te dube gelam abar.🤟
Just darun lovely song & location👌👌👌👍👍👍👍👍
Thanx Rish ...
Cactus Tumi valo theke,Sidhu dada ei sobuj dhorittrite sobuj hoyei beche theko,Pota dada tumi shaada kalo hoye otit bortomane valo theko...❤❤❤❤
Thank U Maruf ..
Tomaar jonyo onek vaalobaasa roilo ..
অসম্ভব ভাল লাগার একটি গান।
বাংলাদেশ থেকে ❤❤❤
আপনাকে ও বাংলাদেশ কে
অনেক ভালোবাসা ও আদর ...
সিধু দা ,পটা দা একসাথে আবার এটা স্বপ্ন নাকি সত্যি ....#joy rock ❣️❣️❣️
A magic always lies in Pots's voice.
shei purono din e niye gele! Thank you Cactus!
Sidhu Da + Pota Da = Perfect
Jeno fire paoya gelo dingulo....asadharon bolleo anek kom kichu bola habe...just fatafati. ...love you All..
আহ্ কি দরদ দিয়ে গান টা গেয়েছেন দাদা ভালোবাসা নিবেন এক আকাশ❤️ আর তুমি ও ভালো থেকো❤️
Abad .. aapnio vaalo thaaken ...
Thank you soo much for this re-created version ❤️ Chotobelay firey gelam ❤️
Thank U Kuldeep 😊
Asadharon ei gan ta sonar jonno anekhdin dhore wite korechilam pota dar golay bhalo theko gal uff amazing with sidhu da puro jomea khir love you all cactus band member with sidhu da & pota da...tomra sobai bhalo theko.next wite for the tuccho.
Just awesome song & everything 👍👍👍👍
Thanx Keya ..
গানের লিরিক্স এতটাই poetic যে কিছু বলা সম্ভব হয়না, cinematography ও অসাধারন। তবে তুচ্ছ অ্যালবাম এ গান টা যে আবেগ দিয়ে গাওয়া হয়েছিলো, সেটা মিসিং লাগলো।
All credit Goes to sidhu da
Such a beautiful lyricist he is
Awesome..waited for this reunion of cactus for over a decade. Now i am sure u will again recreate history.
Thanks for making our ju days ever memorable in 2003-2007.
Best wishes
Lots of Love fr U Sourav ...
This is best version..ei cactus ke ami chini...prai 100 bar sunlam gaanta..ki bhalobasha diye gaan ta perform kora hoyeche...Pota ..Banta da..bhalobasha niyo #bhalo theko..amar sob tuku diye #bhalo theko..
Thank U Tanmoy ..
Lots of LOVE ...
Hands down to the videography ❤️ Has to be one of the best in last few years 🌻 A viral worthy music video
Credit goes to th Young Talent Abhipreto !!!
One of my favourite compositions. তুচ্ছ album টা যে গানের জন্য কিনেছিলাম সেই ছোটোবেলায় 😊
সায়ক দার গানটায় অন্য জাদু ছিল যেটা ফিরে পেলাম না। ভালো থেকো ক্যাকটাস।
Resident of North Bengal, Nostalgic "Cactus" , majh raat ar odvut shei onubhuti! Abar Pahar!❤ Perfect combination. Ekhono mone ache AC college jalpaigurite te Cactus ke dekhte jawa chotobelaye, Sidhu Da r Pota Da! 2018 Pota da r sathe shate prothom dekha, pashe boshey tar gan Shona..But this pair is like wine! Ageing fine! Eksargei sob somoye dekhte chai Pota Da and Sudhu Da! Ei puro Cactus tomader chara oshompurno!!! Next release er opekhaye , totodin 'Bhalo theko' ❤
I am having the same feeling which I had thirty years back.... listening to this song. Great creation . Expecting more songs like this .👌👌👏👏
How can it b 30yrs back ??
Th song ws composed around 2005/6 n got released in 2008 !!
এই গান টা প্রথম শুনি f.m ( রেডিও) তে।। তখন স্কুল জীবনের শেষের দিক।।তারপর কলেজের গণ্ডি পেরিয়ে আজ সারাদিন চাকরি করে এসে রাতে যখন এই গান টা শুনি তখনও মনে হয় গান টার lyrics যেনো আজও মেলে জীবনের সাথেই।❤️
ভালো থেকো।।
I would like to request Sidhu da and the team to work more to revive the old songs with fantastic video-graphies like this....As an ardent follower of Cactuss, at least I can make such a small demand! 🙂
countless time shune jai roj. Happy birthday Cactus tomrao bhalo theko
Welcome back cactus.. Childhood nostalgia should be continued in adulthood.. ❤️❤️❤️
Give us such Kinetic Energy !!!
@@Sidhucactus always ❤❤❤
Sei purono abeg , sei purono valo thakar ichhe ta firey pelam , bhalo theko sobai tomra , Valobasha nio sobai
Sobaike pronam ❤️🙏
Just loved it.. it felt like you took us back to Nil Nirjane days.. thanks for sharing this with us Cactus.. this is what we need - again and again..
Abar onek bochor por tomader aksthe dekhlam... Sei chotobela theke tomader gaan sune boro hoyechi... Valo theko cactuss!!!
Cactuss Magic is back. Fantastic rendition of the cult classic. ❤️ Bhalo theko
Thank U so much Bacchha ..
Getting comments frm U means a lot ..
Khub Sundar, Cactus - Band, Bhalo theko.
Debashis .... tumio vaalo theko ... Lots of LOVE ...
Sidhu da... Your voice sounds so so good in this one. Good to see you guys together again. Remembering your 1994 show in our college..St Xavier's .. tokhon class XI..ekhon konya class XI.. ..Cactus 🌵 aajo shobuj..shesh din obdhi saathe thakbo..kaata shomet. ❤️
Thank U so much Anindya !!
Fatafati,Sara mon joriye gelo 😌❤️ valobasha nio ❤️🌷
Rup, lots of love ...
Waiting for this much awaited video. I am privileged to be part in this video and be there with you guys. Love you Cactuss.
It ws our pleasure ..
LOVE !!
a ek onnorokom valolaga!!!!!!!!!! cactus love youuuuuu!!!!
Shongey theko 💚💚💚
One of the best band of india💌
Ohh Sanam ... Love U ...
One of my favorite from Cactus.
I've listened two of the versions. Both versions are good with their times. I've listened this version on the release date. Till now I'm listening it. Love for the band, especially Pata & Sidhu da.
From 🇧🇩
Thank U Rahman 💚
getting goosebumps while listening to it... d whole presentation oozes out of those good old days where our childhood memories still get a chance to relive... 🤘🤘🤘🔥
অসম্ভব ভালো থাকার ইচ্ছা জেগেছে মনে, গানটা শোনার পর। সকল পরিস্থিতিতে ভালো থাকার অভ্যাসটা অত্যন্ত জরুরী।
I always thought that this song was much louder than it needed to be ..
Recreation was heavily needed.. shifting it on the classical side will give this song a more lastiing impression..on loop and i feel so dreamy.. Heavenly!
This is one is more Cactus like..like the classical Rock we grew up listening to in Holud Pakhi..
Exactly
Ei version ta jeno alto kore hat bulea chole jai moner upor
Ekta alada feelings
Though original version tao fav amar
Agertao was fantastic though….
এগ্রি।
manusher bhalo laga ta somoyer sathe bodlay...tai notun version ta khub valo laglo...valo theko CACTUS
What a treat for a cactus fan🎉.... Love to see sidhuda and potada together along with the whole band. This song is so immortal that despite being so old, it is still giving vibes in 2023!!!🖤🖤.. need such recreation for bodhure, mon and sudhu Tumi ele na.
Lots of LOVE
Pota abar cactus e..Khub anando hochhe & khub khub khusi.. Ar jeno keu cactus chere na jay dekho tomra.. Valo theko sobai..
Vaalo theko Saikat ..
Magical recreation with stunning videography 🙌
I like this version as well.
কি দারুণ!
ভালো থেকো সবাই 🌼
বাংলাদেশ থেকে ভালোবাসা সিধু দা, পটা দা ❤️
Ajay ... tumio khuub vaalo theko ...
Baahh ... daaroon ...
Bangladeshi bondhu der modhye
Ei gaan Ta pouchhey ditey saahaajyo koro ...
Kono Fb group suggest korbey ??
Monta juriye gyalo!!!! Onek nostalgia!!!!
Onek vaalobaasaa ...
Would love to see all of the members since inception of Cactus band in one frame...
Wish to see all new members jamming with all old members..
We have spent our school to college life singing all of these songs..
Thanks for the emotional saga once again..much love
Bhalo theko 🌵
Pota !!! You beauty 🤩 ..
My favourite band. Love you guys ❤️❤️❤️
❤️
খুব প্রিয় একটা গান.... নতুন ভাবে নতুন রুপে গানটা শুনে খুব ভালো লাগলো.......
ক্যাকটাস আমার সবসময়ের প্রিয় একটা ব্যান্ড....আর "ভালো থেকো" ক্যাকটাসের Top পাঁচটা গানের মধ্যে একটা
Lots of Love !!
One request to Sidhu da and Pota da, please make a reprise version of Mon (ami sudhu cheyechi tomay)
Shall try ...
Right now working on a new song .. august release ..
Cactus er kanta ta mon a aro govir gite galo!!!!
না যাওয়া যত পথ ভালো থেকো,
গভীর এই ক্ষত ভালো থেকো ।
ভেঙ্গে যাওয়া শপথ ভালো থেকো,
ব্যর্থ অভিমান ভালো থেকো ।
ঠিক ভুল ব্যবধান ভালো থেকো ,
নিয়মিত অভিধান ভালো থেকো ।
sotti e oshadharon
Videography is brilliant, bt m missing the original version sung by Sayak. One of the best song of cactus, good recreation too. But Sayak nailed the song better.
Pahar amar vison priyo ..Besh koyekta protibondhokatar jonno ami 3,4 years pahar e jete parchi na ... Paharer manush , bristi , prokiti ,akabaka rasta sob e vison priyo ... Ei video ta dekhe abar onek kichu mone pore galo ..Priyo ekta song ..Guitar e bajai ..Darun hoyeche team cactus ..💐😊☺️
Love U Arijit ..
Aamio veeeeshon paahaar premi !!
Sorry to say i miss the magic of the old one.. pota is good vocal but far far away from Shayak in this segment.. cactus has recreated bhalo theko but forgot to create the inner trance of bhalo theko.. the magic is missing.. it seems that they are in hurry ..
Ki j valo laglo purono gan k notun kore peye ❤❤ Thank You Tream cactus & lots of love 🌻❤
the old one was far better. this version lacks proper mixing. the back vocals are too loud. the arrangement is somewhat monotonous. there will be no substitute of the old one. Some songs are made for certain people like Shayak
Thank you for your valuable suggestions 😌🙏
ekdom amiyo sohomot. That emotion is missing which sayak bannerjee created and that song is still etched in my heart crystal clear. Those vocals were something else.
Pota da bhalo vocal..but no comparison with shayak.. sei trance tai toiri hoy ni..jeno khub taratari chilo.. pota dar jonne baul or loko giti thik ache..
Cactus is the first band which introduced me (and many like me) to Bangla Band Songs. It keeps reminding a generation of it's old gold days
Lots of Love ..
Hotath kore ojhor dharate bhese geche cactuss eeeee bhora marudyan bhalo theko ajibon thanks for this recreate love you guys
LOVE