ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খাওয়া কি হালাল হবে?-শায়খ আহমাদুল্লাহ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @numanahmed1219
    @numanahmed1219 3 ปีที่แล้ว +58

    আলহামদুলিল্লাহ,, শায়েখের জন্য নেক হায়াত কামনা করি

    • @odience7467
      @odience7467 ปีที่แล้ว

      জুতা মারি তোর মুখে ছাগলের বাচ্ছা, ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @alialbangali210
    @alialbangali210 4 ปีที่แล้ว +13

    খুব যুক্তিযুক্ত কথা বলেছেন।
    জাযাকুমুল্লাহু খাইরান

  • @msitv24official
    @msitv24official 4 ปีที่แล้ว +144

    আল্লাহ আমাদেরকে যেনো এই সুদ/হারাম খাওয়া থেকে বাচিয়ে রাখেন, এটাই আমাদের মনের চাওয়া।

    • @islamicdiscussiontv8112
      @islamicdiscussiontv8112 4 ปีที่แล้ว

      th-cam.com/video/9MJwu7cX-YM/w-d-xo.html

    • @jahidmia2968
      @jahidmia2968 4 ปีที่แล้ว +2

      তাহলে টাকা কোথায় রাখব বলেন, টাকা থাকলেও সমস্যা না থাকলে ও সমস্যা

    • @plorux6312
      @plorux6312 3 ปีที่แล้ว +3

      @@jahidmia2968 VAI taka bank ei rakhben but fixed deposit korben na.(Bank e current account e taka rakhar system e kono extra amount dey na). As a result, shud o neya holo na, kemon?

    • @jahidmia2968
      @jahidmia2968 3 ปีที่แล้ว

      @@plorux6312 ঠিক বলেছেন

    • @inrajitsen6579
      @inrajitsen6579 3 ปีที่แล้ว +1

      @@jahidmia2968 bari te sinduk baniye rakhan.

  • @RIYAD1242
    @RIYAD1242 4 ปีที่แล้ว +51

    মাশাল্লাহ আমার হজুর এর বয়ান অনেক ভালো লাগে।আল্লাহ হজুর কে আরো বেশি নেকহায়াত দান করুক

    • @hasibulhasan322
      @hasibulhasan322 3 ปีที่แล้ว +2

      আমিন

    • @odience7467
      @odience7467 ปีที่แล้ว

      পিছা মারি তোর মুখে ছাগলের বাচ্ছা, ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @Abdullahskbd
    @Abdullahskbd 3 ปีที่แล้ว +51

    আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন।

  • @mohammadrifatulislam5217
    @mohammadrifatulislam5217 6 ปีที่แล้ว +6

    জাযাকাল্লাহ। শায়খ বেশ সুন্দরভাবে যুক্তিসহকারে দেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকে টাকা রাখা এবং নির্দিষ্ট মেয়াদে টাকা রেখে লভ্যাংশ গ্রহণের বৈধতা গ্রহণযোগ্য উপায়ে তুলে ধরেছেন। মাশাআল্লাহ।

    • @mdarifuzzaman8073
      @mdarifuzzaman8073 6 ปีที่แล้ว +1

      Dajjal huzur mittah bolesen ebong lok der ke jahannam er dike tene nissen.

  • @Ahmed-if1mm
    @Ahmed-if1mm 5 ปีที่แล้ว +538

    সুদ তো সুদই। এটা হারাম তো হারামই।যেকোনো সন্দেহযুক্ত জিনিসই হারাম।আর সুদ তো সন্দেহ ছাড়াই হারাম।

    • @everythingaroundbd6063
      @everythingaroundbd6063 4 ปีที่แล้ว +10

      do you have any bank account, which bank is it plz?

    • @jahid_limon
      @jahid_limon 4 ปีที่แล้ว +93

      লাভ আর সুদ এক কথা না ভাই। মনে করেন, আমি আমার একটা বন্ধুকে ১০ লাখ টাকা দিয়ে বললাম এই টাকা দিয়ে তুমি ব্যবসা করে সেই ব্যবসা থেকে লাভ যা আসে তার একটা অংশ আমাকে প্রতি মাস অন্তর দিয়ে দিও। আমার কিন্তু কোন পরিশ্রম করতে হয় নি। শুধু ইনভেস্ট করেছি। শরীয়াহ ভিত্তিক ব্যাংকগুলো সেটাই করতেছে। আমার জমানো টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সেটার লাভের একটা অংশ আমাকে দিচ্ছে।

    • @jahid_limon
      @jahid_limon 4 ปีที่แล้ว +22

      @Md. Abu Naim Sardar বাকীগুলো সুদের হার ফিক্সড করে দেয়।

    • @asadchowdhury4833
      @asadchowdhury4833 4 ปีที่แล้ว +6

      @Md. Abu Naim Sardar Islami Bank er website e to dekhlam home loan interest sorbocco 15% tobe bektir upor nirvor kore 15% er kome je kono rate e hote pare

    • @asadchowdhury4833
      @asadchowdhury4833 4 ปีที่แล้ว +20

      @Md. Abu Naim Sardar আমিও ব্যাংকের কথা বলেছি।
      যতদিন এই অবৈধ সরকার ক্ষমতায় থাকবে ততদিন ইসলামি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পৃক্ত করে রাখবে বিধায় শরীয়া বোর্ডের আলোকে চালানো পুরোপুরি সম্ভব হবে না।আর অবৈধ সরকারের উদ্দেশ্যও এটা।

  • @zisanmahin3382
    @zisanmahin3382 3 ปีที่แล้ว +41

    সুদ খাওয়া হারাম। এই কথাটি সমাজে প্রচার করুন।🙂🥀

    • @md.sakhawathosen7255
      @md.sakhawathosen7255 2 ปีที่แล้ว

      ভাই Zisan Mahin প্রায় সব মুসলমান জানে সুদ হারাম । জানে কিন্তু মানে না এটাই বাস্তবতা।

  • @atifhasanshojib4013
    @atifhasanshojib4013 3 ปีที่แล้ว +22

    জি হুজুর এই প্রশ্ন আমার অনেক দিনের ছিলো,,, আমরা ইসলাম ব্যাংকে টাকা রেখেদিয়েছি,, এটার যে লাভ আসবে এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম,, আপনে মাসাআলা টা বলে দিলেন,,,জাজাকাল্লাহ

    • @mohzohir3611
      @mohzohir3611 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kTQifk2mp3U/w-d-xo.html

    • @hannanhannan3505
      @hannanhannan3505 ปีที่แล้ว +1

      হুজুর না জায়েজ কে জায়েজ করে দিয়েছে। আপনি এইটা গোগলে চার্চ করে জেনে নিতে পারেন।

  • @AlArabee
    @AlArabee 3 ปีที่แล้ว +61

    যাবতীয় প্রশংসা আল্লাহ তায়ালার, যিনি এই জগতের পালনকর্তা”🥰🥰

    • @odience7467
      @odience7467 ปีที่แล้ว

      পতিতালয়ে গিয়ে মাগি ছো...দার ধান্দায় বিবেক-বুদ্ধি লোপ পাইছে তোদের

  • @aliensamurai1010
    @aliensamurai1010 5 ปีที่แล้ว +27

    আলহামদুলিল্লাহ। শায়খকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, উনি অত্যন্ত মডারেট মানুষ।

    • @moniruzzamanfoyez
      @moniruzzamanfoyez 4 ปีที่แล้ว

      এই কথাটার মানে কি ভাই?

    • @odience7467
      @odience7467 ปีที่แล้ว

      ছাগল তো ছাগলই, ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @sifatulkarimpranto3368
    @sifatulkarimpranto3368 3 ปีที่แล้ว +17

    আলহামদুলিল্লাহ খুশি হলাম।।।কারন আমি ইসলামী ব্যাংক এ টাকা রেখে চিন্তায় ছিলাম ঠিক করলাম কিনা।আজ সে চিন্তা দুর হলো

    • @inrajitsen6579
      @inrajitsen6579 3 ปีที่แล้ว +1

      Bank mane sud,sud mane haram. Prithibir je kono bank ar sud jaram islamic mote.

    • @techofrp7675
      @techofrp7675 3 ปีที่แล้ว +2

      বাবু নিশ্চিন্ত হইওনা ওটাও সুদ ভিত্তিক

  • @mdsabbirahmedshimul
    @mdsabbirahmedshimul 3 ปีที่แล้ว +82

    কারোও নাম "মুসলিম " রাখলেই সেই ব্যাক্তি মুসলিম হয়ে যায়না।😂😂

    • @mdmahmud-nh2qy
      @mdmahmud-nh2qy 3 ปีที่แล้ว +4

      Pagoler moto lage

    • @riajuddin1293
      @riajuddin1293 2 ปีที่แล้ว

      লক্ষ-কোটি অমুসলিমের চাইতে একজন নামধারী মুসলিমই হাজার গুণে ভালো!

    • @odience7467
      @odience7467 ปีที่แล้ว

      কারো দাড়ি ধরে টানলেও তো তাহলে মহম্মদের দাড়ি ধরে টানা হলো না, ইসলামের নাম সুদের প্রতিষ্ঠানে থাকবে কেনো এটা কি ইসলামকে বিকৃত করা অপমান করা হলো না ?

    • @sagar_sheikh
      @sagar_sheikh ปีที่แล้ว

      তুই একটা অশিক্ষিত, মূর্খ

    • @MahmudulHasan-dl4fm
      @MahmudulHasan-dl4fm ปีที่แล้ว +2

      🤣🤣

  • @imrancip2223
    @imrancip2223 3 ปีที่แล้ว +28

    এখানে যারা যারা তাঁর বক্তব্যের কারণে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়েছেন তারা হল ঐ সকল লোক যাদের পক্ষে রায় গিয়েছে ( মানে যারা ব্যাংকে টাকা রেখে খায়।)
    এখন আসা যাক হাদীসের ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় আমার উম্মাত সুদের নাম পরিবর্তন করে খাবে।
    এখন আপনারাই বলেন সুদের নাম পরিবর্তন করে কি কি নাম রাখা হয়েছে বর্তমানে?
    প্রথমেই আসবে মুনাফার নাম
    আমরা যারা মনে করে ইসলামী ব্যাংকে টাকা রাখা টা অন্যান্য ব্যাংকের চেয়ে ভালো যা হুজুর নিজেই বলেছেন
    অন্যান্য ব্যাংক ডাইরেক্ট সুধ বলে টাকা দিচ্ছে
    বাট ইসলামিক ব্যাংক কিন্তু আপনাকে সুদের নাম চেঞ্জ করে মুনাফা বলে টাকা দিচ্ছে যা ইসলামকে বিকৃত করা হয়েছে
    আল্লাহ তায়ালার হুকুম আহকাম এমন নয় যে যেটা আমার পক্ষে যাবে সেটা আমি মানবো আল্লাহ তাআলার হুকুম হলো সেটাই যেটা আমার ভালো লাগুক বা না লাগুক সকল অবস্থাতেই আমাকে মানতে হবে সুতরাং যারা ইসলামকে বিকৃত করার জন্য উঠে পড়ে লেগেছে হারামকে হালাল বানানোর ফতোয়া দিয়ে থাকে তারা ইসলামকে বিকৃত করে চলেছে

    • @mdbayjid3135
      @mdbayjid3135 2 ปีที่แล้ว +2

      Vaiya apnar khota Valo laglo

    • @আব্দুল্লাহআলমাসুদরানা
      @আব্দুল্লাহআলমাসুদরানা 2 ปีที่แล้ว +1

      Islamic bank o sud dey.

    • @shimaakther3375
      @shimaakther3375 2 ปีที่แล้ว

      আলহামদুলিল্লাহ আপনি 100% ঠিক কথা বলেছেন ইমরান ভাই।

    • @mdmosfikursowmik7252
      @mdmosfikursowmik7252 2 ปีที่แล้ว +7

      সুদের আরবি প্রতিশব্দ হলো- আর রিবা। আভিধানিক অর্থ- বৃদ্ধি, অতিরিক্ত, প্রবৃদ্ধি, বিকাশ ইত্যাদি। বাংলা পরিভাষায় ব্যবহৃত সুদ শব্দটি মূলতঃ ফার্সি ও উর্দু ভাষা থেকে আগত। ইংরেজিতে বলা হয়- Interest, profit, usary.
      ইসলামি শরিয়তে রিবা বলতে বুঝায়, যা ঋণের শর্ত হিসেবে মেয়াদ শেষে ঋণগ্রহীতা মূল অর্থসহ অতিরিক্ত অর্থ ঋণদাতাকে পরিশোধ করতে বাধ্য হয়।
      নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঋণ কোনো মুনাফা টানে তাই সুদ।
      সুদ ও মুনাফার পার্থক্য
      অনেকেই বলেন, সুদ ও মুনাফা একই জিনিস। কিন্তু আসলে তা নয়। সুদ ও মুনাফার পার্থক্যগুলো হলো-
      এক. লেনদেনের ক্ষেত্রে ঋণের অতিরিক্ত গ্রহণ করলে তা সুদ। অপরদিকে ব্যবসায় মূলধন খাটানোর মাধ্যমে মূলধনের অতিরিক্ত আয় হলো- মুনাফা।
      দুই. সুদের উপাদান সময়, সুদের হার ও ঋণের পরিমাণ। মুনাফা নির্ভর করে ব্যয় সাশ্রয় ও অনুকূল বাজার চাহিদার ওপর।
      তিন. সুদের উৎপত্তি ঋণ থেকে। মুনাফার উৎপত্তি ব্যবসার মূলধন বিনিয়োগ থেকে।
      চার. সুদে ঋণদাতা ঝুঁকি বহন করে না। কিন্তু মুনাফায় ক্ষতির ঝুঁকি থাকে।
      পাঁচ. সুদের ফলাফল ঋণদাতা একা ভোগ করে। অপরদিকে মুনাফা যোগানদার ও ব্যবহারকারী উভয়ই ব্যবহার করে।
      ছয়. সুদ পূর্ব নির্ধারিত। অপরদিকে মুনাফা অর্জিত হয় পরে।

    • @kazihafiz4084
      @kazihafiz4084 2 ปีที่แล้ว +2

      @@mdmosfikursowmik7252 ইসলামী ব্যাংক গুলো যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কে ঋণ দেয় তখন তো সুদের হার উল্লেখ করেই ঋন দেয় ,
      তাহলে অন্য ব্যাংক গুলোর সাথে পার্থক্য কোথায় ?

  • @shojibmia8536
    @shojibmia8536 3 ปีที่แล้ว +6

    আপনার মত আলেম জন্যই জাহান্নাম এর শ্রেষ্ঠ জায়গা নিশ্চয় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন

  • @AbuBakar-pi5ij
    @AbuBakar-pi5ij 4 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনার কথা আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন।

  • @ishaksohel1933
    @ishaksohel1933 3 ปีที่แล้ว +6

    নিশ্চয়ই যারা গোপন করে,আমি (আল্লাহ) যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের (কোরআন) মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও
    সে সমস্ত লোকের প্রতিই আল্লাহর অভিসম্পাত এবং অন্যান অভিসম্পাতকারী গনেরও।
    সূরা বাকারার:১৫৯

  • @salimahmed658
    @salimahmed658 6 ปีที่แล้ว +378

    আপনার আলোচনা খুব ভাল লাগে।আল্লাহ আপনাকে আরও ভাল আলোচনা করার তাওফিক দান করোক। আমিন।

    • @emonislam9280
      @emonislam9280 6 ปีที่แล้ว +2

      Salim Ahmeda Awe CTq

    • @mdpiyal2900
      @mdpiyal2900 5 ปีที่แล้ว +1

      amin

    • @islamicdiscussiontv8112
      @islamicdiscussiontv8112 4 ปีที่แล้ว

      th-cam.com/video/9MJwu7cX-YM/w-d-xo.html

    • @sajibsam393
      @sajibsam393 4 ปีที่แล้ว +1

      আল্লাহুম্মা আমিন

    • @SiddikurRahmann
      @SiddikurRahmann 3 ปีที่แล้ว +2

      অনেকের কমেন্টের ভিতর, আমার কমেন্টের আপনার চোখে পড়বে কিনা জানিনাহ....উত্তর জানলে উপকার হতাম....
      যে কোন ব্যাংকের ইনটারেষ্ট টাকা যদি ফোনে কথা বলে MB ডাটা কিনে ব্যবহার করি সেটা কি জায়েজ হবে.....

  • @mdkarim3470
    @mdkarim3470 3 ปีที่แล้ว +12

    হুজুর এর কথা আমার কাছে অনেক ভালো লাগলো
    আল্লাহ হুজুরকে ভাল রাখুক!

    • @halimait6069
      @halimait6069 3 ปีที่แล้ว +2

      keno Apni hozore kathey shood khaiben tai...Vai shood khaibenna..Shood Haram

  • @হতাশাওমুক্তিরপথ
    @হতাশাওমুক্তিরপথ 4 ปีที่แล้ว +6

    আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো,আল্লাহ হুজুরের নেক হায়াৎ দিন,আমিন

  • @ramjanAhmed1990
    @ramjanAhmed1990 5 ปีที่แล้ว +40

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক,আপনি ইসলামের অনেক খেদমত করতেছেন।

  • @shimaakther3375
    @shimaakther3375 2 ปีที่แล้ว +11

    ইসলামী ব্যাংক হউক আর যেকোনো ব্যাংক হউক।
    সুদতো সুদই।যেকোনো ব্যাংক এ টাকা রেখে লাভ খাওয়া হারাম।
    কোনো ব্যাংকেই টাকা রাখাই ঠিকনা।
    আল্লাহপাক সবাইকে সঠিক বুঝ দান করুক।আমিন।

    • @abdullarussel7231
      @abdullarussel7231 2 ปีที่แล้ว +1

      ইসলামী ব্যাংক বললে গোনাহ হবে বরং,সুদ কখনও ইসলামের অংশ হতে পারে না।
      ইসলামী যেমন মদের দোকান হতে পারে না তেমন সুদের ব্যাংক কখনও ইসলামী বলা গোনাহ

    • @kajimehedi7093
      @kajimehedi7093 ปีที่แล้ว

      Tui Kono tk rakhish nai bank a ????
      Tui jei tk tax dicis tao sud akara bañk a joma ace,akhon to taile tui o shud khor

  • @mohammadnaimulhaque
    @mohammadnaimulhaque 3 ปีที่แล้ว +17

    হারামকে হালাল করা সরাসরি শিরক , রিবা খেয়োনা এবং এর সাথে জড়িত ও হবে না ।

    • @odience7467
      @odience7467 ปีที่แล้ว +1

      ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @banglarking2217
    @banglarking2217 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ শুনে অনেক উপকৃত হলাম

  • @shaheenfaisalt5135
    @shaheenfaisalt5135 ปีที่แล้ว

    Hujurer kotha khub valo laglo.motivational speaches.

  • @allidea3754
    @allidea3754 4 ปีที่แล้ว +190

    ১০০% সুদ মুক্ত না হলে ইসলামি নাম দেওয়ার দরকার কি ইসলামকে অপমান করা হয়

    • @mobarakhossain8799
      @mobarakhossain8799 4 ปีที่แล้ว +5

      Islamer shob hokom to palon kora shomvob hoina,tai bole she moslim na??

    • @mizan00007
      @mizan00007 4 ปีที่แล้ว +1

      Aita kharp bolen nai...

    • @welfarevision1213
      @welfarevision1213 4 ปีที่แล้ว +25

      ঘুরাইয়া খেলেই জায়েজ। ব্যবসা ও সুদের পার্থ্যক্য সামান্য। যেমন, ১০০ টাকার পণ্য কিনে ১২০ টাকা বেচে ঘুরাইয়ে খেলে ২০ টাকা হালাল। আর কাউকে ১০০ টাকা দিয়ে ১২০ টাকা নিলে ২০ টাকা সুদ। ইসলামী ব্যাংক ১০০% ইসলামী ওরা জনম ভর ঘুরাইয়ে খাক এটাই কামনা করি।
      আপনাদের মত যারা ব্যবসা আর সুদের মধ্যে পার্থ্যক দেখেন না তাদের জন্য ১৪০০ বছর পুর্বেই কুরআনে বলা হয়েছে।
      তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্র য় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা'হ তা'আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। (সুরা বাকারাহ ২৭৫

    • @আগামীরপথে-ম৬চ
      @আগামীরপথে-ম৬চ 4 ปีที่แล้ว +6

      সবাই সহযোগিতা করলে একদিন ১০০% সুদ মুক্ত হবে। ইনশাআল্লাহ।

    • @rakib4242
      @rakib4242 3 ปีที่แล้ว

      ঠিক

  • @MdMahbub-ue8mv
    @MdMahbub-ue8mv 5 ปีที่แล้ว +8

    আলহামদুলিল্লাহ... খুব সুন্দর আলোচনা করেছেন।

  • @asiyakhatun-kq7iv
    @asiyakhatun-kq7iv หลายเดือนก่อน +8

    সামান্য স্বার্থে ই আপনাদের কাছ থেকে নতুন নতুন ফতোয়া আবিষ্কার হওয়ার কারণেই আজ ইসলাম বিতর্কিত হচ্ছে,

  • @abu_torab
    @abu_torab 3 ปีที่แล้ว +8

    শাইখ আপনাকে অনেক ধন্যবাদ খুবিই মুল্যবান মতামত দিয়ে আমাদের সাহায্য করার জন্য।
    আমি কোন ব্যাংকে সুদ এর কারনে টাকা রাখিনা।

    • @odience7467
      @odience7467 ปีที่แล้ว

      ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @thewayfareroftruth3791
    @thewayfareroftruth3791 2 ปีที่แล้ว +5

    *মাশাল্লাহ🌹 আলহামদুলিল্লাহ🌹 👉অনেক সুন্দর আলোচনা করেছেন✔️ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন আমিন 🤲🤲🤲*

    • @odience7467
      @odience7467 ปีที่แล้ว

      ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @dsrsohelrana9107
    @dsrsohelrana9107 5 ปีที่แล้ว +34

    ইসলামি ব্যাংক সুদ খায়না
    মুনাফা খায়
    সুদ ছাড়া কোনো উপায় নাই
    আপনার বয়ান টা খুব ভালো লাগলো
    তবে বেশি ভালো হয় নিজের টাকা নিজের কাছে জমা রাখা।

    • @jasimuddin3184
      @jasimuddin3184 5 ปีที่แล้ว

      আপনাকে এই ভাবে বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ

    • @dsrsohelrana9107
      @dsrsohelrana9107 5 ปีที่แล้ว

      Hmm

    • @yousufhasan4117
      @yousufhasan4117 4 ปีที่แล้ว +1

      ভাই যাদের ১০, ২০ কোটি টাকা আছে তারা-ও কি ঘরে রাখবে????

    • @kamal-ahmed
      @kamal-ahmed 4 ปีที่แล้ว

      যে বিষয়ে জ্ঞান নাই, তা নিয়ে কথা বলা উচিৎ নয়। সুদ আর মুনাফার পার্থক্য কি আপনি বুঝেন ভালো করে? ব্যবসা করে যে আয় হয় সেটাকে বলে মুনাফা আর অপরদিকে টাকা ধার দিয়ে অতিরিক্ত আয় করলে সেটাকে বলে সুদ। কাফেররা সুদ আর ব্যবসায়কে এক মনে করত যা আল্লাহ কোরআনে বলেছেন। তাই মুসলমান হয়েও কাফেরদের মত চিন্তা করলে হবে না। একটা জিনিসকে খারাপ বলার আগে খুব গভিরে গিয়ে চিন্তা করতে হবে।
      আপনি কি জানেন ইসলামি ব্যাংক কিভাবে গ্রাহকদের সাথে লেনদেন করে বা গ্রাহকদেরকে তারা কি মনে করে? আমি ১০০% সিউর আপনি তা জানেন না। জানলে এভাবে বলতেন না।
      এক কমেন্টে বিস্তারিত বলা যায় না। তাই অনুরোধ করছি দয়াকরে বেশি করে গবেষণা করে তারপর ইসলামিক কোন কিছু নিয়ে মন্তব্য করুন, নাহলে পরকালে পস্তাবেন।

    • @jamilhossin4032
      @jamilhossin4032 หลายเดือนก่อน

      হ্যাঁ ভাই ইসলামী ব্যাংক থেকে টাকা নিছি বছরে খালি মুনাফা দেয়ায় লাগে দেয়ায় লাগে। সুদ দেই না। আল্লাহই ভাল জানে এটা সুদ হচ্ছে না মুনাফা হচ্ছে না গজব হচ্ছে।

  • @khalidakil7723
    @khalidakil7723 3 ปีที่แล้ว +6

    মাশা আল্লাহ, অনেক সুন্দর বলেছেন ।

  • @kashidulislam7753
    @kashidulislam7753 3 ปีที่แล้ว +3

    আপনাকে আর কাজী সাহেবকে চিকিৎসা করা জরুরী।

  • @mdtipu699
    @mdtipu699 6 หลายเดือนก่อน

    Masallah khub sundor alochona

  • @my.rlmedia7406
    @my.rlmedia7406 2 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন

  • @Definitetruth
    @Definitetruth 4 ปีที่แล้ว +6

    ONE OF THE BEST OF THE BEST OPTION...
    MAKE A CURRENT ACCOUNT TO THE ISLAMI BANK...

  • @sultanakib3659
    @sultanakib3659 4 ปีที่แล้ว +6

    আসা করি এ বিষয় নিয়ে আপনি আরো বিস্তারিত আলোচনা করবেন। এখানে কিছু সন্দেহ থেকেই যায়

  • @যদিমনেপড়ে
    @যদিমনেপড়ে 3 ปีที่แล้ว +8

    মাসাআল্লাহ এমন সুন্দর করে কখনও কেউ বলে বুঝিয়ে দেয় নাই

  • @shortcutbd6830
    @shortcutbd6830 3 ปีที่แล้ว +11

    আমরা সবাই আলেমদের আল্লাহর জন্য ভালোবাসি

  • @bdviewers4159
    @bdviewers4159 5 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ ❤ দারুণ উপস্থাপন❤️ জ্ঞানী মানুষ❤ মনোযোগ দিয়ে শুনি❤

  • @MdSalauddin-uy2uh
    @MdSalauddin-uy2uh 4 ปีที่แล้ว +10

    খুব ভালো লাগছে সুন্দর কথা মাশাআললাহ।

  • @nasirshek9636
    @nasirshek9636 5 ปีที่แล้ว +114

    সাহেকের কথা শুনলে মন ভালো হয়ে যায় উনি হক কানি অালেম কি বলেন অাপনারা ভাই

  • @_Rtx_122
    @_Rtx_122 4 ปีที่แล้ว +9

    আমার টাকা জমা করার সমর্থ আছে তারপরেও আমার লাভ খাওয়ার কি দরকার।আমার আল্লাহর উপর সন্তুষ্ট থাকা উচিত।

  • @jewelrana2898
    @jewelrana2898 2 หลายเดือนก่อน

    আপনার কথা অনেক সুন্দর লাগলো হুজুর আমি আপনার সব ভিডিও গুলো দেখি এবং পরামর্শ থাকলে সেটা আমি উপকৃত হয় ধন্যবাদ মহান আল্লাহ তায়ালার রহমত কাছে দোয়া করি আপনি দীর্ঘজীবি হন

  • @MyTafsirtv
    @MyTafsirtv 3 ปีที่แล้ว +2

    বাংলাদেশের জমিনে দ্বীন কায়েমের জন্য এ ধরনের আলেম প্রয়োজন তাই প্রত্যেক আলেমদেরকে আল্লাহ তাযালা হক কথা বলার তৌফিক দান করুন।হক কথা বলতে গিয়ে যদি মৃত্যু হয় তবুও আলেমদের উচিত হক কথা বলা কারণ জাহান্নামের আজাব দুনিয়ার আযাব এর চেয়ে অনেকগুণ বেশি কঠিন হবে।

  • @mfhbanglatv4017
    @mfhbanglatv4017 3 ปีที่แล้ว +10

    আল্লাহ্ যেন আপনাদের দ্বীন প্রচার কবুল করেন,,,আমিন।

  • @ekaboro1043
    @ekaboro1043 3 ปีที่แล้ว +14

    এর চাইতে ভাল উত্তর হতে পারে না। আলহামদুলিল্লাহ। আল্লাহই ভাল জানেন।

    • @odience7467
      @odience7467 ปีที่แล้ว

      ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @jannatshaik3726
    @jannatshaik3726 6 ปีที่แล้ว +4

    সঠিক ও সুন্দর আলোচনা খুব ভালো লাগলো

  • @NAEEMMOLLA-m3r
    @NAEEMMOLLA-m3r หลายเดือนก่อน

    হে মহান আল্লাহ তায়ালা আপনি আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েন, আমিন

  • @AlauddinKhan-o6m
    @AlauddinKhan-o6m หลายเดือนก่อน

    Hujur moto jodi ami hote partam namazi,, masallah allah hujur k net haiyat dan koruk

  • @riyadhossain7315
    @riyadhossain7315 3 ปีที่แล้ว +4

    মাশাআল্লাহ্,গর্বিত আমি মুসলিম

  • @md.mahbuburrahman2444
    @md.mahbuburrahman2444 3 ปีที่แล้ว +7

    জাযাকাল্লাহ খাইরান ৷♥

  • @abdurrahaman3299
    @abdurrahaman3299 4 ปีที่แล้ว +4

    সায়েখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @abzalhossain7583
    @abzalhossain7583 ปีที่แล้ว +1

    Allah Allahu Akbar, Allah apni rohomot korun

  • @TRAVELSOURCE24
    @TRAVELSOURCE24 3 ปีที่แล้ว

    প্রিয় আহমাদুল্লাহ শায়খ হুজুরকে আল্লাহর জন্যই ভালোবাসি। প্রিয় শায়েখকে আল্লাহ নেক হায়াৎ দান করুন এবং আল্লাহ তায়ালা যেন হুজুরকে নিরাপত্তার চাদর দ্বারা আবৃত করা রাখেন । নিজের এবং দেশের জন্য হুজুরের কাছে দোয়ার দরখাস্ত রইলো ।

  • @mdashaadullah9951
    @mdashaadullah9951 3 ปีที่แล้ว +9

    আহামদুলিল্লাহ হুজুর আপনার সাথে আমি 100% একমত আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো রাস্তায় চলার তৌফিক দাও আমিন

    • @AbdurRahman-hw6cv
      @AbdurRahman-hw6cv ปีที่แล้ว

      কি উত্তরটা আপনার পক্ষে গেছে না?

    • @m-552
      @m-552 ปีที่แล้ว

      এই টা বলতেন যে আল্লাহ্ আমাদের বুঝে শুনে সুদ খাবার তৌফিক দিন । নাউজুবিল্লাহ। সুদ কোনো ভাবেই হালাল হতে পারে না ।

  • @abuhasnatmisu1864
    @abuhasnatmisu1864 4 ปีที่แล้ว +9

    ইসলামি ব্যাংক সুদ খায়না দেয়না। ব্যবসা করেন। ইসলামি ব্যাংক যে ব্যবসা করেন ওনাদের প্রতিষ্ঠান গুলোর নাম কি কি? কারো জানা থাকলে বলেন।

  • @nooralamroz5609
    @nooralamroz5609 3 ปีที่แล้ว +4

    মাশাআল্লাহ অনেক সুন্দর বয়ান আলহামদুলিল্লাহ জানতে পারলাম

  • @abdurRahim-hg7up
    @abdurRahim-hg7up 4 ปีที่แล้ว +2

    হুজুর তৃতীয় মতামতের সাথে আমি সহমত।

  • @syeda017
    @syeda017 29 วันที่ผ่านมา

    খুব সুন্দর আলোচনা করছেন

  • @harsamultimedia451
    @harsamultimedia451 3 ปีที่แล้ว +3

    It's very good, thanks uncle

  • @mahjabintith
    @mahjabintith 3 ปีที่แล้ว +19

    তাহলে ইসলামী ব‍্যাংক থেকে লোন নিলে সেখানে কেন অধিক সুদ দিতে হয়? যখন আমার টাকা রাখবো তখন তারা ইসলামী নিয়ম মানবে, আর যখন আমি টাকা ঋণ নিবো তখন ব‍্যবসার পলিসি অনুযায়ী তারা আমার কাছ থেকে সুদ নিতে থাকবে

  • @mdmoshiurrahman272
    @mdmoshiurrahman272 3 ปีที่แล้ว +11

    আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন আমিন

  • @MdAli-oo5ey
    @MdAli-oo5ey 2 หลายเดือนก่อน

    Masaallah good Discussion

  • @mjrtune4523
    @mjrtune4523 ปีที่แล้ว

    মাশাল্লাহ হুজুর অনেক সুন্দর উক্তি দিয়েছেন খুব ভালো লেগেছে জানতে পেরে উপকৃত হয়েছি অনেক।

  • @ziaulalam3382
    @ziaulalam3382 4 ปีที่แล้ว +10

    আসসালামু আলাইকুম শায়েখ। ধন্যবাদ এধরনের বাস্তবসম্মত বিষয়গুলো নিয়ে স্পষ্ট আলোচনার জন্য।

    • @odience7467
      @odience7467 ปีที่แล้ว

      এই পা..ঠা কি বাস্তবতা সামনে আনছে একটু বল, সুদ খাও না লাভ খাও, লাভ আর সুদ কাকে বলে এবং ইসলামিক ব্যাংকের ইনকাম সোর্স কি সেটা বল তুই, তোদের জালেমের বাচ্ছা তো উত্তর দেয় না তুই দে
      ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @faiazrajorshi8128
    @faiazrajorshi8128 4 ปีที่แล้ว +13

    সুদ ছাড়া কোনো ব্যাংক নাই‌‌। ব্যাংক টিকেই থাকে সুদের উপর, ব্যাংকের মূল আয়ই হলো সুদ।

  • @AshabulHaque-lx7pb
    @AshabulHaque-lx7pb 3 ปีที่แล้ว +38

    ইসলামি ব্যাংক কি ব্যক্তি বা প্রতিষ্ঠান কে লোন দেয় না এবং ঐ ব্যক্তির নিকট থেকে কি অতিরিক্ত টাকা ব্যাংক গ্রহন করে না?

    • @JahangirAlam-cn4dr
      @JahangirAlam-cn4dr 3 ปีที่แล้ว +1

      ।।

    • @khandakarfahad2467
      @khandakarfahad2467 3 ปีที่แล้ว +1

      সরকারি কৃষি ব্যংক প্রতি বছর হাজার কোটি টাকা গারতি দেয় তাহলে এইসব ব্যাংক থেকে লোন,নেওয়া জাবে

    • @khandakarfahad2467
      @khandakarfahad2467 3 ปีที่แล้ว

      আমি জানতে ছাই

    • @saifsafwan7728
      @saifsafwan7728 3 ปีที่แล้ว +2

      লোন দেয।কিন্তু লভ্যাংশ হারে হারে আদায় করে নেয়।

    • @factormorefact
      @factormorefact 3 ปีที่แล้ว

      @@saifsafwan7728 কিন্ত সে লভ্যাংশ সুদভিত্তিক না,,,এরা লোন দেয় কোনো পন্য কেনার জন্য,,,টাকা নিয়ে যা ইচ্ছা করতে পারবেন না। টাকা দিতে দেরি হলে সুদি ব্যাংকের মতো যত দেরি হবে তত বেশি নেয় না।,,,,এর সিস্টেম আছে দেখতে সুদের মতো মনে হলেও এটা সুদ না,,।

  • @sorovims2537
    @sorovims2537 2 ปีที่แล้ว +2

    হুজুর আপনার বয়ানে অনেক উপকৃত হইলাম আলহামদুলিল্লাহ

    • @odience7467
      @odience7467 ปีที่แล้ว

      এই ছাগলের বাচ্ছা, নিমকহারামির জাতেরা কি বালের উপকার হইছে তোর একটু বল শুনি, ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @MdSaifulislam-hv6ie
    @MdSaifulislam-hv6ie 4 หลายเดือนก่อน

    আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

  • @আমাদেরপৃথিবী-খ৭ণ
    @আমাদেরপৃথিবী-খ৭ণ 3 ปีที่แล้ว +9

    মূলধন এর লভ্যাংশ যদি নির্দিষ্ট পরিমান এর হয় তাহলে তাই সুদ।।।সব ব্যাংকে সুদ

  • @mahbubsiddique3068
    @mahbubsiddique3068 4 ปีที่แล้ว +7

    ইসলামি ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়েছে, এটা কে প্রমোট করুন। কারন রাষ্টীয় বিধির কারনে তারা যদি সম্পূর্ণ সূদমুক্ত না হয়েও থাকে তবুও ইসলামি অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠায় তারা প্রচেষ্টারত। আপনি এর বিরোধিতা করলেন মানে ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার বিপক্ষে আপনি কাজ করলেন।

    • @md.jasimmolla2668
      @md.jasimmolla2668 4 ปีที่แล้ว +1

      আপনি ঠিক বলেন নি। ইসলামি ব্যাংক ঋণ প্রদানের সময়তো ঠিকই নির্দিষ্ট হারে সুদ নেয়। তারা শুধু গ্রাহকদের সুদ কম দিচ্ছে। মানে গ্রাহকদের ঠকাচ্ছে। এটা গ্রাহকের সাথে প্রতারণা। এক দিকে প্রতারণা অন্য দিকে সুদ গ্রহন তারা দুটো অন্যায় একসাথে করছে। তাই এক তরফাভাবে ইসলামি ব্যাংকে সমর্থন করা মানে দুটো অন্যায়ে সহায়তা করা।

    • @mahbubsiddique3068
      @mahbubsiddique3068 4 ปีที่แล้ว

      @@md.jasimmolla2668 আপনি আসলে ইসলামি ব্যাংকিং কি বোঝেন না আর আমিও আপনাকে বোঝাবো না।

  • @KobirKhan-rt3hv
    @KobirKhan-rt3hv 5 หลายเดือนก่อน

    Allah pak Amader sobaike hidayat o hepajot korun Ameen Ameen Ameen

  • @muttakygazi5450
    @muttakygazi5450 ปีที่แล้ว

    মা শা আল্লাহ অপূর্ব আমি তা হলে আজ যাচ্ছি টাকা রাখার জন্য

  • @eleausikram2849
    @eleausikram2849 3 ปีที่แล้ว +11

    মাশাআল্লাহ
    হযরত আপনি আমাকে ভুল ভেঙে দিলেন
    আলহামদুলিল্লাহ

  • @PirojpurIslamicMedia
    @PirojpurIslamicMedia 5 ปีที่แล้ว +5

    আল্লাহ হুজুর কে নেক হায়াৎ দান করুন

    • @nuporislam1460
      @nuporislam1460 5 ปีที่แล้ว

      ইসলামি ব্যাংক বাংলাদেশে নামে,কাজে না।

  • @PassingWayfarer
    @PassingWayfarer 4 ปีที่แล้ว +5

    সুদকে যে নামেই ডাকা হোক না কেনো সুদ কখনোই হালাল হবে না।

  • @tanvirnasim7897
    @tanvirnasim7897 ปีที่แล้ว

    Alhamdulillah ami saykher nek hayat kamona kori

  • @eti999elias
    @eti999elias 3 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন. আমার একটা প্রশ্ন ছিল. প্রশ্ন হল: আমাদের দেশে যে বয়স্ক ভাতা আর বিধবা ভাতা দেয়া হয় এটা গ্রহণ করা কি যাবে দয়া করে একটু জানালে অনেক উপকৃত হতাম !

  • @mushfiqurrahman2849
    @mushfiqurrahman2849 4 ปีที่แล้ว +11

    কোন ধরনের সুদ ই জায়েজ নাই। তাদের টাও ঘুরে ঘুরে ফিরে সুদ ই হয়।
    ব্যবসাতে লাভ লস, দুটোই থাকে।ইসলামি ব্যাংকে টাকা রেখে কি কখনো কারো লস হয়েছে?

    • @mohammadrakibulahsan5616
      @mohammadrakibulahsan5616 4 ปีที่แล้ว +5

      ONE OF THE BEST OF THE BEST OPTION...
      MAKE A CURRENT ACCOUNT TO THE ISLAMI BANK...

    • @munshiidris8573
      @munshiidris8573 3 ปีที่แล้ว

      ইসলামী ব্যাংক জেনে-শুনে-বুঝে বিনিয়োগ করে বিধায় ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে।

    • @mushfiqurrahman2849
      @mushfiqurrahman2849 3 ปีที่แล้ว

      @@munshiidris8573 হ, খুব সুন্দর কথা। কিন্তু ঘুরে ফিরে সব সুদই হ

  • @AbdulKarim-jx3hp
    @AbdulKarim-jx3hp 3 ปีที่แล้ว +6

    কোন ব‍্যাংক সুদ মুক্ত নয় যেভাবেই হিসাব করুক। বিশ্ব চলছে সুদের টাকায়। আমরা কেউ সুদ মুক্তর বাইরে নেই। যেভাবেই বলুক হিসাব করুক, কোননা কোন ভাবে হিসেবে সবাই সুদের আওতায় পড়ে।

  • @mohammadreaz
    @mohammadreaz 4 ปีที่แล้ว +40

    ইসলামী ব্যাংক আমার টাকা নিয়ে কি করছে না করছে তা তো জানায় না।আর প্রতি মাসে যদি একই পরিমান টাকা লভ্যাংশ দেয় তাইলে সেটা সুদই হয়।

    • @MonirHossain-xz6xo
      @MonirHossain-xz6xo 4 ปีที่แล้ว +2

      নির্দিষ্ট পরিমাণ দেয়না। যখন যেমন ব্যবসা তখন লভ্যাংশও তেমনই দেয়।

    • @MasumthedEcent
      @MasumthedEcent 4 ปีที่แล้ว +3

      প্রতিমাসে একই টাকা লভ্যাংশ দেয়- এ মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? আল্লাহ্‌ কে ভয় করুন।

    • @saifulkarimtalukder8513
      @saifulkarimtalukder8513 4 ปีที่แล้ว

      @@MasumthedEcent লভ্যাংশ টা কোথায় থেকে আসে সেটা জানেন?

    • @saifulkarimtalukder8513
      @saifulkarimtalukder8513 4 ปีที่แล้ว

      প্রত্যেকটা ব্যাংক মানুষের কাছ থেকে সুদ নেয় সেখান থেকে লাভটা দিয়ে থাকে।

    • @saifulkarimtalukder8513
      @saifulkarimtalukder8513 4 ปีที่แล้ว

      ইসলামী ব্যাংক কি লোন দেয়না।

  • @MkKhan-bk1ji
    @MkKhan-bk1ji 3 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বল্লেন।ধন্যবাদ আপনাকে।

  • @abusayed7233
    @abusayed7233 ปีที่แล้ว +1

    ধন্যবাদ হুজুর।

  • @ohidhasanrakib2220
    @ohidhasanrakib2220 4 ปีที่แล้ว +8

    একটি মানসিক সান্ত্বনা

  • @coffeekingbyelias5892
    @coffeekingbyelias5892 3 ปีที่แล้ว +10

    ১লাখ টাকা রাখলে সেটা জদি ১লাখ ১০টাকা হয় তাহলে এটা সুদ।৷ সেটা ইসলামি ব্যাংক হোক।

    • @mohammadal-amin8666
      @mohammadal-amin8666 3 ปีที่แล้ว

      Apner to onek buddi

    • @coffeekingbyelias5892
      @coffeekingbyelias5892 3 ปีที่แล้ว

      @@mohammadal-amin8666 জি

    • @mahmud276
      @mahmud276 3 ปีที่แล้ว

      সুদ নিয়ে ভালোভাবে জানুন ।তারপর মন্তব্য করুন ।

  • @sajjadhossain7813
    @sajjadhossain7813 3 ปีที่แล้ว +3

    স্লোগানই যদি মূখ্য বিষয় হয় তবে সরকারি বেসরকারি সব ব্যাংক পুরাতন নিয়ম রেখে একই স্লোহান দিবে তখন কি হবে?

  • @ziaulhoquemojumder3878
    @ziaulhoquemojumder3878 3 ปีที่แล้ว

    জি জনাব চমৎকার উত্তর পেলাম জাযাকাল্লাহ।

  • @abiahasanraha4129
    @abiahasanraha4129 3 ปีที่แล้ว +1

    আসসালামু আলায়কুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

  • @hasankamrul2729
    @hasankamrul2729 4 ปีที่แล้ว +9

    অন্যান্য ব্যাংক সুদের কারবার করে তার জন্য গুনাহ হবে আর ইসলামী ব্যাংক
    ইসলামের নাম ব্যবহার করে সুদের কারবার করে এর জন্য তাদের কি বাড়তি কোন গুনাহ যোগ হবে?

    • @shaplaakter8161
      @shaplaakter8161 4 ปีที่แล้ว

      এক মত

    • @zidanalhadi1162
      @zidanalhadi1162 3 ปีที่แล้ว

      ভাই সাব হবে না
      কারণ এখানে মৌলভীগণের তদারকিতে চলে।
      দেখুন কীভাবে নিজেদের মত ধরে গা বাচিয়ে এগিয়ে যাচ্ছি।
      এখন নীরবে ঈমান রক্ষা করতে পারাটাই মূল চ‍্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

  • @realmeee
    @realmeee 4 ปีที่แล้ว +7

    এভাবে চলতে থাকলে কিছুদিন পরে বলা হবে বাদ্যযন্ত্র সমূহ নিয়ে ইসলামিক গান করলে সমস্যা নাই ।
    যে ব্যাংক কখনও আপনাকে লস দিবে না , সেটা সুদ ই থাকবে আজীবন । নতুন মনোরঞ্জক নাম দিয়ে লাভ নেই ।

    • @toonanimation9119
      @toonanimation9119 4 ปีที่แล้ว

      ক নং ইনভেস্টে ১০০ লাভ, খং ইনভেস্টে ৫০ ক্ষতি, গ নং ইনভেস্টে ১৫০ লাভ। গড় লাভ ১০০ ই। ইসলামী ব্যাংকের আমানত ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দুই চারটা ক্ষতি সামগ্রিকভাবে তেমন একটা প্রভাব পড়েনা।
      সবচেয়ে বড় কথা আপনাদের অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। যে বিষয়ে জানা নেই, তা জাননেওয়ালার কাছে জেনে নেওয়াই ইসলামী নিয়ম।

  • @MehediHasan-jz6hd
    @MehediHasan-jz6hd 4 ปีที่แล้ว +30

    যে ইসলামিক ব্যাংক বিপিএল এর মত জুয়ার আসরের sponsor হয়, তাদেরকে কতটুকু শরিয়ত সম্মত হিসাবে ধরা যায়?

    • @mainulhassan4181
      @mainulhassan4181 4 ปีที่แล้ว +5

      ঈমানদার মুসলমানদের পথ ভ্রষ্ট করতে এই ইসলামী ব্যাংক এর আবির্ভাব। আল্লাহ এসব থেকে আমাদের দূরে রাখুক

    • @meengineer2318
      @meengineer2318 4 ปีที่แล้ว +1

      💕💕💕💕💕💕💕

  • @abdullahnatural3509
    @abdullahnatural3509 3 ปีที่แล้ว +1

    সুন্দর বলছেন

  • @NasirPardeshi
    @NasirPardeshi ปีที่แล้ว

    جزاك الله خير يا شيخ المحترم

  • @tofazzolhossen4720
    @tofazzolhossen4720 4 ปีที่แล้ว +14

    ব্যাংক মানেই সুদ।ইসলামী ব্যাংক ও টাকা দিয়ে সুদ নেয়।

  • @MamunMamun-uh5bv
    @MamunMamun-uh5bv 4 ปีที่แล้ว +5

    Subhanallah!!!
    Ahmadullah vai k jajak Allahu khaiyer!!!

  • @rajeshkarmaker7853
    @rajeshkarmaker7853 ปีที่แล้ว +7

    কাজ একই, কেউ সরাসরি খায় আর কেউ ঘুরিয়ে খায়।

    • @hmwaliullah1294
      @hmwaliullah1294 11 หลายเดือนก่อน

      আপনাকে আগে এই বিষয়ের উপর কোর আন হাদিসের এলেম জানতে হবে এরপর এধরণের মন্তব্য করেন

    • @livesportsstream457
      @livesportsstream457 6 หลายเดือนก่อน

      ইমান আনার পরে এসব বিষয়।
      বেসিকের পরে এডভান্স।
      যে বিষয়ে জ্ঞান কম, সে বিষয়ে মন্তব্য করা অনুচিত।

  • @mirhasan7849
    @mirhasan7849 3 ปีที่แล้ว +1

    জাযাকাল্লাহ খায়ের

  • @mrsofwan8332
    @mrsofwan8332 ปีที่แล้ว

    আপনার কোন কথার দ্বারা উম্মত যেন হারামের মধ্যে চলে না যায় এ বিষয়ে যত্নশীল থাকার কামনা রইল।। উম্মতকে তাকওয়ার উপর চলার বিষয়ে রাহবারি করা প্রয়োজন।।

  • @fahimbhuiyafahim.fahim.283
    @fahimbhuiyafahim.fahim.283 5 ปีที่แล้ว +9

    দেশে সকল ব্যাংক যেদিন সুদ মুক্ত হবে সেদিন কি হয় আল্লাহ জানেন।
    নগদ টাকা যার দরকার, তাকে কে দিবে এমনি এমনি টাকা। আসলেই যত বিপদ গরীবের উপর।

    • @inrajitsen6579
      @inrajitsen6579 3 ปีที่แล้ว +1

      Dada ami hindu,ami jani na apni kon dharmer.apni amar moner khatha bollen.gorib manush nagad taka khothy pabe.kono barolok manush ki kono gharib manush k magna amni amni taka diye debe bina sude???