দিন দিন আবু জাফর সালেহ স্যার প্রিয় থেকে প্রিয় হয়ে উঠছে আহ কি চমৎকার লেখনী। লেখাগুলোকে আরেক আবৃত্তি কারিগর জীবন্ত করে তুলে। ভালোবাসা টুনু ভাই।❤❤ ভালোবাসা জানবেন❤
কবিতাটায় অন্তর্নিহিত কিছু বিষয় আছে যা আমাদের প্রচলিত ভাবনায় অনেকটা ট্যাবুর মতন। আমরা মন মন করতে যেয়ে সিংহভাগ সময়ই দেহ বিষয়টিকে উপেক্ষা করলেও আদতে দেখা যায় যে সম্পর্কে যেয়ে দেহটাই মুখ্য হয়ে ওঠে, দেহটাও যে একটা সিঁড়ির মতন যা মনের চাওয়াকে পূর্ণতা দেয় তা অনেকেই মানতে চান না, যারা মানতে চান না, তারাও দেহেরই চর্চা করেন একটা সময়! কবি মূলত দু'টো বিষয়কেই সমান গুরুত্ব দেবার বিষয়টি বোঝাতে চেয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
জয় হোক দেহের জয় হোক শরীরের। প্রেম পূর্ণতা পাক।
কী সুন্দর!🌼🌚
❤️🌿
প্রতিটি কবিতায় শুধুই মুগ্ধতা
সত্যিকার প্রেম দেহ খোঁজে না এটা আবহমান কাল ধরে চলে আসা একটি ডাহা,
নিরেট ভ্রান্ড কথা।
বরাবরের মতোই অসাধারণ আবৃত্তি করলেন ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাই
খুব খুব খুব ভালো লাগলো🙏💕 আপনার কবিতা
অসংখ্য ধন্যবাদ আপনাকে
দেহ ছাড়া প্রেম যেন একটি খাঁচায় বন্দী পাখির মতো:
জীবন্মৃত।
অসাধারণ ❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ
দুটি মন এক না হলে,
সৃষ্টি হয় না, অন্তত কিছুই,
যখন, মূল্য বোধ, বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, তখন মনের বাসা টি
খালি, শূন্য স্থান হয়ে পড়ে থাকে,,
মনটা জুড়িয়ে গেল
খুব সুন্দর লেখনী আপনি যেন সেটা কে জীবন্ত করে তুলেছেন।
অসংখ্য ধন্যবাদ জানবেন
অসাধারণ!😊
Oshadharon sir
অশেষ ধন্যবাদ
কি কান্ড ।এতো স্পষ্ট কথা কবিতার চরণ দিয়ে এই প্রথম লেখা হলো মনে হয়
কথকের কণ্ঠে প্রগাঢ় প্রেম জাগিয়ে দেবার কি অদ্ভুত প্রচেষ্টা।
ভালোবাসা জানবেন। এই কথাগুলিকে সাদরে গ্রহণ করবার মতন মনন সকলের থাকে না, আপনার আছে, অভিবাদন।
বিমূগ্ধতা।
ধন্যবাদ জানবেন
তোমার আবৃত্তি গুলো মনের ভেতর থাকা জমা কথার বহিপ্রকাশ❤❤❤
এই কৃতিত্ব কবির দাদা।
Bah apurbooooo
দিন দিন আবু জাফর সালেহ স্যার প্রিয় থেকে প্রিয় হয়ে উঠছে আহ কি চমৎকার লেখনী। লেখাগুলোকে আরেক আবৃত্তি কারিগর জীবন্ত করে তুলে। ভালোবাসা টুনু ভাই।❤❤
ভালোবাসা জানবেন❤
আগামী ১০ তারিখ ওনার আরও দুর্দান্ত একটি লেখার আবৃত্তি আসবে। খুউব প্রাসঙ্গিক একটি বিষয়ের ওপরে লেখা। শুনবার আমন্ত্রণ রইলো।
@@Mahbubur_Rahman_Tunu অবশ্যই শুনবো। আপনি আপলোড করা মাত্রই। এই আবৃত্তির মতো ঔ টাও আমি সবার আগেই শুনবো ইনসা আল্লাহ। ❤️
যারা বলে ভালোবাসা দেহো খুজে না তারা আসলেই ডাহা মিথ্যা কথা,বলে নয়তো অন্য সমস্যা আছে,,😊 সব কিছু সমষ্টি ভালোবাসা ❤ খুব সুন্দর কবিতা আবৃত্তি। 😊🖋️📝
আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর থাকুন সবসময়।
দেহ ছাড়া সম্পর্ক টেকেনা এটাই সত্যিই ।।
Thanks
Excellent performance
❤❤❤
❤️🌿
❤❤❤
অসাধারণ
অশেষ ধন্যবাদ
Congratulations vaya
অভিনন্দন কেন?
1st..🙂
তাই দেখছি!
প্রেম হোক শুধুই মনময়!
কামনা না।
কবিতাটায় অন্তর্নিহিত কিছু বিষয় আছে যা আমাদের প্রচলিত ভাবনায় অনেকটা ট্যাবুর মতন। আমরা মন মন করতে যেয়ে সিংহভাগ সময়ই দেহ বিষয়টিকে উপেক্ষা করলেও আদতে দেখা যায় যে সম্পর্কে যেয়ে দেহটাই মুখ্য হয়ে ওঠে, দেহটাও যে একটা সিঁড়ির মতন যা মনের চাওয়াকে পূর্ণতা দেয় তা অনেকেই মানতে চান না, যারা মানতে চান না, তারাও দেহেরই চর্চা করেন একটা সময়! কবি মূলত দু'টো বিষয়কেই সমান গুরুত্ব দেবার বিষয়টি বোঝাতে চেয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
আবৃত্তি বরাবরের মতই সুন্দর। লেখটারও প্রশংসা না করে পারছি না।
ধন্যবাদ জানবেন
প্রেম পূরর্ণা পাক দেহের মিলনে।
অশেষ ধন্যবাদ
২০২৪💞
❤
আপনি কি লাইভ করেন এবং আপনার ফেসবুক পেজ আছে?
আপনার ইউটিউবে আপলোড করা, একটা কবিতাও নাই যেটা শুনি নাই।
অসংখ্য ধন্যবাদ
❤❤❤
❤️🌿
অসাধারণ
অশেষ ধন্যবাদ