করিমগঞ্জ : সেকাল : ঐতিহ্য পরম্পরা । কথা : মেঘনাদ দাস । সুর ও কন্ঠ : মঞ্জুশ্রী দাস। ******* ****** ****** ****** (১) কুশিয়ারা ! ও কুশিয়ারা - তোর দুই পাড়ের ঐ দু আঁচলে , আছে কতো নকশি আঁকা বাঁকা শহর-গঞ্জ-গ্রাম । আমার সে ছোট্ট শহর তার মাঝেতে করছে বিরাম , করিমগনজ নাম। মায়ের বুকের মতো কত নিংড়ে নিলাম আমি। তবু কতো অজানা আছে জানা বাকি । আরো কতখানি নিলে কুশিয়ারা পানি। গল্প নয় তা, সত্য কথাই বলছি সবাই শোনো, - চোখের জলে মূল্য দিলো দেশ ভাগেরই জন্য । করিমগঞ্জ তায় দু'ভাগ হলো , অর্ধেক সে সিলেট জেলায় , অন্য ভাগ তার বরাকে এলো, কাছাড় জেলায় । ছিন্ন দেহ ভিন্ন হলো , ক্ষত চিহ্নে ভরা। ভিটে মাটি ভাগ হলো আর , সুরমা কুশিয়ারা। হারিয়েছে অনেক কিছুই, হারালো দিন সময় , তবু শহর আমার স্বপ্ন মনোময়। এ মাটিরই সান্তান ছিলেন কতো বিদূষী বিদ্বজ্জন , লাতুতে জন্মেছিলেন কবি প্যারীচরণ। সবার আগে কৃষ্ণ চন্দ্র, ছিলেন গদ্যে শিরোমণি। জল ঢুপে তাঁর পৈতৃক ভিটে, তিনি হলেন প্রবাসী । এ গ্রামেই জন্মে নিলেন কৃষ্ণপ্রিয়া রানী । "নারী মঙ্গল" আদি লিখে হলেন যশস্বিনী । মৈনার এক কৃতী সন্তান অচ্যুৎচরণ । তাঁর কীর্তি আজও আমরা করি যে স্মরণ । তত্ত্বনিধি উপাধিতে হলেন ভূষিত । তাঁরই মহান সৃষ্টি "শ্রীহট্টের ইতিবৃত্ত। " "শ্রীভূমির" সাহিত্য পত্রে সমৃদ্ধ শহর । ঊনিশ শতের পনেরো সন প্রথম প্রকাশন । লাউতা গ্রামের সতীশচন্দ্র , সাহিত্যে বিখ্যাত। "শ্রীভূমি" মাসিক সাহিত্য পত্র, তাঁরই সম্পাদিত । বীরশ্রীর গুরুসদয় , শিশু পাঠ্যে খ্যাত । "ভজার বাঁশি" "চাঁদের বুড়ি" , আছে কতো শত। মর্জাৎকান্দি গ্রামে ছিলেন বিপিন বিহারী দাস। মেধাবী বিপিন বলে খ্যাত তাঁর নাম। পত্নি তাঁর সরস্বতী পন্ডিতা রমা বাঈ। বিশ্ব জুড়ে খ্যাতি যাঁর নারী মুক্তি আর শিক্ষায়। এ মাটির গর্ভে ছিল মনি রত্নে ভরা। ভুদেব ,অমিতাভ , দ্বারেশ, মুস্তাবা। অশোকবিজয়,তাপনকুমার , সুধীর,সুখুময় । সাহিত্যের সত্যজ্যোতি অতুলরঞ্জন মৃন্ময় । যুগশক্তি প্রকাশ হলো বাহান্ন সন , বিধুভূষণ চৌধুরী তার ছিলেন সম্পাদক অরিজিৎ ,রবিজিৎ বিজিৎ চৌধুরী, তাঁরাও স্ব স্ব ক্ষেত্রে হলেন কৃতী উত্তরসূরি। সুধীরসেন, বিজিৎ দত্ত মানবেন্দ্র ব্যানার্জি, এ শহরেই তাঁদের সাহিত্যে হাতে খড়ি। কামালুদ্দিন, সুবীর কর জয়ন্তনাথ, ইতিহাস রচনায় তাঁদের আছে সুনাম । সুজিৎ চৌধুরী , জন্মজিৎ সাহিত্যের বাণী প্রসন্ন , অর্থনীতির শেলী দাস সবার পরিচিত। গদ্যে পদ্যে দিলিপ কান্তি কানু আইচ বিশেষ । মলয়কান্তির আশরাফ আলী খোঁজে আজও স্বদেশ। সাহিত্য সংগীত নাটক চারুকলা , খেলা ধুলা কারু শিল্পে ছিল শহর সেরা । দুলু বাবু, রথীন সেন , হিমাংশু দাশগুপ্ত , সঙ্গে তাঁদের ঋষীন্দ্র মোহন নাট্য কলায় খ্যাত । প্রান্তিকের সত্যজ্যোতি , শান্তনু, মনীষ, অমিতাভ, সঙ্গে তাঁদের নাটকে ছিলেন মঞ্জুলিকা, আর মীরা রুদ্র । ব্রজ, ভূপেন, নীলু ফুলু কর, নারী চরিত্রে ছিল তাঁদের সেরা অভিনয়। ঢপ যাত্রায় খ্যাত তখন , জিতেন বাবু, বিশ্বাম্বর দাস। মতি মিঞার ব্যান্ড আর, ওঝা ধামাইল নাচ।
করিমগঞ্জ: সেকাল : ঐতিহ্য পরম্পরা। কথা :মেঘনাদ দাস। সুর ও কন্ঠ : মঞ্জুশ্রী দাস। *** *** **** *** *** (৩) ১৮৭৮ সনে হলো করিমগঞ্জ মহকুমা, এস.ডি.ও.অফিসের জন্যে, উচ্ছেদ হলেন তালিবুন নেসা। লাতু থেকে আসে মুনসেফ কোর্ট, ১৮৮০-তে শুরু হয় করিমগঞ্জ শহর লোক্যাল বোর্ড। জল পথে যাত্রা শুরু ঐ একই সনে, করিমগঞ্জের পাশ দিয়ে ট্রেন চলে চাঁদপুর ১৮৯৯ সনে। এ শহরের ব্যবসার বেড়ে যায় গুরুত্ব, ঊনি'শ সতেরোতে হলো সুরমা ট্রাঙ্ক রোড নির্মিত। করিমগঞ্জের পাশেই ঐতিহাসিক লাতু গ্রাম , মালেগড় টিলায় রক্তে লিখা সিপাহী বিদ্রোহের নাম। ইটাখোলা মেইল ডাকাতির শহীদ অসিত ভট্টাচার্জি পিতা তাঁর ছিলেন করিমগঞ্জ এওলা বাড়ি । আসিতের সঙ্গী ছিলেন বিপ্লবী গৌরাঙ্গ লাল দাস । আন্দামান জেল কেটে এলেন করিমগঞ্জ নিবাস। এ মাটিতে স্পর্শ করে রবীন্দ্র চরণ, উনিশো এগারো তে কবি , আসেন করিমগঞ্জ স্টেশন। করিমগঞ্জের স্বনামধন্য রমণী মোহন দাস , বঙ্গভঙ্গ রদ আন্দোলনে করেণ যোগদান । এ শহরের শ্রদ্ধেয় নেতা , রণেন্দ্র মোহন, নলিনী কান্ত দাস , স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ আদিত্য আর যজ্ঞেশর দাস। করিমগঞ্জের স্বদেশী নেতা শ্রীশ দত্ত শ্যমাচারণ, সতীশ চন্দ্র, মতছিন আলী রমণী মোহন। করিমগঞ্জ পুরসভার প্রতিষ্ঠা হলো ঊনি'শ তেরো সনে। রাজচন্দ্র দাসই তার প্রথম নির্বাচিত চেয়ারম্যান পদে। বৈকুণ্ঠচরণ চ্যারিটেবল ডিস্পেনসারি, এটাই সিভিল হসপিটাল হলো পরবর্তী। পঞ্চ সাগর আছে এ শহরে সবার জানা, শম্ভু সেনের নামে শম্ভু সাগর, এ শহরের ঠিকানা । আসাদ আলীর নামে আজাদ সাগর । রমণী মোহন স্মৃতিতে হলো, রমনি সাগর। অনুকূল চন্দ্র সেনের নামে অনুকূল সাগর, আর কৈলাশ সাগর বুজিয়ে হলো সরস্বতী বিদ্যা নিকেতন। নটি খাল নিয়ে ছিল কতো গল্প গাঁথা, খাল,ব্রিজ সবই আজ মাটি দিয়ে চাপা। শহরের দক্ষিণ প্রান্তে ছিল পুয়ামরা পুল, নেতাজী দাঁড়িয়ে আজও চৌমাথায় মোড়। শহরে নেতাজির স্ট্যাচু গড়ে উল্কা ক্লাব, কৃতজ্ঞ থাকুক তাই শহর বার বার । বাম হাতে গেলে পাবে সুভাষ নগর । সম্মুখে এগুলে তখন ছিল বাবুজির স্টল, বাবুজির দোকানের পুরী চা তরকারি, না খেলে স্বাদ মুখে বলা ছিল ভীষণ ভারী । বাঁ দিকে আছে আজও করিমগঞ্জ কলেজ। ডান দিকে ছিল রাধা,দুর্গা গৌরী হোটেল। করিমগঞ্জ কলেজ হয় ছেঁচল্লিশ সনে। ইয়া হিয়া খান ছিলেন তখন , এস.ডি ও. পদে রবীন্দ্রনাথ আদিত্য, আর তুলরাম ভূরা তাঁদেরই নেতৃত্বে হয় কলেজ এই কলেজ গড়া। ষোলো সনেতে হয় নীলমণি হাইস্কুল, চব্বিশ সনে রাজচন্দ্রের মধ্যবঙ্গ স্ত্রী শিক্ষায় উদ্যোগ। শিক্ষা দীক্ষায় এ শহর ছিল অগ্রগণ্য । তবু আমোদ প্রমোদে তার ছিল না কার্পণ্য । এ শহরের প্রথম সিনেমা হল ছিল ভ্যারাইটি টকিজ। প্রথমে টাউন হলে ছিল পরে দুলুবাবুর বাড়ি। মতি মহল নাম বদলে হলো শ্রী দুর্গা সিনেমা। চিত্রবানী নাম যে আছে সবার জানা। ভগবান টাকিজ হলো রাধা সিনেমা । গুল্লা সাবান,রাধা বিস্কুট কিছুই যায় না ভোলা। এ শহরের সিনেমা হল বা রাধার সাবান বিস্কুট, কতো কিছুই বন্ধ আজ রাখে কেবা খোঁজ! সন্তর বাজারে আজো আছে সচল কেনা কাটা , ভক্তরা ভিড় করেন এখানে, আছে রাধা মাধব জিউর আখড়া। চর বাজারে ছিল রতন মানিক দার চায়ের দোকান। গুণীজনদের বাঁধন ছাড়া আড্ডার নাকি ছিল নিশ্চিন্ত স্থান। এ শহরে আড্ডার হয়েছিল আরেক ঠিকানা। নাম যার দেবদূত আর বিখ্যাত হলো তার সিঙ্গারা। এ শহর জানতে আরো আছে অনেক কিছুই বাকি। অজ্ঞাতার কারণেতে গেলো বাদ অনেক নাম উপাধি।
অপূর্ব! এতো ভাল লাগল যা শব্দে প্রকাশ করতে পারছি না! জন্ম স্থান মনে পড়ে গেল। হবিগঞ্জের পুটিজুরি পরগনা! পুরোনো স্মৃতি। সুরমা-কুশিয়ারা,লংগাই। করিমগঞ্জ (কাছার) ।***বর্তমানে বয়স 78, এখনও মনে পড়ে আমাদের বাড়িঘর। পুরোনো স্মৃতি অতি মধুর, কিন্তু বেদনা দায়ক! *** তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব-খুউব ভাল থাকবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন!
এইযে আমার প্রাণের গান মনের গান অন্তরে গান । শৈশব আর কৈশোর বেড়ে ওঠে আমার কুশিয়ারা নদীর তীরে । লেখাপড়া করি গুরুসদয় হাইস্কুলে । এই গানের যে কয়েকটি গ্রামের কথা উঠে এসেছে লাউতা , জলঢুপ বিরশ্রী ইত্যাদি তো বাংলাদেশেই পড়েছে । সত্যিই বলেছেন, করিমগঞ্জের অঙ্গ কেটেই ভাগ করা হয়েছে দুই দেশে । কা গানের ভেতর দিয়ে অপূর্বভাবে ফুটে উঠেছে করিমগঞ্জের কৃষ্টি ,সভ্যতা, ইতিহাস আর ঐতিহ্য । অনেক জানা-অজানা জিনিসেই গান থেকে জানতে পারলাম । এক কথায় অপূর্ব এই গান । বাপ , চাচা আর দাদাদের প্রাণের শহর ছিল এই করিমগঞ্জ । কিন্তু আমার কোনদিনও যাওয়া হয়নি এই শহরে । অপূর্ব এই গানের জন্য অনেক ধন্যবাদ ।
নমস্কার মেডাম, আপনার এই গানটি আমি আজকে শুনলাম, আপনার এই গানের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম যা আমার একদমই জানা ছিলনা, আমি গান এমন একটা পছন্দ করিনা কিন্তু গত কয়েকদিন থেকে আমি বিধান ছারের গান শুনে আসছি ছারের গান শুনার একটাই উদ্দেশ্য কারণ গান থেকে কিছু একটা শিক্ষা পাওয়া যায়, হঠাৎ আপনার এই গানটি আমি দেখতে পাই এবং এই গানটি আমি পুরোটাই শুনলাম শুনে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাকে মেডাম। আশির্বাদ রইলো যাতে এরকম ভালো ভালো গান আমাদেরকে উপহার দিতে পারেন। আমার জন্য আশির্বাদ রাখবেন।
"এ যে সুরের ই ভাষা, ছন্দের ই ভাষা, প্রানের ই ভাষা, আনন্দের ই ভাষা........." বাহ্, শুধু গান নয় এ যেন এক দলিল, সুর-তাল-ছন্দ- ইতিহাস সব কিছু মিলে এক অসাধারণ কাজ Manjusree & Team. (মহারাজা তোমারে সেলাম) গীতিকার এর উদ্দেশ্য🙏🙏
করিমগঞ্জ: সেকাল : ঐতিহ্য পরম্পরা। কথা :মেঘনাদ দাস। সুর ও কন্ঠ : মঞ্জুশ্রী দাস। *** *** **** *** *** (৩) ১৮৭৮ সনে হলো করিমগঞ্জ মহকুমা, এস.ডি.ও.অফিসের জন্যে, উচ্ছেদ হলেন তালিবুন নেসা। লাতু থেকে আসে মুনসেফ কোর্ট, ১৮৮০-তে শুরু হয় করিমগঞ্জ শহর লোক্যাল বোর্ড। জল পথে যাত্রা শুরু ঐ একই সনে, করিমগঞ্জের পাশ দিয়ে ট্রেন চলে চাঁদপুর ১৮৯৯ সনে। এ শহরের ব্যবসার বেড়ে যায় গুরুত্ব, ঊনি'শ সতেরোতে হলো সুরমা ট্রাঙ্ক রোড নির্মিত। করিমগঞ্জের পাশেই ঐতিহাসিক লাতু গ্রাম , মালেগড় টিলায় রক্তে লিখা সিপাহী বিদ্রোহের নাম। ইটাখোলা মেইল ডাকাতির শহীদ অসিত ভট্টাচার্জি পিতা তাঁর ছিলেন করিমগঞ্জ এওলা বাড়ি । আসিতের সঙ্গী ছিলেন বিপ্লবী গৌরাঙ্গ লাল দাস । আন্দামান জেল কেটে এলেন করিমগঞ্জ নিবাস। এ মাটিতে স্পর্শ করে রবীন্দ্র চরণ, উনিশো এগারো তে কবি , আসেন করিমগঞ্জ স্টেশন। করিমগঞ্জের স্বনামধন্য রমণী মোহন দাস , বঙ্গভঙ্গ রদ আন্দোলনে করেণ যোগদান । এ শহরের শ্রদ্ধেয় নেতা , রণেন্দ্র মোহন, নলিনী কান্ত দাস , স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ আদিত্য আর যজ্ঞেশর দাস। করিমগঞ্জের স্বদেশী নেতা শ্রীশ দত্ত শ্যমাচারণ, সতীশ চন্দ্র, মতছিন আলী রমণী মোহন। করিমগঞ্জ পুরসভার প্রতিষ্ঠা হলো ঊনি'শ তেরো সনে। রাজচন্দ্র দাসই তার প্রথম নির্বাচিত চেয়ারম্যান পদে। বৈকুণ্ঠচরণ চ্যারিটেবল ডিস্পেনসারি, এটাই সিভিল হসপিটাল হলো পরবর্তী। পঞ্চ সাগর আছে এ শহরে সবার জানা, শম্ভু সেনের নামে শম্ভু সাগর, এ শহরের ঠিকানা । আসাদ আলীর নামে আজাদ সাগর । রমণী মোহন স্মৃতিতে হলো, রমনি সাগর। অনুকূল চন্দ্র সেনের নামে অনুকূল সাগর, আর কৈলাশ সাগর বুজিয়ে হলো সরস্বতী বিদ্যা নিকেতন। নটি খাল নিয়ে ছিল কতো গল্প গাঁথা, খাল,ব্রিজ সবই আজ মাটি দিয়ে চাপা। শহরের দক্ষিণ প্রান্তে ছিল পুয়ামরা পুল, নেতাজী দাঁড়িয়ে আজও চৌমাথায় মোড়। শহরে নেতাজির স্ট্যাচু গড়ে উল্কা ক্লাব, কৃতজ্ঞ থাকুক তাই শহর বার বার । বাম হাতে গেলে পাবে সুভাষ নগর । সম্মুখে এগুলে তখন ছিল বাবুজির স্টল, বাবুজির দোকানের পুরী চা তরকারি, না খেলে স্বাদ মুখে বলা ছিল ভীষণ ভারী । বাঁ দিকে আছে আজও করিমগঞ্জ কলেজ। ডান দিকে ছিল রাধা,দুর্গা গৌরী হোটেল। করিমগঞ্জ কলেজ হয় ছেঁচল্লিশ সনে। ইয়া হিয়া খান ছিলেন তখন , এস.ডি ও. পদে রবীন্দ্রনাথ আদিত্য, আর তুলরাম ভূরা তাঁদেরই নেতৃত্বে হয় কলেজ এই কলেজ গড়া। ষোলো সনেতে হয় নীলমণি হাইস্কুল, চব্বিশ সনে রাজচন্দ্রের মধ্যবঙ্গ স্ত্রী শিক্ষায় উদ্যোগ। শিক্ষা দীক্ষায় এ শহর ছিল অগ্রগণ্য । তবু আমোদ প্রমোদে তার ছিল না কার্পণ্য । এ শহরের প্রথম সিনেমা হল ছিল ভ্যারাইটি টকিজ। প্রথমে টাউন হলে ছিল পরে দুলুবাবুর বাড়ি। মতি মহল নাম বদলে হলো শ্রী দুর্গা সিনেমা। চিত্রবানী নাম যে আছে সবার জানা। ভগবান টাকিজ হলো রাধা সিনেমা । গুল্লা সাবান,রাধা বিস্কুট কিছুই যায় না ভোলা। এ শহরের সিনেমা হল বা রাধার সাবান বিস্কুট, কতো কিছুই বন্ধ আজ রাখে কেবা খোঁজ! সন্তর বাজারে আজো আছে সচল কেনা কাটা , ভক্তরা ভিড় করেন এখানে, আছে রাধা মাধব জিউর আখড়া। চর বাজারে ছিল রতন মানিক দার চায়ের দোকান। গুণীজনদের বাঁধন ছাড়া আড্ডার নাকি ছিল নিশ্চিন্ত স্থান। এ শহরে আড্ডার হয়েছিল আরেক ঠিকানা। নাম যার দেবদূত আর বিখ্যাত হলো তার সিঙ্গারা। এ শহর জানতে আরো আছে অনেক কিছুই বাকি। অজ্ঞাতার কারণেতে গেলো বাদ অনেক নাম উপাধি।
দেশভাগ! উফ! কতোই পীড়াদায়ক- সেইসময়ে হিন্দু মুসলমান এই পীড়া নিয়ে অধিকাংশ অন্তরালে চলে গেছেন কিছুসংখ্যক যদিও জীবিত!😭😭 হায়রে ব্রিটিশ! তোমরাই এই পীড়ার জন্য দায়ী!
কুশিয়ারা নদীর এই বিসর্জন ঘাট আমার অনেক প্রিয় একটা স্থান। দুই দেশের মধ্যে থাকা কুশিয়ারা নদীর বহমান ধারা মনে অনেক আনন্দ দেয়।❤️❤️❤️ দিদি তোমার এই সুন্দর গানে উল্লেখ করা মৈনা গ্রামে বাড়ি আমার। 👍👍 অনেক অনেক ধন্যবাদ দিদি আমার গ্রামের নাম গানে উল্লেখ করার জন্য।❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
জন্ম ভূমি নিয়ে এত সুন্দর গান অবিশাস্য ভাবা যায় না. আপনি আপনার গান দুনোটাও খুব সুন্দর হইয়েছে. খুব ভালো লাগলো গান তা শুনে. ভালো থাকবেন আরো গান শুনবো বলে অপেক্ষায় রইলাম. ❤🙏
করিমগঞ্জ: সেকাল : ঐতিহ্য পরম্পরা। কথা :মেঘনাদ দাস। সুর ও কন্ঠ : মঞ্জুশ্রী দাস। *** *** **** *** *** (৩) ১৮৭৮ সনে হলো করিমগঞ্জ মহকুমা, এস.ডি.ও.অফিসের জন্যে, উচ্ছেদ হলেন তালিবুন নেসা। লাতু থেকে আসে মুনসেফ কোর্ট, ১৮৮০-তে শুরু হয় করিমগঞ্জ শহর লোক্যাল বোর্ড। জল পথে যাত্রা শুরু ঐ একই সনে, করিমগঞ্জের পাশ দিয়ে ট্রেন চলে চাঁদপুর ১৮৯৯ সনে। এ শহরের ব্যবসার বেড়ে যায় গুরুত্ব, ঊনি'শ সতেরোতে হলো সুরমা ট্রাঙ্ক রোড নির্মিত। করিমগঞ্জের পাশেই ঐতিহাসিক লাতু গ্রাম , মালেগড় টিলায় রক্তে লিখা সিপাহী বিদ্রোহের নাম। ইটাখোলা মেইল ডাকাতির শহীদ অসিত ভট্টাচার্জি পিতা তাঁর ছিলেন করিমগঞ্জ এওলা বাড়ি । আসিতের সঙ্গী ছিলেন বিপ্লবী গৌরাঙ্গ লাল দাস । আন্দামান জেল কেটে এলেন করিমগঞ্জ নিবাস। এ মাটিতে স্পর্শ করে রবীন্দ্র চরণ, উনিশো এগারো তে কবি , আসেন করিমগঞ্জ স্টেশন। করিমগঞ্জের স্বনামধন্য রমণী মোহন দাস , বঙ্গভঙ্গ রদ আন্দোলনে করেণ যোগদান । এ শহরের শ্রদ্ধেয় নেতা , রণেন্দ্র মোহন, নলিনী কান্ত দাস , স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ আদিত্য আর যজ্ঞেশর দাস। করিমগঞ্জের স্বদেশী নেতা শ্রীশ দত্ত শ্যমাচারণ, সতীশ চন্দ্র, মতছিন আলী রমণী মোহন। করিমগঞ্জ পুরসভার প্রতিষ্ঠা হলো ঊনি'শ তেরো সনে। রাজচন্দ্র দাসই তার প্রথম নির্বাচিত চেয়ারম্যান পদে। বৈকুণ্ঠচরণ চ্যারিটেবল ডিস্পেনসারি, এটাই সিভিল হসপিটাল হলো পরবর্তী। পঞ্চ সাগর আছে এ শহরে সবার জানা, শম্ভু সেনের নামে শম্ভু সাগর, এ শহরের ঠিকানা । আসাদ আলীর নামে আজাদ সাগর । রমণী মোহন স্মৃতিতে হলো, রমনি সাগর। অনুকূল চন্দ্র সেনের নামে অনুকূল সাগর, আর কৈলাশ সাগর বুজিয়ে হলো সরস্বতী বিদ্যা নিকেতন। নটি খাল নিয়ে ছিল কতো গল্প গাঁথা, খাল,ব্রিজ সবই আজ মাটি দিয়ে চাপা। শহরের দক্ষিণ প্রান্তে ছিল পুয়ামরা পুল, নেতাজী দাঁড়িয়ে আজও চৌমাথায় মোড়। শহরে নেতাজির স্ট্যাচু গড়ে উল্কা ক্লাব, কৃতজ্ঞ থাকুক তাই শহর বার বার । বাম হাতে গেলে পাবে সুভাষ নগর । সম্মুখে এগুলে তখন ছিল বাবুজির স্টল, বাবুজির দোকানের পুরী চা তরকারি, না খেলে স্বাদ মুখে বলা ছিল ভীষণ ভারী । বাঁ দিকে আছে আজও করিমগঞ্জ কলেজ। ডান দিকে ছিল রাধা,দুর্গা গৌরী হোটেল। করিমগঞ্জ কলেজ হয় ছেঁচল্লিশ সনে। ইয়া হিয়া খান ছিলেন তখন , এস.ডি ও. পদে রবীন্দ্রনাথ আদিত্য, আর তুলরাম ভূরা তাঁদেরই নেতৃত্বে হয় কলেজ এই কলেজ গড়া। ষোলো সনেতে হয় নীলমণি হাইস্কুল, চব্বিশ সনে রাজচন্দ্রের মধ্যবঙ্গ স্ত্রী শিক্ষায় উদ্যোগ। শিক্ষা দীক্ষায় এ শহর ছিল অগ্রগণ্য । তবু আমোদ প্রমোদে তার ছিল না কার্পণ্য । এ শহরের প্রথম সিনেমা হল ছিল ভ্যারাইটি টকিজ। প্রথমে টাউন হলে ছিল পরে দুলুবাবুর বাড়ি। মতি মহল নাম বদলে হলো শ্রী দুর্গা সিনেমা। চিত্রবানী নাম যে আছে সবার জানা। ভগবান টাকিজ হলো রাধা সিনেমা । গুল্লা সাবান,রাধা বিস্কুট কিছুই যায় না ভোলা। এ শহরের সিনেমা হল বা রাধার সাবান বিস্কুট, কতো কিছুই বন্ধ আজ রাখে কেবা খোঁজ! সন্তর বাজারে আজো আছে সচল কেনা কাটা , ভক্তরা ভিড় করেন এখানে, আছে রাধা মাধব জিউর আখড়া। চর বাজারে ছিল রতন মানিক দার চায়ের দোকান। গুণীজনদের বাঁধন ছাড়া আড্ডার নাকি ছিল নিশ্চিন্ত স্থান। এ শহরে আড্ডার হয়েছিল আরেক ঠিকানা। নাম যার দেবদূত আর বিখ্যাত হলো তার সিঙ্গারা। এ শহর জানতে আরো আছে অনেক কিছুই বাকি। অজ্ঞাতার কারণেতে গেলো বাদ অনেক নাম উপাধি।
করিমগঞ্জ : সেকাল : ঐতিহ্য পরম্পরা ।
কথা : মেঘনাদ দাস ।
সুর ও কন্ঠ : মঞ্জুশ্রী দাস।
******* ****** ****** ******
(১)
কুশিয়ারা ! ও কুশিয়ারা -
তোর দুই পাড়ের ঐ দু আঁচলে ,
আছে কতো নকশি আঁকা বাঁকা শহর-গঞ্জ-গ্রাম ।
আমার সে ছোট্ট শহর
তার মাঝেতে করছে বিরাম ,
করিমগনজ নাম।
মায়ের বুকের মতো কত
নিংড়ে নিলাম আমি।
তবু কতো অজানা
আছে জানা বাকি ।
আরো কতখানি নিলে
কুশিয়ারা পানি।
গল্প নয় তা, সত্য কথাই
বলছি সবাই শোনো, -
চোখের জলে মূল্য দিলো
দেশ ভাগেরই জন্য ।
করিমগঞ্জ তায় দু'ভাগ হলো ,
অর্ধেক সে সিলেট জেলায় ,
অন্য ভাগ তার বরাকে এলো,
কাছাড় জেলায় ।
ছিন্ন দেহ ভিন্ন হলো ,
ক্ষত চিহ্নে ভরা।
ভিটে মাটি ভাগ হলো আর ,
সুরমা কুশিয়ারা।
হারিয়েছে অনেক কিছুই,
হারালো দিন সময় ,
তবু শহর আমার স্বপ্ন মনোময়।
এ মাটিরই সান্তান ছিলেন কতো
বিদূষী বিদ্বজ্জন ,
লাতুতে জন্মেছিলেন
কবি প্যারীচরণ।
সবার আগে কৃষ্ণ চন্দ্র,
ছিলেন গদ্যে শিরোমণি।
জল ঢুপে তাঁর পৈতৃক ভিটে,
তিনি হলেন প্রবাসী ।
এ গ্রামেই জন্মে নিলেন
কৃষ্ণপ্রিয়া রানী ।
"নারী মঙ্গল" আদি লিখে
হলেন যশস্বিনী ।
মৈনার এক কৃতী সন্তান অচ্যুৎচরণ ।
তাঁর কীর্তি আজও আমরা করি যে স্মরণ ।
তত্ত্বনিধি উপাধিতে হলেন ভূষিত ।
তাঁরই মহান সৃষ্টি "শ্রীহট্টের ইতিবৃত্ত। "
"শ্রীভূমির" সাহিত্য পত্রে সমৃদ্ধ শহর ।
ঊনিশ শতের পনেরো সন প্রথম প্রকাশন ।
লাউতা গ্রামের সতীশচন্দ্র ,
সাহিত্যে বিখ্যাত।
"শ্রীভূমি" মাসিক সাহিত্য পত্র,
তাঁরই সম্পাদিত ।
বীরশ্রীর গুরুসদয় , শিশু পাঠ্যে খ্যাত ।
"ভজার বাঁশি" "চাঁদের বুড়ি" ,
আছে কতো শত।
মর্জাৎকান্দি গ্রামে ছিলেন
বিপিন বিহারী দাস।
মেধাবী বিপিন বলে খ্যাত তাঁর নাম।
পত্নি তাঁর সরস্বতী পন্ডিতা রমা বাঈ।
বিশ্ব জুড়ে খ্যাতি যাঁর নারী
মুক্তি আর শিক্ষায়।
এ মাটির গর্ভে ছিল মনি রত্নে ভরা।
ভুদেব ,অমিতাভ , দ্বারেশ, মুস্তাবা।
অশোকবিজয়,তাপনকুমার ,
সুধীর,সুখুময় ।
সাহিত্যের সত্যজ্যোতি
অতুলরঞ্জন মৃন্ময় ।
যুগশক্তি প্রকাশ হলো বাহান্ন সন ,
বিধুভূষণ চৌধুরী তার ছিলেন
সম্পাদক
অরিজিৎ ,রবিজিৎ বিজিৎ চৌধুরী,
তাঁরাও স্ব স্ব ক্ষেত্রে হলেন কৃতী উত্তরসূরি।
সুধীরসেন, বিজিৎ দত্ত মানবেন্দ্র ব্যানার্জি,
এ শহরেই তাঁদের সাহিত্যে হাতে খড়ি।
কামালুদ্দিন, সুবীর কর জয়ন্তনাথ,
ইতিহাস রচনায় তাঁদের আছে সুনাম ।
সুজিৎ চৌধুরী , জন্মজিৎ সাহিত্যের
বাণী প্রসন্ন ,
অর্থনীতির শেলী দাস সবার পরিচিত।
গদ্যে পদ্যে দিলিপ কান্তি কানু আইচ বিশেষ ।
মলয়কান্তির আশরাফ আলী খোঁজে আজও স্বদেশ।
সাহিত্য সংগীত নাটক চারুকলা ,
খেলা ধুলা কারু শিল্পে ছিল শহর সেরা ।
দুলু বাবু, রথীন সেন , হিমাংশু দাশগুপ্ত ,
সঙ্গে তাঁদের ঋষীন্দ্র মোহন
নাট্য কলায় খ্যাত ।
প্রান্তিকের সত্যজ্যোতি , শান্তনু, মনীষ, অমিতাভ,
সঙ্গে তাঁদের নাটকে ছিলেন মঞ্জুলিকা,
আর মীরা রুদ্র ।
ব্রজ, ভূপেন, নীলু ফুলু কর,
নারী চরিত্রে ছিল তাঁদের সেরা অভিনয়।
ঢপ যাত্রায় খ্যাত তখন ,
জিতেন বাবু, বিশ্বাম্বর দাস।
মতি মিঞার ব্যান্ড আর,
ওঝা ধামাইল নাচ।
(২)
দুলুবাবুর বাড়িতে হতো,
নাটক যাত্রার পালা,
হ্যাজাক লাইট হতো মঞ্চে আলোক সজ্জা ।
৫১-সনেতে এলো নাটকে নতুন যুগ,
খোলে গেলো নীলমণিতে (রোড়ে),
রমণীমোহন ইনস্টিটিউট।
রূপ কথার মতই আঁকা
এই রঙ্গমঞ্চ,
এ শহরে সংস্কৃতির গর্বের ঐতিহ্য।
নেতাজীর অন্তর্ধানের জানতে রহস্য ,
চোষট্টিতে হলো সন্ধানী সংঘ।
গান্ধীদা, পীযূষবাবু , মধুসূদন সেন,
প্রমুখ ব্যক্তি সংঘের মধ্যমনি ছিলেন ।
চড়াকুড়ি ,চরবাজার কুশিয়ারপার তখন,
সংস্কৃতি চর্চার হলো দ্বিতীয় ভুবন ।
এই শহরে নাটকের নাট্যশালায় ,
নাট্যগোষ্ঠী, সংশপ্তক, মুখোশ
সম্প্রদায় ।
বহুরূপী জানে সবাই জানে
শিল্পী তীর্থ ।
লুব্ধক ,প্রায়শ আর নব-দিগন্ত।
বিশ্ববীণা,নবজাগরণ,পঞ্চ প্রদীপ ,
মিলন সমিতি আর আছে চারনিক।
নাটকের ভীষ্মদা, অমিদা, গৌতম দাস,
সতু বাবু, নলিনীবালা, বিভাস দাস।
জ্যোৎস্না-ইভা,অগ্নিশিখা,কৃষ্ণা বিশ্বাস।
ঊষা দাস, গৌরী সেন , পরিচিত নাম।
পার্থ সেন ,ডলি দাস ,কেতকী দত্ত ,
ওমপ্রকাশ ,অনির্বাণ, প্রবীর ভট্টাচার্য্য ।
'মাইনু প্রেমচা', 'চোরাবলি', 'রাত্রি' নামের সিনেমা,
রথীন্দ্রনাথ সেন করেন প্রযোজনা।
চোরাবালি সিনেমায় ছিলেন, হিমাংশু মোহন।
ভাঙার গ্রামের দৃশ্য সাজে,
"এইতো জীবন।"
ভারতীয় সিনেমার বিচিত্র
মানচিত্রে ,
এ শহর যুক্ত হয় ছেঁচল্লিশ সনে ।
পার্থ প্রতিম, সৌগত, সৌমিত্র অধিকারী ,
শুভাশিস, নীলাঞ্জন সবই ফিল্মের উত্তরসূরী।
সন্দীপন,বিশ্বতোষ,সৌরভ দাস ,
করিমগঞ্জের স্বরূপ পার্থ আর
সুব্রত দাস।
বেলুনওয়ালা লাক্ষীনাথ আজও গল্প বলে ,
ঋত্বিজ সিনে আন্দোলন এখনও জারি আছে।
চিত্রশিল্পে বিখ্যাত নাম খালেদ চৌধুরী।
করিমগঞ্জের দাসগ্রামে তাঁর জন্মের ভিটে মাটি।
শম্ভু মিত্রের পরিচালালয়
রক্ত করবী ,
খালেদ চৌধুরীর মঞ্চ শিল্প পেল সুখ্যাতি।
সংগীত আর মঞ্চশিল্পে ছিলেন সমান দক্ষ।
পদ্মভূষণ উপাধিতে হলেন ভূষিত।
এস.আর.ভূষণ ছিলেন চিত্রকর আর ভাস্কর,
নানা দেশে রাখলেন তাঁর সৃষ্টির স্বাক্ষর।
অর্দ্ধেন্দু প্রতাপ,শচীন ,বিপ্লব সন্দিপন ,
চিত্রকর রামলাল সরোজ আর আছেন ভাস্কর স্বপন।
মৃৎশিল্পে কারিগর প্রতিমা
শিল্পালয়,
রসিক পালের মূর্তি খ্যাত , ছিল দেবালয়।
এস.পাল,ডি.এল.দেব, মনোভিরাম
চক্রবর্ত্তী,
জয়ন্ত , মুক্তা, জ্ঞান দে, নিত্যানন্দ চক্রবর্তী।
হারু আচার্য আছেন প্রফুল্ল সূত্রধর ,
সুহিতা,মানস,ছান্দিতা, বাদল
সূত্রধর।
সিদ্ধার্থ,অর্পিতা,গৌতম চক্রবর্ত্তী,
বিশ্বরূপ, কিশোর , অমিতাভ চৌধুরী।
এ শহর ছিলো তখন খেলা অন্ত প্রাণ,
আর.কে.জৈন ফুটবল কাপ কেমনে ভোলা যায়!
ফুটবলের প্রাণ পুরুষ সামসুদ্দীন দাদু ।
টাউন স্পোর্টিং , মাই ইলেভেন
তাঁর হাতেই শুরু।
কিংবদন্তী ফুটবলার অনুকূল দত্ত,
অজয়,অরুপ,দেবাশিস অনুপ ভট্টাচার্য্য।
( কিংবদন্তী ফুটবলার অনুকূল দত্ত,
অজয় দাস ফুটবলে ছিলেন সুখ্যাত।
অরুপ দাস ,দেবাশিস রায় অনুপ ভট্টাচার্য্য।
ইস্টবেঙ্গল ,মোহন বাগান , এরিয়ান্স মাতিয়েছিলো।)
সুকণ্ঠের মালিক ছিলেন সুখময় দত্ত,
রাণু দত্ত বলে তিনি সবার পরিচিত।
ছেঁচল্লিশ সনেতে গান এইচ.এম.ভি,
আধুনিক গান তাঁর করে রেকর্ড বন্দি।
ছন্দ ভারতীর জন্ম বাহান্ন সনে,
সংগীত নৃত্যের শিক্ষা শুরু তারই হাত ধরে।
নৃত্য গুরু বিহারিলাল ,রবিন ব্যানার্জি ,
সেতার বাদক লাবু মিয়া ছিলেন মিত ভাষী।
করিমগঞ্জের সুগায়ক বিমলজ্যোতি গুপ্ত ।
ইপটার খালেক চৌধুরী সবার পরিচিত।
সংগীত শিক্ষক যতীন্দ্র দেব , হরিচরণ,
তবলার খ্যাত নাম ভুবন মোহন।
ভূপেন কর আছেন গানে রুবি দাসগুপ্ত ,
রঞ্জিত চৌধরী, নিলিমা দেব ,
নৃত্যে সুলেখা দত্ত।
সরযূ বাবুর ছিল সংগীত
বিদ্যালয়,
অন্ধ অক্ষৌহিনী রায় ছিলেন,
তার সংগীত শিক্ষক।
সংগীতে গুণী শিক্ষক রনধীরর রায়,
সুগায়ক সুপ্রিয় মোহন,
নিভা দাস বেহালায় ।
তবলায় প্রানেশ ছিলেন এসরাজে অরুন্ধতী গুপ্ত,
লোক গায়ক হরিপদ আর ,
রঞ্জিত পুরকায়স্থ।
কবিতা রায আর শাশ্বতী ভট্টাচার্য,
রমন রায় হলেন গিটারে খ্যাত।
সংগীতে সুনাম ছিল সুব্রত খাজাঞ্চি।
শ্যামল দেব করেন আবৃত্তি।
করিমগঞ্জ: সেকাল : ঐতিহ্য পরম্পরা।
কথা :মেঘনাদ দাস।
সুর ও কন্ঠ : মঞ্জুশ্রী দাস।
*** *** **** *** ***
(৩)
১৮৭৮ সনে হলো করিমগঞ্জ
মহকুমা,
এস.ডি.ও.অফিসের জন্যে,
উচ্ছেদ হলেন তালিবুন নেসা।
লাতু থেকে আসে মুনসেফ কোর্ট,
১৮৮০-তে শুরু হয় করিমগঞ্জ শহর লোক্যাল বোর্ড।
জল পথে যাত্রা শুরু ঐ একই সনে,
করিমগঞ্জের পাশ দিয়ে ট্রেন চলে চাঁদপুর ১৮৯৯ সনে।
এ শহরের ব্যবসার বেড়ে যায় গুরুত্ব,
ঊনি'শ সতেরোতে হলো সুরমা ট্রাঙ্ক রোড নির্মিত।
করিমগঞ্জের পাশেই ঐতিহাসিক লাতু গ্রাম ,
মালেগড় টিলায় রক্তে লিখা সিপাহী বিদ্রোহের নাম।
ইটাখোলা মেইল ডাকাতির শহীদ অসিত ভট্টাচার্জি
পিতা তাঁর ছিলেন করিমগঞ্জ এওলা বাড়ি ।
আসিতের সঙ্গী ছিলেন বিপ্লবী গৌরাঙ্গ লাল দাস ।
আন্দামান জেল কেটে এলেন করিমগঞ্জ নিবাস।
এ মাটিতে স্পর্শ করে রবীন্দ্র
চরণ,
উনিশো এগারো তে কবি ,
আসেন করিমগঞ্জ স্টেশন।
করিমগঞ্জের স্বনামধন্য রমণী মোহন দাস ,
বঙ্গভঙ্গ রদ আন্দোলনে করেণ যোগদান ।
এ শহরের শ্রদ্ধেয় নেতা ,
রণেন্দ্র মোহন, নলিনী কান্ত দাস ,
স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ আদিত্য আর যজ্ঞেশর দাস।
করিমগঞ্জের স্বদেশী নেতা শ্রীশ দত্ত শ্যমাচারণ,
সতীশ চন্দ্র, মতছিন আলী
রমণী মোহন।
করিমগঞ্জ পুরসভার প্রতিষ্ঠা হলো ঊনি'শ
তেরো সনে।
রাজচন্দ্র দাসই তার প্রথম নির্বাচিত
চেয়ারম্যান পদে।
বৈকুণ্ঠচরণ চ্যারিটেবল ডিস্পেনসারি,
এটাই সিভিল হসপিটাল হলো
পরবর্তী।
পঞ্চ সাগর আছে এ শহরে
সবার জানা,
শম্ভু সেনের নামে শম্ভু সাগর,
এ শহরের ঠিকানা ।
আসাদ আলীর নামে আজাদ সাগর ।
রমণী মোহন স্মৃতিতে হলো,
রমনি সাগর।
অনুকূল চন্দ্র সেনের নামে
অনুকূল সাগর,
আর কৈলাশ সাগর বুজিয়ে হলো সরস্বতী বিদ্যা নিকেতন।
নটি খাল নিয়ে ছিল কতো গল্প
গাঁথা,
খাল,ব্রিজ সবই আজ মাটি দিয়ে চাপা।
শহরের দক্ষিণ প্রান্তে ছিল
পুয়ামরা পুল,
নেতাজী দাঁড়িয়ে আজও
চৌমাথায় মোড়।
শহরে নেতাজির স্ট্যাচু গড়ে উল্কা ক্লাব,
কৃতজ্ঞ থাকুক তাই শহর বার বার ।
বাম হাতে গেলে পাবে সুভাষ
নগর ।
সম্মুখে এগুলে তখন ছিল বাবুজির স্টল,
বাবুজির দোকানের পুরী চা তরকারি,
না খেলে স্বাদ মুখে বলা ছিল
ভীষণ ভারী ।
বাঁ দিকে আছে আজও
করিমগঞ্জ কলেজ।
ডান দিকে ছিল রাধা,দুর্গা
গৌরী হোটেল।
করিমগঞ্জ কলেজ হয় ছেঁচল্লিশ সনে।
ইয়া হিয়া খান ছিলেন তখন ,
এস.ডি ও. পদে
রবীন্দ্রনাথ আদিত্য, আর তুলরাম ভূরা
তাঁদেরই নেতৃত্বে হয় কলেজ এই কলেজ গড়া।
ষোলো সনেতে হয় নীলমণি হাইস্কুল,
চব্বিশ সনে রাজচন্দ্রের
মধ্যবঙ্গ স্ত্রী শিক্ষায় উদ্যোগ।
শিক্ষা দীক্ষায় এ শহর ছিল
অগ্রগণ্য ।
তবু আমোদ প্রমোদে তার ছিল না কার্পণ্য ।
এ শহরের প্রথম সিনেমা হল ছিল
ভ্যারাইটি টকিজ।
প্রথমে টাউন হলে ছিল পরে
দুলুবাবুর বাড়ি।
মতি মহল নাম বদলে হলো
শ্রী দুর্গা সিনেমা।
চিত্রবানী নাম যে আছে সবার জানা।
ভগবান টাকিজ হলো রাধা সিনেমা ।
গুল্লা সাবান,রাধা বিস্কুট কিছুই
যায় না ভোলা।
এ শহরের সিনেমা হল বা
রাধার সাবান বিস্কুট,
কতো কিছুই বন্ধ আজ
রাখে কেবা খোঁজ!
সন্তর বাজারে আজো আছে সচল
কেনা কাটা ,
ভক্তরা ভিড় করেন এখানে,
আছে রাধা মাধব জিউর আখড়া।
চর বাজারে ছিল রতন মানিক দার চায়ের দোকান।
গুণীজনদের বাঁধন ছাড়া আড্ডার
নাকি ছিল নিশ্চিন্ত স্থান।
এ শহরে আড্ডার হয়েছিল
আরেক ঠিকানা।
নাম যার দেবদূত আর বিখ্যাত হলো তার সিঙ্গারা।
এ শহর জানতে আরো আছে অনেক কিছুই বাকি।
অজ্ঞাতার কারণেতে গেলো বাদ
অনেক নাম উপাধি।
করিমগঞ্জ: সকাল : পরম্পরা।
কথা: মেঘনাদ দাস ।
সুর ও কন্ঠ: মঞ্জুশ্রী দাস।
*** *** **** *** ***
(৪)
এ শহরের ইতিকথায় লিখা কতো আত্মবালিদান ।
শ্রদ্ধায় স্মরণ করি তাঁদের মহান অবদান।
বাহাত্তরে ভাষা শহিদ বাচ্চু চক্রবর্ত্তী।
জগন যীশু জীবন দিলেন ঊনিশ' ছিয়াশি।
সুদেষ্ণার আত্মত্যাগ এ শহর জানে ।
ঊনিশের চেতনায় আজও বুক বাঁধে।
এই টুকু বলে আজ দিলাম বিরতি ।
সন্ধানীর স্মরণিকায় হলাম
চিরঋণী।
বারাক বঙ্গের প্রকাশিত শতাব্দীর তথ্যপঞ্জীর কাছে,
ঋণ স্বীকার করে নিলাম মুক্ত
হৃদয়ে ।
জন্মজিৎ রায় , জননেতা নিশীথ রঞ্জন দাস,
কামালুদ্দি স্যার আর প্রীতমকে কৃতজ্ঞতা আমার।
Beautifully presented.....
DrS.chakrabartti. waiting for More
Thanks a lot 🙏
অপূর্ব! এতো ভাল লাগল যা শব্দে প্রকাশ করতে পারছি না! জন্ম স্থান মনে পড়ে গেল। হবিগঞ্জের পুটিজুরি পরগনা! পুরোনো স্মৃতি। সুরমা-কুশিয়ারা,লংগাই। করিমগঞ্জ (কাছার) ।***বর্তমানে বয়স 78, এখনও মনে পড়ে আমাদের বাড়িঘর। পুরোনো স্মৃতি অতি মধুর, কিন্তু বেদনা দায়ক! *** তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব-খুউব ভাল থাকবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন!
আন্তরিক ধন্যবাদ আপনাকে । আশির্বাদ রাখবেন 🙏
Nczbo vbvbvn9
Q
L@@ManjusreeDasSinger
অনবদ্য একটি গান। দারুন রচনা। কুর্নিশ এই গানের গীতিকার মেঘনাদ দাস কে।
Thanks, stay connected with this channel ❤️🙏🎼
এইযে আমার প্রাণের গান মনের গান অন্তরে গান । শৈশব আর কৈশোর বেড়ে ওঠে আমার কুশিয়ারা নদীর তীরে । লেখাপড়া করি গুরুসদয় হাইস্কুলে । এই গানের যে কয়েকটি গ্রামের কথা উঠে এসেছে লাউতা , জলঢুপ বিরশ্রী ইত্যাদি তো বাংলাদেশেই পড়েছে । সত্যিই বলেছেন, করিমগঞ্জের অঙ্গ কেটেই ভাগ করা হয়েছে দুই দেশে ।
কা
গানের ভেতর দিয়ে অপূর্বভাবে ফুটে উঠেছে করিমগঞ্জের কৃষ্টি ,সভ্যতা, ইতিহাস আর ঐতিহ্য । অনেক জানা-অজানা জিনিসেই গান থেকে জানতে পারলাম । এক কথায় অপূর্ব এই গান । বাপ , চাচা আর দাদাদের প্রাণের শহর ছিল এই করিমগঞ্জ । কিন্তু আমার কোনদিনও যাওয়া হয়নি এই শহরে ।
অপূর্ব এই গানের জন্য অনেক ধন্যবাদ ।
আপনাদের ভালো লাগছে শুনে আমরা ,এই গানটির সাথে যুক্ত সকলের , তৈরী করতে যে দীর্ঘ সময় এবং শ্রম লেগেছে ,তা যেন মনে এক সার্থক রূপ নিল
আন্তরিক ধন্যবাদ 🙏
কথা সুর দোটৃই অপূর্ব ! শুনে nostalgic হয়ে পড়লাম
আন্তরিক ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন সঙ্গীতের ❤️🙏😊
Great kushiyara river
Thank you so much, saty connected with this channel 🙏❤️🎼
নমস্কার মেডাম, আপনার এই গানটি আমি আজকে শুনলাম, আপনার এই গানের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম যা আমার একদমই জানা ছিলনা, আমি গান এমন একটা পছন্দ করিনা কিন্তু গত কয়েকদিন থেকে আমি বিধান ছারের গান শুনে আসছি ছারের গান শুনার একটাই উদ্দেশ্য কারণ গান থেকে কিছু একটা শিক্ষা পাওয়া যায়, হঠাৎ আপনার এই গানটি আমি দেখতে পাই এবং এই গানটি আমি পুরোটাই শুনলাম শুনে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাকে মেডাম। আশির্বাদ রইলো যাতে এরকম ভালো ভালো গান আমাদেরকে উপহার দিতে পারেন। আমার জন্য আশির্বাদ রাখবেন।
Thanks a lot, stay connected with this channel 🙏❤️😊
বেশ ভালো লাগল। আমার আমাদের করিমগঞ্জ নিয়ে এরকম একটা গান সত্যিই দারুণ ব্যাপার।
আন্তরিক ধন্যবাদ আপনাকে । পাশে থাকবেন সঙ্গীতের 🙏
জন্ম স্থান নিজের শহর গ্রাম নিয়ে অপূর্ব গান
Thank you so much for your feedback.. stay connected with this channel 🙏❤️🎼
নিজের জায়গা (করিমগঞ্জ)-কে নিয়ে এমন গান আপ্লুত করল.... শুভেচ্ছা রইল শিল্পী সহ পুরো টিমের জন্য।
আন্তরিক ধন্যবাদ ।
Apni.ki.47.er...ager.Karimgonj bashi. naki.47.er por.Sylhet.thekey.choley.jaowa
Karimgonj.bashi.from.Moulvibazar
Sylhet
অপূর্ব।এতো সুন্দর গান শুনে আমি আপ্লুত।
আন্তরিক ধন্যবাদ ও অনেক ভালোবাসা
"এ যে সুরের ই ভাষা,
ছন্দের ই ভাষা, প্রানের ই ভাষা,
আনন্দের ই ভাষা........."
বাহ্, শুধু গান নয় এ যেন এক দলিল, সুর-তাল-ছন্দ- ইতিহাস সব কিছু মিলে এক অসাধারণ কাজ Manjusree & Team.
(মহারাজা তোমারে সেলাম) গীতিকার এর উদ্দেশ্য🙏🙏
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
নিজের শহরকে নিয়ে এত সুন্দর একটা গান শুনে আমি খুবই আপ্লুত! অনেক কিছুই জানতে পারলাম, এই গানটি শুনে।
💛💛💚💚💗💗💙💙💜💜
আন্তরিক ধন্যবাদ আপনাকে। নিজের শহরের শিল্পীর সঙ্গীতের পাশে থেকে এগিয়ে নিয়ে যাবেন এই উপত্যকার কাজকে ।🙏❤️🙏
@@ManjusreeDasSinger নিশ্চয়ই
Very nice song in melodious voice & perfect lyrics. Thanks Ma'am Manjusree 🙏
Thanks a lot, stay tuned ❤️🙏🎼
খুব সুন্দর লাগলো শুনে। নিজের শহরের গান শুনে।
আন্তরিক ধন্যবাদ
Darun darun darun
ধন্যবাদ
Sylhet is devided but emotion of peoples are not devided.....very attractive thank you so much......
Thank u so much for ur comment . Plz stay with tune ,do subscribe plz🙏
করিমগঞ্জবাসী হিসেবে গর্ব হচ্ছে ।
অনেক ধন্যবাদ । পাশে থাকবেন Subscribe চ্যানেলটি করে সংগীতের
দিদি সংগীতটা খুব ভালো হয়েছে
Thanks a lot, stay connected with this channel 🙏❤️
এত সুন্দর প্রযোজনা, দেখে ও শুনে ঋদ্ধ হলাম। অনেক সাধুবাদ জানাই। 🙏
Thanks a lot, stay connected with this channel 🙏❤️🎼
আমরার বাড়ির গালাত কুশিয়ারা নদী বিয়ানীবাজার সিলেট বাংলাদেশ 😊
ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গীতের 🙏
আহা মন প্রাণ জুড়িয়ে গেলো.... কি অপূর্ব আর হৃদয় মন্থন করা গান❤️❤️...
আন্তরিক ধন্যবাদ আপনাকে । চ্যানেলটি Subscribe করে পাশে থাকবেন সঙ্গীতের🙏
@@ManjusreeDasSinger apner bari kothay
@@smritidas3562 my birth place Karimganj, now leave in Silchar, Assam, thanx stay connected with this channel ❤️🙏🎼
I love you kuirgunj
স্মৃতির শহর একেবারে জীবন্ত হয়ে উঠেছে। ইতিহাস, সাহিত্য, শিল্প, সংস্কৃতির এক অনবদ্য দলিল। কে লিখেছেন জানা গেল না।
দাদা গানটি লিখেছেন মেঘনাদ দাস । আমি গানটির Descripsion box এ লিখেও দিয়েছি । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।আশির্বাদ রাখবেন ।
লাতুর ছেলে আমি । কবি প্যারিচরন, লাতুর মুন্সেফ কোর্ট নিয়ে জানতাম না । ধন্যবাদ দি আপনাকে । সত্যি মন ছুঁয়ে গেছে ।
@@sudipdas7792 অনেক অনেক ধন্যবাদ আপনাকে । পাশে থাকবেন সঙ্গীতের 🙏
Best historical song of Karimganj District.
Thanks a lot, stay connected with this channel, stay tuned ❤️🙏😊
করিমগঞ্জ: সেকাল : ঐতিহ্য পরম্পরা।
কথা: মেঘনাদ দাস।
সুর ও কন্ঠ : মঞ্জুশ্রী দাস।
*** *** ***** *** ***
(৪)
এ শহরের ইতিকথায় লিখা কতো আত্মবালিদান ।
শ্রদ্ধায় স্মরণ করি তাঁদের মহান অবদান।
বাহাত্তরে ভাষা শহিদ বাচ্চু চক্রবর্ত্তী।
জগন যীশু জীবন দিলেন ঊনিশ' ছিয়াশি।
সুদেষ্ণার আত্মত্যাগ এ শহর জানে ।
ঊনিশের চেতনায় আজও বুক বাঁধে।
এই টুকু বলে আজ দিলাম বিরতি ।
সন্ধানীর স্মরণিকায় হলাম
চিরঋণী।
বারাক বঙ্গের প্রকাশিত শতাব্দীর তথ্যপঞ্জীর কাছে,
ঋণ স্বীকার করে নিলাম মুক্ত
হৃদয়ে ।
জন্মজিৎ রায় , জননেতা নিশীথ রঞ্জন দাস,
কামালুদ্দি স্যার আর প্রীতমকে কৃতজ্ঞতা আমার।
করিমগঞ্জ: সেকাল : ঐতিহ্য পরম্পরা।
কথা :মেঘনাদ দাস।
সুর ও কন্ঠ : মঞ্জুশ্রী দাস।
*** *** **** *** ***
(৩)
১৮৭৮ সনে হলো করিমগঞ্জ
মহকুমা,
এস.ডি.ও.অফিসের জন্যে,
উচ্ছেদ হলেন তালিবুন নেসা।
লাতু থেকে আসে মুনসেফ কোর্ট,
১৮৮০-তে শুরু হয় করিমগঞ্জ শহর লোক্যাল বোর্ড।
জল পথে যাত্রা শুরু ঐ একই সনে,
করিমগঞ্জের পাশ দিয়ে ট্রেন চলে চাঁদপুর ১৮৯৯ সনে।
এ শহরের ব্যবসার বেড়ে যায় গুরুত্ব,
ঊনি'শ সতেরোতে হলো সুরমা ট্রাঙ্ক রোড নির্মিত।
করিমগঞ্জের পাশেই ঐতিহাসিক লাতু গ্রাম ,
মালেগড় টিলায় রক্তে লিখা সিপাহী বিদ্রোহের নাম।
ইটাখোলা মেইল ডাকাতির শহীদ অসিত ভট্টাচার্জি
পিতা তাঁর ছিলেন করিমগঞ্জ এওলা বাড়ি ।
আসিতের সঙ্গী ছিলেন বিপ্লবী গৌরাঙ্গ লাল দাস ।
আন্দামান জেল কেটে এলেন করিমগঞ্জ নিবাস।
এ মাটিতে স্পর্শ করে রবীন্দ্র
চরণ,
উনিশো এগারো তে কবি ,
আসেন করিমগঞ্জ স্টেশন।
করিমগঞ্জের স্বনামধন্য রমণী মোহন দাস ,
বঙ্গভঙ্গ রদ আন্দোলনে করেণ যোগদান ।
এ শহরের শ্রদ্ধেয় নেতা ,
রণেন্দ্র মোহন, নলিনী কান্ত দাস ,
স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ আদিত্য আর যজ্ঞেশর দাস।
করিমগঞ্জের স্বদেশী নেতা শ্রীশ দত্ত শ্যমাচারণ,
সতীশ চন্দ্র, মতছিন আলী
রমণী মোহন।
করিমগঞ্জ পুরসভার প্রতিষ্ঠা হলো ঊনি'শ
তেরো সনে।
রাজচন্দ্র দাসই তার প্রথম নির্বাচিত
চেয়ারম্যান পদে।
বৈকুণ্ঠচরণ চ্যারিটেবল ডিস্পেনসারি,
এটাই সিভিল হসপিটাল হলো
পরবর্তী।
পঞ্চ সাগর আছে এ শহরে
সবার জানা,
শম্ভু সেনের নামে শম্ভু সাগর,
এ শহরের ঠিকানা ।
আসাদ আলীর নামে আজাদ সাগর ।
রমণী মোহন স্মৃতিতে হলো,
রমনি সাগর।
অনুকূল চন্দ্র সেনের নামে
অনুকূল সাগর,
আর কৈলাশ সাগর বুজিয়ে হলো সরস্বতী বিদ্যা নিকেতন।
নটি খাল নিয়ে ছিল কতো গল্প
গাঁথা,
খাল,ব্রিজ সবই আজ মাটি দিয়ে চাপা।
শহরের দক্ষিণ প্রান্তে ছিল
পুয়ামরা পুল,
নেতাজী দাঁড়িয়ে আজও
চৌমাথায় মোড়।
শহরে নেতাজির স্ট্যাচু গড়ে উল্কা ক্লাব,
কৃতজ্ঞ থাকুক তাই শহর বার বার ।
বাম হাতে গেলে পাবে সুভাষ
নগর ।
সম্মুখে এগুলে তখন ছিল বাবুজির স্টল,
বাবুজির দোকানের পুরী চা তরকারি,
না খেলে স্বাদ মুখে বলা ছিল
ভীষণ ভারী ।
বাঁ দিকে আছে আজও
করিমগঞ্জ কলেজ।
ডান দিকে ছিল রাধা,দুর্গা
গৌরী হোটেল।
করিমগঞ্জ কলেজ হয় ছেঁচল্লিশ সনে।
ইয়া হিয়া খান ছিলেন তখন ,
এস.ডি ও. পদে
রবীন্দ্রনাথ আদিত্য, আর তুলরাম ভূরা
তাঁদেরই নেতৃত্বে হয় কলেজ এই কলেজ গড়া।
ষোলো সনেতে হয় নীলমণি হাইস্কুল,
চব্বিশ সনে রাজচন্দ্রের
মধ্যবঙ্গ স্ত্রী শিক্ষায় উদ্যোগ।
শিক্ষা দীক্ষায় এ শহর ছিল
অগ্রগণ্য ।
তবু আমোদ প্রমোদে তার ছিল না কার্পণ্য ।
এ শহরের প্রথম সিনেমা হল ছিল
ভ্যারাইটি টকিজ।
প্রথমে টাউন হলে ছিল পরে
দুলুবাবুর বাড়ি।
মতি মহল নাম বদলে হলো
শ্রী দুর্গা সিনেমা।
চিত্রবানী নাম যে আছে সবার জানা।
ভগবান টাকিজ হলো রাধা সিনেমা ।
গুল্লা সাবান,রাধা বিস্কুট কিছুই
যায় না ভোলা।
এ শহরের সিনেমা হল বা
রাধার সাবান বিস্কুট,
কতো কিছুই বন্ধ আজ
রাখে কেবা খোঁজ!
সন্তর বাজারে আজো আছে সচল
কেনা কাটা ,
ভক্তরা ভিড় করেন এখানে,
আছে রাধা মাধব জিউর আখড়া।
চর বাজারে ছিল রতন মানিক দার চায়ের দোকান।
গুণীজনদের বাঁধন ছাড়া আড্ডার
নাকি ছিল নিশ্চিন্ত স্থান।
এ শহরে আড্ডার হয়েছিল
আরেক ঠিকানা।
নাম যার দেবদূত আর বিখ্যাত হলো তার সিঙ্গারা।
এ শহর জানতে আরো আছে অনেক কিছুই বাকি।
অজ্ঞাতার কারণেতে গেলো বাদ
অনেক নাম উপাধি।
Love from karimganj ♥️
Thank you so much, saty connected with this channel 🙏❤️🎼
Karimganj distric a amr ghor... Karimganj er Story eto ta jana chilo na.. Aaj apnar ei sundor ganer madyome jante parlam.. Thanks 🙏
ধন্যবাদ। পাশে থাকবেন সঙ্গীতের
এমন এক ঐতিহাসিক গানে যন্ত্রসংগীতে আমার মত এক অধম কাজে লাগতে পারায় গর্ব বোধ করছি।
দাদা তোমাদের সহযোগিতায় গানটির মধ্যে প্রাণ সঞ্চার হলো । আন্তরিক ধন্যবাদ
darun darun
ধন্যবাদ
Khub sundor uposthapona, onek onek shuvokamona roilo
Thanks a lot, stay connected with this channel ❤️🙏🎼
nice place..nice song..nice singer..nice tone..✌✌..👌👌..🌷🌷..🍒🍒..🌀🌀..totally nice..didi tumi..totally nice..👍👍..
অনেক অনেক ধন্যবাদ
@@ManjusreeDasSinger god..bless...you....dear didi👍👍🌷🌷🌷👌👌👌👌
Very beautiful programme, spellbound, encouraging......DrS Chakrabartti . Mumbai/ Noida
Thank you so much, stay connected with this channel ❤️
দারুন 🙏🙏
আন্তরিক ধন্যবাদ আপনাকে 🙏
Amar jonmo mathi niye amon sundar gaan , mon bhare gelo darun hoyechhe dhanyabad shilpi saho team sabai ke. Sabai bhalo theko
Thanx a lot. Plz subscribe this youtube channel and stay with tune🙏❤🙏
খুব সুন্দর লাগলো! শুনে আপ্লুত হলাম !
আন্তরিক ধন্যবাদ আপনাকে । পাশে থাকবেন সঙ্গীতের চ্যানেলটি Subscribe করে ।
দেশভাগ! উফ! কতোই পীড়াদায়ক- সেইসময়ে হিন্দু মুসলমান এই পীড়া নিয়ে অধিকাংশ অন্তরালে চলে গেছেন কিছুসংখ্যক যদিও জীবিত!😭😭 হায়রে ব্রিটিশ! তোমরাই এই পীড়ার জন্য দায়ী!
Thanks for watching, Stay connected with this channel 🙏❤️🎼
দিদি অনেক ভালো লাগল গানটি শুনে ।
ধন্যবাদ
@@ManjusreeDasSinger ধন্যবাদ ধন্যবাদ আপনার শহর নিয়ে এ ধরনের গান আমাদেরকে শুনানোর জন্য অশেষ ধন্যবাদ।
Bhalo legeche
Thanks a lot, stay connected with this channel ❤️🙏🎼
দিদি দারুন দারুন।
Thanks a lot, stay connected with this channel ❤️🙏🎼
Oshadharon gaan
❤️❤️❤️❤️
Very nice. Sincere attempt to articulate the Legacy, Culture & associated History.
Thanks a lot
কুশিয়ারা নদীর এই বিসর্জন ঘাট আমার অনেক প্রিয় একটা স্থান। দুই দেশের মধ্যে থাকা কুশিয়ারা নদীর বহমান ধারা মনে অনেক আনন্দ দেয়।❤️❤️❤️
দিদি তোমার এই সুন্দর গানে উল্লেখ করা মৈনা গ্রামে বাড়ি আমার। 👍👍
অনেক অনেক ধন্যবাদ দিদি আমার গ্রামের নাম গানে উল্লেখ করার জন্য।❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
অনেক ধন্যবাদ । পাশে থাকবেন সঙ্গীতের
মন টা বরে গেলো দিদি গান টা শুনে 🚩🚩
অনেক ধন্যবাদ । পাশে থাকবেন Subscribe চ্যানেলটি করে সংগীতের
জন্ম ভূমি নিয়ে এত সুন্দর গান অবিশাস্য ভাবা যায় না. আপনি আপনার গান দুনোটাও খুব সুন্দর হইয়েছে. খুব ভালো লাগলো গান তা শুনে. ভালো থাকবেন আরো গান শুনবো বলে অপেক্ষায় রইলাম. ❤🙏
আন্তরিক ধন্যবাদ আপনাকে । পাশে থাকবেন চ্যানেলটি Subscribe করে এই উপত্যকার সঙ্গীতের।🙏
মেঘনাথ সাহা ও মন্জূশ্রী দাস কে ধন্যবাদ জানাই,এত সুন্দর একটি গানের মাধ্যমে ইতিহাস তুলে ধরার জন্য। খুবই ভালো লাগলো আবার ও ধন্যবাদ।
Khub sundar...apurba
Thanx a lot. Plz subscribe this youtube channel and stay with tune🙏❤🙏
Excellent job
Thank you so much,stay tuned ❤️
Love 💕 from hailakandi dist..
Thank you so much, saty connected with this channel 🙏❤️🎼
Oshadharon ❤️❤️❤️ nijer jagar itihas ta kub sundor vabe ganer madhe tulia dhorar lagia oshongkho dhanyabad 🙏
আন্তরিক ধন্যবাদ । পাশে থাকবেন এই উপত্যকার সঙ্গীতের চ্যানেলটি Subscribe করে।
Amar barie Lakshmi Bazar
Thanks, stay connected with this channel 🙏❤️🎼
খুব ভালো সুর।
Thank you so much
Didi apnar song suniya ame chub chub happy oice amr hous kxj 🙏🙏🙏🙏🙏💞 i love didi bahi
Thank you so much, stay connected with this channel ❤️🙏🎼
খুব ভালো লাগলো
Thank u so much . Plz do subscribe this you tube channel and with tune.🙏❤🙏
khub sundor didi Darun
Thank you so much, stay connected with this channel ❤️
অসাধারণ 👌❤👏👍
ধন্যবাদ
KRIAMGANG I LOVE YOU
Thanks a lot, stay connected with this channel ❤️🙏🎼
Kub balo laglo gun ta
Thanks a lot, stay connected with this channel 🙏🎼❤️
Oshadharon Gaan
Thank you so much, saty connected with this channel ❤️🙏🎼
Apurba gaan
অনেক ধন্যবাদ । পাশে থাকবেন Subscribe চ্যানেলটি করে সংগীতের
Ok didi korbo
khub sundor gan
ধন্যবাদ
অনেক সুন্দর সিলেট থেকে বলতেছি
Thanks a lot, stay connected with this channel ❤️🙏🎼
Kakimaa how are you 👉💐🙏👍👍👍👍👍👌👌👌👌💐👉im Bangalore Karnataka good song
Thanx a lot. Plz subscribe this youtube channel and stay with tune🙏❤🙏
Excellent
Manjusree Das apner bari kothay
Thanks a lot, stay connected with this channel 🙏❤️🎼
@@ManjusreeDasSinger apner bari kothay
অনেক সুন্দর গান দিদি
Thanx a lot. Plz subscribe this youtube channel and stay with tune🙏❤🙏
অসাধারণ দিদি
অনেক ধন্যবাদ । পাশে থাকবেন Subscribe চ্যানেলটি করে সংগীতের
আপনার গান আমার জান ওয়েস্টবেঙ্গল
Thank you, stay connected with this channel 🙏❤️🎼
দিদি দেখলাম খুব ভাল লাগলো।
ধন্যবাদ অনেক অনেক
Beautiful song
ধন্যবাদ
Manjusree das medam tumar song amr khub valo lage ami sab samay suni
আন্তরিক ধন্যবাদ আপনাকে । সঙ্গে থাকবেন চ্যানেলটির 🙏
Beautiful didi ❤ ♥ 💜 😍 💕 💙 ❤
ধন্যবাদ
Great
Thank you so much, stay connected with this channel 🙏❤️🎼
Verynice
A very good idea and effort of making such a nice video. Really nostalgic. Reminds my childhood and school days. Loved it very much. ❤️❤️❤️
Thanx a lot . Plz subscribe this channel and saty with tune🙏🙏🙏
@@ManjusreeDasSinger 👍Already subscribed.
Wonderful many many thanks didi
ধন্যবাদ একরাশ । পাশে থাকবেন সঙ্গীতের
খুব সুন্দর
Thanks a lot, stay connected with this channel ❤️🙏🎼
I was connected with, silchar, karimganj
Thanks, stay tuned ❤️
Amon singer er jonno
aaj karimganj onek gorbitho
Thank you so much.plz subscribe this channel and stay connected with us ❤🙏❤
Excellent song
Thanx a lot
খুব সুন্দর গান
আন্তরিক ধন্যবাদ । চ্যানেলটি Subscribe করে উপত্যকার সঙ্গীতের পাশে থাকবেন
মন ছুঁয়ে গেলো
আন্তরিক ধন্যবাদ । পাশে থাকবেন সঙ্গীতের🙏
আমরার হাইলাকান্দির ইতিহাস নিয়ে যদি একটি অনুষ্ঠান করতেন।
নিশ্চয়ই আগামীতে চেষ্টা করবো। আমাদের ও ইচ্ছে রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
बहुत सुंदर....
Thanks a lot, stay connected with this channel 🙏🎼🙏
খুবই ভালো
আন্তরিক ধন্যবাদ
করিমগঞ্জ: সকাল : ঐতিহ্য পরম্পরা।
কথা: মেঘনাদ দাস।
সুর ও কন্ঠ: মঞ্জুশ্রী দাস।
**** **** ****** **** ****
(২)
দুলুবাবুর বাড়িতে হতো,
নাটক যাত্রার পালা,
হ্যাজাক লাইট হতো মঞ্চে আলোক সজ্জা ।
৫১-সনেতে এলো নাটকে নতুন যুগ,
খোলে গেলো নীলমণিতে (রোড়ে),
রমণীমোহন ইনস্টিটিউট।
রূপ কথার মতই আঁকা
এই রঙ্গমঞ্চ,
এ শহরে সংস্কৃতির গর্বের ঐতিহ্য।
নেতাজীর অন্তর্ধানের জানতে রহস্য ,
চোষট্টিতে হলো সন্ধানী সংঘ।
গান্ধীদা, পীযূষবাবু , মধুসূদন সেন,
প্রমুখ ব্যক্তি সংঘের মধ্যমনি ছিলেন ।
চড়াকুড়ি ,চরবাজার কুশিয়ারপার তখন,
সংস্কৃতি চর্চার হলো দ্বিতীয় ভুবন ।
এই শহরে নাটকের নাট্যশালায় ,
নাট্যগোষ্ঠী, সংশপ্তক, মুখোশ
সম্প্রদায় ।
বহুরূপী জানে সবাই জানে
শিল্পী তীর্থ ।
লুব্ধক ,প্রায়শ আর নব-দিগন্ত।
বিশ্ববীণা,নবজাগরণ,পঞ্চ প্রদীপ ,
মিলন সমিতি আর আছে চারনিক।
নাটকের ভীষ্মদা, অমিদা, গৌতম দাস,
সতু বাবু, নলিনীবালা, বিভাস দাস।
জ্যোৎস্না-ইভা,অগ্নিশিখা,কৃষ্ণা বিশ্বাস।
ঊষা দাস, গৌরী সেন , পরিচিত নাম।
পার্থ সেন ,ডলি দাস ,কেতকী দত্ত ,
ওমপ্রকাশ ,অনির্বাণ, প্রবীর ভট্টাচার্য্য ।
'মাইনু প্রেমচা', 'চোরাবলি', 'রাত্রি' নামের সিনেমা,
রথীন্দ্রনাথ সেন করেন প্রযোজনা।
চোরাবালি সিনেমায় ছিলেন, হিমাংশু মোহন।
ভাঙার গ্রামের দৃশ্য সাজে,
"এইতো জীবন।"
ভারতীয় সিনেমার বিচিত্র
মানচিত্রে ,
এ শহর যুক্ত হয় ছেঁচল্লিশ সনে ।
পার্থ প্রতিম, সৌগত, সৌমিত্র অধিকারী ,
শুভাশিস, নীলাঞ্জন সবই ফিল্মের উত্তরসূরী।
সন্দীপন,বিশ্বতোষ,সৌরভ দাস ,
করিমগঞ্জের স্বরূপ পার্থ আর
সুব্রত দাস।
বেলুনওয়ালা লাক্ষীনাথ আজও গল্প বলে ,
ঋত্বিজ সিনে আন্দোলন এখনও জারি আছে।
চিত্রশিল্পে বিখ্যাত নাম খালেদ চৌধুরী।
করিমগঞ্জের দাসগ্রামে তাঁর জন্মের ভিটে মাটি।
শম্ভু মিত্রের পরিচালালয়
রক্ত করবী ,
খালেদ চৌধুরীর মঞ্চ শিল্প পেল সুখ্যাতি।
সংগীত আর মঞ্চশিল্পে ছিলেন সমান দক্ষ।
পদ্মভূষণ উপাধিতে হলেন ভূষিত।
এস.আর.ভূষণ ছিলেন চিত্রকর আর ভাস্কর,
নানা দেশে রাখলেন তাঁর সৃষ্টির স্বাক্ষর।
অর্দ্ধেন্দু প্রতাপ,শচীন ,বিপ্লব সন্দিপন ,
চিত্রকর রামলাল সরোজ আর আছেন ভাস্কর স্বপন।
মৃৎশিল্পে কারিগর প্রতিমা
শিল্পালয়,
রসিক পালের মূর্তি খ্যাত , ছিল দেবালয়।
এস.পাল,ডি.এল.দেব, মনোভিরাম
চক্রবর্ত্তী,
জয়ন্ত , মুক্তা, জ্ঞান দে, নিত্যানন্দ চক্রবর্তী।
হারু আচার্য আছেন প্রফুল্ল সূত্রধর ,
সুহিতা,মানস,ছান্দিতা, বাদল
সূত্রধর।
সিদ্ধার্থ,অর্পিতা,গৌতম চক্রবর্ত্তী,
বিশ্বরূপ, কিশোর , অমিতাভ চৌধুরী।
এ শহর ছিলো তখন খেলা অন্ত প্রাণ,
আর.কে.জৈন ফুটবল কাপ কেমনে ভোলা যায়!
ফুটবলের প্রাণ পুরুষ সামসুদ্দীন দাদু ।
টাউন স্পোর্টিং , মাই ইলেভেন
তাঁর হাতেই শুরু।
কিংবদন্তী ফুটবলার অনুকূল দত্ত,
অজয়,অরুপ,দেবাশিস অনুপ ভট্টাচার্য্য।
( কিংবদন্তী ফুটবলার অনুকূল দত্ত,
অজয় দাস ফুটবলে ছিলেন সুখ্যাত।
অরুপ দাস ,দেবাশিস রায় অনুপ ভট্টাচার্য্য।
ইস্টবেঙ্গল ,মোহন বাগান , এরিয়ান্স মাতিয়েছিলো।)
সুকণ্ঠের মালিক ছিলেন সুখময় দত্ত,
রাণু দত্ত বলে তিনি সবার পরিচিত।
ছেঁচল্লিশ সনেতে গান এইচ.এম.ভি,
আধুনিক গান তাঁর করে রেকর্ড বন্দি।
ছন্দ ভারতীর জন্ম বাহান্ন সনে,
সংগীত নৃত্যের শিক্ষা শুরু তারই হাত ধরে।
নৃত্য গুরু বিহারিলাল ,রবিন ব্যানার্জি ,
সেতার বাদক লাবু মিয়া ছিলেন মিত ভাষী।
করিমগঞ্জের সুগায়ক বিমলজ্যোতি গুপ্ত ।
ইপটার খালেক চৌধুরী সবার পরিচিত।
সংগীত শিক্ষক যতীন্দ্র দেব , হরিচরণ,
তবলার খ্যাত নাম ভুবন মোহন।
ভূপেন কর আছেন গানে রুবি দাসগুপ্ত ,
রঞ্জিত চৌধরী, নিলিমা দেব ,
নৃত্যে সুলেখা দত্ত।
সরযূ বাবুর ছিল সংগীত
বিদ্যালয়,
অন্ধ অক্ষৌহিনী রায় ছিলেন,
তার সংগীত শিক্ষক।
সংগীতে গুণী শিক্ষক রনধীরর রায়,
সুগায়ক সুপ্রিয় মোহন,
নিভা দাস বেহালায় ।
তবলায় প্রানেশ ছিলেন এসরাজে অরুন্ধতী গুপ্ত,
লোক গায়ক হরিপদ আর ,
রঞ্জিত পুরকায়স্থ।
কবিতা রায আর শাশ্বতী ভট্টাচার্য,
রমন রায় হলেন গিটারে খ্যাত।
সংগীতে সুনাম ছিল সুব্রত খাজাঞ্চি।
শ্যামল দেব করেন আবৃত্তি।
করিমগঞ্জ: সেকাল : ঐতিহ্য পরম্পরা।
কথা :মেঘনাদ দাস।
সুর ও কন্ঠ : মঞ্জুশ্রী দাস।
*** *** **** *** ***
(৩)
১৮৭৮ সনে হলো করিমগঞ্জ
মহকুমা,
এস.ডি.ও.অফিসের জন্যে,
উচ্ছেদ হলেন তালিবুন নেসা।
লাতু থেকে আসে মুনসেফ কোর্ট,
১৮৮০-তে শুরু হয় করিমগঞ্জ শহর লোক্যাল বোর্ড।
জল পথে যাত্রা শুরু ঐ একই সনে,
করিমগঞ্জের পাশ দিয়ে ট্রেন চলে চাঁদপুর ১৮৯৯ সনে।
এ শহরের ব্যবসার বেড়ে যায় গুরুত্ব,
ঊনি'শ সতেরোতে হলো সুরমা ট্রাঙ্ক রোড নির্মিত।
করিমগঞ্জের পাশেই ঐতিহাসিক লাতু গ্রাম ,
মালেগড় টিলায় রক্তে লিখা সিপাহী বিদ্রোহের নাম।
ইটাখোলা মেইল ডাকাতির শহীদ অসিত ভট্টাচার্জি
পিতা তাঁর ছিলেন করিমগঞ্জ এওলা বাড়ি ।
আসিতের সঙ্গী ছিলেন বিপ্লবী গৌরাঙ্গ লাল দাস ।
আন্দামান জেল কেটে এলেন করিমগঞ্জ নিবাস।
এ মাটিতে স্পর্শ করে রবীন্দ্র
চরণ,
উনিশো এগারো তে কবি ,
আসেন করিমগঞ্জ স্টেশন।
করিমগঞ্জের স্বনামধন্য রমণী মোহন দাস ,
বঙ্গভঙ্গ রদ আন্দোলনে করেণ যোগদান ।
এ শহরের শ্রদ্ধেয় নেতা ,
রণেন্দ্র মোহন, নলিনী কান্ত দাস ,
স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ আদিত্য আর যজ্ঞেশর দাস।
করিমগঞ্জের স্বদেশী নেতা শ্রীশ দত্ত শ্যমাচারণ,
সতীশ চন্দ্র, মতছিন আলী
রমণী মোহন।
করিমগঞ্জ পুরসভার প্রতিষ্ঠা হলো ঊনি'শ
তেরো সনে।
রাজচন্দ্র দাসই তার প্রথম নির্বাচিত
চেয়ারম্যান পদে।
বৈকুণ্ঠচরণ চ্যারিটেবল ডিস্পেনসারি,
এটাই সিভিল হসপিটাল হলো
পরবর্তী।
পঞ্চ সাগর আছে এ শহরে
সবার জানা,
শম্ভু সেনের নামে শম্ভু সাগর,
এ শহরের ঠিকানা ।
আসাদ আলীর নামে আজাদ সাগর ।
রমণী মোহন স্মৃতিতে হলো,
রমনি সাগর।
অনুকূল চন্দ্র সেনের নামে
অনুকূল সাগর,
আর কৈলাশ সাগর বুজিয়ে হলো সরস্বতী বিদ্যা নিকেতন।
নটি খাল নিয়ে ছিল কতো গল্প
গাঁথা,
খাল,ব্রিজ সবই আজ মাটি দিয়ে চাপা।
শহরের দক্ষিণ প্রান্তে ছিল
পুয়ামরা পুল,
নেতাজী দাঁড়িয়ে আজও
চৌমাথায় মোড়।
শহরে নেতাজির স্ট্যাচু গড়ে উল্কা ক্লাব,
কৃতজ্ঞ থাকুক তাই শহর বার বার ।
বাম হাতে গেলে পাবে সুভাষ
নগর ।
সম্মুখে এগুলে তখন ছিল বাবুজির স্টল,
বাবুজির দোকানের পুরী চা তরকারি,
না খেলে স্বাদ মুখে বলা ছিল
ভীষণ ভারী ।
বাঁ দিকে আছে আজও
করিমগঞ্জ কলেজ।
ডান দিকে ছিল রাধা,দুর্গা
গৌরী হোটেল।
করিমগঞ্জ কলেজ হয় ছেঁচল্লিশ সনে।
ইয়া হিয়া খান ছিলেন তখন ,
এস.ডি ও. পদে
রবীন্দ্রনাথ আদিত্য, আর তুলরাম ভূরা
তাঁদেরই নেতৃত্বে হয় কলেজ এই কলেজ গড়া।
ষোলো সনেতে হয় নীলমণি হাইস্কুল,
চব্বিশ সনে রাজচন্দ্রের
মধ্যবঙ্গ স্ত্রী শিক্ষায় উদ্যোগ।
শিক্ষা দীক্ষায় এ শহর ছিল
অগ্রগণ্য ।
তবু আমোদ প্রমোদে তার ছিল না কার্পণ্য ।
এ শহরের প্রথম সিনেমা হল ছিল
ভ্যারাইটি টকিজ।
প্রথমে টাউন হলে ছিল পরে
দুলুবাবুর বাড়ি।
মতি মহল নাম বদলে হলো
শ্রী দুর্গা সিনেমা।
চিত্রবানী নাম যে আছে সবার জানা।
ভগবান টাকিজ হলো রাধা সিনেমা ।
গুল্লা সাবান,রাধা বিস্কুট কিছুই
যায় না ভোলা।
এ শহরের সিনেমা হল বা
রাধার সাবান বিস্কুট,
কতো কিছুই বন্ধ আজ
রাখে কেবা খোঁজ!
সন্তর বাজারে আজো আছে সচল
কেনা কাটা ,
ভক্তরা ভিড় করেন এখানে,
আছে রাধা মাধব জিউর আখড়া।
চর বাজারে ছিল রতন মানিক দার চায়ের দোকান।
গুণীজনদের বাঁধন ছাড়া আড্ডার
নাকি ছিল নিশ্চিন্ত স্থান।
এ শহরে আড্ডার হয়েছিল
আরেক ঠিকানা।
নাম যার দেবদূত আর বিখ্যাত হলো তার সিঙ্গারা।
এ শহর জানতে আরো আছে অনেক কিছুই বাকি।
অজ্ঞাতার কারণেতে গেলো বাদ
অনেক নাম উপাধি।
Sweet
ধন্যবাদ
❤️❤️❤️🙏🙏🙏 from Karimganj
Thanks a lot, me too, stay connected with this channel 🎼🙏❤️
Apnar barie kano
Thanks, stay connected with this channel ❤️🙏🎼
Darun kuno vasha na Manju mam
Thanx a lot. Plz subscribe this youtube channel and stay with tune🙏❤🙏
Very nice song
Thank you so much. Stay connected with this Channel plz 🙏💜🙏
Song.very.nice.bangalur
Thanks a lot, stay connected with this channel ❤️🙏🎼
Nice didi bhai 🙏🙏🙏🙏
Thank u so much. Stay connected with us❤
Ok good
ধন্যবাদ, stay connected with this channel 🙏❤️🎼
Didi ami gaan sikte chai apner kachhe
দিদি, আমরার, palonghat, অর, একটা, গান, গাওনা,
Stay connected with us, thanks 😊
Nice 👌👌👌
Thank you so much, saty connected with this channel ❤️🙏🎼
Nice song
Thank you so much. Plz stay connected with this channel. Subscribe this channel ❤🙏❤
Nice
Thank you so much, saty connected with this channel ❤️🙏🎼
❤️❤️❤️
Thanks for watching, stay connected with this channel ❤️🙏🎼
হাইলাকান্দি শহর গান
নিশ্চয়ই আগামীতে চেষ্টা করবো হাইলাকান্দি শহর নিয়ে গান তৈরি করার চেষ্টা করবো।পাশে থাকবেন চ্যানেলটির সঙ্গীতের 🙏🎼❤️