কামাল করবে একটি গাছই! নজর কাড়া বারি-১ মালটা পাওয়ার A-Z পরিচর্যা | BARI-1 Malta | RAJ Gardens | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 199

  • @sohagsarkar7990
    @sohagsarkar7990 2 ปีที่แล้ว +1

    অসম্ভব সুন্দর একটি শিক্ষা মূলক ভিডিও,, এমন উৎসাহ পেলে অনেকেই ছাঁদ কৃষির দিকে এগিয়ে আসবে, ধন্যবাদ। ❤️❤️

  • @malabanerjee8424
    @malabanerjee8424 2 ปีที่แล้ว +3

    খুব আনন্দ হল। কিন্তু আমার হবে না। না আছে ছাদ। না আছে বাগান। তবুও ভাল লাগছে। water sucker প্রথম শুনলাম। নিশ্চয় দেখাবেন দয়া করে।

  • @gazi1961
    @gazi1961 5 หลายเดือนก่อน +1

    অত্যন্ত সুন্দর ভাবে পরিবেশন করা হয়েছে।

  • @KamalDas-ml9tw
    @KamalDas-ml9tw 2 ปีที่แล้ว

    শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আমার বারি এক মালটার দুটি টবে গাছ আছে।গত বছর সব গুটি ঝরে গিয়েছে। আপনার এই উপদেশ পেয়ে খুব উপকৃত হলাম।তবে আমার গাছে কোন রোগপোকা নেই। আমি আপনার আপলোডের অপেক্ষায় থাকি।

  • @ashokghosh8809
    @ashokghosh8809 2 ปีที่แล้ว +1

    দাদা শুভ বিজয়া এবং ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো

  • @sohagsarkar7990
    @sohagsarkar7990 2 ปีที่แล้ว +5

    দাদা আরেকটা প্রশ্ন করে ছিলাম আপনাকে আমাদের বাংলাদেশ বা কলকাতায় কি কাশ্মীরি আপেল ছাঁদ বাগানে হবে? জানালে খুবই উপকার হতো। আপনার চেনেল দেখেই ছাদ বাগান করছি তাইতো আপনাকেই জিজ্ঞেসা করি। ধন্যবাদ ❤️❤️❤️❤️

    • @suklabiswas5071
      @suklabiswas5071 2 ปีที่แล้ว +2

      হবে।HRMN 99 লাগাতে হবে।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +4

      HRMN 99 সহজে হবে।

  • @joydevbhattacharjee8472
    @joydevbhattacharjee8472 ปีที่แล้ว

    Murshidabad Domkol Bengal Nursery থেকে Giant Green মালটা collection করুন। বছরে 3 বার ফলন হবে। 2 বার confirm, 3 rd time ফল নেবেন না তাহলে গাছের পক্ষে ভালো হয়। আপনার সব কটি video আমি দেখি। খুব ভালো লাগে। অনেক প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। ধন্যবদান্তে.. জয়দেব ভট্টাচার্য্য। Deoghar Jharkhand.. 🙏

  • @sankaradhikari9532
    @sankaradhikari9532 2 ปีที่แล้ว +2

    বারোমাসি মাল্টা, কমলা রংয়ের, হলুদ রংএর, মাল্টা লাগালে কি ফলন বেশি পাওয়া যাবে, কি যাবে না ,এ বিষয়ে জানালে ভালো হোতো।

  • @kuntalasen9446
    @kuntalasen9446 2 ปีที่แล้ว

    খুব সুন্দর ভিডিও । এর জন্য ধন্যবাদ ।

  • @skalimran
    @skalimran 2 ปีที่แล้ว +2

    দাদা গাছের গোড়ায় কি দিয়ে পেস্ট করেছেন?

  • @firojabegam7385
    @firojabegam7385 2 ปีที่แล้ว +1

    Amar lebu gache 2bar lebu aseche holud hoche ki fangisait debo bolben plz

  • @shibusutradhar8838
    @shibusutradhar8838 2 ปีที่แล้ว

    খুব খুশি হোলাম

  • @yonuskhan4048
    @yonuskhan4048 2 ปีที่แล้ว +1

    দাদা আমার কলমের মালটা ও কমলা গাছে একবার ফল আসার পর আর ফুল আসছেনা। এখন আমি কি করলে গাছে ফুল ফল আসবে জানালে উপকৃত হব।

  • @ashimdas5897
    @ashimdas5897 2 ปีที่แล้ว +1

    আম গাছের নতুন কোচি পাতা ছোটো হয়ে যাচ্ছে ।
    এর সমাধান কি ?

  • @rakeshbiswasvlogs8176
    @rakeshbiswasvlogs8176 2 ปีที่แล้ว

    Darun ...onek din por video ❤️❤️❤️💚

  • @shubhendusarkar7525
    @shubhendusarkar7525 2 ปีที่แล้ว

    খুব সুন্দর ভিডিও। একটা প্রশ্ন,,, বারি-১ মাল্টার স্বাদ কি কিছুটা বাতাবির মতো ? এবছর আমার গাছে প্রথম ফল হয়েছিলো। যার স্বাদ কিছুটা বাতাবি লেবুর মতন। আমি বুঝতে পারছি না যে এটাই বারি -১ কিনা!!!

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      স্বাদ একেবারেই বাতাবির মতো নয়। খেতে অসাধারণ, মিষ্টি।

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro 2 ปีที่แล้ว

    সেই ফ্লেবার🥰😍🤩😘

  • @debashischakraborty2320
    @debashischakraborty2320 2 ปีที่แล้ว +1

    গুটি কলম কি ভালো হবে ?গ্রাফটিং এর মত?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ

  • @HasanLife
    @HasanLife 2 ปีที่แล้ว

    Khub valo laglo ami lagiye chi

  • @humyunkabir8045
    @humyunkabir8045 2 ปีที่แล้ว +1

    দাদা,আপনার বাগানের একটি ভিয়েতনামি অলটাইম মালটা বাংলাদেশের যশোরে কুরিয়ায়র সার্ভিস করিতে কত খরচ পড়বে? জানানবেন ধন্যবাদ শুভরাত্রি।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      কুরিয়ার সার্ভিস করি না। আমি ছাদ বাগান করি। একটু খোঁজ করে দেখুন আপনাদের ওখানে অনেক নার্সারি রয়েছে, যেখানে এই গাছ সহজে পেয়ে যাবেন।

  • @ibrahimmolla8441
    @ibrahimmolla8441 ปีที่แล้ว

    বস আমি বাংলাদেশ থেকে। মাল্টা কমলা নিয়ে। আরো কিছুনতুন তথ্য নিয়ে একটা ভালো ভিডিও দেন।
    আপনি ছাড়া তো কেউ নেই।
    আপনার তথ্য আর আপনার ভিডিও ছাড়া আমার পছন্দ হয় না।

  • @kayDee_Infotenment
    @kayDee_Infotenment 2 ปีที่แล้ว

    খুব সুন্দর।

  • @razzchowhury2309
    @razzchowhury2309 ปีที่แล้ว

    দাদা চুন চাড়া আর কোন রাসায়নিক সার দিয়ে মাল্টা মিস্টি করা যাবে?

  • @rukhsana2771
    @rukhsana2771 2 ปีที่แล้ว

    দাদা বিদেশি সব citrus গাছ সম্পর্কে ভিডিও চাই।

  • @biswanathbose2393
    @biswanathbose2393 หลายเดือนก่อน

    Dada September mase poricharja vedio anun pls

  • @nilmonirajak7181
    @nilmonirajak7181 ปีที่แล้ว

    স্যার আমার মালটা গাছে গুটি ধরেছে এখন মিশ্র সার প্রয়োগ করেছি এখন প্রশ্ন হচ্ছে মিশ্র সার ও তরল সারের প্রয়োগের ব্যবধান কতদিন হবে । আর কুঁড়ি থেকে ফুল ও ফুল থেকে গুটি মোট কতবার মিশ্র সার প্রয়োগ করতে হবে যদি বলেন তাহলে খুব উপকৃত হবো?

  • @venusgarden959
    @venusgarden959 2 ปีที่แล้ว +1

    Very nice video🌹🌹🌹👍👍👍

  • @saikatmondal1322
    @saikatmondal1322 ปีที่แล้ว

    মালটা গাছে ফুলের কুঁড়ি এসেছে, এই সময় Agromin Gold -এর সাথে বোরন মিশিয়ে স্প্রে করলে ফুলের ক্ষতির সম্ভাবনা আছে কী ?

  • @upamanyughosh8535
    @upamanyughosh8535 2 ปีที่แล้ว +1

    বিজয়ার প্রণাম নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 🌄

  • @safiulbiswas
    @safiulbiswas 2 ปีที่แล้ว +1

    দাদা,
    গাছের রোগ পোকা নিয়ে এমন কিছু বই আছে , যে টা পড়ে অনেক জ্ঞান অর্জন করা যাবে।(কিচ্ছু ভালো ভালো এক নম্বর বইয়ের নাম বলুন এবং এটা কিভাবে পাওয়া যাবে সেটা একটু বলবেন) সব থেকে ভালো হয় এই একটি ভিডিও চাই
    প্লিজ দাদা আমার কথাটা রাখবেন (আমি একজন আপনার চ্যালেন ভক্ত চাষী)

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      কিছু মনে করবেন না, এখানে কোনও বইয়ের নাম বলা সম্ভব নয়। ভাই বইয়ের দোকানে বা ইন্টারনেটে সার্চ করুন।

    • @safiulbiswas
      @safiulbiswas 2 ปีที่แล้ว

      কেন দাদা এগুলো বলা যায় না ??

  • @jharnasaha3888
    @jharnasaha3888 2 ปีที่แล้ว

    অনেক সুন্দর একটা ভিডিও ।দাদা আপনার প্রায় গাছের গোড়ায় চুন দেয়া । গোড়ায় চুন দেয়ার উপকারিতা কি ? ছাদ বাগানে মাল্টা ,আম , পেয়ারা গাছের গোড়ায় আমি কি চুন দিতে পারি অনুগ্রহ করে জানাবেন ।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      th-cam.com/video/OacKrAErBAg/w-d-xo.html

  • @ikbalmolla7963
    @ikbalmolla7963 2 ปีที่แล้ว +1

    দাদা আপনার ওই গাছগুলোর কান্ডতে কি কি ফাঙ্গি সাইড দিয়ে রং করেছেন

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      এক রকম তাই

    • @ikbalmolla7963
      @ikbalmolla7963 2 ปีที่แล้ว

      @@rajgardens দাদা বলুন কি কি দিয়েছেন?

  • @hellodream1729
    @hellodream1729 ปีที่แล้ว +1

    grafting er gach theke kalom kora jabe?

  • @parthapratimnaskar9870
    @parthapratimnaskar9870 2 ปีที่แล้ว +1

    দাদা,
    আমার মালটা গাছে নতুন পাতা বেরোচ্ছে।কিন্তু ডালের একদম ছোট পাতা সবুজ অবস্থাতে পরে যাচ্ছে,ডাল ও শুকিয়ে যাচ্ছে।টবের নীচে অনেক পাতা পড়ে থাকছে।।কীটনাশক ব্যবহার করছি,কিন্তু কোনো সুফল পাচ্ছি না।কি হচ্ছে বুঝতে পারছি না।আপনার পরামর্শ চাইছি এর থেকে মুক্তির জন্য।।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      গাছটির ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @sitalchandramaity9449
    @sitalchandramaity9449 2 ปีที่แล้ว

    Amar malta gache prothom ful esachilo jun mas nagad. 2ta fol dariache. Ekhon abar ful esache. Motor danar moto size hoyache. Eigulo ki rakhbo naki fale debo? Bujhte parchi na. Plz advice din ki korbo?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      বারোমাসি মালটা ও পাওয়া যায়। তাই এখন ফুল এসেছে। একবার রেখে দিয়ে দেখুন। সিজনের এবং অফসিজিনের ফলের তফাৎ টা কেমন হয়।

  • @gardeningalotmore8929
    @gardeningalotmore8929 2 ปีที่แล้ว

    বাহ্ দারুন🙏

  • @sohagsarkar7990
    @sohagsarkar7990 2 ปีที่แล้ว

    ভিডিও দেখার অপেক্ষা করছি

  • @sahriorparvez2433
    @sahriorparvez2433 2 ปีที่แล้ว

    Dada gach er kande white colour er ota ki lagiyechen?..... Otaki bordu paste!

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      বোর্দ পেস্ট।

  • @papribasak2760
    @papribasak2760 2 ปีที่แล้ว

    Dada apni akhon valo achhento?bijoyer suveçhchha janiye amer samosyata janai.apner dakhano moto misro ser toiri kore rekhechhilam.akhon gachhe dite giye dekhi ormodhye krimir moto sada sada poka vorti hoye gachhe.akhon ami ki korbo? 10kg varmi composte toiri kora.

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      ওটা নিয়ে চিন্তার কিছু নেই। হালকা রোদে দু-তিন দিন শুকিয়ে নেই ঠিক হয়ে যাবে।।

  • @mahiduzzaman6058
    @mahiduzzaman6058 2 ปีที่แล้ว

    দাদা পেপেঁর জাত ফলন নিয়ে একটি পূণাঙ্গ ভিডিও দিবেন????

  • @ashokeghosh2424
    @ashokeghosh2424 2 ปีที่แล้ว

    দাদা লিফ মাইনারের জন্য কোন ওষুধ টি ভীষণ কার্যকরী। যদি বলে দেন তবে খুব উপকৃত হই।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/-YvbOs57a1M/w-d-xo.html

    • @ashokeghosh2424
      @ashokeghosh2424 2 ปีที่แล้ว

      @@rajgardens খুবই উপকৃত হলাম আপনাকে ধন্যবাদ।

  • @mnaskar6458
    @mnaskar6458 2 ปีที่แล้ว +1

    নমস্কার দাদা, আমাদের হাওড়া জেলায় ভালোজাতের বারি -১ মালটা কোথায় পাবো।
    ধন্যবাদ। সুভবিজয়া।
    মুজিবর নস্কর।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      গ্লোব নার্সারিতে খোঁজ করুন।

  • @bibhaspradhan9736
    @bibhaspradhan9736 ปีที่แล้ว +1

    দাদা আমার টবের মাল্টা গাছটি দেড়বছরের। কিন্তু আপনার মত গাছ বড় হয় নি। দু একটি ফুল এসেছে। গাছ বড় করার জন্য কি করতে হবে জানাবেন। ধন্যবাদান্তে।

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন। পেজটি অবশ্যই ফলো করবেন।

  • @prokritiosur3336
    @prokritiosur3336 2 ปีที่แล้ว

    Beautiful Video.

  • @rasalahmed3401
    @rasalahmed3401 ปีที่แล้ว

    onekdin dore apnar vdo gula dekchi ami.apnar ekjon khudro vokto ami.apnar face book ki Raj garden naame?? amar kico tips dorkar dada...ami ekonei srch kortechi apnake fb te.

  • @MdJahed-ke1gf
    @MdJahed-ke1gf 2 ปีที่แล้ว +1

    ফুট বাস্কেটে সবজি করতে চাই কিন্তু বাস্কেটের নিচে ছিদ্র করে দিতে হবে???

  • @marufahammed8655
    @marufahammed8655 2 ปีที่แล้ว

    বর্তমানে বাংলাদেশে ভিয়েতনামি ১২ মাসি টা বেশি চলছে
    আর এটার স্বাদ সাইজ বেয়ারিং অনেক অনেক বেশি

  • @lincoln8604
    @lincoln8604 ปีที่แล้ว

    Which is the sweetest musambi variety

  • @Sohel_Jaman
    @Sohel_Jaman ปีที่แล้ว

    Malta tree te water succer kamn bujhbo ar kathbo kon dal aktu kindly akta vdo krben plz

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว +1

      ওয়াটার শাকার বুঝতে না পারলে আমার ফেসবুক পেজে গাছের ছবি তুলে পাঠাবেন।

  • @kamalsingh2149
    @kamalsingh2149 2 ปีที่แล้ว +1

    Sir apnar kotha sune mone hoy Apni ekjan teacher......banglay bole Jake master mahosoy..... jemon aage kar dine hoto........baba maa bolten master mahosoy k dekhle e satang hoye paye haat diye baro ekta pronam korbi .....thik temon e master mahosoy lage apna k .....apnar bojhiye sundor bhabe guchhiye kotha bola ta sunle seta e mone hoy .....ja e hok amar pronam neben 🙏

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      আপনার কমেন্ট পড়ে আমারও ছোটবেলার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। আমার এই ভিডিওগুলোতে আমি সব সময় চেষ্টা করি সবাই যেন খুব সহজে বুঝতে পারে এবং সেই ভাবে গাছের যত্ন নেয়। এই আর কি। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ভালো থাকবেন। ধন্যবাদ🙏🏼

  • @joydeepchakraborty2285
    @joydeepchakraborty2285 2 ปีที่แล้ว

    শুভ বিজয়া- এখন শরীর কেমন আছে?

  • @greenpream6165
    @greenpream6165 2 ปีที่แล้ว

    Akhon khabar dewa jabe gache..r repoting???

  • @biswajidas1957
    @biswajidas1957 ปีที่แล้ว

    আমার বারি 1 মাল্টা গাছের সবুজ পাতা ঝরে যাচ্ছে, কি করলে ঠিক হবে🙏💕

  • @souviksamanta5016
    @souviksamanta5016 2 ปีที่แล้ว

    Dada amr Jamrool gach er sab pata jhore giye abr new pata beriache ..but sab new pata er samner dik ta pure jache .. please help korben ...
    Valo thakben

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      th-cam.com/video/8An0NZLVW_4/w-d-xo.html

  • @akashsinha3172
    @akashsinha3172 2 ปีที่แล้ว

    Dada amar gach 2 years holo guti ase sob pore jai. 1 tao baro hoini. Ki korbo? Gach Sudhu bere jache.

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      th-cam.com/video/2ZdFAkCR-YU/w-d-xo.html

  • @hellodream1729
    @hellodream1729 ปีที่แล้ว

    Saaf fungiside deao jabe

  • @gouletkundu2434
    @gouletkundu2434 ปีที่แล้ว

    কাকু আমার ছাদ বাগানে একটা মালটা গাছ ,কলকাতা পাতিলেবু ও কামরাঙ্গা গাছ লাগাবো এগুলো কি গ্রাফটিং চারা কিনব
    ?? Please বলবেন🥰

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว +1

      গ্রাফটিং এবং কলম দুটোই পাওয়া যায় কলমের হলে বেশি ভালো হবে।

    • @gouletkundu2434
      @gouletkundu2434 ปีที่แล้ว

      @@rajgardens Thank you so much 🥰

  • @abdulbari6396
    @abdulbari6396 ปีที่แล้ว

    লেবু গাছের ডাইবেক রোগের কি ব্যবস্থা নিতে হবে জানাবেন।

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      ডাইব্যাক নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে। সময় করে দেখে নিন।

  • @sushantabasak3245
    @sushantabasak3245 2 ปีที่แล้ว

    Dada bijoyar suvechha janiye akta prosno korchhi.chhatvorti Gachher jonyo mati rode dite patina.apnaroto chhatvorti gachh, kothay rode den,kivabeshukan?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      আপনাকেও শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই🙏🏼
      ওর মধ্যেই ম্যানেজ করতে হয়। এছাড়া আমার আরেকটি ছাদ রয়েছে সেখানে দরকার হলে কাজটা সেরে ফেলি।

    • @sushantabasak3245
      @sushantabasak3245 2 ปีที่แล้ว

      Ami akta jobagachhe anekgulo Dale grafting korechhis,Tate kuri else ful futechhe.ami sutodiye bedhechhilam,segulo let diyechhi.selotape guloki khuledebo naki ogulo thakbe

  • @chandansamanta12
    @chandansamanta12 2 ปีที่แล้ว

    দাদা সব গাছেই ওয়াটার সাকার কি হয়? কারন আমার মাটিতে লাগানো থাই সবেডা গাছ এ এরকম ডাল সোজা হয়ে উঠে যাচ্ছে।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      বেশিরভাগ গাছেই দেখা যায়। ডালটি কেটে ফেলে দিন।

  • @MilanKumarDe-hn1lg
    @MilanKumarDe-hn1lg ปีที่แล้ว

    Malta hervest korar por ki porichoja korbo??pls bolben.

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว +1

      Medium ভাবে ডালগুলো পূরণ করে দিন। বর্ষার শেষের দিকে গোড়ায় খাবার দিয়ে দেবেন।

  • @SohelRana-cm3mk
    @SohelRana-cm3mk 2 ปีที่แล้ว

    গাছের গোড়ায় সাদা কি লাগিয়ে রেখেছেন?

  • @maddy.saha1988
    @maddy.saha1988 4 หลายเดือนก่อน

    Fol ready hote koto time lage?

    • @rajgardens
      @rajgardens  4 หลายเดือนก่อน

      সেটা ভ্যারাইটির উপর ডিপেন্ড করে। কিছু আর্লি ভ্যারাইটি রয়েছে সেগুলি ছয় সাত মাসের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যায়।

  • @firdosrahaman535
    @firdosrahaman535 2 ปีที่แล้ว

    বারি 1মাল্টা গাছের কলম করা র পদ্ধতি একটু যদি বলতেন । ধন্যবাদ হরতাল ।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      আমার চ্যানেলে গুটি কলম এবং গ্রাফটিং এর ভিডিও রয়েছে সেই ভিডিও গুলো দেখে নিতে পারেন।

  • @abbirhossain
    @abbirhossain 2 ปีที่แล้ว

    Mix joibo sar koto din store kora jby?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      মাঝে মাঝে বের করে হালকা রোদে শুকিয়ে নেবেন তাহলেই অনেকদিন পর্যন্ত রাখা যাবে।

  • @abhijitseal5097
    @abhijitseal5097 7 หลายเดือนก่อน

    আপনার কাছ থেকে বার ওয়ান মালটা সংগ্রহ করতে চাই, কিভাবে করব কাইনডলি বলবেন, নমস্কার

    • @rajgardens
      @rajgardens  7 หลายเดือนก่อน

      আমার ফেসবুক পেজে নক করুন।

  • @shampaswarnakar3041
    @shampaswarnakar3041 ปีที่แล้ว

    দাদা আমার 2 বছরের মালটা গাছ। 10 ইঞ্চি টবে বসানো আছে । ফুল আসছে না কি করবো একটু বলবেন প্লিজ ...?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      মালটা গাছে এখন তো ফুল আসে না। জানুয়ারি ফেব্রুয়ারি দিকে ফুল আসে।

  • @nldrbanerjee2007
    @nldrbanerjee2007 2 ปีที่แล้ว

    দাদা এখন কি মাল্টা গাছে খাবার দেব? বর্ষা র ২ মাস আগে খাবার দিয়েছিলাম

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      এখনই দিয়ে দিন বেশি দেরি করবেন না।

  • @prabirmajumder5696
    @prabirmajumder5696 2 ปีที่แล้ว

    দাদা আপনি কোথায় থাকেন

  • @mallikasultana4816
    @mallikasultana4816 ปีที่แล้ว

    দাদা উত্তর দেন না কেনো? আমার দুইটা গাছে মাল্টা হচ্ছে না কেনো? ৫ গাছের মধ্যে দুইটার ভালো করে আসছে।আর একটায় ৩/৪ টা আরেকটাতে নাই। আর কমলা গাছে ফুল আসে আর একটায় আসে নাই। এখন কি করবো?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @dipakkar8036
    @dipakkar8036 2 ปีที่แล้ว +1

    শরীর ঠিক আছে তো ?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      ভালো আছি

  • @ritaghosh9711
    @ritaghosh9711 2 ปีที่แล้ว

    দাদাভাই সিকি মাল্টা গাছে এখন ফল ধরছে। এখন গুলির মতন সাইজ হয়েছে। এখন কি করবো যদি বলে দেন দয়া করে
    🙏🙏🙏

    • @kamalsingh2149
      @kamalsingh2149 2 ปีที่แล้ว

      Gulir mato.....👌👌👌😂😂😂

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      কী খাবার দিলে লেবু গাছের গুটি টিকবে এবং বড় হবে তা নিয়ে আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে।

  • @AMINkhan-bm8oe
    @AMINkhan-bm8oe ปีที่แล้ว

    আপনার আজকের প্রতিবেদনে মালটার খুবই দূর্নাম করছেন। আপনার ভিডিও দেখে সাগর নার্সারি কল্যানী থেকে মালটা ১ আনালাম এখন কি হবে? নাগপুর মহারাষ্ট্র থেকে।

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      আশা রাখছি, আপনার পরিশ্রম ব্যর্থ যাবে না।

  • @kishorighorai6962
    @kishorighorai6962 2 ปีที่แล้ว

    মাল্টা -১ গাছের বয়স ২ বছর। এখন আগার নূতন পাতা গুলো সাদা রঙের হয়ে যাচ্ছে। প্রায় এক মাস হয়ে গেছে। প্রতিকার কি?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      th-cam.com/video/3jHdjrR4srQ/w-d-xo.html

  • @sanjaybhattacharya9502
    @sanjaybhattacharya9502 2 ปีที่แล้ว

    Dada sarir thik ache to ?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      ভালো আছি

  • @dishabhattacharjee7792
    @dishabhattacharjee7792 9 หลายเดือนก่อน

    Amar maltar boyos tin
    Kono fuler i dekha nei fal to durasta
    Ki korbo

    • @rajgardens
      @rajgardens  8 หลายเดือนก่อน

      গাছের ছবি তুলে আমায় ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @hossainahmed5563
    @hossainahmed5563 2 ปีที่แล้ว

    মাল্টার গাছের ডাল থেকে কি গুটি কলমের মাধ্যমে চারা করা যায়??

  • @koushikranjanmandal7416
    @koushikranjanmandal7416 ปีที่แล้ว +1

    নতুন কিনে এনে কত ইঞ্চি tobe bosabo দাদা..

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      এক দু ফুট চারা হলে 5- 6 ইঞ্চি আর আড়াই তিন ফুট হলে 8-10 ইঞ্চি টব লাগবে।

  • @priyankabiswas7418
    @priyankabiswas7418 ปีที่แล้ว

    Apnar ei gach tir boyosh koto hobe ?

  • @ratanjana7096
    @ratanjana7096 2 ปีที่แล้ว

    Dada apnar sorir akhon Kemon ache

  • @Moonk_911
    @Moonk_911 16 วันที่ผ่านมา

    ❤😍

  • @swarnamoyeeboutique5753
    @swarnamoyeeboutique5753 2 ปีที่แล้ว

    আমার সফেদা গাছে ফল দারাছে না। প্রতিকার বলবেন ?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      th-cam.com/video/5c1H2bwgRQc/w-d-xo.html

  • @shyampadamaity6245
    @shyampadamaity6245 2 ปีที่แล้ว

    আমার এক বছরের গাছে ৩৫টি মৌসুমি হয়ে ছিল

  • @raj4558
    @raj4558 ปีที่แล้ว

    Sir ek jankari chahiye ,me Punjab se hu aap mujhe ye bata sakte hai viatnam or bari one se consi best or sweet rahegi

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว +1

      Vietnam malta

    • @raj4558
      @raj4558 ปีที่แล้ว

      @@rajgardens too much thanks 🙏

  • @kajolrakha7758
    @kajolrakha7758 2 ปีที่แล้ว

    কেঁচো আর শামুকের জন্য কি দেবো একটু বলবেন গাছের গোড়া ফেলে

    • @kajolrakha7758
      @kajolrakha7758 2 ปีที่แล้ว

      গাছের গোড়া খেয়ে ফেলে

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      th-cam.com/video/jMcR8jQFg7g/w-d-xo.html

    • @simaghosh2165
      @simaghosh2165 2 ปีที่แล้ว

      ​@@rajgardens

  • @parvesmosharof9718
    @parvesmosharof9718 2 ปีที่แล้ว

    ভাইয়া ফুল গাছ গুলা কিভাবে সংগ্রহ করবো

  • @pankajkumarbiswas7925
    @pankajkumarbiswas7925 7 หลายเดือนก่อน

    কি মাসে প্রুনিং করতে হবে

    • @rajgardens
      @rajgardens  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/sJKKUL1UKg4/w-d-xo.htmlsi=msoLTyUXjLs8ftXn

  • @mdabdulkhalik675
    @mdabdulkhalik675 2 ปีที่แล้ว

    অনেক দিন পরে দাদা আপনার ভিডিও।

  • @pulakeshsarkar8506
    @pulakeshsarkar8506 2 ปีที่แล้ว

    Punjab malta o mishorio malta ki vietanam malta r moto all time malta? Folon o ki Vietnam malta r motoi?

    • @aritram10
      @aritram10 2 ปีที่แล้ว

      Oi 3 tei All Time variety. Tobe 3 ter modhe best Vietnam, size boro, taste better.

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      আমারও একই কথা।

  • @nillgarden1257
    @nillgarden1257 2 ปีที่แล้ว +1

    ডাডা জামরুল গাছে ভিডিও চাই

  • @debarshimodak6819
    @debarshimodak6819 ปีที่แล้ว

    da da raju garden apnar moto kore chalachhe kichu ak to korun,

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      Raju garden মানে কোন চ্যানেল?

  • @cbijoy74
    @cbijoy74 ปีที่แล้ว

    Amar duto malta gach 3 mas hoye geleo kono briddhi hoyni..... Ki korbo?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว +1

      গাছের ছবি তুলে আমায় ফেসবুক পেজে পোস্ট করবেন।

    • @cbijoy74
      @cbijoy74 ปีที่แล้ว

      @@rajgardens Ok

  • @mousumibagchi7638
    @mousumibagchi7638 2 ปีที่แล้ว

    দাদা আপনার কাছ থেকে গাছ কেনা যাবে?

  • @soniyabhakat8080
    @soniyabhakat8080 2 ปีที่แล้ว

    Amr gach 2bochor boyas kintu ak baro ful aseni gach gufteted

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      লেবু গাছে নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে। সেগুলো দেখে পরিচর্যা করুন। ফুল ফল ধরবেই।

  • @bablusaha8891
    @bablusaha8891 2 ปีที่แล้ว +1

    Amar Malta gache ful aschhe na

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      এখন নয়, জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আসবে।

  • @runuali8691
    @runuali8691 ปีที่แล้ว

    ৫৫ কেজির গ্রোব্যাগে মালটা গাছ রিপট করা যাবে?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      যে গাছটিকে এত বড় গ্রো ব্যাগে লাগানোর কথা বলছেন সেই গাছটির ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।

  • @airwater8814
    @airwater8814 2 ปีที่แล้ว

    Kaku kemon achen?👍

  • @asimaroy8794
    @asimaroy8794 2 ปีที่แล้ว

    Dada, bhalo achen???

  • @diplimastudycenter
    @diplimastudycenter ปีที่แล้ว

    আপনার ফেসবুক পেজের লিংক/লোগো দিবেন, প্লিজ।

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      ভিডিওর ডেসক্রিপশন বক্সেই আছে।

  • @razagaming8595
    @razagaming8595 ปีที่แล้ว

    Orange charatta pabo Kothay

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      যেকোনো নার্সারিতেই পেয়ে যাবেন।