দাদা আপনি যে উপদেশগুলো দিলেন বা কথাগুলো বললেন সেগুলো সত্যিই কাজের। কেউই এগুলো বলে না।আজকের ভিডিও দেখে ভালো ফোন কেনা আরো সহজ হয়ে গেলো। love from বাঙালি ❤❤
আজকের টপিক খুব প্রয়োজনীয় হবে স্মার্ট ফোন কেনার ক্ষেত্রে। খুব সুন্দর ভাবে আপনি প্রতিটি দিক তুলে ধরেছেন। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদিও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলে সবাই উপকৃত হতো। যেমন সাউন্ড ও কল কোয়ালিটি। ভবিষ্যতে আপনার সুন্দর উপস্থাপনায় আরও নিত্য নতুন বিষয় জানতে পারবো এই আশাকরি। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। একজন ক্ষুদ্র বাঙালির পক্ষ থেকে ধন্যবাদ।
মান্দাতা আমলের একটা ফোন চালাই সামর্থ না্ই নতুন কেনার তার পর ও mb ভরে দেখি নতুন কোন চমন নিয়ে কোন কোন ফোন বের হলো। সবার প্রথমেই আপনার চ্যানেল টা খুজে ভিডিও দেখি। বিশ্বাসের একটা যায়গা দাদা আপনি। love from bangle
ভাই,আপনি যে বিষয় গুলো ফোনের ব্যাপারে বললেন। এগুলো আমাদের পক্ষে বুঝা সম্ভব না।কারণ,আপনারা যারা ফোন নিয়ে ঘাটাঘাটি করেন অর্থাৎ ইউটিবাররা আছেন,আপনাদের মতো আমরা ফোন নিয়ে আপনাদের মতো দেখা সম্ভব না।আমরা ফোন কিনে থাকি হয়তো বছরে একটা।কিংবা দুই বছর পর একটা।তাই আমাদের যদি ভালই চান আপনারা তাহলে সরাসরি বলে দিবেন,যে বেশি দামে এই ফোনটা নেওয়া ভালো হবে।মিড বাজেটে এই ফোনটা,লো বাজেটে এই ফোনটা নিলে আপনারা ঠোকবেন না।তার পর না হয় যার যার সাধ্য অনুযায়ী সেই ফোনটা কিনবে। আপনাদের কথা অনুযায়ী যদি কেউ ফোন টা কিনে, তারা অন্ততঃ ঠকার হাত থেকে বেঁচে গেলো। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো।
আপনার ভিডিও খুব ভাললাগে। কথা বলার থেকেও কথা বলার ধরণই মূল কথা। কতটা ইনফরমেশন দিলেন সেটা বড় কথা অবশ্যই, তারচেয়ে বড় কথা কতটা কতটা নিশ্চিন্ত হয়ে। শ্রোতা তো বক্তার নিশ্চয়তা নিয়েই আরোহণ করে।
দাদা আপনি যখন ভিডিও বানান তার ১ বছর আগে থেকে টেকনোলজি নিয়ে গবেষণা করতাম, এখন আপনার লেভেলেই জ্ঞান হয়েছে, আপনার যখন ৩ হাজার সাবস্ক্রাইবার তখন থেকেই রেগুলার দেখছি?
আসসালামু আলাইকুম ভাইয়া আমি ফাস্ট টাইম আপনার একটা ভিডিওতে কমেন্ট করতেছি আর আপনার ভিডিও গুলো খুব সুন্দর খুব সুন্দর করে আপনি বুঝাইতে পারেন আমার একটা সাজেশন দরকার ত্রিশ হাজার টাকা বাজেটের ভিতরে কোন ফোনটা আমি নিতে পারি যা প্রসেসর ও ক্যামেরা মোটামুটি ভালই হবে সুন্দর একটা পরামর্শ দিবেন আশা করি ❤❤
দাদা আপনার ভিডিও সেই ২০২০ সাল থেকে দেখছি এবং আগামীতেও ইনশা আল্লাহ দেখবো।বলতেই হয়,দিন যতো যাচ্ছে ভিডিও কোয়ালিটি এবং কন্টেন্ট গুলো আরো সুন্দর হচ্ছে।এখন তো অনেক অনেক সাবস্ক্রাইবারও হয়ে গেছে।দোয়া করি আরো এগিয়ে যান।সবারই কম বেশি কমেন্টর উত্তর দেন ভালোই লাগে।তাই আমিও একটু করলাম আরকি😌😌।প্রশ্নটা হচ্ছে Samsung A55 কি মার্কেটে আসবে।যদি আসে কবে আসবে এবং কেমন ফিচার নিয়ে আসবে জানলে একটু বলেবেন। আপনার প্রতি বাংলাদেশে থেকে দোয়া ও ভালোবাসা রইলো। 🥰🥰🇧🇩🇧🇩🥰🥰
প্রথম কমেন্ট- একটা বিষয়ের উপরে কনটেন্ট বানাবেন, অথবা প্রশ্নত্তর পর্ব করবেন অথবা, কমেন্টের ডিটেল রিপ্লে দিবেন, আশা করি। ভবিষ্যৎ এ এমন কোন সিস্টেম বের হবে? যেখানে এন্ড্রয়েড ও উইন্ডোজ একসাথে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করা যাবে? বিশেষ করে কোন টেবলেটের মতো ডিভাইস বা ফোন। বর্তমানে পিসিতে এপের মাধ্যেমে করা যায়। বাট এটা থার্ড পার্টি ওয়ে ডিরেক্ট করা যাবে এমন কোন সম্ভাবনা আছে কি?
দাদা এখন সবথেকে বড় সমস্যা হয়েছে একটা দামি ফোনে। সফটওয়্যার আপডেট দেওয়ার সাথে সাথে যে কোন একটা সমস্যা হয় ক্যামেরা চলে যায় তা না হলে টাচে কাজ করে না তা না হলে 😅চার্জিং সমস্যা চার্জ 50 পার্সেন্ট ওঠে তারপরে আর ওঠে না। গ্রীন লাইন ইস্যু এর থেকে পরিত্রান পাওয়ার কোন উপায় নাই
দাদা infinix GT 10 pro gaming and normal use করা জন্য মোবাইল টা কেনা ঠিক হবে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
দাদা,আমি ওলা/উবার চালাই, তাই ট্রিপ রিকোয়েস্টগুলো দ্রুত প্রসেস হয়ে একসেপ্ট করাটা জরুরী। 40000 থেকে 50000 রুপিতে কোন ফোনটা বেস্ট হবে। । প্লিজ উত্তর দেবেন।
একটা প্রশ্ন ছিল দাদা, স্মার্টফোনে বিশেষ করে আইফোন ২ টা লেন্স থাকলে বলা হয় যে সেটা ৩ লেন্স এর ম্যাক্স সিরিজের মতো ভালো Portrait Photo তুলতে পারেনা। তাহলে প্রশ্ন হচ্ছে DSLR Camera তে একটা লেন্স দিয়েও এতো সুন্দর Portrait Photo তুলে কিভাবে?
নমষ্কার দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি দাদা আমি ইন্ডিয়া থেকে একটি ফোন নিতে চাই ইন্ডিয়ান ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। যদি ২-৩ টা ফোন সাজেস্ট করতেন খুবই উপকার হতো। ভালো থাকবেন সবসময়।।
দাদা আমি আপনার পুরোনো দর্শক এবং ফ্যান আর আমি আগে আপনার ভিডিও দেখতাম আবার এখন দেখছি আমার প্রশ্ন হল আমি Redmi note 9 pro মোবাইল ব্যবহার করছি কার কেমন লাগে জানিনা তবে এই মোবাইলটা আমার খুবই ভালো লাগে যেমন ক্যামেরা ব্যাটারি তবে মোবাইল চেঞ্জ করতে হবে আমি ইনস্টাগ্রামে শর্ট ভিডিও পোস্ট করি TH-cam এ ভিডিও পোস্ট করি এখন আমি 20000 টাকার মধ্যে কোন মোবাইল নিলে ভালো হবে যেমন ক্যামেরা ব্যাটারি এবং বিভিন্ন জিনিস Moto g54 অথবা কোনটা নেবো বলবেন প্লিজ দাদা Love From Murshidabad
ভাইয়া, বেশকিছু খুটিনাটি বিষয় জানলাম। এই বছর আমার বাংলাদেশি টাকায় ২৫০০০৳ এর মধ্যে ফোন কেনার ইচ্ছা আছে সেটা অফিসিয়াল/ আনঅফিসিয়াল যাই হোক। আপনার তথ্যগুলো খুব কাজে লাগবে। এই বাজেটে xiaomi/ vivoর মধ্যে কোন ফোনটি কেনা বেস্ট হবে?
Dada ami chittagong bangladesh theke bolchi .Recently ami iphone 15 max kinechi , but shobai boltese heavy gaming korle naki battery health onk kome jai taratari, shekhetre ki heavy gaming korbo na?
Dada. Akhone phone er review dilae koyta sensor ache phone e. Ar camera kon brand er sensor ache. Ata akhone ar bolaen na. Asha kori. Next e bolle upoker hotow
দাদা এই নিয়ে দ্বিতীয় বার কমেন্ট করলাম কোন উত্তর পাইনি। দেখতে অনেক সুন্দর বলে নুবিয়ার একটি মোবাইল ফোন কিনতে চেয়েছিলাম যা বাংলাদেশী টাকায় ৩৫ হাজার থেকে ৫৫ হাজার টাকার মধ্যে আইপি রেটিং সহ দুর্ধর্ষ ক্যামেরা ও পারফরম্যান্স ভাল হতে হবে।এই বাজেটে যদি অন্য কোন কোম্পানির ভালো ডিভাইস পাওয়া যায় তবে সেটাও বলতে পারেন।কোন মোবাইল ফোনটি কিনব যদি এ নিয়ে একটি ভিডিও বানাতেন তবে খুশি হতাম। প্লিজ আশা করি উত্তরটি দেবেন সেই সাথে একটি ভিডিও বানাবেন, লাভ ফ্রম হবিগঞ্জ,সিলেট,বাংলাদেশ।
দাদা google pixel জাপানি ভেরিয়েন্ট US ভেরিয়েন্ট এর ভিতর পার্থক্য কি আশা করি উত্তরটা দিবেন❤ আমি মালয়েশিয়া থেকে আপনার ভিডিওটি দেখতেছি যদি আপনি উত্তরটা দেন তাহলে আমি খুব উপকৃত হইতাম কারণ আমি একটা মোবাইল কিনব গুগল পিক্সেল এইখানে দুই রকমের মোবাইল পাওয়া যায় us ভেরিয়েন্ট জাপানি ভেরিয়েন্ট
cpu throttling app এর কাজ কি? এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করে? এই অ্যাপসটা দিয়ে ফোনের কি কি সুবিধা ও অসুবিধা বোঝা যাই? একটু প্র্যাকটিক্যাল এর মাধ্যমে দেখানো যাবে?
আমি আপনার Realme 2 pro ফোনের রিভিউ দেখেছি, এখনও আপনার ভিডিও নিয়মিত দেখছি, আমি এক্সপার্ট মোটামুটি। বর্তমান সময়ে Samsung galaxy F22 use করছি, অসংখ্য ধন্যবাদ দাদা এমন একটি ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য।
dada ami Bangladesh take bolteci ami 12 pro max used korteci akn ami cacci ai phn ta bikkri kore used s23 ultra nite cacci , akn amar kotha hoccea 12 pro max ta bad diya s23 ultra neoa ta ki tik hbe ,. Plz help me plz plz
দাদা আপনি যে উপদেশগুলো দিলেন বা কথাগুলো বললেন সেগুলো সত্যিই কাজের। কেউই এগুলো বলে না।আজকের ভিডিও দেখে ভালো ফোন কেনা আরো সহজ হয়ে গেলো। love from বাঙালি ❤❤
আজকের টপিক খুব প্রয়োজনীয় হবে স্মার্ট ফোন কেনার ক্ষেত্রে। খুব সুন্দর ভাবে আপনি প্রতিটি দিক তুলে ধরেছেন। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদিও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলে সবাই উপকৃত হতো। যেমন সাউন্ড ও কল কোয়ালিটি। ভবিষ্যতে আপনার সুন্দর উপস্থাপনায় আরও নিত্য নতুন বিষয় জানতে পারবো এই আশাকরি। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। একজন ক্ষুদ্র বাঙালির পক্ষ থেকে ধন্যবাদ।
মান্দাতা আমলের একটা ফোন চালাই সামর্থ না্ই নতুন কেনার তার পর ও mb ভরে দেখি নতুন কোন চমন নিয়ে কোন কোন ফোন বের হলো। সবার প্রথমেই আপনার চ্যানেল টা খুজে ভিডিও দেখি। বিশ্বাসের একটা যায়গা দাদা আপনি। love from bangle
ভাই,আপনি যে বিষয় গুলো ফোনের ব্যাপারে বললেন। এগুলো আমাদের পক্ষে বুঝা সম্ভব না।কারণ,আপনারা যারা ফোন নিয়ে ঘাটাঘাটি করেন অর্থাৎ ইউটিবাররা আছেন,আপনাদের মতো আমরা ফোন নিয়ে আপনাদের মতো দেখা সম্ভব না।আমরা ফোন কিনে থাকি হয়তো বছরে একটা।কিংবা দুই বছর পর একটা।তাই আমাদের যদি ভালই চান আপনারা তাহলে সরাসরি বলে দিবেন,যে বেশি দামে এই ফোনটা নেওয়া ভালো হবে।মিড বাজেটে এই ফোনটা,লো বাজেটে এই ফোনটা নিলে আপনারা ঠোকবেন না।তার পর না হয় যার যার সাধ্য অনুযায়ী সেই ফোনটা কিনবে। আপনাদের কথা অনুযায়ী যদি কেউ ফোন টা কিনে, তারা অন্ততঃ ঠকার হাত থেকে বেঁচে গেলো। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো।
জ্বি জনাব আমরা আপনার কাছে এরকম ভিডিও সব সময় চাই, মানবতার পক্ষে মানুষের পক্ষে থাকবেন সব সময়। কোম্পানি মানুষকে ঠকায় মুখোশ উন্মোচন করতেই থাকবেন ধন্যবাদ
যদিও আগামী ২ বছরে ফোন কিনব কিনা ঠিক নাই। কিন্তু আপনার ভিডিও দেখা অন্য আলাপ।🎉🎉🎉
আপনার video, phone র অ আ ক খ না জানা ব্যক্তিকে শিক্ষিত করে তোলার চেষ্টা করে..... এটা really praiseworthy 🙏🙏🙏🙏
পরবর্তী video টার বেশি অপেক্ষায় থাকলাম।
আমি phone কিনবো না, কিন্তু দেখতে জানতে ভালো লাগে 💖
আগামী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম ❤❤
ধন্যবাদ ❤❤
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন 🇧🇩🇧🇩🥹🥹🥹🍂🍂🍂🍂🍂
❤❤❤
*ভিডিওর বিষয়টা দারুন! অনবদ্য ভালবাসা।💚💚*
Emon informative video er jonnoi Dadah k eto bhalo lage❤
আপনার ভিডিও খুব ভাললাগে। কথা বলার থেকেও কথা বলার ধরণই মূল কথা। কতটা ইনফরমেশন দিলেন সেটা বড় কথা অবশ্যই, তারচেয়ে বড় কথা কতটা কতটা নিশ্চিন্ত হয়ে। শ্রোতা তো বক্তার নিশ্চয়তা নিয়েই আরোহণ করে।
Dadar kothagulo khub valo lage, ekebare sadharon manusher moner kotha.
ভিডিও দেখে মনে হইলো একটা লাইভ ক্লাস। ❤❤❤❤❤❤❤❤❤
sei video chai dada..opekkhay aci❤❤
ধন্যবাদ, ❤
অপেক্ষায় রইলাম ❤
Khub bhalo kichu tips dilen apnar bolar style sotti khub sundor. Video te kichu jorurir bishoy baad theke gelo.
Phoner call quality ba network reception kemon? Bhulle hobena amra sobai phone call r jonno byabohar kori.
Phoner sound quality kemon? Phoner speaker quality kemon? Wired and wireless headphones diye sunle music quality kemon? Ei jinish gulo aajkal onek youtuber ra cover korena.
Darun laglo,Onek kichu jante parlam.....Porer Video tar jonno wait kore thaklm....❤❤❤❤
অনেক গুরুত্বপূর্ণ ভিডিও😊
waiting for next video. Lots of love from Bangladesh. ❤
দাদা আপনি যখন ভিডিও বানান তার ১ বছর আগে থেকে টেকনোলজি নিয়ে গবেষণা করতাম, এখন আপনার লেভেলেই জ্ঞান হয়েছে, আপনার যখন ৩ হাজার সাবস্ক্রাইবার তখন থেকেই রেগুলার দেখছি?
Apnar video onek dekhi but kokhono comment kora hoyna. Dada informative video. Love from Bangladesh. Waiting for the next video 😊😊
Dada, 10-15k er moddhe ekta phone suggest korun. Slim, Display r battery priority diye. Love u daada from BD.
আসসালামু আলাইকুম ভাইয়া আমি ফাস্ট টাইম আপনার একটা ভিডিওতে কমেন্ট করতেছি আর আপনার ভিডিও গুলো খুব সুন্দর খুব সুন্দর করে আপনি বুঝাইতে পারেন আমার একটা সাজেশন দরকার ত্রিশ হাজার টাকা বাজেটের ভিতরে কোন ফোনটা আমি নিতে পারি যা প্রসেসর ও ক্যামেরা মোটামুটি ভালই হবে সুন্দর একটা পরামর্শ দিবেন আশা করি ❤❤
আজকে আরও অনেক কিছু জানতে পারলাম 😊❤😊 ভালোবাসা অবিরাম দাদা ❤❤❤
দাদা,xaimeo 14 prro নিয়ে একটা ভিডীও বানান ❤❤❤❤❤❤
Thanks for good advice❤❤❤
দাদা আপনার ভিডিও সেই ২০২০ সাল থেকে দেখছি এবং আগামীতেও ইনশা আল্লাহ দেখবো।বলতেই হয়,দিন যতো যাচ্ছে ভিডিও কোয়ালিটি এবং কন্টেন্ট গুলো আরো সুন্দর হচ্ছে।এখন তো অনেক অনেক সাবস্ক্রাইবারও হয়ে গেছে।দোয়া করি আরো এগিয়ে যান।সবারই কম বেশি কমেন্টর উত্তর দেন ভালোই লাগে।তাই আমিও একটু করলাম আরকি😌😌।প্রশ্নটা হচ্ছে Samsung A55 কি মার্কেটে আসবে।যদি আসে কবে আসবে এবং কেমন ফিচার নিয়ে আসবে জানলে একটু বলেবেন। আপনার প্রতি বাংলাদেশে থেকে দোয়া ও ভালোবাসা রইলো।
🥰🥰🇧🇩🇧🇩🥰🥰
এরকম ভিডিও মাঝে মধ্যে একদিন দিলে অনেক ভালো হয় Love from bangali❤❤
Dada.. Honor 9xb / Honor 90 pro konta Bhalo hobe? Honor companyr phone valo hobe na onno companyr phon kena valo hobe asa kori janaben plz❤❤ 1:11
প্রথম কমেন্ট-
একটা বিষয়ের উপরে কনটেন্ট বানাবেন, অথবা প্রশ্নত্তর পর্ব করবেন অথবা, কমেন্টের ডিটেল রিপ্লে দিবেন, আশা করি।
ভবিষ্যৎ এ এমন কোন সিস্টেম বের হবে? যেখানে এন্ড্রয়েড ও উইন্ডোজ একসাথে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করা যাবে? বিশেষ করে কোন টেবলেটের মতো ডিভাইস বা ফোন। বর্তমানে পিসিতে এপের মাধ্যেমে করা যায়। বাট এটা থার্ড পার্টি ওয়ে ডিরেক্ট করা যাবে এমন কোন সম্ভাবনা আছে কি?
দাদা এখন সবথেকে বড় সমস্যা হয়েছে একটা দামি ফোনে। সফটওয়্যার আপডেট দেওয়ার সাথে সাথে যে কোন একটা সমস্যা হয় ক্যামেরা চলে যায় তা না হলে টাচে কাজ করে না তা না হলে 😅চার্জিং সমস্যা চার্জ 50 পার্সেন্ট ওঠে তারপরে আর ওঠে না। গ্রীন লাইন ইস্যু এর থেকে পরিত্রান পাওয়ার কোন উপায় নাই
দাদা infinix GT 10 pro gaming and normal use করা জন্য মোবাইল টা কেনা ঠিক হবে
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ দাদা 🙏পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম
দাদা,
Huawei এর UI কতো নাম্বারে থাকবে??
Honer এর UI কতো নাম্বারে থাকবে??
জানাবেন.....❤❤❤❤❤
খুবই সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ধন্যবাদ দাদা বাংলাদেশ থেকে
Ami redmi note 7pro user ..bolte gelee ekta best phone use kori eai budget e...abr ekta phone kinbo vabche... ekta valo packed er wt korche
এমন ইনফরমেটিভ ভিডিও চাই।❤❤
লাভ ফ্রম বাঙালি।💝🥰
Thanks bro.. Love form Bangladesh ❤️
দাদা,আমি ওলা/উবার চালাই, তাই ট্রিপ রিকোয়েস্টগুলো দ্রুত প্রসেস হয়ে একসেপ্ট করাটা জরুরী।
40000 থেকে 50000 রুপিতে কোন ফোনটা বেস্ট হবে। । প্লিজ উত্তর দেবেন।
Best information ❤
ধন্যবাদ প্রিয় 😊😊😊
একটা প্রশ্ন ছিল দাদা, স্মার্টফোনে বিশেষ করে আইফোন ২ টা লেন্স থাকলে বলা হয় যে সেটা ৩ লেন্স এর ম্যাক্স সিরিজের মতো ভালো Portrait Photo তুলতে পারেনা। তাহলে প্রশ্ন হচ্ছে DSLR Camera তে একটা লেন্স দিয়েও এতো সুন্দর Portrait Photo তুলে কিভাবে?
25 ke iqoo z7 Pro 5G নেওয়া ভালো হবে নাকি নানিও ভালো হবে দাদা❤ প্লিজ পরের ভিডিওতে বলে দিবেন❤❤❤❤❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ। সৌদি আরব থেকে...
নমষ্কার দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি দাদা আমি ইন্ডিয়া থেকে একটি ফোন নিতে চাই ইন্ডিয়ান ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। যদি ২-৩ টা ফোন সাজেস্ট করতেন খুবই উপকার হতো। ভালো থাকবেন সবসময়।।
Dada Samsung er S series er por, kon series valo hobe, A, F& M konta Better hobe, ektu janaben dada please 🥺
অসাধারণ ভিডিও দাদা। ভালবাসা নিবেন
ভালো লাগলো আজকের ভিডিও টা
দাদা আপনার ভিডিও দেখতে খুপ ভালো লাগে।❤❤
দাদা আমি আপনার পুরোনো দর্শক এবং ফ্যান
আর আমি আগে আপনার ভিডিও দেখতাম আবার এখন দেখছি আমার প্রশ্ন হল
আমি Redmi note 9 pro মোবাইল ব্যবহার করছি কার কেমন লাগে জানিনা তবে এই মোবাইলটা আমার খুবই ভালো লাগে যেমন ক্যামেরা ব্যাটারি
তবে মোবাইল চেঞ্জ করতে হবে আমি ইনস্টাগ্রামে শর্ট ভিডিও পোস্ট করি TH-cam এ ভিডিও পোস্ট করি এখন আমি 20000 টাকার মধ্যে কোন মোবাইল নিলে ভালো হবে যেমন ক্যামেরা ব্যাটারি এবং বিভিন্ন জিনিস
Moto g54 অথবা কোনটা নেবো বলবেন প্লিজ দাদা
Love From Murshidabad
07:06 to 07:11 time porjonto example ta darun chilo 😂
amr dakha best tech informative video dada
ধন্যবাদ আপনাকে। নতুন নতুন তথ্য উন্মোচিত করার জন্য।
বাংলাদেশ থেকে ভালোবাসা অবিরাম 😂
Redmi note 13 pro plus & Iqoo z7 pro .. 2 tar e price kasa kasi Bangladesh e pray. ( around 35k)
Konta nile valo hobe??
Take love from Bangladesh ❤
ভাইয়া, বেশকিছু খুটিনাটি বিষয় জানলাম। এই বছর আমার বাংলাদেশি টাকায় ২৫০০০৳ এর মধ্যে ফোন কেনার ইচ্ছা আছে সেটা অফিসিয়াল/ আনঅফিসিয়াল যাই হোক। আপনার তথ্যগুলো খুব কাজে লাগবে। এই বাজেটে xiaomi/ vivoর মধ্যে কোন ফোনটি কেনা বেস্ট হবে?
Dada Redmi note 13 pro plus phone ti niye akta review dbn ASHA kori.
Love from Bangladesh ❤❤❤
দাদা ভিডিও দেখে খুবই ভালো লাগলো ❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
comments korlam❤❤
Samsung Gallery f54 vs Samsung Gallery f62,, কোন টা ভালো হবে প্লিজ জানাবেন ভাইয়া ❤
Dada vlobasha Bangladesh theke❤
আপনার কথা গুলো ভালো লাগে 🎉🎉🎉🎉❤
Many many thanks
Dada ami chittagong bangladesh theke bolchi .Recently ami iphone 15 max kinechi , but shobai boltese heavy gaming korle naki battery health onk kome jai taratari, shekhetre ki heavy gaming korbo na?
informative like old time
পরবর্তী ভিডিও জলদি জলদি দিয়েন।❤
আমার প্রিয় একটি চ্যানেল! ❤
❤ From brahmanbaria Bangladesh vai
Dada. Akhone phone er review dilae koyta sensor ache phone e. Ar camera kon brand er sensor ache. Ata akhone ar bolaen na. Asha kori. Next e bolle upoker hotow
দাদা এই নিয়ে দ্বিতীয় বার কমেন্ট করলাম কোন উত্তর পাইনি। দেখতে অনেক সুন্দর বলে নুবিয়ার একটি মোবাইল ফোন কিনতে চেয়েছিলাম যা বাংলাদেশী টাকায় ৩৫ হাজার থেকে ৫৫ হাজার টাকার মধ্যে আইপি রেটিং সহ দুর্ধর্ষ ক্যামেরা ও পারফরম্যান্স ভাল হতে হবে।এই বাজেটে যদি অন্য কোন কোম্পানির ভালো ডিভাইস পাওয়া যায় তবে সেটাও বলতে পারেন।কোন মোবাইল ফোনটি কিনব যদি এ নিয়ে একটি ভিডিও বানাতেন তবে খুশি হতাম। প্লিজ আশা করি উত্তরটি দেবেন সেই সাথে একটি ভিডিও বানাবেন, লাভ ফ্রম হবিগঞ্জ,সিলেট,বাংলাদেশ।
❤❤❤ দাদা বাংলাদেশ থেকে ভালবাসা নিবেন❤️❤️❤️
Informative video😊
তাড়াতাড়ি কমেন্টস করি তাহলে সাবস্ক্রাইবার পামু😅 অভ্র দা বেস্ট ❤
good idea😊
Fabulous dada❤ truth is always truth ❤
দাদা google pixel জাপানি ভেরিয়েন্ট US ভেরিয়েন্ট এর ভিতর পার্থক্য কি আশা করি উত্তরটা দিবেন❤ আমি মালয়েশিয়া থেকে আপনার ভিডিওটি দেখতেছি
যদি আপনি উত্তরটা দেন তাহলে আমি খুব উপকৃত হইতাম কারণ আমি একটা মোবাইল কিনব গুগল পিক্সেল এইখানে দুই রকমের মোবাইল পাওয়া যায় us ভেরিয়েন্ট জাপানি ভেরিয়েন্ট
ও দাদা ipod নিয়ে video দেও
cpu throttling app এর কাজ কি?
এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করে?
এই অ্যাপসটা দিয়ে ফোনের কি কি সুবিধা ও অসুবিধা বোঝা যাই?
একটু প্র্যাকটিক্যাল এর মাধ্যমে দেখানো যাবে?
অনেক ধন্যবাদ আপনাকে
Dada Mediatek vs Snapdragon which is best processor
অনেক বড় ভক্ত আপনার
আমি আপনার Realme 2 pro ফোনের রিভিউ দেখেছি, এখনও আপনার ভিডিও নিয়মিত দেখছি, আমি এক্সপার্ট মোটামুটি। বর্তমান সময়ে Samsung galaxy F22 use করছি, অসংখ্য ধন্যবাদ দাদা এমন একটি ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য।
দাদা nubia z60 Ultra ফোনটা এখন কিনলে কি ভালো হবে⁉️
আমি samsung a34 (unofficial ) কিনতে চাই ভিডিও বলে ভালো আসে এখন এই ফোনটা নেওয়া কি ভালো হবে যদি দয়া জানাবেন
Dada iqoo z7 Pro lava Agni 2 realmi 11 pro moto edge 40 neo konta nebo love from bangla
Moto edge 50 fusion,,,, 4k vdo dekha ba 4k vdo recording. Kono somossa hobe????
দাদা ২০২৪ সালে গিয়ে স্যামস্যং a34. আর iq z 7 pro কোনটা ভালো হবে ডে টু ইউজ
ভাইয়া ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকার মথ্যে কোন মোবাইল টি নিলে ভালো হবে আপনার মতামত দিয়ে একটা ভিডিও চাই ☺️
জী আমি চাই এই ভিডিও টা
ধন্যবাদ তাতা নোয়াখালী টু ডুবাই থেকে
দাদা ল্যাপটপ এর প্রসেসর নিয়ে ভিডিও চাই
আর ভিডিওগুলা অসাধারণ অনেক কাজের
দাদা ১২প্রো মাক্স কোন কালারটা বেস্ট হবে একটু জানাবে।
দাদা বাংলাদেশের কথা ভুলে যাইয়েন না বাংলাদেশের প্রতিটা বাজেটের জন্যও ফোন সাজেস্ট চাই
Love you bro from Bangladesh sylhet ❤❤🇧🇩🇮🇳
Green line issues are a big problem now a days for a flagship phone.
Dada amer OnePlus 10r 150 w .4500mh better. back up 6h + dai valo ??
dada 15k rupi er modhe konta nile valo hobe
dada ami Bangladesh take bolteci ami 12 pro max used korteci akn ami cacci ai phn ta bikkri kore used s23 ultra nite cacci , akn amar kotha hoccea 12 pro max ta bad diya s23 ultra neoa ta ki tik hbe ,. Plz help me plz plz
অনেক সুন্দর উপস্থাপন