হারুত মারুত ফেরেশতার কাহিনী | হারুত ও মারুত এর ঘটনা | পৃথিবীতে কালোজাদুর উৎপত্তি | CTV BANGLA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2024
  • হারুত মারুত ও কালোজাদুর ইতিহাস| ব্যাবিলনের ইতিহাস | History of harut marut and blackmagic. Islamic History Bangla. CTV BANGLA
    সুরা বাকারা ১০২ নং আয়াতের তাফসির।
    ইসলাম অনুযায়ী হারুত ও মারুত কারা ছিলেন?
    হারুত ও মারুতের গল্পের উৎপত্তি কি?
    ইসলামে কোথায় হারুত ও মারুতের উল্লেখ আছে?
    হারুত এবং মারুতের পৃথিবীতে অবতরণের কারন কী?
    হারুত এবং মারুতের গল্প থেকে কি শিক্ষা নেওয়া যেতে পারে?
    কোরানে কি হারুত ও মারুতের উল্লেখ আছে?
    হারুত ও মারুতের মধ্যে সম্পর্ক এবং প্রলোভন বা বিচারের ধারণা কি?
    হারুত এবং মারুতের অস্তিত্বের সমর্থনে কোন প্রমাণ আছে কি?
    হারুত ও মারুতের উল্লেখ আছে এমন কোন হাদীস (নবী মুহাম্মদের বাণী) আছে কি?
    ইসলামী শিক্ষায় হারুত ও মারুত সাধারণত কোন প্রসঙ্গে উল্লেখ করা হয়?
    হারুত এবং মারুত সম্পর্কে কিছু সাধারণ ভুল ধারণা কি?
    হারুত এবং মারুতের গল্পের কি কোন নৈতিক বা নৈতিক মাত্রা আছে?
    কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে হারুত এবং মারুতের গল্পের উদ্ভব হয়েছিল?
    কিছু নির্দিষ্ট মুসলিম সম্প্রদায়ের মধ্যে হারুত এবং মারুতের সাথে সম্পর্কিত কোন আচার বা রীতি আছে কি?
    হারুত, মারুত এবং জোহরার ঘটনা?
    হারুত, মারুত এবং জোহরা জড়িত কোন নির্দিষ্ট শিক্ষা বা পাঠ আছে কি?
    জোহরার সাথে ব্যভিচারে হারুত এবং মারুতের কথিত জড়িত থাকার বর্ণনাটি কী এবং এটি কোথা থেকে এসেছে?
    হারুত, মারুত এবং জোহরার কথিত সীমালঙ্ঘনের গল্প থেকে কি কোন নৈতিক বা ধর্মতাত্ত্বিক শিক্ষা পাওয়া যায়?
    লোককাহিনী অনুসারে, হারুত এবং মারুত কীভাবে মানুষকে কালো জাদু শেখাতে এসেছিলেন?
    লোককাহিনীতে কালো জাদু শেখানোর জন্য হারুত এবং মারুতের কীভাবে প্রেরণা পেয়েছিলেন ?
    হারুত এবং মারুতের ব্ল্যাক ম্যাজিক শেখানোর বর্ণনার সাথে কি কোন নৈতিক বা ধর্মতাত্ত্বিক প্রভাব জড়িত?
    CTV Bangla’র পার্মানেন্ট মেম্বারশিপ বাছই পর্ব কুইজঃ- ২৯
    ভিডিওটির শেষে থাকছে একটি বিশেষ কুইজ পর্ব। মাত্র ১ টি প্রশ্নের সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে ৫ জনকে দেয়া হবে CTV Bangla’র পার্মানেন্ট মেম্বারশিপ। পার্মানেন্ট মেম্বারদের মধ্যে থেকে প্রতি বছর এক জন মেম্বার ওমরাহ্ পালন করতে পারবেন সম্পুরন্য বিনা খরচে।
    এছাড়া সকল পার্মানেন্ট মেম্বারদের নিয়ে থাকবে প্রতিবছর একটি আকর্ষণীয় বনভোজন। তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন, নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন। আর ঘুরে আসুন CTV Bangla পরিবারের সাথে।
    CTV Bangla’র পার্মানেন্ট মেম্বারশিপ বাছই পর্বে আমাদের আজকের প্রশ্নঃ
    হারুত এবং মারুত পৃথিবীর মানুষকে কী শিক্ষা দিতো ?
    ক. পশুপালন
    খ. আল্লাহর ইবাদত
    গ. যাদু বিদ্যা
    ঘ. কিতাব শিক্ষা
    মেম্বারশিপ বাছাই পর্বটি আমাদের CTV Bangla ফেইসবুক পেইজে লাইফ সম্প্রচার করা হবে। এছাড়াও সঠিক উত্তরটির রিপ্লাইয়ে CTV Bangla’র মেম্বারশিপ বার্তা পৌছিয়ে দেয়া হবে ইনশাল্লাহ।
    CTV BANGLA Entertainment, infotainment Bangla Infotainment Bangla Entertainment
    🔊 License: This background music is owned by CTV BANGLA OFFICIAL.
    [Please do not use or copy it without permission]
    💡 Please Don't Forget to SUBSCRIBE Our Channel
    ⇙ ▶ SUBSCRIBE: bit.ly/3Qw7XvJ
    ⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
    ⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
    ✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
    ✔✔✔ PLEASE SHARE TH-cam Link of This VIDEO
    © A CTV Bangla Production
    CONTACT US: ✉ email: info.ctvbangla@gmail.com

ความคิดเห็น • 505

  • @fsshamimhossain2304
    @fsshamimhossain2304 หลายเดือนก่อน +143

    একজন মুসলিম হিসেবে আমার জন্য ব্যাকগ্রাউন্ড 'মিউজিক' অত্যান্ত বিরক্তিকর।

    • @gamefnfahimuddin1726
      @gamefnfahimuddin1726 หลายเดือนก่อน +4

      মিউজিকটা নরম হলে ভালো হতো

    • @sweetshila1561
      @sweetshila1561 หลายเดือนก่อน +4

      ঠিক বলেছেন। এই বিষয়টা আমারও খুভই খারাপ লাগে।

    • @mahfuzurrahman3819
      @mahfuzurrahman3819 หลายเดือนก่อน +4

      কেন এত এলার্জি

    • @mahabubaferdoushi890
      @mahabubaferdoushi890 หลายเดือนก่อน

      ​@@mahfuzurrahman3819বাদ্য বাজনা শোনার জন্য কানের মধ্যে উত্তপ্ত গরম সীসা ঢালা হবে। আপনার যদি মনে হয় এটা ভয় পাওয়ার কারণ নেই। তাহলে বলতে হবে আপনার মেলা সাহস ভাই। কিন্তু আল্লাহ পাক এর কাছে আমরা এই আজাব থেকে পানাহ চাই। তাই আমাদের এতো এলার্জি।

    • @fsshamimhossain2304
      @fsshamimhossain2304 หลายเดือนก่อน +11

      @@mahfuzurrahman3819 কথায় একটু ভদ্র হওয়া যায়না ভাই?
      আমি মুসলিম, তাই আমার সমস্যা।

  • @TheBeautyofNature.-ov6hf
    @TheBeautyofNature.-ov6hf หลายเดือนก่อน +45

    আপনাকে দেখতে পেয়ে অনেক খুশি হইলাম । আমি তো মনে করেছি আপনি কোন হইাং হবেন । মাশআল্লাহ , আলহামদুল্লিাহ আল্লাহ আপনার হাইয়াত আরো বূদ্ধি করে দিক । আর ইসলামের সত্য প্রচারের জন্য সাহায্য করুক ।
    আমিন ।

    • @MahamudulAmin
      @MahamudulAmin หลายเดือนก่อน +6

      উনি তোহা ভাই। ভিন্ন মানুষ, ভিন্ন কন্ঠ। আমার নাম মুকুল, অন্য ভিডিও গুলোর ভয়েস আর্টিস্ট।

    • @sweetshila1561
      @sweetshila1561 หลายเดือนก่อน +2

      আমিও

    • @Penguin17108
      @Penguin17108 หลายเดือนก่อน +1

      আমিও ভেবেছিলাম 😱

    • @rufidahasan7510
      @rufidahasan7510 หลายเดือนก่อน

      হারুত এবং মারুত পৃথিবীর মানুষকে কি শিক্ষা দিত?
      উত্তর/ গ) জাদু শিক্ষা।
      আসসালামুয়ালাইকুম
      CTV BANGLA চ্যানেলে এই ভিডিওটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। এতে রয়েছে কুরআনে উল্লেখিত সুলাইমান আলাই সালাম এর সময়ের বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি ফেরেশতা হারুত এবং মারুতের পরিণতি সম্পর্কে। নবী সুলেমান আলাই সাল্লাম কে তৎকালীন মানুষেরা জাদুকর ভাবতো ‌ কিন্তু আল্লাহ তাআলা কুরআনে এবং হাদিস দ্বারা এটা বুঝিয়ে দিয়েছেন যে সুলেমান আলাই সাল্লাম কোন জাদুঘর ছিলেন না কিংবা কোন কুফরীতে লিপ্ত ছিলেন না। বরং তিনি শয়তানের কুফরী করতেন। এবং এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। তার সময়ের লোকেরা যাদু বিদ্যার প্রচলন ঘটাতো এবং বিভিন্ন কুফরীতে লিপ্ত ছিল। তাদের এসব কর্মকাণ্ড দেখে কিছু ফেরেশতা বলতো মানব জাতি এমন করে কেন মানুষের কাজ হচ্ছে শুধু আল্লাহর ইবাদত করা এবং ভালো কাজ করে যাওয়া আমরা ফেরেশতা তো তাই করি। তখন আল্লাহ তা'আলা এসকল ফেরেশতাদের মধ্যে দুজন ফেরেশতাকে নির্বাচন করলেন পৃথিবীতে পাঠানোর জন্য। আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠালেন যাদের নাম ফারুক এবং মারুফ। এই দুই ফেরেশতাকে সকল মানবীয় গুণ প্রদান করা হলো। তাদেরকে যেমন ভালো-মন্দ শিখিয়ে দেওয়া হলো তেমনি শিক্ষা দেওয়া হলো জাদু এবং কুফরি কি শিরকি সেই বিষয়ে জ্ঞান দেওয়া হলো। এই দুই ফেরেশতা পৃথিবীতে আসলো তাদের পরীক্ষা দেওয়ার জন্য। তারা পৃথিবীতে এসে লোকজনের বিচার গর্ত এবং সন্ধ্যাবেলা আবার আকাশে ফিরে যেত। এভাবেই চলতে থাকলো বেশ কিছুদিন এবং তারা খুব ভালোভাবেই আল্লাহর নির্দেশ পালন করতে থাকলো কিন্তু তাদের মধ্যে কিছু মানবীয় দোষ গুলো দেওয়া হলো।তাই তারা বেশিদিন নিজের চরিত্রকে ভালো প্রমাণিত করতে পারল না ‌ তারা যে ফেরেশতা এই বিষয়ে এক মহিলা জানতে পারে যার নাম ছিল জোহরা ‌ তিনি তার স্বামীর শাস্তির বিচার চেয়েছিল তাই সে এই মানবীয় ফেরেশতাদের কাছ থেকে কিছু জাদু শিখতে চাইলো ‌ কিন্তু হারুত এবং মারুত জহুরার রূপ দেখে প্রলোভিত হলো এবং তাকে ক্রু প্রস্তাব দিল ‌ জোহরা ও তাদেরকে শিরিক করার নির্দেশ দিলো। তারপর ফারুক এবং মারুত ছোট পাপ মদ খেতে রাজি হল এবং জহুরার সাথে সম্পর্কে লিপ্ত হল এবং মাতাল অবস্থায় একটা শিশুকে হত্যা করল ‌ এভাবেই তারা দুনিয়াতে এসে নিজেদের পরীক্ষায় অকৃতকার্য প্রমাণ করল। জোহরা তাদের সত্য দিল তারা যেন জোহরাকে যাদুবিদ্যা শিখিয়ে দেয় আকাশে উর্ধ্বগামী হওয়ার ‌ অতঃপর জোহরা যাদুবিদ্যার শিখলো এবং আকাশে উড়ে চলে গেল কিন্তু ফিরে আসার মন্ত্র তার জানা ছিল না। মূলত হারুদ এবং মারুফ মানুষকে ভালো কথা শিক্ষা দিত যাদুবিদ্যার ভয়াবহতা জানাতো মানুষকে ‌ যদি মানুষ সেটা গ্রহণ করতে রাজি না হতো তাহলে তাদেরকে শিরকি রাস্তাও বলে দিত এবং সতর্ক করতে। কোন মানুষ যদি একবার জাদু মন্ত্র শিখে যায় এবং যাদুবিদ্যা শিক্ষার শর্তগুলো পালন করতে যায় তাহলে তার ভেতরে থাকা ভালো চরিত্রটা অর্থাৎ ঈমান বের হয়ে যায় এবং সে মানুষ কাফেরে পরিণত হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম সূরা বাকারায়সোলেমান আলাই সাল্লাম এর যুগে জাদুবিদ্যার কথা উল্লেখ করা হয়েছে এবং আমাদেরকে শিরক মদ্যপান অশ্লীলতা যাদুবিদ্যা এসব থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ‌ ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও তুলে ধরার জন্য ‌।

  • @jhumaislam7117
    @jhumaislam7117 หลายเดือนก่อน +31

    মিউজিক টা না দিলে খুব ভালো হয়।দয়া করে মিউজিক টা দেবেন না

    • @user-uz3yl5ly4w
      @user-uz3yl5ly4w 14 วันที่ผ่านมา

      আসলেই শেষ জামানায় দাজ্জালের ফেতনা থেকে আমরা কেউ বাঁচতে পারব না।

    • @MahinRahman-mi4ow
      @MahinRahman-mi4ow 8 วันที่ผ่านมา +1

      amar kan dhore gese tone er tibrotae editor ki bujhena...

  • @robinrohoman-tt4xv
    @robinrohoman-tt4xv หลายเดือนก่อน +13

    আপনার ভিডিও গুলো মাশা আল্লাহ অনেক সুন্দর
    হযরত নূহ (আ) কে নি ভিডিও চাই
    কে কে আমার সাথে একমত

    • @mdasif2095
      @mdasif2095 หลายเดือนก่อน

      th-cam.com/video/4aeyz_exifE/w-d-xo.htmlsi=rWCH_IUJDWCOdUoW

  • @radioanis
    @radioanis หลายเดือนก่อน +14

    ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুবই বিরক্তকর লাগলো, ctv Bangla team কে দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি বিবেচনা করার জন্য ❤

  • @sumaiyaparvin3182
    @sumaiyaparvin3182 12 วันที่ผ่านมา +3

    ভিডিওটি চমৎকার ছিলো।
    আশা করি পরে মিউজিক ছাড়া ভিডিও পাবো। মিউজিক ইসলামে নিষিদ্ধ সেই সাথে ভিডিওর কথাগুলো ভালো ভাবে শোনা দুষ্কর।

  • @sumaiyatanm1872
    @sumaiyatanm1872 15 ชั่วโมงที่ผ่านมา

    Alhamdulillah

  • @MASUDMUNEM50.
    @MASUDMUNEM50. 8 วันที่ผ่านมา

    আপনার বলার ধরন এবং ভয়েস টা অসাধারণ। আপনাকে দেখতে পেরে ভাল লাগল। আপনার সু-স্বাস্থ্য ও দির্ঘ্যায়ু কামনা করছি।

  • @user-fy6sz6wd6m
    @user-fy6sz6wd6m หลายเดือนก่อน +2

    আলহামদুলিল্লাহ
    অনেক সুন্দর হয়েছে।
    অনেক সুন্দর উপস্থাপন ছিল।
    আজকের উ : জাদুবিদ্যা

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

    • @Nafij-yw7eg
      @Nafij-yw7eg หลายเดือนก่อน

      😊😊​@@CTV.BANGLA

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 หลายเดือนก่อน +3

    অসংখ্য ধন্যবাদ জানাই সিটিভি বাংলাকে কালোজাদু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসম্বলিত ভিডিও তৈরির জন্য।
    আজকের প্রশ্নের উত্তর:
    গ. জাদুবিদ্যা।

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

    • @mehediraja2220
      @mehediraja2220 12 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ জানাই সিটিভি বাংলাকে
      হারুত ও মারুত ফেরেশতা এবং কালো জাদুর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিও তৈরীর জন্য
      আজকের প্রশ্নের উত্তর
      গ. যাদুবিদ্যা

  • @mdmamunhaque9531
    @mdmamunhaque9531 หลายเดือนก่อน

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
    মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাজা

  • @rahenahmmad6867
    @rahenahmmad6867 14 วันที่ผ่านมา

    ভাইজান অসাধারণ আলোচনা করেন আপনি,,,,,,
    হযরত জাকারিয়া (আ:) নিয়া একটা ভিডিও বানান আর এই জাতিকে কি নামে আক্ষা দিয়েছিলো আল্লাহ সুবাহানাল্লাহ তালায়াহ।

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  13 วันที่ผ่านมา +1

      ইনশাআল্লাহ

  • @Farjana-md4qy
    @Farjana-md4qy หลายเดือนก่อน +22

    ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভালো লাগেনি। কথা থেকে সাউন্ড বেশি ছিল। মিউজিক এর সাথে ইসলামিক কিছু না দেয়ার অনুরোধ রইলো

  • @ahagunhossain6180
    @ahagunhossain6180 หลายเดือนก่อน +1

    অসংখ্য ধন্যবাদ জানাই CTV Bangla কে কালোজাদু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসম্বলিত ভিডিও তৈরির জন্য। আজকের প্রশ্নের উত্তর: গ. জাদুবিদ্যা।
    ইতিহাস উপস্থাপনকারী সম্মানিত জনাব মনে হয় উস্তাদ ইসমাত তোহা। মাশাল্লাহ উস্তাদ এর কন্ঠ স্বর শহীদ আল্লামা সাঈদী রহঃ এর বিদ্রোহী কন্ঠ স্বরের মত, মাশাল্লাহ।
    উস্তাদ ইসমাত তোহা সাহেবকে একজন দীন কায়েমের কর্মীর মতই লাগে আল্লাহ তায়ালা তাকে কবুল করুক আমিন।

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน +1

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @Ashraful2012
    @Ashraful2012 หลายเดือนก่อน +4

    স্যার ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি হয়ে যাচ্ছে। আপনার ভয়েজ এম্নিতেই শুনতে ভালো লাগে।

  • @AdorKhan-ct7fr
    @AdorKhan-ct7fr หลายเดือนก่อน +1

    উত্তর :(গ) জাদুবিদ্যা
    ❤❤❤
    আপ্নার ভিডিও গুলো তে অনেক কিছু ইসলাম এর ইতিহাস জানা যায়
    হারুত ও মারুত এর ঘটনা আজ প্রথম শুনলাম
    অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @user-gw3sw5zd2m
    @user-gw3sw5zd2m หลายเดือนก่อน

    মা'শা আল্লাহ
    আপনাকে দেখে অনেক ভালো লাগলো
    আপনার কন্ঠে আল্লাহ বারাকা দ্বান করুন

  • @Najmul1414
    @Najmul1414 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ অসাধারণ ভিডিওগুলো

  • @RafiaIslamMim
    @RafiaIslamMim หลายเดือนก่อน +4

    ব্যাকগ্রাউন্ড সাউন্ড অত্যন্ত বিরক্তকর দয়া করে না দিলে ভালো হয় ।।

  • @kawsarpatwary1525
    @kawsarpatwary1525 หลายเดือนก่อน

    ধন্যবাদ ctv bangla❤❤❤

  • @ShuvoRahman-vk6md
    @ShuvoRahman-vk6md หลายเดือนก่อน +1

    ফাস্ট কমেন্ট,আলহামদুলিল্লাহ 😊

  • @aunjon57
    @aunjon57 หลายเดือนก่อน +1

    SubhanAllah

  • @fazlulhuque
    @fazlulhuque หลายเดือนก่อน

    হারুত ও মারুত সম্পর্কে কুরআন এর তাফসিরের মাধ্যমে আগে কিছুটা জানতাম। আজকে আরও বিশদভাবে জানলাম। ধন্যবাদ আপনাদের। ।
    উত্তর : গ. যাদু বিদ্যা

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @garmentsbd9994
    @garmentsbd9994 หลายเดือนก่อน

    (গ)জাদুবিদ্যা
    এই মানুষটার আরো আনেক এপিসোড আমি দেখেছি ইসলামের সঠিক পথে অনেক সুন্দর ভাবে আলোচনা করতে পারে মাশাল্লাহ CTV bangla অনেক ধন্যবাদ এরকম সুন্দর নবী রাসুলদের ইতিহাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য ইসলামের আমি আরো ইসলামের শ্রেষ্ঠ ইতিহাস জানার জন্য আগ্রহী❤️❤❤

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @rakibulhasan9320
    @rakibulhasan9320 หลายเดือนก่อน

    ভোকালকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো।আপনার দীর্ঘায়ু কামনা করি।

  • @farhadimran5386
    @farhadimran5386 หลายเดือนก่อน

    একটি চমকপ্রদ বিষয় খুবই চমৎকারভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। উত্তর : গ) যাদুবিদ্যা।

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @rakibkhanraj8010
    @rakibkhanraj8010 หลายเดือนก่อน

    হারুত ও মারুত সম্পর্কে পূর্বেও শুনেছি অনেক বর্ননা, তবে আজকে CTv বাংলার এই উপস্থাপনা এবং সুন্দর গোছালো বর্ননা দ্বারা হারুত ও মারুত এর ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পেলাম। ধন্যবাদ এই চ্যানেলের সংশ্লিষ্ট সবাইকে,এবং এভাবেই আরো ইসলামি ঐতিহাসিক ঘটনার বর্ননা করে ভিডিও তৈরীর অনুরোধ জানাচ্ছি।
    উত্তরঃ গ - যাদুবিদ্যা

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน +1

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @jamalpatwary1675
    @jamalpatwary1675 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ আজকের উত্তর হলো গ: যাদু বিদ্যা ❤❤❤❤❤ ধন্যবাদ সিটিভি বাংলা কে আমাদের কে এতো সুন্দর একটা শিক্ষা মূলক ভিডিও দেওয়ার জন্য

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @user-zg1yo7km6q
    @user-zg1yo7km6q หลายเดือนก่อน +4

    background sound খুব বেশি
    বাকি সবকিছু ঠিক আছে

  • @imranhistoryacademy
    @imranhistoryacademy หลายเดือนก่อน

    মাশাআল্লাহ... অসাধারণ কণ্ঠ... শুনলেই মন জুড়িয়ে যায় 🎉❤
    সঠিক উত্তর: গ। জাদুবিদ্যা ❤

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @MDMohammedAliSunamAli
    @MDMohammedAliSunamAli 2 วันที่ผ่านมา

    হারুত এবং মারুত যাদু বিদ্বে শিক্ষা দিতেন পরীক্ষা শুরু জাদুর ক্ষতি সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য মানুষ যেন এই ধরনের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারে তার ঈমানকে।

  • @sabuj.sarthi
    @sabuj.sarthi หลายเดือนก่อน

    খুব ভাল ভি‌ডিও। ধন‌্যবাদ সি‌টি‌ভি বাংলা

  • @imamulhassan.6100
    @imamulhassan.6100 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম, ইসলামিক ইতিহাসের একটি অন্যায়ের ইতিহাস জানতে পারলাম যে অন্য একটা এখনো আমাদের মাঝে চলমান রয়েছে আল্লাহ ওদেরকে এই অন্যায় থেকে রক্ষা করুন আমিন।

  • @najmulhasanhridoy4170
    @najmulhasanhridoy4170 หลายเดือนก่อน

    ওনার ভিডিও খুব সুন্দর অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক❤❤❤❤

  • @user-yq6bp3ms6f
    @user-yq6bp3ms6f 5 วันที่ผ่านมา

    ভাইয়া সম্রাট বাবরের জীবনী নিয়ে ভিডিও দিয়েন।

  • @entertainment50001
    @entertainment50001 26 วันที่ผ่านมา

    সুন্দর বলেছেন। উত্তর ( গ )

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  26 วันที่ผ่านมา

      উত্তর সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জেলার নাম, ও হোয়াটস্যাপ নাম্বারটি আমাদের CTV BANGLA ফেসবুক পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @ImranShykot
    @ImranShykot หลายเดือนก่อน

    বেঁচে থাকার চেষ্টা।

  • @MdShifatuzzamanShakib
    @MdShifatuzzamanShakib หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে বুজতে পারলাম জ্ঞান অর্জনের কোন বয়স হয় না...

  • @GodsWay60
    @GodsWay60 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম
    অনেক অনেক ধন্যবাদ। আজকে অনেক কিছু শিখতে পারলাম 🥰🥰
    উত্তর : (গ) যাদু বিদ্যা

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @HdygdHfjgd
    @HdygdHfjgd หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ
    অনেক সুন্দর হয়েছে
    উপস্থাপনা ও অনেকস সুন্দর হয়েছে
    অনেক কিছু জানতে পারলাম যা আগে জানতাম না
    আজকের উত্তর : জাদুবিদ্যা

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @abdullahmahbub8804
    @abdullahmahbub8804 หลายเดือนก่อน +2

    ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি উচ্চ হয়ে গেছে। বিরক্তির কারণ হয়ে গেছে। দয়া করে পরের ভিডিও গুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কম করে দিলে খুবই ভালো হবে।

  • @mehedihg8489
    @mehedihg8489 หลายเดือนก่อน

    Alhamdulillah... I was very familiar with this voice...finally Almighty gives a chance to see you... May Allah gives you best rewards...

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      Many many thanks

  • @MdSohag-jo8bp
    @MdSohag-jo8bp หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভিডিও। আপনাদের আল্লাহর জন্য ভালোবাসা। সঠিক উত্তর (গ) যাদু বিদ্যা

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @Anik.r.official
    @Anik.r.official 19 วันที่ผ่านมา

    আপনার ভয়েস মাশাআল্লাহ একাই ১০০।।।।এই ভয়েসের সাথে মিউজিকের দরকার নাই।আমরা মিউজিক ছাডাই শুনবো ইনশাল্লাহ।

  • @romijraj5007
    @romijraj5007 11 วันที่ผ่านมา

    গ.যাদুবিদ্যা।
    আল্লাহ সকলে হেদায়েত দান করুক।
    ইসলামের জ্ঞান যারা মানুষকে ছড়িয়ে দেয়।।। তাদেরকে আল্লাহ তায়ালা দীর্ঘ হায়াত দান করুক। আমিন। ❤
    আমার নিজের জন্য যা পছন্দ হয় অন্যের জন্য ও তাই পছন্দ করা ঊচিত। ঠিক তেমনি আমার যেমন অ্যাড পছন্দ না তেমনি আমি মনে করি মিউজিক বা অ্যাড কারো পছন্দ না।

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  11 วันที่ผ่านมา

      উত্তর সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জেলার নাম, ও হোয়াটস্যাপ নাম্বারটি আমাদের CTV BANGLA ফেসবুক পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @user-el6eu4rb1y
    @user-el6eu4rb1y หลายเดือนก่อน

    Wonderful ctv Bangla ❤

  • @BanglaVhaiOfficial
    @BanglaVhaiOfficial หลายเดือนก่อน +1

    চলে আসলাম নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে

  • @user-bj8rc5km5y
    @user-bj8rc5km5y หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ভাই জানদের জন্য দোয়া রইলো,,,,,,,,,
    আজকের উত্তর,,,,(গ). যাদু বিদ্যা

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @RobinHossen
    @RobinHossen หลายเดือนก่อน

    মাশাআল্লাহ খুব সুন্দর গলার কন্ঠ 🔥

  • @ManowerSohan
    @ManowerSohan 26 วันที่ผ่านมา

    Background music এর জন্য খুব বিরক্ত লাগছে। সম্পূর্ণ না শুনে বের হয়ে গেলাম। আপনার উপস্থাপন বেশ ভাল। Music টা যখন শোনার জন্য যন্ত্রণাদায়ক

  • @ShamimKhan-bd6pd
    @ShamimKhan-bd6pd หลายเดือนก่อน

    Aas Salaamu Alaikum wa rahmatullahe wa barakatuhu. Shokol proshongshai Allah ta alar, Answer : ( ga ) jadu bidda. And may Allah bless all of you. Thanks , very very very nice. Allah Hafiz.

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @md.wahedourrahmanmilky3437
    @md.wahedourrahmanmilky3437 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম। ভাল উদ্যোগের ভিতর দিয়ে শয়তানি কাজ মিউজিক জুড়ে দিয়ে মানুষকে মিউজিকের প্রতি আসক্ত করা হচ্ছে।

  • @enan2193
    @enan2193 หลายเดือนก่อน

    স্যারের পরার ধর্য আছে সাথে অনেক কিছুর জ্ঞান ও।

  • @ferdos1877
    @ferdos1877 หลายเดือนก่อน

    উত্তর গ)যাদু বিদ্যা
    মাশাল্লাহ সুন্দর উপস্থাপনা ভালো লাগছে
    শিক্ষা পেলাম জাদু থেকে দূরে থাকার কুরআনের উপর আর কিছু নাই আলহামদুলিল্লাহ

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

    • @ferdos1877
      @ferdos1877 หลายเดือนก่อน

      আলহামদুলিল্লাহ 🥰
      আমি ফেরদৌস রহমান
      থানা পাংশা জেলা রাজবাড়ী

  • @sopnoalo
    @sopnoalo หลายเดือนก่อน +1

    Ame Shahidul Islam
    Ai voice ta Islamic and life
    Sei sir voice akai

  • @MdKhazn-vp4zk
    @MdKhazn-vp4zk 25 วันที่ผ่านมา

    আমি অনেক আগে এই CTV Bangla চ্যানেল এর একটি ভিডিও দেখে এই চ্যানেল টি সাবস্ক্রাইব করেছিলাম।
    কিন্তু পরে কোন সময় এই চ্যানেলের কথা আমার মনে ছিল না😢
    আজকে হারুত এবং মারুত এর ভিডিওটি দেখার পর আমার ভিডিও এর উপস্থাপনা খুবই ভালো লাগলো।
    এরপর আমি এই চ্যানেল টি সাবস্ক্রাইব করতে যাচ্ছিলাম তখন দেখি এই চ্যানেলটি আমার আগে থেকে সাবস্ক্রাইব করা😊
    এখন থেকে আপনাদের ভিডিও সব সময় দেখা হবে ইনশাআল্লাহ। আর আপনাদের প্রশ্নের আনসার দিয়ে দিলাম।
    প্রশ্নঃ হারুত এবং মারুত পৃথিবীর মানুষকে কি শিক্ষা দিতো?
    উত্তরঃ
    গঃ হারুত এবং মারুত পৃথিবীর মানুষকে যাদু বিদ্যা শিক্ষা দিতো😢
    আর এত সুন্দর একটা কাহিনী আমাদেরকে জানানোর জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ😊

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  25 วันที่ผ่านมา

      উত্তর সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জেলার নাম, ও হোয়াটস্যাপ নাম্বারটি আমাদের CTV BANGLA ফেসবুক পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @Yyrist
    @Yyrist 14 วันที่ผ่านมา

    Feels like I know this voice for a long time

  • @Md.Rashadul.Islam.RonY2
    @Md.Rashadul.Islam.RonY2 หลายเดือนก่อน +10

    আগের জনের ভয়েস বেশি ভালো লাগতো

  • @user-kv4dc4em7l
    @user-kv4dc4em7l หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ভাইজান মাশাআল্লাহ ❤ উত্তর গ জাদু বিদ্যা

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @shaikhsalimuddin4897
    @shaikhsalimuddin4897 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ওয়ারহঃ ওয়াবারকা-তুহু। হুজুর ব্যাকগ্রায়ুন্ড মিউজিকটা বাতিল করুন প্লিজ। মহা মূল্যবান কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে না।

  • @dr.fhasan
    @dr.fhasan 23 วันที่ผ่านมา

    Nice Voice

  • @mdnaeemislam638
    @mdnaeemislam638 29 วันที่ผ่านมา

    অসাধারণ পরিবেশন ❤❤❤

  • @Mdfaiyaz-ru4925
    @Mdfaiyaz-ru4925 หลายเดือนก่อน +1

    আপনাদের সকল ইসলামীক ভিডিও দেখলে অনেক কিছু শিখতে এবং জানতে পারি ধন্যবাদ 👍👍

  • @RD.Spenda
    @RD.Spenda หลายเดือนก่อน +1

    সকল প্রশংসা আল্লাহর যিনি সৃষ্টি করেছেন মানুষ
    ও দিয়েছে তাদের জ্ঞান
    তিনি ভালো-মন্দের উভয় জ্ঞান প্রদান করেছি মানুষের মাঝে
    যদি আল্লাহর পক্ষ থেকে যাদুবিদ্যা এসে থাকে
    তাহলে তার প্রতিকার স্বর সূরা নাস ও ফারাক আল্লাহ হাদিয়া স্বরূপ তার বান্দাদেরকে দিয়েছেন
    আজকের প্রশ্নের উত্তর : যাদুবিদ্যা

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @sahidulislam2356
    @sahidulislam2356 หลายเดือนก่อน

    অংশখ ধন্যবাদ আপনাকে

  • @sumaiyaa2951
    @sumaiyaa2951 29 วันที่ผ่านมา

    Background music ta low korle vlo hoi.Background music tar jnno kotha clear bujha jai na.

  • @shomounsharker9115
    @shomounsharker9115 28 วันที่ผ่านมา +1

    Sir apnar voice, music er cheye 10000% best , please kindly stop background music next videos , thanks.

  • @Bangladesh-nature.1
    @Bangladesh-nature.1 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম, আমি ছোটখাটো একটা জব করি বেসরকারি, ছুটিতে বাসায় গিয়ে রাতে খেতে বসলাম অনেক কথার মাঝে বাবা বলে ফেললো আমার খুব ইচ্ছে কারো বদলি হজ্ব হলেও করতাম অন্তত প্রিয় কাবাকে নিজ চোখে দেখতাম বাবার কথাটি প্রায় সময় আমাকে ভাবায়, আমি যে টাকা ইনকাম করি তাতে সংসার চালানোই কঠিন😢মন হয়বাবার স্বপ্ন টা স্বপ্নই রয়ে যাবে 😢😢

  • @abrohim786
    @abrohim786 หลายเดือนก่อน

    Assala mualaikum
    Answer - (গ) - যাদু বিদ্যা
    Jajakallah 😊

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @raselhasib7095
    @raselhasib7095 หลายเดือนก่อน

    অসাধারণ ভিডিও

  • @RajuMolla-xx2oi
    @RajuMolla-xx2oi หลายเดือนก่อน +11

    আদম ও হাওয়া পুরো ভিডিও দেখতে চাই

  • @MDHANIF-gx6iu
    @MDHANIF-gx6iu หลายเดือนก่อน

    Beautiful

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      Thank you

  • @abbasit7560
    @abbasit7560 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @mohdrafi8305
    @mohdrafi8305 27 วันที่ผ่านมา +2

    মিউজিক দেওয়ার পর আপনার ভিডিও টা অনেক বেশী বিরক্তির কারণ হয়ে গেল ,আশা করবো সামনের ভিডিও গুলাতে সেইদিকে খিয়াল রাখবেন🙏🙏

  • @LoveBangladesh-fw2pf
    @LoveBangladesh-fw2pf หลายเดือนก่อน

    আজকে CTV তে সেই ভাই কোথায়, উনি তো ইসলাম ও লাইফ চ্যানেলের সেই ব্যাক্তি

  • @aunjon57
    @aunjon57 หลายเดือนก่อน

    SubhanAllah AllahuAkbar

  • @mohammedsalman4436
    @mohammedsalman4436 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ। উত্তর: (গ)।
    মন্তব্য: মাশাআল্লাহ। খুবই সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ ভিডিও। বর্তমানে যাদু বিদ্যা চর্চা অনেক বেড়ে গেছে। এখনতো বিভিন্ন মেলায় যাদু বিদ্যা শেখানোর ক্যাম্পাস করে। আলেমদের মাঝে এর ব্যাপারে কোন সচেতনতা দেখা যায় না। আমি এমন মুসলিমকে চিনি যিনি যাদু বিদ্যা চর্চা করতেন এবং নামাজ ও পড়তেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে মানুষ যাদু বিদ্যার পরিণাম সম্পর্কে জানতে পারবে।জাযাকাল্লাহ।

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @MahadiHasan-oc9ll
    @MahadiHasan-oc9ll หลายเดือนก่อน

    Voice beautiful ❤

  • @soyednaim7425
    @soyednaim7425 17 วันที่ผ่านมา

    ❤❤

  • @musafirsaddam3875
    @musafirsaddam3875 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ ভিডিও অনেক তথ্যবহুল। মিউজিক একটু বেশি ছিলো।

  • @Sheikh-Mohin-Billah
    @Sheikh-Mohin-Billah หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ আমাদের ctv বাংলা উপস্থাপন কোনো রকম কম্প্রোমাইজ করছেনা আসা করছি আপনাদের এই পরিশ্রম ইনশাহআল্লাহ বিফলে জাবেনা

  • @SaifurRoton
    @SaifurRoton หลายเดือนก่อน

    Background music aro slow korte hobe main voice theke,, karon ate distrub hoy

  • @KingBD328
    @KingBD328 หลายเดือนก่อน +1

    Assalamualaikum. Please stop background music. Your voice is enough for us.

  • @saifulislamsajol9377
    @saifulislamsajol9377 หลายเดือนก่อน +1

    আস্সালামুআলাইকুম। ব্যাকগ্রাউন্ড এর মিউজিক টা আরো কমালে কথা শুনতে মনোযোগ বাড়বে। আশাকরি পরের ভিডিও গুলোতে খেয়াল রাখবেন। ধন্যবাদ

  • @rojaniyajahanaeysha3099
    @rojaniyajahanaeysha3099 หลายเดือนก่อน +1

    Background sound kom hoileh vlo hoitoh 🙁🙁🙁

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @user-qi8jz8bc3c
    @user-qi8jz8bc3c หลายเดือนก่อน

    background sound level ta ektu komai dile akdom perfect for me audio and bg audio almost same but it need to be fixed

  • @fahimmuttakin3343
    @fahimmuttakin3343 12 วันที่ผ่านมา

    ভাবলাম ঘুমাতে ঘুমাতে এই কাহিনী টা শুনবো কিন্তু মিউজিকের কারনে সহ্য হচ্ছেনা।

  • @muhammadjibonmia
    @muhammadjibonmia หลายเดือนก่อน

    উত্তর গ) যাদু বিধ্যা।
    সঠিক তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ।

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @muktheralahi7896
    @muktheralahi7896 หลายเดือนก่อน

    জাযাকাল্লাহ খাইরান ভাইজান।
    আজকের প্রশ্নের উত্তর: (গ). যাদুবিদ্যা।

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTVB BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @nazmussakibuschas4643
    @nazmussakibuschas4643 หลายเดือนก่อน

    apni valo kaj kortesen but why background music ???? eta khub e disturbing .
    no music as a muslim

  • @user-sb7pb1hr5k
    @user-sb7pb1hr5k หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম। (গ)যাদু বিদ্যা।

    • @CTV.BANGLA
      @CTV.BANGLA  หลายเดือนก่อน

      সঠিক।
      আপনাকে অভিনন্দন প্রিয় ভাই।
      অনুগ্রহ করে আপনার নাম, জিলার নাম, ও মোবাইল নাম্বারটি কমেন্ট অথবা আমাদের CTV BANGLA পেজে ম্যাসেজ এর মাধ্যমে প্রদান করবেন ইনশাআল্লাহ।

  • @BayzidHasan
    @BayzidHasan หลายเดือนก่อน

  • @mdmahmud3246
    @mdmahmud3246 หลายเดือนก่อน +1

    নোটিফিকেশন আসার সাথে সাথে চলে আসলাম 😊

  • @dxdeuk
    @dxdeuk หลายเดือนก่อน

    Background music sound kom takle bhalo hoto

  • @saiferrahman5645
    @saiferrahman5645 หลายเดือนก่อน +1

    Editor jodi comment ta dekhen
    Bg sound komai diyen aro
    Kane lagce besi main vocal theke

  • @rakibhossainretu325
    @rakibhossainretu325 หลายเดือนก่อน

    ভাই মিউজিক ছাড়া ভিডিও বানানলো ভালো হয়

  • @tufayelskingdomsat7417
    @tufayelskingdomsat7417 หลายเดือนก่อน

    সাউন্ডটা বাদ দিলে পুরো ভিডিওটা হয়তো দেখতে পারতাম।

  • @gamingwithmahi30
    @gamingwithmahi30 หลายเดือนก่อน

    আগের ভয়েস ভালো ছিল❤

  • @user-di6qy8gf2n
    @user-di6qy8gf2n หลายเดือนก่อน +1

    Background sound ato besi kotha valovabe buja jay na amar matha betha korche samne kono video charle bgs tar dike kheyal rakhben

  • @aburifad6848
    @aburifad6848 หลายเดือนก่อน

    আগেই ভালো ছিলো।
    বেকগ্রাউন্ড মিউজিক আরো বিরুক্তির