ঐতিহ্যের শহর কোন্নগর (প্রথম পর্ব)।। একদিনের দারুণ ভ্রমণ। যাওয়া এবং খাওয়া।। Jaoa Ebong Khaoa Konnagar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ค. 2024
  • হুগলী জেলার কোন্নগরের ইতিহাস এবং ঐতিহ্য সুপ্রাচীন। গঙ্গা তীরবর্তী এই শহর একদিনের বেড়ানোর জন্য দারুণ উপযোগী। সুন্দর প্রকৃতি, অসাধারণ কিছু স্থাপত্য, সুপ্রাচীন মন্দির, ঐতিহাসিক সৌধ কি নেই এই শহরে। বহু মনীষীর পদধূলিতে ধন্য কোন্নগর। এবারের যাওয়া এবং খাওয়ায় আমরা সেই সমৃদ্ধ জনপদে। ঘোরাঘুরি তো হবেই, সঙ্গে অবশ্যই থাকছে খাওয়া যাওয়াও। এবারে প্রথম পর্ব।। বাকি আরও অনেক কিছুই থাকবে দ্বিতীয় পর্বে।

ความคิดเห็น • 36

  • @royalbama1040
    @royalbama1040 หลายเดือนก่อน +18

    সবটুকু খুবই সুন্দর, কিন্তু অবনিন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির সৌন্দর্যটাই আলাদা। এখনের সময় গঙ্গা তো দূরের কথা, সামান্য পুকুর পাড়েই বাড়ি পাওয়া যায়না। আর সেইখানে বাগান বাড়ির ভিতর থেকে সরাসরি গোটা গঙ্গা কে দেখতে পাওয়া, তার শীতল হাওয়া কে অনুভব করা এক আলাদা জগতে পাড়ি দেওয়ার থেকে কম কিছুই না। এরম সুন্দর জায়গায় থাকতে পেলে রোগ বা অসুস্থতা কিছুই থাকবে না। খুব ভালো লেগেছে, একদিন নিশ্চই যাবো ঘুরতে ❤

  • @rekhasaha7243
    @rekhasaha7243 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর ভাল লাগল

  • @manikghosh8844
    @manikghosh8844 หลายเดือนก่อน +2

    2Nd pat

    • @drishyakalpo
      @drishyakalpo  หลายเดือนก่อน

      কোন্নগরের দ্বিতীয় পর্ব
      ইতিমধ্যেই প্রকাশিত। আগের বুধবারেই তা বেরিয়েছে।

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 หลายเดือนก่อน +2

    apurbo Panchu Dutter ghat er shobha, apurbo hooghly nodir rup, durdanto Abanindranath Thakurer bagan bari o tar prakritik soundarjyo, ami akbar ghure eshchi darun legeche, apurbo bheri o tar dhar kola bagan

  • @schakraborty2296
    @schakraborty2296 หลายเดือนก่อน +2

    খুব খুব ভালো লাগলো।

  • @sudipsarkar4193
    @sudipsarkar4193 หลายเดือนก่อน +2

    খুব সুন্দর লাগল ।

  • @sipungiri8608
    @sipungiri8608 หลายเดือนก่อน +2

    Verynice

  • @binapanidan886
    @binapanidan886 หลายเดือนก่อน +2

    Khub sundar, berate jabar ichha roilo.

    • @ashutoshprinters2410
      @ashutoshprinters2410 หลายเดือนก่อน

      Khub bhalo laglo, purono jinis dekh te khub bhalo lage
      Ajoy Bhattacharya
      Varanasi

  • @harenmondal5430
    @harenmondal5430 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর

  • @asishkarmakar7589
    @asishkarmakar7589 หลายเดือนก่อน +1

    Besh valo lagche.

  • @apnewz
    @apnewz หลายเดือนก่อน +1

    Very nice coverage about Konnagar by Palash Da

  • @sumitanandy3077
    @sumitanandy3077 หลายเดือนก่อน +1

    Khub valo laglo Abon Thakur er Bagan bari, dhanyabad 🎉

  • @sumitasarkar8235
    @sumitasarkar8235 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগল। দ্বিতীয় পর্ব দেখতে চাই।

    • @drishyakalpo
      @drishyakalpo  หลายเดือนก่อน

      দ্বিতীয় পর্ব ইতিমধ্যেই প্রকাশিত।।

  • @sudeshnasinharay5272
    @sudeshnasinharay5272 หลายเดือนก่อน +1

    Wonderful video 👍

  • @mitaganguly9232
    @mitaganguly9232 หลายเดือนก่อน +1

    Amar bari konnagar.nijedr gram ke ei vabe dekha ta o khub bhalo laglo

  • @miradey9269
    @miradey9269 หลายเดือนก่อน +2

    এরপর কোন্নগরে এলে অরবিন্দ রোডে খোকন দার দোকানের লাল মিষ্টি দইটি খাবেন তারপর বলবেন।

  • @amitdatta6288
    @amitdatta6288 หลายเดือนก่อน +1

    Khub bhalo hoeche bornona

  • @santoshbanerjee9792
    @santoshbanerjee9792 หลายเดือนก่อน +1

    আমি কোন্নগরের মেয়ে নিজের জন্মভূমি দেখতে ভালো ই লাগে তবে ঐ ঘাট কে আমরা সাধুর ঘাট বলে জানি

  • @sipungiri8608
    @sipungiri8608 หลายเดือนก่อน +1

    Harharmadhave

  • @amitbhattacharya5577
    @amitbhattacharya5577 หลายเดือนก่อน +2

    konnagar e aro anek kichu ache
    Se gulo dekhte Pelam na

    • @drishyakalpo
      @drishyakalpo  หลายเดือนก่อน

      এটা তো প্রথম পর্ব। সেগুলিও থাকবে দ্বিতীয় পর্বে। আগামী বুধবারে আসবে সেই পর্বটি। সময় করে দেখার অনুরোধ রইল।

  • @somnathbanerjee-iq4rq
    @somnathbanerjee-iq4rq หลายเดือนก่อน +2

    আপনি কোন্নগর কে বিখ্যাত করে দিলেন 😂ধন্যবাদান্তে 🙏

    • @somnathbanerjee-iq4rq
      @somnathbanerjee-iq4rq หลายเดือนก่อน

      শকুন্তলা কালীপুজো সবে শেষ, সামনের বছর এসে দর্শন ও উপভোগ করে যাবেন।❤

    • @drishyakalpo
      @drishyakalpo  หลายเดือนก่อน

      এমন বলবেন না। কোন্নগর সব দিক থেকেই অত্যন্ত সমৃদ্ধ জনপদ। আমিই বরং এখানে গিয়ে ঋদ্ধ হয়েছি, আনন্দিত হয়েছি। ভাল থাকবেন, আগামী বুধবারে কোন্নগর ভ্রমণের দ্বিতীয় পর্ব আসবে দেখবার অনুরোধ রইল।।

  • @venkysiceberg
    @venkysiceberg หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো আপনার ভিডিওটি।
    তবে আমার একটি ছোট্ট প্রশ্ন/কৌতুহল আছে। আপনি অবন ঠাকুরের বাগানবাড়ির প্রবেশমূল্যর যে কুপনটি দেখালেন (9:03) তাতে তারিখ লেখা আছে 11-APR-2024, সেদিন তো বৃহস্পতিবার ছিল। কিন্তু আপনি বাগানবাড়ি থেকে বেরিয়ে রবির হোটেলে খেতে গিয়ে বললেন (16:58) আজ রবিবার!

    • @drishyakalpo
      @drishyakalpo  หลายเดือนก่อน

      ঠিকই দেখেছেন। আসলে আমার টিকিটের ছবিটি একটু অস্পষ্ট এসেছিল। স্ক্রিপ্ট লেখার সময় মনে হল একটা টিকিটের ছবি থাকলে ভাল হয়। তাই আমি অন্য একজনকে দিয়ে একটা টিকিটের ছবি আনিয়ে নিয়েছিলাম। তাই তারিখের একটু তারতম্য ঘটেছে বটে তবে তথ্যে ভুল নেই। দশ টাকাই টিকিট লাগে প্রতিদিনই।

    • @venkysiceberg
      @venkysiceberg หลายเดือนก่อน +1

      @@drishyakalpo আপনার প্রতিটি ভিডিওতে সঠিক তথ্যই থাকে, সে নিয়ে আমার কোনও সন্দেহই নেই। আপনি ভালো থাকবেন আর এভাবেই আমাদের সমৃদ্ধ করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। 😊

  • @tapankumarbiswas1796
    @tapankumarbiswas1796 หลายเดือนก่อน +1

    Kintu Sir ami jato boli amar bandhuke je ami Konnagare thaki, tobu se amake bare bare jiges kore je ami kon nagare thaki? Ki samosya bolun toh

    • @sumitanandy3077
      @sumitanandy3077 หลายเดือนก่อน

      😆😆😆😆😆apnar bandhur sence of humour darun

    • @drishyakalpo
      @drishyakalpo  หลายเดือนก่อน

      হা হা এটা খুবই সমস্যার ব্যাপার।। একই ঘটনা আমার সঙ্গেও ঘটেছে। আমি যখন আমার ছেলেকে বললাম আজ কোন্নগরে গিয়েছিলাম, তখন সেও জিজ্ঞাসা করল কোন নগরে গিয়েছিলে? 😀

  • @sipungiri8608
    @sipungiri8608 หลายเดือนก่อน +1

    Verynice