পল্টু সাহেব একটা কন্টেন বানান। পইটে চালার ছেলে গ্রামের ভাগ্নে পইটে চালা জন বেছে খাই তার ছেলে পরিবহন গাড়ির হেল্পপার থেকে সুপার ভাইজার। মহেশ পুর টু ঢাকা পরিবহনের সুপার ভাইজার। গ্রামের একটি গরিব অসহায় মেয়েকে প্রস্তাব দেয়। তোর বডিতে ফেন্সিডিল সেফ করে গাড়িতে বসে ঢাকাই নিয়ে দিবি? মেয়ে ঃ তাহলে আমাকে কি দিবি? সুপারভাইজার ঃ যখন অনেক টাকার মালিক হয়ে নিজেই গাড়ির মালি হবো, তখন তোর বিয়ে করবো। মেয়েঃ ওকে আমি রাজি এভাবে পাঁচ বছর পর গাড়ির মালিক হয়। একদিন মেয়ে টি তাকে বলে আমাকে বিয়ে করবিনা? সে বলে এখন আমি অনেক টাকার মালিক তোকে বিয়ে করা সম্ভব না। পরের দিন। মেয়েঃ একবতল বিশ কিনে ঐ ছেলের বাড়িতে উঠানে দাড়ায়ে লোজন ডেকে তার এতো দিনে কাহিনি বলে বিশ খেয়ে মরে গেলো। ছেলে ঃ একটা মামলা খেলো কিছু টাকা চেয়ারম্যান কে দিয়ে মামলা ডিশমিশ করে। এভাবে চলতে চলতে ইউনিয়ন নির্বাচন করার সপ্নদেখে। ছেলেঃ নিজের গাড়ি চিজেই চালায়। টাকার ডাপটে এলাকার দোকানে মানুষের চা পান খুব খাওয়াই। ভোট শেষে দেখাগেলো পাবলিক টাকা খেয়ে মেম্বার বানালো। এবং তার প্রতিদন্দি প্রার্থী একজন শিক্ষিত গ্রামের সৎ ছেলে ফেল করে। কিছুদিন পর ঃ এই খারাপ মেম্বার পাবলিকের কাছথেকে বিভিন্ন কার্ড এর বিনিময়, বিচারের নামের, গ্রামের ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে থানায় নিয়ে যেয়ে টাকা খায়। তারপর গ্রামের লোকজ দোকান পাটে বলাবলি করে এখন থেকে মেম্বার বানাতে হলে সৎ ও শিক্ষিত এবং ব্যাগরাউন্ড ভালো দেখে বানাবো তাহলে আমাদের সমাজে ভালো নেতৃত্ব আসবে। এটা একটি বাস্থব ঘটনা। নাম পরিবর্তন করে কন্টেন বানালে আমার মনে হয় মানুষ বেশি দেখবে।
Poltu vai ❤️❤️
Liton v onak valo ovinoi kora
পল্টু সাহেব একটা কন্টেন বানান।
পইটে চালার ছেলে গ্রামের ভাগ্নে
পইটে চালা জন বেছে খাই তার ছেলে পরিবহন গাড়ির হেল্পপার থেকে সুপার ভাইজার।
মহেশ পুর টু ঢাকা পরিবহনের সুপার ভাইজার।
গ্রামের একটি গরিব অসহায় মেয়েকে প্রস্তাব দেয়।
তোর বডিতে ফেন্সিডিল সেফ করে গাড়িতে বসে ঢাকাই নিয়ে দিবি?
মেয়ে ঃ তাহলে আমাকে কি দিবি?
সুপারভাইজার ঃ যখন অনেক টাকার মালিক হয়ে নিজেই গাড়ির মালি হবো, তখন তোর বিয়ে করবো।
মেয়েঃ ওকে আমি রাজি
এভাবে পাঁচ বছর পর গাড়ির মালিক হয়।
একদিন মেয়ে টি তাকে বলে আমাকে বিয়ে করবিনা?
সে বলে এখন আমি অনেক টাকার মালিক তোকে বিয়ে করা সম্ভব না।
পরের দিন।
মেয়েঃ একবতল বিশ কিনে ঐ ছেলের বাড়িতে উঠানে দাড়ায়ে লোজন ডেকে তার এতো দিনে কাহিনি বলে বিশ খেয়ে মরে গেলো।
ছেলে ঃ একটা মামলা খেলো কিছু টাকা চেয়ারম্যান কে দিয়ে মামলা ডিশমিশ করে।
এভাবে চলতে চলতে ইউনিয়ন নির্বাচন করার সপ্নদেখে।
ছেলেঃ নিজের গাড়ি চিজেই চালায়।
টাকার ডাপটে এলাকার দোকানে মানুষের চা পান খুব খাওয়াই।
ভোট শেষে দেখাগেলো পাবলিক টাকা খেয়ে মেম্বার বানালো।
এবং তার প্রতিদন্দি প্রার্থী একজন শিক্ষিত গ্রামের সৎ ছেলে ফেল করে।
কিছুদিন পর ঃ
এই খারাপ মেম্বার পাবলিকের কাছথেকে বিভিন্ন কার্ড এর বিনিময়, বিচারের নামের, গ্রামের ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে থানায় নিয়ে যেয়ে টাকা খায়।
তারপর গ্রামের লোকজ দোকান পাটে বলাবলি করে এখন থেকে মেম্বার বানাতে হলে সৎ ও শিক্ষিত এবং ব্যাগরাউন্ড ভালো দেখে বানাবো তাহলে আমাদের সমাজে ভালো নেতৃত্ব আসবে।
এটা একটি বাস্থব ঘটনা।
নাম পরিবর্তন করে কন্টেন বানালে আমার মনে হয় মানুষ বেশি দেখবে।
Far Ku.video.kob.valo