ভাইয়া একটা কাজ এ সমস্যায় পড়ে গেছি। টাইচ কি ডিল মেশিন দিয়ে ছিদ্র করে চ্যানেল লাগানো কি সম্ভব। নাকি ছিদ্র করার সময় টাইস ভেঙে যাবে। একটু জানাবেন প্লিজ।
প্রথমেই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্যে। আসলে সারাদিন অনেক ব্যাস্ত থাকার কারনে আপনার প্রশ্নের উত্তর দিতে দেরি হয়েছে, সে জন্য আমি দুঃখিত।তো যাই হোক টাইলসের মধ্যে অবশ্যই ডিল করা যাবে।টাইলস ভাংবেনা।শুধু একটু সতর্ক হয়ে কাজ করতে হবে।সবচেয়ে ভালো হবে টাইলসের ঠিক মাজখান বরাবর ডিল করতেহবে
আর যদি কারন বসত টাইলসের একপাসে ডিল করা লাগে, তাহলে আগে টোকা দিয়ে দেখবেন যে টালসের ভিতরে মসলা আছে কিনা।যদি মসলা থাকে তাহলে তো ভালোই ড্রিল করতে পারেন কোন সমস্যা নেই।আর যদি মসলা না থাকে থাহলে খুব সতর্ক হয়ে ড্রিল মেশিনে আস্তে আস্তে অল্প প্রেসার দিয়ে প্রথমে টাইলসটা একটু ড্রিল করে, তারপরে প্রেসার দিয়ে ভালো মত ড্রিল করে নিবেন। আমার একথা গুলা বুজতে কোন সমস্যা হলে যোগাযোগ করুনঃ 01875850172
tanX
হাব্বি ভাই💓💓💓💓💓🛠️🛠️🛠️🛠️
ভাইয়া একটা কাজ এ সমস্যায় পড়ে গেছি। টাইচ কি ডিল মেশিন দিয়ে ছিদ্র করে চ্যানেল লাগানো কি সম্ভব। নাকি ছিদ্র করার সময় টাইস ভেঙে যাবে। একটু জানাবেন প্লিজ।
প্রথমেই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্যে। আসলে সারাদিন অনেক ব্যাস্ত থাকার কারনে আপনার প্রশ্নের উত্তর দিতে দেরি হয়েছে, সে জন্য আমি দুঃখিত।তো যাই হোক টাইলসের মধ্যে অবশ্যই ডিল করা যাবে।টাইলস ভাংবেনা।শুধু একটু সতর্ক হয়ে কাজ করতে হবে।সবচেয়ে ভালো হবে টাইলসের ঠিক মাজখান বরাবর ডিল করতেহবে
আর যদি কারন বসত টাইলসের একপাসে ডিল করা লাগে, তাহলে আগে টোকা দিয়ে দেখবেন যে টালসের ভিতরে মসলা আছে কিনা।যদি মসলা থাকে তাহলে তো ভালোই ড্রিল করতে পারেন কোন সমস্যা নেই।আর যদি মসলা না থাকে থাহলে খুব সতর্ক হয়ে ড্রিল মেশিনে আস্তে আস্তে অল্প প্রেসার দিয়ে প্রথমে টাইলসটা একটু ড্রিল করে, তারপরে প্রেসার দিয়ে ভালো মত ড্রিল করে নিবেন।
আমার একথা গুলা বুজতে কোন সমস্যা হলে যোগাযোগ করুনঃ 01875850172
পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ফোনে এমবি আছিলো না। তাই আজকে এই মাত্র দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর আপনার কথাগুলো সঠিক ভাবে বুঝতে পারছি। ধন্যবাদ।