'যে ভগবান আমাকে এখানে অন্ন দিতে পারেন না তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন , এ কথা আমি বিশ্বাস করিনা' - কথাটি যেন হৃদয়ের এসে লাগলো । অসংখ্য ধন্যবাদ স্বামী বিবেকানন্দকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য🙏🏻
@@St4321d ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার দরকার কেন বা কেন নয় - তার উত্তর স্বামীজির কথাতেই রয়েছে। এখানে বলা হয়েছে। আপনি সম্ভবত দেখেননি। যাইহোক, আপনি আমাদের থেকে বিস্তারিত জানবেন.. 😊 আমরা শিখছি, জানছি.. আপনার তিরস্কার মাথা পেতে নিলাম 🙏🏻
@Anirban_das hm.tai to bli ardho sotto noy.purno sotto duto dik tule dhora drkr.krn apni jakhn one side tulbn manush oi dik tai dhore bose thakbe..krn swamiji versatile chiln kono kothar bondhone bendhe thakenni.akdike manobota onno dike biplobider bomb bandhte blchn .satruder mere chire dite blchn .tahle ki blbn?akdike blchn somosto murti gangay bhasiye diye desh matrikar pujo koro to sei yukti diye thakurer murtir drkr nei.kintu sekhane abr anonder sathe achen khetrir raja k murti pujor gurutto bojhachhn.
আপনার প্রতিটি কথাই অসম্ভব শক্তিতে উজ্জ্বল, চেতনার মূলে গিয়ে নাড়া দেয় ... তবুও শুধু একটা অনুরোধ করবো, নিজের ধর্মকে ভালবেসে যারা এগিয়ে যেতে চান, তাঁদের প্রতি দরদ রাখবেন... বিধর্মীরা যেভাবে আমাদের ধর্মের ওপর ক্রমাগত আঘাত করে যাচ্ছেন, তার বিরুদ্ধে যে যেভাবে পারবেন রুখে দাঁড়াবেন, আমাদের ধর্ম ও দেশ রক্ষা করার জন্য এটা খুব দরকার ;
উপনিসদে ও গরু খাওয়ার কথা বলা হয়েছে। ভালো সন্তান পাবার জন্য ষাঁড়ের মাংস খাওয়া উচিত। Brihadaranyak Upanishad 6/4/18 suggests a ‘super-scientific’ way of giving birth to a super intelligent child. এ ব্যাপারে আরো স্পষ্ট বিধান দিয়েছে মনুসংহিতা। মনুসংহিতা ৫/৪৪ বলা হয়েছে, “শ্রুতিবিহিত যে পশুহত্যা, তাহাকে অহিংসাই বলিতে হইবে, যেহেতু বেদ ইহা বলিতেছে।” অগ্নির কাছে নিবেদনে বলদ, ষাঁড় এবং দুগ্ধহীনা গাভী বলিদানের উল্লেখ আছে। (ঋগবেদ সংহিতা, ১/১৬২/১১-১৩, ৬/১৭/১১,১০/৯১/১৪)। মহাভারতেও গরু খাওয়ার কথা আছে, মহাভারত বন পর্ব, খন্ড ২০৭, অনুবাদে কিশোরী মোহন গাংগুলি। বিষ্ণুপুরাণ বলছে,ব্রাহ্মণদের গো-মাংস খাইয়ে হবিষ্য করালে পিতৃগণ ১১ মাস পর্যন্ত তৃপ্ত থাকেন। আর এ স্থায়িত্ব কালই সবচেয়ে দীর্ঘ
আমার কাছে বিবেকানন্দ অনেকটা সৈয়দ মুস্তাফা সিরাজের 'ভারতবর্ষ' গল্পের সেই 'বুড়ি' চরিত্রটার মতো। বুড়ি হিন্দু না মুসলিম, তা কেউ জানে না! কিন্তু বুড়ি আস্ত একটা ভারতবর্ষ। সুবিশাল ভারতবর্ষ। ❤ অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর উপস্থাপনার জন্য। আমি বাংলা ভাষায় একটু-আধটু কন্টেন্ট রাইটিং করি। লেখালেখির কাজে আপনার এই ভিডিওগুলো আমায় ভীষণ সাহায্য করে। বিভিন্ন রকমের অথেন্টিক সূত্র মারফত আসল তথ্য জানতে পারি। এইভাবেই এগিয়ে যান। আমরা আপনার পাশে আছি।
Hm.akdom.kintu tai bole swmiji islamic inveders der pujo koreni.😅kintu bharater muslimra kore.tader bharatiyakaran kora hoyeche ki?nki khilafat andolon kore oder islamic brotherhood e rakha hoyeche.konta?desher cheye islam boro.😊muslim league ba pakisthan ki swamiji k grahan korte prlo?
@@St4321d বিবেকানন্দ বলেছেন, “এই ভারতবর্ষেই এমন এক দিন ছিল যখন কোন ব্রাহ্মণ গরুর মাংস না খেলে ব্রাহ্মণই থাকতে পারতেন না। যখন কোন সন্ন্যাসী, রাজা, কিংবা বড় মানুষ বাড়ীতে আসতেন, তখন সবচেয়ে ভালো ষাঁড়টিকে কাটা হতো। (Collected works of Swami Vivekananda, Advaita Asharama,1963, Vol III, page 172
@@St4321d এখনকার নব্য সনাতনীরা জানেই না যেটাকে তাঁরা সনাতন ধর্ম বলে প্রচার করছে এবং মাতামাতি করছে সেটা আসলে ব্রাহ্মণ্য ধর্ম। ব্রাহ্মণ্য ধর্মে তথাকথিত হিন্দুদের কোনও স্থানই নাই। আর তাছাড়া বেদ-পুরাণ-মহাভারত-রামায়ণ থেকে শুরু করে কোনও স্মৃতি শাস্ত্রে হিন্দু শব্দের উল্লেখ নেই। সনাতন শব্দও বৌদ্ধ গ্রন্থ থেকে নেওয়া। ব্যাসস্মৃতি’র 1: 11-13 অংশে লেখা আছে- তেলি,জেলে,মুচি কামার, ছুতার, কায়স্থ এরা নীচ শূদ্র; কোনও ব্রাহ্মণ এদের মুখ দেখে ফেললে তাঁকে সূর্যের দিকে তাকিয়ে দৃষ্টি শুদ্ধ করতে হবে। বিবেকানন্দকে ব্রাহ্মণ্যবাদীরা শিকাগো ধর্মসম্মেলনে বক্তৃতা দিতে এই বলে বাধা দিয়েছিল কারন দত্ত শূদ্র জাতিভুক্ত, ব্রাহ্মণ্য ধর্মের প্রচারে তাঁর কোনও অধিকার নেই।বাণী ও রচনা সমগ্র, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠাঃ 441. শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্মপ্রচারক এক্ষেত্রে স্বামীজিকে ওখানে বক্তব্য রাখতে কিছু সাহায্য করেছিল।
ভাই তোমার উপস্থাপনা আমাকে মুগ্ধ করে, তোমার জানার এবং জানানোর ইচ্ছা দুটোই প্রশংসনীয়, তোমার বিদ্যলাভ সার্থক কেননা তুমি তোমার পড়াশোনার মাধ্যমে মানুষকে আলোর দিকে নিয়ে যাচ্ছো, এই অন্ধকার ভারতবর্ষে তোমার মত বিনয়ী, শিক্ষিত যুবকের খুব দরকার। পরমেশ্বর ভগবান তোমার উপর কৃপা বর্ষণ করুন এই প্রার্থনা করি।
স্যার আজকের এই প্রতিবেদন টির জন্য অনেক ধন্যবাদ আপনাকে , স্বামীজীর বলা এক একটি কথা চোখের কোনায় বিন্দুর সঞ্চার করছিল , স্বামীজীর মতন এমন করে যদি আজ মানুষ বুঝত তাহলে আজ এতটা পিছিয়ে থাকতে হতো না আমাদের , স্বামী বিবেকানন্দ মহারাজের চরণে অনন্তকোটি প্রনাম জানাই 🙇
“আপনি বিস্মিত হবেন যদি আমি আপনাকে বলি যে, পুরানো আচার-অনুষ্ঠান অনুযায়ী, সে একজন ভাল হিন্দু নয় যে গরুর মাংস খায় না। কিছু বিশেষ সময়ে তাকে একটি ষাঁড় বলি দিতে হবে এবং তা খেতে হবে। [স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ কর্ম, খণ্ড ৩, পৃষ্ঠা ৫৩৬]”
I'm a RKM alumni.... I became surprise sometime seeing how other Indians specially northies are portraying bibekananda,,,,the complete opposite of what vivekananda was....
“আপনি বিস্মিত হবেন যদি আমি আপনাকে বলি যে, পুরানো আচার-অনুষ্ঠান অনুযায়ী, সে একজন ভাল হিন্দু নয় যে গরুর মাংস খায় না। কিছু বিশেষ সময়ে তাকে একটি ষাঁড় বলি দিতে হবে এবং তা খেতে হবে। [স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ কর্ম, খণ্ড ৩, পৃষ্ঠা ৫৩৬]”
oara jeta portray kore setao sottyo.. karon vivekananda apnar bicharer urdhe.. tara jegulo quote kore swamiji k tao complete works ei paoa jai.. swamiji r patrabali te porben tini missionary r against e ko kotha bolechen.. tahole bujhte parben vivekananda sudhu apnar ekpakkhik ideology r gondi te dhora porena..
অসাধারণ লাগল। সত্যিই, কতটা সরে এসেছি আমরা আমাদের মূল থেকে, যত দিন যাচ্ছে যেন ভেতর থেকে দীন হয়ে যাচ্ছি আমরা... হিরণ্যগর্ভে জন্মেছি, পৃথিবীর প্রত্যেকটা কণা ঐশ্বরিয় হওয়ার কথা আমাদের কাছে, কিন্তু সংকীর্ণ রীতি নীতির গণ্ডি তৈরি করছি রোজ একটা করে... মাঝে মাঝেই বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন খুললে দেখতে পাই "প্রাউড টু বি সনাতনী", "প্রাউড টু বি ভেজিটেরিয়ান" ইত্যাদি সংকীর্ণমনা কমেন্ট। যে ধর্ম তোমায় বৈশ্বিক বানায়, সেই ধর্ম কী উপায়ে তোমায় ভেজিটেরিয়ান হওয়ার জন্যে গর্ববোধ করায় সেটা ভেবে পাই না...। যাই হোক একটু বিবেকবান যেন হই, এই প্রার্থনা ঠাকুর, মা আর স্বামীজির কাছে...।
@Anirban_das nijer culture niye ki swmiji kunthito chiln?nki nijer take dhore onno k somman abr satru k mere chire diteo bolechiln sansarider jnno.abr rajyog e swamiji nijo mukhe swikaro korechn j non veg khaoata onar durbolota krn jnen sob prani onar bhai.
@@St4321dswamiji non vej khete bolten pesi k lohar mato banate, sorir k sakto potko korte. Na hole sadhona hay na. Durbol sorire sadhona hay na. Tai bolten, " Mangso kha, tate jato pap hay sob amar"...
এভাবে কেউ স্কুলে কোনোদিন পড়ায়না বাংলা বা ইতিহাসের জিনিসপত্র গুলো । তাই সবসময় বোরিং ই লাগতো আর সব মুখস্ত করেই চালিয়ে দিতাম । এখন নিজে থেকেই সার্চ করে দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে এসব জিনিস পত্র। খুব ভালো উপস্থাপনা। প্রত্যেক স্কুলে আপনার মত বাংলা ইতিহাস এর শিক্ষক দরকার 😃
খুব সুন্দর একটি বিষয় নিয়ে video টা ।স্বামীজীর ভাবনা চিন্তা এতো আধুনিক ছিল,সেই সময়ে এতো উদারমনা,শিক্ষা বিস্তারে তার আগ্রহ (নারী পুরুষ নির্বিশেষে) ভাবা যায় না।আমরা এই একবিংশ শতাব্দীতেও কূপমন্ডুকই হয়ে রয়েছি।খুন জখম সাম্প্রদায়িক কলহ ইত্যাদিতেই আটকে রয়েছি।স্বামীজীর বাণী আমাদের উদ্দীপ্ত করে না।জয় স্বামী বিবেকানন্দ!!🙏
@@50UR4V-1 tader binash jogoter mongol.swamiji bolechiln jara mone korbe kebol amr culture tai thakbe bki gulo noy seta bhul.kintu bastobe to tai hoyeche afganisthan pakisthan bangladesh parashya dekhe nin.parshira 4000 muslim k thakte diyechilo r aj ora bharate ashrito.bkita buddhimanera bujhe jbe
আমার কাছে বিবেকানন্দ আমার গুরু তার দেখানো পথ অনুসরণ করি ❤ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এটাই আমি স্বরণ করি ❤ খুব ভালো লাগলো এতো সুন্দর করে উপস্থাপনা করার জন্য ❤ আমি মন থেকে স্বামীজি কে প্রণাম জানাই 🙏🌹❤️
স্বামী বিবেকানন্দের সম্বন্ধে খুব কম জানেন, এক দিকে স্বামীজি অন্য দিকে নেতাজী এই দুই মহান মানুষ বাঙ্গালীদের সমৃদ্ধ করেছেন। ধর্ম নয় মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন এই দুই জন, ভাল লাগল আজকের প্রতিবেদন
আরে মশাই আমি তো পুরো ঘেঁটে গেলাম এতদিন যে বিবেকানন্দ নিয়ে মাতামাতি করেছি আপনি তো নতুন স্বামীজীর মতাদর্শ দেখালেন, পর্বটি সত্যি মনে রাখার আর প্রচুর শেখার সত্যি খুব খুব খুবই সুন্দর লাগল, সর্বপরি আপনার উপস্থাপনা, সত্যি খুব ভালো লাগলো স্যার😊
মার্ক্সিস্ট মিথ্যুকরা আমাদের জাতির মূলস্তম্ভস্বরূপ মহাপুরুষদের নামে যা খুশি মিথ্যা ও অর্ধসত্য বলে জাতির মস্তিষ্কপ্রক্ষালন করে, কট্টর নিরীশ্বরবাদী প্রকৃত উদারবাদী জাতিয়তাবাদী রূপে কথাটা স্মরণ করিয়ে দিলাম। যা খুশি একটা শুনলেই সেটা বিশ্বাস করে নিতে নেই। বিশেষ করে পুরোন পাপীর প্রলাপ।
Sobai jne egulo.😅kintu sob kotha ki sob situation er jnno nki dada?mne apni udar paser jon radicle takhn ki krbn?pakisthan e ramkrishna mission tikte prlo na kno blbn ektu.😊
ব্যাসস্মৃতি’র 1: 11-13 অংশে লেখা আছে- তেলি,জেলে,মুচি কামার, ছুতার, কায়স্থ এরা নীচ শূদ্র; কোনও ব্রাহ্মণ এদের মুখ দেখে ফেললে তাঁকে সূর্যের দিকে তাকিয়ে দৃষ্টি শুদ্ধ করতে হবে।
ভাই অনির্বাণ, কিছুকাল যাবত আপনার এই চ্যানেলটি ফলো করছি। খুবই ভালো লাগছে আপনার কাজ। বাংলার মানুষকে তার শেকড়ের পরিচয় দিয়ে যান। যারা জানতে ইচ্ছুক, তারা নিশ্চয়ই সহযাত্রী হবেন। 🙏🏽
@@Anirban_das বিবেকানন্দকে ব্রাহ্মণ্যবাদীরা শিকাগো ধর্মসম্মেলনে বক্তৃতা দিতে এই বলে বাধা দিয়েছিল কারন দত্ত শূদ্র জাতিভুক্ত, ব্রাহ্মণ্য ধর্মের প্রচারে তাঁর কোনও অধিকার নেই।বাণী ও রচনা সমগ্র, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠাঃ 441. শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্মপ্রচারক এক্ষেত্রে স্বামীজিকে ওখানে বক্তব্য রাখতে কিছু সাহায্য করেছিল।
Ami Peter rugi. Bishri rakam. Sobji khelei khub barabari hay. Jyanto macher patla jhol r vat khai. Tate ki amar thakur maa swamiji k valobasay kono komti ache? Asol holo valobasa. Vokti. Pete tai dite hay ja dile sorir sustho thakbe r mon ishwarer chintay ninisto thakbe.
বিবেকানন্দ বলেছেন, “এই ভারতবর্ষেই এমন এক দিন ছিল যখন কোন ব্রাহ্মণ গরুর মাংস না খেলে ব্রাহ্মণই থাকতে পারতেন না। যখন কোন সন্ন্যাসী, রাজা, কিংবা বড় মানুষ বাড়ীতে আসতেন, তখন সবচেয়ে ভালো ষাঁড়টিকে কাটা হতো। (Collected works of Swami Vivekananda, Advaita Asharama,1963, Vol III, page 172)। ঋগ্বেদের প্রাচীন ভাষ্যকার হিসেবে সায়না চার্যের নাম বিখ্যাত। তাঁর আগেও বিভিন্ন ভাষ্যকার, যেমন স্কন্দস্বামী, নারায়ণ, প্রমুখ ঋগ্বেদের ভাষ্য করেছেন। ভাষ্যকর আচার্য সায়ন লিখেছেন তার অনুবাদে, “You (O Indra), eat the cattle offered as oblations belonging to the worshippers who cook them for you. (Atharvaveda 9/4/1)” “হে ইন্দ্র গ্রহন কর সেসব গরুর মাংস যা তোমাকে তোমার ভক্তরা রন্ধন করে উৎসর্গ করেছে।” ঋগ্বেদ ১০/৮৬/১৩ তে গরু রান্না করার কথা পাওয়া যায়। ঋগ্বেদ ১০/৮৬/১৪ তে ইন্দ্রের জন্য গোবৎস উৎসর্গ করা হয়েছে। Rig Veda 10.86.১৪ [Indra speaks The worshippers DRESS for me fifteen (and) twenty bulls : I eat them and (become) fat, they fill both sides of my belly ;Indra is above all (the world). উপনিসদে ও গরু খাওয়ার কথা বলা হয়েছে। ভালো সন্তান পাবার জন্য ষাঁড়ের মাংস খাওয়া উচিত। Brihadaranyak Upanishad 6/4/18 suggests a ‘super-scientific’ way of giving birth to a super intelligent child. এ ব্যাপারে আরো স্পষ্ট বিধান দিয়েছে মনুসংহিতা। মনুসংহিতা ৫/৪৪ বলা হয়েছে, “শ্রুতিবিহিত যে পশুহত্যা, তাহাকে অহিংসাই বলিতে হইবে, যেহেতু বেদ ইহা বলিতেছে।” অগ্নির কাছে নিবেদনে বলদ, ষাঁড় এবং দুগ্ধহীনা গাভী বলিদানের উল্লেখ আছে। (ঋগবেদ সংহিতা, ১/১৬২/১১-১৩, ৬/১৭/১১,১০/৯১/১৪)। মহাভারতেও গরু খাওয়ার কথা আছে, মহাভারত বন পর্ব, খন্ড ২০৭, অনুবাদে কিশোরী মোহন গাংগুলি। বিষ্ণুপুরাণ বলছে,ব্রাহ্মণদের গো-মাংস খাইয়ে হবিষ্য করালে পিতৃগণ ১১ মাস পর্যন্ত তৃপ্ত থাকেন। আর এ স্থায়িত্ব কালই সবচেয়ে দীর্ঘ (বিষ্ণুপুরাণ ৩/১৬)
@@St4321d nai mama-r cheye bodhoy kana mama bhalo. Podcast theke jodi swamiji-r moto mohan byaktityo ke jana jay, tahole osubidha ache? tobe hya, podcast e procharito information bhul ba misleading hole mushkil. Apnar ki mone hoy ei video er kono information bhul ba misleading? jodi temon kichu thake, tahole ki pranjol bhashay sothik information diye amader ke badhito korben?
যে ব্যক্তি চায় যে তার একটি পুত্র জন্মগ্রহণ করুক যে একজন স্বনামধন্য পণ্ডিত হবে, সমাবেশে ঘন ঘন এবং আনন্দদায়ক কথা বলবে, সমস্ত বেদ অধ্যয়ন করবে এবং পূর্ণ জীবন লাভ করবে, তার গো-মাংসের সাথে ভাত রান্না করা উচিত।…বৃহদারণ্যক উপনিষদ ৬/৪/১৮
“আপনি বিস্মিত হবেন যদি আমি আপনাকে বলি যে, পুরানো আচার-অনুষ্ঠান অনুযায়ী, সে একজন ভাল হিন্দু নয় যে গরুর মাংস খায় না। কিছু বিশেষ সময়ে তাকে একটি ষাঁড় বলি দিতে হবে এবং তা খেতে হবে। [স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ কর্ম, খণ্ড ৩, পৃষ্ঠা ৫৩৬]”
मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः। स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्।।9:32....হে পার্থ! যারা আমার শরণাগত হয়, তারা যদি পাপযোনিতেও জন্মগ্রহণ করে যেমন নারী, বৈশ্য কিংবা শূদ্র হোক না কেন - তারাও পরম গতি অর্জন করে।... 9:32... কৃষ্ণ তো সকল নারী জাতিকে পাপযোনি বলছে
, “You will be astonished ifI tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it. [The complete works of Swami Vivekananda, Volume 3, Pg 536]”
হিন্দু-হৃদয় সম্রাট বিবেকানন্দকেও ভীষণ রকম ব্রাহ্মণ্য বাধার সম্মুখীন হতে হয়েছিল। এখনকার নব্য সনাতনীরা জানেই না যেটাকে তাঁরা সনাতন ধর্ম বলে প্রচার করছে এবং মাতামাতি করছে সেটা আসলে ব্রাহ্মণ্য ধর্ম। ব্রাহ্মণ্য ধর্মে তথাকথিত হিন্দুদের কোনও স্থানই নাই। আর তাছাড়া বেদ-পুরাণ-মহাভারত-রামায়ণ থেকে শুরু করে কোনও স্মৃতি শাস্ত্রে হিন্দু শব্দের উল্লেখ নেই। সনাতন শব্দও বৌদ্ধ গ্রন্থ থেকে নেওয়া। ব্যাসস্মৃতি’র 1: 11-13 অংশে লেখা আছে- তেলি,জেলে,মুচি কামার, ছুতার, কায়স্থ এরা নীচ শূদ্র; কোনও ব্রাহ্মণ এদের মুখ দেখে ফেললে তাঁকে সূর্যের দিকে তাকিয়ে দৃষ্টি শুদ্ধ করতে হবে। বিবেকানন্দকে ব্রাহ্মণ্যবাদীরা শিকাগো ধর্মসম্মেলনে বক্তৃতা দিতে এই বলে বাধা দিয়েছিল কারন দত্ত শূদ্র জাতিভুক্ত, ব্রাহ্মণ্য ধর্মের প্রচারে তাঁর কোনও অধিকার নেই।বাণী ও রচনা সমগ্র, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠাঃ 441. শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্মপ্রচারক এক্ষেত্রে স্বামীজিকে ওখানে বক্তব্য রাখতে কিছু সাহায্য করেছিল। স্বামীজি বলেছেন, ভারতের ভবিষ্যৎ নির্মাণ করতে চাইলে ব্রাহ্মণদের পায়ের তলে কুচলে দিতে হবে। পুরোহিততন্ত্র ভারত বিধ্বংসীর বীজ।এদেরকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। এরা প্রগতির বিরোধী। Caste, Culture and Socialism: page 84.
আপনার এই পর্বটি মন দিয়ে শুনছিলাম , কিন্তু পর্বটি শেষ হতেই মনে হল শেষ হয়েও হল না শেষ🤍🙏🏻 মন মুগ্ধকর লাগলো এই পর্বটি, ধন্যবাদ , ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤍🙏 জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন🔱🙏🏻
একেবারে খাঁটি কথা যেগুলো প্রত্যেকটা মানুষকেই বোঝা উচিত... অনেক ধন্যবাদ দাদা এই বার্তাগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং স্বামী বিবেকানন্দের মহান বক্তব্য গুলি সবার কাছে পৌঁছানোর জন্য❤
সতত নূতন তাহাই সনাতন।বিবেকানন্দ হলে চরম আধুনিক সাধু।উনি ছিলেন বুদ্ধের বিশেষ অনুরাগি।আমিও তাই।ধর্মকে আমি সমন্নয় হিসাবে দেখি অভয়ারন্য নয়।অনেক উপলদ্ধির বাকি আছে সময় বড়ই কম।অসাধারন প্রতিবেদন।❤ আমার পুত্রের নাম আত্মদীপ।গৌতম বুদ্ধের শেষ তিনটি বাণীর প্রথম টি " আত্মদীপ ভব" র অনুকরনে রাখা। আজ ১২ ই জানুয়ারি আমার পুত্রেরও জন্মদিন।🙏 ্র
হিন্দু-হৃদয় সম্রাট বিবেকানন্দকেও ভীষণ রকম ব্রাহ্মণ্য বাধার সম্মুখীন হতে হয়েছিল। এখনকার নব্য সনাতনীরা জানেই না যেটাকে তাঁরা সনাতন ধর্ম বলে প্রচার করছে এবং মাতামাতি করছে সেটা আসলে ব্রাহ্মণ্য ধর্ম। ব্রাহ্মণ্য ধর্মে তথাকথিত হিন্দুদের কোনও স্থানই নাই। আর তাছাড়া বেদ-পুরাণ-মহাভারত-রামায়ণ থেকে শুরু করে কোনও স্মৃতি শাস্ত্রে হিন্দু শব্দের উল্লেখ নেই। সনাতন শব্দও বৌদ্ধ গ্রন্থ থেকে নেওয়া। ব্যাসস্মৃতি’র 1: 11-13 অংশে লেখা আছে- তেলি,জেলে,মুচি কামার, ছুতার, কায়স্থ এরা নীচ শূদ্র; কোনও ব্রাহ্মণ এদের মুখ দেখে ফেললে তাঁকে সূর্যের দিকে তাকিয়ে দৃষ্টি শুদ্ধ করতে হবে। বিবেকানন্দকে ব্রাহ্মণ্যবাদীরা শিকাগো ধর্মসম্মেলনে বক্তৃতা দিতে এই বলে বাধা দিয়েছিল কারন দত্ত শূদ্র জাতিভুক্ত, ব্রাহ্মণ্য ধর্মের প্রচারে তাঁর কোনও অধিকার নেই।বাণী ও রচনা সমগ্র, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠাঃ 441. শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্মপ্রচারক এক্ষেত্রে স্বামীজিকে ওখানে বক্তব্য রাখতে কিছু সাহায্য করেছিল। স্বামীজি বলেছেন, ভারতের ভবিষ্যৎ নির্মাণ করতে চাইলে ব্রাহ্মণদের পায়ের তলে কুচলে দিতে হবে। পুরোহিততন্ত্র ভারত বিধ্বংসীর বীজ।এদেরকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। এরা প্রগতির বিরোধী। Caste, Culture and Socialism: page 84.
✅ আপনার কাছে একটাই অনুরোধ দাদা--- ভিউ কম হচ্ছে এই ভেবে হঠাৎ ভিউ বাড়ানোর জন্য স্যুডোসায়েন্স, সাম্প্রদায়িক অসম্প্রীতি--- ইত্যাদি উস্কে দেওয়া ভিডিও কখনো বানাবেন না, প্লিজ❗🙏 অনেকেই এখন এইটা করছে। আগে যারা করতো না তারাও করছে। আপনি এখনো করেননি। তাও বললাম।🙏 খুব সুন্দর হয়েছে এই ভিডিওটা ❤❤❤
একদম ঠিক সময় ঠিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। খুব খুব ভালো লাগলো। এই সব কথা এখন সব জায়গায় বলা যায়না। এটাই দুঃখের। স্বামী বিবেকানন্দের জন্মদিন সবাই পালন করে, পুজো করে কিন্তু তার সারা জীবনের শিক্ষাকে কতজন অনুসরণ করে। ভালো থাকবেন
'যে ভগবান আমাকে এখানে অন্ন দিতে পারেন না তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন , এ কথা আমি বিশ্বাস করিনা' - কথাটি যেন হৃদয়ের এসে লাগলো । অসংখ্য ধন্যবাদ স্বামী বিবেকানন্দকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য🙏🏻
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন ❤️
Akta kothay vivekananda k jene gelen?tahle to Thakurer murti pratisthar drkr ki?ei kotha anujai?😊uttar deben.ebhabe ardho sotto prachar korbn na.
@@St4321d ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার দরকার কেন বা কেন নয় - তার উত্তর স্বামীজির কথাতেই রয়েছে। এখানে বলা হয়েছে। আপনি সম্ভবত দেখেননি। যাইহোক, আপনি আমাদের থেকে বিস্তারিত জানবেন.. 😊 আমরা শিখছি, জানছি.. আপনার তিরস্কার মাথা পেতে নিলাম 🙏🏻
@@Anirban_dasdada akta prashno blchi j swamijir ei udarota islam grahan korte prlona kno?oder kache afjal gurura hero ki kore?😊ei udar culture bangladeshe roilo na kno?swamiji satruder bisay ki bolechn setao blbn ektu
@Anirban_das hm.tai to bli ardho sotto noy.purno sotto duto dik tule dhora drkr.krn apni jakhn one side tulbn manush oi dik tai dhore bose thakbe..krn swamiji versatile chiln kono kothar bondhone bendhe thakenni.akdike manobota onno dike biplobider bomb bandhte blchn .satruder mere chire dite blchn .tahle ki blbn?akdike blchn somosto murti gangay bhasiye diye desh matrikar pujo koro to sei yukti diye thakurer murtir drkr nei.kintu sekhane abr anonder sathe achen khetrir raja k murti pujor gurutto bojhachhn.
আপনার প্রতিটি কথাই অসম্ভব শক্তিতে উজ্জ্বল, চেতনার মূলে গিয়ে নাড়া দেয় ... তবুও শুধু একটা অনুরোধ করবো, নিজের ধর্মকে ভালবেসে যারা এগিয়ে যেতে চান, তাঁদের প্রতি দরদ রাখবেন... বিধর্মীরা যেভাবে আমাদের ধর্মের ওপর ক্রমাগত আঘাত করে যাচ্ছেন, তার বিরুদ্ধে যে যেভাবে পারবেন রুখে দাঁড়াবেন, আমাদের ধর্ম ও দেশ রক্ষা করার জন্য এটা খুব দরকার ;
এত সুন্দর উপস্থাপনা র জন্য Thanks
পাশে থাকবেন 🙏🏻
উপনিসদে ও গরু খাওয়ার কথা বলা হয়েছে। ভালো সন্তান পাবার জন্য ষাঁড়ের মাংস খাওয়া উচিত। Brihadaranyak Upanishad 6/4/18 suggests a ‘super-scientific’ way of giving birth to a super intelligent child. এ ব্যাপারে আরো স্পষ্ট বিধান দিয়েছে মনুসংহিতা। মনুসংহিতা ৫/৪৪ বলা হয়েছে, “শ্রুতিবিহিত যে পশুহত্যা, তাহাকে অহিংসাই বলিতে হইবে, যেহেতু বেদ ইহা বলিতেছে।” অগ্নির কাছে নিবেদনে বলদ, ষাঁড় এবং দুগ্ধহীনা গাভী বলিদানের উল্লেখ আছে। (ঋগবেদ সংহিতা, ১/১৬২/১১-১৩, ৬/১৭/১১,১০/৯১/১৪)। মহাভারতেও গরু খাওয়ার কথা আছে, মহাভারত বন পর্ব, খন্ড ২০৭, অনুবাদে কিশোরী মোহন গাংগুলি। বিষ্ণুপুরাণ বলছে,ব্রাহ্মণদের গো-মাংস খাইয়ে হবিষ্য করালে পিতৃগণ ১১ মাস পর্যন্ত তৃপ্ত থাকেন। আর এ স্থায়িত্ব কালই সবচেয়ে দীর্ঘ
@Anirban_das প্রতিবার আপনার video দেখে ঋদ্ধ হই
@@subhrodas2925 ❤️
❤
আমার কাছে বিবেকানন্দ অনেকটা সৈয়দ মুস্তাফা সিরাজের 'ভারতবর্ষ' গল্পের সেই 'বুড়ি' চরিত্রটার মতো। বুড়ি হিন্দু না মুসলিম, তা কেউ জানে না! কিন্তু বুড়ি আস্ত একটা ভারতবর্ষ। সুবিশাল ভারতবর্ষ। ❤
অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর উপস্থাপনার জন্য। আমি বাংলা ভাষায় একটু-আধটু কন্টেন্ট রাইটিং করি। লেখালেখির কাজে আপনার এই ভিডিওগুলো আমায় ভীষণ সাহায্য করে। বিভিন্ন রকমের অথেন্টিক সূত্র মারফত আসল তথ্য জানতে পারি। এইভাবেই এগিয়ে যান। আমরা আপনার পাশে আছি।
Hm.akdom.kintu tai bole swmiji islamic inveders der pujo koreni.😅kintu bharater muslimra kore.tader bharatiyakaran kora hoyeche ki?nki khilafat andolon kore oder islamic brotherhood e rakha hoyeche.konta?desher cheye islam boro.😊muslim league ba pakisthan ki swamiji k grahan korte prlo?
সঙ্গে থেকো ❤️
Swamiji k jante hole complete works porun. Jugonayak bibekananda porun. Sister nibeditar lekha boi porun.
Dekhun jodi koilasher shib k muthoy dhore felte paren.....!
@@St4321d বিবেকানন্দ বলেছেন, “এই ভারতবর্ষেই এমন এক দিন ছিল যখন কোন ব্রাহ্মণ গরুর মাংস না খেলে ব্রাহ্মণই থাকতে পারতেন না। যখন কোন সন্ন্যাসী, রাজা, কিংবা বড় মানুষ বাড়ীতে আসতেন, তখন সবচেয়ে ভালো ষাঁড়টিকে কাটা হতো। (Collected works of Swami Vivekananda, Advaita Asharama,1963, Vol III, page 172
@@St4321d এখনকার নব্য সনাতনীরা জানেই না যেটাকে তাঁরা সনাতন ধর্ম বলে প্রচার করছে এবং মাতামাতি করছে সেটা আসলে ব্রাহ্মণ্য ধর্ম।
ব্রাহ্মণ্য ধর্মে তথাকথিত হিন্দুদের কোনও স্থানই নাই।
আর তাছাড়া বেদ-পুরাণ-মহাভারত-রামায়ণ থেকে শুরু করে কোনও স্মৃতি শাস্ত্রে হিন্দু শব্দের উল্লেখ নেই। সনাতন শব্দও বৌদ্ধ গ্রন্থ থেকে নেওয়া।
ব্যাসস্মৃতি’র 1: 11-13 অংশে লেখা আছে- তেলি,জেলে,মুচি কামার, ছুতার, কায়স্থ এরা নীচ শূদ্র; কোনও ব্রাহ্মণ এদের মুখ দেখে ফেললে তাঁকে সূর্যের দিকে তাকিয়ে দৃষ্টি শুদ্ধ করতে হবে।
বিবেকানন্দকে ব্রাহ্মণ্যবাদীরা শিকাগো ধর্মসম্মেলনে বক্তৃতা দিতে এই বলে বাধা দিয়েছিল কারন দত্ত শূদ্র জাতিভুক্ত, ব্রাহ্মণ্য ধর্মের প্রচারে তাঁর কোনও অধিকার নেই।বাণী ও রচনা সমগ্র, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠাঃ 441.
শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্মপ্রচারক এক্ষেত্রে স্বামীজিকে ওখানে বক্তব্য রাখতে কিছু সাহায্য করেছিল।
ভাই তোমার উপস্থাপনা আমাকে মুগ্ধ করে, তোমার জানার এবং জানানোর ইচ্ছা দুটোই প্রশংসনীয়, তোমার বিদ্যলাভ সার্থক কেননা তুমি তোমার পড়াশোনার মাধ্যমে মানুষকে আলোর দিকে নিয়ে যাচ্ছো, এই অন্ধকার ভারতবর্ষে তোমার মত বিনয়ী, শিক্ষিত যুবকের খুব দরকার।
পরমেশ্বর ভগবান তোমার উপর কৃপা বর্ষণ করুন এই প্রার্থনা করি।
প্রকৃত সনাতন ধর্ম বিশ্ব মানবতার কথাই বলে।
❤️
@@Anirban_dasमां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्।।9:32.... কৃষ্ণ বৈশ্য, শূদ্রসহ সমগ্র নারীজাতিকে পাপযোনি বলে উল্লেখ করেছেন।গীতা... 9:32
Out of context. @@the-indian-atheist1990
কিসের মানবতা জাত পাত ছোট বড়ো নিয়ে সমাজ চলছে এটা মানবতা। ব্রাহ্মণ অন্যকে বিয়ে করবে না। সুদ্র সুদ্রা কে বিয়ে করবে এ কেমন বিচার।
সনাতন শব্দ বৌদ্ধ ধর্ম থেকে এসেছে। হ্যাঁ সেই বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ। এখনকার ব্রাহ্মণ ধর্ম নয়।
স্যার আজকের এই প্রতিবেদন টির জন্য অনেক ধন্যবাদ আপনাকে , স্বামীজীর বলা এক একটি কথা চোখের কোনায় বিন্দুর সঞ্চার করছিল , স্বামীজীর মতন এমন করে যদি আজ মানুষ বুঝত তাহলে আজ এতটা পিছিয়ে থাকতে হতো না আমাদের , স্বামী বিবেকানন্দ মহারাজের চরণে অনন্তকোটি প্রনাম জানাই 🙇
আমরা চেষ্টা করি তাঁর কথাগুলো প্রচার করার ❤️
“আপনি বিস্মিত হবেন যদি আমি আপনাকে বলি যে, পুরানো আচার-অনুষ্ঠান অনুযায়ী, সে একজন ভাল হিন্দু নয় যে গরুর মাংস খায় না। কিছু বিশেষ সময়ে তাকে একটি ষাঁড় বলি দিতে হবে এবং তা খেতে হবে। [স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ কর্ম, খণ্ড ৩, পৃষ্ঠা ৫৩৬]”
I'm a RKM alumni.... I became surprise sometime seeing how other Indians specially northies are portraying bibekananda,,,,the complete opposite of what vivekananda was....
“আপনি বিস্মিত হবেন যদি আমি আপনাকে বলি যে, পুরানো আচার-অনুষ্ঠান অনুযায়ী, সে একজন ভাল হিন্দু নয় যে গরুর মাংস খায় না। কিছু বিশেষ সময়ে তাকে একটি ষাঁড় বলি দিতে হবে এবং তা খেতে হবে। [স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ কর্ম, খণ্ড ৩, পৃষ্ঠা ৫৩৬]”
পাশে থাকবেন ❤️
oara jeta portray kore setao sottyo.. karon vivekananda apnar bicharer urdhe.. tara jegulo quote kore swamiji k tao complete works ei paoa jai.. swamiji r patrabali te porben tini missionary r against e ko kotha bolechen.. tahole bujhte parben vivekananda sudhu apnar ekpakkhik ideology r gondi te dhora porena..
মুগ্ধ হয়ে শুনেছি, অসাধারণ বলেন আপনি।
পাশে থাকবেন, শেয়ার করবেন
অসাধারণ লাগল। সত্যিই, কতটা সরে এসেছি আমরা আমাদের মূল থেকে, যত দিন যাচ্ছে যেন ভেতর থেকে দীন হয়ে যাচ্ছি আমরা... হিরণ্যগর্ভে জন্মেছি, পৃথিবীর প্রত্যেকটা কণা ঐশ্বরিয় হওয়ার কথা আমাদের কাছে, কিন্তু সংকীর্ণ রীতি নীতির গণ্ডি তৈরি করছি রোজ একটা করে... মাঝে মাঝেই বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন খুললে দেখতে পাই "প্রাউড টু বি সনাতনী", "প্রাউড টু বি ভেজিটেরিয়ান" ইত্যাদি সংকীর্ণমনা কমেন্ট। যে ধর্ম তোমায় বৈশ্বিক বানায়, সেই ধর্ম কী উপায়ে তোমায় ভেজিটেরিয়ান হওয়ার জন্যে গর্ববোধ করায় সেটা ভেবে পাই না...। যাই হোক একটু বিবেকবান যেন হই, এই প্রার্থনা ঠাকুর, মা আর স্বামীজির কাছে...।
Sanatan sabder artho ki jnen?😅😊bhaag to amra korte chaina.amra arab akraman korechilm nki britain?soubhaggo boshoto britishra beshi convert korte pareni.😊korle britishdero to pujo korten.mughalder moto
একথা যে বলবে আজ তাকেই আক্রমণ করবে
@Anirban_das nijer culture niye ki swmiji kunthito chiln?nki nijer take dhore onno k somman abr satru k mere chire diteo bolechiln sansarider jnno.abr rajyog e swamiji nijo mukhe swikaro korechn j non veg khaoata onar durbolota krn jnen sob prani onar bhai.
@@St4321dswamiji non vej khete bolten pesi k lohar mato banate, sorir k sakto potko korte.
Na hole sadhona hay na. Durbol sorire sadhona hay na. Tai bolten, " Mangso kha, tate jato pap hay sob amar"...
@mahuaganguly6775 hm.sikhrao pratham dike pure vegan chilo pore mughalder sathe jhamela lagte peshi shaktir jnno rakto dekha practicer jnno mansho khaoa suru kore.smy poribortonshil r sei anujai jibon yatrao change hoy
এভাবে কেউ স্কুলে কোনোদিন পড়ায়না বাংলা বা ইতিহাসের জিনিসপত্র গুলো । তাই সবসময় বোরিং ই লাগতো আর সব মুখস্ত করেই চালিয়ে দিতাম । এখন নিজে থেকেই সার্চ করে দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে এসব জিনিস পত্র। খুব ভালো উপস্থাপনা। প্রত্যেক স্কুলে আপনার মত বাংলা ইতিহাস এর শিক্ষক দরকার 😃
😊🙏🏻
খুব সুন্দর একটি বিষয় নিয়ে video টা ।স্বামীজীর ভাবনা চিন্তা এতো আধুনিক ছিল,সেই সময়ে এতো উদারমনা,শিক্ষা বিস্তারে তার আগ্রহ (নারী পুরুষ নির্বিশেষে) ভাবা যায় না।আমরা এই একবিংশ শতাব্দীতেও কূপমন্ডুকই হয়ে রয়েছি।খুন জখম সাম্প্রদায়িক কলহ ইত্যাদিতেই আটকে রয়েছি।স্বামীজীর বাণী আমাদের উদ্দীপ্ত করে না।জয় স্বামী বিবেকানন্দ!!🙏
Kintu ei vani ki sudhu hinduder jnno chilo?😅
❤️🙏🏻
@@St4321d apnar ki mone hoy?
@@50UR4V-1 tader binash jogoter mongol.swamiji bolechiln jara mone korbe kebol amr culture tai thakbe bki gulo noy seta bhul.kintu bastobe to tai hoyeche afganisthan pakisthan bangladesh parashya dekhe nin.parshira 4000 muslim k thakte diyechilo r aj ora bharate ashrito.bkita buddhimanera bujhe jbe
প্রনাম স্বামীজী 🙏🙏🙏
🙏🏻
খুব সুন্দর। বর্তমান সমাজে এই ভাব ধারার খুব প্রয়োজন।
সত্যিই অনির্বাণ দা তোমার ইতিহাসের অগাধ জ্ঞান আছে যা আমাদের চিন্তার বাইরে। তোমাকে প্রনাম 🙏🏻❤️
Bhishon bhishon bhishon bhalo laglo... Ei parbo ta shrestho karon sabar upor manush satya tahar upor nai... ❤❤❤
🙏🏻❤️
স্বামী বিবেকানন্দের দর্শন পড়েছি,,বাংলাদেশের কলেজের দর্শন বিভাগে পড়ানো হয়, বাঙালির দর্শন বইয়ে। রামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শন একসাথে পড়ানো হয়৷
❤️
কিন্ত দুর্ভাগ্যবশত বাংলাদেশের Secular Nature টাকে মুছে ফেলা হচ্ছে , আর হয়তো পড়ানো হবেনা এই বিষয়ে
@@soumyakundu687তোমাদের দেশ যে কি ধরনের secular এটা আমরা জানি।
@@saimunhossainakib7572 সেই রকম তোরা জীবনেও হতে পারবি না 🤡
@@saimunhossainakib7572 sottie ki jano bondhu?
আমার কাছে বিবেকানন্দ আমার গুরু তার দেখানো পথ অনুসরণ করি ❤ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এটাই আমি স্বরণ করি ❤ খুব ভালো লাগলো এতো সুন্দর করে উপস্থাপনা করার জন্য ❤ আমি মন থেকে স্বামীজি কে প্রণাম জানাই 🙏🌹❤️
🙏🏻 ভালো থাকবেন, পাশে থাকবেন
@Anirban_das অবশ্যই আছি আমার তোমার কথাগুলো খুব ভালো লাগে,ভালো কথা ভালো সঙ্গ আমি পছন্দ করি 👍❤️😇
Sanatan Dharma ki jai ho....
Jai swami vivekanand 🕉️🇮🇳🚩🙏🕉️
🙏🏻
Joy Sri Ramkrishna Joy Swami Vivekananda
🙏🏻
Joy sree Ramkrishna
স্বামী বিবেকানন্দের সম্বন্ধে খুব কম জানেন, এক দিকে স্বামীজি অন্য দিকে নেতাজী এই দুই মহান মানুষ বাঙ্গালীদের সমৃদ্ধ করেছেন। ধর্ম নয় মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন এই দুই জন, ভাল লাগল আজকের প্রতিবেদন
🙏🏻
আরে মশাই আমি তো পুরো ঘেঁটে গেলাম এতদিন যে বিবেকানন্দ নিয়ে মাতামাতি করেছি আপনি তো নতুন স্বামীজীর মতাদর্শ দেখালেন, পর্বটি সত্যি মনে রাখার আর প্রচুর শেখার সত্যি খুব খুব খুবই সুন্দর লাগল, সর্বপরি আপনার উপস্থাপনা, সত্যি খুব ভালো লাগলো স্যার😊
মার্ক্সিস্ট মিথ্যুকরা আমাদের জাতির মূলস্তম্ভস্বরূপ মহাপুরুষদের নামে যা খুশি মিথ্যা ও অর্ধসত্য বলে জাতির মস্তিষ্কপ্রক্ষালন করে, কট্টর নিরীশ্বরবাদী প্রকৃত উদারবাদী জাতিয়তাবাদী রূপে কথাটা স্মরণ করিয়ে দিলাম।
যা খুশি একটা শুনলেই সেটা বিশ্বাস করে নিতে নেই। বিশেষ করে পুরোন পাপীর প্রলাপ।
🙏🏻
Jai swamiji maharaj ji ki jai 🙏 ❤
❤️
তোমার সাহসের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। সত্যি কথা গুলো এভাবেই মাথা উঁচু করে বলে যেতে হবে।
🙏🏻❤️
Aro janar ashai thaklam🙏🏻
স্বামী বিবেকানন্দেকে শতকোটি প্রনাম 🙏
🙏🏻
অসাধারণ ❤ স্বামীজীর চরণে প্রণাম জানাই
আপনার চ্যানেলের সমৃদ্ধি কামনা করি 😊
উগ্র মৌলবাদের সম্পর্কে কিছু বলুন
Opekkha rakhun...thik bolbe😊
খুব জরুরি এই সময়ে এই কথাগুলো বলা। ধন্যবাদ জানাই আপনাকে।
শেয়ার করবেন ❤️
Sobai jne egulo.😅kintu sob kotha ki sob situation er jnno nki dada?mne apni udar paser jon radicle takhn ki krbn?pakisthan e ramkrishna mission tikte prlo na kno blbn ektu.😊
ব্যাসস্মৃতি’র 1: 11-13 অংশে লেখা আছে- তেলি,জেলে,মুচি কামার, ছুতার, কায়স্থ এরা নীচ শূদ্র; কোনও ব্রাহ্মণ এদের মুখ দেখে ফেললে তাঁকে সূর্যের দিকে তাকিয়ে দৃষ্টি শুদ্ধ করতে হবে।
@@St4321d khub jante ichhe korche, apni udar, na radicle, na onyo kichu? ektu nijer porichoy deben please?
ভাই অনির্বাণ, কিছুকাল যাবত আপনার এই চ্যানেলটি ফলো করছি। খুবই ভালো লাগছে আপনার কাজ। বাংলার মানুষকে তার শেকড়ের পরিচয় দিয়ে যান। যারা জানতে ইচ্ছুক, তারা নিশ্চয়ই সহযাত্রী হবেন। 🙏🏽
পাশে থাকবেন 🙏🏻
অসম্ভব ভালো একটা পোস্ট..! মন ছুঁয়ে গেল... ❤️
অবশ্যই শেয়ার করবো।
পাশে থাকবেন ❤️
@@Anirban_das বিবেকানন্দকে ব্রাহ্মণ্যবাদীরা শিকাগো ধর্মসম্মেলনে বক্তৃতা দিতে এই বলে বাধা দিয়েছিল কারন দত্ত শূদ্র জাতিভুক্ত, ব্রাহ্মণ্য ধর্মের প্রচারে তাঁর কোনও অধিকার নেই।বাণী ও রচনা সমগ্র, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠাঃ 441.
শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্মপ্রচারক এক্ষেত্রে স্বামীজিকে ওখানে বক্তব্য রাখতে কিছু সাহায্য করেছিল।
খুব ভালো উপস্থাপনা।
আমি নিরামিষ খেতে পারবো কিন্তু মাছ ছাড়তে পারবোনা , জানিনা কেন কিন্তু আমি মায়ের হাতের মাছ ভাত খেয়ে এত আনন্দ কেন পাই ☺
Apnak charte keu boleni vetore bhab asle emni chole jbe.😊etao swmiji bolechn..😊durbhaaggo podcast sune vivekananda k janche manush
❤️
Ami Peter rugi. Bishri rakam. Sobji khelei khub barabari hay. Jyanto macher patla jhol r vat khai.
Tate ki amar thakur maa swamiji k valobasay kono komti ache?
Asol holo valobasa.
Vokti.
Pete tai dite hay ja dile sorir sustho thakbe r mon ishwarer chintay ninisto thakbe.
বিবেকানন্দ বলেছেন, “এই ভারতবর্ষেই এমন এক দিন ছিল যখন কোন ব্রাহ্মণ গরুর মাংস না খেলে ব্রাহ্মণই থাকতে পারতেন না। যখন কোন সন্ন্যাসী, রাজা, কিংবা বড় মানুষ বাড়ীতে আসতেন, তখন সবচেয়ে ভালো ষাঁড়টিকে কাটা হতো। (Collected works of Swami Vivekananda, Advaita Asharama,1963, Vol III, page 172)। ঋগ্বেদের প্রাচীন ভাষ্যকার হিসেবে সায়না চার্যের নাম বিখ্যাত। তাঁর আগেও বিভিন্ন ভাষ্যকার, যেমন স্কন্দস্বামী, নারায়ণ, প্রমুখ ঋগ্বেদের ভাষ্য করেছেন। ভাষ্যকর আচার্য সায়ন লিখেছেন তার অনুবাদে, “You (O Indra), eat the cattle offered as oblations belonging to the worshippers who cook them for you. (Atharvaveda 9/4/1)” “হে ইন্দ্র গ্রহন কর সেসব গরুর মাংস যা তোমাকে তোমার ভক্তরা রন্ধন করে উৎসর্গ করেছে।” ঋগ্বেদ ১০/৮৬/১৩ তে গরু রান্না করার কথা পাওয়া যায়। ঋগ্বেদ ১০/৮৬/১৪ তে ইন্দ্রের জন্য গোবৎস উৎসর্গ করা হয়েছে। Rig Veda 10.86.১৪ [Indra speaks The worshippers DRESS for me fifteen (and) twenty bulls : I eat them and (become) fat, they fill both sides of my belly ;Indra is above all (the world). উপনিসদে ও গরু খাওয়ার কথা বলা হয়েছে। ভালো সন্তান পাবার জন্য ষাঁড়ের মাংস খাওয়া উচিত। Brihadaranyak Upanishad 6/4/18 suggests a ‘super-scientific’ way of giving birth to a super intelligent child. এ ব্যাপারে আরো স্পষ্ট বিধান দিয়েছে মনুসংহিতা। মনুসংহিতা ৫/৪৪ বলা হয়েছে, “শ্রুতিবিহিত যে পশুহত্যা, তাহাকে অহিংসাই বলিতে হইবে, যেহেতু বেদ ইহা বলিতেছে।” অগ্নির কাছে নিবেদনে বলদ, ষাঁড় এবং দুগ্ধহীনা গাভী বলিদানের উল্লেখ আছে। (ঋগবেদ সংহিতা, ১/১৬২/১১-১৩, ৬/১৭/১১,১০/৯১/১৪)। মহাভারতেও গরু খাওয়ার কথা আছে, মহাভারত বন পর্ব, খন্ড ২০৭, অনুবাদে কিশোরী মোহন গাংগুলি। বিষ্ণুপুরাণ বলছে,ব্রাহ্মণদের গো-মাংস খাইয়ে হবিষ্য করালে পিতৃগণ ১১ মাস পর্যন্ত তৃপ্ত থাকেন। আর এ স্থায়িত্ব কালই সবচেয়ে দীর্ঘ (বিষ্ণুপুরাণ ৩/১৬)
@@St4321d nai mama-r cheye bodhoy kana mama bhalo. Podcast theke jodi swamiji-r moto mohan byaktityo ke jana jay, tahole osubidha ache? tobe hya, podcast e procharito information bhul ba misleading hole mushkil. Apnar ki mone hoy ei video er kono information bhul ba misleading? jodi temon kichu thake, tahole ki pranjol bhashay sothik information diye amader ke badhito korben?
স্বামীজীর কর্ম যোগ খুব ভালো লাগে।
Ekdom thik bolechen ❤
Khub bhalo lage tomar bolar dhoron ami natun sunchi kintu besh bhalo lagche
খুব ভাল প্রয়োজনীয় এবং সময়োপযোগী
অসাধারণ তথ্য তুলে ধরেছেন ❤❤
খুব ভালো পর্ব। এত পরিশ্রম করে ভিডিওটি তৈরী করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
❤️🙏🏻
যে ব্যক্তি চায় যে তার একটি পুত্র জন্মগ্রহণ করুক যে একজন স্বনামধন্য পণ্ডিত হবে, সমাবেশে ঘন ঘন এবং আনন্দদায়ক কথা বলবে, সমস্ত বেদ অধ্যয়ন করবে এবং পূর্ণ জীবন লাভ করবে, তার গো-মাংসের সাথে ভাত রান্না করা উচিত।…বৃহদারণ্যক উপনিষদ ৬/৪/১৮
Apurbo upasthapana
কিছু জানা কিছু অজানা তথ্য নতুন রূপে খুঁজে পেলাম। তোমার উপস্থাপন অনেক ভালো লাগে। আশা রাখছি এই আলোচনা আমরা আমাদের জীবনে একটু হলেও কাছে লাগাতে পারবো। ❤🙏
মনুষ্যত্ব= মান যুক্ত হুশ এর সত্য ❤
❤️
খুবই ভালো লাগলো এরকম অজানা ইতিহাস শুনে
🙏🏻❤️
দারুন বলেছেন ভাই!খুব সুন্দর topic।shoto🙏শত কোটি প্রনাম মহাঋষি বিবেকানন্দ🙏🙏🙏🙏
🙏🏻
আর বিশেষ ধন্যবাদ অনির্বান দা কে 🙏
স্বামীজীর জন্মদিনে তার চরণে অসংখ্য প্রণাম জানাই, অচেনা চোখে বিবেকানন্দ এই ছোট্ট আলোচনা টি মনোগ্রাহী, পাঠকের প্রতি অকুণ্ঠ শুভেচ্ছা
🙏🏻❤️
“আপনি বিস্মিত হবেন যদি আমি আপনাকে বলি যে, পুরানো আচার-অনুষ্ঠান অনুযায়ী, সে একজন ভাল হিন্দু নয় যে গরুর মাংস খায় না। কিছু বিশেষ সময়ে তাকে একটি ষাঁড় বলি দিতে হবে এবং তা খেতে হবে। [স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ কর্ম, খণ্ড ৩, পৃষ্ঠা ৫৩৬]”
@@the-indian-atheist1990 স্বামীজীর এই পুস্তক/ রচনা গুলো কী ইন্টারনেটে উপলব্ধ l অlমাদের মত দরিদ্র পাঠকের পক্ষে এটি ছাড়া গতি নেই ভাই....
@ রামকৃষ্ণ মিশনের লাইব্রেরীতে বা যেকোনো লাইব্রেরীতে যাও খুব সহজেই পেয়ে যাবে...
Apni khub valo vabe explain koren . Apnar bolar dhoron khub valo . Request korchi .... Swami Vivekananda nia aro onek episode korun..
মাস্টারমশাই খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে 👍
🙏🏻
Bhishon bhalo legechhe...onek kichhu shikhlam👌🙏🙏❤❤❤
Ajj kichu notun jante pelam thank you
এক কথায় অসাধারণ। আপনি পারেন ও বটে । আমি কিন্তু দিন দিন আপনার কথার প্রেমে পড়ে যাচ্ছি ........... 😊 ❤ 😮 ❤
🙏🏻😊
मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्।।9:32....হে পার্থ! যারা আমার শরণাগত হয়, তারা যদি পাপযোনিতেও জন্মগ্রহণ করে যেমন নারী, বৈশ্য কিংবা শূদ্র হোক না কেন - তারাও পরম গতি অর্জন করে।... 9:32... কৃষ্ণ তো সকল নারী জাতিকে পাপযোনি বলছে
@@the-indian-atheist1990 apni ki krishna-er boktobyer songe sohomot?
অপূর্ব দাদা! একদম মন কি বাত 😊
❤️
অসাধারণ দাদা... এরকম আরও episode পেলে খুব খুশি হবো আর TH-cam ও সমৃদ্ধ হবে বলে আমার ধারণা ❤🎉
আমি গর্বিত আমি ছোটবেলায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির পড়েছি❤
ফ্রম মালদা❤
❤️
স্বামী বিবেকানন্দ আধুনিক যুগের সেরা দার্শনিক ছিলেন।
❤️
খুব ভালো লাগলো ধন্যবাদ
খুব সুন্দর
Khub valo laglo Sir ❤❤❤❤❤❤❤
❤️
তোমার দৌলতে অনেক অজানা তথ্য জানতে পারি দাদা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে😊😊
, “You will be astonished ifI tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it. [The complete works of Swami Vivekananda, Volume 3, Pg 536]”
হিন্দু-হৃদয় সম্রাট বিবেকানন্দকেও ভীষণ রকম ব্রাহ্মণ্য বাধার সম্মুখীন হতে হয়েছিল।
এখনকার নব্য সনাতনীরা জানেই না যেটাকে তাঁরা সনাতন ধর্ম বলে প্রচার করছে এবং মাতামাতি করছে সেটা আসলে ব্রাহ্মণ্য ধর্ম।
ব্রাহ্মণ্য ধর্মে তথাকথিত হিন্দুদের কোনও স্থানই নাই।
আর তাছাড়া বেদ-পুরাণ-মহাভারত-রামায়ণ থেকে শুরু করে কোনও স্মৃতি শাস্ত্রে হিন্দু শব্দের উল্লেখ নেই। সনাতন শব্দও বৌদ্ধ গ্রন্থ থেকে নেওয়া।
ব্যাসস্মৃতি’র 1: 11-13 অংশে লেখা আছে- তেলি,জেলে,মুচি কামার, ছুতার, কায়স্থ এরা নীচ শূদ্র; কোনও ব্রাহ্মণ এদের মুখ দেখে ফেললে তাঁকে সূর্যের দিকে তাকিয়ে দৃষ্টি শুদ্ধ করতে হবে।
বিবেকানন্দকে ব্রাহ্মণ্যবাদীরা শিকাগো ধর্মসম্মেলনে বক্তৃতা দিতে এই বলে বাধা দিয়েছিল কারন দত্ত শূদ্র জাতিভুক্ত, ব্রাহ্মণ্য ধর্মের প্রচারে তাঁর কোনও অধিকার নেই।বাণী ও রচনা সমগ্র, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠাঃ 441.
শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্মপ্রচারক এক্ষেত্রে স্বামীজিকে ওখানে বক্তব্য রাখতে কিছু সাহায্য করেছিল।
স্বামীজি বলেছেন, ভারতের ভবিষ্যৎ নির্মাণ করতে চাইলে ব্রাহ্মণদের পায়ের তলে কুচলে দিতে হবে। পুরোহিততন্ত্র ভারত বিধ্বংসীর বীজ।এদেরকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। এরা প্রগতির বিরোধী।
Caste, Culture and Socialism: page 84.
খুব ভালো লাগল।।। বিবেক বোধ মানুষের জেগে ওঠা খুব দরকার।।।ভারত কে জানতে হলে বিবেকানন্দ কে জানতে হবে পড়তে হবে।।
❤️
ধন্যবাদ দাদা উদ্বুদ্ধ হলাম 🙏
❤️
একটি অত্যন্ত সময়োপযোগী পোস্ট। খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে। 👍🏻👏👏👏🙏
সঙ্গে থাকবেন ❤️
বিবেকানন্দ is one of the most modern man in the world ❤❤
Pronam Bibu Daa🙏🙏🙏🙏
❤️
Khub sundor hoeche . Ever sree Ramkrisner byapare kichu bolo.
খুব ভালোলাগলো আজকের ভিডিওটা
❤️
❤🙏Ohh You magnificent Swamiji🙏🙏
❤️
You just fulfilled my long time desire! We must revitalize Vivekananda s teachings. It's so relevant today.
❤️
অসাধারণ উপস্থাপনা দাদা,আচ্ছা বিনা রিটেকে গোটাটা বলে যান কীভাবে,না মানে অসাধারণ সত্যিই কোন জায়গায় বলার ভাব টা নষ্ট হয়না।দারুণ সত্যি।
ভুল-ত্রুটি তো হয়ই। 😊
আপনার এই পর্বটি মন দিয়ে শুনছিলাম , কিন্তু পর্বটি শেষ হতেই মনে হল শেষ হয়েও হল না শেষ🤍🙏🏻
মন মুগ্ধকর লাগলো এই পর্বটি, ধন্যবাদ , ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤍🙏 জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন🔱🙏🏻
🙏🏻
সত্যিই দারুন ব্যাখ্যা 👍🙏🙏🙏👏👏
🙏🏻❤️
অসাধারণ, আর কিছু বলা নেই।
🙏🏻😊
Swami jir katha gulo ato sundor kore uposthapon korar jonno asonkho dhonyobad.
পাশে থাকবেন ❤️
একেবারে খাঁটি কথা যেগুলো প্রত্যেকটা মানুষকেই বোঝা উচিত... অনেক ধন্যবাদ দাদা এই বার্তাগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং স্বামী বিবেকানন্দের মহান বক্তব্য গুলি সবার কাছে পৌঁছানোর জন্য❤
❤️
স্বামীজী সম্পর্কে আরো অনেক তথ্য আপনি তুলে ধরুন। দেশবাসী অনেক উপকৃত হবে আশারাখছি ❤️
❤️🙏🏻
খুব ভালো লাগলো।
অসম্ভব সুন্দর!
পাশে থাকবেন 🙏🏻
Commenting after a long time. Outstanding video.
Welcome back! ❤️
খুব সুন্দর দাদা,,
❤️
সতত নূতন তাহাই সনাতন।বিবেকানন্দ হলে চরম আধুনিক সাধু।উনি ছিলেন বুদ্ধের বিশেষ অনুরাগি।আমিও তাই।ধর্মকে আমি সমন্নয় হিসাবে দেখি অভয়ারন্য নয়।অনেক উপলদ্ধির বাকি আছে সময় বড়ই কম।অসাধারন প্রতিবেদন।❤ আমার পুত্রের নাম আত্মদীপ।গৌতম বুদ্ধের শেষ তিনটি বাণীর প্রথম টি " আত্মদীপ ভব" র অনুকরনে রাখা। আজ ১২ ই জানুয়ারি আমার পুত্রেরও জন্মদিন।🙏
্র
হিন্দু-হৃদয় সম্রাট বিবেকানন্দকেও ভীষণ রকম ব্রাহ্মণ্য বাধার সম্মুখীন হতে হয়েছিল।
এখনকার নব্য সনাতনীরা জানেই না যেটাকে তাঁরা সনাতন ধর্ম বলে প্রচার করছে এবং মাতামাতি করছে সেটা আসলে ব্রাহ্মণ্য ধর্ম।
ব্রাহ্মণ্য ধর্মে তথাকথিত হিন্দুদের কোনও স্থানই নাই।
আর তাছাড়া বেদ-পুরাণ-মহাভারত-রামায়ণ থেকে শুরু করে কোনও স্মৃতি শাস্ত্রে হিন্দু শব্দের উল্লেখ নেই। সনাতন শব্দও বৌদ্ধ গ্রন্থ থেকে নেওয়া।
ব্যাসস্মৃতি’র 1: 11-13 অংশে লেখা আছে- তেলি,জেলে,মুচি কামার, ছুতার, কায়স্থ এরা নীচ শূদ্র; কোনও ব্রাহ্মণ এদের মুখ দেখে ফেললে তাঁকে সূর্যের দিকে তাকিয়ে দৃষ্টি শুদ্ধ করতে হবে।
বিবেকানন্দকে ব্রাহ্মণ্যবাদীরা শিকাগো ধর্মসম্মেলনে বক্তৃতা দিতে এই বলে বাধা দিয়েছিল কারন দত্ত শূদ্র জাতিভুক্ত, ব্রাহ্মণ্য ধর্মের প্রচারে তাঁর কোনও অধিকার নেই।বাণী ও রচনা সমগ্র, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠাঃ 441.
শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্মপ্রচারক এক্ষেত্রে স্বামীজিকে ওখানে বক্তব্য রাখতে কিছু সাহায্য করেছিল।
স্বামীজি বলেছেন, ভারতের ভবিষ্যৎ নির্মাণ করতে চাইলে ব্রাহ্মণদের পায়ের তলে কুচলে দিতে হবে। পুরোহিততন্ত্র ভারত বিধ্বংসীর বীজ।এদেরকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। এরা প্রগতির বিরোধী।
Caste, Culture and Socialism: page 84.
❤️
দাদা তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে।
মহাভারতের প্রথম থেকে শেষ পর্যন্ত গল্প টা একটু বলবে??
সনাতন ধর্মের রক্ষক স্বামী বিবেকানন্দ।বীর সেনাপতি বিবেকানন্দ 🙏🙏🙏
ধন্যবাদ
🙏🏻
Lots of best compliments to you.
🙏🏻
ভালো লাগলো ❤
Love from RK Math & Mission...
Kichu bolar nei dada.....
Apurbo!!!! Apurbo!!!! Apurbo!!!!!
😊🙏🏻
Jai maa thakur and swamiji and thank you for your information
❤️
✅ আপনার কাছে একটাই অনুরোধ দাদা--- ভিউ কম হচ্ছে এই ভেবে হঠাৎ ভিউ বাড়ানোর জন্য স্যুডোসায়েন্স, সাম্প্রদায়িক অসম্প্রীতি--- ইত্যাদি উস্কে দেওয়া ভিডিও কখনো বানাবেন না, প্লিজ❗🙏
অনেকেই এখন এইটা করছে। আগে যারা করতো না তারাও করছে।
আপনি এখনো করেননি। তাও বললাম।🙏
খুব সুন্দর হয়েছে এই ভিডিওটা ❤❤❤
ভিউয়ের ব্যবসা করতে হলে এই ছয় বছরে এখানে বসে থাকতাম 😁
সুন্দর ভাবে মানুষ বিবেকানন্দ কে মাটিতে নামিয়ে তাঁর প্রকৃত মনুষ্যত্বের পরিচয় দেয়া হয়েছে।
🙏🏻😊
Jay i Vivekananda ❤
একদম ঠিক সময় ঠিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। খুব খুব ভালো লাগলো। এই সব কথা এখন সব জায়গায় বলা যায়না। এটাই দুঃখের। স্বামী বিবেকানন্দের জন্মদিন সবাই পালন করে, পুজো করে কিন্তু তার সারা জীবনের শিক্ষাকে কতজন অনুসরণ করে। ভালো থাকবেন
সঙ্গে থাকবেন ❤️
আমি স্বামীজির সখের প্রতিষ্ঠান 'বেলুড় মঠে'র পাশে এক কলেজে পড়ছি। আপনার এই উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে।
❤️
খুব ভাল বিষয় বেছে নিয়েছেন।
খুব ভাল লাগল। Keep it up.❤
🙏🏻
Khub e shundor uposthapona🙏jodi sombhob hoye quotes gulo r source gulo deben, amader sundarban er gram e ekti pathshala ache, sobar moddhe choriye dite chai ei bani
Description এ দেওয়া আছে
@@Anirban_das dhonnobad
বিবেকানন্দের এই কথা এই প্রথম শুনলাম তোমার ভিডিওতে, কথা গুলো মনে লেগে গেলো....
❤️
Darun
Asadharon laglo... ❤
জয় স্বামী বিবেকানন্দ, জয় সনাতন ধর্মের, জয় বাংলা 🙏🕉️
❤️
Much needed ❤
🙏🏻❤️
Mon bhore gelo
Pronam Swami Ji 🙏🙏🙏
🙏🏻
Osadharon dada. ❤❤❤