জলসা🔸উপস্থাপনা- আনিসুল হক🔸️পরিচালনা- নওয়াজীশ আলী খান🔸Nawazish Ali Khan🔸Annisul Huq🔸Jolsha🔸BTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ค. 2017
  • Jolsha, a different type of musical program which was aired in 24th Sept, 1995 in Bangladesh Television.
    Hosted by Annisul Haque
    Directed by: Nawazish Ali Khan
    Participants : Kalim Sharafi, Khan Ataur Rahman (Khan Ata), Professor Abdullah Abu Syed, Mostafa Monwar, Nilufar Yasmin, Rezwana Chowdhury Bonya, Subir Nandi, Sakila Zafar, Sadiya Afrin Mallick
    Renaissance, Feedback, Miles, Souls.
    The concept of this program was ahead of its time. It tried to deliver the questions and answers, arguments between rock music in Bangladesh vs. The Classical or folk music in Bangladesh, disagreements and as well as positive feedbacks from the mentors.
    So...Lets enjoy! ☺
  • บันเทิง

ความคิดเห็น • 1.1K

  • @bandontv5607
    @bandontv5607 2 ปีที่แล้ว +37

    এই অনুষ্ঠানটি হয়েছিল আমি যখন স্কুলে পড়তাম, এটা বড় কথানা বড় কথা হল আজ আমি যেই স্থানে বসে অনুষ্ঠান টি দেখেছিলাম, আজও সেই স্থানে বসেই দেখছি, ১৯৯৫ সালে বাবার চাকুরির সুবাধে সাভার সেনানীবাসে ছিলাম, আজ নিজের চাকুরির সুবাধে সাভার সেনানীবাসে আছি।

    • @RiadMahmud-zu6oc
      @RiadMahmud-zu6oc 3 หลายเดือนก่อน +2

      বাহ কি মিস্টি মুহুর্ত ❤️❤️❤️

  • @nafisabdulmuqtadir7146
    @nafisabdulmuqtadir7146 7 ปีที่แล้ว +328

    ভদ্রতা,শালীনতা আর শ্রদ্ধার কী অপূর্ব দৃষ্টান্ত! খুবই আফসোস হচ্ছে সেই সময়ে কেন জন্মাইনি। প্রত্যেককে দেখে মন শ্রদ্ধায় ভরে উঠছে,এখনকার শিল্পীদের প্রতি মুগ্ধতা হয়তো আসে কিন্তু শ্রদ্ধা কী আসে?

    • @udashaoa8905
      @udashaoa8905 6 ปีที่แล้ว +5

      Right bro....
      Why I shouldn't Born

    • @mahmudnahid7771
      @mahmudnahid7771 5 ปีที่แล้ว +4

      This is the real program.

    • @amranahmed7539
      @amranahmed7539 4 ปีที่แล้ว +3

      ঠিকি বলেছেন

    • @SharifulIslam-ld3pi
      @SharifulIslam-ld3pi 4 ปีที่แล้ว +2

      I am proud to be admire those our best in Bangladesh

    • @musfiqurovi2458
      @musfiqurovi2458 2 ปีที่แล้ว +4

      Don't worry guys. সেকারণেই তো তোমাদের জন্য you টিউব আছে। প্রযুক্তির কল্যাণে অনুষ্ঠানটি উপভোগ কর। কিন্তু আমি ভাগ্যবান, আমি ওই সময় (১৯৯৫) সালে পঞ্চম শ্রেণিতে পড়তাম এবং সপরিবারে বিটিভিতে অনুষ্ঠানটি উপভোগ করেছিলাম।

  • @rezoanbillahnayan007
    @rezoanbillahnayan007 7 ปีที่แล้ว +251

    গত ২২ বছরেও একটা এরকম অনুষ্ঠান কেউ করতে পারলো না.. আশ্চর্য!! অদ্ভুত সুন্দর!! ৯৫ সালে এসএসসি পাস করেছিলাম, ২২ বছর আগের অনুষ্ঠানটা আবার অন্যরকম একটা অনুভূতি দিলো!!

    • @tariqmainuddin
      @tariqmainuddin 4 ปีที่แล้ว +1

      Same here..

    • @ShafiqulIslam-wh5ti
      @ShafiqulIslam-wh5ti 4 ปีที่แล้ว +1

      Same to me felling brthr

    • @alimkhan8484
      @alimkhan8484 4 ปีที่แล้ว

      আমি তখন ২ য় শ্রেণীর ছাত্র আসলে সে ভাবে টেলিভিশন দেখা হয়নাই।

    • @MdMamun-ep7go
      @MdMamun-ep7go 4 ปีที่แล้ว

      আমার ও মনে পড়ে

    • @ishtiakahmed30
      @ishtiakahmed30 4 ปีที่แล้ว +3

      আমিও ১৯৯৫ এ এসএসসি পাস করেছিলাম। মনে হয় কিছুদিন আগের।

  • @shantunuroy61
    @shantunuroy61 6 ปีที่แล้ว +54

    কোথায় গেলো অসম্ভব শক্তিশালী সেই সংস্কৃতি, হে তরুনেরা ফিরিয়ে দাও সেই সংস্কৃতি নিয়ে নাও এই বৃদ্ধের বাকি জীবন।আপত্তি নেই।

  • @xfactor8862
    @xfactor8862 7 ปีที่แล้ว +68

    নকিব খানের কন্ঠে ' ভালোবেসে সখি নিভৃতে যতনে ' এই গানটি যে কতবার শুনেছি ইয়াত্তা নেই । একজন ব্যান্ডশিল্পি এতো সুন্দরভাবে কিভাবে রবীন্দ্রসঙ্গীত গেতে পারে এটা অবাক করার মত বিষয় ।

  • @abulaisady5939
    @abulaisady5939 ปีที่แล้ว +6

    কি অদ্ভুত এই প্রোগ্রাম টা আমার জন্মেরও 4 বছর পূর্বের ।
    ধরা চলে আমি অন্য প্রজন্মের মানুষ, তবুও এগুলোই কেনো যেনো আমার ক্লান্তিহীন ভাবে ভালো লাগে।

  • @tanzinahmed849
    @tanzinahmed849 7 ปีที่แล้ว +177

    চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই অনুষ্ঠানের দু-একজন আজ আমাদের মধ্যে জীবিত নেই। কলিম শরাফী, খান আতাউর রহমান, নিলুফার ইয়াসমিন। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা।
    কত বিখ্যাত তবুও কত সহজ-সরল। সবাই কত সহনশীল। সমালোচনা কত সহজভাবে নিচ্ছে। আজ কি এরকম অনুষ্ঠান করা সম্ভব ? আমরা কেন জানি দিন-দিন অসহিষ্ণু হয়ে যাচ্ছি। আসুন আমরা সুস্থ সমাজ গড়ে তুলি।
    সবার প্রতি অনুরোধ, আমরা যেন আমাদের শেকড়কে ভুলে না যায়।আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের যারা অবদান রেখে যাচ্ছেন , তাদের আমরা যেন ভুলে না য়ায়। আজ আমাদের মতো প্রজন্মের অনেকেই কলিম শরাফী, নলিফার ইয়াসমিন, খান আতাউর রহমান নাম শুনলে মাথা চুলকাবে ! মাঝে মাঝে মনে হয়, আমরা খু্বই হতভাগা! ধীরে ধীরে আমরা শেকড়হীন জাতিতে পরিণত হচ্ছি ! আজ সবাই টাকা আর খ্যাতির পেছনে দৌড়ায় , কিন্ত খান আতাউর রহমান, নিলুফার ইয়াসমিন, কলিম শরাফীরা ছিল ব্যতিক্রম। তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানায় বর্তমান সাংস্কৃতিক অঙ্গনের সবার ।

    • @getting1st
      @getting1st 7 ปีที่แล้ว +14

      আমাদের সমাজ এখন অসহনশীল কারন ক্রমবর্ধমান সৌদি পেট্রোডলারের প্রভাবে ওয়াহাবিজম ও ধর্মীয় উগ্রতার ছড়াছড়ি। যেই কারনে সংগীতের মত সুন্দর জিনিসটাকেও ঘৃণা করতে শেখানো হচ্ছে "গুনাহ" হওয়ার ভয় দেখিয়ে।

    • @sheikhakbor2397
      @sheikhakbor2397 7 ปีที่แล้ว +1

      right

    • @rafiahmed2635
      @rafiahmed2635 6 ปีที่แล้ว +2

      আজ উপস্থাপক ই চলে গেলো

    • @sayemumhasan5868
      @sayemumhasan5868 6 ปีที่แล้ว +1

      আনিসুল ভাই নিজেই চলে গেল

    • @souravmondol6899
      @souravmondol6899 6 ปีที่แล้ว +1

      miss u mr.anisul hoque

  • @kazisafwathabedin9369
    @kazisafwathabedin9369 7 ปีที่แล้ว +131

    সময়ের সাথে সব বদলায়, কিন্তু অপরিচ্ছন হয়ে যায় কেন?
    সেই সময়ের সব তারকাদের কত কাছের, আপন মানুষ মনে হচ্ছে... অথচ এখন কি এমন হয়?

  • @administrative_professional
    @administrative_professional 6 ปีที่แล้ว +124

    আনিসুল হকের মৃত্যুর খবর শুনে প্রিয় আনিসুল হকের সেই প্রাণবন্ত উপস্থাপনা দেখতে আসলাম ইউটিউবে
    এই প্রজন্ম তাকে চিনে কেবল মেয়র হিসেবে অথচ আনিসুল শৈল্পিক হক কে কি চিনবে কখনো!!!
    আনিসুল হক যেখানেই থাকুন ভালো থাকুন,

    • @sayemsust9256
      @sayemsust9256 6 ปีที่แล้ว +4

      আসলেই আমি নিজেও জানতাম না আনিস ভাইয়ের শৈল্পিক প্রতিভার কথা।
      আমি সহ এই প্রজন্মের পোলাপান আনিস ভাইকে শুধু মেয়র আার ব্যাবসায়ি হিসেবেই চিবতাম।

    • @shazain2317
      @shazain2317 5 ปีที่แล้ว +4

      Ohh ini sei meyor anisul hok tai to unar sidhanto guli cilo selpik r porichonno Allah unake jannat dan koruk se sathe sobai ke ... ader alochona r respect dorjo amake mohito korece..

  • @funbuzzboys4561
    @funbuzzboys4561 6 ปีที่แล้ว +80

    আমাকে যদি কেউ প্রশ্ন করে , আমার সব থেকে বড় শক্তি কি ? আমি তাদের বলবো-আমার সব থেকে বড় শক্তি, আমার মায়ের দোয়া!
    - মেয়র আনিসুল হক

    • @niilmojammel
      @niilmojammel หลายเดือนก่อน

      এই কি সেই আনিসুল হক?

    • @shahanabegum4602
      @shahanabegum4602 20 วันที่ผ่านมา

      মা দিবসের সেরা উক্তি। সহস্র শ্রদ্ধা মেয়র আনিসুল হক।

    • @shahanabegum4602
      @shahanabegum4602 20 วันที่ผ่านมา

      আমাকে যদি কেই প্রস্ন করে আমার সব থেকে বড় শক্তি কি আমি তাদেরক বলব আমার সব থেকে বড় শক্তি আমার মায়ের দোয়া।

  • @Nayirable
    @Nayirable 7 ปีที่แล้ว +100

    ২২ বছর পে‌রি‌য়ে গে‌ছে ! ম‌নে হয় এই তো সে‌দিন ! ম‌নে অা‌ছে অনুষ্ঠানটার কথা ! তখন ক্লাস নাই‌নে প‌ড়ি ! রেজওয়ানা চৌধুরী বন্যার ক‌ণ্ঠে সোল‌সের গান , পার্থ বড়ুয়ার শচীনকর্তার গান, না‌কিব খা‌নের রবীন্দ্র সংগীত! অাহা, দিনগুলা কোথায় হারা‌লো ! এই জলসার কত মুখ পরপা‌রে চ‌লে গে‌ছেন, ক‌লিম শরাফী, খান অাতাউর রহমান...উপস্থাপক (‌মেয়র) অা‌নিসুল হক দুর্দান্ত ছি‌লেন !

    • @santusung
      @santusung 7 ปีที่แล้ว +1

      Nayir Iqbal
      Shomoy ta ke kono vabei atkate parlamna, 97 e matric porikkar por time jeno super sonic goti te cholche

    • @sayemumhasan5868
      @sayemumhasan5868 6 ปีที่แล้ว +1

      Now Anisul bhai is also passed😰

    • @afrojahuq4762
      @afrojahuq4762 6 ปีที่แล้ว

      Nayir Iqbal in

    • @porimaldas7762
      @porimaldas7762 3 ปีที่แล้ว

      দারুণ উপভোগ করলাম

  • @sharifhossainsg9581
    @sharifhossainsg9581 7 ปีที่แล้ว +60

    সব কিছু মিলিয়ে যতজন গুনীজন আছেন তাদের মধ্যে স্যার খান আতা রহমানের কথা অনেক সরলতা, সত্যি, এবং প্রানবন্ত এক কথায় অসাধারন ছিলেন স্যার খান আতা রহমান।।

  • @freenfreshbd9692
    @freenfreshbd9692 7 ปีที่แล้ว +56

    একটা সঙ্গীতানুষ্ঠানও যে এত শিক্ষনীয় হতে পারে,এটা না দেখলে বুঝতাম না।সমালোচনা মানেই ঘৃণা না।সবাই এক হওয়াটাও বেশ ভালো লাগার বিষয়।যারা কথা বললেন তারাও সবার প্রিয় মানুষ।এখন বিটিভিতে এরকম অনুষ্ঠান খুবই কম দেখা যায়।এত তারকাও এক জায়গা হতে চান না।

  • @almamunmahbubalam8579
    @almamunmahbubalam8579 7 ปีที่แล้ว +32

    পরিচ্ছন্ন নিটোল অনুষ্ঠানটি আবার দেখলাম।এমন অনুষ্ঠান কি আর এখন করা একেবারেই অসম্ভব?যারা আমাদের ছেড়ে চলে গেছেন,তারা কত বড় মাপের ছিলেন,বর্তমান প্রজন্ম দেখুক,শিখুক।কিছুই অসম্ভব নয়,চাই মানসিকতা।

  • @sma1357
    @sma1357 7 ปีที่แล้ว +56

    এই অনুষ্ঠানটি নিয়ে আমরা কতবার যে আলাপ করেছি। ২২ বছর পরে u tube এ আবার হঠাৎ দেখে অনেকটা স্মৃতি কাতর হয়ে পড়েছি। আমার বাচ্চারাও (৬, ৩) আমার সাথে শুনতে শুনতে এখন মাকসুদ, পার্থ, মাইলসের গানের ভক্ত।

    • @MyLove-sg6px
      @MyLove-sg6px 2 ปีที่แล้ว

      Apnader ke je keno eto valobasi ta Ami nijeo jani na

  • @sumadhuchakrabarty193
    @sumadhuchakrabarty193 7 ปีที่แล้ว +130

    আহ! ভালো লাগা বর্ণনাতীত! কী সুন্দর সমালোচনা, কী সহজভাবে নিচ্ছে তরুণ শিল্পীরা! আহ! কী সুন্দর উপস্থাপনা! কী সুন্দর! মোটামুটি প্রায় সব ব্যান্ড সঙ্গীরা পারতপক্ষে ইংরেজী এড়িয়ে সুন্দর বাংলায় করছেন সকল মন্তব্য! কী সুন্দর সহনশীলতা! আহ!

    • @parijat478
      @parijat478 6 ปีที่แล้ว +14

      Chakrabarty Sumadhu আমরা যারা ৯০ দশকের তরুন তরুনী ছিলাম তাদের রুচিবোধ, শিল্পবোধ সব কিছুই ছিল বাঙ্গালী সংস্কৃিতির ঐতিহ্যে লালিত। আপনি শুধু এই ভিডিওটার কমেন্টসগুলো দেখেন: প্রত্যেকের বাংলা কত পরিশুদ্ধ। এখনকার একটা বাংলা অনুষ্ঠান youtubeএ দেখেন এবং দর্শকদের কমেন্টসগুলো পডে.ন , ভাবাই যায় না কি পরিবর্তন।

    • @shamsultalukder8167
      @shamsultalukder8167 6 ปีที่แล้ว +11

      auona khuda খুবই সুন্দর করে পার্থক্যটা বুঝিয়ে দিয়েছেন. এই অনুষ্ঠানটি থেকে অনেক কিছু শিখার, জানার ও বুঝার আছে. বিশেষ করে নিলুফার ইয়াসমিন এর গাওয়া রেনেসাঁ'র "হৃদয় কাদামাটির" গানটি এখনো আমি USA 'র রাস্তায় আমার গাড়িতে শুনি . শুধু তাইনা, মাইলস, ফিডব্যাক, সোলস , এল.আর.বি , ডিফ্রেন্ট টাচ, অবসকিউর, উইনিং, ওয়ারফেজ, ফিলিংস, আর্ক্ ব্যান্ড এর বড় সংগ্রহ আমার কাছে আছে . আমি প্রতিদিন USA 'র কর্মব্যস্ত জীবনে শুনি. যতবার শুনি ততবার নতুন মনে হয় .

    • @ismaildisha1673
      @ismaildisha1673 6 ปีที่แล้ว +1

      Apnar kotha sathe ami ak mot bangla

    • @ShafiqulIslam-wh5ti
      @ShafiqulIslam-wh5ti 4 ปีที่แล้ว +1

      একমত

    • @ShafiqulIslam-wh5ti
      @ShafiqulIslam-wh5ti 4 ปีที่แล้ว +2

      @@shamsultalukder8167 আপনি ভাই আসলে একজন সত্যকারের খাঁটি বাংলাদেশী তা আপনি সদূর প্রবাসে থেকেও বাংলাৱ তৎকালীন ৱেনেসা যুগের সুস্থ ও অকৃত্রিম শৈল্পিক সংগীত চর্চা ও জনপ্রিয় শিল্পী কলা-কুশলীদেৱ অনন্য কৃষ্টি-কলা এবং গানের অবদানগুলো যে আপনাৱ হৃদয়ে সযত্নে ধারণ করে রেখেছেন----সেটা আপনাৱ উপরোক্ত কমেন্টেই একমাত্র প্রমাণ৷

  • @samiaislam8074
    @samiaislam8074 7 ปีที่แล้ว +38

    একদম ছোটোবেলায় দেখা সেই btv কে আবার ফেরত পেতে ইচ্ছা করছে... অসাধারণ অনুষ্ঠানগুলো, প্রত্যেক সঙ্গীত শিল্পীর প্রতি সম্মান থাকল।

  • @paradoxtanvir
    @paradoxtanvir 7 ปีที่แล้ว +69

    খান আতাউর রহমান কেন খান আতাউর রহমান তার প্রমাণ ৪১ঃ২০... পরবর্তী কয়েক মিনিট। স্যালুট স্যার :)

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว +9

      Md. Tanvir Rayihan ভাই, আপনার সাথে আমিও একমত। উনি (খান আতা সাহেব) এত সুন্দর ভাবে যুক্তি দিয়ে তাঁর বক্তব্যকে ব্যাখ্যা করেছেন যা হৃদয়ে এবং মাথায় গেঁথে থাকার মত।

  • @SanatanPandit
    @SanatanPandit 5 ปีที่แล้ว +10

    অসাধারণ একটি অনুষ্ঠান। বাংলাদেশের শিল্প-সংস্কৃতি জগতের কালজয়ী সব শিল্পীর অবাক মিলনমেলা।

  • @sanjoybiswas8546
    @sanjoybiswas8546 ปีที่แล้ว +4

    সত্যি-ই আনিসুল হক,,সাহেবের তুলনা শুধুমাত্র উনিই,,,অসম্ভব সুন্দর অনুষ্ঠান।

  • @mhafsah
    @mhafsah 7 ปีที่แล้ว +135

    যখন এটা দেখিয়েছিল, আমার বয়স ছিল ৫। পার্থ বড়ুয়ার পার্ফরমেন্স দেখে মনে পড়লো অনেকদিন পর্যন্ত 'বাঁশি শুনে আর কাজ নাই' গানটা পার্থর মৌলিক গান ভাবতাম। সবাইকে এত সুন্দর লাগছে আর এত চমৎকার গাইছেন!

    • @rakibanjan7536
      @rakibanjan7536 7 ปีที่แล้ว +3

      amar obostha o apnar motoi amio bohudin jantam.. partho'r saradin tomay bhebe gaan tar moulik gaan!

    • @riadmahmud4668
      @riadmahmud4668 5 ปีที่แล้ว

      amer 6

    • @hridoysaha1637
      @hridoysaha1637 3 ปีที่แล้ว +1

      @@rakibanjan7536 ওটা সুবীর সেনের

    • @marjankhan7610
      @marjankhan7610 2 ปีที่แล้ว +1

      Amio vabtam eta partho er gan. Even aj je shishu gaan ta ei programme er moto shundor kore renesa kokhonoi gaite pareni.

    • @jahedalam3763
      @jahedalam3763 2 ปีที่แล้ว

      নব্বইয়ের দশকটা ছিলো সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ

  • @mowmitabhadra3562
    @mowmitabhadra3562 6 ปีที่แล้ว +33

    খান আতাউর রহমান স্যার সেই সময়েই কতটা আধুনিক মানসিকতার মানুষ ছিলেন! অথচ আমরা এযুগে এসেও মানসিকতায় ততটুকু আধুনিক হতে পারলাম না! আধুনিকতা শুধু আমাদের পোশাক-পরিচ্ছদ আর লোক দেখানোতেই! :)

    • @rajibroy3867
      @rajibroy3867 ปีที่แล้ว

      Ekhon kar adhunikota hocce osalin posan kuruchipurno kothabatra r ugro achoron,sobar sekha uchit

    • @ahamedriaz2263
      @ahamedriaz2263 ปีที่แล้ว

      Right

    • @iftyalam9513
      @iftyalam9513 หลายเดือนก่อน

      তখন সময়টা সুন্দর ছিল কারন শাবাগী কুকুরদের আস্ফালন ছিল না।

  • @Daasif
    @Daasif 7 ปีที่แล้ว +113

    এ ধরণের অনুষ্ঠান, কোক স্টুডিও আসার আগেই হয়ে গেছে।
    এ ধরণের অনুষ্ঠান, যে কোন দেশের সংগীতকে এক নতুন দৃষ্টি দেয় যা হয়তো সাধারণ জনগোষ্ঠী দেখেনি। তাদেরকে দেখাতে হবে, জানাতে হবে।
    এ ধরণের অনুষ্ঠান, সব ধরণের শিল্পীদের মধ্যে একটা সেতু নির্মাণ করে।
    আমাদের দেশে এ ধরণের অনুষ্ঠানের চাহিদা এবং প্রয়োজন আছে এবং আগামীতেও থাকবে।
    Our media should contribute their attention on things that aren't still becomes news. I am trying to tell that, they should focused on our rising stars.

    • @TANBIRHOSSAINkoln
      @TANBIRHOSSAINkoln 7 ปีที่แล้ว +20

      amra coke studio er ontoto 20 bosor aage erokom programe koresi. american idol or indian idol or america got telent er 30 bosor aage notun kuri koresi. somssha amra nijiderke somman korte jani nah

    • @abdullahalharun4074
      @abdullahalharun4074 6 ปีที่แล้ว

      Mr. Aristocrat অামাদের দুর্ভাগ্য অামরা এমন অনুষ্টানকে এগিয়ে নিতে পারিনি

  • @100salman1
    @100salman1 7 ปีที่แล้ว +84

    লর্ড ডিও, অনেক অনেক ধন্যবাদ এমন চমৎকার একটি অনুষ্ঠান শেয়ার করার জন্য। আমি বলব এই অনুষ্ঠানটা একবারে একটা খনি, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি জগতের এতজন রত্নকে একসাথে উপস্থাপনা করার আইডিয়া খুবই অসাধারণ।

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว +4

      Nabid Salman, Apnakeo dhonnobad. ☺

  • @AmlanMostakim
    @AmlanMostakim 7 ปีที่แล้ว +153

    শুরু থেকে দেখে ঠিক মনে করতে পারছিলাম না। পার্থের বাঁশি শুনে আর কাজ নাই হঠাৎ করেই হ্যাঁচকা টান দিল ২২ বছর আগে। ক্লাস টু, চন্দনপুরা, চট্টগ্রাম, ১৬ ইঞ্চি ন্যাশনাল টিভি, মঙ্গলবার... আহা, স্মৃতি...

    • @sadiafarooque
      @sadiafarooque 7 ปีที่แล้ว +4

      right....same here...old is diamond

    • @xishanniaz
      @xishanniaz 7 ปีที่แล้ว +4

      আমি তো ভাই এইটা পার্থের গানই মনে করতাম ছোটবেলায়

    • @ifradmunir2918
      @ifradmunir2918 7 ปีที่แล้ว +3

      Amlan Mostakim Rahamatganj, ctg, Phillips 16" TV.. good old memory.. :)

    • @bdsolution8571
      @bdsolution8571 7 ปีที่แล้ว +4

      Amader 14inch B&W Philips cilo. :)

  • @AsadZaman
    @AsadZaman 7 ปีที่แล้ว +84

    একচল্লিশ জন আহাম্মক এখন পর্যন্ত ডিজলাইক দিয়েছেন।
    অনুষ্ঠান প্রসঙ্গেঃ আমার সবচেয়ে মজা লাগে যখন সুবীর নন্দি সাহেব ফিডব্যাকের গানটা গাচ্ছিলেন। আর গায়ের লোম দাঁড়ায় যায় যখন পার্থ বড়ুয়া ভাই আর শাকিলা জাফর ম্যাডামের গান দুইটা শুনি। অসাধারণ!

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว +4

      Asad Zaman bhai, well said...
      "৪১টা আহাম্মক!" 😁

    • @tahminamoni5089
      @tahminamoni5089 6 ปีที่แล้ว +1

      সহমত ভাই ☺

    • @jannatishetu1829
      @jannatishetu1829 6 ปีที่แล้ว

      Asad Zaman and

    • @ancientmariner7079
      @ancientmariner7079 6 ปีที่แล้ว +7

      ওদের বৌ বলেছে মানুষ যে দিকে কম সে দিকে থাকতে।।

    • @shiblynoman3754
      @shiblynoman3754 5 ปีที่แล้ว

      @@ancientmariner7079 :) epic comment ......

  • @takirshahrony7265
    @takirshahrony7265 7 ปีที่แล้ว +49

    BTV তে এইগুলো আবার প্রচার করা হোক। উপরন্ত এই ধরণের অনুষ্ঠান অন্তত প্রতি মাসে আবার নতুন আংগিকে শুরু করা হোক। চারিদিকে যে সংস্কৃতির অবক্ষয় শুরু হয়েছে তার থেকে পরিত্রান পেতে এমন কিছু আবার আয়োজন করা হোক। যেখানে সকল দামী ও মেধাবী মানুষদের আগমন ঘটবে যেমন্টা এখানে হয়েছে। এমন্টা কি সম্ভব নয় কি?? আমাদের ঐ সময়ে জন্ম তবুও শান্তির খোজে ভাল কিছু শুনবার খোজে রাতে এই অনুষ্ঠানটি দেখি প্রতিদিন। ধন্যবাদ যিনি আপলোড করেছেন। 😍😍

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว +1

      Takir Shah, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কথাগুলোর জন্য। আসলে আমার মনে হয় "সংস্কৃতির অবক্ষয় হয়েছে" কথাটা ঠিক না। আজ থেকে আমাদের ২০ বছর পরের জেনারেশন হয়ত বলবে যে, "২০ বছর আগের অনুষ্ঠান গুলো কতই না ভাল ছিল, আর এখনকার সময়ের অনুষ্ঠানের কত অবনতি!" এটা বলা বোধহয় মানুষের একটা জন্মগত অভ্যাস - "আগের দিন গুলো কতই না ভাল ছিল!" (এটা আমি নিজেও বলি!) ☺

    • @takirshahrony7265
      @takirshahrony7265 7 ปีที่แล้ว +1

      Lord Dio এখন যে গানগুলো হচ্চে তাও যে মানসম্মত নয় তা কিন্তু বলছি না। তবে বাংগালা গানের সেই সোনালি দিনের গান গুল দেখুন আর আজকের গুলোও দেখুন। এটা তো সিকার করতেই হবে নতুন যারা আসছে তারা সেই ৭০-৯০ দশকের গান গুলো থেকেই কিন্তু শিক্ষা নিচ্ছে । এই ভ্রুণ ছাড়াযে নতুন ভালো কিছু তৈরী করা যে অসভব। তারা আমাদের যা দিয়েছেন তা অনেক মূল্যবান, তবেকি সে সময়েরমত ঐ রকম মানসম্মত ও অর্থবহ গান আজকাল পাওয়াটা খুব দুষ্কর । যদি তাই না হত আমরা এই নতুন প্রজন্ম এর মানুষ হয়ে ঐ সোনালি দিনের গানে কর্ণপাত করতাম না। আমাদের ভালো কিছু খুজতে গেলে এই এখানেই আসতে হয়। আপনি নিজেই তা আমার বা আমাদের চেয়ে অনেক ভালো বুঝেন। 😆

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว +3

      Takir Shah, হ্যা আপনি যে 'Old is Gold' এর ব্যাপারে যেটা বলেছেন সেটা ১০০% ভাগ সত্য। এখন আর আগের মত কালজয়ী বা Evergreen গান খুব তৈরি হচ্ছে না। তবে এটাও মানতে হবে যে বাংলা গানে যেমন একসাথে এক ঝাঁক অসাধারণ কিছু শিল্পী আবির্ভূত হয়েছিলেন (৫০-৬০ এর দশকে যেমন শচীন কর্তা, হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ, সন্ধ্যা মুখার্জী, মানবেন্দ্র, মান্না দে এবং ৮০-৯০ এ বাংলাদেশে ব্যান্ডদলের যে দোর্দণ্ড প্রতাপ ছিল) সেই ব্যাপারটা আর হচ্ছে না দেখেই আমরা এখন একসাথে অনেক ভাল গান (কালোত্তীর্ণ গান) খুব একটা দেখি না, কিন্তু একদমই যে হচ্ছে না এটাও আমি মানতে নারাজ। কিন্তু এর সংখ্যা অনেক কম।
      আপনি ভাল থাকবেন আর আমার শুভাশিস নিয়েন। ☺

    • @takirshahrony7265
      @takirshahrony7265 7 ปีที่แล้ว +6

      ধন্যবাদ। আপনি একদম সঠিক বলেছেন। আমাদের আশা আমরা আবারও তেমন কিছু পাব বলে আশারাখি। আপনার জন্যও শুভকামনা। ✌✌😊😊

    • @mychannel8743
      @mychannel8743 4 ปีที่แล้ว

      সাউয়ার পুত ফেসবুকে কিছু হালার পুতেরা বিটিভিকে নিয়ে ব্যাঙ সোদায় যে জীবনটা বিটিভি হয়ে গেছে সুধু দেখায় বাতাবি লেবুর বাম্পার ফলন হইছে, হারামিদের তো ভালো জিনিস ভালো লাগেনা!

  • @sadiafarooque
    @sadiafarooque 7 ปีที่แล้ว +67

    1995 e I can remember clearly.Eta pordin sokale abar repeat korechilo.Ami repeat dekhar jonno 2 hours wait korechilam.thank u...rare collection.onekkk thank uuuuuu

    • @konikamahfuz7441
      @konikamahfuz7441 6 ปีที่แล้ว +1

      Sadia Farooque

    • @lens2227
      @lens2227 4 ปีที่แล้ว

      Pordin sokale load shedding hoye gecilo.

    • @blackpro5763
      @blackpro5763 2 ปีที่แล้ว

      I can feel

  • @jony041
    @jony041 7 ปีที่แล้ว +24

    এক লাফে ৯৫ সালে ফিরে যাওয়া যায় না???সেই রোববার বিকেলবেলা, ফিলিপস সাদাকালো টিভি.......lord dio কে মন থেকে ধন্যবাদ।

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว +1

      Kazi A. Hoque আপনাকেও ধন্যবাদ।
      আর হ্যা, H G Wells -এর টাইম মেশিনটা থাকলে খুবই ভাল হত ☺

  • @medhamonalisa1054
    @medhamonalisa1054 6 ปีที่แล้ว +31

    তখন আমার জন্মও হয়নি, কিন্তু আজ সেই সময়ের অনুষ্ঠান দেখতে পেরে নিজের খুব বেশি আনন্দ লাগছে একই সাথে আনিসুল হক স্যারের অনবদ্য ও দায়িত্বশীল উপস্থাপনা মুগ্ধ করেছে। আমাদের মাঝে আজীবন বেঁচে থাকুক আমাদের শ্রদ্ধেয় ও ভালোবাসার মেয়র💜

    • @raqubulislam3232
      @raqubulislam3232 6 ปีที่แล้ว

      Medha Monalisa আমার কথাটা বলে দিলেন।

  • @nafrikihsa9248
    @nafrikihsa9248 6 ปีที่แล้ว +20

    আজকেই প্রথম দেখছি !
    এক কথায় অসাধারণ !
    কিন্তু দুঃখ আজকের এই দিনে অনেকেই নেই তার মধ্যে অন্যতম আমাদের সবার প্রিয় মানুষ শ্রদ্ধেয় স্যার আনিসুল হক ! :(
    ভালো থাকবেন সদা হাস্যোজ্জ্বল থাকা আনিসুল হক ! :(
    আল্লাহ আপনাকে জান্নাত দান করুক আমিন।

  • @ahnafuddinaraf
    @ahnafuddinaraf 2 ปีที่แล้ว +4

    শাফিন আহমেদ,জবাব নেই,স্যালুট বস,

  • @amirwahab907
    @amirwahab907 7 ปีที่แล้ว +257

    আমি সেই দর্শকের একজন যে কিনা ১৯৯৫ তে এই অনুষ্ঠানটি বিটিভিতে দেখেছিলাম।

  • @kausarhamidjawad441
    @kausarhamidjawad441 5 ปีที่แล้ว +5

    অসাধারণ শো। এরকম কোনকিছু আগে দেখা হয় নাই কোথাও। পুরোপুরি ইউনিক। শাফিন ও শামিন আহমেদ, শাকিলা জাফর, রেজওয়ানা চৌধুরী বন্যার পারফর্মেন্স অসাধারণ লেগেছে। বাকীদেরটাও ভালো লেগেছে।

  • @MDMasum-te3yp
    @MDMasum-te3yp 7 ปีที่แล้ว +33

    বাহ কত সুন্দর উপস্থাপনা, সবার মধ্যে কী আন্তরিকতা। এই অনুষ্ঠানের কিছু জিনিস আজ প্রায় বিলুপ্ত হয়ে গেছে, আর কিছু জিনিস তখনকার সময় থেকে শুরু হয়েছে। এই অনুষ্ঠানের প্রবীনরা সবাই কত শুদ্ধ বাংলায় কথা বলেছে আর অপর প্রান্তের তখনকার সময়ের অধিকাংশ নবীন শিল্পীরা বাংরেজী ছাড়া কথাই বলতে পারছিল না। তবে উপস্থাপনার প্রশংসা করতেই হয়। শুদ্ধ বাংলায় কী চমৎকার উপস্থাপনা। আজকাল যেটা দেখাই যায় না। তবে তখনকার সময়ে মনে হয় রেনেসা ব্যান্ডই মূলধারার গান গাইত। অনুষ্ঠানটা দেখে এরকমই মনে হল।

  • @hridoysaha1637
    @hridoysaha1637 7 ปีที่แล้ว +19

    সংগীত নিয়ে আমার দেখা অন্যতম একটি সেরা অনুষ্টান।এই ধরনের অনুষ্টান এখন হওয়া উচিত আবারো।
    ধন্যবাদ।

  • @kawserz
    @kawserz 6 ปีที่แล้ว +15

    পরীক্ষার পড়া রেখে ১ ঘন্টা ৮ মিনিট ৪৫ সেকেন্ড এর প্রোগ্রামটি দেখলাম। এসেছিলম সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক এর সম্পর্কে জানতে। এতক্ষণ ধরে এই প্রোগ্রামটি দেখবো চিন্তাই করি নি। একটা সেকেন্ড ও খারাপ ও লাগলো না। কি সাবলীল ভাবে দুই সময়ের সংষ্কৃতিকে গ্রহণের মাধ্যম তৈরী করা হয়েছে। নতুনকে গ্রহণের মন মানুষিকতা শিখিয়ে দেওয়াই প্রোগ্রামের মূল উদ্দেশ্য বলে মনে হলো। এরকম চিন্তা ভাবনার জন্যে মেয়র সাহেবকে সেলুট জানাই। প্রত্যেক সময়েই অনেক সুচিন্তাশীল মানুষ জন্মেন। তিনি তার সময়ের একজন সুচিন্তাশীল মানুষ। ওপারে ভালো থাকবেন।

    • @khademulislamdurjoy2403
      @khademulislamdurjoy2403 6 ปีที่แล้ว

      Ahmed Kawser হম

    • @konikermusafir7559
      @konikermusafir7559 4 ปีที่แล้ว

      এই অনুষ্ঠানের মূল নায়ক হলেন নওয়াজিশ আলী খান৷

  • @mriyanmoyniaz
    @mriyanmoyniaz 7 ปีที่แล้ว +54

    এই অনুষ্ঠানটা হচ্ছে বাংলা সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের এক অসামান্য ভিডিও দলিল, দেশের সেরা সব বাঘেরা এক স্থানে, তাদের সাথে হবু বাঘের দল..... বিটিভির সব ই তো হারিয়ে যায়, এখন এটা আর হারাবে না। একে ইউ টিউবে দেবার জন্য লর্ড দিও আপনাকে ধন্যবাদ..........

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว

      mriyanmoy niaz আপনাকেও ধন্যবাদ।

    • @sonoffreedomfighter5319
      @sonoffreedomfighter5319 7 ปีที่แล้ว

      mriyanmoy niaz amar moner kotha bolchen apni...

  • @bratabindu
    @bratabindu 7 ปีที่แล้ว +14

    স্মৃতিকাতর হলাম। যাঁরা আছেন, তাঁরা প্রায় সবাই এদেশের অন্যতম গুণীজন। প্রকৃত আলোকিত শিক্ষিত জন। এনাদের মতো মানুষের ছোঁয়ায় বিটিভি তার সোনালি সময়গুলি কোটি মানুষকে উপহার দিতে পেরেছিলো। ধন্যবাদ মি: আনিসুল হক।

  • @shahaziz9466
    @shahaziz9466 7 ปีที่แล้ว +158

    এতই ভালো লাগলো যে সবার কমেন্ট পড়লাম আর সবাইকে লাইক দিলাম :-) ধন্যবাদ ভাই এত সুন্দর একটা গানের অনুষ্ঠান আপলোড করার জন্য :-)

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว +4

      Shah Aziz bhai, apnakeo dhonnobad

    • @xenialbb
      @xenialbb 7 ปีที่แล้ว +6

      Lord Dio লাইক তো একবারের বেশি দেওয়া যায় না। তাই লিখে দিলাম এক লক্ষ লাইক। অনেক দিন পরে মনের আশা পুর্ণ হল। আপনার সংগ্রহে যদি আনিসুল হকের আনন্দ মেলা টা থাকে তা হলে সেয়ার করলে আরও কৃতজ্ঞ থাকবো ।

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว +5

      Srabon Din, অনেক ধন্যবাদ।
      কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার সংগ্রহে শুধুমাত্র এই একটি অনুষ্ঠানই ছিল, আপলোড করার মত আর কিছু নেই!
      ভাল থাকবেন। ☺

    • @shaonjunior8894
      @shaonjunior8894 6 ปีที่แล้ว +3

      আমিও সেম কাজটি করেছি

    • @md.imamhossen7090
      @md.imamhossen7090 5 ปีที่แล้ว +1

  • @mohdnasim3751
    @mohdnasim3751 7 ปีที่แล้ว +14

    ধন্যবাদ লর্ড ডিউ সাহেব কে, আমাদের অতিতকে নাড়াঁ দিয়েছেন বলে,একটানে আমাকে আমার ছেলেবেলায় নিয়ে গেলেন।কি সুন্দর সেই দিনের মানুষ গুলি কোন অহংকার নেই তাদের।আর আমরা………?

  • @md.arifurrahman9850
    @md.arifurrahman9850 7 ปีที่แล้ว +9

    অনুষ্ঠানটা পুরোটুকুই দেখলাম... জনাব আনিসুল হক যে এতো আনন্দময়তা সৃষ্টি করতে পারে তা দেখে বিশ্বাস করতে পারছিলাম না। প্রথমে উপস্থাপককে দেখে পরিচিত মনে হচ্ছিল, যে ধরণের পোষাক আর পুরোনো স্টাইল! কে দেখে চিনবে? কিন্তু, কিছুক্ষণ পর খেয়াল করলাম নিচে নাম দেয়া... যাই হোক, ছোট বেলায় এ অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয়নি আর যদি দেখেও থাকি এই অনুষ্ঠানের কিছু বুঝিনি। এখানে অংশগ্রহণকারী প্রায় প্রত্যেকটি শিল্পীই আমার প্রিয়। আবারও ধন্যবাদ তাকে যিনি আনন্দঘন ঝগড়ার মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপন করলেন। :)

  • @md.rakibhossain5769
    @md.rakibhossain5769 7 ปีที่แล้ว +16

    যতই দেখছি ততই ভালো লাগছে। কত সোজা সাপটা সমালোচনা। গান গুলো প্রান ছুয়ে যাচ্ছে।

  • @abusalehbhuiyan182
    @abusalehbhuiyan182 ปีที่แล้ว +3

    কি অসাধারণ অনুষ্ঠান। আজকে একজন আনিসুল হক ও নেই এরকম মনোমুগ্ধকর অনুষ্ঠান ও নেই।

  • @MrRokun
    @MrRokun 6 ปีที่แล้ว +6

    সমালোচনা হয়েছে বিতর্ক হয়েছে বন্ধুত্বপূর্ণ পরিবেশে.... দেশ প্রেম, উপস্থাপনা সবকিছুই চমৎকার।

  • @saifmahmud3270
    @saifmahmud3270 7 ปีที่แล้ว +25

    Khan ataur rahman... Salute u sir.... What a golden memory....

  • @subratadas664
    @subratadas664 7 ปีที่แล้ว +15

    আহা! কী দারুণ কী দারুণ!! সেইসব কৈশোরের দিনগুলো। এখনও কানে বাজে কলিম শরাফির কন্ঠে "আজ যে শিশু"...। হামিন ,শাফিন এর "কন্ঠে তোমার নিশিদিন।।" অনেক অনেক ধন্যবাদ।

  • @FaizurMiltonStation
    @FaizurMiltonStation 7 ปีที่แล้ว +90

    ছোট বেলায় এই অনুষ্ঠানটি দেখে মুগ্ধ হয়েছিলাম আজও আবার মুগ্ধ হয়ে দেখলাম । জনাব খান আতাউর রহমান সার প্রানের কথা বলেছিলেন এবং তার কথাই আজ সঠিক হয়েছে । তবে আরেকটি কথা, এই অনুষ্ঠানে উপস্থিত ২/৩ জন গুরুজনের কথা তখনও ভাল লাগেনি এখনও ভাল লাগেনি ।। মোস্তফা মনোয়ার সার এর কথা ভুল প্রমানিত হলো কারন এখন পর্যন্ত মাইলস, এল আর বি , রেনেসা , সোলস , ফিডব্যাক এর গান বেচে আছে এবং থাকবে, তিনি রবীন্দ্র নাথ এর গানের কথা বলেছেন তিনি এটা বললেন না রবিন্দ্র নাথ সবসময়ের জন্য আধুনিক কারন রবিন্দ্র নাথ এর গানে বিদেশী সঙ্গীত এর অনেক কিছুই আছে । নিলুফার আপার গানে আবদুল্লাহ আবু সাইয়িদ বললেন আম গাছ থেকে তাল ! এখন পর্যন্ত মানুষ নিলুফার আপার কণ্ঠে "হৃদয় কাঁদা মাটি " গানটি মনে রেখেছে ।
    এই অনুষ্ঠানটি যিনি আপলোড করেছেন তার কাছে কৃতজ্ঞ হলাম অনেক ভাল লাগলো ।

  • @Apitaf999
    @Apitaf999 7 ปีที่แล้ว +31

    ভীষণ নস্টালজিক হয়ে গেলাম। মনে আছে, তখন ক্লাস থ্রি'তে পড়ি। এটা বিটিভিতে দেখেছিলাম রবিবার বিকেল ৪টায়! পার্থ বড়ুয়ার গাওয়া 'বাঁশি শুনে আর কাজ নাই' গানটা এত ভাল লেগেছিল, বহুদিন মনে গেথে ছিল। thanks for the classic upload!

    • @arafattree5845
      @arafattree5845 7 ปีที่แล้ว

      এপিটাফ ভাই আপনি আসলেই তো সেই💜
      রবিবার বিকেল ৪ টা..

    • @abdurrazzaque3324
      @abdurrazzaque3324 5 ปีที่แล้ว

      আমি রাতে দেখেছিলাম। ১০ টার ইংরেজি সংবাদের পর। আপনি বোধ হয় পুনঃপ্রচার দেখেছিলেন।

    • @mirrokonuddin2213
      @mirrokonuddin2213 2 ปีที่แล้ว

      vai ssc 2003?

    • @Apitaf999
      @Apitaf999 2 ปีที่แล้ว

      @@mirrokonuddin2213 ssc 2006

  • @AhanKarmakar
    @AhanKarmakar 6 ปีที่แล้ว +8

    অসাধারণ অনুষ্ঠান। কলকাতা বা ঢাকা, দুই দেশের কোন চ্যানেলেই আজ আর এত সুন্দর অনুষ্ঠান হয়না।

  • @BoderHaddiBod
    @BoderHaddiBod 6 ปีที่แล้ว +4

    ১৫ বছর বয়সে সাদা কালো টিভিতে দেখেছিলাম অনুষ্ঠানটা। পরে কত খুঁজেছি অনুষ্ঠানটা। এতদিন পর নিজে থেকেই সামনে হাজির হয়ে গেল। স্মরণীয় একটা অনুষ্ঠান।

  • @saju3791
    @saju3791 6 ปีที่แล้ว +37

    জীবনেও কল্পনা করি নাই "প্রথম প্রেমের মত" গানটা মাইলসের শাফিনের চেয়েও ভালো কেউ গাইতে পারেন। আমি নির্বাক।

    • @alaminab682
      @alaminab682 11 หลายเดือนก่อน

      এটার ডিউরেশন টাইমটা আমাকে একটু বলেন তো প্রথম প্রেমের মত এই গানটা কত মিনিট থেকে শুরু এই ভিডিওতে

    • @alaminab682
      @alaminab682 11 หลายเดือนก่อน

      ❤️❤️❤️❤️

    • @saju3791
      @saju3791 11 หลายเดือนก่อน

      @@alaminab682 6:16

  • @hossainahmed1291
    @hossainahmed1291 6 ปีที่แล้ว +8

    আজ আমাদের মাঝে প্রিয় আনিসুল হক ভাই আর নেই,কিন্তু তার এই কালজয়ী উপস্থাপনা বেচে থাকবে সারা জীবন।

  • @reayadislam6255
    @reayadislam6255 3 ปีที่แล้ว +4

    অসাধারণ অনুষ্ঠান,, মার্জিত উপস্থাপনা,,,আর সেসময়কার সাউন্ড কোয়ালিটি 👌👌সত্যিই দারুন। কতই না সুন্দর ছিলো সোনালী দিনগুলো😮❤️❤️❤️

  • @zahirulislam9028
    @zahirulislam9028 6 ปีที่แล้ว +17

    এ এক অবিস্মরণীয় জলসা! এক অনবদ্য মুহূর্ত। অল আর লিজেন্ড।

  • @AshrafShohag05
    @AshrafShohag05 7 ปีที่แล้ว +34

    সম্পূর্ণ টুকু দেখলাম অনেক ভালো লাগলো, সাথে সাথে প্রতিটি মানুষের কথা গুলো এত মনযোগ দিয়ে শুনলাম মনে হল কথা গুলোর মাঝে কোন ভেজাল নাই।

  • @mynurrahman6157
    @mynurrahman6157 6 ปีที่แล้ว +6

    আহা ! জীবনের অনেক কিছুই মনে করিয়ে দেয়। আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটিও মনে পড়ে। এখন কি হলো এই বাংলাদেশের মানুষের । কেন মানুষের মন নষ্ট হয়ে গেল। আবার কি আমরা এই দিনগুলি পেতে পারি না? আধুনিক হলেই কি ভালাবাসা নকল হয়ে যাবে। এরকম প্রোগ্রাম আবার হতে পারে না।

  • @tahsinajewel870
    @tahsinajewel870 7 ปีที่แล้ว +21

    অনেক ভাল লাগল।তখন দেখেছিলাম কিন্তু ভুলে যাচ্ছিলাম।আপনি শেয়ার করলেন বলে দেখলাম।আবেগে আপ্লুত হলাম।অনেকেই আজ দুনিয়া ছেড়েই চলে গেছেন।সম্মান জিনিস এখন আর নেই।সমালোচনা গুলি তারা সহজ ভাবেই নিচ্ছেন।ভাল লেগেছে আবার তাদের হারিয়ে কস্ট লাগছে।সুন্দর জিনিস শেয়ার করার জন্য সবার ধন্যবাদ অফুরন্ত।

  • @nibeditaroynitu226
    @nibeditaroynitu226 3 ปีที่แล้ว +6

    ছোটবেলার গানের স্কুলের মতো মেঝেতে বসা একেকজন সমৃদ্ধ গুনী মানুষ ; এঁরা জ্যোতির্ময়, এঁরাই তারকা। তাই তো নেই কোনো চোখ জ্বালা করা আলোর ঝলমলানি।
    বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা, গুণীবৃন্দ।

  • @shafiqulhaider23
    @shafiqulhaider23 5 ปีที่แล้ว +4

    শেষ গান, আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে............, শুনে কান্না চলে আসলো।
    কী দরদী আর ভরাট গলায় গাইলেন কলিম শরাফী সহ অন্যরা।
    অনন্য - অনন্য।

  • @mohammadfoyez7789
    @mohammadfoyez7789 7 ปีที่แล้ว +21

    আমি এই অনুষঠান টি দেখেছি ৯৫ সালে, উনারা দেশের রত্ন।

  • @kishordas9717
    @kishordas9717 7 ปีที่แล้ว +30

    Am i the only one who got surprised of the sound quality of the programme??!!!
    Thanking you Admin...Nice one.
    Well done 👏

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว +3

      Kishor Das, cheers brother

  • @MonwarIqbal
    @MonwarIqbal 7 ปีที่แล้ว +48

    Junior artist der dike takan, ki poriman somman chilo senior der jonno
    pase dariyechen ottonto somman ebong vodrotar sathe.. ei holo amader desh abong amader culture.
    kintu bortomane senior der minimum respect kora tao vule gechi...
    Thanks for upload this.. I saw this on BTV and that time it was a popular program.

  • @rrahman12
    @rrahman12 7 ปีที่แล้ว +23

    that was in 1995! see the level of class of the entire program, the concept, the presentation! 20 years later, we are lacking all these stuff.

  • @amanullahsarker2489
    @amanullahsarker2489 7 ปีที่แล้ว +56

    মনে হয় এই তো সেই দিন দেখেছিলাম অথচ ২২ টি বছর গত হয়ে গেছে অসাধারন এভারগ্রীন ......... Lord Dio মন থেকে ধন্যবাদ .........

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว +1

      AMAN Ullah আপনাকেও ধন্যবাদ।

    • @muhammadmohiuddinkhan8706
      @muhammadmohiuddinkhan8706 2 ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম ভাই
      আপনাকে খুব পরিচিত মনে হচ্ছে 🤔
      অ্যাডভোকেট সাঈদ সাহেব আপনার কি হয়...?

  • @rockstarnoble9068
    @rockstarnoble9068 4 ปีที่แล้ว +6

    এরকম অনুষ্ঠানই বাংলাদেশের আসল চেহারা💚❤💚🇧🇩

  • @oniketsoore4966
    @oniketsoore4966 6 ปีที่แล้ว +2

    ২০১৮ সালের ১৬ জুন শনিবার অনুষ্ঠানটা দেখছি। ইতোমধ্যে পরলোকে পাড়ি জমিয়েছেন আনিসুল হক। অনন্য শিল্পদৃষ্টি এবং সত্যাশ্রয়ী এক মনের অধিকারী ছিলেন আনিসুল হক। তাঁর হাতের জাদু ছোঁয়ায় সবকিছুই জীবন্ত আর সুন্দর হয়ে উঠত। মানুষ হিসেবে ছিলেন অসাধারণ, যেরকম মানুষ হওয়ার স্বপ্ন আমি সবসময় দেখেছি কিন্তু হতে পারি নি। তাঁর মৃত্যুতে সমাজের একজন আলোকিত মানুষকে আমরা অকালে হারিয়েছি। সত্যনিষ্ঠ আর ন্যায়পরায়ণ হওয়ায় আওয়ামী লীগের মধ্যে অনেক গুপ্ত শত্রু তৈরি হয়েছিল তাঁর। আমরা হারিয়ে ফেলেছি এক অনন্য স্বপ্নদ্রষ্টাকে। আর 'অমানুষ' ঢাকা 'অমানুষ' ই হয়ে রইল। রাজনীতির অন্ধকারের খেলোয়াড়দের হাতে কি প্রাণ হারাতে হয়েছে তাঁকে? 'সেরেব্রাল ভাস্কুলাইটিস' রোগের অন্যতম কারণ ড্রাগস যা তাঁর শরীরে প্রয়োগ করা হয়েছিল? কারণ তিনি ছিলেন রাজনীতি-নিরপেক্ষ জনকল্যাণাকাঙ্খী একজন মানুষ যা খেপিয়ে তুলেছিল রাষ্ট্রক্ষমতার আশ্রয়ে থাকা দুর্বৃত্তদের? এক অদৃশ্য ছায়াপাখির ডানা ঝাপটানি শুনে আমি তাকে দেখব বলে চোখ মেলে তাকাই। আমার দৃষ্টিতে শুধু ছায়ারাই জেগে ওঠে!

  • @fluterana9737
    @fluterana9737 2 หลายเดือนก่อน +1

    সুরের কোনো ভাষা নেই সুরের একটাই কাজ হৃদয়কে শান্ত করে দেয়া
    আজকে এই গুণীজনদের অনেকেই আমাদের মাঝে নেই তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি তাদের রেখে যাওয়া গানগুলো অমর হয়ে থাকবে আমাদের মাঝে এই অনুষ্ঠানটি তে যারা অংশগ্রহণ করেছেন তারা বাংলাদেশের
    একেক জন উজ্জ্বল নক্ষত্র এরকম অনুষ্ঠান দেখে মনে তৃপ্তি পাওয়া যায় এরকম অনুষ্ঠান এখন আর হয় না আনিসুল হক স্যারের প্রতি রইল শ্রদ্ধা আল্লাহতালা তাকে জান্নাত নসিব করুক আমিন

  • @life_of_poko
    @life_of_poko 4 ปีที่แล้ว +3

    কি অসাধারণ একজন মানুষ ছিলেন মেয়র আনিসুল হক।
    কি সুন্দর, সাবলীল উপস্থাপনা!

  • @mdtorikulislamfoysal9340
    @mdtorikulislamfoysal9340 4 ปีที่แล้ว +3

    অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠান ছিলো!!, সবাই কতটা আন্তরিক!! এরকম অনুষ্ঠান দেখতে পেরে ভালো লাগছে!!

  • @nawshercse98
    @nawshercse98 7 ปีที่แล้ว +27

    you made me so emotional.,,, just watching this in 2017 in london,,,,cannot control my feelings....i wish I could go back...those old days

  • @ahmedasif7737
    @ahmedasif7737 7 ปีที่แล้ว +15

    এই আমাদের মেয়র।সত্যু অসাধারণ উপস্থাপনা।

  • @Tanvirs-Tale
    @Tanvirs-Tale 7 ปีที่แล้ว +7

    শুধুমাত্র আপনাকে ধন্যবাদ দেয়ার জন্য ইউটিউবে লগিন করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ভিডিওটা অমূল্য !

  • @syedhossain9016
    @syedhossain9016 4 ปีที่แล้ว +3

    Best performance of the show "Sadiya Afrin Mallick" for "Prothom premer moto". Oshadhoron geyechen tini.

  • @mahmoodhasan8129
    @mahmoodhasan8129 7 ปีที่แล้ว +26

    BTV should release some of these oldie but goldie (natoks included) programs
    like these and not keep them in some vault. Its no use letting them rot
    over time. I once asked actor Afzal Hossain about how we could see his
    old BTV dramas again and he answered, they are all stuck in the BTV archive and
    BTV has all the rights to it and he can't do anything about it.

  • @asifikbal7477
    @asifikbal7477 3 ปีที่แล้ว +4

    স্পষ্ট, নির্মল, ভদ্র ও অসাধারণ এক অনুষ্ঠান। এত স্মার্টলি কথা এখন খুব কম মানুষই বলতে পারে।

  • @HemontoKumer
    @HemontoKumer 7 ปีที่แล้ว +24

    আমি এই অনুষ্ঠানটি আমার কিশোর জীবনে দেখেছিলাম। তখন আমি দশম শ্রেণীতে পড়ি। অসাধারন লেগেছিল আর এখন অবাক হচ্ছি এই ভেবে আমাদের সংগীত ভূবন কত বৈচিত্র ছিল কিন্তু এখন যেন সব হারিয়ে যাচ্ছে।

    • @rawshanaraswapna1882
      @rawshanaraswapna1882 2 ปีที่แล้ว

      আমি ক্লাস নাইনে পড়তাম।

    • @moinulbgt
      @moinulbgt 2 ปีที่แล้ว

      9698?

  • @pakhipr4816
    @pakhipr4816 7 ปีที่แล้ว +11

    ধন্যবাদ হে ভালবাসা... ধন্যবাদ হে রসিকতা......

  • @Mahedi71
    @Mahedi71 7 ปีที่แล้ว +35

    অসাধারণ! ক্যামেরা আর মঞ্চ বাদ দিলে এখনও কত আধুনিক একটা অনুষ্ঠান

  • @soulmates786
    @soulmates786 7 ปีที่แล้ว +34

    খুব ভালো লাগলো পুনরায় পুরো অনুষ্ঠানটা দেখে- অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও আপলোড করার জন্য।

  • @cfaruk4
    @cfaruk4 7 ปีที่แล้ว +12

    what a JALSHA !!------- simply wonderful .

  • @tasmiarezwana9891
    @tasmiarezwana9891 7 ปีที่แล้ว +11

    After watching lots of modern (!) Bangladeshi channel,now we can feel the real us. That's our root.

  • @abulkalam5151
    @abulkalam5151 7 ปีที่แล้ว +14

    ফিরে আসুক দিনগুলি...

  • @zinnuree
    @zinnuree 6 ปีที่แล้ว +15

    সবাইকে দেখার আহ্বান জানাই। দেখুন বুঝুন। ভালো লাগবে। মুহুর্তেই সবাইকে ভালবাসতে শিখে যাবেন। আমরা সবাই এই রকমের মানুষই তো হতে চাই নাকি? কিন্তু কিভাবে তা হতে পারি, খুঁজে পাচ্ছি না তো? খুব বেশি পিছনে যেতে হবে না। ১৯৯৫ সালেও দেখুন আমরা কত বেশি আধুনিক ছিলাম, কতটা সহজ, সুন্দর আর সহনশীল ছিলাম, কতটা পরিচ্ছন্ন এবং সূক্ষ্ম চিন্তা করতে পারতাম, আর কত সুন্দর করে গুছিয়ে যার যার মনের ভাব প্রকাশ করতে পারতাম।

    • @lorddio1
      @lorddio1  6 ปีที่แล้ว

      Nazmul Quader Zinnuree ভাই,
      আপনার কথাগুলো পড়ে ভাল লাগলো। ভাল থাকবেন।

  • @tushar4993
    @tushar4993 3 ปีที่แล้ว +4

    আমার জন্ম ২০০১ এ । ইউটিউবের কল্যাণে এত সুন্দর সৃষ্টি দেখতে পেলাম। তখন যারা যুবক ছিলেন তারা কত ভাগ্যবান 🧡

  • @syedhabil7195
    @syedhabil7195 7 ปีที่แล้ว +15

    at present didn't see such a wonderful program .... how pathetic !!!.... just awesome ..everyone... thnx. for sharing with us

  • @saifsaddam
    @saifsaddam 7 ปีที่แล้ว +50

    অসাধারন স্মৃতিময় অনুষ্ঠান।১৯৯৫ সাল। আমি তখন ইন্টার ফার্স্টইয়ারের ছাত্র।

    • @tanveerraihan9498
      @tanveerraihan9498 5 ปีที่แล้ว

      আমি তখন অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

  • @abiradhikary3370
    @abiradhikary3370 5 ปีที่แล้ว +4

    গান নিয়ে এতো সুন্দর অনুষ্ঠান এখন কেন হচ্ছেনা! আবার হোক এমন অনুষ্ঠান। বেশ ভালো লেগেছে।

  • @Nagif.Salvah
    @Nagif.Salvah 7 ปีที่แล้ว +28

    পুরাই blast from the past!! Thank you for posting

  • @SarderZahidurRahaman
    @SarderZahidurRahaman 4 ปีที่แล้ว +3

    এমন মানের অনুষ্ঠান বাংলাদেশে কেউ কোনোদিন করতে পারবে বলে আমার মনে হয় না । এত সুন্দর ও মান সম্পন্ন অনুষ্ঠান সেইসাথে এত তারকার মেলা একসাথে এই মডার্ন যুগে সম্ভব নয় । এখানকার সব সম্মানিত তারকা বাংলাদেশের এক একজন লিজেন্ড । সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেইসাথে সাথে সেলুট । কারো মনে কষ্ট দিলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

    • @lorddio1
      @lorddio1  4 ปีที่แล้ว

      আপনি কারও মনে কোনো কষ্ট দিয়েছেন বলে মনে হয় না, বরং কিছু সুন্দর কথা বলেছেন, সম্মান দেখিয়েছেন এই অনুষ্ঠানের সকল শিল্পীদের প্রতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @shamsulislam
    @shamsulislam 7 ปีที่แล้ว +12

    দারুণ আয়োজন, খুব ভাল লাগলো অনুষ্ঠানটি। এর নির্মনশৈলী ছিল থুব সময়োপযোগী ।

  • @riziasultana6130
    @riziasultana6130 2 ปีที่แล้ว +3

    এই অনুষ্ঠানটি বাংলা গানের ক্ষেত্রে এক দুর্লভ অনুষ্ঠান। বাংলাদেশের গানের জগতের বেশ কিছু উজ্জ্বল তারা এক সাথে বসে গান করেছেন,গান নিয়ে সুচিন্তিত মতামত দিয়েছেন। তাদের অনেকই আজ আমাদের মাঝে নেই।

  • @idk72825
    @idk72825 5 ปีที่แล้ว +3

    খান আতাউর রহমান স্যার এর কথাগুলো আজ অক্ষরে অক্ষরে বাস্তব।

  • @sohambhattacharya3120
    @sohambhattacharya3120 4 ปีที่แล้ว +4

    ভারতে প্রচুর পয়সা খরচা করে, বাঙলাদেশও করে কিন্তু এইরম পোগ্রাম আর হয়না।।
    আগে DD Bangla কিম্বা BTV তে যে মানের পোগ্রাম হতো সেগুলো ফিরিয়ে দিতে পারেনা।। এটা যখনকার অনুষ্ঠান তখন আমি জন্মাইওনি তাও সেই সময়টাকে রিলেট করতে পারি।। ❤❤

  • @SaifulIslam-1982
    @SaifulIslam-1982 6 ปีที่แล้ว +2

    হায়... শেষের গানটা (আজ যে শিশু) শুনে মনে পড়েগেলো অনুষ্ঠানটার কথা। আর.... আহা... কি সুন্দর ভাষায় আনিসুল হক এর উপস্থাপনা.... আজ আনিসুল হক আমাদের মাঝে নেই.... আল্লাহ্‌ ওনার মতো মানুষজনকে আমাদের মাঝ থেকে কেন যে এতো তাড়াতাড়ি নিয়ে যান.....

  • @sagarkumardas8768
    @sagarkumardas8768 2 ปีที่แล้ว +3

    ৯০এর দশকের সেই সোনালী দিনগুলো খুব মিস করি.. আর আপসোস করি বর্তমান প্রজন্মের জন্য..চোখে আনন্দ আর আবেগের জল চলে এল..তখন বয়সটা ছিল ১৮ টিনএজ ছিলাম.. ভেবে দেখুন কত ভাগ্যবান ছিলাম.. এমন সব শিল্পীদের গান শুনে বড় হয়েছি.. ধন্যবাদ ভগবান...ভালোবাসি ১৯৮০/৯০ সালের সংগীত পরিবেশন..

  • @shahjahanchowdhury5720
    @shahjahanchowdhury5720 7 ปีที่แล้ว +179

    অসাধারন একটি অনুষ্ঠান। ২২ বছর আগে সম্প্রচারের দিনই অনুষ্ঠানটি আমার দেখার সুযোগ হয়েছিলো। মনে হচ্ছে সেই সেদিনের কথা। এ সময়ের মাঝে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। এর মাঝে (আমি যতটুকু জানি) অনুষ্ঠান সম্প্রচারের দুই বছরের মাথায় ১৯৯৭ সালে শ্রদ্ধেয় জনাব খান আতাউর রহমান স্যার মারা যান। ২০০৩ সালে উনার স্ত্রী শ্রদ্ধেয়া জনাবা নীলুফার ইয়াসমিন ম্যাম মারা যান। ২০১০ সালে মারা যান শ্রদ্ধেয় জনাব কলিম শরাফি স্যার। প্রয়াত এসব গুণীজনের আত্বার রুহের মাগফিরাত কামনা করি। আশি এবং নব্বই দশক ছিলো ব্যান্ড সংগীতের গোল্ডেন টাইম। সে সময়কার রিলিজ হওয়া প্রতিটি ব্যান্ড সংগীত ছিলো সকল উঠতি তরুন-তরুণী এবং যুবক-যুবতীদের মুখে মুখে। শ্রোতাদের এ ভালো লাগার জন্যই বোধহয় ঐ সময়ে ব্যান্ড শিল্পীরা অনেক কালজয়ী ব্যান্ডের গানের সৃষ্টি করতে অনুপ্রানিত হয়েছিলেন। যা শুনলে আমরা এখনো ঐ সময় গুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। ১৯৯৫ সালে এই অনুষ্ঠানটি প্রচারের পর থেকে অনেকের মতো আমার এখনো "শ্রদ্ধেয় সচীন দেবের" 'বাঁশী শুনে আর কাজ নাই' গানটি শুনলে " সোলসের" "পার্থ বড়ুয়ার" মূখটি ভেসে উঠে। অনুষ্ঠানটির এ্যাংকর "শ্রদ্ধেয় জনাব আনিসুল হকের" করা একটি ম্যাগাজিন অনুষ্ঠান "এখনই", আমারা ছোট বেলায় দেখেছিলাম বলে মনেপড়ে । পরবর্তীতে একটি ঈদে "আনন্দ মেলা" অনুষ্ঠানও তিনি উপস্থাপনা করেছিলেন। আনিসুল হকের উপস্থাপনার "আনন্দ মেলা" অনুষ্ঠানটি ছিলো সবচেয়ে সেরা "আনন্দ মেলা"। এতো বছর পরে ইউটিউবে অনুষ্ঠানটি আবারো দেখে, অনেক গুলো বিষয় মিলাতে পারি না! অনুষ্ঠানটিতে সবার সৌজন্যবোধ, সংযমি কথা, একে অপরে প্রতি শ্রদ্ধাবোধ এবং সবার কথা বলার স্টাইল, এসবের সাথে কি এখনকার কোন মিল আছে? ঐ সময়কার এসব আচরন, এখনকার সময়ে ভাবতেই মনে কষ্ট হয়! আমরা আধুনিক এবং উন্নত হতে হতে, নিজেদেকেই ভূলে গেছি বলে মনে হয়! শেষে এরকম একটি অতি উঁচু মানের (আমি বলবো শিক্ষনীয় অনুষ্ঠান) আবারো দেখার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

    • @lorddio1
      @lorddio1  7 ปีที่แล้ว +5

      Shahjahan Chowdhury ভাই, এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

    • @suprioranjannath4706
      @suprioranjannath4706 7 ปีที่แล้ว +8

      খুবই সত্যি কথা... আধুনিকতার নামে আমরা সত্যিই মনমানুষিকতায় পিছিয়ে গিয়েছি।

    • @abirnadal9655
      @abirnadal9655 7 ปีที่แล้ว

      vvv

    • @TheNoushadAhmed
      @TheNoushadAhmed 7 ปีที่แล้ว +2

      অনুষ্ঠানটি আমারও দেখার সুযোগ হয়েছিল,দেখতে দেখতে বাইশটি বছর কেটে গেল!

    • @techhacksbd2281
      @techhacksbd2281 6 ปีที่แล้ว +1

      দুঃখের বিসয় ভাই শ্রদ্ধেয় আনিসুল হক ও চলে গেলেন আমাদের ছেড়ে চলে গেলেন পরপারে :( আমি আপনিও একদিন চলে যাব

  • @mahmudhossainshanto7227
    @mahmudhossainshanto7227 7 ปีที่แล้ว +51

    আহ্‌ ! কি সময় ছিল তখন...খান আতাউর রহমান , কলিম শরাফী উনাদের কেনো কিংবদন্তি শিল্পী বলা হয় তাদের জ্ঞানের লেভেলটা দেখলেই বুঝা যায় ...

  • @LiveDotSuman
    @LiveDotSuman 7 ปีที่แล้ว +15

    One of the finest TV musical show I was ever seen. Still, I can remember that day. Thank You for uploading.

  • @swaponironmaidenswaponiron385
    @swaponironmaidenswaponiron385 7 ปีที่แล้ว +8

    omg .long time after I got it. it's my memorable childhood memories. when I was class 6.(1995) but clearly I remember this legendary fevourite programme jolsha. legendary forever MILES, souls. feedback n renaissance. lot of memories. really i m going to 1995. thanks lot " lord dio"upload this rare video. . God bless you. I m gladly feel.