৫৯৯ টাকার বুফে খেয়ে ফাটিয়ে দিলুম দাদা 65 items Buffet Lunch at The Buffet Stories Mirpur | Khai Dai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • ৫৯৯ টাকার বুফে খেয়ে ফাটিয়ে দিলুম দাদা 65 items Buffet Lunch at The Buffet Stories Mirpur | Khai Dai
    Google Map:
    goo.gl/maps/Bn...
    Please Subscribe for more Videos:
    / khaidaicombd
    Like us on facebook:
    / khaidaibd
    Bangladesh might be a small country, but it has wide variety of foods in different regions. khai-dai.com solely focuses on exploring the different cuisines around Bangladesh.
    Join us on adventures discovering off-beat destinations around the country while trying to eat everything in site! You’ll find street food videos, restaurant reviews as well as essence of local Bengali cuisines.
    We live to eat, and we know you do too! We love eating street foods and culinary treats while learning about the different cultures!
    New videos are posted every week, so make sure to subscribe so you don't miss a video.
    #KhaiDai
    #FoodVlog
    #MeghnaTV
    #FoodReview

ความคิดเห็น • 392

  • @Unsunghero30
    @Unsunghero30 4 ปีที่แล้ว +195

    বাংলাদেশে আপনিই সম্ভবত প্রথম অথেনটিক ফুড রিভিউয়ার। অনেকেই খালি বিরিয়ানি দেখিয়েই মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে। তাদের বাচন ভঙ্গি, খাবারের ইতিহাস এসবের কোন বালাই নেই। আপনার ফুড রিভিউ দেখা মানে ঐ খাবার ঐ ঐতিহ্য সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া❤. আপনার সাবস্ক্রাইবার রাও মোটের উপর আধুনিক এবং সভ্য শ্রেণীর বেশি। শুভকামনা 😍❤

    • @KHAIDAICOMBD
      @KHAIDAICOMBD  4 ปีที่แล้ว +24

      আমাদের সাবস্ক্রাইবারদের সম্পর্কে দু'টা ভালো কথা বললেন- আপনাকে অনেক ধন্যবাদ :)

    • @experienceandyou2239
      @experienceandyou2239 4 ปีที่แล้ว +2

      @@KHAIDAICOMBD akdom kn2 apni regular review koren na kno

    • @juliasadrian7102
      @juliasadrian7102 3 ปีที่แล้ว +10

      আপনার সঙ্গে আমি একমত। খাবারের ইতিহাস-ঐতিহ্য, রন্ধন প্রণালী সম্পর্কে খালেদ সাইফুল্লাহ ভাই অনেক স্টাডি করেন এবং জ্ঞান রাখেন। খাবারের বিষয়ে তার মতো এতো জ্ঞান আর কোন ব্লগারের নেই। যতদূর জানি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। সবচেয়ে শিক্ষিত, উচ্চমার্গীয়, জ্ঞানী ফুড ব্লগার। কিন্তু উনার সাবস্ক্রাইবার কম, যেটা ওনার সঙ্গে যায় না! বাঙালিরা গুণীজনের কদর করতে জানেনা!!

    • @TheRohanGaming
      @TheRohanGaming 3 ปีที่แล้ว

      💯

  • @abutaherliton819
    @abutaherliton819 4 ปีที่แล้ว +12

    একজন ভোজন রসিক হিসেবে বাংলাদেশের প্রায় সব ফুড ব্লগ আমি নিয়মিত দেখি, কিন্তু আপনার বাচনভঙ্গি, খাবার সম্পর্কে বিস্তারিত বর্ণনা শুনে আমি মুগ্ধ হই।। অযথা ভাব না নিয়ে কিভাবে বুফে অফার কাজে লাগাতে হয় তাও শিখেছি আপনার কাছে।। কিন্তু ভাই আমি বুঝি না ঠিক, আপনার সাবস্ক্রাইবার কম কেন?? আমার দৃষ্টিতে আপনিই সেরা।।

    • @parsasanjana2205
      @parsasanjana2205 2 ปีที่แล้ว

      Banglalira valO jinisher kodor korte jane na

  • @ProdhanBhai
    @ProdhanBhai 4 ปีที่แล้ว +163

    বাংলা সাহিত্যে খাবারের সবচেয়ে সরস বর্ননা দিয়েছিলেন সৈয়দ মুজতবা আলী, ওনার পর হুমায়ূন আহমেদ।
    আর ভিজুয়ালি দিচ্ছেন আপনি।

    • @OroDeFi
      @OroDeFi 4 ปีที่แล้ว +4

      I strongly agree with you. 👍🏻👍🏻👍🏻🥳🥳🥳

    • @maslamdhaly3576
      @maslamdhaly3576 3 ปีที่แล้ว

      ওহফ সৈয়দ মুজতবা আলী ....

    • @juliasadrian7102
      @juliasadrian7102 3 ปีที่แล้ว

      Agreed
      কিন্তু ওনার সাবস্ক্রাইবার কম। বাঙালিরা গুণীজনের কদর করতে জানেনা।

    • @mehvinzara3277
      @mehvinzara3277 3 ปีที่แล้ว

      right u r about Syed M. Ali and Humayun Ahmed.!

    • @anhasplayingkingdom6501
      @anhasplayingkingdom6501 3 ปีที่แล้ว

      Akdom thik kotha

  • @psychopsycho2199
    @psychopsycho2199 4 ปีที่แล้ว +56

    অনেকেই বলছে ভিডিও ছোট করতে। আমার ব্যাক্তিগতভাবে মনে হয় খাবার তাড়াহুড়ো করে খাওয়াতেও শান্তি নেই এবং সেটা দেখাতেও আনন্দ নেই। খাবার আয়েশ করেই খেতে হয় এবং সেটা সময় নিয়ে দেখাতেই তৃপ্তি।
    ভালো থাকবেন, নিয়মিত ভিডিও দিবেন।

  • @ummeyatiyaa7295
    @ummeyatiyaa7295 4 ปีที่แล้ว +10

    ভাইয়া আপনার প্রথম (গতকাল)যে ভিডিও টা দেখেছিলাম সেটা প্রথমে তেমন ভালো লাগেনি ডিস্লাইক দিয়েছিলাম।কিন্তু বিশ্বাস করেন যখন পুরো ভিডিও দেখলাম ডিস্লাইক টা দেওয়া ভুল হয়েছে বলে মনে হলো,, খুব ইনফরমেটিভ মনে হয়েছিল।অনেকেই এজন্য হয়তো পছন্দ করেনা আপনার ভিডিও কিন্তু কাল থেকে অনেক গুলো ভিডিও আপনার দেখেফেলেছি।অনেক ভালো লাগে এখন। সব বিষয় মাথায় রেখে যেভাবে ভিডিও করেন ধরন টা ভালো এভাবেই চালিয়ে যান💙

  • @sumaiya_the_brownee
    @sumaiya_the_brownee 4 ปีที่แล้ว +22

    আজ আমি দুটো জিনিস বলার আছে। প্রথমটা হলো এক/দুই বছর আগে একটা ভিডিও তে আপনি বিরিয়ানি খাচ্ছিলেন চাটনি মাখিয়ে । ঠিক মতো স্বাদ পাননি। আমি বরাবরের নিরব দর্শক হলেও সেদিন বলেছিলাম যেকোনো খাবার আগে শুধু খেয়ে তারপর মাখিয়ে খাবেন... সেই অনুরোধ আপনি রেখেছিলেন। আজকে আবার আপনাকে বলতে দেখলাম " একবার শুধু খেয়ে দেখি" 😊 ভাল লাগল।
    আর দ্বিতীয়টি হচ্ছে আমার এনকোয়ারি। আমি লক্ষ্য করেছি আপনি খুব বেশি সাহিত্যের রেফারেন্স দেন...খুবই সোফিস্টিকেটেড ভাষা আপনার। আর তথ্য সমৃদ্ধও। আমার জানতে মন চাই আপনি এত বেশি সাহিত্যঘেষা কি করে? সাহিত্যের ছাত্র ছিলেন কি? নাকি কেবলই ভালবাসা?

  • @rollno.45official52
    @rollno.45official52 4 ปีที่แล้ว +29

    খাবার খাওয়া এইভাবে কাব্যিক ভাবে অলংকার দিয়ে আই গেস কেউ ব্যখ্যা করে না । you are so good at this.. 👌👌

    • @sanjidamyth
      @sanjidamyth 4 ปีที่แล้ว +2

      @Hossen Sayeed ভাই কিছু মনে করবেননা,তিনি শুদ্ধ বাংলায় কথা বলেন তাই ওনার ভ্লগ দেখতে বেশি ভালো লাগে।আমরা ইংরেজি ভাষার মান রক্ষা করার কি দরকার। যেখানে বাংলার মান রক্ষা করা যাচ্ছেনা।

  • @kazinabihachowa555
    @kazinabihachowa555 4 ปีที่แล้ว +6

    ভাইয়া উপস্থাপনা অত্যন্ত স্মার্ট। ভিন্ন ধর্মী রিভিউ। নিয়মিত আপনার ভিডিও দেখি ভাইয়া। দেখলেই খুদা লেগে যায়। আপনি সফল। best of luck.

  • @zinpori6089
    @zinpori6089 4 ปีที่แล้ว +4

    খাই দাই ডট কমের সেই শুরু থেকে শেষ অবধি এখন পর্যন্ত সমস্ত ভিডিও দেখেছি, পাশে আছি। আর মাঝরাতে খালেদ ভাইয়ের সুন্দর উপস্থাপনা আর খাবার দেখে আমি আর আমার ৮ বছরের ছেলে খাবারের লোভে জ্বলজ্বল করি 😋😋😋। আর পরদিন সকালেই সেই খাবারের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ি 😁😁😁।

  • @pinkyabsar9862
    @pinkyabsar9862 4 ปีที่แล้ว +11

    সত্যি বলছি অনেক কষ্ট লাগে.... যখন দেখি উপস্থাপনায় আরো অন্য অনেক ফুড ব্লগার থেকে আপনি বেটার হয়েও ওদের চাইতে আপনার সাব্সক্রাইবার এতো কম.....যোগ্য লোকের মূল্যায়ন সবাই করতে পারে না!চলিয়ে যান দোয়া রইলো।

  • @soniakeya3886
    @soniakeya3886 4 ปีที่แล้ว +3

    আপনার বাঙলা সাহিত্যের বর্ণনা অসাধারণ। ফুড রিভিউ অন্য সবার চেয়ে ভালো।

  • @moinaksarkar5278
    @moinaksarkar5278 4 ปีที่แล้ว +4

    এই বুফে নিয়ে অনেক ভিডিও দেখেছে, অনেক ইউটিউবার কাভার করেছেন, সেগুলো ছোট ভিডিও হোক আর যা ই হোক খালেদ ভাইয়ের এই ৪১ মিনিট এই টা যত আগ্রহ আর মজা করে দেখছি কোনটা ই আর এমন ভাবে পাই নি

  • @penmuni3833
    @penmuni3833 4 ปีที่แล้ว +38

    I don't know why it came to my youtube page. I don't understand the language. But the food from Bangladesh looks amazing (nice description by the way). I wish to go there someday to taste the dishes. Everything looks so colorful. Our food is very bland compared to yours. Love from Bulgaria.

    • @theunbeatableloser7001
      @theunbeatableloser7001 4 ปีที่แล้ว

      Much love for you... Thanks a lot...❤

    • @mrt7948
      @mrt7948 4 ปีที่แล้ว

      Welcome, there are many great restaurants in London have these kind of "indian" food.

    • @masum9733
      @masum9733 2 ปีที่แล้ว

      Take love 💓 thanks 😊

  • @velkidekho0
    @velkidekho0 4 ปีที่แล้ว +7

    অসাধারণ। খাবার দেখলাম নাকি এক পশলা গল্প শুনে ফেললাম, বুঝতেই পারলাম না।

  • @MrhmmD
    @MrhmmD 4 ปีที่แล้ว +42

    সময় নিয়ে অনেকের সমস্যা দেখি :/ ২০২০ সালে এমন লোকজন কোথা থেকে আসে বুঝিনা।
    আপনি খেয়ে দেখায়েন তো একটা বুফে ১৫ মিনিটে।
    ভিডিও বড় হলে এক বসায় না পারলে লাগলে কয়েকবারে দেখে শেষ করবেন, সমস্যা আছে?
    কী আশ্চর্য!
    বুফের খাবার একটু আয়েশ করে না দেখলে শান্তি আছে?
    আপনাদের প্রতি অনুরোধ ভিডিওগুলো একটু লেন্দি করবেন। আমরা যারা প্রকৃত ভিউয়ার আমরা পাশে আছি। আর হ্যা আরো বুফে চাই। আরো আরো অনেক অনেক বুফে চাই।

    • @KHAIDAICOMBD
      @KHAIDAICOMBD  4 ปีที่แล้ว +7

      হাহাহা... যত মত, ততো পথ :)

  • @Hasibur_.Rahman
    @Hasibur_.Rahman 4 ปีที่แล้ว +7

    আসলে এফডিসির কালাভুনার রিভিউ দেখার পর থেকে দেখেই যাচ্ছি।
    আর বরাবরই আপনার অসাধারণ উপস্থাপনার উপর ঈর্ষান্বিত হয়ে যাচ্ছি!!

  • @Corleone_1972
    @Corleone_1972 4 ปีที่แล้ว +2

    অন্য ফুড রিভিউয়ার রা শুধু মাত্র ক্যামেরার সামনে এসে খাবার গুলি খেয়ে দেখায়। কিন্তু আমাদের সবার প্রিয় খালেদ ভাই একজন মান সম্মত ফুড রিভিউয়ার ।কারণ প্রতিটি ভিডিও তে আমরা খাদ্যের ইতিহাস জানতে পারি।

  • @travellernasim6811
    @travellernasim6811 4 ปีที่แล้ว +6

    আপনার উপস্থাপনা জাস্ট অসাম।😍😍😍
    দারুন লাগল

  • @rockyahamed4683
    @rockyahamed4683 4 ปีที่แล้ว +22

    অস্থির ফুড রিভিওয়ার খালেদ সাইফুল্লা ভাই

  • @subhasisdas958
    @subhasisdas958 4 ปีที่แล้ว +4

    ঘনিষ্ঠ ভাবে কথা ভাই এর মধ্যে প্রেম মাধূয্ খুব বেশি মনে হয় 😋😋😋 মজা করলাম ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। 👍🏼👍🏼😎😎

  • @abdulmannanb1127
    @abdulmannanb1127 3 ปีที่แล้ว +1

    ভাইরে ভাই ধানী কবুতরের গল্পটা সেই হইছে

  • @microscopic1019
    @microscopic1019 4 ปีที่แล้ว +3

    আপনি ১ঘটার রিভিউ দিলেও দেখবো ভাই।এতো ভালো এবং ইনফর্মেটিভ রিভিউ আর কোনো চ্যানেলে নাই।ইউ আর ড্যাম জিনিয়াস ভাই...

  • @farhanaonika
    @farhanaonika 3 ปีที่แล้ว

    ভাইয়া একেতো আপনার বাচন শিল্প অসাধারণ কাওকে শোনার জন্য ধরে রাখবে আর খাবার যেন এভাবেই পর্যায় করা মনে হচ্ছে। তবে আপনার ভিডিও গুলো খুব ইনফরমেটিভ যা সব রিভিউয়ারকে ছাপিয়ে যায়❤️❤️❤️❤️

  • @pritammukherjee6444
    @pritammukherjee6444 4 ปีที่แล้ว +3

    প্রতিবারের মতো আপনার উপস্থাপনা, বর্ণনা সবকিছুই অতুলনীয়, কিন্তু কিছু কথা না বলে পারছি না....সাসলিক, উইংস প্রতিটা individual item, এগুলো মোটেও নান দিয়ে খায় না, এগুলো বরং স্টার্টার হিসেবে রাখা উচিত, আর authentic kebab তো মেনুতেই রাখেনি। যাই হোক আপনার জন্যই এই পর্ব হিট, এই পর্বটা ASMR হলে বেশ জমত, বিভিন্ন sound effect পেতাম। কলকাতা থেকে শুভেচ্ছা নেবেন।

    • @KHAIDAICOMBD
      @KHAIDAICOMBD  4 ปีที่แล้ว +3

      আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। এবং শুধুই উচ্ছ্বসিত প্রশংসায় না গিয়ে কী কী ভালো লাগেনি- সেটাও তুলে ধরেছেন, সেজন্য আবারও ধন্যবাদ।
      আপনি ঠিকই বলেছেন- শাসলিক, উইংস এগুলি স্টার্টার আইটেম, কাবাব ডিশের নয়। সম্ভবত, এই রেস্টুরেন্ট তাদের স্ট্র্যাটেজি হিসেবেই সেটা কাবাব অফারে অন্তর্ভূক্ত করেছে। আমিও সেটা ফিল করেছি, তবে ও বিষয়ে কথা খুব একটা আগাইনি।
      ASMR খাই-দাই ডট কমের দর্শকরা খুব ভালো ভাবে নিচ্ছেন না। নতুন ধরনের জিনিস আমাদের দেশে, প্রথমদিকে সেটা না নেয়াটাই স্বাভাবিক। আমাদেরও পারফেকশনে আসতে সময় লাগছে এটা নিয়ে। আমার নিজের খাওয়া, ক্যামেরার সেটিং, ডিরেক্টরের এডিট- সবকিছুতেই এখানে আমরা লার্নিং ফেইজে আছি। আপাতত অল্প কিছু আমরা দেবো। তারপর ASMR নিয়েই ভিন্ন একটা চ্যানেলে আমরা শুরু করার চিন্তা করছি। দেখা যাক কেমন বাস্তবায়ন হয়।

    • @pritammukherjee6444
      @pritammukherjee6444 4 ปีที่แล้ว +1

      @@KHAIDAICOMBD অসংখ্য ধন্যবাদ আপনাদের। আশা করি উত্তরটা খালেদ ভাই দিয়েছেন। ASMR এর অপেক্ষায় রইলাম। আর পরিস্থিতি স্বাভাবিক হলে এপার বাংলায় আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

  • @radoanahmed7916
    @radoanahmed7916 4 ปีที่แล้ว +10

    খালেদ সাইফুল্লাহ আর খাবার যেন দুই সহোদর। দেখলেই খেতে মনে চায়।আহা!😇

  • @losartanpotassium9723
    @losartanpotassium9723 3 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও দেখি শুধু খাবার না,খাবারের পেছনের গল্পঃ শোনার জন্য ❤️

  • @morshed552
    @morshed552 3 ปีที่แล้ว +4

    This guys literally underrated😥 500k subscribers khub drkr

  • @pritombiswas8560
    @pritombiswas8560 4 ปีที่แล้ว +2

    অসাধারণ। অনেক কিছু শিখতে পারলাম ❤

  • @stb6139
    @stb6139 4 ปีที่แล้ว +1

    এখানে মধ্যম মানের বুফে প্রায় সবগুলিতেই বাসি এবং ক্ষেত্র বিশেষে ক্ষতিকর উপাদান দিয়ে রান্না করা হয়। সব খুব এভারেজ টেস্ট। এইসব বুফে না খেয়ে ভালোমানের যেকোন এক দুইটা আইটেম খাওয়া বরং ভালো।

  • @ytguru7400
    @ytguru7400 4 ปีที่แล้ว +2

    Amra next friday te jacce.... yam 😋

  • @alipsaha2420
    @alipsaha2420 4 ปีที่แล้ว +2

    ভাই আপনার খাওয়ার স্টাইল এবং বিশেষ কোরে ঐ কথাটা কুকরো থেকে কাকড়া বেশ মজা পাইলাম আর অমনি সাবসক্রাইব কোরে দিলাম। চালিয়ে যান সঙ্গ থাকবো।

  • @rafiqulahmedrobin4162
    @rafiqulahmedrobin4162 4 ปีที่แล้ว +3

    Khaled bhai, your presentation is the best. Combination of Bangla literature and history is amazing. Keep doing this

  • @sanchoyalam3919
    @sanchoyalam3919 3 ปีที่แล้ว

    সততার সাথে রিভিউ দেওয়ার কারনে এই প্রথম কোন ফুড ব্লগার এর chanel কে subscribe করলাম। দোয়া রইলো ভালো থাকবেন এর সততার সাথে রিভিউ দেবেন।

  • @sinthiatabassumagni3505
    @sinthiatabassumagni3505 4 ปีที่แล้ว +10

    আপনার presentation আসলই সুন্দর

  • @fizerchoudhury
    @fizerchoudhury 4 ปีที่แล้ว +1

    বছর চারেক আগে খালেদ সাইফুল্লাহ,র ফুড রিভিউ দেখে দেশি ফুড ভ্লগিঙ চ্যানেল দেখা শুরু করেছিলাম । এখন অনেকে খাবার দাবার রিভিউ করছেন, কেউ কেউ বিশ্বমানের । তবে, আমার চোখে এখনও এক নম্বর KHAI- DAI.COM

  • @apuroy1675
    @apuroy1675 4 ปีที่แล้ว +4

    Next buffet lunch a kindly buffet manner gulo o mention korben.. tahole onekei ei bepare jante parbe.. 😊😊

  • @sakibulhossain9535
    @sakibulhossain9535 4 ปีที่แล้ว +8

    আপনি একমাত্র মানুষ যে কিনা খাবার সাথে সাথে exercise এর কথাটা বললেন। বাকি গুলো তো খেতে খেতে রিভিউ দিতে দিতে ফুলে ঢোল হয়ে গেছে। তারপরও তাদের মনে হয়না তারা অসুস্থ।

  • @fangedwolf4581
    @fangedwolf4581 4 ปีที่แล้ว +7

    Really like the way you talk, with decency and logic. Best of luck

  • @mariabintymaruf2096
    @mariabintymaruf2096 4 ปีที่แล้ว +2

    আপনার রিভিউ অনেক তথ্যবহুল , অনেক কিছু জানতে পারা যায়। ধন্যবাদ।

  • @md.mushfiqurrahmanavi6979
    @md.mushfiqurrahmanavi6979 4 ปีที่แล้ว +2

    Apni onk mojar manush, onk din dhore follow kori,

  • @prasunchowdhury1682
    @prasunchowdhury1682 4 ปีที่แล้ว +2

    Onek din por ei episode ta besh valo hoyese...

  • @salimkhansalimkhan7186
    @salimkhansalimkhan7186 4 ปีที่แล้ว +2

    ভাই বুফের আয়োজন খাওয়-দাওয়া আমার ভালোলাগে বেশি বেশি দেখতে চাই।

  • @akashbanik5114
    @akashbanik5114 4 ปีที่แล้ว +2

    সম্পূর্ণ ভিডিওটা দেখলাম।
    অসাধারণ রিভিউ!

  • @TulysCreation
    @TulysCreation 4 ปีที่แล้ว

    Vai apner food review dekhe mon chaise apner shathe akdin khete jai..

  • @RONY4U444
    @RONY4U444 4 ปีที่แล้ว

    পুরো ভিডিও টা শেষ করলাম! ভাই আপনি সেরা!! এতো সুন্দরভাবে প্রতিটা খাবারকে যে বিশ্লেষণটা করেন তা সত্যি অসাধারণ।

  • @suigeneris36
    @suigeneris36 4 ปีที่แล้ว +5

    আপনার। বর্ণনা দেশি সব রিভিউয়ার থেকে আলাদা এবং শুশ্রাব্য।

  • @almasudshaharirjoy4125
    @almasudshaharirjoy4125 4 ปีที่แล้ว +2

    খালেদ ভাই আমার প্রিয়। আপনার কথা গুলো অনেক সুন্দর লাগে। 💕

  • @jabedkhan9636
    @jabedkhan9636 4 ปีที่แล้ว +1

    ভাইয়া আপনার খাওয়া দেখে জ্বীবে পানি চলে আসলো...

  • @sakibulhossain9535
    @sakibulhossain9535 4 ปีที่แล้ว

    আপনার উপস্থাপনার জবাব নেই। সেই রকম মনোমুগ্ধকর

  • @Hp-xo8pk
    @Hp-xo8pk 4 ปีที่แล้ว +2

    সুন্দর করে বললেন খাবার সাথে সাথে খুব ভালো লাগলো।।।

  • @naimulhudajishan6813
    @naimulhudajishan6813 4 ปีที่แล้ว +6

    আপনার ফুড রিভিউ যেন জ্ঞানের আকর।🙂
    Best wishes...🙂

    • @KHAIDAICOMBD
      @KHAIDAICOMBD  4 ปีที่แล้ว +2

      হাহাহা... হুর মিয়া ফাজলামো করেন নাকি? :D

  • @akramhossain1704
    @akramhossain1704 3 ปีที่แล้ว

    ভাই উপস্থাপনায় আপনার সাথে কেউ পারবেনা। তাই আপনাকে খুব ভালো লাগে।

  • @subho4ever
    @subho4ever 4 ปีที่แล้ว +1

    Apni khub govire giye khabar er moja Nen jeta kina food lover der boisisto. Apni j vabe explain koren khub valo lage

    • @KHAIDAICOMBD
      @KHAIDAICOMBD  4 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে :)

  • @ikthiander1
    @ikthiander1 4 ปีที่แล้ว +2

    আস সালামু আলাইকুম খালেদ ভাই। জানি না মনে আছে কিনা অনেক আগে কমেন্ট করেছিলাম। সেই শুরু থেকে আপনার শো দেখে আসছি। সেই দাবীতে একটা উপদেশ ছিলো। ভিডিও ১০ - ১৫ মিনিটের বেশী করবেন না। ৪১ মিনিট অনেক লম্বা হয়ে গেলো। বাংলাদেশের এ বিষয়ে প্রথম ও সবচেয়ে শুদ্ধ উপস্থাপনা সত্বেও কিছু ছোট খাট ত্রুটির কারণে আপনার চ্যানেলটা জমে উঠছে না।

    • @KHAIDAICOMBD
      @KHAIDAICOMBD  4 ปีที่แล้ว

      আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা নোট নিলাম বিষয়টা।

  • @Syedmdsiam
    @Syedmdsiam 4 ปีที่แล้ว +2

    শিহাব ভাই এটাও ভালো ছিলো! পরেরবার আমারে নিয়ে যাইয়েন! :P

  • @aymancovers
    @aymancovers 4 ปีที่แล้ว +4

    Buffet video er theke valo ar hoi na😘😘😘

  • @mdal-amin2830
    @mdal-amin2830 4 ปีที่แล้ว +2

    Via apni akhon porjonto bangladesher best food reviewer.

  • @mdrejan1662
    @mdrejan1662 3 ปีที่แล้ว

    ২য় বার দেখছি এই ভিডিও

  • @mohiuddiniqbal1897
    @mohiuddiniqbal1897 4 ปีที่แล้ว +4

    This guy deserves more subscribers💯

  • @azmainausaf7837
    @azmainausaf7837 4 ปีที่แล้ว

    ভাই আপনি জেভাবে আজ কথার মাঝে কিছু উক্তি বলেন এটা অনেক ভালো লাগে।।as an old subscriber its a req dont change it..

  • @ShukonnaKitchenMakeover
    @ShukonnaKitchenMakeover 4 ปีที่แล้ว

    ভাইয়া আপনার খাবার দেখে আমার তো লোভ লেগে গেলো.. আর টি শার্ট টা তো দারুণ, শুভকামনা রইল

  • @blackboy4512
    @blackboy4512 4 ปีที่แล้ว +5

    Best reviewer in BD. From where we can learn something

  • @shuvoahmedkhan2372
    @shuvoahmedkhan2372 4 ปีที่แล้ว +1

    রবী ঠাকুর একসময় যারা খাবার খেতে গিয়ে খুব তাড়াহুড়ো করেন তাদেরকে আদর করে খাইঞ্চোদ বলে ডেকেছিলেন। দাদা আপনি অসাধারণ, মাত্র দুইটা ভিডিও দেখে প্রেম হয়ে গেলো। খুদা বাড়বেই

  • @tanjimbishakha7656
    @tanjimbishakha7656 4 ปีที่แล้ว +2

    3.22AM apnr video dekhe khuda lege gese vaia

  • @rakibulalam-448
    @rakibulalam-448 3 ปีที่แล้ว

    Buffet stories Dhanmondi ar akta vedio den ....please 🥰

  • @thumbsupsmile9048
    @thumbsupsmile9048 4 ปีที่แล้ว +2

    উপস্থাপনায় আপনি বেস্ট

  • @eshazaman4732
    @eshazaman4732 4 ปีที่แล้ว

    bangalira geanir kodor bujhena...bujhle apnar chaneel aj million cross korto...ami apnak onk like...ato sob food rewiewer moddhe apnak khub miss kori..

  • @ahsanulahmed9164
    @ahsanulahmed9164 4 ปีที่แล้ว +2

    Authentic reviews.
    Great job 👍🏻

  • @manharullabib77
    @manharullabib77 4 ปีที่แล้ว +2

    Apni ekjon underated youtuber
    Apnar presentation ta osthir hoy but subscribers bare na

  • @zebanausheen9289
    @zebanausheen9289 4 ปีที่แล้ว

    Onek valo lage apnar review
    Best reviewer 😍😍🥰🥰❤

  • @zsfilms1914
    @zsfilms1914 4 ปีที่แล้ว +2

    ভাই বিশ্বাস করেন আপনার ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি ❤

  • @suriyasaba1332
    @suriyasaba1332 4 ปีที่แล้ว

    সব মিলিয়ে ভাল লাগলো।

  • @gameradiyan5184
    @gameradiyan5184 3 ปีที่แล้ว

    অসাধারণ আপনার উপস্থাপনা ।

  • @b.chowdhuryshibly4382
    @b.chowdhuryshibly4382 3 ปีที่แล้ว

    Na Vai ami apnar khawa sathe golpo Kora, bivinno bangali kobider mojar ghotona apnar Kaj r kothay Milano Amar kace khubi valo lage.
    Ami enjoy kori

  • @shortlovegamer6247
    @shortlovegamer6247 4 ปีที่แล้ว

    Aponar vdo vallage golpo gulai vallage.😍😍😍

  • @dolonkhan8259
    @dolonkhan8259 4 ปีที่แล้ว +2

    Buffey te ora kn khabar serve korche?
    Ne j giye ney na shob buffey te??

  • @mdashinemia2713
    @mdashinemia2713 3 ปีที่แล้ว

    ভাই আপনি অনেক সুন্দর রিভিউ করতে পারেন সত্যি অসাধারণ 🥰🥰

  • @satyaranjan8605
    @satyaranjan8605 4 ปีที่แล้ว +5

    সবাই শুধু আপনার গুণগান করছে ভাই কিন্তু চ্যানেলটা তো underrated হয়ে পড়ে আছে!

    • @KHAIDAICOMBD
      @KHAIDAICOMBD  4 ปีที่แล้ว +2

      অন পয়েন্ট!

    • @juliasadrian7102
      @juliasadrian7102 3 ปีที่แล้ว +1

      আমার দৃষ্টিতেও খালেদ সাইফুল্লাহ সেরা ফুড ব্লগার ইন বাংলাদেশ।

  • @mdarafatsheikh5843
    @mdarafatsheikh5843 4 ปีที่แล้ว

    Vai lock down e onk mota hoye gesen😇😇

  • @sababzayedi7202
    @sababzayedi7202 4 ปีที่แล้ว +1

    Apnar presentations valo. Please continue your videos regularly and grow the channel

  • @mdnazmoolhasan885
    @mdnazmoolhasan885 4 ปีที่แล้ว

    Apnar khabar khaoar moddhe oshadharon ekta art ase

  • @stillalive2900
    @stillalive2900 4 ปีที่แล้ว +2

    ভাই, ব্লগিং করতে হলে, প্রতিদিন নাহলেও সপ্তাহে ২-৩ টা ব্লগ দিতেই হয় নয়তো সাবস্ক্রাইবার ও বাড়বেনা ভিউয়ারস ও ড্রপ করবে সুতারাং ব্লগিং কন্টিনিউ রাখার চেষ্টা করবেন.... এতোদিন যদি ব্লগিং করতেন কত আগেই ২লাখ সাবস্ক্রাইবার হয়ে যেতো কিন্তু গুটি কয়েকজন মানুষের জন্য ব্লগ বন্ধ রাখা উচিৎ হয়নি..... অনেকে খারাপ কমেন্ট করবেই তাই বলে ব্লগিং থামিয়ে রাখা ঠিক নাহ... আপনি দেখুন বর্তমান সময়ে যারা বড় বড় ইউটিবার আছে শুরুতে এরা প্রত্যেকেই খারাপ কমেন্টের মুখোমুখি হয়েছে অনেক গালিগালাজ হজম করেছে তাই তারা আজ বড় ইউটিবার হয়েছে কিন্তু আপনিও খারাপ কমেন্টের মুখোমুখি হয়েছেন তবেঁ খারাপ কমেন্ট অভোয়েট করলে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে.... এটা আমার ব্যক্তিগত মতামত.... ব্লগ কন্টিনিউ করেন আপনার ব্লগ অনেক ভাল্লাগে....

    • @KHAIDAICOMBD
      @KHAIDAICOMBD  4 ปีที่แล้ว

      হাহাহাহা... আপনাকে কে বললো ভাই কটুক্তির জন্য শো বন্ধ ছিলো আমাদের? অন্য কারণও তো থাকতে পারে!
      শো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পাশেই থাকবেন :)

  • @jannatulferdousbristy9973
    @jannatulferdousbristy9973 4 ปีที่แล้ว +25

    কে কে খালেদ ভাইয়ার টি-শার্টের লেখাটা খেয়াল করেছেন?
    "বাবু খাইছো" 🤣🤣

  • @tamzidmurshed7061
    @tamzidmurshed7061 4 ปีที่แล้ว

    ভাইয়া এপিসোডটা ভালো লেগেছে। উত্তরা ক্যাফে রিওতে শুনেছি নাকি সেরা টেস্ট এর বাজেট বুফে আছে। একটা রিভিউ দেখতে চাই। আপনার রিভিউ দেখে যাবো।

  • @mdrejan1662
    @mdrejan1662 3 ปีที่แล้ว

    আপনাকে দেখতে একদম আমাদের লংলা আধুনিক ডিগ্রি কলেজের বাংলা লেকচারার খালেদ স্যারের মতো দেখতে

  • @nilimamithilabilla4685
    @nilimamithilabilla4685 3 ปีที่แล้ว

    Vai,can't skip ur video😍

  • @s.m.akramhossain7146
    @s.m.akramhossain7146 4 ปีที่แล้ว +2

    The best food reviewer of BD

  • @afrozasultanatammy1073
    @afrozasultanatammy1073 2 ปีที่แล้ว

    Vaiya dhanmondi buffet stories er review diben please...

  • @bissojitdas7797
    @bissojitdas7797 4 ปีที่แล้ว

    apner kotha gula just osm

  • @ranarahmanraz4512
    @ranarahmanraz4512 4 ปีที่แล้ว +2

    দাম অনুযায়ী পারফেক্ট বাফেট।

  • @parulakter1869
    @parulakter1869 4 ปีที่แล้ว

    খুব সুন্দর আনন্দদায়ক উপস্থাপনা

  • @NHTapan
    @NHTapan 3 ปีที่แล้ว

    Bhi buffet kawar tips&ticks akta video deben plz

  • @shahmajba4503
    @shahmajba4503 4 ปีที่แล้ว +2

    Sera..food reviewer

  • @jooldighi884
    @jooldighi884 4 ปีที่แล้ว +2

    Love this.....

  • @arifhasan2459
    @arifhasan2459 4 ปีที่แล้ว

    ভালোলাগা.... ভালোলাগা অবিরাম..... ❤

  • @s.mmiraz13
    @s.mmiraz13 3 ปีที่แล้ว

    এক কথায় অসাধারণ উপস্থাপনা ❤🖤

  • @pandeyclara360
    @pandeyclara360 4 ปีที่แล้ว

    ভাই আপনার কথা শুনে বার বার thumbs up দিতে ইচ্ছা করছিলো۔۔۔ কিন্তু দেবার উপায় নাই۔ আগেই দিয়ে ফেলেছি
    আমি ইলিশ মাছ খেয়েছিলাম কাটা চামচ দিয়ে ۔আপনাকে দেখে মনে পড়লো۔

    • @KHAIDAICOMBD
      @KHAIDAICOMBD  4 ปีที่แล้ว

      হাহাহাহা

  • @mdasifurrahman1437
    @mdasifurrahman1437 3 ปีที่แล้ว

    Best Food Reviewer
    And underrated

  • @homecorner8002
    @homecorner8002 4 ปีที่แล้ว

    মানুষ কিভাবে এত সুন্দর করে কথা বলে?? এত সুন্দর করে কিভাবে বুঝিয়ে কে বুঝিয়ে দেয়?? আপনি একটু নিয়মিত হোন খুব ভালো কিছু হবে❤

  • @bushramaliha554
    @bushramaliha554 4 ปีที่แล้ว

    2nd cmnt 😏... Regular video peye khub beshi anondito hocchi... Khub e valo lagtese.. Keep going 😍 wait korbo videor jnno and pashe thakbo always.