এক আজব ব্যক্তিত্ব, এক আজব কোরআন পাগল মানুষ, এক সাংঘাতিক আশিক ই রাসূল, এক মহা বিস্ময় এ আলোচক। আল্লাহ তাআলা তাঁকে সুস্থ ও নেক হায়াত দান করুন। ১০০ উর্ধ হায়াত।। আমীন।
আল কুরআনের আলো- ঘরে ঘরে জালো: "যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত; কিন্তু তোমরা তা অনুভব করতে পার না।" -সুরা: আল-বাকারাহ, আয়াত-১৫৪ । #ওয়ারাসাতুল_আম্বীয়া_বাংলাদেশ
আল্লাহ্ স্যার কে হায়াতে তায়িবা ও কল্যানময় হায়াত দান করুন। স্যারের জ্ঞানের সমালোচনা করার ধৃষ্টতা আমার নাই আমি শুধু মালাইকাদের বিচরণের বেপারে আমি ডঃ আবুল কালাম আজাদ হুজুরের মিরাজের আলোচনায় শুনেছি ৮ জন মালাইকা আল্লাহর কুরছি কাধে নিয়ে আছেন। রাসুল সাঃ আরশে আজীমে অবস্থান কালে খসখস আওয়াজ শুনতে পেয়ে জীবরীল আঃ কাছে জানতে পারলেন আল্লাহর চারপাশে মালাইকারা প্রতিনিয়ত লিখে চলছেন। তাহলে মালাইকা আল্লাহর কাছে যেতে পারেন নাই এটা কি সঠিক? জানতে চাই, জাননেওয়ালাদের কাছে।
Assalamu Alaikum Shaykh. First of all, I pray to Allah that Allah Rabbul Alamin may accept your selfless service for the sake of the Islamic movement for the sake of Islam. And may Allah increase the sharpness of your knowledge. With due respect. There seems to be a bit of arrogance when you discuss it. Maulana Abul Ala Maududi pretended to be a blind follower of Rahima Hullah. I am not criticizing Maulana Abul Ala Maududi Rahimahullah. For the next 1000 years no one will be able to lay hands on the literary works left by him. That's right. But I found it while researching about him. Many Ulema Haqqani Rabbani have objected to some of his points. Such as Khilafat and Mulukiyat. Jihad democracy women and the veil. Maulana Abul Ala Maududi Rahimahullah's views on Sahaba Keram and Ambiya Keram were contradicted by many scholars of the time in the Indian subcontinent. Disagree on this issue. But I noticed that you give the opinions of Maulana Abul Ala Maududi Rahimahullah about these controversial issues. Jamaat-e-Islami will live with these controversial issues. Do not solve them. Sir I have been doing Bangladesh Student Union and Communist Party all my life. I slowly learned to understand Islam by reading Tafhimul Quran by Maulana Abul Ala Maududi Rahimahullah. When I read Maulana Abul Ala Maududi Rahimahullah's literature and related works of other ulama. Along with many scholars of that era, Maulana Abul Ala Maududi Rahimahullah is familiar with his writings. Now, was Maududi Rahimahullah wrong or these scholars.
ইসলামী সংগঠনের গুরুত্ব: সংগঠন শব্দের সাধারণ অর্থ- সংঘবদ্ধকরণ। এর বিশেষ অর্থ- দলবদ্ধ বা সংঘবদ্ধ জীবন। ইকামাতে দীনের কাজ আঞ্জাম দেয় যেই সংগঠন, তাকেই বলা হয় ইসলামী সংগঠন। ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে, ইকামাতে দীনের সংগ্রামে আত্মনিয়োগ করা প্রত্যেক মুমিনের জন্য ফরয। না! সংগঠিত উদ্যোগ ছাড়া ইসলামের শ্ৰেষ্ঠত্ব ও সৌন্দর্য বিকাশ সাধন সম্ভবপর নয় । সংগঠন সম্পর্কে আল্লাহর নির্দেশ: واعتصموا بحبل الله جميعًا - “তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে (অর্থাৎ- ইসলামকে) আঁকড়ে ধরো।” আলে ইমরান: ১০৩ । সংগঠন সম্পর্কে আল্লাহর রাসূলের (সাঃ) বাণী: آنا أمركم بخمس اللَّة أمرنى بهن الجماعة والسمع والطاعة و الهجرة والجهاد فی سبیل اللّه فائه من خرج من الجماعة قيد شبر, فقد خلع ربقة الاسلام من عنقه الأ أن يرجع ومن دعا بدعوى جاهلية فهو من جنى جهنم - قالوا يا رسول اللّه وان صام وصلَّی ؟ قال وانصام وصلَّی وزعم آئلہ“مسنلۂ “আমি তোমাদেরকে পাচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি। আল্লাহ আমাকে ঐগুলোর নির্দেশ দিয়েছেন। (বিষয়গুলো হচ্ছে) ১। সংগঠন, ২। নেতৃ নির্দেশ শ্রবণ, ৩। নেতৃ নির্দেশ পালন, ৪। আল্লাহর অপছন্দনীয় সবকিছু বর্জন এবং, ৫। আল্লাহর পথে জিহাদ। যেই ব্যক্তি ইসলামী সংগঠন ত্যাগ করে এক বিঘৎ পরিমাণ দূরে সরে গেছে, সে নিজের গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলেছে, তবে সে যদি সংগঠনে প্রত্যাবর্তন করে তো স্বতন্ত্ৰ কথা। আর যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহবান জানায় সে জাহান্নামী। "সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সাঃ), ছালাত কায়েম এবং ছাওম পালন করা সত্ত্বেও?" "আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ছালাত কায়েম, ছাওম পালন এবং মুসলিম বলে দাবী করা সত্ত্বেও।” - আহমদ ও হাকেম। لاً يحل لثلاثة يكونوا بفلاة من الأرض الأ أمروا عليهم أحدهم “তিনজন লোক কোন নির্জন প্ৰান্তরে থাকলেও একজনকে আমীর না বানিয়ে থাকা জায়েজ নয় ।” اذا خرج ثلاثة فی سفر فليؤمروا عليهم أحدهم - “তিনজন লোক সফরে বের হলে তারা যেন তাদের একজনকে আমীর বানিয়ে নেয়।” - সুনানু আবী দাউদ من سره أن يسكن بحبوحة الجثة فليلزم الجماعة - “যেই ব্যক্তি জান্নাতের আনন্দ উপভোগ করতে চায় সে যেন সংগঠনকে আঁকড়ে ধরে।” - সহীহ মুসলিম و من مات وهو مفارق للجماعة فانه يموت ميتة جاهلية - “যেই ব্যক্তি জামায়াত থেকে বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করবে, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু।” -সহীহ মুসলিম। সংগঠন সর্ম্পকে হযরত উমারের (রাঃ) উক্তি, لاً اسلام الأ بجماعة ولاً جماعة الأ بامارة ولأ امارة الأ بطاعة۔ “সংগঠন ছাড়া ইসলাম নেই। নেতৃত্ব ছাড়া সংগঠন নেই। আনুগত্য ছাড়া নেতৃত্ব নেই। এ সব আয়াত, হাদীস এবং উক্তি থেকে প্রমাণিত হয় যে, (১) মুমিনদেরকে সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে। (২) এককভাবে জীবনযাপন করার অধিকার তাদের নেই। (৩) একক জীবন যাপনকারী শাইতানের শিকারে পরিণত হয়। (৪) ইসলামী সংগঠন থেকে বিচ্ছিন্ন হওয়া জাহিলিয়াতে প্রত্যাবর্তনের শামিল । (৫) সংঘবদ্ধভাবে জীবন যাপন জান্নাত প্ৰাপ্তির অন্যতম পূর্বশর্ত। (৬) সংগঠন না থাকলে ইসলাম স্ব-গৌরবে টিকে থাকতে পারে না। ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত হওয়া কোন সখের ব্যাপার নয়। ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত না হওয়া আল্লাহ ও তাঁর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশের সুস্পষ্ট লংঘন। পক্ষান্তরে আল্লাহ ও তাঁর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতি ঈমানের, অনিবাৰ্য দাবী হচ্ছে- সংঘবদ্ধ জীবন যাপন।
"লুমাযাহ্": আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না! আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই! আপনি অনেক স্ট্রেইট ফরয়ার্ড! যা মনে আসে তাই বলেন! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন! ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয়। ◾যে ব্যক্তি:- ★ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে। ★ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা)। ★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে। ★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে। ★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে। ★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে। ★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে। ★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে। ★ অসন্মান করে কথা বললো। উপরোক্ত ব্যাক্তিরাই মূলতঃ "লুমাযাহ্" এর অন্তর্ভুক্ত। আল্লাহ্ তায়ালা এই সকল মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন! নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন!! আল্লাহ্ তাদের প্রতি কঠোর লানত করেছেন!!! নবী কারীম (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"। আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন- আমীন।
মাশাআল্লাহ ❤❤।
সুন্দর ও শিক্ষণীয় আলোচনা।।
মাশাল্লাহ সুবহান আল্লাহ,,আলহামদুলিল্লাহ আল্লহু আকবার,,
আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ স্কলার। জাজাকাল্লাহ খাইরান।
Thanks for information.
অনেক দামি আলোচনা।
جزاك الله خير ❤
মাশাআল্লাহ শায়েখ
মাশা-আল্লাহ আমার প্রিয় হুজুর, 🥀🥰
মাশা-আল্লাহ...
আলহামদুলিল্লাহ।
খুব সুন্দর আলোচনা।
আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন।
এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনা অনুযায়ী সঠিকভাবে
জীবন চালানোর তৌফিক দান করুন।
আমিন........
ছুম্মা আমিন.....
Mashallah❤
ঈমান তাজা করার মতো আলোচনা, আল্লাহ কবুল করো
স্যারের জন্য সবসময় দোয়া করি, মহান আল্লাহ যেন স্যারকে দীর্ঘ হায়াত দান করে আমিন।
আল্লাহ তাআলা তাঁকে সুস্থ ও নেক হায়াত দান করুন। ১০০ উর্ধ হায়াত।। আমীন।
আল্লাহ আপনাকে কবুল করুন।মুসলিম উম্মাহর সম্পদ।
মাশা আল্লাহ। মফিজ সাহেবের আলোচনা শুনতে খুবই ভালো লাগে।
❤
Jajak Allah khair nurul absar burichar ctg bd
আল্লাহ আপনাকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুন আমীন
আল্লাহ তুমি স্যার কে দীর্ঘ হায়াত দান করো।
আপনাকে এখনো দেখার সে সৌবাগ্য আমার হয় নি,, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি,, আল্লাহ আমাদের কে যেন একি জান্নাতের থাকার তাওফিক দান করুন
আল্লাহ তাআলা আমাদের কে দ্বীন বুঝার তৌফিক দান করুন। দুনিয়ার জীবনে আখেরাতের জন্য প্রস্তুতি নেয়ার তৌফিক দিও।
জাজাকাল্লা খায়ের
মাশা-আল্লাহ
আল্লাহু আকবর
Allha tala tome nak hayat dan koro amen
Alhamdulillah
ওয়ালাইকুমাসালাম, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুললা স্যার।
আলহামদুলিল্লাহ
এক আজব ব্যক্তিত্ব, এক আজব কোরআন পাগল মানুষ, এক সাংঘাতিক আশিক ই রাসূল, এক মহা বিস্ময় এ আলোচক। আল্লাহ তাআলা তাঁকে সুস্থ ও নেক হায়াত দান করুন। ১০০ উর্ধ হায়াত।। আমীন।
amiiiiiiin
Allah humma ameen
আমিন
আমিন
আমিন
Jajhakallah khairun. O Allah Nek hayat Dan Koro. Amin Summa Amin
আল্লাহর স্যারকে নেক হায়াত দান করুক আমিন💖💖
very very valuable speech ,no doutly
জাজাকাল্লাহ খাইরান
আল্লাহ তুমি তার নেক হায়াত দান কর।
আশতাগফেরুল্লা আল্লাজি । লা ইলাহা ইলল্লাল লাহু হাইয়ুল কাইয়ুম ।
Alhamdulillah Allah nek hayat dao
আলহামদুলিল্লাহ।
জীবন পরিবর্তন এর আলোচনা প্রিয় ।
মাশাআল্লাহ
মাশা-আল্লাহ প্রিয় স্যার
ওনার কথা শুনলেই ঈমান তাজা হয়ে যায়
Masahallah Alhamdulillah sir
বারাকাল্লাহু ফি হায়াতিক
আল কুরআনের আলো- ঘরে ঘরে জালো:
"যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত; কিন্তু তোমরা তা অনুভব করতে পার না।"
-সুরা: আল-বাকারাহ, আয়াত-১৫৪ ।
#ওয়ারাসাতুল_আম্বীয়া_বাংলাদেশ
Hafiza hullah❤❤❤
মাশাল্লাহ
অনেক দামি আলোছনা
masha allah\
Hafizahullah❤
mashaallah
আল্লাহ্ স্যার কে হায়াতে তায়িবা ও কল্যানময় হায়াত দান করুন। স্যারের জ্ঞানের সমালোচনা করার ধৃষ্টতা আমার নাই আমি শুধু মালাইকাদের বিচরণের বেপারে আমি ডঃ আবুল কালাম আজাদ হুজুরের মিরাজের আলোচনায় শুনেছি ৮ জন মালাইকা আল্লাহর কুরছি কাধে নিয়ে আছেন। রাসুল সাঃ আরশে আজীমে অবস্থান কালে খসখস আওয়াজ শুনতে পেয়ে জীবরীল আঃ কাছে জানতে পারলেন আল্লাহর চারপাশে মালাইকারা প্রতিনিয়ত লিখে চলছেন। তাহলে মালাইকা আল্লাহর কাছে যেতে পারেন নাই এটা কি সঠিক? জানতে চাই, জাননেওয়ালাদের কাছে।
❤️❤️❤️❤️❤️
লাকসাম থেকে
💖💖💖💖💖💝💝💝💝
🇧🇩 আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
🇸🇦 السلام عليكم ورحمة الله وبركاته
🇰🇼 Assalamu Alaikum Wa Rahmatullah.
Assalamu Alaikum Shaykh. First of all, I pray to Allah that Allah Rabbul Alamin may accept your selfless service for the sake of the Islamic movement for the sake of Islam. And may Allah increase the sharpness of your knowledge. With due respect. There seems to be a bit of arrogance when you discuss it. Maulana Abul Ala Maududi pretended to be a blind follower of Rahima Hullah. I am not criticizing Maulana Abul Ala Maududi Rahimahullah. For the next 1000 years no one will be able to lay hands on the literary works left by him. That's right. But I found it while researching about him. Many Ulema Haqqani Rabbani have objected to some of his points. Such as Khilafat and Mulukiyat. Jihad democracy women and the veil. Maulana Abul Ala Maududi Rahimahullah's views on Sahaba Keram and Ambiya Keram were contradicted by many scholars of the time in the Indian subcontinent. Disagree on this issue. But I noticed that you give the opinions of Maulana Abul Ala Maududi Rahimahullah about these controversial issues. Jamaat-e-Islami will live with these controversial issues. Do not solve them. Sir I have been doing Bangladesh Student Union and Communist Party all my life. I slowly learned to understand Islam by reading Tafhimul Quran by Maulana Abul Ala Maududi Rahimahullah. When I read Maulana Abul Ala Maududi Rahimahullah's literature and related works of other ulama. Along with many scholars of that era, Maulana Abul Ala Maududi Rahimahullah is familiar with his writings. Now, was Maududi Rahimahullah wrong or these scholars.
ইসলামী সংগঠনের গুরুত্ব:
সংগঠন শব্দের সাধারণ অর্থ- সংঘবদ্ধকরণ। এর বিশেষ অর্থ- দলবদ্ধ বা সংঘবদ্ধ জীবন।
ইকামাতে দীনের কাজ আঞ্জাম দেয় যেই সংগঠন, তাকেই বলা হয় ইসলামী সংগঠন। ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে, ইকামাতে দীনের সংগ্রামে আত্মনিয়োগ করা প্রত্যেক মুমিনের জন্য ফরয।
না! সংগঠিত উদ্যোগ ছাড়া ইসলামের শ্ৰেষ্ঠত্ব ও সৌন্দর্য বিকাশ সাধন সম্ভবপর নয় ।
সংগঠন সম্পর্কে আল্লাহর নির্দেশ:
واعتصموا بحبل الله جميعًا -
“তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে (অর্থাৎ- ইসলামকে) আঁকড়ে ধরো।” আলে ইমরান: ১০৩ ।
সংগঠন সম্পর্কে আল্লাহর রাসূলের (সাঃ) বাণী:
آنا أمركم بخمس اللَّة أمرنى بهن الجماعة والسمع والطاعة
و الهجرة والجهاد فی سبیل اللّه فائه من خرج من الجماعة
قيد شبر, فقد خلع ربقة الاسلام من عنقه الأ أن يرجع ومن
دعا بدعوى جاهلية فهو من جنى جهنم - قالوا يا رسول اللّه
وان صام وصلَّی ؟ قال وانصام وصلَّی وزعم آئلہ“مسنلۂ
“আমি তোমাদেরকে পাচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি। আল্লাহ আমাকে ঐগুলোর নির্দেশ দিয়েছেন। (বিষয়গুলো হচ্ছে)
১। সংগঠন, ২। নেতৃ নির্দেশ শ্রবণ, ৩। নেতৃ নির্দেশ পালন, ৪। আল্লাহর অপছন্দনীয় সবকিছু বর্জন এবং, ৫। আল্লাহর পথে জিহাদ।
যেই ব্যক্তি ইসলামী সংগঠন ত্যাগ করে এক বিঘৎ পরিমাণ দূরে সরে গেছে, সে নিজের গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলেছে,
তবে সে যদি সংগঠনে প্রত্যাবর্তন করে তো স্বতন্ত্ৰ কথা। আর যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহবান জানায় সে জাহান্নামী।
"সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সাঃ), ছালাত কায়েম এবং ছাওম পালন করা সত্ত্বেও?"
"আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ছালাত কায়েম, ছাওম পালন এবং মুসলিম বলে দাবী করা সত্ত্বেও।”
- আহমদ ও হাকেম।
لاً يحل لثلاثة يكونوا بفلاة من الأرض الأ أمروا عليهم أحدهم
“তিনজন লোক কোন নির্জন প্ৰান্তরে থাকলেও
একজনকে আমীর না বানিয়ে থাকা জায়েজ নয় ।”
اذا خرج ثلاثة فی سفر فليؤمروا عليهم أحدهم -
“তিনজন লোক সফরে বের হলে তারা যেন তাদের একজনকে আমীর বানিয়ে নেয়।” - সুনানু আবী দাউদ
من سره أن يسكن بحبوحة الجثة فليلزم الجماعة -
“যেই ব্যক্তি জান্নাতের আনন্দ উপভোগ করতে চায় সে যেন সংগঠনকে আঁকড়ে ধরে।” - সহীহ মুসলিম
و من مات وهو مفارق للجماعة فانه يموت ميتة جاهلية -
“যেই ব্যক্তি জামায়াত থেকে বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করবে, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু।”
-সহীহ মুসলিম।
সংগঠন সর্ম্পকে হযরত উমারের (রাঃ) উক্তি,
لاً اسلام الأ بجماعة ولاً جماعة الأ بامارة ولأ امارة الأ بطاعة۔
“সংগঠন ছাড়া ইসলাম নেই। নেতৃত্ব ছাড়া সংগঠন নেই। আনুগত্য ছাড়া নেতৃত্ব নেই।
এ সব আয়াত, হাদীস এবং উক্তি থেকে প্রমাণিত হয় যে,
(১) মুমিনদেরকে সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে।
(২) এককভাবে জীবনযাপন করার অধিকার তাদের নেই।
(৩) একক জীবন যাপনকারী শাইতানের শিকারে পরিণত হয়।
(৪) ইসলামী সংগঠন থেকে বিচ্ছিন্ন হওয়া জাহিলিয়াতে প্রত্যাবর্তনের শামিল ।
(৫) সংঘবদ্ধভাবে জীবন যাপন জান্নাত প্ৰাপ্তির অন্যতম পূর্বশর্ত।
(৬) সংগঠন না থাকলে ইসলাম স্ব-গৌরবে টিকে থাকতে পারে না।
ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত হওয়া কোন সখের ব্যাপার নয়। ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত না হওয়া আল্লাহ ও তাঁর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশের সুস্পষ্ট লংঘন। পক্ষান্তরে আল্লাহ ও তাঁর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতি ঈমানের, অনিবাৰ্য দাবী হচ্ছে- সংঘবদ্ধ জীবন যাপন।
Luton, kothae ?
BANGLADESH. AR.MUSLIM.AKHOO.AKONO.SOMOY.ASI.
"লুমাযাহ্":
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন,
আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না!
আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই!
আপনি অনেক স্ট্রেইট ফরয়ার্ড!
যা মনে আসে তাই বলেন!
সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!
ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয়।
◾যে ব্যক্তি:-
★ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।
★ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা)।
★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে।
★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে।
★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে।
★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।
★ অসন্মান করে কথা বললো।
উপরোক্ত ব্যাক্তিরাই মূলতঃ "লুমাযাহ্" এর অন্তর্ভুক্ত।
আল্লাহ্ তায়ালা এই সকল মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন! নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন!!
আল্লাহ্ তাদের প্রতি কঠোর লানত করেছেন!!!
নবী কারীম (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।
আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি।
মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছেন।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন- আমীন।
আপনার মোবাইল নং আমাকে দেন
মাশাআল্লাহ