ভালো লাগলো আপনার পূর্ব পুরুষের ভিটা বাড়ি বাংলাদেশে। আমার বাবার জন্ম ২৪ পরগণা আর মায়ের জন্ম নাদিয়া। আমার পূর্ব পুরুষ ভারত বর্ষের।অনেকবার ভারতে গেছি। এখনও রক্তের সম্পর্কীয় আত্মীয় ভারতে বসবাস করেন। ২০২৩ সালের ডিসেম্বারে বাবা ও মায়ের ভিটা দেখে আসলাম ভালো করে, কবর যিয়ারত করলাম, দাদা- দাদী, নানা-নানীর ভিটাতে গিয়ে।
ওনারও একজন বয়স্ক মানুষ হিসেবে মার্জিত ব্যবহার জানা উচিত ছিল এবং যথেষ্ট ধৈর্যশীল প্রমাণ করা উচিত ছিল। যেটা তিনি পারেননি তিনি অফেন্সিভ আচরণ করতে পছন্দ করেন।
you are correct bhaie. Bangladesh is improving its educational system and we should be proud of our education system. Could critique my educational video please? th-cam.com/video/ULha5tkQNyU/w-d-xo.html
এই যুগে সে একজন সৎ সরল মানুষ। বইটা আসলেই আন্ডাররেটেড বই। যদি ১০ মিনিটস স্কুল আসলেই সবার ভালো জন্য ভাবে। তাহলে তাদের উচিত উনার বইগুলোর পিডিএফ উনাদের প্লাটফর্মে সেল করে। তাহলে বোথ এন্ডের বেস্ট এফেকটিভ হবে।
হি ওনার আলোচনা সমালোচনা যা হোক তাও ওনাকে মানুষ হিসেবে ভালোবাসি সম্মান করি, কিন্তু সাবরিনা, ভাতের হোটেল মোস্তাক তাদের মানুষ হিসেবে সম্মান করা অসম্ভব এবং এরিয়ে চলবো, অপমান করার কোন ইচ্ছে নাই
কলকাতা থেকে দেখছি। অসাধারণ লাগলো। আমার ভাষায় আপনি একজন সাধু সন্তান মানুষ। সাধারণ মানুষের কাছে এর থেকে সহজ পদ্ধতিতে ভাষা শিক্ষা আগে কখনও দেখিনি। আমি কিব্রিয়া ভাই এর অন্ধ ভক্ত। আমার পশ্চিমবঙ্গে এরকম একজন কিব্রিয়া র মতো মানুষ থাকলে... এ দেশের মানুষের অনেক উপকার হতো। জয় হোক আপনাদের দুজনের ই।
জীবন বৃত্তান্ত জানার পর তাঁর প্রতি আমার শ্রদ্ধা শতগুণে বেড়ে গেল!!............ অন্তর থেকে স্মরণ করি আমাদের কুষ্টিয়ার গর্ব টিপু ভাইকে!!!.................. 🤗💝🙃🥰❤️🔥🇧🇩🇧🇩🇧🇩
যারা নিজেরা নিজের জীবনে কিছুই করতে পারে না এবং খুব অবসর সময় কাটায় তারাই মানুষ কে নিয়ে ট্রল করে।এদের কাজই মানুষের জীবনে ব্যাঘাত ঘটানো।খুব ভালো লাগল এপিসোড টি।ধন্যবাদ প্রিয় কিবরিয়া ভাই।
কাবরিয়া ভাই প্রথমে শুভেচ্ছা নেবেন,, ভারত থেকে বলছি।।। টিপু সুলতান মহাশয় এর টেকনিক টাই বেশ অন্যরকম,,, আর উনি স্পষ্ট ভাবে কথা বলেছেন,, সেটা ব্যবসায়িক দিক হোক বা ওনার লেখনীর দৃষ্টিকোণ যেটাই হোক 🫡🫡🫡
উনাকে দেখতে আমার নান ভাইয়ের মতো। হুবহু সেইম। এমন আত্মসম্মান নিয়ে কথা বলতেন। নানা মারা গেছে ১ বছরের বেশি। উনি দেখতে হুহহু তার মতোন। নানাও যশোরের মানুষ। অনেকটা এই টোনেই কথা বলতেন। নানা ভাই বাংলাদেশের ইতিহাসের অনেক কিছুই জানতেন। যা এখন বিকৃতি করা হয়েছে অনেকটাই। সারাজীবন দান করে গেসেন। একটা খুপরী করে জীবন কাটিয়েছেন। নানার বয়স ৯৮ বছর হয়েছিলো
প্রতিটি সফলতার পিছনে কিছু ব্যর্থতার গল্প থাকে,ব্যর্থতা ছাড়া খুব একটা সফলতা অর্জন করা যায়না। অসাধারণ মনোমুগ্ধকর একটি গল্প শুনলাম,,,টিপু ভাইয়ের চেহারায় স্পষ্টত নূরের ছাপ,আল্লাহ টিপু ভাই সহ সকল ধর্মপ্রাণ মুসলিম কে যেনো ঈমানের সহিত মৃত্যু দেন সেই দোয়া ই রইলো,,দুনিয়ায় দীর্ঘায়ু কামনা করছি 🤲🤲
আপনাকে নিয়ে যে সমালোচনা হয়েছে এর জন্য লজ্জিত আমি। কারণ আপনি দেশের মঙ্গলের জন্যই এতদূর আসলেন কষ্ট করে জগৎ সংসার রেখে জীবন নির্বাহ করা অনেক কঠিন ব্যাপার। চরাই উত্রাই পেরিয়ে এগিয়েছেন আপনার সুপ্ত মেধার বলিয়ানে। আপনার জন্য আমার ভালোবাসা রইলো। উপস্থাপনা অনেক সুন্দর। উপস্থাপকের এই অনুষ্ঠানটির রহস্য বড়ই সমৃদ্ধ কাহিনী। তিনি যেভাবে দেশের মানুষের চাওয়া পাওয়া পূরণে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করছে তাই বরং অসাধারণ।
আমাকে বাংলাদেশ রেলওয়ের স্টেশন সহ বিভিন্ন অফিস/ প্রতিষ্ঠান পরিদর্শন করতে হয়েছে। আমার কাছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের টাইম টেবিল থাকা সত্ত্বেও এই ভদ্রলোকের কাছ থেকে রেলওয়ের একটি বই কিনেছিলাম। শুভ কামনা রইল ভাইয়ের জন্য।
কিবরিয়া ভাই আপনার আপনার সবচেয়ে বেশি ভালো লাগে,আপনি দারি গুলো রেখেদিয়েছেন, আমি ১২ সাল থেকে আপনাকে শুনি তথন আপনার দারি ছিলো না, তবে আলহামদুলিল্লাহ আপনাকে আগের চেয়ে এখন বেশি সুন্দর লাগে, (আপনি যখন "যাহা বলিবো সত্য বলিবো" অনুষ্ঠানের হোষ্ট ছিলেন তখন থেকে আমি আপনাকে শুনি)
দশ টাকা তো প্রোডাকশন কষ্ট কিন্তু যাতায়াতসহ অন্যান্য খরচ হিসাব করলে কমপক্ষে বিশ টাকা হবে। এছাড়াও মাসিক টার্গেট হিসেবে মূল্য নির্ধারণ করলে পঞ্চাশ টাকাই বাঞ্ছনীয়। তবে ব্র্যান্ডিং প্রাইজ ১০০ থেকে ২০০ হতে পারে। 💪💪💪
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর। হে আল্লাহ তোমার এই বান্দা কে নেক হায়াত দান করে ইসলামের খেদমত ও সাধারণ মানুষের সেবা করার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখেরাতে শান্তি দান করুন আমিন।
সব সময় মনের অজান্তেই ভালোবাসা চলে আসে কিবরিয়া ভাই সহ এই টিমের সকল মেম্মার আর আপন ঠিকানায় আমরা যারা নিয়মিত দর্শক তাদের জন্য যাদের জন্য হয়তো আজ অনেক ছেলে মেয়ে তাদের বাবা মা পরিবার খুঁজে পেয়েছেন,আল্লাহ আপনাদের সবার প্রতি মঙ্গল বর্ষিত করুক আমীন।
উনার একটি কথা পুরোপুরি সত্যি ; ১৯৮৭ সালে আমিও এস.এস.সি. পাশ করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হওয়ার সুযোগ হয়েছে সেই সাথে এইচ.এস.সি তে ও ভর্তি হলাম ; তখন দ্বৈত কলেজে ভর্তির সুযোগ ছিল ; সেই এইচএসসি পাশ করার পর চট্টগ্রাম পলিটেকনিকে ক্লাস শুরু হয়েছিল! ভাগ্যের নির্মম পরিহার শেষ পর্যন্ত কোর্স সম্পন্ন করতে পারিনি;
কুষ্টিয়া বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা কারন ভাষা সভ্যতা সংস্কৃতি আবহাওয়া সবকিছুই সুন্দর এখানে,লালন, রবীন্দ্রনাথ, মীর মশাররফ হোসেন, হাবিবুল বাশার, অভিনেতা সালাউদ্দিন লাভলু, আহমেদ শরীফ,মিজু আহমেদ, শিল্পী সালমা ,শফি মন্ডল,ডলি মন্ডল, এস আই টুটুল এছাড়াও দেশের একমাত্র সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়,দেশের প্রথম রেলশ্টশন , একসময় দেশের শ্রেষ্ঠ ধনী জেলা হিসেবে স্বীকৃতি ইত্যাদি
কিবরিয়া ভাই আপনাকে ধন্যবাদ । আপনি ভালো একটা কাজ করেছেন। টিপু সুলতান আমার পাশের গ্রামের মানুষ। ছোটকাল থেকে আমরা পরিচিত । তবে সে বয়সে আমার ছোট ভাই হবে । টিপু সুলতানের সাথে আমি দেখা করে আমার লেখা বই,, শিক্ষা ও ছাত্র উন্নয়ন বইয়ের দুটি কপি সৌজন্য মূলক দিয়েছি। তিনি একদিন ফোন করে আমাকে বল্লেন, জিয়া ভাই আপনার বইটি অনেক মূল্যবান, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা । তবে বইটির অনেক জায়গায় বানান ভুল আছে । আসলে কিছু বানান ভুল আছে, তবে পরবর্তী সময়ে সঠিক বানান সহ আরও কিছু বিষয় সংযুক্ত করে ২য় addition বের করব ইনশাল্লাহ। আমার লেখা গবেষণা ধর্মী, শিক্ষার উন্নয়ন পরিকল্পনা এই বইটি জাতীয় শিক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে, যদি প্রস্তাবিত সুপারিশমালা সহ এ বইয়ে যে সব গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে তা বাস্তবায়ন করা যায়। আমার জানামতে বাংলাদেশে এমন ধরনের শিক্ষা কাঠামো পরিবর্তন থেকে শুরু করে শিক্ষা ও ছাত্র ছাত্রীর উন্নয়ন মূলক পরিকল্পনা গবেষণা মূলক এমন বই কেউ লিখেছেন বলে মনে হয়না। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ম্যাডাম এই বইটি দেখে অবাক হয়ে আমাকে বলেছিলেন বিরাট বড় মাপের গুরুত্বপূর্ণ একটা বই আপনি লিখেছেন। তিনি আমাকে প্রশ্ন করেছিলেন,, 1:05:27 এমন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এ কাজটা আপনি করলেন কেমনে? তিনি আরও বলেছিলেন এই বইটির প্রস্তাবিত অনেক কিছু বিষয় দেশের শিক্ষা কাঠামো ও শিক্ষা পরিকল্পনা পদ্ধতির নতুন ধারার অনেক দিক নির্দেশ করে। এ দেশে গঠনমুলক শিক্ষা বিপ্লব ঘটানো সম্ভব এ বইতে যে সব দিক নির্দেশণা আছে।,,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কিবরিয়া ভাই ও টিপু সুলতান স্যারকে নেক হায়াত দান করুন। আলহামদুলিল্লাহ। আমি গর্বিত এই জন্য যে আমার দেশ বাংলাদেশ এবং আমার জেলা কুষ্টিয়া। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
অনেক সুন্দর অনূসঠান দেখলাম খুবোই ভালো লাগলো।সুযোগ পেলে আমি টিপূ সুলতান ভাইর সব গুলো বই ঐ কিনবো।টিপু সুলতান ভাই লাগে থেকেন অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। কিবরিয়া ভাইকে ধন্যবাদ।
টিপু সুলতান আংকেলের জন্যে দোয়া রইলো, যে বা যাহারা ওনাকে নিয়ে ট্রল করেছিলেন আপনাদের উদ্দেশ্যে বলচি আপনি যদি ওনার জাগায় থাকতেন তাহলে বুজতে পারতেন একজন মানুষের জীবন যুদ্ধ কেমন 😭😭😭
টিপু সুলতান সাহেবের ১ম বই টি আমি কিনেছিলাম, (রেলপথে বাংলাদেশ)
উনার হাত থেকেই, ট্রেনে দেখা হয়েছিলো। উনাকে সম্মান জানাই।
❤
অসাধারণ লাগলো জীবনের গল্পটা। আমি একজন ভারতীয় বাঙালি জামশেদপুর থেকে দেখছি। বাংলাদেশে আমদের পূর্বপুরুষদের ভিটে ছিল , বাংলাদেশ দেখার খুব ইচ্ছে। ❤❤❤🙏🙏🙏
স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি মানতে পারেন বাংলাদেশ কে তাইলে আমন্ত্রণ কবে আসবেন জানাবেন, আর যদি ভাবেন অন্য কিছু তাইলে পরে কথা হবে, আগে স্বাধীন হই তার পর
জামশেদপুর আমাদের মেহেরপুরের অংশ ছিলো।
ভালো লাগলো আপনার পূর্ব পুরুষের ভিটা বাড়ি বাংলাদেশে। আমার বাবার জন্ম ২৪ পরগণা আর মায়ের জন্ম নাদিয়া। আমার পূর্ব পুরুষ ভারত বর্ষের।অনেকবার ভারতে গেছি। এখনও রক্তের সম্পর্কীয় আত্মীয় ভারতে বসবাস করেন। ২০২৩ সালের ডিসেম্বারে বাবা ও মায়ের ভিটা দেখে আসলাম ভালো করে, কবর যিয়ারত করলাম, দাদা- দাদী, নানা-নানীর ভিটাতে গিয়ে।
@Shihab01716পফফফপফডপপচপপটপপচপফফফফপফপফপফফঠঠঠছছছছ জ 😊
আপনাদের কে অসংখ্য ধন্যবাদ। I love Bangladesh: আমাদের পরিচয় হোক আমরা বাঙালি,এটাই আমার কামনা 🙏🙏🙏
জনাব টিপু সুলতান সাহেব এর যথাযথ সম্মান & সাফল্য কামনা করি ❤️❤️
জনাব দিপু সুলতান সাহেবকে সম্মান জানাই, সেই সাথে রেজা কিবরিয়া ভাই কেউ,❤
উনি বই লিখেছেন,তাই বলে উনার সব শব্দার্থ জানা থাকবে এমন কোনো কথা নেই।
সবার উচিৎ হবে বয়স্ক লোক হিসেবে উনাকে সম্মান করা।
❤
ওনারও একজন বয়স্ক মানুষ হিসেবে মার্জিত ব্যবহার জানা উচিত ছিল এবং যথেষ্ট ধৈর্যশীল প্রমাণ করা উচিত ছিল। যেটা তিনি পারেননি তিনি অফেন্সিভ আচরণ করতে পছন্দ করেন।
you are correct bhaie. Bangladesh is improving its educational system and we should be proud of our education system. Could critique my educational video please? th-cam.com/video/ULha5tkQNyU/w-d-xo.html
❤zrxx
Unar obosthay thakle apni ki ta korte parten?
@@moinislam1224
মন ভরে গেলো এটা দেখার পরে। এভাবেই শিক্ষা এগিয়ে যাক সামনের দিকে। আর যারা এনাকে হাসির পাত্র বানিয়েছেন তাদেরকে আল্লাহ্ মাফ করুন আমীন। ❤❤
জনাব এত দিন বইমেলা আপনাকে ইউটিউবে দেখছি এতটা ভাবিনি অনেক অনেক দন্যবাদ বইটা আমার লাগবে পাবো কি ভাবে পাব
@@SazzadEmon-y8g রকমারীতে অর্ডার করুন।
এই যুগে সে একজন সৎ সরল মানুষ। বইটা আসলেই আন্ডাররেটেড বই। যদি ১০ মিনিটস স্কুল আসলেই সবার ভালো জন্য ভাবে। তাহলে তাদের উচিত উনার বইগুলোর পিডিএফ উনাদের প্লাটফর্মে সেল করে। তাহলে বোথ এন্ডের বেস্ট এফেকটিভ হবে।
উনার ইংলিশ বানান শেখানোর পদ্ধতিটা দারুণ। কিন্তু বাংলাদেশীরা কোনো কিছুর দাম দিতে জানে না। এটাই বাস্তবতা।
আলোচনা সমালোচনা যা-ই হোক, মানুষ কে মানুষ হিসেবে মুল্যায়ন করা, সম্মান করা এটাই আমাদের সবচেয়ে বড় ইবাদত আমি মনে করি।
হি ওনার আলোচনা সমালোচনা যা হোক তাও ওনাকে মানুষ হিসেবে ভালোবাসি সম্মান করি, কিন্তু সাবরিনা, ভাতের হোটেল মোস্তাক তাদের মানুষ হিসেবে সম্মান করা অসম্ভব এবং এরিয়ে চলবো, অপমান করার কোন ইচ্ছে নাই
@@yeasinarafat8614 তা অবশ্যই সহমত । কিন্তু নিজে থেকে সচেতন থাকা ভালো। আল্লাহ কার দারা কাকে কি করাবেন আল্লাহ নিজেই জানেন
কলকাতা থেকে দেখছি। অসাধারণ লাগলো। আমার ভাষায় আপনি একজন সাধু সন্তান মানুষ। সাধারণ মানুষের কাছে এর থেকে সহজ পদ্ধতিতে ভাষা শিক্ষা আগে কখনও দেখিনি। আমি কিব্রিয়া ভাই এর অন্ধ ভক্ত। আমার পশ্চিমবঙ্গে এরকম একজন কিব্রিয়া র মতো মানুষ থাকলে... এ দেশের মানুষের অনেক উপকার হতো। জয় হোক আপনাদের দুজনের ই।
😊
❤❤❤
জীবন বৃত্তান্ত জানার পর তাঁর প্রতি আমার শ্রদ্ধা শতগুণে বেড়ে গেল!!............
অন্তর থেকে স্মরণ করি আমাদের কুষ্টিয়ার গর্ব টিপু ভাইকে!!!..................
🤗💝🙃🥰❤️🔥🇧🇩🇧🇩🇧🇩
আংকেল এর জীবন কাহিনী অসম্ভব লাগতেছে। খুবই হৃদয় বিদারক। 😢😢
তার বই সত্যি কার অর্থেই অসাধারণ, আমার সব শিক্ষার্থীকে কিনার জন্য উৎসাহ দিয়েছিলাম
অনেক সাজানো
অত্যন্ত প্রাণবন্ত আলোচনা। খুব ভালো লাগলো। জনাব টিপু সুলতান এর জন্য শুভ কামনা থাকলো।
এখনও পুরোটা শুনিনি, ওনার কথা শুনবো বলে আগ্রহী ছিলাম। আমার কাছে উনি বরাবরই একজন দারুণ মানুষ। প্রথম থেকেই ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। দুনিয়া যাই বলুক।
কুষ্টিয়ার মানুষ আসলেই পাগল হয়। এজন্যই তাকে সালাম
আমিও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার পাগল।
খুবই প্রশংসিত কাজ। মা শা আল্লাহ!
ওনার হাল ছেড়ে না দেবার অদম্য মনোবল আমার ভালো লেগেছে। মানুষের ইচ্ছা থাকলে সফলতা আসবে, ইনশাআল্লাহ। কিছু করার ইচ্ছে টায় আসল।
যারা নিজেরা নিজের জীবনে কিছুই করতে পারে না এবং খুব অবসর সময় কাটায় তারাই মানুষ কে নিয়ে ট্রল করে।এদের কাজই মানুষের জীবনে ব্যাঘাত ঘটানো।খুব ভালো লাগল এপিসোড টি।ধন্যবাদ প্রিয় কিবরিয়া ভাই।
তিনি খুব জ্ঞানী,,,,, তাকে সম্মান দেওয়া উচিৎ
কাবরিয়া ভাই প্রথমে শুভেচ্ছা নেবেন,, ভারত থেকে বলছি।।। টিপু সুলতান মহাশয় এর টেকনিক টাই বেশ অন্যরকম,,, আর উনি স্পষ্ট ভাবে কথা বলেছেন,, সেটা ব্যবসায়িক দিক হোক বা ওনার লেখনীর দৃষ্টিকোণ যেটাই হোক 🫡🫡🫡
L
এক কথায় চমৎকার! টিপু সুলতান সাহেবকে শুভেচ্ছা ও অভিনন্দন।
মুরুব্বিকে জানার খুব ইচ্ছে ছিল।
উনার চেহারায় নূর চমকাচ্ছে।
জেনে খুশি হইলাম।
বই টা ইনশাআল্লাহ সংগ্রহ করব!
আসলেই। তার চেহারার মধ্যে নূর প্রকাশ পাচ্ছ। মায়াবী চেহারা
এটা নূর না ভাই উনার স্কিনে সমস্যা।এই ধরনের রোগীদের রোদে সমস্যা হয়।
উনাকে দেখতে আমার নান ভাইয়ের মতো। হুবহু সেইম। এমন আত্মসম্মান নিয়ে কথা বলতেন। নানা মারা গেছে ১ বছরের বেশি। উনি দেখতে হুহহু তার মতোন। নানাও যশোরের মানুষ। অনেকটা এই টোনেই কথা বলতেন। নানা ভাই বাংলাদেশের ইতিহাসের অনেক কিছুই জানতেন। যা এখন বিকৃতি করা হয়েছে অনেকটাই। সারাজীবন দান করে গেসেন। একটা খুপরী করে জীবন কাটিয়েছেন। নানার বয়স ৯৮ বছর হয়েছিলো
অসাধারণ একট এপিসোড শুনলাম আজ,,,, শুভকামনা স্যার দোয়া ❤❤
প্রতিটি সফলতার পিছনে কিছু ব্যর্থতার গল্প থাকে,ব্যর্থতা ছাড়া খুব একটা সফলতা অর্জন করা যায়না।
অসাধারণ মনোমুগ্ধকর একটি গল্প শুনলাম,,,টিপু ভাইয়ের চেহারায় স্পষ্টত নূরের ছাপ,আল্লাহ টিপু ভাই সহ সকল ধর্মপ্রাণ মুসলিম কে যেনো ঈমানের সহিত মৃত্যু দেন সেই দোয়া ই রইলো,,দুনিয়ায় দীর্ঘায়ু কামনা করছি 🤲🤲
আপনাকে নিয়ে যে সমালোচনা হয়েছে এর জন্য লজ্জিত আমি। কারণ আপনি দেশের মঙ্গলের জন্যই এতদূর আসলেন কষ্ট করে জগৎ সংসার রেখে জীবন নির্বাহ করা অনেক কঠিন ব্যাপার। চরাই উত্রাই পেরিয়ে এগিয়েছেন আপনার সুপ্ত মেধার বলিয়ানে। আপনার জন্য আমার ভালোবাসা রইলো। উপস্থাপনা অনেক সুন্দর। উপস্থাপকের এই অনুষ্ঠানটির রহস্য বড়ই সমৃদ্ধ কাহিনী। তিনি যেভাবে দেশের মানুষের চাওয়া পাওয়া পূরণে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করছে তাই বরং অসাধারণ।
আমাকে বাংলাদেশ রেলওয়ের স্টেশন সহ বিভিন্ন অফিস/ প্রতিষ্ঠান পরিদর্শন করতে হয়েছে। আমার কাছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের টাইম টেবিল থাকা সত্ত্বেও এই ভদ্রলোকের কাছ থেকে রেলওয়ের একটি বই কিনেছিলাম। শুভ কামনা রইল ভাইয়ের জন্য।
চাচা তো মাশা-আল্লাহ দোয়া রইল আল্লাহ্ তাকে সুস্থ রাখুন দীর্ঘ আয়ু দান করুন আমীন
আমিন
পৃথিবীতে অপ্রকাশিত ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসায় শ্রেষ্ঠ!❤️
আজকের প্রগ্রামের জন্য ধন্যবাদ কিবরিয়া ভাই
এ বয়সে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করা সত্যি অসাধারণ।
টিপু সুলতানকে যোগ্য সম্মান দেয়া উচিত ❤
কিবরিয়া ভাইকে লিখতে চেয়েছিলাম ওনাকে আনার জন্য। খুব ভালো লাগলো ওনাকে দেখে।আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন।
কিবরিয়া ভাই আপনার আপনার সবচেয়ে বেশি ভালো লাগে,আপনি দারি গুলো রেখেদিয়েছেন, আমি ১২ সাল থেকে আপনাকে শুনি তথন আপনার দারি ছিলো না, তবে আলহামদুলিল্লাহ আপনাকে আগের চেয়ে এখন বেশি সুন্দর লাগে, (আপনি যখন "যাহা বলিবো সত্য বলিবো" অনুষ্ঠানের হোষ্ট ছিলেন তখন থেকে আমি আপনাকে শুনি)
অসাধারন মানুষ টিপু সুলতান সার,মাসা আল্লাহ এগিয়ে যান,ই ন শা আল্লাহ
হে আল্লাহ টিপু সুলতানকে আরও বেশি সম্মানিত করো আর তাকে মানবতার সেবা করার সুযোগ দাও
আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন, উনি যেন দেশ ও সমাজকে আরও ভালো কিছু দিতে পারেন।
টিপু ভাই আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনি আমার পাশের গ্রামের মানুষ।আপনার আগামী বছর গুলো আরো সুন্দর হোক,আপনি আমাদের দৌলতপুর উপজেলার গর্ব।
অসাধারণ একটা এপিসোড শুুনলাম দেখলাম😮শুভ কামনা লেখক টিপু সুলতান❤❤
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় কাজ করেছেন জনাব টিপু সুলতান। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
অসাধারন।সত্য কথা বলা মানুষগুলোকে এসমাজ মেনে নিতে ভয় পায়।
🎉❤উনার কন্ঠ দারুণ। উনি কোনো ধারাভাষ্য,রেডিও / ভুতের গুল্প বলার কাজ পেলে উনারও অর্থের অভাব দূর হতো,,মানুষও অনেক ভালো একটা কণ্ঠে কিছু শোনার সুযোগ পেতো
1:05:22 হ্রদয় বিদারক জীবন কাহিনী। শিক্ষণীয় বিষয় হলো সততার সহিত কাজে লেগে থাকলে সফলতা আসবেই। উভয়ের জন্য শুভকামনা বেশুমার।।
অনেক সুন্দর বাংলাদেশের একজন উদ্যোক্তা স্যালু জানাই স্যার কে
Khub valo laglo. Sab Kichu thik bhujte parini thik but khub khub valo laglo book ta pale valo hote tripura.
টিপু্ স্যারের জন্য দোয়া রইলো
দশ টাকা তো প্রোডাকশন কষ্ট কিন্তু যাতায়াতসহ অন্যান্য খরচ হিসাব করলে কমপক্ষে বিশ টাকা হবে। এছাড়াও মাসিক টার্গেট হিসেবে মূল্য নির্ধারণ করলে পঞ্চাশ টাকাই বাঞ্ছনীয়। তবে ব্র্যান্ডিং প্রাইজ ১০০ থেকে ২০০ হতে পারে। 💪💪💪
লেগে থাকার কোন বিকল্প নাই। সমাজের জন্য অনেক উপকারী
Great খুবই প্রশংসিত কাজ। মা শা আল্লাহ!
ধন্যবাদ টিপু সুলতান ও আরজে কিবরিয়া।
❤❤❤
অনেক প্রাণবন্ত আলোচনা
ধন্যবাদ কিবরিয়া ভাই এমন গুনী গুরু কে আপনার স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর। হে আল্লাহ তোমার এই বান্দা কে নেক হায়াত দান করে ইসলামের খেদমত ও সাধারণ মানুষের সেবা করার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখেরাতে শান্তি দান করুন আমিন।
টিপু সুলতান স্যারের জন্য দোয়া ও শুভকামনা রইল
Ma sha allah onak dekhe mon ta valo hoye gese ki sondur oni ❤
Very mind blowing ideas!! Salam uncle
টিপু স্যারের শেষ বাক্যটি সেরা ছিল
আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা এনাকে দেখলে বুঝা যায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ
অসাধারণ অসাধারণ আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল
সব সময় মনের অজান্তেই ভালোবাসা চলে আসে কিবরিয়া ভাই সহ এই টিমের সকল মেম্মার আর আপন ঠিকানায় আমরা যারা নিয়মিত দর্শক তাদের জন্য যাদের জন্য হয়তো আজ অনেক ছেলে মেয়ে তাদের বাবা মা পরিবার খুঁজে পেয়েছেন,আল্লাহ আপনাদের সবার প্রতি মঙ্গল বর্ষিত করুক আমীন।
আমি উনার বই দুইটি কিনেছি । মাশাআল্লাহ চমৎকার লেখক
বোনাস বইটি কিনেছেন?
@@shilpiakter-rc3nq বোনাস ইংলিশ দুটি বই কিনিনেছি। আর ইংলিশ থ্রারাফির বই চার টি কিনেছি।
এক কথায় অসাধারণ জীবন ইতিহাস আল্লাহ্ আপনাকে ভালো রাখুক
ট্রলের মধ্য দিয়ে টিপু সুলতানরা এগিয়ে যাক দোয়া করি
কিবরিয়া ভাই কে অনুরোধ করব খন্দকার মোশতাক আর তিসা র কোন ইন্টারভিউ প্রচার করবেন না।কারন আপনি আমাদের আবেগ। শ্রদ্ধার পাত্র।
এত সুন্দর মনের একজন মানুষ কে ওরা বই মেলা থেকে বের করে দিল,,,সুধু নিজেদের ত্রুটি দূর্বলতা ঢাকার জন্যে।।
মাশা-আল্লাহ খুবই ভালো লাগলো ।
বারাকাল্লাহু ফি হায়াতিকুম ।
শুভ কামনা ❤
ফি আমানিল্লাহ,,,আল্লাহ সুস্থ রাখুক স্যারকে❤
গল্পটি শুনে খুব ভালো লাগলো।
অসাধারণ এপিসোড। শ্রদ্ধা জানাই।
Branding Bangladesh is my favorite program. I want more videos.
অসাধারণ আপনি ভালো থাকবেন স্যার।
মাশাল্লাহ অসাধারণ আলোচনা
"হে আমার রব!আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং আমাকে ক্ষমা করুন।"
.
[সূরা কাসাস, ১৬]
উনার একটি কথা পুরোপুরি সত্যি ; ১৯৮৭ সালে আমিও এস.এস.সি. পাশ করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হওয়ার সুযোগ হয়েছে সেই সাথে এইচ.এস.সি তে ও ভর্তি হলাম ; তখন দ্বৈত কলেজে ভর্তির সুযোগ ছিল ; সেই এইচএসসি পাশ করার পর চট্টগ্রাম পলিটেকনিকে ক্লাস শুরু হয়েছিল! ভাগ্যের নির্মম পরিহার শেষ পর্যন্ত কোর্স সম্পন্ন করতে পারিনি;
কুষ্টিয়া বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা কারন ভাষা সভ্যতা সংস্কৃতি আবহাওয়া সবকিছুই সুন্দর এখানে,লালন, রবীন্দ্রনাথ, মীর মশাররফ হোসেন, হাবিবুল বাশার, অভিনেতা সালাউদ্দিন লাভলু, আহমেদ শরীফ,মিজু আহমেদ, শিল্পী সালমা ,শফি মন্ডল,ডলি মন্ডল, এস আই টুটুল এছাড়াও দেশের একমাত্র সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়,দেশের প্রথম রেলশ্টশন , একসময় দেশের শ্রেষ্ঠ ধনী জেলা হিসেবে স্বীকৃতি ইত্যাদি
Great once again: proud to be bangali : Assam
কিবরিয়া ভাই আপনি সচরাচর ভালো লোকদের সাথে থাকেন, ভালো লোকদের প্রমোট করেন আজকে আবারও প্রমানিত হলো। শ্রদ্ধা ও ভালবাসা আপনার জন্য
উনি হিজরাদের সাক্ষাৎকার নিলেও সমস্যা নাই। কিন্তু ট্রান্সজেন্ডারদেরও উনি গুরত্ব দেন, এইজন্য ওনাকে পছন্দ না।
30:01 This is best point
মাশাআল্লাহ খুব চমৎকার অনেক ভালো লাগলো
অসাধারণ লাগলো জীবন এর গল্প। ♥️♥️♥️
কিবরিয়া ভাই আপনাকে ধন্যবাদ । আপনি ভালো একটা কাজ করেছেন। টিপু সুলতান আমার পাশের গ্রামের মানুষ। ছোটকাল থেকে আমরা পরিচিত । তবে সে বয়সে আমার ছোট ভাই হবে । টিপু সুলতানের সাথে আমি দেখা করে আমার লেখা বই,, শিক্ষা ও ছাত্র উন্নয়ন বইয়ের দুটি কপি সৌজন্য মূলক দিয়েছি। তিনি একদিন ফোন করে আমাকে বল্লেন, জিয়া ভাই আপনার বইটি অনেক মূল্যবান, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা । তবে বইটির অনেক জায়গায় বানান ভুল আছে । আসলে কিছু বানান ভুল আছে, তবে পরবর্তী সময়ে সঠিক বানান সহ আরও কিছু বিষয় সংযুক্ত করে ২য় addition বের করব ইনশাল্লাহ। আমার লেখা গবেষণা ধর্মী, শিক্ষার উন্নয়ন পরিকল্পনা এই বইটি জাতীয় শিক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে, যদি প্রস্তাবিত সুপারিশমালা সহ এ বইয়ে যে সব গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে তা বাস্তবায়ন করা যায়। আমার জানামতে বাংলাদেশে এমন ধরনের শিক্ষা কাঠামো পরিবর্তন থেকে শুরু করে শিক্ষা ও ছাত্র ছাত্রীর উন্নয়ন মূলক পরিকল্পনা গবেষণা মূলক এমন বই কেউ লিখেছেন বলে মনে হয়না। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ম্যাডাম এই বইটি দেখে অবাক হয়ে আমাকে বলেছিলেন বিরাট বড় মাপের গুরুত্বপূর্ণ একটা বই আপনি লিখেছেন। তিনি আমাকে প্রশ্ন করেছিলেন,, 1:05:27 এমন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এ কাজটা আপনি করলেন কেমনে? তিনি আরও বলেছিলেন এই বইটির প্রস্তাবিত অনেক কিছু বিষয় দেশের শিক্ষা কাঠামো ও শিক্ষা পরিকল্পনা পদ্ধতির নতুন ধারার অনেক দিক নির্দেশ করে। এ দেশে গঠনমুলক শিক্ষা বিপ্লব ঘটানো সম্ভব এ বইতে যে সব দিক নির্দেশণা আছে।,,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কিবরিয়া ভাই ও টিপু সুলতান স্যারকে নেক হায়াত দান করুন। আলহামদুলিল্লাহ। আমি গর্বিত এই জন্য যে আমার দেশ বাংলাদেশ এবং আমার জেলা কুষ্টিয়া। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
বইটা আমার কাছে আছে 😊 অনেক ভালো একটা বই 😊😊
Bah darun to ❤
মাশাআল্লাহ, দোয়া ও শুভকামনা রইল
এই অনুষ্ঠানে উপস্থাপক এবং ডাঃ আবদুন নুর তুষার কে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ
আমি বোনাস-১ অনলাইনে কিনেছি। ভালো লাগলো।
আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন।ওনার বই এর ভাল ব্যবসা হোক একামনা রইলো
প্রতিটা মানুষের কিছু মৌলিক জ্ঞান থাকে এটাকে কাজে লাগানো উচিত
অসাধারণ পাগল
খুব ভালো লেগেছে আপনাদের কথায় ❤
অসাধারণ
মাশাল্লাহ।
পুরোটা শুনলাম
টিপু আঙ্কেলের সবকিছুআমার ভালো লাগে।আমি টিপু আঙ্কেলের দীর্ঘায়ু কামনা করি
অনেক সুন্দর অনূসঠান দেখলাম খুবোই ভালো লাগলো।সুযোগ পেলে আমি টিপূ সুলতান ভাইর সব গুলো বই ঐ কিনবো।টিপু সুলতান ভাই লাগে থেকেন অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। কিবরিয়া ভাইকে ধন্যবাদ।
Alhamdulillah❤❤❤❤ hujurerjonne onek valubasa roilo
অসাধারণ একটি পর্ব দেখলাম
টিপু সুলতান আংকেলের জন্যে দোয়া রইলো,
যে বা যাহারা ওনাকে নিয়ে ট্রল করেছিলেন আপনাদের উদ্দেশ্যে বলচি
আপনি যদি ওনার জাগায় থাকতেন তাহলে বুজতে পারতেন
একজন মানুষের জীবন যুদ্ধ কেমন 😭😭😭
Masha Allah, its an inspiration for many.
অসাধারণ একটি জীবন কাহিনী।❤❤❤❤❤
মাশাল্লাহ খুব ভালো লাগে কথা গুলো ❤