মার্চে গিয়েছিলাম আপনার ভিডিও দেখে,প্ল্যান ছিলো অক্টোবরে ১৫-২০ জন এর টিম মিলে যাবো। কিন্তু আল্লাহ হয়তো এর চেয়ে বড় নেয়ামত আমাকে দিবেন বলে প্ল্যান সাকসেস হলোনা। মার্চে সিলেট থেকে ফিরেই সুসংবাদ পেলাম, নতুন সদস্য আসছে আমার পরিবারে❤ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামী অক্টোবরে নতুন সদস্য সহ আল্লাহর অতুলনীয় নেয়ামত দেখতে যাবো। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য।
@@halimahamid4270 অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য। আপনার এবং আপনার পরিবারসহ নবাগত এর জন্য অনেক বেশি শুভকামনা রইলো। সিলেট আসলে অবশ্যই জানাবেন, আপনার পরিবারের নতুন সদস্যের সঙ্গে দেখা হবে, ইন শা আল্লাহ 😍
শীতের সময় সকালবেলা গেলে ভালো হবে। দুপুর বারোটার মধ্যে ভোলাগঞ্জ ঘোরাঘুরি শেষ করে, দুপুরের খাবার খেয়ে রাতারগুল চলে যাবেন। আর যদি লোকাল গাড়িতে ঘোরাঘুরি করেন তবে প্রথমেই লালাখাল ঘুরে নিবেন। কারণ বিকেলে বা সন্ধ্যার দিকে লালাখালের ওই পাশটাতে গাড়ি পাওয়া যায় না তেমন! ধন্যবাদ 😊
@@belalhossain7550 কিছু লোকাল গাড়ি আছে, সেগুলো দিয়ে আসতে পারেন। তবে সব থেকে ভালো হয় ঘোরাঘুরি শুরুটা রাতারগুল দিয়ে করা। কারণ রাতারগুলো সন্ধ্যা হয়ে গেলে বা বিকেল হয়ে গেলে গাড়ি পাওয়া যায় না। সকালবেলা গাড়ি পাওয়া সহজ হয়! ধন্যবাদ।
@@shihabreza7511 সন্ধ্যার আগে ঘুরে আসাটাই আমি মনে করি নিরাপদ। লোকালয় থেকে একটু ভিতরে যেহেতু রাতারগুলের জলাবন। তাই আমি সাজেস্ট করবো দিনের আলো থাকতে ঘুরে চলে আসুন। ধন্যবাদ।
@@MstMimi-g4g যদি সাথে রিজার্ভ গাড়ি বা নিজস্ব গাড়ি না থাকে, তাহলে প্রথমেই রাতারগুল দেখা শেষ করে তারপরে ভোলাগঞ্জ চলে যাবেন। যাওয়া আসার সিস্টেম একই রকম। ধন্যবাদ 😊
@OhabTraveler ভাই ওখানে কি সন্ধ্যা য় বিপদের সম্ভাবনা আছে নাকি। আমরা আজ যাব রাতে। কাল সাদা পাথর দেখে তারপর রাতার গুল যেতে চাচ্ছি। যাবার সময় কি গারি পেতে অসুবিধা হয়। একটু বলবেন ভাই?? আমারা নিজেরা যাব ৩জন। কোন্ কছু রিজার্ভ নাই
@@delowarsalmahossain4320 ভোলাগঞ্জে রিকোয়েস্ট করে যেতে পারবেন। তবে রাতারগুলে আপনাকে অবশ্যই দুইটা নৌকা নিয়ে ঘুরতে হবে। এক নৌকায় এতগুলো মানুষ এলাও করবে না।
মার্চে গিয়েছিলাম আপনার ভিডিও দেখে,প্ল্যান ছিলো অক্টোবরে ১৫-২০ জন এর টিম মিলে যাবো। কিন্তু আল্লাহ হয়তো এর চেয়ে বড় নেয়ামত আমাকে দিবেন বলে প্ল্যান সাকসেস হলোনা। মার্চে সিলেট থেকে ফিরেই সুসংবাদ পেলাম, নতুন সদস্য আসছে আমার পরিবারে❤ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামী অক্টোবরে নতুন সদস্য সহ আল্লাহর অতুলনীয় নেয়ামত দেখতে যাবো। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য।
@@halimahamid4270 অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য।
আপনার এবং আপনার পরিবারসহ নবাগত এর জন্য অনেক বেশি শুভকামনা রইলো।
সিলেট আসলে অবশ্যই জানাবেন, আপনার পরিবারের নতুন সদস্যের সঙ্গে দেখা হবে, ইন শা আল্লাহ 😍
@@OhabTraveler amin
খুব সুন্দর ভাই! আমার ও যাওয়া হয়েছে, ❤❤ভালো লাগলো আপনার ভিডিও ❤
@@Mehidihasanvlogs অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওটা দেখার জন্য 😍
Real Vlogger,, love you bro
অনেক ধন্যবাদ ভাই 😍
Informative
@@tariqahmed7906 Thank you so much
অসাধারণ
অনেক ধন্যবাদ ভাই 😍
দারুন জায়গা ভাই 😍
হ্যাঁ ভাই, বেশ দারুন জায়গা 😍
"সিলেটের বুকে রাংপানি যেন এক স্বর্গীয় অনুভূতির দ্বার।" 🍃🌄🌈🏞🌟
সৌন্দর্য দেখলে বুঝতে পারবেন, বাংলাদেশের প্রকৃতি কত অপরূপ।" 🌿🌺🍀🌸🏔
শান্ত পরিবেশে মন হারিয়ে যায়, সময় যেন থেমে যায়।" ⏳🕰🧘♀🌅💭
@@DestinyToParadise ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রাংপানি ভ্রমণের ভিডিও রয়েছে। আপনি চাইলে দেখতে পারেন।
Ratargul point porjonto Bus nia jaoa jaba?
@@faizaanvlog বড় সাইজের বাস হলে যাওয়া একটু কষ্ট হয়ে যাবে। তবে যেতে পারবেন। ধন্যবাদ ভাই।
ভাই সাদা পাথর ভোরে,দুপুরে নাকি বিকালে কোন টাইম এ গেলে ভাল ভিউ পাব?
শীতের সময় সকালবেলা গেলে ভালো হবে। দুপুর বারোটার মধ্যে ভোলাগঞ্জ ঘোরাঘুরি শেষ করে, দুপুরের খাবার খেয়ে রাতারগুল চলে যাবেন।
আর যদি লোকাল গাড়িতে ঘোরাঘুরি করেন তবে প্রথমেই লালাখাল ঘুরে নিবেন। কারণ বিকেলে বা সন্ধ্যার দিকে লালাখালের ওই পাশটাতে গাড়ি পাওয়া যায় না তেমন! ধন্যবাদ 😊
Vai Sylhet shohor tha k ratargul CNG vara kora chara ke vaba jabo?
@@SamsulalomIbrahim সিলেট শহর থেকে প্রথমে আসতে হবে ধোপাগুল বাজার। ধোপাগুল বাজার থেকে অটো বা সিএনজি করে যেতে হবে রাতারগুলে।
Ratargul thaka ashar babostha ki vhai okhane tow kno gari thake nah
@@belalhossain7550 কিছু লোকাল গাড়ি আছে, সেগুলো দিয়ে আসতে পারেন।
তবে সব থেকে ভালো হয় ঘোরাঘুরি শুরুটা রাতারগুল দিয়ে করা।
কারণ রাতারগুলো সন্ধ্যা হয়ে গেলে বা বিকেল হয়ে গেলে গাড়ি পাওয়া যায় না। সকালবেলা গাড়ি পাওয়া সহজ হয়!
ধন্যবাদ।
অসাধারণ ভিউ
আপনাকে ধন্যবাদ।
🌹🌹
😍
থ্যাংকস
আপনাকেও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।
ভাই সকাল ৭ টার মধ্যে প্রথমে রাতারগুল গেলে কেমন হয়। ঐ সময়ে গেলে কি নৌকা পাব?
নভেম্বরের প্রথম সপ্তাহে রাতারগুলের পানির লেভেল কেমন থাকতে পারে?
@@mostafakamal5307 সকাল সাতটা অথবা সাড়ে সাতটার মধ্যে যেতে পারেন। কোন অসুবিধা নেই তবে নভেম্বরে পানি কম থাকে। ধন্যবাদ।
November month a ratargul ghurte jaoa kemon hobe ??
@@Shomp নভেম্বর মাসে পানির পরিমাণ খুবই কম থাকে। ঘুরতে আসতে পারেন, ভালো লাগবে আশা করি।
আসসালামুআলাইকুম। নভেম্বরের ৬ তারিখে সাদাপাথর ও রাতারগুলে পানি থাকবে কি না? জানালে উপকৃত হবো।
@@mirriazahmed6062
ওয়া আলাইকুমুস সালাম ভাই
পানি আছে, কিন্তু খুব কম!
@OhabTraveler পানি কম কি সাদাপাথরে নাকি রাতারগুলে? নাকি দুই জায়গাতেই কম একটু বলবেন ভাই প্লিজ।
@mirriazahmed6062 ভাই, শীতকালে বা শীতের শুরুতে দুই জায়গাতেই পানি কম থাকে।
বোট ভাড়া করলে কতক্ষণ থাকা যাবে স্পটে?? এবং ভাড়া কি আগে দিয়ে ফেলতে হবে??
ভোলাগঞ্জ এবং রাতারগুলে আগে পেমেন্ট করে নৌকা ঠিক করতে হবে। সাধারণত ভোলাগঞ্জে মানুষ ২/৩ ঘন্টা মতো সময় পাবেন।
রাতারগুলে এক থেকে দেড় ঘন্টা মতো। ধন্যবাদ।
এক নৌকায় কতজন প্রাপ্ত বয়স্ক? আমরা ৭ জন,+ একটা ৩ বছরের বাচ্চা। ২৮ নভেম্বর যাব ইন শা আল্লাহ, পানির গভীরতা কেমন?
@@naimsisir6302 ভোলাগঞ্জে এক নৌকায় ৮ জন উঠতে পারবেন।
রাতারগুলে ৫/৬ জন। পানি এখন খুবই কম। ধন্যবাদ ভাই।
এই মাসে কেমন হবে?
@@sabrinaaktershima8844 ভোলাগঞ্জ এবং রাতারগুল বর্ষার শেষ সময়ে সব থেকে বেস্ট। এখন আসলেও ভালো ভিউ পাবেন!😊
বর্তমানে কি রাতারগুলে পানি আছে?
@@MdSajidurRahaman-uy3br ভাই, বর্তমানে রাতারগুলে পানির পরিমাণ খুব কম।
রাতারগুল ছাড়া ভোলাগঞ্জ আর অন্য কোন জায়গা দেখা যাবে ১ দিনে?
ওই লাইনে ঢুকলে এগুলোই আছে।
ভোলাগঞ্জ , রাতারগুল , চা বাগান
শীতে জাফলং এর দিকে আসা উচিত। যদি একদিনের ট্যুর প্লান থাকে।
এদিকে রয়েছে, ডিবির হাওর, লালাখাল, খাসিয়া পল্লী, চা বাগান ও জাফলং।
ধন্যবাদ।
এই মাসের লাস্টে যেতে চাচ্ছি।
৩ দিনের জন্য।
রেলস্টেশন থেকে ১ম দিন/২য় দিন/৩য়দিন কোথায় কোথায় ঘুরা যাবে?
জানালে উপকৃত হবো
এখন পানি কি ঘোলা?
@@anamikaakteranni8775 ভোলাগঞ্জে এখন পানি খুব কম। তবে ক্লিন পানি পাবেন। ধন্যবাদ 😊
Bhai akhon sylhet er obostha kmn shob ki panir tolay??
ভাই, সিলেট একদম স্বাভাবিক 😊
কোথাও কোন সমস্যা নেই!
ভিডিওতে যেরকম দেখছেন, এখন বর্তমানে অবস্থা ঠিক এরকম!
রাতারগুল কি সিকিউরিটি কোন সমস্যা আছে।
@@shihabreza7511 সন্ধ্যার আগে ঘুরে আসাটাই আমি মনে করি নিরাপদ।
লোকালয় থেকে একটু ভিতরে যেহেতু রাতারগুলের জলাবন। তাই আমি সাজেস্ট করবো দিনের আলো থাকতে ঘুরে চলে আসুন।
ধন্যবাদ।
একটা প্রশ্ন জিরো পয়েন্ট এবং সাদা পাথর কি এক জায়গায়
@@nehaanam6567 কোন জায়গার জিরো পয়েন্ট আপু?
Alada jayga
@@Katgolap9060 ধন্যবাদ
ভাই রাতার গুল্ দেখা শেষ করে কিভাবে সিলেট দরগাহ র মোর হোটেল যাব।
@@MstMimi-g4g যদি সাথে রিজার্ভ গাড়ি বা নিজস্ব গাড়ি না থাকে, তাহলে প্রথমেই রাতারগুল দেখা শেষ করে তারপরে ভোলাগঞ্জ চলে যাবেন।
যাওয়া আসার সিস্টেম একই রকম।
ধন্যবাদ 😊
@OhabTraveler ভাই ওখানে কি সন্ধ্যা য় বিপদের সম্ভাবনা আছে নাকি। আমরা আজ যাব রাতে। কাল সাদা পাথর দেখে তারপর রাতার গুল যেতে চাচ্ছি। যাবার সময় কি গারি পেতে অসুবিধা হয়। একটু বলবেন ভাই?? আমারা নিজেরা যাব ৩জন। কোন্ কছু রিজার্ভ নাই
@MstMimi-g4g ওকে, আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডিতে ইনবক্স করেন।
@MstMimi-g4g বেশি রাত হয়ে গেলে সমস্যা হওয়াটা স্বাভাবিক, যেহেতু এটা একদম ভিতরে সাইডে। বিপদ বলে আসেনা!!
ভাই এখন কি ভোলাগন্জ পানির নিচে?
ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এটাই বর্তমান ভিউ 😊
নাহ! ভিডিওতে যেরকম ভিউ দেখতে পাচ্ছেন। এটাই বর্তমান ভিউ।
no sound video mone hosse
প্লিজ দয়া করে চেক করে দেখেন। সাউন্ড ঠিক আছে। অনেক সময় হেডফোনের কারণে সাউন্ড শোনা যায় না! ধন্যবাদ।
বিছানাকান্দি-তে কেমন পানি আছে ভাই? সিএনজি নাকি ট্রলারে করে যেতে হবে??
সিএনজি করে হাদারপাড় পর্যন্ত যেতে হবে। এরপর নৌকা দিয়ে পার হয়ে বিছানাকান্দি যেতে পারবেন। বিছনাকান্দি অনেক দিন যায়নি, তাই আপডেট দিতে পারছিনা!
এখন কি রাতগুল যাওয়া যাবে
@@Mr-nh7iu হ্যা, যাওয়া যাবে।
রাতার গুল পানির পরিমান কেমন?
@@Mr-nh7iu ভাই, সিলেটে গত কয়দিন বেশ বৃষ্টি হচ্ছে। পানির পরিমাণ ঠিক যেমন দেখছেন, এরকমই পাবেন।
এখন গেলে কি ভালো হবে নাকি এটার কোন সিসন আছে?
@@talhataki1147 বর্ষার শেষ সময়ে আসলে সব থেকে বেস্ট ভিউ পাবেন।
রাতসরগুল নৌকায় কতক্ষণ ঘুরা যায়
@@tofazzalhaque1826 রাতারগুলে নৌকা নিয়ে ঘুরতে সময় পাবেন এক ঘন্টার কিছুটা বেশি। ধন্যবাদ।
3din por ashbo insha'Allah ekhon ki obostah?
ভিডিওতে যেরকম দেখছেন এখন ঠিক এরকমই।
Bhai nouka vara koto?
পুরো নৌকা ভাড়া -
রাতারগুলে ৭৫০টাকা।
ভোলাগঞ্জে ৮০০ টাকা।
Vi koto tarik gasilan
গত মাসের শেষ দিকে।
কত তারিখের ভিডিও ভাইয়া??
গত মাসের শেষ দিকের ভিডিও।
আগস্ট ২০২৪ ? @@OhabTraveler
@@Mim_Sojib হ্যা।
Vai ratargoul a এক নৌকায় কত জন নেয়
৫-৬জন ওঠা যায়।
এটা কতো দিন আগের ভিডিও
আগস্ট এর শেষ দিকের ভিডিও। বর্তমান পানির অবস্থা ঠিক এরকমই।
বাচ্চা সহ ৮ জন নাকি পূর্ণ বয়স্ক মানুষের সাথে ৩ - ৪ জন বাচ্চা নিয়ে এক নৌকা দিয়ে যাওয়া যাবে দয়া করে জানাবেন
@@delowarsalmahossain4320
ভোলাগঞ্জে রিকোয়েস্ট করে যেতে পারবেন। তবে রাতারগুলে আপনাকে অবশ্যই দুইটা নৌকা নিয়ে ঘুরতে হবে। এক নৌকায় এতগুলো মানুষ এলাও করবে না।
@@OhabTraveler ধন্যবাদ তথ্য দেয়ার জন্য
@@delowarsalmahossain4320 আপনাকেও ধন্যবাদ ভাই ভিডিওটা দেখার জন্য।
রাতার গুল যেতে ভিররের রাস্তা কেমন? মাইক্রো বাস নিয়ে যাওয়া যাবে? ২৮ শে অক্টোবর যাবার ইচ্ছে ইনশাআল্লাহ।
5 tarik astesi 😊❤
@@MdShafin-r1u স্বাগতম 😊
এত বেশী কথা বলে। আসল ভ্রমণের কোন খবর নাই।
@@ShahidulHaque-kz1yu আপনার কমেন্টের অর্থ বুঝলাম না!
@@ShahidulHaque-kz1yu আপনি তথ্য নেওয়ার জন্য ভিডিওটা দেখছেন! নাকি নরমালি জাস্ট ভিউ দেখার জন্য ভিডিও দেখছেন! কোনটা??