ভারত থেকে বৈধভাবে পণ্য ক্রয়ের নিয়ম | কি কি পণ্য কতটুকু কেনা যাবে | Flying Bird |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 324

  • @MDRashedKhan-g3w
    @MDRashedKhan-g3w 3 หลายเดือนก่อน

    খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে ধন্যবাদ।।

  • @sangidaakhterdoly4492
    @sangidaakhterdoly4492 ปีที่แล้ว +10

    খুব সুন্দর ভাবে গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম ভাই।

    • @MdMaruf-zj2by
      @MdMaruf-zj2by 11 หลายเดือนก่อน

      বয়কট ইন্ডিয়া পণ্য ❤❤❤❤দেশি পণ্য কিনা হও ধন্য ❤❤❤

    • @ayoushdas5552
      @ayoushdas5552 6 หลายเดือนก่อน

      Bhai ami akjon Indian Bhai ami Bangladesh er satha cosmatic jinis business korte chai

  • @csmindworldwide
    @csmindworldwide ปีที่แล้ว +3

    এই ভিডিওটির অপেক্ষায় ছিলাম ।।

  • @anwarulazim14
    @anwarulazim14 ปีที่แล้ว +6

    মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলেছেন।

  • @shahadathossen6939
    @shahadathossen6939 ปีที่แล้ว +6

    ভাই অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু শিখতে পারলাম। এরকম আরো সুন্দর এবং শিক্ষনীয় ভিডিওর আশা করছি।

  • @mdfaisal2110
    @mdfaisal2110 ปีที่แล้ว +6

    খুব সুন্দর ভিডিও শুনে মুগ্ধ হলাম
    অনেক তথ্য পেলাম আপনাকে অনেক ধন্যবাদ

  • @shahidulalamnaim6721
    @shahidulalamnaim6721 ปีที่แล้ว +10

    আপনার ভিডিওতে দেখানো কি পণ্য আনলে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে সেই চার্টটি কোথায় পাবো?

  • @kbshanto6313
    @kbshanto6313 ปีที่แล้ว +3

    তথ্য গুলা জানা ছিলো না। জেনে উপকৃত হলাম।আপনাকে অনেক ধন্যবাদ।

  • @md.fahimfazalbosunia1560
    @md.fahimfazalbosunia1560 ปีที่แล้ว +6

    অসাধারণ। আপনার প্রত্যেকটি ভিডিও আমাকে নতুন কিছু শেখায়।

  • @jonyscreativeshow4090
    @jonyscreativeshow4090 ปีที่แล้ว +5

    অনেক ধন্যবাদ। সুন্দর বলেছেন

  • @Anik-mq2zd
    @Anik-mq2zd 8 หลายเดือนก่อน +1

    পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ

  • @girlsschool9312
    @girlsschool9312 11 หลายเดือนก่อน +1

    THANK YOU FOR YOUR GOOD INFORMATION

  • @nurulanwar8373
    @nurulanwar8373 ปีที่แล้ว +1

    ধন্যবাদ। ভালো ধারনা দিয়েছেন। ❤❤

  • @samiamahbub204
    @samiamahbub204 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ, কিছু ইনফরমেশন অনেক হেল্পফুল

  • @rajatmazumder4773
    @rajatmazumder4773 ปีที่แล้ว +3

    ধন্যবাদ ভাই। আপনার দেয়া প্রায় সকল ভিডিও শিক্ষণীয় এবং তথ্যবহুল।যেমন: পাসপোর্ট আবেদনের ভুলের বিষয়।

  • @JoynalAbedinTalukder1997
    @JoynalAbedinTalukder1997 ปีที่แล้ว +1

    অনে সুন্দর উপকারী ভিডিও

  • @AmitRoy-rs2zv
    @AmitRoy-rs2zv ปีที่แล้ว +3

    নতুন বাজেট অনুযায়ী সম্পদের হিসাব কাদের কে দিতে হবে? বিস্তৃত জানাবেন।

  • @AMITBISWAS-op5vo
    @AMITBISWAS-op5vo ปีที่แล้ว

    ভাই এর জন্য অনেক ভালবাসা ❤

  • @shishirahmed8154
    @shishirahmed8154 ปีที่แล้ว +4

    অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে

  • @nazmulalam2680
    @nazmulalam2680 ปีที่แล้ว +2

    অনেক ভাল লাগে আপনার ভিডিও

  • @qutubuddin1503
    @qutubuddin1503 ปีที่แล้ว

    ভাই সাহেব,
    আপনাকে জানাই অভিনন্দন,এমন পরামর্শ দেয়ার জন্য। দঃ কোরিয়ার কুচিয়ার খাবার তৈরির A to Z ভিডিও যদি দিতে পারেন, তবে কৃষক ও শ্রমিক পরিবার গুলো খুব উপকৃত হবে। তারা কুচিয়ার মোটাতাজা খামার চালু করতে চায়। কৃত্রিম খাবার তৈরির ফর্মুলা তাদের জানা নেই। ইহা জানা খুব দরকার।

  • @mdakter5282
    @mdakter5282 3 หลายเดือนก่อน

    দারুন তথ্য

  • @nickichandan7761
    @nickichandan7761 ปีที่แล้ว +2

    খুব সুন্দর লাগলো

  • @nazmakhatun-ej1ny
    @nazmakhatun-ej1ny 6 หลายเดือนก่อน

    ভাই, ভারত থেকে কৃষিকাজ করার জন্য স্প্রে মেশিন ( যেমন ডাবল বুল স্প্রে মেশিন) ভ্যাট ট্যাকস না দিয়ে বাংলাদেশে আনা যাবে কিনা??

  • @SumanDas-zj7nl
    @SumanDas-zj7nl ปีที่แล้ว +4

    Excellent!!🌹

  • @syedmahmudhasan6087
    @syedmahmudhasan6087 7 หลายเดือนก่อน

    Thank you for this helpful video about shopping in India. You have nicely described many important pieces of information. I need to know two things- 1. How much weight can an adult carry by train? 2. How much Indian Rupees legal new product with receipt can an adult carry in his bag ( same item not more than 2 pieces)? Example- One can buy a maximum of 5000 Rupees products from Kolkata to bring in Bangladesh by train. Please reply URGENTLY.

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  7 หลายเดือนก่อน

      1. Adult 35kg, Children 20kg.
      2. No limit but can not exceed your endorsement amount.

    • @syedmahmudhasan6087
      @syedmahmudhasan6087 7 หลายเดือนก่อน

      @@FlyingBirdAlimurReja Excellent. Grateful. Thank you so much.

  • @gopalsarker8695
    @gopalsarker8695 3 หลายเดือนก่อน

    ভাই আমি নিয়মিত আপনার ভিডিও দেখি। ভারত গেলে মোট কয়টি সিল পাসপোর্ট এর মধ্যে দেয়।বাংলাদেশ আসলে কয়টি সিল।

  • @learnquranwithsaiful
    @learnquranwithsaiful ปีที่แล้ว +4

    ধন্যবাদ ভাই

  • @nurhossain2949
    @nurhossain2949 ปีที่แล้ว +34

    আপনি আহেতুক ভিডিও লম্বা করেছেন আপনি মুল কথা কিছুই বলেননি কি কি পন‍্য কতটুকু আনতে পারবো তা আপনি নিজেই জানেননা।

    • @banglavoice3756
      @banglavoice3756 ปีที่แล้ว +1

      ভারত হতে বাংলাদেশ যা পেয়েছে বলে গলা ফুলিয়ে বলা হয় তা হল বাংলাদেশের প্রাপ্য অধিকার কিন্তু ভারত যা বাংলাদেশ হতে আদায় করে তা হলো বাংলাদেশের পক্ষ হতে দেয়া স্বার্থবিসর্জন দেয়া নিঃস্বার্থ ভাবে ভারতের জন্য সুযোগ এবং সুবিধা।
      ভৌগলিক এবং অর্থনৈতিক এবং সীমান্ত বর্বোরোচীত অনৈতিক হত্যাকান্ড এবং দেশের সব নদীর পানি উত্তোলন ভারতের কাছে উজাড় করে দেয়ার বিপরীতে গংগা-তিস্তার পানি ব্যাবহার করে বাংলাদেশকে উজাড় করে দেয়ার শত্রুতা করার কারণ ছাড়াও নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে ভোলাতে ৭জনকে হত্যা, ব্রিকসে এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিরোধিতা এবং উল্টো মায়ানমারকে সাহায্য প্রদান, বুয়েটে আবরার ফাহাদের আর সীমান্তে শিশু ফেলানীর ঝুলানো লাশ, বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করে বাংলাদেশের বুকচিরে করিডোর প্রদান, বাংলাদেশের সেনাবাহিনী ব্যাবহার করে ভারতীয় সীমান্ত সুরক্ষা প্রদান পূর্বক ভারতের বিলিয়ন ডলারের খরচ বাঁচানো, ভারতীয় শতখানেক সব বস্তাপচা চ্যানেলের বিপরীতে বাংলাদেশের একটি চ্যানেলও ভারতে চালানোর অনুমতি প্রদান না করা, উত্তর পূর্ব রাজ্যের অসন্তোষ লাঘবে করিডোরের পাশাপাশি প্রায় বিনা শুল্কে দেশীয় ব্যাবসায়ীদের চাইতেও অগ্রাধিকার চুক্তিতে চট্রগ্রাম বন্দর ব্যাবহারের সুযোগ এবং তার বিনময়ে সামান্য নেপাল ভুটানে ট্রানজিট প্রদানে ভারতের সরাসরী অনিহা, বাংলাদেশকে সম্পুর্ণ ভাবে ভারতীয় রপ্তানীবাজারের সুবিধা প্রদানের পরেও বাংলাদেশের সামান্য রপ্তানীতে ভারতের ছোটলোকী শুল্ক অশুল্ক বাঁধা এবং কথায় কথায় এন্টিডাম্পিং ডিউটি আরোপ, ভারতীয়দের বাংলাদেশ প্রবেশে নিজদেশের অন্যজেলায় যাওয়ার মতো সুবিধা থাকলেও বাংলাদেশী ভ্রমনপিপাসু মানুষ যাদের অবদান ভারতের পর্যটনে সর্বোচ্চ সেইসব ভিসাপ্রত্যাশীদের সাথে অসৌজন্যমূলক এবং শত্রুজ্ঞ্যান করে বিমাতাসুলভ ব্যাবহার , দেশের স্বার্থ উপেক্ষা করে আদানীর সাথে ৪ ডবল দামে কয়লাক্রয় এবং বিদ্যুত চুক্তি, করোনার টিকা দেয়ার নামে বাংলাদেশের ৬০০ কোটি টাকা মেরে দিয়ে আবার বাংলাদেশকে ফ্রীতে করোনার টিকা দিয়েছে বলে ভারতীয় মিডিয়ার গগণবিদারী চিৎকার, সুন্দরবন ধ্বংসে রামপালের মত দেশবিরোধী ভারতীয় বিনিয়োগ, বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারী মদদে বেসরকারি হিসাবে প্রায় ২০লক্ষেরও অধিক ভারতীয়দের আধিপত্য থাকলেও ভারতীয় আতি-পাতি নেতা থেকে শুরু করে সরকারী এবং ক্ষমতাসীন বিজেপির সর্বোচ্চ নেতৃবৃন্দের পক্ষ হতে হরহমেশা বাংলাদেশ দখলের হমকি সহ বাংলাদেশীদের অপমানজনক তুচ্ছতাচ্ছিল্য ভরা বয়ানপ্রদান, উপরে উপরে কলিজা নিংড়ানো বন্ধুত্ব দেখিয়ে ভেতরে ভেতরে ইডেনের মাঠে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন প্রদান, সন্ত্রাসী প্রধানমন্ত্রী মোদি -বিজেপি-আর-এস-এস কতৃক ভারতে মুসলমান এবং ইসলাম নিশ্চিহ্নকরণ অভিযান এবং বাংলাদেশী হিন্দুদের জন্য মিথ্যে মায়া কান্না, ভারতীয় সরকার কতৃক CAA- NRC এর মত বাংলাদেশ এবং ইসলামবিদ্বেষী বিল পাশ, রাজনীতিতে জনগণের স্বার্থ উপেক্ষা করে মাফিয়া অবৈধ সরকারকে বিগত ১৫ বছর ধরে সমর্থন প্রদান সব মিলিয়েই বাংলাদেশ মানুষ যৌক্তিকভাবেই ভারতবিরোধী। শুধুমাত্র নিজেদের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতার সাহায্যের নামে স্বাধীনতার মাত্র তিন দিন আগে মুক্তিবাহিনীর মারখেয়ে প্রায় নেতিয়ে পড়া পাকিস্তানীদের বিরুদ্ধে বীরবিক্রমে ঝাঁপিয়ে পড়া ভারত এই যুদ্বে তার অংশগ্রহণ করার খরচ বাংলাদেশ হতে লুটে নিয়েছে তার হাজার গুণে বেশি।
      অতএব দুইপয়সার কলিকতার বইমেলায় বাংলাদেশী ষ্টলের সুযোগ আর রিজওয়ানা চৌধুরীর মত কিছু ভারতীয় দালালদের পুরুস্কৃত করার মাধ্যমে এইসব মনভোলানো বিভ্রান্তীমূলক চেষ্টা বাংলাদেশের সাধারণ জনগণের ভারতবিদ্বেষ প্রশমিত করার জন্য যথেষ্ট নয়। বাংলাদেশের মানুষ বহুদিন ধরেই ভারতীয় এইসব অনায্য অন্যায় আবদারের খেসারত দিয়ে এসেছে যেগুলা অর্জন করার কোনো যোগ্যতাই ভারতের নেই শুধুমাত্র ভারতীয় গোয়েন্দা সংস্হাকে ব্যাবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে আওয়ামীলীগের মত কিছু রাজনৈতিক আজ্ঞাবহ দালাল দল তৈরি করা ছাড়া। ঐসব রেজওয়ানা চৌধুরীদের যদি সামান্যতম ও দেশপ্রেম থাকতো তাহলে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দাড়িয়ে এইসমস্ত বাল-ছাল পুরুস্কার প্রত্যাখ্যান করে ভারতের মুখে ছুঁড়ে মারত।🤬
      #BoycottIndia#BoycottIndia#BoycottIndia✊✊✊✊

  • @salamsarker8266
    @salamsarker8266 ปีที่แล้ว

    ভাই, আমি প্রতিবন্ধী,এক্সিডেন্টে পা খারাপ হয়ে গেছে, আমি কি ইন্ডিয়া থেকে তিন চাকা বিশিষ্ট স্কুটার আনতে পারবো? পেট্রোল চালিত মডিফাইড স্কুটার? টেক্স দিয়ে আনা যাবে কিনা জানালে খুব ই উপকৃত হবো, দয়া করে অবশ্যই জানাবেন

  • @DhakaLisbon
    @DhakaLisbon ปีที่แล้ว +4

    মাশা আল্লাহ

  • @rebeka2
    @rebeka2 9 หลายเดือนก่อน

    Vai গৃহিণীর যে সব পন্য ওগুলো কি নেওয়া যাবে যেমন করাই তাওয়া ডিস চামচ , আয়রন এসব

  • @MDAman-on2tg
    @MDAman-on2tg ปีที่แล้ว

    Vhaiya ami jodi amr akta bro Android phone nea jai satha ar asar somoy jodi arakta phone kina nea asi tahla ki nea asta parbo.kindly jnala vlo hba

  • @samsuzzamanrasel4104
    @samsuzzamanrasel4104 ปีที่แล้ว +1

    ভাই আমি এই প্রথম তিন মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়েছি , এখন আমি প্রথম বার ভ্রমণে গিয়ে সর্বনিম্ন কতো ঘন্টা থাকলে পরবর্তীতে ভিসা সহজে পাব জানাবেন প্লিজ।
    অগ্রিম ধন্যবাদ ❤️❤️

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  ปีที่แล้ว +1

      আপনার ইচ্ছা

    • @samsuzzamanrasel4104
      @samsuzzamanrasel4104 ปีที่แล้ว +1

      কেউ কেউ বলতেছেন ৪৮ ঘন্টা থাকতে হবে।

  • @MDMAMUNAAMDMAMUN
    @MDMAMUNAAMDMAMUN ปีที่แล้ว +3

    HE ALLAH APNIE KUBOL KUBOL KORVEAN INSHALLAH AMEN AMEN ALHAMDULILLAH ALHAMDULILLAH the first class INSHALLAH ❤❤❤❤

  • @jitelecom9062
    @jitelecom9062 ปีที่แล้ว +3

    অনেক দিনের চাওয়া পূরণ হয়েছে।

  • @samiulsamiul7168
    @samiulsamiul7168 ปีที่แล้ว +1

    ভাইয়া আমি আপনার ভিডিও দেখি এবং আপনার কথা বুঝে ৬ বার ভারত গেছি তবে আমার প্রশ্ন এখন কি দর্শনা বর্ডার খোলা আছে কি আর এখন কি করোনা রিপোট লাগে❤❤❤

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  ปีที่แล้ว +1

      খোলা আছে। লাগেনা

    • @samiulsamiul7168
      @samiulsamiul7168 ปีที่แล้ว

      @@FlyingBirdAlimurReja ভাই গেদে বর্ডারে কি চকলেট বা শন পাপড়িবা শুকনো আইটেম জিরা পাওয়া যাবে কোন দিকে

  • @salamsarker8266
    @salamsarker8266 ปีที่แล้ว

    ভাই, আমি কার এক্সিডেন্টে পা নষ্ট হয়ে গেছে, আমি তিন চাকা বিশিষ্ট একটি স্কুটার কিনে আনতে চাই, টেক্স দিয়ে কি আমি আনতে পারবো? সম্ভব হলে দয়া করে আমাকে জানাবেন,খুবই উপকৃত হবো।

  • @KalamTraveleryt
    @KalamTraveleryt ปีที่แล้ว

    ক্রেডিট/ডেবিট কাট দিয়ে যখন বুথ থেকে টাকা তুলে তারপর ক্রয়করো সেত্রে ডকুমেন্ট ?

  • @uttamadhikary379
    @uttamadhikary379 ปีที่แล้ว +1

    ভাই সরিসার তৈল ও জিরা কি আনা যাবে। তবে কি পরিমান আনা যাবে।

  • @atowerislam8942
    @atowerislam8942 9 หลายเดือนก่อน

    বড় ভাই আর একটা বিষয় জানার ছিলো সেটা হলো আমি একটা ছোটো খাটো ব্যবসায়ী আমি ভ্রমণ ভিসায় ইন্ডিয়াতে যদি যায় সেখান থেকে আসার সময় ধরেন দুটা ডিজাইনের সারি১০পিচ তারপর থ্রীপিচ দুই আইটেমের ১০ পিচ তারপর ১কেজি সাদা এলাস ১কেজি কালো এলাছ, তারপর কিছু কসমেটিক আইটেম কিনলাম এ মিলে ৩০ কেজি পন্য কিনে কি আনা জাবে দয়া করে বলবেন

  • @MehediHasan-we4wu
    @MehediHasan-we4wu 7 หลายเดือนก่อน

    Informative video

  • @MdShakil-t3f4w
    @MdShakil-t3f4w 8 หลายเดือนก่อน +1

    ভারত থেকে চন্ডালের হাড় আনা যাবে কিনা? যেটা তান্ত্রিকরা নিজে প্রয়োজনীয় কাজে ব্যবহার করে। দয়া করে এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন তাহলে খুব উপকার হতো।

    • @Rahul56986
      @Rahul56986 7 หลายเดือนก่อน

      যোগাযোগ করুন ইনবক্সে

  • @shubashdhor8816
    @shubashdhor8816 ปีที่แล้ว +2

    আমি মিতালি এক্সপ্রেস এ নিউ জলপাইগুড়ি যাব, ভিসা তে আরো চারটা বর্ডার পেয়েছি, এখন কথা হচ্ছে বাংলাদেশের ফিরার পথে চারটা বর্ডার দিয়ে আসতে পারবো কিনা,?
    জানাবেন ভাইয়া

  • @frbirdhouse3247
    @frbirdhouse3247 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো

  • @mdnuralamofficial6551
    @mdnuralamofficial6551 ปีที่แล้ว +1

    Gold 🪙 niye kichu information den plz

  • @avradip3298
    @avradip3298 11 หลายเดือนก่อน

    ভাইয়া বিয়ে বা পূজা উপলক্ষে কিছু অাতশবাজি আনা যাবে। যে গুলা ভারত সরকারের অনুমোদিত এখন,যে গুলো পরিবেশ দূষণ করে না।দোকানদার রা বলছিল রসিদে আমাদের লাইছেন্স নাম্বার, নাম ও এড্রেস থাকে।

  • @atowerislam8942
    @atowerislam8942 9 หลายเดือนก่อน

    ভাই ইন্ডিয়া থেকে কি মসলা জাতীয় কিছু আনা জাবে

  • @shovanhalder6026
    @shovanhalder6026 ปีที่แล้ว

    অনলাইনে পন্য ক্রয় করলে সেটার রশিদ পাওয়া যায়না।
    মানি রিসিট দেখতে চাইলে কি মোবাইলে অনলাইন পেমেন্ট এর ডিটেইলস ছবি দেখালে হয়?

  • @mdSabbir-vy9hp
    @mdSabbir-vy9hp 11 หลายเดือนก่อน

    ভাই আমি একটা এয়ারগান কিনতে চাচ্ছি এক্ষেত্রে কি আমাকে ধরা হবে

  • @MdAktar-in3fj
    @MdAktar-in3fj 5 หลายเดือนก่อน

    Bag khule ki check kore

  • @mannamollick6878
    @mannamollick6878 ปีที่แล้ว +11

    আপনার কথা ঠিক আছে। মোট কথা বিবেক

  • @allahordan2520
    @allahordan2520 ปีที่แล้ว

    ভাই সাইকেল কিনে আনা যাবে কি। আমাকে জানাবেন

  • @mahaburrahman6731
    @mahaburrahman6731 ปีที่แล้ว +4

    টুরিস্ট ভিসায় গিয়ে ইন্ডিয়া থেকে ১০/২০ গ্রাম স্বর্ন নেওয়া যাবে কি??

    • @ahumanlife5599
      @ahumanlife5599 ปีที่แล้ว

      যাবে

    • @mahaburrahman6731
      @mahaburrahman6731 ปีที่แล้ว

      @@ahumanlife5599 ধন্যবাদ ভাই আপনাকে

  • @mehedihasanshahed7334
    @mehedihasanshahed7334 ปีที่แล้ว +1

    টেক্স কেমন ভাবে দিতে হবে ভাই??

  • @MizanurRahman-mu2cq
    @MizanurRahman-mu2cq 8 หลายเดือนก่อน

    ভাই, ১টা সাইকেল নিয়ে আসা যাবে কি?

  • @jonydasgupta9044
    @jonydasgupta9044 ปีที่แล้ว

    ভারত থেকে যাওয়ার সময় রান্না করার গ্যাস সিলিন্ডার । ৫ কেজি ওজনের খালি গ্যাস সিলিন্ডার নেওয়া যাবে কি। একটু জানাবেন।

  • @SobitaRani-z4b
    @SobitaRani-z4b 5 หลายเดือนก่อน

    চমৎকার

  • @salamsarker8266
    @salamsarker8266 ปีที่แล้ว

    ভাই আমি ডিজেবল পার্সন, আমি কি তিন চাকা বিশিষ্ট মডিফাইড স্কুটার টেক্স দিয়ে আনতে পারবো? দয়া করে জানালে উপকৃত হবো।

  • @ashiQ600
    @ashiQ600 ปีที่แล้ว +3

    আমি যদি ওখান থেকে ১ টা মোবাইল কিনে আনি তাইলে কি ঝামেলা হবে?

  • @NurTelecomJamurki-uq1er
    @NurTelecomJamurki-uq1er ปีที่แล้ว +1

    সিংগেল এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হবে ১২.৮.২৩,ইতোমধ্যে ভ্রমণ করে ফেলেছি।এখন আবার ভিসা এপ্লাই কখন করতে হবে।?

  • @solaimanmohammed1747
    @solaimanmohammed1747 ปีที่แล้ว +1

    আসছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । রেজা ভাই কেমন আছেন আশা করি ভালই আছেন ।যাই হোক রেজা ভাই দুই বা আরাই বছরের বাচ্চা নিয়ে ভারতে গেল কি পাশপোরট বা ভিশা বানাতে হবে কিনা জানাইবেন। আর যদি কোন লিঙ্ক থাকলে দয়া করিয়া দিবেন ।

  • @funkyfun365
    @funkyfun365 ปีที่แล้ว +2

    Kashmir trip ba somomaner onno kon place better hobe arr setar bepare idea ache?

  • @Rtzvlog
    @Rtzvlog 7 หลายเดือนก่อน

    ভাই আমি তো একা যাবো আমি একটা পিঠের ব্যাগ নিয়ে যাবো ।কিন্তু কলকাতায় গিয়ে ফ্যামিলির জন্য কিছু সপিং করবো তাহলে কি আমি এক্সট্রা বাগ এ করে ওই সব আনতে পারব কি ।প্লিজ একটু জানান ভাই

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  7 หลายเดือนก่อน

      পারবেন

    • @Rtzvlog
      @Rtzvlog 7 หลายเดือนก่อน

      @@FlyingBirdAlimurRejaধন্যবাদ ভাই আরো কিচ্ছু কথা ছিলো ভাই

  • @JuiSarkar-k5v
    @JuiSarkar-k5v 10 หลายเดือนก่อน

    দোয়েল কারেন্সি ডেভিট কার্ডে বাংলাদেশে এটিএম বুথে টাকা শূন্য দেখায়। কিন্তু উত্তরা ব্যাংক বলে ভারত গেলে রুপি এটিএম বুথে ডলার থেকে রুপি হবে।কথাটা সঠিক কি?

  • @MDAmirItaly1989
    @MDAmirItaly1989 10 หลายเดือนก่อน

    বাংলাদেশ থেকে যাবার সময় কি মেডিসিন নেয়া যাবে???

  • @humayunkabir528
    @humayunkabir528 ปีที่แล้ว +1

    ১টি একটি মোটরবাইক আনা যাবে কি ?

  • @mozammelhaquekhandoker2797
    @mozammelhaquekhandoker2797 ปีที่แล้ว

    চিকিৎসার বই আনা যাবে কি না। যেমন আয়ুর্বেদ, হোমিওপ্যাথি বই।

  • @muhammadrajonraj01
    @muhammadrajonraj01 7 หลายเดือนก่อน

    কোলকাতা থে‌কে ঢাকা‌তে নগদ কত টাকা পর্যন্ত সা‌থে নি‌য়ে যাওয়া যায় ?

  • @mdmonirul2009
    @mdmonirul2009 ปีที่แล้ว +1

    আমি অকিড গাছ(ফুল গাছ) আন্তে চাই আন্তে পারবো ২০/৩০ টার মতন?

  • @MdNazirLipu
    @MdNazirLipu 10 หลายเดือนก่อน

    দয়া করে বাংলাবান্দা ফুলবাড়ি বর্ডারের আপডেট দেন। ওই বর্ডার দিয়ে কি এখন ভিসা দিচ্ছে। এই বর্ডার নিয়ে ইন্ডিয়ান হাই কমিশনারের বক্তব্য কি। যদি পারেন জানান

  • @hasibiswas-xu2do
    @hasibiswas-xu2do 5 หลายเดือนก่อน

    বাংলাদেশ থেকে বৈধভাবে কি কি নিয়ে যেতে পারবো

  • @HabibiOfficial-qi1tl
    @HabibiOfficial-qi1tl ปีที่แล้ว

    ৩০/৪০ গ্রাম স্বর্ণের বার বা অলংকার নেওয়া যাবে কি?

  • @PrantoChowdhury-e1d
    @PrantoChowdhury-e1d 11 หลายเดือนก่อน

    ইন্ডিয়া থেকে মোবাইল ফোন নিয়ে আসলে ফোনের বক্স নিয়ে আনা যাবে ??❤❤

  • @gautammagumdar5277
    @gautammagumdar5277 ปีที่แล้ว +3

    কত দিন সময় লাগছে ভিসা দিতে?

  • @md.jahangiralam2305
    @md.jahangiralam2305 ปีที่แล้ว +4

    ধন্যবাদ 🌹

  • @tarekaziz97
    @tarekaziz97 4 หลายเดือนก่อน

    মাসে ২-৩ বার যাতায়াত করা যাবে?

  • @jahidhassantalib7267
    @jahidhassantalib7267 ปีที่แล้ว

    হাত ঘড়ি আনা যাবে কি ৪ থেকে ৫ টি box সহ

  • @RasomoyMondal-ez1be
    @RasomoyMondal-ez1be 5 หลายเดือนก่อน

    দাদা একটা বেগ ও চেক করে।

  • @farukalom0076
    @farukalom0076 ปีที่แล้ว

    ভাই স্বর্ন আনার নিয়ম কি

  • @kamolchandrabarman9950
    @kamolchandrabarman9950 ปีที่แล้ว

    ব্যক্তিগত মোটরসাইকেল এর পার্টস নেওয়া যাবে

  • @Kamrul-222
    @Kamrul-222 ปีที่แล้ว

    Thanks to good video

  • @কৃষিওকৃষকেরকথা-থ৬ঝ

    মেডিকেল ভিষায় গিযে কোন জিনিস পত্র আনা যাবে কি

  • @ajoysaha3814
    @ajoysaha3814 ปีที่แล้ว +2

    Tnq

  • @shema1140
    @shema1140 6 หลายเดือนก่อน

    বেলেনডার কি আনা যাবো,ভারত থেকে বাংলাদেশ

  • @shamsunnahar8564
    @shamsunnahar8564 ปีที่แล้ว

    আমি কি আমের চারা আনতে পারি। পারলে, কয়টা গাছ আনতেপারব মেহেরবানি করে একটু জানাবেন প্লিজ।

  • @sirajulislam3018
    @sirajulislam3018 ปีที่แล้ว

    ভাই যৌন মিলনের কোন ট্যাবলেট আনলে কি সমস্যা হবে।

  • @kneditz6443
    @kneditz6443 2 หลายเดือนก่อน

    ভাই আমি ভারত ত্রিপুরা থেকে বলি আমার একখান থেকে কুমিল্লা খুব পাশে আমি হালকা জেকনো প্রোডাক্ট দিতে পারবো কিও নগদ ব্যবসা করতে চাইলে যোগাযোগ করো

  • @KAMALAHMED-pr6sy
    @KAMALAHMED-pr6sy ปีที่แล้ว +2

    ভাই IPS Box আনা যাবে?

  • @Razibulislamrazib777
    @Razibulislamrazib777 2 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন? বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছেন না বলবেন ভারত থেকে কিনে নিয়ে এসেছেন।

  • @neowajsunny7626
    @neowajsunny7626 ปีที่แล้ว

    Koto kg maximum India theke ante parbo?

  • @sagorsagor4229
    @sagorsagor4229 ปีที่แล้ว

    ভাইয়া ভারত থেকে আমি একটা হারমোনিয়াম আনতে চাই কিভাবে আনব একটু বলবেন। আর আনতে গেলে কি কাস্টম সার্ভিস দেওয়া লাগবে।

    • @UNAS2000
      @UNAS2000 ปีที่แล้ว +1

      দক্ষিণ কলকাতায় রাসবিহারী এভিনিউ তে ট্রাঙ্গুলার পার্কের কাছে "হেমেন অ্যান্ড কো" এর হারমোনিয়াম সব থেকে ভালো

    • @bdmusic8309
      @bdmusic8309 ปีที่แล้ว

      @@UNAS2000 আস‌লেই ? কে বলে‌ছে ? এটার রি‌ভিউ আ‌ছে ? আমার দরকার ।

  • @palashsil6848
    @palashsil6848 ปีที่แล้ว +1

    Dada India thake Bangladesh e alcohol niye aste parbo

  • @muzzal57
    @muzzal57 ปีที่แล้ว +1

    ভারত থেকে ব্যবিসার জন্য গাছ আনা যাবে কি?

  • @parvezahmed_1
    @parvezahmed_1 ปีที่แล้ว +1

    ভারত থেকে ব্যবহারের জন্য আইফোন কিনে আনলে ভ্যাট দিতে হবে বাংলাদেশে বা ভারতে?

  • @tahminmahmud
    @tahminmahmud ปีที่แล้ว +1

    tab ana jabe?

  • @abusayed2397
    @abusayed2397 ปีที่แล้ว

    আমি একটি বাইকের টায়ার কিনে আনতে পারবো কি?

  • @rayhome69
    @rayhome69 ปีที่แล้ว +1

    Graphics card ki ana jabe?

  • @msrans
    @msrans ปีที่แล้ว

    মোবাইল বা ল্যাপটপ আনা যাবে?

  • @বাংলারঐতিহ্য-র৭ম
    @বাংলারঐতিহ্য-র৭ম หลายเดือนก่อน

    ভাই আতসবাজী আন‌বো কীভা‌বে?