বয়ঃসন্ধির শুরুতে প্রেমের চেয়ে লাবণ্য আর কিছু নাই পৃথিবীর মধ্যে। সত্যি প্রেম সুন্দর ভালোবাসা অনেক চমৎকার অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয়,,,। প্রেমে পড়তে হবে ভালবাসতে হবে পৃথিবীকে রঙিন করতে হবে,,,।❤️❤️
Amake Nao Song Lyrics In Bengali : আমাকে নাও, আমাকে নাও আগুনে নাও, ফাগুনে নাও, ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না নাও দু-হাত ভরে নাও। প্রথম ভুল, প্রথম রাগ আলগোছে গোপন দাগ, নাও প্রথম ছোঁয়া নাও, নাও না নাও দু চোখ ভরে নাও।। তুমি তাকালেই হয়ে যাই বোকা ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা, এই ঘুম ঘোর নাও না .. তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা আজও গান হয়ে বাজে, যদি ফের দেখা দাও .. ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না নাও উজাড় করে নাও। আমাকে নাও, আমাকে নাও আগুনে নাও, ফাগুনে নাও, ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না নাও দু-হাত ভরে নাও, প্রথম ভুল, প্রথম রাগ আলগোছে গোপন দাগ, নাও প্রথম ছোঁয়া নাও, নাও না নাও দু চোখ ভরে নাও।।
ছোট্ট শ্রীকান্তের চাহনীতে অসাধারণ এক মায়া আছে, কাওকে কাছে পেয়েও আপন করে না পাওয়ার যে একটা বেদনা রয়েছে তা তার চাহনীতে প্রকাশ পায় । আহ কি মধুর অনুভুতি--মনের অজান্তে বাল্য বেলায় ফিরে গেলাম।
কম বয়সে সিনিয়র কারোর প্রেমে পড়া অনেকটা রোমাঞ্চকর। ভালোলাগা গুলো একটা পাগলামির মত কাজ করে। নিজের সাথেই কত পাগলামি করেছি। আমারো রাজলক্ষী ছিলো একটা। লুকিয়ে লুকিয়ে তাকে কত দেখতাম।জানি না এখন সে কোথায় আছে। আসলেই আমার রাজলক্ষী আমার দিকে তাকালে আমিও নার্ভাস হয়ে যেতাম। সামনে আসলে হৃদস্পন্দন বেড়ে যেত কোনো কারন ছাড়াই। বলিনি তাকে আমার ভালোলাগার কথা, কিন্তু সে বুঝতো। তাই সে বলেছিলো, দেখ এসবের ভবিষ্যৎ নাই। কিন্তু কৈশোরে মনে মনে কত যুক্তি দিতাম যে অবশ্যই আমার ভালোলাগার ভবিষ্যৎ আছে। তারপর কত মেয়ে আসলো জীবনে কিন্তু তেমন পাগলামির মত ভালোলাগাতে পারিনি। নিজে নিজেই ভাবি অতীত গুলো, ভালোবাসার স্ত্রীর সাথেও শেয়ার করি না সে কষ্ট পাবে বলে। রাজলক্ষী ছিলো আমার শ্রেষ্ঠ ভালোলাগা আর এখন আমার স্ত্রীই আমার শ্রেষ্ঠ ভালোবাসা। অপরাধীর মত তাও জানতে ইচ্ছা করে রাজলক্ষী কেমন আছে? কোথায় আছে?
Khub valo likhechen dada.sree ke lukiye luv nai se jokhon apnar srestho valo basa take bole din se bujhbe hoito mon khule bolbe je taro ekta srikanto chilo ar taro jante iche kore srikanto ekhon kemon ache??valo thakun, sustho thakun.
দারুন লিখেছেন। এটা আমার জীবনেও ঘটেছে। তবে আপনি যে আপনার অনুভূতি গুলো সকলের সামনে উপস্থাপন করলেন। তা থেকে কিছুটা সাহস পেয়ে আমার আবেগ ও অনুভূতি টাও এখানে শেয়ার করলাম। এমনি হয় বয়সে বড় কাউকে ভালোবাসলে। একটা অদ্ভুত স্নেহ মাখা ভালোবাসা জাগে মনে। একটা নান্দনিকতা তৈরি হয়। ফুলের সৌন্দর্য, সকালে সূর্যের সৌন্দর্য, নদীর প্রবহমান স্রোত ইত্যাদি নানা রকমের সুন্দর দৃশ্যগুলো আরো মনোরম ও সুন্দর লাগে। মনটা একটা ভালোলাগায় ভরে যায়।
এখন রাজলক্ষীর সাথে আছি, উপস্থিতি দিয়ে যাচ্ছি। ৬-৭ থেকে বছর পর যখন রাজলক্ষীটাকে পুরোটা পেয়ে যাবো তখন আবার আসবো, তখন রাজলক্ষীকে সাথে নিয়ে উপস্থিতি দিয়ে যাবো।
যখন ভীষণ বয়স হবে, স্মৃতিচারণ করতে থাকবো, প্রথম প্রেমের কথা বার বার মনে আসবে। তখন সেই বসন্তেও এগান শুনবো। বিরহ জ্বালায় পুড়বো ভাববো গাইবো। কয়েক বছর পর নতুন তরুণ তরুণী রা এ গানে ঠোঁট ভিজাবে। তারাও জানুক বিচ্ছেদের পরেও সুন্দর স্মৃতিচারণ থাকে।।
@@btw8065 ta to thiki kintu bhalobasha ek prokarer behaya namok Rog, er prosomon nei, amra khub beshi hole take domon korte pari, control korte pari but ekta somoy e kokhono na kokhono bandh bhange jai,
ছোট্ট শ্রীকান্তকে অসাধারণ লেগেছে।। সাথে সেই ছোটবেলার স্মৃতিগুোলো মনে পড়ে গেলো যখন আমার জন্যও কেও এভাবে সাইকেল নিয়ে ছুটে আসত আর রাস্তার ধারে বসে অপেক্ষা করত🥰
আমার মতো অনেকেরই মাত্র ১২ ঘন্টার মধ্যেই প্রিয় গান হয়ে উঠেছে। অনবদ্য লিরিক্স আর সুর। সব মিলিয়ে দশে দশ। ভালোবাসা রইলো এই মাস্টারপিস নির্মানের প্রতিটি কারিগরের প্রতি। ♥
প্রেমিকা বয়সে বড়ো হলে তার শাসনেও ভেসে যেতে ইচ্ছে হয়..এমন নরম অভিজ্ঞতা কয়জনই বা অনুভব করতে পারে!.. অনবদ্য অভিনয় আর অসাধারণ গায়কি গানটাতে এক অদ্ভুত মাদতকতা তৈরি করছে ❤️❤️❤️।
"তুমি তাকালেই হয়ে যাই বোকা, ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা, এই ঘুমঘোর নাও, তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে, কিছু কথা আজও গান হয়ে বাজে, যদি ফের দেখা দাও..." এই লাইনটার একটা আলাদা জাদু আছে। শুনতেই আছি। অনেক বন্ধুকে পাঠিয়েছি সবারই প্রিয় হয়ে গেছে, তাই youtube এ বেরোতেই সবাই আমাকে লিংক সেন্ড করছে দেখলাম। 🥰 এটা আমার এই album এর সবথেকে প্রিয় গান। যে দিন প্রথম রিলিজ করেছিল album টা spotify আর jiosavan এ, সেদিনকেই সব গান শুনেছিলাম, এটা প্রথম গান ছিল, আর এটাই আমার সেরা লেগেছে, বাকি সবও ভালো। ভেবেছিলাম এটাই প্রথমে আসবে কিন্তু 2nd এর রাধে রাধে টা আগে চলে এলো। অনেকে বলছেন অরিজিৎ সিংহ গাইলে ভালো হতো, কিন্তু আমার দেবায়ন ব্যানার্জির টাই ভালো লাগলো। সবার গায়কীর একটা আলাদা স্টাইল আছে, এই গানটা প্রতিদিন শুনি, মন খারাপ থাকলে অনেকটা ভালো হয়ে যায়, এমনই গায়কী, লিরিক্স, সুর। এমনকি ইন্সট্রুমেন্ট এর use ও বেশ ইউনিকভাবে। hoichoi নতুন শিল্পীদের জায়গা করে দিচ্ছে দেখে খুব ভালো লাগলো। ভিডিওটাও বেশ ভালো করেছে শেষ সিনে বড়বেলার ছবি, অপেক্ষা করে রইলাম বাকি গান গুলোর জন্য, আশা রাখছি এটা musical সিরিজ হিসাবে দারুণ হবে। আর এগুলোর লিরিক্স ভিডিও ও আসবে পরে আশা রাখছি
অনেক দিন পরে একটা নতুন বাংলা ভালো গান পেলাম যেটা সারা দিন শুনতে ইচ্ছে করছে❤️ গানে এত আবেগ আছে সেটা অনুভব করতে পারছি। গায়ক কে অনেক অনেক ধন্যবাদ এই গান টি উপহার দেওয়ার জন্য❤️
১ম এপিসোড টা দেখে রাতে আর ঘুম আসল না । অনেক কষ্ট করে পরীক্ষার আগের রাতে এপিসোড গুলো শেষ করেছি। ❤❤❤ জীবনের এই আবেগ গুলো আমাদেরকে একদিন অনেক দূর নিয়ে যাবে❤
যেমন অভিনয় তেমন গান ,সত্যিই অসাধারণ ।। শুধুমাত্র স্টোরি টাই ফ্লপ । গল্পটা অন্য রকম হতে পারতো । মাথানষ্ট করা একটা জঘন্ন স্টোরি। গানে এত আবেগ শুনে দেখতে বসলাম,স্টোরির আবেগ খুঁজতে খুঁজতে বেগ এসে গেলো হেগে দিলাম এক ঝুড়ি ।।
গানটা শুনতে শুনতে হঠাৎ স্কুল লাইফের এক প্রেমের কথা মনে পড়ে গেল। আজ ছয় বছর পর তার কথা আবার মনে পড়ে গেল, একাকীত্ব জীবনে সেই যেন বয়ে এনেছিল নিবিড় এক শান্তির বার্তা। আজ ছয় বছর হলো রোজ দেখা নেই তার, নেই বার্তালাপ নেই আলাপচারিতা। তবুও তোমার ছবি দেখলে আজও মন ভরে যায়। তোমার সঙ্গে কথা হয় না ঠিকই কিন্তু যখন তোমার সঙ্গে কথা বলতাম তখন মনের ভিতর যে শিহরণ জাগতো, তা আবার একবার অনুভব করলাম আজ শীতের সকালে, খুব প্রিয় এই গানটি শুনতে শুনতে.....❤️❤️
আপনার কথা শুনে আমার স্কুল জীবনের প্রেমের কথা মনে পড়ে গেল। আমি হয়তো বয়সে আপনার থেকে বড়ই হব। সেই সময় আমাদের জীবনে মোবাইল আসেনি। আজ সে অন্য মানুষের ঘরণী। যোগাযোগ আছে বন্ধুত্ব আছে , তবে একতরফা প্রেমটা কোনদিনও জানিয়ে উঠতে পারিনি।
এসব গানগুলো যারা শুনে তাদের মনের প্রচন্ড ক্ষুধা থাকে। এ মনের ক্ষুধা মেটায় এসব গানগুলো। বাঙালিরা চিন্তা এবং চেতনায় কতটা উন্নত সেটা এসব গানের কথাগুলো শুনলেই বুঝতে পারবে সবাই। হয়তো-বা ৩০ বছর পরে যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এ গানটা ক্ষুধার বিপরীতে কজ করবে।
আমি জানি হয়তো কোনোদিন এই লেখাটা তোমার চোখে পরবে না কখনো। তবুও বলতে চাই তুমিই আমার শেষ ভালোবাসা, বড্ড বেশি ভালোবাসি গো, কতোদিন শুনি না তোমার কন্ঠটা, আর শুনবো কিনা জানিও না, তোনাকে পাবো না তাও ভালোবাসি, তোমার সম্মুখে বলার সাহস নেই আমার, তাই গোপনেই বলছি "আমাকে নাও"
তুমি তাকালেই হয়ে যায় বোকা.... ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা। এই ঘুম ঘোর নাও.... তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে.... কিছু কথা যো গান হয়ে বাজে। যদি ফের দেখা দাও। ঢেউয়ে ঢেউয়ে নাও... নাও অ উজাড় করে নাও। আমাকে নাও.....আমাকে নাও আগুনে নাও....ফাগুনে নাও। নাও প্রথম ছোঁয়া নাও... নাও দু চোঁখ ভোরে নাও।❤️❤️
কিছু গান আছে যেগুলো মন ভালো করে দেই, প্রথম প্রেমিকার কথা মনে পড়ে যায়। এটাও সেরকম। ফের দেখা নাই হলো, মনের কোনো গোপন কনে ভালোবাসাটা একজন জীবিত। ইতি ভালোবাসা
Love from shimla Last time I listen to kicchu chaini ammi This time I listen to this song I must say bengali singers have beautiful voice Ps: I don't even know bengali just use Google to read the lyrics
রাজলক্ষ্মী কহিল, তোমাকে পাবার জন্যে যা করেছি, তার অর্ধেক করলেও বোধ হয়। ভগবানকে এতদিনে পেতুম। কিন্তু তোমাকে পেলুম না । বলিলাম, হতে পারে মানুষকে পাওয়া আরও শক্ত । মানুষকে পাওয়া? রাজলক্ষ্মী একমুহূর্ত স্থির থাকিয়া বলিল, যাই হোক, ভালবাসাটাও ত একরকমের বাঁধন, বোধ হয় এও তোমার সয় না-গায়ে লাগে ⚡
গানটি সর্বগু্ন সম্পন্ন। গীতিকার ও সুরকার অনবদ্য। গায়কী ও খুব সুন্দর। আর অভিনেতা অভিনেত্রী দুজনেই তাদের নিজেদের ছাপিয়ে গিয়েছেন। সব মিলিয়ে গানটি অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
10 days e...ami je kotobaar sunlam...ki r blbo... I'm jst obsessed with this song now... The vibes are soooo... adorable... "An Underrated Masterpiece"... 🙂❤️🌼✨
গান টা যতবার কানে আসে, ঠিক ততবার আমি নিজের অজান্তেই তোমার মধ্যে ডুবে যাই, ঠিক এক ছোট্ট বাচ্চার মত আবদারের সুরে তুমি আমায় বার বার বলতে - "পিউ... আমাকে নাও" বিশ্বাস করো, কথাটা এখনও আমার কানে বাজে... সময় এর সাথে সব পাল্টায় ঠিক, কিন্তু, কিছু কিছু স্মৃতি সত্যি হয়তো আমৃত্যু সাথে থেকে যায়। Manas Da তুমি তো জানোই, আমি বড্ড সেকেলে, আমি এখনও "পরের জন্ম" concept এ বিশ্বাসী... আর সেই বিশ্বাস থেকেই বলছি - এ জন্মে তো তোমার হতে পারলাম না, কিন্তু দেখো, পরের জন্মে, তোমার এই এলোমেলো, অগোছালো পিউ, সব বাঁধা, সব গণ্ডি পেরিয়ে, কোনো এক পড়ন্ত বিকেলে,একরাশ পলাশ নিয়ে তোমার অপেক্ষায় থাকবে। কথা দিলাম...
গান টা আমি অনেক দিন ধরে খুজছিলাম যখন থাকে হৈচৈ তে দেখেছি।।সত্যি বলতে এত সুন্দর অভিনয়ে সাথে এমন মায়া ভরা গান।।উফফ জাস্ট ভাবা যাই না।।আমি এই নিয়ে 5বার শুনলাম।।।খুব সুন্দর গান টা সাথে একটা অদ্ভুত বেপার ও আছে।।।
তুমি তাকালেই হয়ে যাই বোকা ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা, এই ঘুম ঘোর নাও না .. তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা যোগান হয়ে বাজে, যদি ফের দেখা দাও .. ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না নাও উজাড় করে নাও। ❤️❤️❤️
ক্লাস এইটে যখন ফাইনাল পরীক্ষা দেই, তখন আমারও এইরকম ভাবে একজন ম্যাডামকে পছন্দ হইছিলো। পরীক্ষা দেওয়ার সময় ঐ ম্যাডামের হাতের সাথে আমার হাত ছোঁয়া লেগেছিলো। সেদিন কি যে একটা অনুভূতি হইছিলো বলে বোঝাতে পারবো না। ২০১৩ পর এই দুই সপ্তাহে আগে ম্যাডামের সাথে হঠাৎ দেখা হয়। ম্যাডাম আমাকে চিনতে পারে নাই, কিন্তু ম্যাডামকে আমার পরিচয় দিতে খুব ইচ্ছে করছিলো। এত বছর পর যখন ম্যাডামের সাথে দেখা হলো ; তখন দু'জনের ভেতর খুব একটা পার্থক্য মনে হলো না। আমার ফড়িং হতে ইচ্ছে করে! কিন্তু সমাজ আমাদেরকে আমাদের মতো বাঁচতে দেয় না। এখনো ম্যাডামের সেই হাতের ছোঁয়া মনে পড়ে!❤
2023,25 August....... কলেজ লাইফ কাটাচ্ছি ❤❤❤ গান টা খুব relate করতে পারি একজনের সাথে 🤧🤧যখন আমি হবো 60 ki 70 আবার এখানে গান টা শুনতে এসে পুরানো দিন গুলো মনে করবো 💫🥺🫂
গানটির মাধ্যমে হয়তো প্রত্যেকে নিজেদের প্রাক্তন অথবা প্রিয় মানুষের স্মৃতিতে হারিয়ে যান৷তবে আমার ক্ষেত্রে তা নয় ,গত সপ্তাহে আমি আমার খুব কাছের বন্ধুকে হারায়😓৷ সম্পর্কে বন্ধু বললে অবশ্য ভুলই হবে ঠিক ভাইয়ের মতো ছিল," 13 বছর ধরে বন্ধুত্বের❤ সম্পর্ক " কথাটা ওর মুখে শুনে মনে খুব ভালো লাগত৷যাই হোক আসল কথাই আসি,গত কয়েকদিন ধরে ওর ফোনের ringtone এ ছিল এই গানটি৷আমি ওকে অনেকবার বলেওছি যে কী গান রেখেছিস এসব পুরোনো দিনের মতো change করবি, ও আমাকে দেখে হেসে চুপ করে যেত,আজ সে আমাদের মধ্যে নেই তবে😣😞, তবে তার স্মৃতিগুলো যেন আবদ্ধ রয়েছে এই গানে, এখন শুনলে মনে হয় তার ফোনেই বেজে উঠেছে এবং তার উপস্থিতি অনুভব করতে পারি৷ ভগবানের কাছে এইটুকু কামনা করি যে সর্বদা ভালো থাকিস❤💓
কিছু সুর নিজের অজান্তেই মনের মধ্যে ঘর করে নেয়। এই গানের সুর-ও অনেকটা সেরম। সিরিজ দেখার সময় ব্যাকগ্রাউন্ডে প্রথম এই গানটা শুনি। ঠিকই চলছিল অত ভাবিওনি গানটা সর্ম্পকে কিন্ত যত সময় গড়াতে থাকলো মনের অজান্তেই বারবার গেয়ে উঠছিলাম, "...নাও উজাড় করে নাও"। বুঝলাম এভাবেই শুরু হয়।
Bengali jyada samjh nhi ati fir bhi ye sunke sukoon milta hai... ye gaana boht kareeb hai mere dil ke... kyunki usne mujhe ye gaana suggest kiya tha 👀❤️ uski yaad ati hai to yeh gaana sun ne aajata hoon😶
সবাই গায়কের প্রশংসা করছেন কিন্তু কেউ ছোট্ট শ্রীকান্তের এক্সপ্রেশনের প্রশংসা করছেন না…কি অসাধারণ এক্সপ্রেশন ছেলেটির…প্রশংসা না করে পারলাম না!🌼❤️
chotto rajlokkhi o darun
Ekdom
Seriously darun
Sotti e ei tuku boyose amn expression.. onobodyo
❤❤
' নাও না ' বলার মধ্যে দারুন আবেগ লুকিয়ে ।
কাকে মনে পড়ছে জানিনা ,কিন্ত গানটা শুনে অদ্ভুত এক মায়া মিশ্রিত শান্তি অনুভব করছি । কোথাও হারিয়ে যাচ্ছি । 🌼
Nao Na
Amader clg er alumni ganta geye6e 😎😎
হুম
🙃
Same feeling
সেদিন তুমি তুমুল যৌবনের মহড়ায়,,
আমিও ছিলাম শৈশবের বাধ্য সৈনিক,,,
আজ তুমি মুখোশহীন রঙীন নেশায় মাতাল,
আমিতো সামান্য এক ব্যার্থ প্রেমিক...❤
Asadharan....
Mind Blowing 😇
Darun
Eta ki nije likhechen?
@@ArkatrishaDas কিছুটা সংগৃহীত কিছুটা মস্তিষ্কপ্রসুত,,,
বড় শ্রীকান্তের চেয়ে শৈশবের শ্রীকান্ত এবং তরুণী রাজলক্ষীকে বেশ মানিয়েছে। ❤️
একদম।
খুব সত্যি
Eta ekdom thik bolechen.
Akdom
Karon tara valo acting korechhe
সেই শ্রীকান্ত আজকের পৃথ্বীরাজ🌸✨♥️
Yes ❤
Mane ??
Miss the serial😢
ছোটো শ্রীকান্ত এতো Attractive আমি কখনো এমন অভিনয় দেখি নাই,কী নেশা ওর চোখে মুখে, অসাধারণ, বাংলাদেশ থেকে 🇧🇩♥️🇧🇩
সেই বললেন।।।আমিও বাংলাদেশি।।।
অদ্ভুত নেশার মত সুন্দর গানটা ❤️
Thik didi 😍😍
Kiran da ke bolo puro ta gaite besh valoi lagchilo to
Sotti ❤
Di go kub miss kori tomay fira ki asa jay na?
Hii
বয়ঃসন্ধির শুরুতে প্রেমের চেয়ে লাবণ্য আর কিছু নাই পৃথিবীর মধ্যে। সত্যি প্রেম সুন্দর ভালোবাসা অনেক চমৎকার অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয়,,,। প্রেমে পড়তে হবে ভালবাসতে হবে পৃথিবীকে রঙিন করতে হবে,,,।❤️❤️
আজ আমার জীবনে আমার রাজলক্ষী আছে।তাকে আমি পেয়েছি অনেক কষ্ট করে।।সে আমার থেকে ৪ বছরের বড়।আজ সে আমার সহধর্মিনী।।আমাদের একটি পুত্র সন্তান ও আছে।।
আজীবন ভালো থাকার শুভেচ্ছা 🌝🌼
Baccha srikanto r expression obak korar moto🥰
Woww, happy life ahead
শুভেচ্ছা আগামীর 🌼🌼
ভালো থাকার শুভেচ্ছা
Amake Nao Song Lyrics In Bengali :
আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও,
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও দু-হাত ভরে নাও।
প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ,
নাও প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও দু চোখ ভরে নাও।।
তুমি তাকালেই হয়ে যাই বোকা
ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা,
এই ঘুম ঘোর নাও না ..
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে
কিছু কথা আজও গান হয়ে বাজে,
যদি ফের দেখা দাও ..
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও উজাড় করে নাও।
আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও,
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও দু-হাত ভরে নাও,
প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ,
নাও প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও দু চোখ ভরে নাও।।
ধন্যবাদ দাদা 💙🌟✨
*কিছু কথা আজও গান হয়ে বাজে....হবে লাইনটা
Thank u so much
❤
@@kankana2003 Updated
রাজলক্ষ্মীর প্রতি শ্রীকান্তর আবেগের থেকে গানটার সুরে গায়কের বেশি আবেগ ছিল।
অসাধারণ ❤️❤️❤️
@Bongaliyana তাই 👍
কলকাতার বাংলা কাজগুলো ভালোই লাগে, এর মধ্যে কিছু কিছু তো অসাধারণ হয়।
Sera di
ছোট্ট শ্রীকান্তের চাহনীতে অসাধারণ এক মায়া আছে, কাওকে কাছে পেয়েও আপন করে না পাওয়ার যে একটা বেদনা রয়েছে তা তার চাহনীতে প্রকাশ পায় । আহ কি মধুর অনুভুতি--মনের অজান্তে বাল্য বেলায় ফিরে গেলাম।
Koi dekte pabo ata
হইচই এ পাবেন।
এখন অবশ্য অনেক অনলাইন সাইডে খুজলে পেয়ে যাবেন।
কম বয়সে সিনিয়র কারোর প্রেমে পড়া অনেকটা রোমাঞ্চকর। ভালোলাগা গুলো একটা পাগলামির মত কাজ করে। নিজের সাথেই কত পাগলামি করেছি। আমারো রাজলক্ষী ছিলো একটা। লুকিয়ে লুকিয়ে তাকে কত দেখতাম।জানি না এখন সে কোথায় আছে। আসলেই আমার রাজলক্ষী আমার দিকে তাকালে আমিও নার্ভাস হয়ে যেতাম। সামনে আসলে হৃদস্পন্দন বেড়ে যেত কোনো কারন ছাড়াই। বলিনি তাকে আমার ভালোলাগার কথা, কিন্তু সে বুঝতো। তাই সে বলেছিলো, দেখ এসবের ভবিষ্যৎ নাই। কিন্তু কৈশোরে মনে মনে কত যুক্তি দিতাম যে অবশ্যই আমার ভালোলাগার ভবিষ্যৎ আছে। তারপর কত মেয়ে আসলো জীবনে কিন্তু তেমন পাগলামির মত ভালোলাগাতে পারিনি। নিজে নিজেই ভাবি অতীত গুলো, ভালোবাসার স্ত্রীর সাথেও শেয়ার করি না সে কষ্ট পাবে বলে। রাজলক্ষী ছিলো আমার শ্রেষ্ঠ ভালোলাগা আর এখন আমার স্ত্রীই আমার শ্রেষ্ঠ ভালোবাসা। অপরাধীর মত তাও জানতে ইচ্ছা করে রাজলক্ষী কেমন আছে? কোথায় আছে?
Khub valo likhechen dada.sree ke lukiye luv nai se jokhon apnar srestho valo basa take bole din se bujhbe hoito mon khule bolbe je taro ekta srikanto chilo ar taro jante iche kore srikanto ekhon kemon ache??valo thakun, sustho thakun.
অভূতপূর্ব লেখা। চোখে জল এনে দিলো।
sotti khub sundor lekha. valo thakun.
প্রলয় গর্বের মুহূর্ত ❤️
দারুন লিখেছেন। এটা আমার জীবনেও ঘটেছে। তবে আপনি যে আপনার অনুভূতি গুলো সকলের সামনে উপস্থাপন করলেন।
তা থেকে কিছুটা সাহস পেয়ে আমার আবেগ ও অনুভূতি টাও এখানে শেয়ার করলাম।
এমনি হয় বয়সে বড় কাউকে ভালোবাসলে। একটা অদ্ভুত স্নেহ মাখা ভালোবাসা জাগে মনে। একটা নান্দনিকতা তৈরি হয়। ফুলের সৌন্দর্য, সকালে সূর্যের সৌন্দর্য, নদীর প্রবহমান স্রোত ইত্যাদি নানা রকমের সুন্দর দৃশ্যগুলো আরো মনোরম ও সুন্দর লাগে। মনটা একটা ভালোলাগায় ভরে যায়।
সব শ্রীকান্তের জীবনের রাজ লক্ষীরা যেখানেই থাকুক যেনো ভালো থাকে ♥️কিছু ভালোবাসা অসুম্পূর্ণ থাকলে বেশি সুন্দর লাগে☺️
Thik osumpurno Jodi thkto tahole hoito ses e emon ta hoto na jee jemon chilo valoi chilo
কমেন্ট টা যখন লিখছি গান টার বয়েস 2 দিন,100 বারের বেশি শুনে ফেললাম।এক অদ্ভুত রকম মায়া আছে গানটায়❤️
Sety
বয়েছ
Same ... Really ...
Sotti
Ekdom sotti gan tay odvut tan maya ache barbar sunchi..
এখন রাজলক্ষীর সাথে আছি, উপস্থিতি দিয়ে যাচ্ছি। ৬-৭ থেকে বছর পর যখন রাজলক্ষীটাকে পুরোটা পেয়ে যাবো তখন আবার আসবো, তখন রাজলক্ষীকে সাথে নিয়ে উপস্থিতি দিয়ে যাবো।
যখন ভীষণ বয়স হবে, স্মৃতিচারণ করতে থাকবো, প্রথম প্রেমের কথা বার বার মনে আসবে। তখন সেই বসন্তেও এগান শুনবো। বিরহ জ্বালায় পুড়বো ভাববো গাইবো। কয়েক বছর পর নতুন তরুণ তরুণী রা এ গানে ঠোঁট ভিজাবে। তারাও জানুক বিচ্ছেদের পরেও সুন্দর স্মৃতিচারণ থাকে।।
Beautiful
প্রভু
just milestone
Apni tahole notun kaoke biye korben na....onno kaoke biye kore onno kono ekjon er jonno mone kosto pushe rakha life partner kei thogano mone kori
@@btw8065 ta to thiki kintu bhalobasha ek prokarer behaya namok Rog, er prosomon nei, amra khub beshi hole take domon korte pari, control korte pari but ekta somoy e kokhono na kokhono bandh bhange jai,
"বলিলাম, ভুল হলো লক্ষী, পৃথিবীর একটা জিনিসে আজও লোভ আছে, আর সে তুমি। কেবল এইখানে না বলতে বাধে।"
- গানটি শুনতে শুনতে হটাৎ এই লাইনটা মনে পড়ে গেল... ♥
😘😘😘😘😘
Comment ta চুরি করলাম খুব পছন্দ হলো😊😊❤
Katha ta khub Sona lagche
ভাই নাটকটা পাবো কই 🤔🤔 রিপ্লে দিলে খুশি হতাম
@@subhadiplohar1141 নাটকটা পাওয়া যাবে কোথায় 🤔🤔😬😬
ছোট্ট শ্রীকান্ত.. শ্রীমান পৃথ্বীরাজ ❤... অসাধারণ অভিনয় ❤
ছোট্ট শ্রীকান্তকে অসাধারণ লেগেছে।।
সাথে সেই ছোটবেলার স্মৃতিগুোলো মনে পড়ে গেলো যখন আমার জন্যও কেও এভাবে সাইকেল নিয়ে ছুটে আসত আর রাস্তার ধারে বসে অপেক্ষা করত🥰
1:23 "তুমি তাকালেই হয়ে যায় বোকা"... i can feel it✨
খুব বেশি না 10-12 বার শুনলাম কন্টিনিউ, মন তবু ভরছে না। গান টা যেনো বলছে আবার শুনে নাও, বার বার শুনে নাও, এমনকি শেষে আমার মন বলছে ডাউনলোড করে নাও ❤️🌻
আমার মতো অনেকেরই মাত্র ১২ ঘন্টার মধ্যেই প্রিয় গান হয়ে উঠেছে। অনবদ্য লিরিক্স আর সুর। সব মিলিয়ে দশে দশ। ভালোবাসা রইলো এই মাস্টারপিস নির্মানের প্রতিটি কারিগরের প্রতি। ♥
প্রেমিকা বয়সে বড়ো হলে তার শাসনেও ভেসে যেতে ইচ্ছে হয়..এমন নরম অভিজ্ঞতা কয়জনই বা অনুভব করতে পারে!.. অনবদ্য অভিনয় আর অসাধারণ গায়কি গানটাতে এক অদ্ভুত মাদতকতা তৈরি করছে ❤️❤️❤️।
"তুমি তাকালেই হয়ে যাই বোকা, ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা, এই ঘুমঘোর নাও,
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে, কিছু কথা আজও গান হয়ে বাজে, যদি ফের দেখা দাও..." এই লাইনটার একটা আলাদা জাদু আছে। শুনতেই আছি। অনেক বন্ধুকে পাঠিয়েছি সবারই প্রিয় হয়ে গেছে, তাই youtube এ বেরোতেই সবাই আমাকে লিংক সেন্ড করছে দেখলাম। 🥰
এটা আমার এই album এর সবথেকে প্রিয় গান। যে দিন প্রথম রিলিজ করেছিল album টা spotify আর jiosavan এ, সেদিনকেই সব গান শুনেছিলাম, এটা প্রথম গান ছিল, আর এটাই আমার সেরা লেগেছে, বাকি সবও ভালো। ভেবেছিলাম এটাই প্রথমে আসবে কিন্তু 2nd এর রাধে রাধে টা আগে চলে এলো। অনেকে বলছেন অরিজিৎ সিংহ গাইলে ভালো হতো, কিন্তু আমার দেবায়ন ব্যানার্জির টাই ভালো লাগলো। সবার গায়কীর একটা আলাদা স্টাইল আছে, এই গানটা প্রতিদিন শুনি, মন খারাপ থাকলে অনেকটা ভালো হয়ে যায়, এমনই গায়কী, লিরিক্স, সুর। এমনকি ইন্সট্রুমেন্ট এর use ও বেশ ইউনিকভাবে। hoichoi নতুন শিল্পীদের জায়গা করে দিচ্ছে দেখে খুব ভালো লাগলো। ভিডিওটাও বেশ ভালো করেছে শেষ সিনে বড়বেলার ছবি, অপেক্ষা করে রইলাম বাকি গান গুলোর জন্য, আশা রাখছি এটা musical সিরিজ হিসাবে দারুণ হবে। আর এগুলোর লিরিক্স ভিডিও ও আসবে পরে আশা রাখছি
+1
🤩🤩🤩🤩
True
খুব ভালো লাগে গানটা আমার
🥰🥰🥰🥰🥰love u from Bangladesh
অনেক দিন পরে একটা নতুন বাংলা ভালো গান পেলাম যেটা সারা দিন শুনতে ইচ্ছে করছে❤️
গানে এত আবেগ আছে সেটা অনুভব করতে পারছি। গায়ক কে অনেক অনেক ধন্যবাদ এই গান টি উপহার দেওয়ার জন্য❤️
কিছু তো আলাদা মাদকতা আছে গানটার মধ্যে। নাহলে এতবার শোনার পরও আবারও শুনতে ইচ্ছে করছে কেন। বেঁচে থাকুক ভালোবাসা।❤️
১ম এপিসোড টা দেখে রাতে আর ঘুম আসল না । অনেক কষ্ট করে পরীক্ষার আগের রাতে এপিসোড গুলো শেষ করেছি।
❤❤❤
জীবনের এই আবেগ গুলো আমাদেরকে একদিন অনেক দূর নিয়ে যাবে❤
কি এক অদ্ভুত নেশা ধরে যাচ্ছে ! যতবার ই শুনছি.....হার্টের বিট ক্রমাগত বেড়েই চলছে.....!! কোথায় যেন হারাচ্ছি...
'তুমি তাকালেই হয়ে যাই বোকা'
কি এক অপূর্ব সৃষ্টি।
নেশার মতো, একবার শুনে কোনদিনও থামতে পারিনি।
আমি শেষ 24 ঘন্টায় প্রায় 100 বার শুনলাম গানটা তাও লুপে🖤
অদ্ভুত রকমের মায়া আছে গানের সুরে।আমাকে নাও শব্দটার মাঝে এক অদ্ভুত রকমের শান্তি আছে।গানের থেকে আপনাদের লেখা সবার কমেন্ট অনেক বেশি সুন্দর❣️
I am from Sindh, I don't understand Bangali language but this song gives goosebumps❤️❤️
Sindh? Are you from pakistan?
Welcome in our Motherland Bengal...
যেমন অভিনয় তেমন গান ,সত্যিই অসাধারণ ।। শুধুমাত্র স্টোরি টাই ফ্লপ । গল্পটা অন্য রকম হতে পারতো । মাথানষ্ট করা একটা জঘন্ন স্টোরি। গানে এত আবেগ শুনে দেখতে বসলাম,স্টোরির আবেগ খুঁজতে খুঁজতে বেগ এসে গেলো হেগে দিলাম এক ঝুড়ি ।।
😂😂😂
গানটা শুনতে শুনতে হঠাৎ স্কুল লাইফের এক প্রেমের কথা মনে পড়ে গেল। আজ ছয় বছর পর তার কথা আবার মনে পড়ে গেল, একাকীত্ব জীবনে সেই যেন বয়ে এনেছিল নিবিড় এক শান্তির বার্তা। আজ ছয় বছর হলো রোজ দেখা নেই তার, নেই বার্তালাপ নেই আলাপচারিতা। তবুও তোমার ছবি দেখলে আজও মন ভরে যায়। তোমার সঙ্গে কথা হয় না ঠিকই কিন্তু যখন তোমার সঙ্গে কথা বলতাম তখন মনের ভিতর যে শিহরণ জাগতো, তা আবার একবার অনুভব করলাম আজ শীতের সকালে, খুব প্রিয় এই গানটি শুনতে শুনতে.....❤️❤️
আপনার কথা শুনে আমার স্কুল জীবনের প্রেমের কথা মনে পড়ে গেল। আমি হয়তো বয়সে আপনার থেকে বড়ই হব। সেই সময় আমাদের জীবনে মোবাইল আসেনি। আজ সে অন্য মানুষের ঘরণী। যোগাযোগ আছে বন্ধুত্ব আছে , তবে একতরফা প্রেমটা কোনদিনও জানিয়ে উঠতে পারিনি।
💔💔💔
@@abhijitchakrabarty45না জানানো ভালোবাসাতে এক আলাদা প্রশান্তি আছে❤
@@solowithsajid1737 একদম সঠিক বলেছেন। আমার মত এটা যারা অনুভব করেছে তাদের মত ভাগ্যবান আর কেউ নেই।
ছোট্ট রাজলক্ষ্মী শ্রীকান্তের কম্বিনেশন টা অনেক ভালো লেগেছে।আশা করি Hoichoi এ এই ধরনের কাজগুলো আরও বেশি হবে।
এসব গানগুলো যারা শুনে তাদের মনের প্রচন্ড ক্ষুধা থাকে। এ মনের ক্ষুধা মেটায় এসব গানগুলো।
বাঙালিরা চিন্তা এবং চেতনায় কতটা উন্নত সেটা এসব গানের কথাগুলো শুনলেই বুঝতে পারবে সবাই।
হয়তো-বা ৩০ বছর পরে যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এ গানটা ক্ষুধার বিপরীতে কজ করবে।
তুমি তাকালেই হয়ে যাই বোকা,,
ভীতু প্যাডেলে ছুটছে একরোখা,
Really felt that,,!! 💜🍁
Asolei,,,
"অসাধ্য জিনিসের প্রতি মানুষের লোভ সবচেয়ে বেশি। আমার মনে হয়, তুমি আমার এত বড় অসাধ্য বলিয়াই হয়তো তোমাকে এতো ভালোবাসি।" --- লাইন টা মনে পড়ে গেল 🖤💔💔
The way Debayan has sung it with intense and deep feeling, anyone can feel it....n get nostalgic with his/ her childhood love.
সব শ্রীকান্তের জীবনের রাজলক্ষ্মীরা যেখানেই থাকুক যেনো ভালো থাকে ❣️ কিছু ভালোবাসা অসম্পূর্ণ থাকলেই অনেক বেশি সুন্দর লাগে 🫂
Tista(bubu) jodi tui ai comment ta dekhte paas tahole ekbar amake mone koris, tor sonano gaan gulor mane ekhon ami besh upolobdhi korte pari❤️
গায়কের গলায় যে আবেগ ❤️ উফ অসাধারণ
শেষ এপিসোড টায় চোখে জল এনে দিল । আমি চাইনি রাজলক্ষ্মী চিরকালের জন্য চলে যাক, অথচ পরে মনে হলো ওটাই ওর জন্য সবচেয়ে ভালো ছিল ।
আমি জানি হয়তো কোনোদিন এই লেখাটা তোমার চোখে পরবে না কখনো। তবুও বলতে চাই তুমিই আমার শেষ ভালোবাসা, বড্ড বেশি ভালোবাসি গো, কতোদিন শুনি না তোমার কন্ঠটা, আর শুনবো কিনা জানিও না, তোনাকে পাবো না তাও ভালোবাসি, তোমার সম্মুখে বলার সাহস নেই আমার, তাই গোপনেই বলছি
"আমাকে নাও"
কে গো 🙂?
মন খারাপ থাকবে অবশ্যই, আমাদের প্রিয় মানুষ ভালো আছে।
Accah thik ase sona tomake nibo,
Aso i'm waiting for you...
তুমি তাকালেই হয়ে যায় বোকা....
ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা।
এই ঘুম ঘোর নাও....
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে....
কিছু কথা যো গান হয়ে বাজে।
যদি ফের দেখা দাও।
ঢেউয়ে ঢেউয়ে নাও...
নাও অ উজাড় করে নাও।
আমাকে নাও.....আমাকে নাও
আগুনে নাও....ফাগুনে নাও।
নাও প্রথম ছোঁয়া নাও...
নাও দু চোঁখ ভোরে নাও।❤️❤️
||যৌনতার এ শহরে প্রেম যখন মাংসবিলাসী,
হতভাগা বোকা মন আজও আদরে বিশ্বাসী..!!🖤🥀🍂🧡
👌👌👌👌
কিছু গান আছে যেগুলো মন ভালো করে দেই, প্রথম প্রেমিকার কথা মনে পড়ে যায়। এটাও সেরকম। ফের দেখা নাই হলো, মনের কোনো গোপন কনে ভালোবাসাটা একজন জীবিত।
ইতি
ভালোবাসা
গানটার ঘোর থেকে বেরোতেই পারছি না। কী সহজ মিষ্টি! অথচ কী শান্তি গানটায়। ❤️
Singer ta amader clg er alumni
আজ বৃষ্টি ভেজা রাতে ৩০-৪০ বার শোনা হয়ে গেল 💜
ভালোবাশা এপার বাংলা থেকে ❤️
Aj o biristi hoisa,tai sunci
Coincidence ekhono bristi hocce r ekhoni sunsi ❤
Please make this song famous. Everyone deserves to listen to this track. Absolutely beautiful. Well sung Debayan. Let's spread the music.
yess! 🥺❤
This is so smoothing 🌜
I'm listening in México :D
pl. dont recommend this song otherwise it will get ruined for sure by reels
deserve one will get this in their feed- google algorithm
I like the music and tone but don't understand lyrics
গানটা শুনতে নিলেই মনে হয় এক্ষুনি ছুটে গিয়ে প্রিয়তমার কোলে লেপ্টে পড়ে বলি, 'আমাকে নাও; আমাকে নাও!' 'এমনভাবে নেও আর যেনো ছাড়তে না হয় প্লিজ!'🖤✨
এই গানটার মধ্যে একটা অশরীরি আত্মা আছে, যেটা আমার শরীরে ঢুকে পড়েছে ।
😂😂😂
এটা সেরা 😅😅😅
Joto comments ache tar moddhe sera comment ami just hashi thamate parchina ,🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂
🤣🤣🤣
*"নাও না" শুনলেই মনে হয় এক সমুদ্র মায়া মেশানো আছে আর কি আদুরে শোনায় তখন* ❤️
সিরিজটা দেখার পর গানটা শুনতে আসলাম, গানটাতে অদ্ভুত রকমের একটা মায়া কাজ করে ❤️❤️
ওপার বাংলা থেকে 🇧🇩
সিরিজ টা কোথায় পাবো দেখতে প্লিজ একটু বলবেন
বুঝি না গানটাই কী আছে! তবুও বার বার গানটার টানে ফিরে আসি ❤
"" সব কপালে ভালোবাসা থাকে না "💔
" আমি না হয় সেই দলে থাকলাম " 😌
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে
কিছু কথা আজও গান হয়ে বাজে
যদি ফের দেখা দাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও, উজাড় করে নাও
আমি তো একটু বেশিই আবেগ feel kosiiii...🙂💜💙🖤💛💚
Love from shimla
Last time I listen to kicchu chaini ammi
This time I listen to this song I must say bengali singers have beautiful voice
Ps: I don't even know bengali just use Google to read the lyrics
একজন গায়ক কত গভীরে গেলে এমন ভাবে গাইতে পারে, সেলূট দাদা❤❤ 🇧🇩
রাজলক্ষ্মী কহিল, তোমাকে পাবার জন্যে যা করেছি, তার অর্ধেক করলেও বোধ হয়। ভগবানকে এতদিনে পেতুম। কিন্তু তোমাকে পেলুম না । বলিলাম, হতে পারে মানুষকে পাওয়া আরও শক্ত ।
মানুষকে পাওয়া? রাজলক্ষ্মী একমুহূর্ত স্থির থাকিয়া বলিল, যাই হোক, ভালবাসাটাও ত একরকমের বাঁধন, বোধ হয় এও তোমার সয় না-গায়ে লাগে ⚡
ছোট বেলায় সবারই এরকম একটা প্রেম থাকে "একতরফা " কিন্তু সিনেমার মতো এত টা না এগোনাই ভালো, কিছু ছোট্টবেলার প্রেম অপ্রকাশিতই ভালো ❣️
আহা রে সেই level এর অনুভূতি জুড়ে আছে গান এর প্রত্যেক টি লাইন এর মধ্যে। ❤️🥀😌
গানটি সর্বগু্ন সম্পন্ন। গীতিকার ও সুরকার অনবদ্য। গায়কী ও খুব সুন্দর। আর অভিনেতা অভিনেত্রী দুজনেই তাদের নিজেদের ছাপিয়ে গিয়েছেন। সব মিলিয়ে গানটি অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
সারাজীবন শোনা হবে এমন গানের তালিকায় আরো একটা গান যোগ হলো। 🖤
প্রত্যেকটা রাজলক্ষ্মী ই খুব খুব স্পেশাল হয় প্রত্যেকটা শ্রীকান্তের কাছে, সবার ভালোবাসা পূর্ণতা পাক ❤️
কি বলব বুঝতে পারছি না।একরাশ স্মৃতি আর কান্না এসে যায় দু চোখের সামনে।যখনই গানটা শুনি
অফিসে এ গান শুনায় সবাই হাসলো, কিন্তু আমি যে কয়বার শুনতেছি এ গান আমি নিজেও জানি না।
wow
10 days e...ami je kotobaar sunlam...ki r blbo... I'm jst obsessed with this song now... The vibes are soooo... adorable... "An Underrated Masterpiece"... 🙂❤️🌼✨
গান টা যতবার কানে আসে, ঠিক ততবার আমি নিজের অজান্তেই তোমার মধ্যে ডুবে যাই,
ঠিক এক ছোট্ট বাচ্চার মত আবদারের সুরে তুমি আমায় বার বার বলতে - "পিউ... আমাকে নাও" বিশ্বাস করো, কথাটা এখনও আমার কানে বাজে...
সময় এর সাথে সব পাল্টায় ঠিক, কিন্তু, কিছু কিছু স্মৃতি সত্যি হয়তো আমৃত্যু সাথে থেকে যায়।
Manas Da তুমি তো জানোই, আমি বড্ড সেকেলে, আমি এখনও "পরের জন্ম" concept এ বিশ্বাসী... আর সেই বিশ্বাস থেকেই বলছি - এ জন্মে তো তোমার হতে পারলাম না, কিন্তু দেখো, পরের জন্মে, তোমার এই এলোমেলো, অগোছালো পিউ, সব বাঁধা, সব গণ্ডি পেরিয়ে, কোনো এক পড়ন্ত বিকেলে,একরাশ পলাশ নিয়ে তোমার অপেক্ষায় থাকবে। কথা দিলাম...
I relived my days of reading about Srikanto and Rajlokkhi while watching this webseries. And this song is so sweet to hear. Love the lyrics
Which series bro
@@sourabpaul1244srikanto
গান টা আমি অনেক দিন ধরে খুজছিলাম যখন থাকে হৈচৈ তে দেখেছি।।সত্যি বলতে এত সুন্দর অভিনয়ে সাথে এমন মায়া ভরা গান।।উফফ জাস্ট ভাবা যাই না।।আমি এই নিয়ে 5বার শুনলাম।।।খুব সুন্দর গান টা সাথে একটা অদ্ভুত বেপার ও আছে।।।
I can't stop myself to hear this song repeatedly 🥰 chhele tar mukhta emon kauke mone korie dilo
J aj r nei
😢😢😢
Didn't even understood single line of this song but madly in love with this song 😍 wow ..
তুমি তাকালেই হয়ে যাই বোকা
ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা,
এই ঘুম ঘোর নাও না ..
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে
কিছু কথা যোগান হয়ে বাজে,
যদি ফের দেখা দাও ..
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও উজাড় করে নাও। ❤️❤️❤️
এই গানটাতে কি জেনো এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে।
কার কথা মনে পড়ছে জানি না,কাকে হারিয়েছি তাও জানি না😭😭😭
অদ্ভুত রকমের মাদকতা রয়েছে গানটায়❤️শুনেই যেতে ইচ্ছে করছে শুধু😌
তোমার গুরুত্ব যদি তার কাছে না থাকে....শত চেষ্টা করেও তুমি তোমার অনুভূতি গুলো বোঝাতে পারবেনা।🥀🥀🥺
ক্লাস এইটে যখন ফাইনাল পরীক্ষা দেই, তখন আমারও এইরকম ভাবে একজন ম্যাডামকে পছন্দ হইছিলো। পরীক্ষা দেওয়ার সময় ঐ ম্যাডামের হাতের সাথে আমার হাত ছোঁয়া লেগেছিলো। সেদিন কি যে একটা অনুভূতি হইছিলো বলে বোঝাতে পারবো না। ২০১৩ পর এই দুই সপ্তাহে আগে ম্যাডামের সাথে হঠাৎ দেখা হয়। ম্যাডাম আমাকে চিনতে পারে নাই, কিন্তু ম্যাডামকে আমার পরিচয় দিতে খুব ইচ্ছে করছিলো। এত বছর পর যখন ম্যাডামের সাথে দেখা হলো ; তখন দু'জনের ভেতর খুব একটা পার্থক্য মনে হলো না। আমার ফড়িং হতে ইচ্ছে করে! কিন্তু সমাজ আমাদেরকে আমাদের মতো বাঁচতে দেয় না।
এখনো ম্যাডামের সেই হাতের ছোঁয়া মনে পড়ে!❤
"নাও প্রথম ছোঁয়া নাও"
এখানে ও স্মৃতি ছেড়ে গেলাম যাতে আমাদের পরের প্রজন্ম বোঝে এই গান গুলো আমাদের কাছে শুধুই গান নয় এগুলো আমাদের কাছে ভালো বাসা❤️❤️
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে, কিছু কথা আজও গান হয়ে বাজে, যদি ফের দেখা দাও 🖤🥀
এর আগেও গানটা ২-১ বার শুনেছি কিন্তু এতটা মন দিয়ে কখনো শুনিনি, সত্যিই গানটা দারুন আর ঠিক ততটাই দারুন ছোটো শ্রীকান্ত এর অভিনয়..❤
গানটা খুব সুন্দর। আশা করি সিরিজটাও ভালো হবে।
মনিকা বেলুচ্চির মেলিনা এমন ছক ভাঙা গল্পের প্রথম সাহস দেখিয়ে ছিল
কি অদ্ভুত সুন্দর গানটা.... কতবার আর শুনবো ???আর শুনেও কি মনটা ভরবে?
This line-
"তুমি তাকালেই হয়ে যাই বোকা" 😌❤️🌻
What does it mean
Amar to darun legeche... Purano onk smriti mone hoia galo... Thanks hoichoi
এইবছরের হইচই এর সেরা Album শ্রীকান্ত, ডিসেম্বরেও Loop এ শুনছি ❤️
2023,25 August....... কলেজ লাইফ কাটাচ্ছি ❤❤❤ গান টা খুব relate করতে পারি একজনের সাথে 🤧🤧যখন আমি হবো 60 ki 70 আবার এখানে গান টা শুনতে এসে পুরানো দিন গুলো মনে করবো 💫🥺🫂
ব্যাভিচারের এই শহরে নিয়ন আলো তুমি...
জলফড়িং এর পাখি হওয়ার গল্প হবো আমি...
Daarun...👌
শ্রীকান্তের অভিনয় অনিন্দ সুন্দর। এতটকুকু বয়সে গল্পের ভেতর ঢুকে যাওয়াটা অনবদ্য। আমাদের ছেলেবেলায় পরিষ্কার করে বলতে গেলে বয়:সন্ধির সময়টায় সম্ভবত প্রত্যেকের জীবনেই এমন একটা রাজলক্ষী ছিলো৷ বয়সে বড়, ভালো লাগা, ছুয়ে দেয়ার ইচ্ছা, কাছে এলেই ভয় পেয়ে পিছিয়ে যাওয়া এভাবেই কেমন করে জেনো একদিন বড় হয়ে গেলাম৷
এই ওয়েব সিরিজটি গানটার জন্যই মনে হয় জনপ্রিয়তা পেয়েছে।।❤️
Web series tar name ki?
@@abdullahrafin7513 srikanto
গানটায় অদ্ভুত এক মায়া আছে ... নেশার মত শুনে ফেললাম 15-20 বার , মন তবু ও ভরছে না। ❤❤
গানটির মাধ্যমে হয়তো প্রত্যেকে নিজেদের প্রাক্তন অথবা প্রিয় মানুষের স্মৃতিতে হারিয়ে যান৷তবে আমার ক্ষেত্রে তা নয় ,গত সপ্তাহে আমি আমার খুব কাছের বন্ধুকে হারায়😓৷ সম্পর্কে বন্ধু বললে অবশ্য ভুলই হবে ঠিক ভাইয়ের মতো ছিল," 13 বছর ধরে বন্ধুত্বের❤ সম্পর্ক " কথাটা ওর মুখে শুনে মনে খুব ভালো লাগত৷যাই হোক আসল কথাই আসি,গত কয়েকদিন ধরে ওর ফোনের ringtone এ ছিল এই গানটি৷আমি ওকে অনেকবার বলেওছি যে কী গান রেখেছিস এসব পুরোনো দিনের মতো change করবি, ও আমাকে দেখে হেসে চুপ করে যেত,আজ সে আমাদের মধ্যে নেই তবে😣😞, তবে তার স্মৃতিগুলো যেন আবদ্ধ রয়েছে এই গানে, এখন শুনলে মনে হয় তার ফোনেই বেজে উঠেছে এবং তার উপস্থিতি অনুভব করতে পারি৷ ভগবানের কাছে এইটুকু কামনা করি যে সর্বদা ভালো থাকিস❤💓
কিছু সুর নিজের অজান্তেই মনের মধ্যে ঘর করে নেয়। এই গানের সুর-ও অনেকটা সেরম। সিরিজ দেখার সময় ব্যাকগ্রাউন্ডে প্রথম এই গানটা শুনি। ঠিকই চলছিল অত ভাবিওনি গানটা সর্ম্পকে কিন্ত যত সময় গড়াতে থাকলো মনের অজান্তেই বারবার গেয়ে উঠছিলাম, "...নাও উজাড় করে নাও"। বুঝলাম এভাবেই শুরু হয়।
ছোটো শ্রীকান্তর এক্সপ্রেসন অসাধারণ❤️
Bengali jyada samjh nhi ati fir bhi ye sunke sukoon milta hai... ye gaana boht kareeb hai mere dil ke... kyunki usne mujhe ye gaana suggest kiya tha 👀❤️ uski yaad ati hai to yeh gaana sun ne aajata hoon😶
অনেক গানই তো শুনেছি; এরকম হৃদয় ছোঁয়া গান আর কয়টাই বা! 💖
এটা হলো বয়ঃসন্ধির এফেক্ট।♥️♥️
I'm from Pakistan I don't know what he is saying but His voice and song Mind-blowing soul Touching🥺❣️
অজানা একটা অদৃশ্য নেশা অনুভব করি এই স্টোরিটার প্রতি। i donno why.🙂
আমাকে নাও melt ma heart 🫠