লাভ বার্ড পাখি পালন পদ্ধতি। খাবার | লাভ বার্ড পাখির ব্রিডিং | Lovebird Breeding | Pakhi Palon
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- লাভ বার্ড পাখি পালন পদ্ধতি। খাবার | লাভ বার্ড পাখির ব্রিডিং | Lovebird Breeding | Pakhi Palon
Lovebird Breeding | লাভ বার্ড পাখির ব্রিডিং | Pakhi Palon | লাভ বার্ড পাখি পালন| miranvlog24
ডিম বাচ্চা উৎপাদন করতে চাইলে প্রথমেই আপনাকে জানতে হবে লাভ বার্ড পাখিকে কিভাবে জোড়া দিতে হয় । নতুন দুইটা ছেলে ও মেয়ে পাখিকে যদি সরাসরি এক খাচার মধ্য দিয়ে দেন তবে প্রথম দিকে সমস্যা হতে পারে। অনেক সময় পাখিকে মারামারি করতে দেখা যায়। এজন্য পাখির জোড়া দেয়ার সবচাইতে ভালো নিয়ম হচ্ছে দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচায় রাখা। প্রথমে আপনি যে খাচাটার মধ্যে পাখিকে ব্রিড করাতে চাচ্ছেন সেই খাচাটার মধ্যে ছেলে পাখিটাকে দিয়ে রাখুন। এরপর এর পাশেই একটা খাঁচায় মেয়ে পাখিকে দিয়ে রাখুন। এভাবে পাশাপাশি খাঁচায় দুইটা পাখিকে অন্তত 15 দিন রেখে দেন। এর পর মেয়ে পাখিটাকে ছেলে পাখিটার খাঁচার মধ্যে দিয়ে দেন । এ পদ্ধতিতে কিন্তু আপনি খুব সহজেই পাখির জোড়া টা দিতে পারেন। আবার আপনি যদি কলোনিতে বিডিং করাতে চান তবে কিন্তু নিয়ম আলাদা। কারণ কলোনিতে হঠাৎ করে নতুন একটা পাখি এনে ছেড়ে দিলে বাকি সবগুলো মিলে ওইটা কে মারবে। তাই নতুন পাখি আনার পর সেটাকে খাঁচায় ভরে কলোনির মধ্যে অন্তত সাত দিন রেখে দেবেন এরপর পাখিটাকে কলোনিতে থাকা পুরনো পাখি গুলোর সাথে ছেড়ে দেবেন। তবে ককাটেল পাখির জোড়া দেওয়ার ক্ষেত্রে লাভ বার্ড এক বছর বয়স হয়েছে কিনা এটা নিশ্চিত হয়ে নেবেন। এর থেকে কম বয়সী পাখিকে দিয়ে বিল্ডিং করানো যায় না। আবার একটা পাখি যদি আরেকটা পাখির থেকে বড় ছোট হয় সে ক্ষেত্রে তেমন কোন সমস্যা নেই । আর খেয়াল রাখবেন যেন একই মা-বাবার দুইটা বাচ্চা জোড়া দেয়া না হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় লাভ বার্ড পাখি কে দিয়ে কখনই ক্রস ব্রিডিং করাবেন না। মানে এক জাতের লাভারের সাথে আরেক যাতে লাভ বার্ড এর ব্রিডিং করাবেন না। একই জাতের মধ্যে আপনারা বিল্ডিংটা
#youtube #youtuber #miranvlog24 #miranvlog24 #youtubeshorts #shortsvideo #lovebirds #lovebirds #fyp #funny #fypage #fypシ #fypyoutube #viral #shortsvideo #shorts @miranvlog24 #miranvlog
miranvlog
miran
miranvlogs
miranvlog
related topics
কিউট পোষা পাখির দাম জানুন Most Expensive Birds Collection । Wholesale Pet Birds Market
পাখির দাম | Birds Price in Bangladesh | Exotic Parrots Birds Price | Pranir Golpo | ফিঞ্চ পাখির দাম | Top 10 Finch Birds Price in Bangladesh | বাজরিগার পাখির দাম | বাজরিগার পাখি পালন পদ্ধতি |
পাখি পালন | টিয়া পাখির দাম | ঘুঘু পাখির দাম| সহজ পদ্ধতিতে বাজরিগার পাখির ব্রিডিং, বাজিগর পাখিকে বিল্ডিং করানোর নিয়ম, পাখিপালন, কাকাতুয়া পাখির দাম, ঘুঘু পাখির দাম, তোতা পাখির দাম , কথা বলা পাখির দাম, লাভ বার্ড পাখির ব্রিডিং, লাভ বার্ড পাখির ডিম বাচ্চা উৎপাদন করার নিয়ম, লাভ বার্ড পাখি পালন, লাভ বার্ড পাখির খাঁচার মাপ, লাভ বার্ড পাখির ব্রিডিং কোর্স