বাইকার ভাইয়েরা দয়া করে সাবধান হোন |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ค. 2024
  • ঘটনা টা নরাইলে, আমরা ট্যুর থেকে ফিরছিলাম, রাত আনুমানিক ৮:৩০ মিনিট।
    যে আমার বাইক আটকিয়েছে, তার বাইকের কোন হেডলাইট এবং সিগন্যাল লাইট নাই।
    আমাদের স্পীড মোটামুটি ৬০-৬৫ ছিল, এমন অবস্থায় সে হুট করে ডান থেকে বামে মোড় নেয়, কোন প্রকার সিগন্যাল ছাড়া, সেই সময় আমরা তাকে বলি "এই ভাই এইটা কি হল" তারপর আমরা আমাদের মত শহরের ভিতর দিয়ে রাস্তা বুঝে আসতেছিলাম।
    মোটামুটি ৩-৪ কি:মি: রাস্তা এসার পর সে হুট করে আমার বাইকের সামনে ব্রেক করে আমার বাইকের চাবি নিয়ে নেয়।
    তারপর আমাকে সাইড করতে বলে এবং আমার ক্যামেরা নিয়ে নেয়।
    এই জন্য মুরুব্বিরা বলা নিজের এলাকায় বিড়ালও বাঘ হয়।
    যাই হোক পরবর্তীতে মাফ চেয়ে সেখান থেকে আল্লাহর রহমতে সুস্থ ভাবে ফিরে আসছি এটাই অনেক।আলহামদুলিল্লাহ

ความคิดเห็น • 1

  • @sany662
    @sany662 16 วันที่ผ่านมา

    😢😢😢