বাংলাদেশ যত গানের অনুষ্ঠান হয়েছে এটাই সেরা কারন এখানে বাংলাদেশের সব তারকাদের দেখা গেছে। এমন আর হবে না।এরশাদ যে কত ভালো আবেগ প্রবন মানুষ এই শো দেখলে সবাই বুজবে।২০২৩ সালে এসে দেখলাম আজ অনেকেই বেচে নেই আমাদের মাঝে। সবাই ভালো থাকুন এই দোয়া রইলো।
আমি বিগত ৫বছর দরে ইউটিউব দেখে আসছি কিন্তু আজ আমি ভিষণ অবাক হলাম এমন একটি অনুষ্ঠান আমার চোখে পড়েনি কেনো আজ আমার অনেক ভালো লেগেছে পুরো অনুষ্ঠান টি আমি শুরু থেকে শেষ পর্যনত দেখলাম এতো ভালো লেগেছে যে সে-ই অনুভূতি টুকো বলে ভাষায় প্রকাস করা যাবেনা আর একটা কথা না বললেই নয় সে সকল ম্যাজিক তিন চাকার শিল্পী ভাইদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আমার প্রিয় চ্যানেল ATN Bangla কতৃপক্ষ কেও জানায় আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি
সত্যি মনোমুগ্ধকর অনুষ্ঠান, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এবং গান শুনে এতোটা আবেগ আবল্ত হয়েছি নিজের অজান্তে চোখের কোনাই পানি চলে আসছে শুধু তাদের প্রতিভা দেখে সবার জন্য শুভ কামনা রইলো।
প্রেসিডেন্ট হোসেন মোঃ এরসাদ সফল একজন রাষ্ট্র নায়ক ছিলেন। সেই সাথে তিনি একজন সাদা মনের মানুষ। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের স্বাচ্ছন্দ্য ময় স্থান দান করুন আমিন।।
অনেক গভীর রাত হয়ে গেছে,,, তবুও অনুসঠানটা দেখছি,,কিছু তেই নিজে কন্ট্রোল করতে পারছি না.... সাথে বিভিন্ন অংগনের তারার মেলা,, কার না,, ভালো লাগে এমন শো.... সবাইকে অনেক অনেক ধন্যবাদ.....
আমার চোখে পানি চলে এলো কতো গুনি মানুষ গুলো আমাদের মাজে নেই,,,,এরশাদ চাচা,সাদেক হোসেন খোকা স্যার,,, সুবীর নন্দী স্যার,,আরো অনেকে আমাদের মাজে নেই,,,খুব ভালো লাগলো এই অনুষ্ঠান টা,,,আমার দেখা সেরা অনুষ্ঠান এইটা,,,
দারিদ্রতার করাল গ্রাসে আবর্তিত পরিচয়হীন সুপ্ত প্রতিভা গুলোকে বিশ্বদরবারে পরিচয়ের আলোকে আনার জন্য ATN bangla কে অনেক অনেক ধন্যবাদ। অবসরপ্রাপ্ত শিক্ষক কাওছার আলম, পশ্চিমবঙ্গ,ভারত।
এই অনুষ্ঠানের যতগুলা গান আছে । সেই সব গানগুলো অনেকবার শুনেছি তারপরও বারবার শুনতে মন চায় । গান গুলো এত সুন্দর উপস্থাপন এত সুন্দর তা এখনকার দিনে থেকে অনেক অনেক গুণ ভালো । এগুলো অনুষ্ঠান মানুষের জীবনে আজীবন গেথে থাকবে ।
সোহাগ ও সুবীর নন্দী মহাশয়ের দ্বৈত সংগীত মন ছুঁয়ে গেল। আনন্দ অশ্রু ধরে রাখতে পারলাম না। ATN Banglar অসাধারণ উদ্দ্যোগ। ভারতবর্ষের পশ্চিম বঙ্গ রাজ্য থেকে সোহাগ কে অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানালাম।
আসসালামু আলাইকুম,, শুরু তে মাফ চেয়ে নিচ্ছি..... এই প্রোগ্রাম টা ২০০৮ সালে মে মাসে । অডিশন শুরু হয়। শিশির বিন্দু প্রোডাকশন হাউস থেকে।। পরিচালক শিশির সালমান এর । যেটা শুরু থেকে ফাইনাল রাউন্ড পর্যন্ত । শিশির সালমান প্রচুর জার্নি করে । বাট যতটা পরিসরম করে সে ততটা সম্মান তাকে করা হয় না 😢
2023 সালে এসে অনুষ্ঠানটি দেখলাম বাংলাদেশের সব দলের লোক গুলো কত সুন্দর ভাবে উপভোগ করছে এখন কি আবার এরকম করা সম্ভব হয় না এগুলো স্মৃতি এখনতো অনলাইন যোগ মানুষ দেখবে হয়তো যতদিন পৃথিবী থাকবে সবাই আবার একত্র হয়ে যাক এই কামনা রইল ধন্যবাদ এটিএন টিভি
আনোয়ার চাচা ও কনকচাঁপা ম্যামের যৌথ পরিবেশনায় গানটি অসম্ভব সুন্দর হয়েছে,,, পাশাপাশি সুবীর নন্দী স্যার ও সোহাগের গানটিও চমৎকার লাগছিল,,,, ২টি গানই আমার খুব প্রিয়,,,,
আসিফ ভাই শুরু থেকেই খুব উপভোগ করছে।।দারুন লাগছে ভাইকে।খুব মজার একজন শিল্পী। তার সব গানই আমার ভালো লাগে।প্রতিদিন এখনও তার গান শুনি ১ টা হলেও।২০২৩ এসে কমেন্ট করে গেলাম।
সত্যি অসাধারণ এবং তুলনাহীন একটা অনুষ্ঠান ছিল , সবার উপস্থিতি দেখে খুব ভালো লাগলো , বিশেষ করে রাষ্ট্রপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ , ওনাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি , এবং যারা গান গাইতে এসেছেন খেটে খাওয়া মানুষগুলো , তাদের সকলের জীবনের সফলতা কামনা করি ,
অনেক অনেক ধন্যবাদ AR T V কে অসাধারণ খুব সুন্দর ভালো লাগলো কি বলবো ভাষা খুঁজে পাই না এতো সুন্দর চিন্তা ভাবনা, গরিব মানুষের জন্য মন খোলা আনন্দ তিন চাকা অনুষ্ঠান খুব ভালো খুব ভালো, অনেক ধন্যবাদ গরিবের আনন্দ।।( আর,টি বি কে, অনেক অনেক ধন্যবাদ।।
কোন এক সময় “কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি যানতে” গানটা শুনলেই চোখে পানি এসে যেতে, এখন আর আসে না, তবে আজ এই অনুষ্ঠানের গুন শুনে অনেকের কান্না দেখে আমারও সেই আগের মতো হলো। গানটির মধ্যে অনেক বাস্তবতার মিল আছে।
আমার জীবনে দেখা সেরা একটা অনুষ্ঠান যা এখনকার যুগে এরকম অনুষ্ঠান দেখা যায় না, আধুনিকতার যুগে এসে হারিয়ে ফেলেছি আমরা গুণীজনদের তাদের জন্য বিনম্র শ্রদ্ধা, শ্রদ্ধা জানাই প্রয়াত রাষ্ট্রপতির জনাব হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতি
এই অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দ দায়ক একটি অনুষ্ঠান, এটি একটি অনেক বড় বড় শিল্পীদের মিলন মেলা এবং এটি একটি আনন্দে চোখ ভেজাবার অনুষ্ঠান এমনকি অতি দঃখেরও একটি অনুষ্ঠান। আমারতো মনে হয় মাত্র কয়েক বছর আগে এই অনুষ্ঠানটি হয়েছে কিন্তু এরিমধ্যে অনেক গুনি মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন তাই মনের অজান্তে চোখ ভিজে যায়।আল্লাহপাক যেন সকলকে বেহেশতে রাখেন এই প্রার্থনা করে শেষ করছি।অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে।
এই অনুষ্ঠানে উপস্থিত সবাই কে ধন্যবাদ, এবং সুন্দর ভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপন করেছে,জনাব, আসাদুজ্জামান নূর। আমি প্রায় সময়ই অনুষ্ঠানটি দেখি, কারণ ঐ সময় দর্শক আসনে যাহারা ছিলেন, উনাদের মধ্যে অনেক জনকে আমরা হারিয়েছে, উনাদের আত্মা পরম ধাম প্রাপ্তি হউক কামনা করি। যারা আছেন আপনারা দীর্ঘ জীবি লাভ করুন পরম করুনা ময়ের নিকট প্রার্থনা করি।
বাংলাদেশের ইতিহাসে এই রকম অনুষ্ঠান আর কখনো হবে না। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এটিএন বাংলাকে এতো সুন্দর অনুষ্ঠান করার জন্য। সুবীর নন্দী স্যারের দ্বৈত গানটি সেরা মনে হয়েছে।
"কত যে তোমাকে বেসেছি ভাল, সে কথা তুমি যদি জানতে" - গানটি শুনে ক্যামেরাতে শুধু হুসাইন মোহাম্মদ এরশাদ কাকু ধরা পড়লেও অধিকাংশ দর্শক-শ্রোতাই অশ্রুসিক্ত হয়ে গেছেন। অনুষ্ঠানটি নেটে যত জন দেখবে, এই গানটিতে এসে নিজের অজান্তেই নীরবে তার চোখ অশ্রুসজল হয়ে উঠবে বলে মনে করি। অনুষ্ঠানটি আসলেই খুব সুন্দর লাগলো🌹
এই ভিডিও তো যতক্ষণ ধরে দেখলাম ততক্ষণ আমি আবেগ আপ্লুত ছিলাম।এই ভিডিও চিত্রের মধ্যে যতটা আবেগ আর আকর্ষণ দেখা গেছে বর্তমানে 2023 সালে এসেও আমি এখনও অব্দি কোনো রিয়েলিটি শোতে এত আবেগ ইমোশনাল দেখিনি।এখানে যে সকল রাজনীতিবিদ ছিলেন তাদের মধ্যে অনেকে চলে গেছেন পৃথিবী ছেড়ে।আজ এই ভিডিও দেখে তাদেরকে খুব মনে পড়লো।এরশাদ আমার খুব প্রিয় বেক্তি।যিনি কিনা ক্ষমতা কালে দেশের জন্য অনেক কিছু করে গেছেন।ভালো থাকুক সবাই।❤❤❤❤😭😭😭😭😭
একটা অসাধারণ সুন্দর অনুষ্ঠান দেখলাম। একবারের জন্যও অন্য মনস্ক হইনি। সোহাগের গানটা আগে শুনলেও পুরো অনুষ্ঠানটা দেখা হয়নি। এরকম অনুষ্ঠান আরো আয়োজন করা উচিত। দেশের প্রথিতযশা শিল্পীরা যেভাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করলেন এটা সত্যিই প্রগ্রামটিতে আলাদা মাত্রা যোগ করেছে
স্কুল ফাঁকি দিয়ে এই এলবামের গান গুলো শুনতে গেছিলাম এক সহপাঠীর বাসায়। বাবা শুনতে পেয়ে কান ধরে নিয়ে আসছিলো সেখান থেকে।সেদিনই আমি বাংলা গানের প্রেমে পড়ে যাই। আজ বাবা নেই প্রায় ১৫ বছর হলো😢। আবারো শুনতে এলাম ২০২৩ সালে
আহা কতো সুন্দর ছিলো সেই দিনগুলো যেখানে উপস্থিত ছিলেন রাস্টপতি এইচ এম এরশাদ এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদি স্যার, সুবিরনন্দি,আসিফ আকবর এবং আসাদুজ্জামান নুর স্যারের উপস্থাপনা এরকম হয়তো আর কোনোদিন হবে না
নতুন বছরে ২০২৪ এ দেখলাম, এত সুন্দর একটা অনুষ্ঠান এতো দেরিতে দেখলাম 😔,, এখানে অনেকেই আজ বেচে নেই,, মাটির মানুষ হুসাইন মোহাম্মদ এরশাদ আসলেই মাটির মানুষ ❤️
বাহ্ কি চমৎকার।আসলে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে যে শিল্পীদের পরিবেশনা দেখি তাদের থেকে বেশি সুরেলা বৈ কম নয়।অসাধারণ। এই অনুষ্ঠান গুলো আবার অ্যারেন্জ করা হোক।
মাহাফুজ স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ এই অনুষ্ঠান টি প্রতি বছর চালিয়ে নিন যান, স্যার আপনার জন্য দোআ রইলো, আপনি বেঁচে থাকুন ১০০০ বছর , আমিন, ❤️💚❤️💚
আমি বিগত ৫বছর দরে ইউটিউব দেখে আসছি কিন্তু আজ আমি ভিষণ অবাক হলাম এমন একটি অনুষ্ঠান আমার চোখে পড়েনি কেনো আজ আমার অনেক ভালো লেগেছে পুরো অনুষ্ঠান টি আমি শুরু থেকে শেষ পর্যনত দেখলাম এতো ভালো লেগেছে যে সে-ই অনুভূতি টুকো বলে ভাষায় প্রকাস করা যাবেনা আর একটা কথা না বললেই নয় সে সকল ম্যাজিক তিন চাকার শিল্পী ভাইদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আমার প্রিয় চ্যানেল ATN Bangla কতৃপক্ষ কেও জানায় আন্তরিক অভিনন্দন
আজ এই অনুষ্ঠানের উপস্থিত অনেকেই আমাদের মাঝে বেঁচে নেই। তন্মধ্যে উল্লেখযোগ্য - সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, প্রবীণ আইনজীবী শ্রদ্ধেয় ব্যারিস্টার রফিকুল হক, প্রবীণ সংগিত শিল্পী স্রদ্ধেয় সুবীর নন্দি
ঐ দুটি চোখ যেন জ্বলে ফোটা পদ্ম যতো দেখি তৃষ্ণা মেটেনা,এই লাইনটা আমার ও আমার প্রিয়তমার জীবনের সাথে যেন গভীর ভাবে মিশে আছে অনেক একাকিত্ব মনে হচ্ছে নিজেকে। নাম প্রকাশিত নিরব ★ ★ ★।সুখতারা।
প্রিয় শাহানা আমি তোমাকে আজীবন আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন কোনোভাবে ভুলতে পারবো না। কেউ কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবারো গানটি শুনবো,,,,মফিজুল।
আমার জীবনে অনেক অনুষ্ঠান দেখেছি,তবে এই তিন চাকার অনুষ্ঠানের মত এত ভালো অনুষ্ঠান আর দেখি নাই। তবে কষ্ট কর বিষয় হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যে সকল গুনি মানুষ জন, তারা পর পারে চলে গেছে, তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাত নছিব করেন,আমিন,,,,,
অনেক ভালো একটা অনুষ্ঠান ছিল। এবং এই শো টা পূর্ণরায় চালু হোক! এতে দেশের আনাচেকানাচে পরে থাকা তারকা রা উঠে আসবে। চ্যানেল কতৃপক্ষের কাছে অনুরোধ রইল❤️❤️🙏🙏🙏🙏
সত্যি অসাধারণ সবার পারফরম্যান্স ♥️ সবচেয়ে ভালো লাগছে সব প্রিয় মুখগুলো একসাথে দেখে। এই তিন চাকার তারকা অনুষ্ঠান টি আবার পুনরায় চালু করা হোক চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইলো।
ইউটিউবের সুবাদে ২০২৪ সালে অসাধারণ অনুষ্টানটি আবার দেখে মন ছুঁয়ে গেলো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই আজ লোকান্তরিত।তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি।এটিএন বাংলা কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবিনয়ে অনুরোধ করছি,খেটে খাওয়া মানুষের জন্য আগামীতে আরও ভালো কিছু উপহার দিবেন।গুণীজন,গুণী শিল্পীসহ উপস্থিত কলাকৌশলী সবাইকে শ্রদ্ধা।তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটি বিশেষ মর্যাদায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে।ধন্যবাদ সবাইকে।
সত্যি এই অনুষ্ঠান আমার জীবনের দেখা সেরা অনুষ্ঠান। এখানের অনেক মানুষ আর বেচে নেই তার মধ্যে সুবীরনন্দী আর প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরসাদ।সত্যি হুসাইন মোহাম্মদ এরসাদ একজন মাটির মানুষ। গানের মধ্যে তার আবেগ আর কান্না । সত্যি একটা গর্বের বিষয়
ATN Banglar munni sahar kache ai 20 shilpi o amra jara sunechi o sunbo tader gan sobai rini hoe roilam. Osadharon o otulonio valo kichu amader ke upohar diechen tar mongol kamona kori. ATN BANGLA O Square company ke onek onek dhonnobad ai Betikrom valo onusthaner jonno. Ar amadre Mahfuj vai o Nur Vai obossoi prosongsar dabidar. Sabek Rastropoti Ersad soho je sob guni jonra uposthit chilen Tara sobai nibedito pran o pranobonto chilen dekhe khubi valo legeche.
খুব সুন্দর একটি অনুষ্ঠান। উপস্থাপন, গান পরিবেশন, মিউজিক, এবং গানের কথা সত্যিই খুব অসাধারণ। একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে, যারা এটি আয়োজন করেছেন। এবং কৃতজ্ঞতা তাদের প্রতি যারা এই আয়োজনের পিছনে ছিলেন। এতো সুন্দর একটি উপহার দেওয়ার জন্য।
চমৎকার লাগছিল ভাই সালাম জানাই। আমি আবিবুত এত বেশি রাজনৈতিক নেতা কেন অনুষ্টানে আমিদেখিনি।সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ, অগ্নি কন্যা মতিয়া,মেয়র সাদেক হোসেন খোকা, দেশের বড় বড় শিল্পী, গুনি জন উপস্থিতি সফল করেছে। এ,টি,এন বাংলা কে ধন্যবাদ জানাই।
হুসাইন মোহাম্মদ এরশাদ আসলেই একজন মানবিক মানুষ-একজন আবেগপ্রবণ প্রেসিডেন্ট।সোজাকথা না,গান শুনেই উনার অশ্রু নেমে এলো।
আগেও একটা ছোটদের অনুষ্টানে ঈশিতার ফালানী চরিত্রের অভিনয় দেখে তাঁর চোখে অশ্রুর বন্যা নেমেছিলো।
ভালো থাকুক এ মানবিক মানুষটি।আল্লাহপাক উনাকে জান্নাত নসীব করুন।
❤❤❤❤❤❤ আমিন।
ওনার চোখের সমস্যা ছিল 😅😅😅
Amin
Amin
তিনি রোমান্টিক আছেন ❤❤❤
বাংলাদেশ যত গানের অনুষ্ঠান হয়েছে এটাই সেরা কারন এখানে বাংলাদেশের সব তারকাদের দেখা গেছে। এমন আর হবে না।এরশাদ যে কত ভালো আবেগ প্রবন মানুষ এই শো দেখলে সবাই বুজবে।২০২৩ সালে এসে দেখলাম আজ অনেকেই বেচে নেই আমাদের মাঝে। সবাই ভালো থাকুন এই দোয়া রইলো।
আমি বিগত ৫বছর দরে ইউটিউব দেখে আসছি কিন্তু আজ আমি ভিষণ অবাক হলাম এমন একটি অনুষ্ঠান আমার চোখে পড়েনি কেনো আজ আমার অনেক ভালো লেগেছে পুরো অনুষ্ঠান টি আমি শুরু থেকে শেষ পর্যনত দেখলাম এতো ভালো লেগেছে যে সে-ই অনুভূতি টুকো বলে ভাষায় প্রকাস করা যাবেনা আর একটা কথা না বললেই নয় সে সকল ম্যাজিক তিন চাকার শিল্পী ভাইদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আমার প্রিয় চ্যানেল ATN Bangla কতৃপক্ষ কেও জানায় আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি
মনছুয়ে গেলো
সেম
সত্যি মনোমুগ্ধকর অনুষ্ঠান, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এবং গান শুনে এতোটা আবেগ আবল্ত হয়েছি নিজের অজান্তে চোখের কোনাই পানি চলে আসছে শুধু তাদের প্রতিভা দেখে সবার জন্য শুভ কামনা রইলো।
সোহাগ ও সুবীর নন্দীর একসাথে গাওয়া গানটি হৃদয় ছুঁয়ে গেলো।
২০২৪ সালে এসে এই অনুষ্ঠানটি কে কে দেখেছেন তার আমাকে লাইক দিয়ে মনে করিয়ে দিবেন।আমিও আবার দেখবো
অসাধারণ আগের গানের সুর গুলো যে এত সুন্দর গানের কথাগুলো ❤
আমিও আছি
@@mdrejaulkarim8057 ধন্যবাদ ভাই
❤🖐️
ভাই, এই অনুষ্ঠান দেখতে গিয়ে রাতের ঘুম শেষ আজকে, আপনি আবারও দেখবেন তো🥰
প্রেসিডেন্ট হোসেন মোঃ এরসাদ সফল একজন রাষ্ট্র নায়ক ছিলেন। সেই সাথে তিনি একজন সাদা মনের মানুষ। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের স্বাচ্ছন্দ্য ময় স্থান দান করুন আমিন।।
ameen
লাখে একটা এমন অনুষ্ঠান। শিল্পীরা অসাধারণ সাহস জুগিয়েছেন সাথে গলা মিলিয়ে । স্যালুট জানাই এই সব শিল্পীদের
ঐ
অনেক গভীর রাত হয়ে গেছে,,, তবুও অনুসঠানটা দেখছি,,কিছু তেই নিজে কন্ট্রোল করতে পারছি না....
সাথে বিভিন্ন অংগনের তারার মেলা,,
কার না,, ভালো লাগে এমন শো....
সবাইকে অনেক অনেক ধন্যবাদ.....
আমি ও 🙂
কনকচাঁপা আনোয়ার এবং সোহাগ সুবীর নন্দী এবং উপস্থাপনা সত্যি অসাধারণ সাবাইকে অনেক ধন্যবাদ।
আজ ০১-০৫-২০২৩ রাত ৩ টায় অনুষ্ঠান টি দেখছি।হুসাইন মোহাম্মদ এরশাদ কাকা সত্যি ই মাটির মানুষ ছিলেন।
এরশাদ কাকাকে ভীষণ মিস করছি,
কতইনা সরল স্বভাবের মোমের মত মন তার,চোখের জলেই তার প্রমান। ভালো থাকবেন আল্লাহর কাছে,আমীন।
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন
Amin
Amen 🙏
আমিন
মুসলিম বিদ্বেষী ভারতীয় দালালেরা ষড়যন্ত্রের কুফল হল এরশাদের পতনের একমাত্র কারণ।
সোহাগ এবং সুবীর নন্দীর গানটা মন ছুয়ে গেছে। অসাধারণ। ❣️
সুবীর নন্দী না ফেরার দেশে চলে গেছেন 🥲🥲
𝚁ℹ️𝚐𝚑𝚝👌
মোঃছলেমান
আনদাই।।বাড়ীয়া।
তৌ্য।চাকাতারকা 1:07:39 1:07:39 @@StorageFile-p7h
ভাই এই অনুষ্ঠান কত সালে হয়েছিল কেউ জানলে বলবেন।
২০০৮ সালে@@JunedAhmed-hx5nd
আমার চোখে পানি চলে এলো কতো গুনি মানুষ গুলো আমাদের মাজে নেই,,,,এরশাদ চাচা,সাদেক হোসেন খোকা স্যার,,, সুবীর নন্দী স্যার,,আরো অনেকে আমাদের মাজে নেই,,,খুব ভালো লাগলো এই অনুষ্ঠান টা,,,আমার দেখা সেরা অনুষ্ঠান এইটা,,,
এরশাদ চাচা, সাদেক হোসেন খোকা, সূবীর নন্দি অনেক বেশি মিস করি
এই ৩ জনকে অনেক মিস করি আল্লাহ যেন তাদের পরপারে ভালো রাখে।
দারিদ্রতার করাল গ্রাসে আবর্তিত পরিচয়হীন সুপ্ত প্রতিভা গুলোকে বিশ্বদরবারে পরিচয়ের আলোকে আনার জন্য ATN bangla কে অনেক অনেক ধন্যবাদ। অবসরপ্রাপ্ত শিক্ষক কাওছার আলম, পশ্চিমবঙ্গ,ভারত।
এই অনুষ্ঠানের যতগুলা গান আছে । সেই সব গানগুলো অনেকবার শুনেছি তারপরও বারবার শুনতে মন চায় । গান গুলো এত সুন্দর উপস্থাপন এত সুন্দর তা এখনকার দিনে থেকে অনেক অনেক গুণ ভালো ।
এগুলো অনুষ্ঠান মানুষের জীবনে আজীবন গেথে থাকবে ।
সোহাগ ও সুবীর নন্দী মহাশয়ের দ্বৈত সংগীত মন ছুঁয়ে গেল। আনন্দ অশ্রু ধরে রাখতে পারলাম না। ATN Banglar অসাধারণ উদ্দ্যোগ। ভারতবর্ষের পশ্চিম বঙ্গ রাজ্য থেকে সোহাগ কে অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানালাম।
❤
যথার্থ বলেছেন!
প্রয়াত সুবীর নন্দীর প্রতিটি গানই মন ছুঁয়ে যাওয়া। তাঁর স্মৃতির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা।
সুবীর নন্দীর বিকল্প আর আমাদের দেশে সৃষ্টি হবে না
সাবলিল ভাষায় উপস্থাপন, কোনো জুকারি নাই,নাই কোনো জড়তা।ধন্যবাদ আসাদুজ্জামান নুর স্যার কে
Because he’s one ☝️ and only Noor sir.
@@neonlights4937
,.. Mm. okkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
P7.
@@sayedarahman6407 ????
ভুল বিচারক
এই ধন্যবাদ টুকু তো
পরিচালক শিশির সালমান পায় তাই না
বা । শিশির বিন্দু প্রোডাকশন হাউস
তাই নয় কি????
সবচেয়ে হৃদয় কেড়ে নিলো ভাই সোহাগ।
Ki osadharan potiva re vai sohager....selut vai toke.....
আগামী প্রজন্মের জন্য কমেন্ট করে রেখে গেলাম এই অনুষ্ঠান অনেক জনপ্রিয় ছিল। এগুলো দেখলে মন ও হৃদয় ছুয়ে যায়।আজীবন এই অনুষ্ঠান বেচে থাকবে। old is gold...
আসসালামু আলাইকুম,,
শুরু তে মাফ চেয়ে নিচ্ছি.....
এই প্রোগ্রাম টা ২০০৮ সালে মে মাসে । অডিশন শুরু হয়।
শিশির বিন্দু প্রোডাকশন হাউস থেকে।।
পরিচালক শিশির সালমান এর । যেটা শুরু থেকে ফাইনাল রাউন্ড পর্যন্ত । শিশির সালমান
প্রচুর জার্নি করে । বাট যতটা পরিসরম করে সে ততটা সম্মান তাকে করা হয় না 😢
এরশাদ স্যার একজন ভালো মনের মানুষ
আমার প্রিয় গায়িকা কনক চাপা
2023 সালে এসে অনুষ্ঠানটি দেখলাম বাংলাদেশের সব দলের লোক গুলো কত সুন্দর ভাবে উপভোগ করছে এখন কি আবার এরকম করা সম্ভব হয় না এগুলো স্মৃতি এখনতো অনলাইন যোগ মানুষ দেখবে হয়তো যতদিন পৃথিবী থাকবে সবাই আবার একত্র হয়ে যাক এই কামনা রইল ধন্যবাদ এটিএন টিভি
আনোয়ার চাচা ও কনকচাঁপা ম্যামের যৌথ পরিবেশনায় গানটি অসম্ভব সুন্দর হয়েছে,,, পাশাপাশি সুবীর নন্দী স্যার ও সোহাগের গানটিও চমৎকার লাগছিল,,,, ২টি গানই আমার খুব প্রিয়,,,,
আসিফ ভাই শুরু থেকেই খুব উপভোগ করছে।।দারুন লাগছে ভাইকে।খুব মজার একজন শিল্পী। তার সব গানই আমার ভালো লাগে।প্রতিদিন এখনও তার গান শুনি ১ টা হলেও।২০২৩ এসে কমেন্ট করে গেলাম।
কনকচাপা-আনোয়ার,সোয়াগ-সুবীর এর দ্বৈত উপস্থাপনা সত্যিই প্রান ভরে গেছে।
কনকচাঁপা -আনোয়ার প্রথম পুরুষকার পাওয়া উচিৎ ছিল আমি মনে করি
সত্যি অসাধারণ এবং তুলনাহীন একটা অনুষ্ঠান ছিল , সবার উপস্থিতি দেখে খুব ভালো লাগলো , বিশেষ করে রাষ্ট্রপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ , ওনাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি , এবং যারা গান গাইতে এসেছেন খেটে খাওয়া মানুষগুলো , তাদের সকলের জীবনের সফলতা কামনা করি ,
অনেক অনেক ধন্যবাদ AR T V কে অসাধারণ খুব সুন্দর ভালো লাগলো কি বলবো ভাষা খুঁজে পাই না এতো সুন্দর চিন্তা ভাবনা, গরিব মানুষের জন্য মন খোলা আনন্দ তিন চাকা অনুষ্ঠান খুব ভালো খুব ভালো, অনেক ধন্যবাদ গরিবের আনন্দ।।( আর,টি বি কে, অনেক অনেক ধন্যবাদ।।
কোন এক সময় “কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি যানতে” গানটা শুনলেই চোখে পানি এসে যেতে, এখন আর আসে না, তবে আজ এই অনুষ্ঠানের গুন শুনে অনেকের কান্না দেখে আমারও সেই আগের মতো হলো। গানটির মধ্যে অনেক বাস্তবতার মিল আছে।
একটা সময় আমি প্রতিদিন ১ হলেও শুনতাম ভাইয়া
সব শিল্পীদের নাচ অসাধারন ছিল, সেই মূহুর্ত, সেরা আয়োজন ছিল।
10/2/2024 দেখলাম ভালো লাগলো ❤❤❤❤ হুসাইন মোহাম্মদ এরসাদ এর আত্মার মাগফিরাত কামনা করছি
আমার জীবনে দেখা সেরা একটা অনুষ্ঠান যা এখনকার যুগে এরকম অনুষ্ঠান দেখা যায় না, আধুনিকতার যুগে এসে হারিয়ে ফেলেছি আমরা গুণীজনদের তাদের জন্য বিনম্র শ্রদ্ধা, শ্রদ্ধা জানাই প্রয়াত রাষ্ট্রপতির জনাব হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতি
এই অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দ দায়ক একটি অনুষ্ঠান, এটি একটি অনেক বড় বড় শিল্পীদের মিলন মেলা এবং এটি একটি আনন্দে চোখ ভেজাবার অনুষ্ঠান এমনকি অতি দঃখেরও একটি অনুষ্ঠান। আমারতো মনে হয় মাত্র কয়েক বছর আগে এই অনুষ্ঠানটি হয়েছে কিন্তু এরিমধ্যে অনেক গুনি মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন তাই মনের অজান্তে চোখ ভিজে যায়।আল্লাহপাক যেন সকলকে বেহেশতে রাখেন এই প্রার্থনা করে শেষ করছি।অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে।
মরহুম স্যার পেসিডেনট হুসেইন মুহাম্মদ এরশাদ কে স্যালুট ওভালবাসা ও তার রুহের মাগফেরাত কামনা করছি,
হুম জাতীয় বেইমান সালা
0fun
এক মঞ্চেই আওয়ামী লীগ,বিএনপি, জাতীয় পার্টি একসাথে,,দেখে মোটামুটি ভালোই লাগছে।❤️❤️❤️২২ সালে আইসা প্রথম দেখতেছি
আগে ও অনেক বার দেখেছি
তবে এখন বেশি ভালো লাগছে ০৮/০৯/২০২২
@@mdshaju7766 I’m going নন
হুসেইন মুহম্মদ এরশাদ কে আল্লাহ্ জান্নাতুল ফেরদাউস দান করুক আমিন
তারকাদের মধ্যে তারকা হওয়ার কতটা তৃপ্তি এদের গানের মাধ্যেমের তা প্রকাশ পায়। কতটা সুন্দর উপস্থাপন।
সোহাগের গান শুনে আশ্চর্য হয়ে গেলাম, অনেক সুন্দর প্রতিভা আছে সোহাগের গানের মধ্যে,,,
ঠিক কথা বলেছেন, সত্যি খুব অসাধারণ ছিল।
Right ▶️▶️▶️ vhai
Right..😢😢😢😢
❤ 18:27
আবেগে হারিয়ে গিয়েছিলাম এই পুরো অনুষ্ঠান দেখে।তাদের হৃদয় দিয়ে গাওয়া গান।।
এই অনুষ্ঠানে উপস্থিত সবাই কে ধন্যবাদ, এবং সুন্দর ভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপন করেছে,জনাব, আসাদুজ্জামান নূর। আমি প্রায় সময়ই অনুষ্ঠানটি দেখি, কারণ ঐ সময় দর্শক আসনে যাহারা ছিলেন, উনাদের মধ্যে অনেক জনকে আমরা হারিয়েছে, উনাদের আত্মা পরম ধাম প্রাপ্তি হউক কামনা করি। যারা আছেন আপনারা দীর্ঘ জীবি লাভ করুন পরম করুনা ময়ের নিকট প্রার্থনা করি।
আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা 😍😍😍
ভারত থেকে দেখছি ২০২৩ সালে শেষে । অসাধারণ উদ্যোগ । অনুষ্ঠানটি যিনি পরিচালনা করছেন অসাধারণ । খুবই ভালো লেগেছে সবাইকে ।
শিশির বিন্দু প্রোডাকশন হাউস থেকে
পরিচালক শিশির সালমান । পরিচালনা করছেন। ধন্যবাদ
বাংলাদেশের ইতিহাসে এই রকম অনুষ্ঠান আর কখনো হবে না। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এটিএন বাংলাকে এতো সুন্দর অনুষ্ঠান করার জন্য। সুবীর নন্দী স্যারের দ্বৈত গানটি সেরা মনে হয়েছে।
সোহাগ+ সুবীর নন্দী জুটি অসাধারণ ছিলো।
কনকচাঁপা আপু তোমার যেমন হাসি তেমন সুর মাশাল্লাহ
কনকচাঁপা আনটি গান সত্যি অসাধারণ❤❤❤❤❤❤
"কত যে তোমাকে বেসেছি ভাল, সে কথা তুমি যদি জানতে" - গানটি শুনে ক্যামেরাতে শুধু হুসাইন মোহাম্মদ এরশাদ কাকু ধরা পড়লেও অধিকাংশ দর্শক-শ্রোতাই অশ্রুসিক্ত হয়ে গেছেন। অনুষ্ঠানটি নেটে যত জন দেখবে, এই গানটিতে এসে নিজের অজান্তেই নীরবে তার চোখ অশ্রুসজল হয়ে উঠবে বলে মনে করি। অনুষ্ঠানটি আসলেই খুব সুন্দর লাগলো🌹
হুম ঠিক বলেছেন
ঠিক বলছেন
এই ভিডিও তো যতক্ষণ ধরে দেখলাম ততক্ষণ আমি আবেগ আপ্লুত ছিলাম।এই ভিডিও চিত্রের মধ্যে যতটা আবেগ আর আকর্ষণ দেখা গেছে বর্তমানে 2023 সালে এসেও আমি এখনও অব্দি কোনো রিয়েলিটি শোতে এত আবেগ ইমোশনাল দেখিনি।এখানে যে সকল রাজনীতিবিদ ছিলেন তাদের মধ্যে অনেকে চলে গেছেন পৃথিবী ছেড়ে।আজ এই ভিডিও দেখে তাদেরকে খুব মনে পড়লো।এরশাদ আমার খুব প্রিয় বেক্তি।যিনি কিনা ক্ষমতা কালে দেশের জন্য অনেক কিছু করে গেছেন।ভালো থাকুক সবাই।❤❤❤❤😭😭😭😭😭
একটা অসাধারণ সুন্দর অনুষ্ঠান দেখলাম।
একবারের জন্যও অন্য মনস্ক হইনি।
সোহাগের গানটা আগে শুনলেও পুরো অনুষ্ঠানটা দেখা হয়নি। এরকম অনুষ্ঠান আরো আয়োজন করা উচিত। দেশের প্রথিতযশা শিল্পীরা যেভাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করলেন এটা সত্যিই প্রগ্রামটিতে আলাদা মাত্রা যোগ করেছে
কী সুন্দর অনুষ্ঠান। বাকি জীবনে এই রকম অনুষ্ঠান আর হবে না।
যি ভাই আর হবে না । কারন
আমার হাসবেন্ড আর বানায় নি । তাই আর হয় নি
@@rinarina7000 আপনার হাজব্যান্ড কে?
বাংলাদেশের এক মাএ অনুষ্ঠান যে শো তে বাংলার সব শিল্পী এক জায়গায় হয়েছে, বিশেষ করে যে সুবীর নন্দীর গাওয়া কত যে তোমাকে ভেসেছি ভালো সত্যি অসাধারন হয়ছে?
চমৎকার! অসংখ্য গুণীজন এবং তারকাদের সমন্বয়ে খচিত ছিলো এ অনুষ্ঠান।
Nice
স্কুল ফাঁকি দিয়ে এই এলবামের গান গুলো শুনতে গেছিলাম এক সহপাঠীর বাসায়। বাবা শুনতে পেয়ে কান ধরে নিয়ে আসছিলো সেখান থেকে।সেদিনই আমি বাংলা গানের প্রেমে পড়ে যাই। আজ বাবা নেই প্রায় ১৫ বছর হলো😢। আবারো শুনতে এলাম ২০২৩ সালে
তিন চাকার অনুষ্ঠান টি যে ধরনের রাজনৈতিক নেতাদের আগমন তা প্রমাণ করে অসাধারণ।
চমৎকার সাবলিল উপস্থাপনা
নেই কোন ভাড়ামি
লিজেন্ড আসাদুজ্জামান নূর স্যার
চমৎকার একটা অনুষ্ঠান। অসাধারণ লাগলো।অনেক উপভোগ করলাম। অনেক বড়ো বড়ো শিল্পীদের মিলন মেলা দেখেই মনটা ভরে গেলো।
আহা কতো সুন্দর ছিলো সেই দিনগুলো
যেখানে উপস্থিত ছিলেন রাস্টপতি এইচ এম এরশাদ এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদি স্যার, সুবিরনন্দি,আসিফ আকবর এবং আসাদুজ্জামান নুর স্যারের উপস্থাপনা
এরকম হয়তো আর কোনোদিন হবে না
. u
ওমর আলীর নং চাই,দয়া করে দিবেন,,,,
Right
নতুন বছরে ২০২৪ এ দেখলাম, এত সুন্দর একটা অনুষ্ঠান এতো দেরিতে দেখলাম 😔,, এখানে অনেকেই আজ বেচে নেই,, মাটির মানুষ হুসাইন মোহাম্মদ এরশাদ আসলেই মাটির মানুষ ❤️
ওমর আলী চাচার গলা আসলেই অনেক সুন্দর। প্রেমের মরা জলে ডুবেনা গানটা এত সুন্দরভাবে গেয়েছেন মনে হচ্ছিল আব্দুল আলিম গান গাইছে।
কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে
সুবীর নন্দী স্যার ❤
সত্যি গানটা আমার প্রিয় একটি গান
🎉 বারবার দেখি ততই ভালো লাগছে
সত্যি গান গুলো আমার অনেক ভালো লাগলো
@@jannatulmaoa2062 অথচ এই ভালো লাগার বিষয় গুলো ইসলাম নিষিদ্ধ করে রেখেছে একটু আওয়াজ হাসতেও মানা আল্লায় ভগবান গড মানুষের আনন্দ দেখতে পারেনা
বাহ্ কি চমৎকার।আসলে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে যে শিল্পীদের পরিবেশনা দেখি তাদের থেকে বেশি সুরেলা বৈ কম নয়।অসাধারণ। এই অনুষ্ঠান গুলো আবার অ্যারেন্জ করা হোক।
অন্তত এই আওয়ামী লীগ সরকারের আমলে সেটা সম্ভব নয়,,, কারন সিন্ডিকেট আওয়ামী লীগে কখনোই সবার সাথে মিলে মিশে চলতে পারে না,,
মাহাফুজ স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ এই অনুষ্ঠান টি প্রতি বছর চালিয়ে নিন যান, স্যার আপনার জন্য দোআ রইলো, আপনি বেঁচে থাকুন ১০০০ বছর , আমিন, ❤️💚❤️💚
এই দুয়া আপনার মা এবং বাবার জন্য করেন কাজে আসবে
অনুষ্টানে ওপস্তিত অনেকেই এখন আর এই পৃথিবীর আলোতে নাই,
এদৃশ্য দেখে মর্মাহত হৃদয় নিয়ে অনুষ্টান উপভোগ করছি তাই!
অনেক সুন্দর, অসাধারণ একটি, অনুষ্ঠান,
মাস আল্লাহ, গান, মানুষের, মনে,একটা
আনন্দের, অংশ বি্শ,শ্বতাপদ্বি, থাকবে
অসাধারণ এক ইভেন্ট ছিল,,,,তার সাথে সব জ্ঞানী, গুনী,,,রাজনৈতিক কিংবদন্তি , সাধারণ মানুষ এক মঞ্চে,,, সত্যি খুব ভালো লাগছে,,,,
বাংলার মানুষ গুলো কত সহজ সরল, এইসব অনুষ্ঠান না দেখলে বুঝতে পারতাম না
সোহাগের মত ট্যালেন্ট আমাদেরও আছে ভাবতেই ভালো লাগে। সম্পূর্ণ অনুষ্ঠানটি চমৎকার লেগেছে
আমি বিগত ৫বছর দরে ইউটিউব দেখে আসছি কিন্তু আজ আমি ভিষণ অবাক হলাম এমন একটি অনুষ্ঠান আমার চোখে পড়েনি কেনো আজ আমার অনেক ভালো লেগেছে পুরো অনুষ্ঠান টি আমি শুরু থেকে শেষ পর্যনত দেখলাম এতো ভালো লেগেছে যে সে-ই অনুভূতি টুকো বলে ভাষায় প্রকাস করা যাবেনা আর একটা কথা না বললেই নয় সে সকল ম্যাজিক তিন চাকার শিল্পী ভাইদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আমার প্রিয় চ্যানেল ATN Bangla কতৃপক্ষ কেও জানায় আন্তরিক অভিনন্দন
সুন্দর লেগেছে এই তিন চাকা অনুষ্ঠান কি অনেক সময় শেষ পর্যন্ত দেখিলাম সত্যিই অসাধারণ গান গুলো সুন্দর করিয়া গেছেন। পুরানো গান।। ❤❤❤❤
বাংলায় কতো স্মৃতি কত আবেগ ময় গান গুলো,, সত্যি খুব ভালো লাগলো যে বড় বড় শিল্পী রাও কতো উৎসাহ দিলো,,,সত্যি ওই অভাক হওয়ার বিষয়,,এই অনুষ্ঠান আমি প্রথম দেখলাম 🥰🥰🥰
আমাদের পুরানু গান গুল এবাবে বছে থাক
Same to you brother, just told him wonderful and together relationship just beautiful moment
কি সুন্দর পরিবেশ সব বড় বড় রাজনৈতিক নেতারা শিল্পীরা সব এক সাথে। এমন অনুষ্ঠান আর বাংলাদেশে হতো না।
আর হবে না কোন দিন
আজ এই অনুষ্ঠানের উপস্থিত অনেকেই আমাদের মাঝে বেঁচে নেই।
তন্মধ্যে উল্লেখযোগ্য - সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, প্রবীণ আইনজীবী শ্রদ্ধেয় ব্যারিস্টার রফিকুল হক, প্রবীণ সংগিত শিল্পী স্রদ্ধেয় সুবীর নন্দি
সাদেক হোসেন খোকা
@@mostafakamal5626 উনি কি এই অনুষ্ঠানে ছিলেন???
@@aburaihankhan7662 Hae vhai
Salam salam hazar salam gan er abdul jobbar o nei
@@aburaihankhan7662 জী ছিলেন একবার মাত্র ক্যামেরায় দেখিয়েছে।
ধন্যবাদ ATN বাংলা কে এমন মিলন মেলার অনুষ্ঠান করার জন্য
কতই গুনী শিল্পীই না ছিলেন তখন,,,তাদের গান শুনলেই মন স্নিগ্ধ হয়ে যেত,, অন্যরকম অনুভূতিই কাজ করতো তখন।।।
অনেক রাত হওয়ার পরে ভিডিওটা আসে দেখতে দেখতে শেষ পর্যন্ত উপভোগ করেছি সত্যি সত্যি মন মুগ্ধ করার মত একটা অনুষ্ঠান মন ভালো হয়ে গেল ।।
এতো সুন্দর অনুষ্ঠান করার জন্য সবাইকে ধন্যবাদ প্রবাসিদের নিয়ে এমন অনুষ্ঠান করলে আমরা আরো আনন্দিত হতাম
HD কোয়ালিটির ভিডিওটা বহুদিন খুঁজেছি কিন্তু পায় নি। আজকে পেলাম। ধন্যবাদ এটিএন টিভি কে,,,,,♥♥♥♥
❤
ঐ দুটি চোখ যেন জ্বলে ফোটা পদ্ম যতো দেখি তৃষ্ণা মেটেনা,এই লাইনটা আমার ও আমার প্রিয়তমার জীবনের সাথে যেন গভীর ভাবে মিশে আছে অনেক একাকিত্ব মনে হচ্ছে নিজেকে। নাম প্রকাশিত নিরব ★ ★ ★।সুখতারা।
প্রিয় শাহানা আমি তোমাকে আজীবন আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন কোনোভাবে ভুলতে পারবো না। কেউ কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবারো গানটি শুনবো,,,,মফিজুল।
Sahana k vai
ভাই জানিনা কমেন্টটি দেখছেন কিনা?
প্রত্যেক প্রেমিকেরই একজন শাহানা থাকে,যাকে বুকের রক্ত খাবার হিসাবে দিয়ে অন্তরেই পুষে রাখেন।
😢😢😢😢
মন ভরে গেলো এমন অনুষ্ঠান দেখে । সুদুর কোলকাতা থেকে জানাই সবাইকে ধন্যবাদ
আমার জীবনে অনেক অনুষ্ঠান দেখেছি,তবে এই তিন চাকার অনুষ্ঠানের মত এত ভালো অনুষ্ঠান আর দেখি নাই।
তবে কষ্ট কর বিষয় হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যে সকল গুনি মানুষ জন, তারা পর পারে চলে গেছে, তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাত নছিব করেন,আমিন,,,,,
অনেক ভালো একটা অনুষ্ঠান ছিল। এবং এই শো টা পূর্ণরায় চালু হোক! এতে দেশের আনাচেকানাচে পরে থাকা তারকা রা উঠে আসবে। চ্যানেল কতৃপক্ষের কাছে অনুরোধ রইল❤️❤️🙏🙏🙏🙏
ওমর আলী ভাইয়ের নং চাই,,,,দিবেন কি?
এইসব অনুষ্ঠান মানুষের মনের কথা বলে এবং শুনলে মন ভরে যায় কি অসাধারণ গান
মন মাতানো তিন চাকা তারাকা অনুস্টান টি আবারো চালু করার জন্য সবিনয়ে আবেদন করছি।
উদ্যোগ নেয়ার মত এবং পরিচালনা করার মত লোকের অভাব। যারা জড়িত ছিল তাদের অনেকেই জীবিত নাই তাই এইরকম অনুষ্ঠান করা আর সম্ভব না।
আমি এই অনুষ্ঠানটি 2024 সালে এসে কতবার যে দেখছি তারপরেও আমার মন ভরে নাই
৪ চাকার থেকে বেশি আবেগময় গান ৩ চাকা ওয়ালাদের🥰😭
ভিডিও দেখছি আর ভাবছি অনেকেই আজ এই দুনিয়াতে নাই।
সকলের আত্মার শান্তি কামনা করি।
এত সুন্দর অনুষ্ঠান আর এমন দরদী কন্ঠ বর্তমান সময়ে খুঁজে পাওয়া দুষ্কর ❤❤❤
ধন্যবাদ এ অনুষ্ঠানের সাথে জড়িত সকলকে❤❤
এটা এমন একটা অনুষ্ঠান যেখানে দলমত নির্বিশেষে সবাই দাওয়াত পায়ছে।
২০২৩ সালে এসেও অনুষ্ঠানটির মুগ্ধতা কমেনি!আসলেই সুন্দর ছিলো সোহাগ ❤️
আমার কাছে সোহাগ বেষ্ট। সোহাগের আগামীর জন্য শুভকামনা।
সত্যি অসাধারণ সবার পারফরম্যান্স ♥️
সবচেয়ে ভালো লাগছে সব প্রিয় মুখগুলো একসাথে দেখে। এই তিন চাকার তারকা অনুষ্ঠান টি আবার পুনরায় চালু করা হোক চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইলো।
কোন নামে?? বঙ্গবন্ধু তিন চাকা নামে??🤣🤣🤣🤣
বাহ যেমন উপস্থাপনা তেমনি শিল্পী তেমনি গান সব মিলিয়ে এক আনন্দময় মুহূর্ত ছিল সত্যিই অসাধারণ লেগেছে ধন্যবাদ সবাইকে ❤️❤️
❤ 1:57
ইউটিউবের সুবাদে ২০২৪ সালে অসাধারণ অনুষ্টানটি আবার দেখে মন ছুঁয়ে গেলো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই আজ লোকান্তরিত।তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি।এটিএন বাংলা কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবিনয়ে অনুরোধ করছি,খেটে খাওয়া মানুষের জন্য আগামীতে আরও ভালো কিছু উপহার দিবেন।গুণীজন,গুণী শিল্পীসহ উপস্থিত কলাকৌশলী সবাইকে শ্রদ্ধা।তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটি বিশেষ মর্যাদায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে।ধন্যবাদ সবাইকে।
সত্যি এই অনুষ্ঠান আমার জীবনের দেখা সেরা অনুষ্ঠান। এখানের অনেক মানুষ আর বেচে নেই তার মধ্যে সুবীরনন্দী আর প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরসাদ।সত্যি হুসাইন মোহাম্মদ এরসাদ একজন মাটির মানুষ। গানের মধ্যে তার আবেগ আর কান্না । সত্যি একটা গর্বের বিষয়
এরা সবাই গরীব ও খেটে খাওয়া মানুষ , সন্মানের পাশাপাশি পুরুস্কারের অর্থ আরও অনেক বেশি হওয়া উচিত ছিল ।
আজ একযুগ পর আবার অনুষ্ঠানটা দেখতেছি,দেশের অসংখ্য গুণীজন একসাথে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার✌️
অনেক খুজেছি ভাই এই পুরো এপিসোড দেওয়ায় আমার অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি👍👍👍❤️❤️❤👍👍👍
ATN Banglar munni sahar kache ai 20 shilpi o amra jara sunechi o sunbo tader gan sobai rini hoe roilam. Osadharon o otulonio valo kichu amader ke upohar diechen tar mongol kamona kori. ATN BANGLA O Square company ke onek onek dhonnobad ai Betikrom valo onusthaner jonno. Ar amadre Mahfuj vai o Nur Vai obossoi prosongsar dabidar. Sabek Rastropoti Ersad soho je sob guni jonra uposthit chilen Tara sobai nibedito pran o pranobonto chilen dekhe khubi valo legeche.
অসাধারণ ছিলো! প্রোগ্রাম টা।
কতবার যে দেখলাম নিজেও জানিনা।
অসাধারণ কথা সুর ও আবেগ ভরা কণ্ঠ।
🔥🔥🔥💖💖💖🔥🔥
ভারত থেকে। সোহাগের প্রতি 👌💯
আমার জীবনের শ্রেষ্ট সংগীতাজন। অসাধারণ গায়কী ❤️❤️❤️
খুব সুন্দর একটি অনুষ্ঠান। উপস্থাপন, গান পরিবেশন, মিউজিক, এবং গানের কথা সত্যিই খুব অসাধারণ। একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান।
ধন্যবাদ সবাইকে, যারা এটি আয়োজন করেছেন। এবং কৃতজ্ঞতা তাদের প্রতি যারা এই আয়োজনের পিছনে ছিলেন। এতো সুন্দর একটি উপহার দেওয়ার জন্য।
পরিচালক শিশির সালমান
শিশির বিন্দু প্রোডাকশন হাউস
অসাধারণ আয়োজন!
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাসহ সকল আয়োজকদেরকে...
চমৎকার লাগছিল ভাই সালাম জানাই। আমি আবিবুত এত বেশি রাজনৈতিক নেতা কেন অনুষ্টানে আমিদেখিনি।সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ, অগ্নি কন্যা মতিয়া,মেয়র সাদেক হোসেন খোকা, দেশের বড় বড় শিল্পী, গুনি জন উপস্থিতি সফল করেছে। এ,টি,এন বাংলা কে ধন্যবাদ জানাই।
বিবিসির জরিপে বাংলা ভাষায় সর্ব কালের সেরা দশটি গানের তিনটির শিল্পী ছিল আ: জাব্বার সাহেব । এই অনুষ্ঠান দেখে উনার কথা বারবার মনে পরছে ।