50 টাকায় যদি এরা ডিসপ্লে বানাতে পারে তাহলে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত যেন গ্রাহক পর্যায়ে এটা অন্তত 500 টাকার মধ্যে থাকে মাঝখানে 10 গুণ লাভ ব্যবসায়ীরা করুক তাতে সমস্যা নাই কিন্তু 500 টাকার ডিসপ্লে 2000 টাকা দাবি করা কোন পর্যায়ের জুলুম
ভাই দেশে তৈরি হলে আমাদের জন্য ভালো। কম দামে পাওয়া যাবে।বাংলাদেশের হলে সমস্যা কোথায়। দেশের হলে বলতে সমস্যা কোথায়। দেশের পন্য চায়না বলে বিক্রি করলে সমস্যা।
এদেশের মানুষের প্রযুক্তিগত জ্ঞান নেই বললেই চলে, যার কারণে ৫০ টাকা সন্দেহের কারণ। আমি একজন কম্পিটার টাইপিস্ট। অনেকে এক/ দেড় ঘণ্টায় যে কাজটি কম্পোজ করে ১৫০ টাকা নেয়, ঠিক সেই একই কাজটি করতে আমার সময় লাগে মাত্র ১০ থেকে ১৫ মিনিট এবং সেই কাজটির জন্য আমি পারিশ্রমিক নিই মাত্র ২০ টাকা। এবার ভাবুন কী পরিমাণ আমি আমার টাইপিং স্পিড অর্জন করতে পেরেছি। আসলে আমাদের দেশে এখনও পর্যন্ত এক শ্রেণির লোক আছে। যাদের নিজেদেরই কিছুই করার ক্ষমতা নেই, সেখানে যদি কেউ কিছু করার যোগ্যতা রাখে এবং কাজটি করে দেখায়, তাহলে মনে হয়, সে যেন মস্তবড় একটা অপরাধ করে ফেলেছে। আর এটাই হচ্ছে অসভ্য বাঙালীর আসল চরিত্র।
জিনিস একই--- কেউ দেড়ঘন্টা ধরে কম্পোজ করে ১৫০ নিলো আর আপনি ১০ মিনিটে কম্পোজ করে ২০ টাকা নিলেন... এতে করে আপনি নিজের স্কিল ও ট্যালেন্ট কেই মূল্যায়ন করছেন নাহ, এটাই আপনার ব্যর্থতা! টাইপিং স্পিড অর্জন করে আপনার আদৌ কি লাভ হলো দিনশেষে? পার আওয়ার ইনকাম তো বাড়লো নাহ
ভোক্তা অধিকার আর যাই করুক আইসিটি ডিপার্টমেন্টের লোকদের হাত দিয়ে ফেলেছে। কমেন্টস দেখে তো মনে হলো ভোক্তা অধিকার দেশের কোন উপকার করছে না। জনগণের আরো ক্ষতি করছে।
৫০ টাকায় কি আপনি বানায় দিবেন আপনাদের জদি সারা দিন বোজানো হয় তারপর ও তো আপনি বুজতে পারবেন না নকল নকল বলতেছেন যে এগুলা নকল হয় না ডিসপ্লের মধ্যে অনেক গুলা কয়লিটি আছে
ডিসপ্লের দাম কত সঠিক কেউ বলতে পারবে না। কারণ এগুলা ডিসপ্লে সরাসরি চায়না থেকে ইমপোর্ট করা হয়। খরচ বাদে যার যতটুকু প্রয়োজন ততটুকুই করতেই পারে। যে কম দামে বিক্রি করবে তার থেকে নেবে। তাতে কার কি যায় আসে
বিগত দিন ধরে আপনাদের এই শুভ অভিযান দেখে আমাদের কাছে অনেক ভালো লাগে, কিন্তু এগুলা বন্ধ না হওয়ার কারণ ঠিক মত জেল জরিমানা করতে পারেন না।জরিমানা না করে শুধু জেল দিয়ে দেন দুই তিন বছর করে
কিকরে যেই দামের পণ্য,সেই দাম নিশ্চিত করা যায় এবং কোয়ালিটি ইমপ্রুভ করা যায়,সেই বুদ্ধি বের করুন, তাহলেই সাধারণ মানুষ উপকৃত হবে। দয়া করে,এসব ব্যবসায়ীর নিন্মমানের পণ্য উচ্চ দরে বিক্রির সুযোগ বন্ধ করুন।
আপনাদের কে সাধুবাদ জানাই। এরকম অসাধু ব্যবসায়ীদের আরো বেশি বেশি করে আইনের আওতায় আনতে হবে। ইস্টার্ন প্লাজায় ইস্টার্ন মোবাইলে এ ধরনের কার্যকলাপ হয় দয়া করে বিষয়টি নজরে নিবেন
এরা শুধু সাংবাদিক হয়েছে। ডিসপ্লে সম্পর্কে কোন ধারণা কোন জ্ঞান এই সাংবাদিকদের ভীতর নেই। তা না হলে এই ভিডিও এ যে থামবি করা হয়েছে এখানে থামবিলে দিয়েছে ৫০ টাকায় ডিসপ্লে এরা নাকি বানিয়ে ফেলে? ডিসপ্লে তৈরি করার মত মেশিন বাংলাদেশে দেখাতে পারবেন কোথাও? বাংলাদেশে মোবাইল ফোনের কিছুই তৈরি হয় না। এগুলা সব চায়না থেকে বাংলাদেশে ইনপুট হয়।
খাদ্য পন্যর উপর নজর দিয়ে সর্বস্তরের জনগণকে সাহায্য করা জরুরি সিন্ডিকেট বিতাড়িত করতে না পারলে রুট পরিবর্তন করলে চলবে না, যেখানে একজন ভিক্ষুকের স্বার্থ রয়েছে তা হল নিত্যপণ্যের বাজার এগুলো শেষ করে এদিকে আসা উচিত, খাদ্য পন্যর বাহিরে যাহা করা হবে এটা এখন অপ্রয়োজনীয়।
দেশীয় পদ্ধতিতে যদি দেশের চাহিদা সম্পন্ন পন্যদ্রব্য উৎপাদন করা যায়, তবে বাংলাদেশ সরকারের উচিৎ তাদেরকে সহায়তায় মাধ্যমে এর উপর অনুমোদন দিয়ে একটি ফ্যাক্টরী তৈরি করে দেয়া। প্রতিভা বিকাশ করার সুযোগ করে দেয়া। তা না হলে এই দেশে কখনোই কোনো বিজ্ঞানী তৈরি হবে না। কিংবা মেধা ও যোগ্যতা প্রদর্শনেরও সুযোগ হবে না। বরং সারাজীবন বিদেশিদের তৈরির উপর নির্ভর করে দেশকে চলতে হবে। আর তাতে জনগন জানবে- সরকারই হয়তো এই দেশকে মেধাশূন্য করে বিদেশিদের কাছে আজীবন জিম্মি রাখাতে চাইছে! তাহলে,, কেন আমাদের সরকার মেধা বিকাশকে সব সময় বাধাগ্রস্থ করবে! দেশের জনগণের কর্মযোগ্যতাকে বাঁধা দিয়ে~ জরিমানা করে~ উৎপাদন বন্ধ করে দিয়ে আমরা কি কখনোই নিজেদের জাতীকে উন্নয়ন করছি নাকি জাতীকে বাধ্যতামূলক বেকাররত্ব তৈরিরে বাধ্য করছি।
What the level of sense and knowledge of these officers? Maybe the shop keeper isn't smart enough to answer properly but how you think these can be made in Bangladesh!
Mashaaa Allah .erokom technological revilotion ke desher ainer modhe ene promote kora uchit .Amar Desh sob manusher .jedin sob made in Bangladesh Hobe Amar book aro Bangladeshider sathe gorbe file uthbe.
আসলে অনেকেই কমেন্টস করতেছেন অভিযানের বিরুদ্ধে তবে আমি অভিযানের পক্ষে কারন আমি টাকা দিয়ে ডিসপ্লে কিনবো বা কিনি আমাকে চায়নার ডিসপ্লে দিলে চায়নারই হতে হবে। কোরিয়া কিনবা তাইওয়ানের হলে সে দেশেরই হতে হবে। আমার কাছে যে কম্পানীর ডিসপ্লে বলে বিক্রী করে সেটা প্রকৃতপক্ষে সে কম্পানীরই হতে হবে। সেটাই ব্যাবসার নিয়ম কিন্তু তারা কমদামে বিভিন্ন ব্রান্ডের ডিসপ্লে এনে তাদের নিজস্ব ছিল মেরে ব্রান্ডের ডিসপ্লে বানিয়ে ফেল্লেন এখানে ব্যাবসায়ী প্রচুর লাভবান হলেও কাষ্টমার প্রতারিত হলো।
আপনার এই অবিযানে আজ পযন্ত কি কোন কিছু বন্ধ করতে পারছেন। সুদু জরিমানা নেন। দুইদিন পর যা তাই। উটিউব থেকেও ইনকাম জরিমানা থেকেও ইনকাম।😅😅😅😅
আপনার পরামর্শ কি তাহলে?
দোকান আছে কয়েক লাখ, মাঠ পর্যায়ে লোক নেই 1হাজার ও
তাহলে জরিমানা ছাড়া আর কি করবে?
@akram_khan আজকে যেই টাকা যরিমানা দিচ্চে কালকে দাম বাড়িয়ে দিয়ে টাকা উডিয়ে নেয়।
😂😂😂😂😅😅😅😅
😂😂😂@@akram_khan
Products nosto kore felbe@@akram_khan
বাংলাদেশে কারো পক্ষে একটা বাটনফোনের এলসিডি বানানোর ক্ষমতা এখনো হয়নি।এটা জানা দরকার ছিল অন্ততপক্ষে😃🤗😃
ধোন বলসো ভাইয়া , সেই হইছে 😅😂
কে বলছে আপনাকে কয়টা লাগবে
ভোক্তা অধিকারের লোকজনদের আর ভালো ট্রেনিং দরকার। ডিসপ্লে যে দেশে তৈরি সম্ভব না এতটুকু তো জানা উচিত।
কে বলেছে আপনাকে।
Eye bangladeshe kon disply ta toyri hoyse?
Ekta button phone er disply toyri korbar khomota nai shekhane abar android phone er disply banabe
Shob ashe chaina theke
Abol tabol bogbenna na jene gheu gheu korbenna
Olpo biddha boyaboho @@AbuAyub-g1n
Hala toi ki koi tika asot
৫০ টাকায় যদি বানানো সম্ভব হয় তাহলে তো তাদেরকে আরো উৎসাহ দেওয়া উচিৎ।
বিক্রয় করে ২ থেকে ৩ হাজার টাকায় তার কি হবে..??
@@bmshakilahmed4642je golo 2/3 hajar bikri kore oigola tader kinteo 1500/2000tk pore
Tarpor abar technician je lagaya dei tar mojori ase 400/500
আর কোয়ালিটির কি হবে?আমি কিনে ঠকলাম না জিতলাম সেটা নিশ্চিত হব কি করে? প্যাকেটে সরকার নির্ধারিত দাম দেবার ব্যবস্থা করা হোক।
ফালতু থাম্বল দিচ্ছেন কেন? এই অভিজানের অফিসার যারা ছিলেন তারা এই ডিসপ্লের ব্যাপারে বিন্ধু পরিমাণ জ্ঞ্যান রাখেনা।
রিপোর্ট মারেন
ঠিক বলছেন
Vai tik bolchen
Thik bolchen vai
আচ্ছা তাদের তো জানার দরকার নাই ।
এলসির কাগজ কই !! ইম্পোর্টের কাগজ কই?
মানুষকে ছোট জ্ঞান করা বন্ধ করেন ।
এই ভোক্তা অধিকার এর লোককেই কেমন যেন মনে হচ্ছে। উনাদের সম্পদের হিসাব জনগনকে দেয়া উচিত।
Tik
তাদেরকে উৎসাহ দিয়ে ব্যাপক উৎপাদন এবং মার্কেটিং এ উৎসাহিত করা হোক।
আপনারা কাস্টমার কেয়ারে যান না কেনো, তারা যেইটা ১০০০ টাকায় দিতাছে, কাস্টমার কেয়ারে সেইপা লাগাতে লাগছে ৪০০০ টাকা, তাদের কাছে যান না কেনো
যে জিনিস সম্পর্কে বুজেনা সেটাও অভিযানে করতে যায়
Rights
অযথা কর্মযজ্ঞ । পন্ডিতি জাহির করতে চাচ্ছে কিন্তু এ কোন অপরাধ?? !!
শিরোনাম এর কোনো তথ্য ভিডিও তে তো দেখলাম না,সঠিক শিরোনাম ব্যবহার করুন, এধরণের টাইটেল আপমাদের থেকে আশা করিনা
bhai pni DBC news e dekhon onno video. Matro 50 takay
আর দোকানদার আরও স্ট্রং ও পারদর্শী হতে হবে এতো আবুল হলে চলবে না৷
50 টাকায় যদি এরা ডিসপ্লে বানাতে পারে তাহলে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত যেন গ্রাহক পর্যায়ে এটা অন্তত 500 টাকার মধ্যে থাকে মাঝখানে 10 গুণ লাভ ব্যবসায়ীরা করুক তাতে সমস্যা নাই কিন্তু 500 টাকার ডিসপ্লে 2000 টাকা দাবি করা কোন পর্যায়ের জুলুম
ভাই উনি বলছে ৳50 লাভ হয় উনি বলে নাই 50 টাকা এটার কেনা দাম।
লেখাপড়া করো জ্ঞানের অভাব রয়েছে আপনার
আমি মনে করি এরাই হলো বাংলাদেশের মেজিস্ট্রেট। এদের হাতেই আল্লাহ ক্ষমতা দেয়েছেন,যে বিষয়ে অভিযানে এসেছে সে সম্পর্কে কিছুই যানেনা 😂😂😂
ভাই দেশে তৈরি হলে আমাদের জন্য ভালো। কম দামে পাওয়া যাবে।বাংলাদেশের হলে সমস্যা কোথায়। দেশের হলে বলতে সমস্যা কোথায়। দেশের পন্য চায়না বলে বিক্রি করলে সমস্যা।
সে তো বলেনায় অরজিনাল৷ বলেছে অরজিনাল কোয়ালিটি৷ আবুল দোকানদার আমি হলে এসব ভোক্তা টোক্তার অধিকার দিতাম 😎😎😎
এরাই হলো বাংলাদেশের মেজিস্ট্রেট। এদের হাতেই আল্লাহ ক্ষমতা দেয়েছেন,যে বিষয়ে অভিযানে এসেছে সে সম্পর্কে কিছুই যানেনা 😂😂😂
এদের আইটি/ মোবাইল এক্সেসরিস এর ব্যাপারে কোন আইডিয়া আছে কিনা সন্দেহ আছে।।
১০ হাজার টাকার ফোনের ডিসপ্লে কাস্টমার কেয়ারে গেলে ৩ হাজারের ওপর নেয় অথচ লোকাল মার্কেটে ১ হাজার ১২০০ তে লাগানো সহ নেয়।
এখানে ২ নাম্বারির কি হলো???
ভোক্তা অধিদপ্তর কিচ্ছু জানেনা। কিছু দিন পর বলবে চকবাজারের মাল। 😂
৫০ টাকায় ভোক্তা অধিকার এর অফিসে ডিসপ্লে বানায়,জনগন ৫৫/৬০ টাকা করে কিনে আনেন।
এদেশের মানুষের প্রযুক্তিগত জ্ঞান নেই বললেই চলে, যার কারণে ৫০ টাকা সন্দেহের কারণ। আমি একজন কম্পিটার টাইপিস্ট। অনেকে এক/ দেড় ঘণ্টায় যে কাজটি কম্পোজ করে ১৫০ টাকা নেয়, ঠিক সেই একই কাজটি করতে আমার সময় লাগে মাত্র ১০ থেকে ১৫ মিনিট এবং সেই কাজটির জন্য আমি পারিশ্রমিক নিই মাত্র ২০ টাকা। এবার ভাবুন কী পরিমাণ আমি আমার টাইপিং স্পিড অর্জন করতে পেরেছি। আসলে আমাদের দেশে এখনও পর্যন্ত এক শ্রেণির লোক আছে। যাদের নিজেদেরই কিছুই করার ক্ষমতা নেই, সেখানে যদি কেউ কিছু করার যোগ্যতা রাখে এবং কাজটি করে দেখায়, তাহলে মনে হয়, সে যেন মস্তবড় একটা অপরাধ করে ফেলেছে। আর এটাই হচ্ছে অসভ্য বাঙালীর আসল চরিত্র।
জিনিস একই--- কেউ দেড়ঘন্টা ধরে কম্পোজ করে ১৫০ নিলো আর আপনি ১০ মিনিটে কম্পোজ করে ২০ টাকা নিলেন... এতে করে আপনি নিজের স্কিল ও ট্যালেন্ট কেই মূল্যায়ন করছেন নাহ, এটাই আপনার ব্যর্থতা!
টাইপিং স্পিড অর্জন করে আপনার আদৌ কি লাভ হলো দিনশেষে? পার আওয়ার ইনকাম তো বাড়লো নাহ
এদের জরিমানা না করে । এমন সুযোগ করে দেন। যেন দেশের কাজে লাগে
ভাই এইসব ফাজলামো করে কি লাভ। এতে সাধারণ জনগণের কোন লাভ হয় কি? এই ধরনের প্রশ্ন করে হয়রানি কেন।
যে দেশে ডিসপ্লে তৈরি করতে পারে না।
তার জন্য আবার ভক্ত অধিকার
বাংলাদেশ সরকারের উচিত এদের প্রষ্ঠপোষকতা করা। এবং বাইরে থেকে আমদানি বন্ধ করতে হবে। তাহলে দেশের অর্থ দেশে থাকবে এবং বেকারত্ব দূর হবে।
কাউকে ভুল ইনফরমেশন দিয়ে ভুল থাম্বেল দিয়ে ভিডিও তৈরি করবেন না ভিডিও লাইক বেশি পাওয়ার জন্য ভিউ বাড়ানোর জন্য
উনি বলেছে 50 টাকা প্রফিট করে
মামলাতো এদের নামে করা উচিত। ভুল তথ্য দিয়ে শিরোনাম দেওয়ার কারণে এদের বিরুদ্ধে মামলা করা উচিত
Thik
ভোক্তা অধিকার আর যাই করুক আইসিটি ডিপার্টমেন্টের লোকদের হাত দিয়ে ফেলেছে। কমেন্টস দেখে তো মনে হলো ভোক্তা অধিকার দেশের কোন উপকার করছে না। জনগণের আরো ক্ষতি করছে।
৫০ টাকায় কি আপনি বানায় দিবেন
আপনাদের জদি সারা দিন বোজানো হয় তারপর ও তো আপনি বুজতে পারবেন না নকল নকল বলতেছেন যে
এগুলা নকল হয় না
ডিসপ্লের মধ্যে অনেক গুলা কয়লিটি আছে
যারা অভিযান করতে গেছে তাদের সামান্যতম জ্ঞানটুকু নাই এই মালটা কি দেশে বানায়
ডিসপ্লের দাম কত সঠিক কেউ বলতে পারবে না।
কারণ এগুলা ডিসপ্লে সরাসরি চায়না থেকে ইমপোর্ট করা হয়।
খরচ বাদে যার যতটুকু প্রয়োজন ততটুকুই করতেই পারে।
যে কম দামে বিক্রি করবে তার থেকে নেবে।
তাতে কার কি যায় আসে
এদেরকে ভোক্তা অধিকার চাকরি কারা দিছে ❤️অামার মনে হয় আপনারা ফেক ৫০ টাকায় গরিলা পাওয়া যায় না,
এদের মেধা কাজে লাগিয়ে, দেশে উৎপাদন হোক
এরা যদি ডিসপ্লে বানাইতে পারে দেশীয় নাম দিয়ে দেশীয় ডিসপ্লে তৈরি করুন যা মানুষ অল্প দামে কিনতে পারবে
অরজিনাল ডিসপ্ল্যের দাম ১৫-২০ হাজার টাকা😂
তাহলে এদের থেকে যদি আমরা কম দামে ভালো জিনিস পাই তাহলে ক্ষতি কি বুজলাম নাতো 4:12
এদেরকে কে চাকরি দিলো... এদের অযোগ্যতার কারনে বরখাস্ত করা উচিত
কাস্টমার কেয়ার ছাড়া সব ডিসপ্লে মাস্টার কপি হয়।এতো টুকু জ্ঞান নাই😂
এরা যদি কম মুললে ডিস প্লে দিতে পারে তাহলে আপনাদের কি সমস্যা
50 টাকায় কিভাবে ডিসপ্লে বানায়??? আমি ১০০ করে দিবো আপনি বানিয়ে দেন।
যারা অভিযান পরিচালনা করতে গেছে এরা জানেন না এই সব মাল বাংলাদেশ এ তৈরি হয় না তারপরও কেন ঝামেলা করিতেছে জানিনা
বিগত দিন ধরে আপনাদের এই শুভ অভিযান দেখে আমাদের কাছে অনেক ভালো লাগে, কিন্তু এগুলা বন্ধ না হওয়ার কারণ ঠিক মত জেল জরিমানা করতে পারেন না।জরিমানা না করে শুধু জেল দিয়ে দেন দুই তিন বছর করে
ভোকতা অধিদপ্তর এর নুন্যতম আইডিয়া নেই lcd সম্পর্কে
বাংলাদেশে মেধা প্রকাশ করলি কেনো ভাই,, এরা মেধাবীদের উৎসাহ দে না,, আহারে বাংলাদেশ
ডিসপ্লে যদি বাংলাদেশ বানাতে পারতো তাহলে বাংলাদেশ চিনের সমপর্যায়ে থাকতো❤❤
কিকরে যেই দামের পণ্য,সেই দাম নিশ্চিত করা যায় এবং কোয়ালিটি ইমপ্রুভ করা যায়,সেই বুদ্ধি বের করুন, তাহলেই সাধারণ মানুষ উপকৃত হবে। দয়া করে,এসব ব্যবসায়ীর নিন্মমানের পণ্য উচ্চ দরে বিক্রির সুযোগ বন্ধ করুন।
এন্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে নাকি ৫০ টাকা জীবনে আরো কত কিছু দেখতে হবে,৫০ টাকা দিয়েতো বাটন ফোনের ডিসপ্লেও বানাইতে পারবে না
ভোক্তা অধিকারের জানাই না যে ডিসপ্লে দেশে তৌরি সম্ভব না,আর ৫০ টাকা😆😆😆
এদের নিয়ে আমি গর্বিত। কারন এরা যদি কম এগুলো সেল করতো আরো ভালো হতো
এদের উৎসাহ দেওয়া দরকার । কুটির শিল্প 🎉।
মাঝে মাঝে অভিযান চালানো হয়, যাতে সময় মতো মাসোহারা পাঠায়।
আজ পর্যন্ত অভিযানের কারনে কনো কিছু বন্দ হয়েছে, দেখেছেন?
তাহলে উনাদেরকে সরকারিভাবে কাজে লাগানো হোক ।
বাংলাদেশের মানুষ একটা শুই বানাইতে পারেনা ডিসপ্লে কিভাবে বানাইবে।
ডিসপ্লের ব্যাপারে সামান্য পরিমাণ ও জ্ঞেয়ান নিয়ে তার পর এখানে আশা উচিৎ ছিল !
তাদের কে বিশেষ সুবিধা দিয়ে কাজে উৎসাহিত করুন,,,,
আপনাদের কে সাধুবাদ জানাই। এরকম অসাধু ব্যবসায়ীদের আরো বেশি বেশি করে আইনের আওতায় আনতে হবে। ইস্টার্ন প্লাজায় ইস্টার্ন মোবাইলে এ ধরনের কার্যকলাপ হয় দয়া করে বিষয়টি নজরে নিবেন
এভিডেন্স দেখানোর জন্য সময় দিন।
দোকানটা কোন জায়গায় একটু এড্রেস টা দেন আমি ওখান থেকে ডিসপ্লের ব্যবসা করব
আমরা অনেকেই জানিনা ডিসপ্লে দাম কতো এটার নির্ধারিত দাম দেওয়া হোক
এরা শুধু সাংবাদিক হয়েছে। ডিসপ্লে সম্পর্কে কোন ধারণা কোন জ্ঞান এই সাংবাদিকদের ভীতর নেই। তা না হলে এই ভিডিও এ যে থামবি করা হয়েছে এখানে থামবিলে দিয়েছে ৫০ টাকায় ডিসপ্লে এরা নাকি বানিয়ে ফেলে? ডিসপ্লে তৈরি করার মত মেশিন বাংলাদেশে দেখাতে পারবেন কোথাও? বাংলাদেশে মোবাইল ফোনের কিছুই তৈরি হয় না। এগুলা সব চায়না থেকে বাংলাদেশে ইনপুট হয়।
Nokol bolte kisu nai
Display gular 4/5 dhoron hoy
স্যার আমি নিজে দেখেছি, ওরা তাদের রান্নাঘরে মাত্র ৫০ টাকার বিনিময়ে দুধর্ষ ডিসপ্লে বানায়।
😂😂😂😂
মুরগির খাবারের দিকে একটু নজর দিলে ভালো হত
খাদ্য পন্যর উপর নজর দিয়ে সর্বস্তরের জনগণকে সাহায্য করা জরুরি সিন্ডিকেট বিতাড়িত করতে না পারলে রুট পরিবর্তন করলে চলবে না, যেখানে একজন ভিক্ষুকের স্বার্থ রয়েছে তা হল নিত্যপণ্যের বাজার এগুলো শেষ করে এদিকে আসা উচিত, খাদ্য পন্যর বাহিরে যাহা করা হবে এটা এখন অপ্রয়োজনীয়।
ম্যাজিস্ট্রেটকে প্রশিক্ষণের জন্য পাবনা পাঠানো উচিত
দেশীয় পদ্ধতিতে যদি দেশের চাহিদা সম্পন্ন পন্যদ্রব্য উৎপাদন করা যায়, তবে বাংলাদেশ সরকারের উচিৎ তাদেরকে সহায়তায় মাধ্যমে এর উপর অনুমোদন দিয়ে একটি ফ্যাক্টরী তৈরি করে দেয়া। প্রতিভা বিকাশ করার সুযোগ করে দেয়া।
তা না হলে এই দেশে কখনোই কোনো বিজ্ঞানী তৈরি হবে না। কিংবা মেধা ও যোগ্যতা প্রদর্শনেরও সুযোগ হবে না। বরং সারাজীবন বিদেশিদের তৈরির উপর নির্ভর করে দেশকে চলতে হবে। আর তাতে জনগন জানবে- সরকারই হয়তো এই দেশকে মেধাশূন্য করে বিদেশিদের কাছে আজীবন জিম্মি রাখাতে চাইছে! তাহলে,, কেন আমাদের সরকার মেধা বিকাশকে সব সময় বাধাগ্রস্থ করবে! দেশের জনগণের কর্মযোগ্যতাকে বাঁধা দিয়ে~ জরিমানা করে~ উৎপাদন বন্ধ করে দিয়ে আমরা কি কখনোই নিজেদের জাতীকে উন্নয়ন করছি নাকি জাতীকে বাধ্যতামূলক বেকাররত্ব তৈরিরে বাধ্য করছি।
What the level of sense and knowledge of these officers? Maybe the shop keeper isn't smart enough to answer properly but how you think these can be made in Bangladesh!
৫০টাকায় বানিয়ে বিদেশে রফতানি করা হোক
Bhai Lenovo p2 a42(2016) ar display ki hobe?
আরও চ্যালেঞ্জ করলাম যদি বাংলাদেশে কেউ ডিসপ্লে তৈরি করে দিতে পারে তার ২বছর তাকে ফ্রি সার্ভিস দিব৷
Mashaaa Allah .erokom technological revilotion ke desher ainer modhe ene promote kora uchit .Amar Desh sob manusher .jedin sob made in Bangladesh Hobe Amar book aro Bangladeshider sathe gorbe file uthbe.
ভোক্তা অধিকার নিয়ে কাজ করতেছেন তাদের কথাবার্তা আরো মার্জিত হওয়া উচিত এবং বুঝে শুনে মানুষের সাথে বা ব্যবসায়ীদের সাথে ভদ্র ভাবে আচরণ করা উচিত
এই দোকানদার আমাদের দেশে সম্পদ তাদেরকে ভালো কাজে ব্যবহার করা হোক ওরা খারাপ ওরা খারাপ
ভাই ডুবলিকেট ডিসপ্লে বন্ধ করে দেওয়া হক
আসলে অনেকেই কমেন্টস করতেছেন অভিযানের বিরুদ্ধে তবে আমি অভিযানের পক্ষে কারন আমি টাকা দিয়ে ডিসপ্লে কিনবো বা কিনি আমাকে চায়নার ডিসপ্লে দিলে চায়নারই হতে হবে। কোরিয়া কিনবা তাইওয়ানের হলে সে দেশেরই হতে হবে। আমার কাছে যে কম্পানীর ডিসপ্লে বলে বিক্রী করে সেটা প্রকৃতপক্ষে সে কম্পানীরই হতে হবে। সেটাই ব্যাবসার নিয়ম কিন্তু তারা কমদামে বিভিন্ন ব্রান্ডের ডিসপ্লে এনে তাদের নিজস্ব ছিল মেরে ব্রান্ডের ডিসপ্লে বানিয়ে ফেল্লেন এখানে ব্যাবসায়ী প্রচুর লাভবান হলেও কাষ্টমার প্রতারিত হলো।
জানেনা কিছুই হেডলাইন দিছে ৫০ টাকার ডিসপ্লে
Sad!
ভালোই তো আমাদের দেশে তৈরি হচ্ছে
গুড❤❤❤
অন্য দেশে হলে এদের পৃষ্ঠপোষকতা দিয়ে সরকার নিজে লাভবান হতো এবং দেশে এগিয়ে যেত।
Hatirpool Motaleb Plaza??
ডিসপ্লের দোকানে না যাইয়া কষ্ট করে একটু বসুন্ধরা মোবাইল গুলোর দোকানে যান।।
বাংলাদেশে মোবাইলের প্রচুর দাম মোবাইলের দামের ব্যাপারে একটু নজর দিন আপনারা ❤
এধরনের অভিযানে টেকনিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন লোক রাখতে হবে ,
বাংলাদেশে কোনো ধরনের ডিসপ্লে তৈরি হয়না।
Nice notun kicu egulo e dorkar
সিলেটের করিম উল্লাহ মার্কেটে এরকম অভিযান করুন দয়া করে।
chattagram new market o same Vokta odhikar dakar dorkar
খারাপ কি??
কম দামে দিতেসে!!! আজিব দেশ।
জ্ঞানহীন মানুষ যখন অভিযান করে😄😄
Thanks vi
Location koi
সুলভে পাচছি, সমসসা কি
Ader kothain bicher kora hok sir
প্রতিভা সঠিকভাবে কাজে লাগাইতে দিতে হবে তাইলেই তো ভালো হবে
ধন্যবাদ আপনাকে
Samsung J1 6 display price Kota
এরা জদি lcd বানাইতে পারে তাহলে আমি মনে করি ভালে,কিন্তু সরকার অনুমোদন সবার আগে ধরকার ভালে জিনিস বানাইলে ভালো
Thank you for two subscribers
যারা বুঝতে পারছেন না তাদেরকে বলি , ডিসপ্লে এর দাম 50 টাকা না । ডিসপ্লে তে 50 টাকার ছিল মারা হয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ।
ভাই তাহলে আমরা অরজিনাল চিনবো কিভাবে
ভাই এইসব হাসপাতালে বেশি চলে , আপনি হাসপাতালে যান ডাক্তারদের ধরেন ,
ওদের কে কারিগরি শিক্ষা এবং লোন দিয়ে সঠিক কাজের ব্যবস্থাপনা করতে দিলি দেশ উন্নতির হবে
৫০ টাকায় ডিসপ্লে বানায় না বলছে ৫০ টাকা পাইকারি লাভ করে প্রতি পিস ডিসপ্লে