E ki holo | এ কি হলো ৷ SEYLON Music Lounge

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025
  • নিবেদিত প্রেমের থেকে অপ্রকাশিত প্রেমের সংখ্যা কম নয়। এই প্রেম নিজের মনে প্রস্ফুটিত হয়ে বিকাশের আগেই সম্পর্ক আর সামাজিকতার দ্বিধা-দ্বন্দ্বে হারিয়ে যায়। একান্তে এই প্রেমের দহন; পোড়ায় আজীবন। এমনই এক অন্যরকম প্রেম নিয়ে কিশোর কুমারের কালজয়ী গান ‘এ কী হলো’।
    DISCLAIMER - (Disclaimer) The music posted is for promotional purposes only. If you like the music, please support the artists. All rights to published audio, video, graphic and text materials belong to their respective owners. If you are the author or copyright owner of any of the material used, and you want it to be REMOVED, please mail us at seylont@gmail.com
    এ কি হলো (১৯৬৯)
    মূল শিল্পী- কিশোর কুমার
    কথা ও সুর- গৌরিপ্রসন্ন মজুমদার
    সুর ও সঙ্গীত- রাহুল দেব বর্মণ
    কভার শিল্পী- মাহাদী
    মিউজিক রিঅ্যারেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া
    প্রোডাকশনঃ ফোর্টিনাইন ব্লু
    এজেন্সিঃ ক্রিয়েটো
    #Seylontea #SeylonMusicLounge #Ekiholo

ความคิดเห็น • 1.1K

  • @ContentCretorPriyabrata
    @ContentCretorPriyabrata 2 ปีที่แล้ว +10

    সত্যি বলতে কিশোর কুমারের এই গান অনেকের কণ্ঠে শুনেছি। কিন্তু, এই কণ্ঠে শুনে লোম লোম শিউরে উঠলো। কিছুক্ষণের জন্যে মনে হল যেন কিশোর কুমারের কণ্ঠ লাইভ শুনছি তাও আজকের SOUND SYSTEM এ। সত্যি অসাধারণ। আমি কয়েকবছর আগেও শুনেছি। আবারও শুনছি। আর যতবার NOTIFICATION ভেসে আসে ততবার শুনি। মন ভরে যায়।

  • @farzanayasmin2567
    @farzanayasmin2567 3 ปีที่แล้ว +19

    অপূর্ব। মাহাদী মধুর কন্ঠে কিশোর কুমারের গাওয়া পছন্দের একটি গান। মাহাদীর গন শুনতে খুব ভালো লাগে। নতুন প্রজন্ম এভাবেই পুরনোকে ধরে রাখুক

  • @pranabkumarsen3323
    @pranabkumarsen3323 3 ปีที่แล้ว +7

    অসম্ভব ভালো গাইছেন সকলেই। musicians ভায়েরাও নিপুণভাবে সঙ্গত করছেন। সব মিলে মিশে এ এক অপূর্ব সৃষ্টি, যা কিনা মূল শিল্পী দের সঙ্গীত কেও রীতিমতো চ্যালেঞ্জ এর মুখে ঠেলে দিয়েছে।

    • @ImranHossain-vd6mx
      @ImranHossain-vd6mx 2 ปีที่แล้ว

      amio apnar sathe ekmot. chotobela thekei old songs gulo shune boro hoyechi. Tokhon thekei ei dhoroner gaaner proti ek dhoroner aabeg chilo. Edaning Sylon Music Lounge theke notun shilpi der gaan gulo shune sotti aashchorjo hoyechi! New generation er chele meyera je eto shundor vabe gaangulo gaibe vaabte parini. Ar instrumern player rao darun..

  • @ajutbarua5340
    @ajutbarua5340 ปีที่แล้ว +3

    আমি ভারতীয় কিন্তু আপনাদের Seylon Music এর ফ্যান। এখানে যে সব শিল্পীরা তাদের কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন তারা অসাধারণ।
    আমার একটা রিকোয়েস্ট আছে, যিনি এই সঙ্গীতে ড্রাম বাজিয়েছেন ওনার নামটা জানতে পারলে ভালো লাগতো।আমি ওনার এখন গুণমুগ্ধ ফ্যান। অবশ্যই যদি কোন প্রবলেম না থাকে।

  • @বাংলায়ধর্মশাস্ত্রপাঠ

    দুর্দান্ত,,, বাংলাদেশী হিসেবে দারুণ গর্ব অনুভব করছি।।।

  • @ReazHayder
    @ReazHayder 6 ปีที่แล้ว +7

    আমার দেশের ছেলে মেয়ে গুলো এত অসাধারন হোল কি ভাবে ? ভাবাই যায়না । এই গর্ব আমি রাখি কোথায় । সত্যি অসাধারণ ।

  • @firozahmed5029
    @firozahmed5029 4 ปีที่แล้ว +19

    "সিলন মিউজিক লাউঞ্জ" এর মতো অনন্যসাধারণ আয়োজনের জন্য "সিলন টি" কে অনেক অনেক কৃতজ্ঞতা। সেই সাথে দুটো অনুরোধ- (১) আমাদের বাংলাদেশের শিল্পীদের গাওয়া কালজয়ী গানগুলোও পরিবেশন করা হোক। (২) প্রত্যেকটা গানের ডিসক্রিপশন বক্সে ওই গানের সম্পূর্ণ বাণী সংযোজন করা হোক। ধন্যবাদ।

  • @kasfizamanshama2136
    @kasfizamanshama2136 5 ปีที่แล้ว +5

    আহা! কি বাঁশির সুর,
    মন খিচে ধরে!
    চমৎকার গেয়েছেন গায়ক।
    ধন্যবাদ সিলোন টি'কে

  • @aniruddhahomroy7771
    @aniruddhahomroy7771 6 ปีที่แล้ว +21

    দুদিন আগে মাহাদীর সঙ্গে দু ঘন্টা কাটালাম পেশাগত কাজের জন্যে। আপনারা যারা মাহাদিকে শুধুই শিল্পী হিসেবে জানেন তারা ভাবতেও পারবেন না কি অসাধারণ ও কর্মঠ এই মানুষটি তার আপন কর্মক্ষেত্রে। দু পরিচয়েই মাহাদিকে চেনাটা আমার ভাগ্য বলা যায়। দুই ক্ষেত্রেই উনার আরো অনেক সাফল্য কামনা করি।

    • @ImranHossain-vd6mx
      @ImranHossain-vd6mx 2 ปีที่แล้ว

      Uni gaan chara ar ki koren? mane ami onar profession jante chacchi..

  • @alomgir8384
    @alomgir8384 6 ปีที่แล้ว +3

    Seylon Music Lounge Organizer দের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বাংলার গান পাগলদের হৃদয়ে গেঁথে থাকা পুরোনো আরও গান উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি।

  • @SS-Saha
    @SS-Saha 6 ปีที่แล้ว +55

    দাদা, এই ছোটো ভাই টার কাছ থেকে ভালোবাসা নিবেন..
    এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ...🙂🙂👍👍

  • @priyaranjan699
    @priyaranjan699 4 ปีที่แล้ว +25

    I am from Jharkhand and I am listening it everyday.such all the artists are mind blowing.I am speechless. thanks seylon music.

  • @sutradharpalash
    @sutradharpalash 4 ปีที่แล้ว +78

    বাদ্যশিল্পীরা অসাধারণ। এত সুন্দর সঙ্গের কারণেই গানগুলোও এত সুন্দর হয়েছে। ওনাদের নাম ভিডিওর বিবরণে যোগ করার অনুরোধ রেখে গেলাম। ধন্যবাদ সবাইকে।

  • @nadiaferdous3381
    @nadiaferdous3381 6 ปีที่แล้ว +8

    মন ছুয়ে দিলে ভাই মাহাদী। অসম্ভব সুন্দর গেয়েছেন।

  • @akasshd8980
    @akasshd8980 6 ปีที่แล้ว +60

    পশ্চিমবঙ্গের থেকে আমি। অসংখ্য ভালোবাসা আর সুভেচ্ছা র‌ইলো আপনাদের সকলকে। কমপক্ষে ৪০ বার শুনে ফেলেছি, তাও রোজ একবার করে না শুনলে ভালো লাগে না

    • @anitabiswas6954
      @anitabiswas6954 4 ปีที่แล้ว +2

      ঠিক তাই 🌝🌝 প্রতিদিন শুনতেই হবে 👌👌

    • @jayantamondal8309
      @jayantamondal8309 4 ปีที่แล้ว +2

      ভালো

    • @priyaranjan699
      @priyaranjan699 4 ปีที่แล้ว +1

      Right brother.

  • @sharminlatif444
    @sharminlatif444 5 ปีที่แล้ว +1

    সব সময় বলি, বারবার বলি সিলন এর এই আয়োজন অনেক চমৎকার একটি উদ্দোগ যা প্রশংসার দাবি রাখে, আর মাহাদীর কনঠ সুন্দর, ভালো গাইলো,

  • @shibakaliroy
    @shibakaliroy 3 ปีที่แล้ว +21

    What an orchestra.. What a singing!! what a performance!! Heart full of love from India.. Carry on

    • @thejashorianguyofficial
      @thejashorianguyofficial 2 ปีที่แล้ว

      শিল্পী, মাহদি from close up 1,season 1(Bangladesh)

  • @moh6846
    @moh6846 3 ปีที่แล้ว +12

    সেই বিখ্যাত মহা নায়ক উত্তম কুমারের অভিনয় ও কিশুর কুমারের কণ্ঠে গাওয়া রাজকুমারী ছবির গানটি সত্যি অমর।

  • @SumanDas-zj7nl
    @SumanDas-zj7nl 4 ปีที่แล้ว +13

    Evergreen & immortal song.......originally sung by GREAT Legend Kishore Kumar .....love from Bangladesh.... ...thanks to Seylon music lounge....🌹🌹❤♥️

  • @abhijitgoswami9145
    @abhijitgoswami9145 5 ปีที่แล้ว +2

    ভাগ্যবান আমরা দুই বাংলার বাঙ্গালী এক কথা এক ভাষা এক সুর ।

  • @85nsk
    @85nsk 6 ปีที่แล้ว +85

    I dont understand Bangla,but I have heard both the versions of the song being a big Kishoreda fan..I have to agree with the fact that you have done a fabulous justice to this eternal classic of Pancham and Kishoreda..

  • @amitneogi4298
    @amitneogi4298 5 ปีที่แล้ว +1

    অপূর্ব এই পরিবেশনা। এপার বাংলা থেকে অনেক অভিনন্দন। আরো এই রকম পরিবেশনা হোক।

  • @devapriyaguharoy7745
    @devapriyaguharoy7745 3 ปีที่แล้ว +10

    Thanks for setting our mind down memory lane. So soulfully !

  • @jahardas5491
    @jahardas5491 3 ปีที่แล้ว +2

    চমৎকার, অরিজিনাল কিশোর ছাড়া আমি সাধারণত শুনিনা, কিন্তু ওনাকে অনেক বার শুনেছি। ভালো লেগেছে।

  • @himaldew
    @himaldew 6 ปีที่แล้ว +142

    হিন্দি গানের স্রোতের বিপরীতে বাংলা গানকে ভাসিয়ে রাখতে এমনি আয়োজনকে সাধুবাদ!

    • @tridiplaha9832
      @tridiplaha9832 4 ปีที่แล้ว +3

      Baruip rabindra vabana apnader live show sakta chi

    • @himaldew
      @himaldew 4 ปีที่แล้ว +3

      Tridip Laha আপনার লিখা কিছুই বুঝিনি। আমাদের বাংলা ভাষায়ও তো অক্ষর আছে তাই না!!

    • @supriyakarmakar7462
      @supriyakarmakar7462 3 ปีที่แล้ว +1

      এটা আসলে একটা হিন্দী গান, সুর একই রেখে বাংলা শব্দ বসিয়ে বাংলা গান বানিয়েছে, কলকাতার দাদাদের কাজ খালি কপি করা।

    • @himaldew
      @himaldew 3 ปีที่แล้ว

      @@supriyakarmakar7462তাই নাকি!! হিনদি গানটার লিঙ্ক টা দিন তো!!

    • @supriyakarmakar7462
      @supriyakarmakar7462 3 ปีที่แล้ว

      @@himaldew famous song sung by Kishore Kumar for Rajesh Khanna. Search with "ye kya hua kab hua kyun hua" on TH-cam.

  • @israilmunshi2049
    @israilmunshi2049 6 ปีที่แล้ว

    আমার "কী যে হলো" জানিনা। গানের মিষ্টি সুরের মূর্ছনায় কি ভাবে শিল্পী কে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নেই! শুধু বলতে পারি, অসাধারণ!

  • @nabodaychakma7490
    @nabodaychakma7490 6 ปีที่แล้ว +42

    সত্যি বলার মতো আমার কাছে আর ভাষা নাই .... শুনতে যে কতো ভালে লাগে.... মধুর কন্ঠে ....মধুর গান ...

  • @bumbachatterjee6671
    @bumbachatterjee6671 3 ปีที่แล้ว

    নতুন প্রজন্ম কে আমাদের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে উদ্বুদ্ধ করার এমন প্রয়াস কে সাধুবাদ জানাই.... সুরের কোনো কাঁটাতার এর বেড়া হয় না... মনপাখি একদেশ থেকে অন্য দেশ এ সুরের মূর্ছনায় প্রবাহিত হয়.... ধন্যবাদ

  • @mahuachatterjee4065
    @mahuachatterjee4065 4 ปีที่แล้ว +17

    কিশোর কুমারের একটি অনবদ্য গানের অসাধারণ উপস্থাপনা।

  • @parthodas8301
    @parthodas8301 6 ปีที่แล้ว

    হারানো দিনের গানগুলোকে নতুন করে কেউ গাইলে সেটা অন্য কিছু একটা হয় বা বিকৃত হয়ে যায় অথবা মূল গানটি থেকে অনেক দুরে সরে যায়। সেটা কন্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী উভয়ের অদক্ষতার কারনেই হয়ে থাকে। তখন গানটি শুনতে আর ভাল লাগে না। তবে এখা‌নে তার ব্যতিক্রম দেখছি। Seylon Music Lounge এর প্রতিটি গান খুব সুচারু ও মানসম্পন্নভাবে রিমেক করা হয়েছে। যা খুব শ্রুতিমধুর লাগে। প্রতিটি গানেই চমৎকার সঙ্গীতায়োজন এর ছাপ লক্ষ করা যায়। এক্ষেত্রে পার্থ দা অনেক বড় একটি ধন্যবাদ ও কৃতিত্বের দাবী রাখেন। খুব প্রশংসনীয় উদ্যোগ। অনেক ভাল লেগেছে।এই প্রথম দেখলাম মুল শিল্পীর সাথে হুবহু মিল রেখে গানটি গাওয়া হয়েছে। সাথে মিউজিক ও অসাধারণ হয়েছে।অসম্ভব সুন্দর হয়েছে সবকিছু..

  • @mahfuzurrohamroni
    @mahfuzurrohamroni 6 ปีที่แล้ว +38

    হারানো দিনের গানগুলো অনেকভাবে কভার করা হচ্ছে তাতে গানের গুনাগুন নষ্ট হচ্ছে কিন্তু সেইলন এর আমি যতগুলো কভার করা গান শুনছি পার্ফেক্ট,,,,গ্রেট😍😍😍👌👌👌...আপনারা কি বলেন???😎😎

  • @gmhelaluddin3882
    @gmhelaluddin3882 3 ปีที่แล้ว

    এককথায় অসাধারণ , মুগ্ধ, ব্যাবস্থাপনা,রুচিসম্মত গান, উপস্থাপনা, কলাকুশলীদের বাদ্য-বাজনা, বিশেষ করে বংশীবাদক ম্যাডামের প্রেমে পড়ে গেলাম,শিল্পীর ব্যাক্তিত্বের নমুনা পাওয়া যায়, ধন্যবাদ সিলং কমিটি কে এ রকমের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য,

  • @a.k.m.taraqulmomenraju9088
    @a.k.m.taraqulmomenraju9088 6 ปีที่แล้ว +135

    এ কি হল, কেন হল, কবে হল, জানি না
    শুরু হল, শেষ হল, কী যে হল, জানি না তো
    কেউ বোঝে কি না বোঝে হায়, আমি শুধু বুঝি
    এই আঁধারে ভুল করে হায়, আলো মিছে খুঁজি
    মেঘ, মরুতে যায় কি দেখা, দিন যায় একা একা
    কেউ ভাবে কি না ভাবে হায়, আমি শুধু ভাবি
    যে প্রেম দিতে জানে তার নেই কোন দাবি
    হায়, মনে পড়ে কেন তারে, মনে পড়ে বারে বারে

    • @gmrashed5788
      @gmrashed5788 6 ปีที่แล้ว

      nice song

    • @mandirabhattacharjee295
      @mandirabhattacharjee295 6 ปีที่แล้ว +1

      দা-রু-ণ!!! এক কথায় ফাটাফাটি

    • @mandirabhattacharjee295
      @mandirabhattacharjee295 6 ปีที่แล้ว +1

      এ. কে. এম. তারেকুল মোমেন রাজু 👌👌👌👌👌👌👍👍👍👍😊

    • @nilimakhan2127
      @nilimakhan2127 5 ปีที่แล้ว +1

      দারুন

    • @sinanff5448
      @sinanff5448 4 ปีที่แล้ว

      Well done bro

  • @ইতিহাসপ্রস্তুতি
    @ইতিহাসপ্রস্তুতি 6 ปีที่แล้ว

    আরো বেশী করে চাই, seylon কে Dhonnobad এই রকম উপহার দেয়ার জন্য

  • @arindamned
    @arindamned 6 ปีที่แล้ว +194

    দুর্দান্ত। এপার বাংলা থেকে ভালোবাসা নেবেন।

    • @DhakaDuniya
      @DhakaDuniya 6 ปีที่แล้ว +5

      আমি শিহরিত।

    • @dragonshadow4206
      @dragonshadow4206 6 ปีที่แล้ว +2

      💜💜💜💜

    • @babachele8284
      @babachele8284 5 ปีที่แล้ว +10

      আপনিও ভালবাসা নিবেন এপার বাংলা থেকে।

    • @sukdevghose7037
      @sukdevghose7037 4 ปีที่แล้ว +4

      @@babachele8284 fantastic

    • @_labiba_4904
      @_labiba_4904 4 ปีที่แล้ว +1

      Pura bangla theke apnake bhalobasha

  • @baruaswikriti
    @baruaswikriti 6 ปีที่แล้ว

    এই গানটি আমাকে প্রায় বিশ বছর পেছনে নিয়ে গেল। কলেজের দিনগুলোতে আমার পছন্দের শিল্পী ছিলেন কিশোর কুমার। সিলন টি ও পুরো টিমকে ধন্যবাদ এ ধরণের আয়োজনের জন্য। আর মাহাদী ভালো গেয়েছে। আর পার্থ দার মিউজিক রি অ্যারেঞ্জমেন্ট অসাধারণ।

  • @shubhrangshuchakraborty5373
    @shubhrangshuchakraborty5373 6 ปีที่แล้ว +31

    খুব ভালো গাইলেন আপনি । সাথে কিশোর দা কে শ্রদ্ধা জানাই।

  • @SHUVRODEVSARKAR-
    @SHUVRODEVSARKAR- 3 ปีที่แล้ว

    হাজার বছর বেচে থাকবে এসব গান,
    আমার জন্মের ২০ বছর আগের গান,
    আগেও শুনেছি, এখনও শুনবো, আবার ২০ বছর পরেও শুনবো।
    ধন্যবাদ নতুন করে মিউজিক এরেঞ্জ করে, এসব গান কে আধুনিক ইন্সট্রুমেন্ট এর করার জন্য।
    আমরা শেষ বয়সেও শুনবো, অরজিনাল আর আমাদের যুবক বয়সের করা গান।

  • @sanjaychakraborty2990
    @sanjaychakraborty2990 4 ปีที่แล้ว +6

    Good singers good musicians. Good choices. Good songs. Over all good. Very soothing . Very amazing. Thanks a lot.

  • @dalianilufar1237
    @dalianilufar1237 5 ปีที่แล้ว

    কিশোরকুমারের গান অনেকেই সাধ্যমত চেষ্টা করেছেন গাইতে। কিন্তু এই গায়ক এত সুন্দর করে আর সহজ করে গাইলেন!!! মনটা যে কি ভরে গেল!!!আমরা গর্ব নিয়ে বলতে পারি আমাদের কিশোরকুমার নেই কিন্তু মেহেদী আছে!!এইতো আমার দেশের সম্পদ আর সম্মান! অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানাই।

  • @sanjaychakraborty2990
    @sanjaychakraborty2990 4 ปีที่แล้ว +6

    Being a Bengalee one I am proud of your excellent performance. Thank you for priority of bengali songs.

  • @chandrasekharbasu142
    @chandrasekharbasu142 4 ปีที่แล้ว +2

    Seylon Music আমার রক্তে জড়িয়ে গেছে। আমি just spellbound. চালিয়ে যান।

  • @dhshimul8136
    @dhshimul8136 6 ปีที่แล้ว +12

    আহা ,,অনেক অনেক ভালো লাগতেছে...
    বিশেষ করে এই সময়টাতে ,,,
    ধন্যবাদ #seylon

  • @asrobinahmed5479
    @asrobinahmed5479 6 ปีที่แล้ว

    SEYLON Music Lounge টিমকে ধন্যবাদ, পুরাতন কালজয়ী এসব গানগুলোকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।

  • @AKASSHSEN
    @AKASSHSEN 6 ปีที่แล้ว +4

    AWESOME MUSIC ARRANGEMENT N BRILLIANT SINGING. KEEP MAKING GOOD MUSIC.

  • @sayeed-ahmed-arian
    @sayeed-ahmed-arian 3 ปีที่แล้ว

    গায়কি যেমন ভালো হয়েছে, তেমনি, এক কথায় অসাধারণ মিউজিক!

  • @SkyFall121
    @SkyFall121 6 ปีที่แล้ว +17

    এতো স্নিগ্ধ গান যারা উপহার দিয়ে যাচ্ছে, তাদের চা টা নিশ্চয়ই স্নিগ্ধই হবে। এই ইংল্যান্ডে 🇬🇧 কোথায় পাবো Sylon Tea?

    • @saddamsylhety2737
      @saddamsylhety2737 3 ปีที่แล้ว +1

      যে কোন বাঙালি শপে পাবেন ইস্ট লন্ডনে পাবেন

  • @rajeshmondal2410
    @rajeshmondal2410 5 ปีที่แล้ว +2

    এতো সুন্দর গান করলেন আপনারা কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিনা খুব খুব সুন্দর। একটা অনুরোধ "দোলে দোদুল দোলে ঝুলনা" এই গান তা শুনতে চাই । দোয়া করে যদি শোনান । অপেক্ষায় থাকলাম।

  • @bongtube1983
    @bongtube1983 6 ปีที่แล้ว +21

    I listened to all tracks by Seylon music so far. Keeping respect to the original songs, I must say that seylon music tracks are also very much entertaining to me. They take my stress out and they make me sleep also at night. Looking for more tracks from Seylon, when expecting them?

    • @bongtube1983
      @bongtube1983 6 ปีที่แล้ว

      Thank you and definitely I am tuned with you guys as I have already subscribed your channel:) "E ki holo" and "Tokohn tomar ekush bochor" ei duto gaan are the best, although other tracks are very nice too. Looks like you got very talented musicians in the group and would love to attend your concerts also. I am music lover although I don't know much about music and I love you guys!

  • @kushalbhaskar4401
    @kushalbhaskar4401 3 ปีที่แล้ว

    মন ভাল করা পরিবেশনা... বাঁশিওয়ালা যুগ যুগ জিও....

  • @Dwaipayan073
    @Dwaipayan073 6 ปีที่แล้ว +4

    Thank you Seylon Studio, Mahadi bhai and all the very talented musicians for representing this old famous song on a modern musical platform. The flute part was excellent which gave the song more nostalgic effect.
    Tribute to Kishore kumar.
    Tribute to Panchamda.
    - Love from Kolkata.

  • @twobrotherscreation9983
    @twobrotherscreation9983 2 ปีที่แล้ว +1

    Uf mairi❤️😩 ato sundor

  • @mitasarker6069
    @mitasarker6069 6 ปีที่แล้ว +6

    এ কি হলো,,
    শুরু হলো,,
    যেন শেষ না হয়,,
    চলুক অনেক বছর,,
    সুন্দর

  • @tofazzalhossain8895
    @tofazzalhossain8895 3 ปีที่แล้ว

    কিশোর কুমারের গান এত সুন্দর করে পরিবেশন করেছেন, খুবই ভালো লাগছে।

  • @dilrubachowdhury8980
    @dilrubachowdhury8980 6 ปีที่แล้ว +145

    প্রিয় সুমধুর গানটি মাহাদীর কণ্ঠে আরো প্রিয় ও সুমধুর লাগলো। খুব ভালো লাগলো। কতবার যে শুনেছি!!!!

    • @saadsarker5109
      @saadsarker5109 6 ปีที่แล้ว +1

      আমিও যে কত বার শুনছি!!!!!!

    • @sujoysaha1947
      @sujoysaha1947 6 ปีที่แล้ว +1

      গানটি নতুন ভাবে মনে দাগ কাটলো

    • @shibsankarkarmakar7319
      @shibsankarkarmakar7319 6 ปีที่แล้ว

      আমিও যে কতবার শুনেছি জানি না

    • @prabhatsikhasadhukhan351
      @prabhatsikhasadhukhan351 6 ปีที่แล้ว +1

      মন ছুঁয়ে গেল।

    • @shubhasishmondal2600
      @shubhasishmondal2600 6 ปีที่แล้ว

      সুহাসিনী চৌধুরী nice

  • @SreeUjjalArts105
    @SreeUjjalArts105 6 ปีที่แล้ว

    আমার সব প্রিয় গান গুলো একমাত্র এই চ্যানেল এ পাওয়া যায়।
    I love this channel.

  • @pankajthereality401
    @pankajthereality401 6 ปีที่แล้ว +9

    Very nice. পুরানো এইসব অসাধারণ গানগুলোর সাবধানী and caring remix আরো চাই ৷

  • @mdibrahimkhalil7248
    @mdibrahimkhalil7248 3 ปีที่แล้ว

    আহ, রাজকুমারী, আহ উত্তম কুমার, আহ কিশোর কুমার। ধন্যবাদ। ভালো লাগলো

  • @sukantagoswami1977
    @sukantagoswami1977 6 ปีที่แล้ว +10

    অসাধারণ.......

  • @ahamadullahhilgaleb597
    @ahamadullahhilgaleb597 2 ปีที่แล้ว

    মানে কি এত সুন্দর কিভাবে হয়?
    এই চ্যানেল এর সব গুলাই এমন!!
    আমি অস্থির হয়ে যাই🥰

  • @maududahsan4012
    @maududahsan4012 6 ปีที่แล้ว +37

    মাহাদি ও মিফতা দুজনেরটাই অনেক ভাল হয়েছে। আরো গান চাই

    • @playingwithjessenia769
      @playingwithjessenia769 6 ปีที่แล้ว +1

      অসাধারণ!

    • @85mohid
      @85mohid 4 ปีที่แล้ว

      মিফতা কি কারো নাম? আমি বলতে চাই মিফতা,একটি আরবি শব্দ এর অর্থ চাবি, আল্লহ আমাদের নামের অর্থ বুঝে নাম রাখার তউফিক দান করুক।

    • @fkhan6255
      @fkhan6255 4 ปีที่แล้ว

      @@85mohid ভাই, চাবি তো সুন্দর অর্থ। এখানে হয়তো বোঝানো হয়েছে সুন্দর বা জ্ঞানের ভান্ডারের চাবি। মিজান ও নাম হয়, যার অর্থ দাঁড়িপাল্লা। তাইলে?

  • @tapankumarbandyopadhyay8138
    @tapankumarbandyopadhyay8138 ปีที่แล้ว

    অতি সুন্দর Music Arrenngment
    🙏 অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই SEYLON MUSIC
    আরো এইভাবেই স্বর্ণযূগের হারিয়ে যাওয়া গানগুলো শোনাবেন।

  • @payeltheduskyqueen3735
    @payeltheduskyqueen3735 6 ปีที่แล้ว +16

    বাঃ খুব মিষ্টি।।।প্রেমে পড়ে গেলাম গানটার 😁😁💕💕💋💋💋

  • @emondas832
    @emondas832 5 ปีที่แล้ว

    অপূর্ব। প্রত্যেকটি শিল্পীর কাজ অসাধারন। পশ্চিম বাংলা থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নিবেন।

  • @m.h.samrat7063
    @m.h.samrat7063 6 ปีที่แล้ว +23

    মাহাদীর ভয়েস খুবই সুন্দর।সব ধরনের গানই তার সাথে যায়।

  • @learnwithnaira7304
    @learnwithnaira7304 3 ปีที่แล้ว

    খুব ভালো।পশ্চিমবঙ্গ থেকে এক বুক ভালোবাসা।

  • @md.belalahmed4057
    @md.belalahmed4057 5 ปีที่แล้ว +3

    Great combination of voice and music. Thanks all for presenting such a nice song.

  • @fahadbinrafiq750
    @fahadbinrafiq750 6 ปีที่แล้ว

    সমকালীন গান মিক্সিং এর যুগে এই চ্যানেলের গানগুলো পরিছন্ন আর ঝরঝরে লাগলো।

  • @souvik609
    @souvik609 6 ปีที่แล้ว +4

    Good wishes from a Bengali across the border

  • @akashscreatives7173
    @akashscreatives7173 6 ปีที่แล้ว

    Thank you Seylon tea আমাদের পুরোনো দিনের গানগুলো নতুন করে নতুন আমেজে উপহার দেয়ার জন্য। সিলন চা চুমুকে ক্লান্তি চিন্তা সব যায় ভুলে।

  • @adhirbiswas6886
    @adhirbiswas6886 3 ปีที่แล้ว +38

    ৬৯ সালে উদ্বাস্তু কিশোরের কোনও বন্ধু হয়নি কলকাতার বস্তিতে। পুজোর তিন দিন ৬৫ পয়সার সিনেমা দেখা। 'রাজকুমারী'। সেই স্মৃতি উঠে এলো

    • @Kuttus470
      @Kuttus470 3 ปีที่แล้ว +2

      আপনি কি বাংলাদেশী নাকি ভারতীয়?

    • @maheshjatav3264
      @maheshjatav3264 3 ปีที่แล้ว

      KK

    • @harun-al-rashid5967
      @harun-al-rashid5967 3 ปีที่แล้ว

      Hindi gaan er conubad

  • @sourashismal7550
    @sourashismal7550 11 หลายเดือนก่อน +1

    This singer is really awesome only this singer voice match with Kishore ji ❤❤ please upload more songs only this singer songs with on download option ❤

  • @kyashing
    @kyashing 6 ปีที่แล้ว +8

    অসাধারণ আরো আরো এমন গান চাই

  • @indrabhusanray1726
    @indrabhusanray1726 6 ปีที่แล้ว

    অসাধারন......
    নূতন কণ্ঠে গান গুলি অন্য মাত্রা এনেছে......

  • @myyoutube7866
    @myyoutube7866 6 ปีที่แล้ว +12

    Aro chai ki holo..?
    Supar hit

  • @miftahnoor767
    @miftahnoor767 6 ปีที่แล้ว

    অসাধারন!!! ভালো লাগলো।গলার কাজ চমৎকার। আরো গান চাই এমন কন্ঠে।

  • @subratabanik7785
    @subratabanik7785 4 ปีที่แล้ว +5

    My best wishes to the team.. Seylon Music 🌹🌹🌹

  • @tareqreza474
    @tareqreza474 6 ปีที่แล้ว

    অনেকবার শুনেছি... বার বার শুনছি। অসাধারন ভালোলাগার একটা গান।
    মাহাদি যেন এই গানটিকে নতুন এক মাত্রা যোগ করেছেন।

  • @susantadofficial9343
    @susantadofficial9343 6 ปีที่แล้ว +8

    Khub darun hoyeche.....

  • @ahmadgfakhruddin8265
    @ahmadgfakhruddin8265 6 ปีที่แล้ว

    চমৎকার পারফর্মেন্স সব মিলিয়ে ! দারুণ !

  • @jahangiralam-iz8gm
    @jahangiralam-iz8gm 6 ปีที่แล้ว +8

    অসাধারণ সুর ছিল👌

  • @faisalkhan-kd5zh
    @faisalkhan-kd5zh 6 ปีที่แล้ว

    Seylon music lounge এর সব গান গুলো এক কথায় অসাধারণ.
    ধন্যবাদ Seylon কে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য.

  • @Biplab15
    @Biplab15 6 ปีที่แล้ว +6

    osadharonn.....khb khb valo laglo....outstanding....wah wah wah

    • @Biplab15
      @Biplab15 6 ปีที่แล้ว

      erkm kichu gan ro sunte chai ....

  • @babaighosh954
    @babaighosh954 6 ปีที่แล้ว

    Upnader ato sundor prochesta amr khub khub valo lage sunte..
    Purano din gulo k notun kore touch korar sujog hoy...
    Khub khub valo..
    Aro uplode korun..
    Ki6u hindi hole o khub valo hoy

  • @sohampaul3479
    @sohampaul3479 3 ปีที่แล้ว +3

    An artist transcends the boundaries of culture, creed, topography. Excellent rendition bro, live it up!!

  • @arifulhanif8069
    @arifulhanif8069 5 ปีที่แล้ว

    কিশোর কুমার এর কণ্ঠের এ গানটি সত্যিই হৃদয় ছুয়ে যায়। তবে মাহাদির পরিবেশনাও আমাকে মুগ্ধ করেছে। তাই তো সময় পেলেই গানটি বার বার শুনতে ইচ্ছে করে।

  • @raghunathmondalmondal7642
    @raghunathmondalmondal7642 6 ปีที่แล้ว +5

    অসাধারন 👌

  • @supriyaroy7157
    @supriyaroy7157 6 ปีที่แล้ว

    দারুন প্রচেষ্টা। আরো চায় এই রকম গান।খুব সুন্দর।

  • @liakathossain4780
    @liakathossain4780 6 ปีที่แล้ว +17

    অনেক অনেক অনেক.................. ভালো লাগলো ।

  • @fishfarmingaquarium3612
    @fishfarmingaquarium3612 2 ปีที่แล้ว

    সত্যি কথা বলতে দ্বিধা নেই এতই চমৎকার গেয়েছেন আমার মনে হয় মাহাদী ই সেরা।

  • @souravbhakta5928
    @souravbhakta5928 6 ปีที่แล้ว +4

    Ohhh ki sunlam..... sei puronoo din gulo mone aber dole dea galoo....

  • @tanupriyasarkar480
    @tanupriyasarkar480 6 ปีที่แล้ว

    ভীষণ ভালো লাগলো।।মনটা যেন কোথায় হারিয়ে গেলো।

  • @sarkarsuromoy
    @sarkarsuromoy 6 ปีที่แล้ว +61

    এগিয়ে চলুন আমরা আছি সাথে। অসাধারন গানের উপহার আমাদের দিলেন। অপেখায় থাকলাম আরও পুরানো দিনের গান উপহার পাবার আশায়।

  • @computerknowledge4727
    @computerknowledge4727 4 ปีที่แล้ว +2

    এই চ্যানেলে music quality খুব সুন্দর by the way গান টা খুব সুন্দর হয়েছে♥️

  • @koushikroy1126
    @koushikroy1126 6 ปีที่แล้ว +5

    সুপার

  • @yushkh256
    @yushkh256 6 ปีที่แล้ว +1

    Ek kothai opurbo! Onek onek onek shubo kamona for the whole production team- from the front of the camera to the behind. Shotti, gaanti niye gelo amai shei prothom premer dingulity.

  • @pipupipu8234
    @pipupipu8234 6 ปีที่แล้ว +7

    Mahadi r voice e aro kichu ei rokom golden gaan.. Diben shei opekhate....

  • @momtazpervin5805
    @momtazpervin5805 3 ปีที่แล้ว

    যে প্রেম দিতে জানে
    তার নেই কোন দাবী.....♥
    কি অসাধারন গাওয়া।

  • @dalianilufar1237
    @dalianilufar1237 5 ปีที่แล้ว +198

    কিশোরকুমারের গান অনেকেই সাধ্যমত চেষ্টা করেছেন গাইতে। কিন্তু এই গায়ক এত সুন্দর করে আর সহজ করে গাইলেন!!! মনটা যে কি ভরে গেল!!!আমরা গর্ব নিয়ে বলতে পারি আমাদের কিশোরকুমার নেই কিন্তু মেহেদী আছে!!এইতো আমার দেশের সম্পদ আর সম্মান! অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানাই।

    • @tridiplaha9832
      @tridiplaha9832 4 ปีที่แล้ว

      Perfect music

    • @masukurrahman8627
      @masukurrahman8627 4 ปีที่แล้ว +1

      Mone pore kano tare! Ki j holo

    • @devapriyaguharoy7745
      @devapriyaguharoy7745 3 ปีที่แล้ว +5

      Aamader kachhe sobai soman aapon . Kishore kumar jemon bongo sontan temni mehedi Bhai !

    • @sumonchowdhury5189
      @sumonchowdhury5189 3 ปีที่แล้ว +1

      মাহাদী

    • @debashisghosh8718
      @debashisghosh8718 3 ปีที่แล้ว +4

      কোনও কথা হবে না❗শুধু একটি কথা প্রত্যেক শিল্পী perfection এর চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন‼️👌

  • @anshumanganguli3760
    @anshumanganguli3760 2 ปีที่แล้ว +3

    Splendid voice....Please share his name....want many more songs of great legend Kishore Kumar...in your voice ..Sir .. Beautiful rendition...

    • @anshumanganguli3760
      @anshumanganguli3760 2 ปีที่แล้ว

      Also...would appreciate the effort and presentation...by Seylon music...All the best wishes...

    • @odhorashoshi8706
      @odhorashoshi8706 2 ปีที่แล้ว

      His name is Mahadi... He comes from close-up1, musical reality show held in 2005-06. it broadcasted on NTV.